কোন কোন সরকারি চাকরিতে পেনশন থাকবে না আর কোনগুলোতে পেনশন থাকবে-বিস্তারিত জানুন Pension Revenue Job

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • যেসব সরকারি চাকরিতে পেনশন থাকবে না, আর যেসব চাকরিতে পেনশন থাকবে বিস্তারিত জানুন Pansion Revenue Job
    নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশনে
    Pension, Bcs Job, Bank Job, Police Job, Defence Job, Primary Job
    বিশেষ প্রতিনিধি ঢাকা, প্রথম আলো
    Published: 15 Mar 2024, 01:31
    চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না। তার বদলে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
    প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, সরকার তাঁদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করল।
    সরকারি কর্মচারীরা বর্তমানে সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা জমা রাখেন, যার বিনিময়ে সরকার ১১ থেকে ১৩ শতাংশ হারে সুদ দেয়। এ টাকা পেনশনে যাওয়ার পর অবসরভোগীরা পেয়ে থাকেন। যেসব সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান, তাঁরা টাকা রাখেন জিপিএফে। আর যাঁরা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান, তাঁরা টাকা রাখেন সিপিএফে।
    স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠান মিলে প্রায় ৪০০ সংস্থা রয়েছে, যেগুলোর কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪ লাখের বেশি। এ ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা করপোরেশনসহ সব করপোরেশন, পেট্রোবাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিএসটিআই ইত্যাদি।
    চারটি আলাদা কর্মসূচি (স্কিম) নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের ১৭ আগস্ট, উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা। প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য। সমতা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী (যাঁদের আয়সীমা বার্ষিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা) স্বল্প আয়ের মানুষের জন্য। প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। আর সুরক্ষা রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য।
    সর্বজনীন পেনশনে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়সের সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন।
    জাতীয় পেনশন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বজনীন পেনশন কর্মসূচিকে উজ্জীবিত করার চেষ্টা করছে সরকার, তারই অংশ হিসেবে এ দফায় নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাগুলোতে আগামী ১ জুলাইয়ের পর যাঁরা নতুন চাকরিতে যোগ দেবেন, তাঁদের জন্য ‘প্রত্যয়’ নামের একটি কর্মসূচি চালুর চিন্তা রয়েছে কর্তৃপক্ষের।
    জানা গেছে, বর্তমানে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা যে পেনশন সুবিধার আওতাভুক্ত রয়েছেন, তাঁদেরও প্রত্যয় নামের নতুন পেনশন কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ রাখা হতে পারে। সে ক্ষেত্রে তাঁদের বিদ্যমান পেনশনের সুবিধা সমর্পণ করতে হবে।
    জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ইত্যাদি সংস্থায় আগামী ১ জুলাইয়ের পর নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য ‘প্রত্যয়’ নামে একটি কর্মসূচি চালু করা হবে। এ জন্য বিধিমালা সংশোধনের কাজ চলছে, যা আগামী সপ্তাহে জারি হওয়ার কথা।
    সংস্থাগুলোতে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধা কমবে কিনা-এমন প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা বলেন, ‘এটা আপেক্ষিক। তবে অনেক দিন চর্চা ও বিশ্লেষণের পরই আমরা এমন সিদ্ধান্তে এসেছি।’
    এখন থেকে আর সরকারি চাকরিজীবীদের কোন পেনশন দেওয়া হবে না। শুরু হবে সার্বজনীন পেনশন ব্যবস্থা।
    চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় | Pension Scheme
    #পেনশন # সরকারি_চাকরি #SorkariJobaPensionThakseNa #pension
    how to calculate pension of govt employee,pension calculator bd,online pension calculator,pension skim,pension scheme,pensoner hisab,retirement pension calculation,how to calculate pension,how to calculate gratuity,bangla news update,gratuity calculation formula in bangladesh,bangla news today,channel 24 news today,what is gratuity and how it is calculated,news,imran fair info,gratuity calculation formula,gratuity calculation bangladesh,bangla news

Комментарии • 1,4 тыс.

  • @RiyazEasyMath
    @RiyazEasyMath  10 месяцев назад +132

    চাকরি নিয়ে, পেনশন নিয়ে আপনাদের যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করেন। আমি অবসর সময়ে সবার প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লাহ ❤️

    • @samimreza6551
      @samimreza6551 10 месяцев назад +7

      ভাইয়া খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শকে জুলাইয়ের পরে ডুকলে কি পেনশন পাবো। অথবা খাদ্য অধিদপ্তর এইটা রাজস্ব খাত এর অধিনে প্রিলিজ জানাবেন

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад +9

      রাজস্ব খাতের চাকরি

    • @tamimahsan7963
      @tamimahsan7963 10 месяцев назад +7

      NTRCA চাকরিতে কি পেনশন থাকবে?

    • @MahfuzurRahman-sl5sg
      @MahfuzurRahman-sl5sg 10 месяцев назад +4

      ভাইয়া আনসার ব্যাটালিয়ন কী রাজস্ব খাতভুক্ত চাকরি?

    • @nehaahmed752
      @nehaahmed752 10 месяцев назад +4

      ভাই সেনবাহিনীর চাকরি কি রাজস্ব খাত?
      ​@@RiyazEasyMath

  • @shihabuddin3008
    @shihabuddin3008 10 месяцев назад +167

    ভালো উদ্যোগ।এখন সরকারি ও বেসরকারি চাকরিতে বৈষম্য থাকবে না।

    • @HarunMiah-bz6jp
      @HarunMiah-bz6jp 10 месяцев назад

      আর হাসিনা থাকলে বাংলাদেশীরা চাকরি আর পাবে না। চাকরি পাবে ভারতের লোক।আর আমরা আমলা কামলা থাকবো।

    • @Mehedihasan-eg7mz
      @Mehedihasan-eg7mz 10 месяцев назад +1

      Thik

    • @md.sohelrana8825
      @md.sohelrana8825 10 месяцев назад +10

      হাজারগুন বৈষম্য তৈরি হলো। সরকারি চাকরিতে পেনশনের জন্য আলাদা করে টাকা জমাতে হয় না , সব সরকার বহন করে।কিন্তু সায়ত্বশাসিত গুলোতে নিজের বেতনের ১০% জমাতে হবে বাকি টা প্রতিষ্টান দেবে। অবসরের সময় সব টাকা আগে একসাথে পেতেন কিন্তু বর্তমানে অর্ধেক পাবেন আর বাকি অর্ধেক প্রতিমাসে পেনশন হিসেবে পাবেন। আর্থিক কোন সুবিধা হলো না।

    • @fazlerabby3009
      @fazlerabby3009 10 месяцев назад

      😠😠

    • @MDSAGOR-ej9vm
      @MDSAGOR-ej9vm 10 месяцев назад +1

      ভাই কি বুঝলেন পার্থক্য এখন আরো পরিষ্কার হয়েছে।

  • @জীবনটাবদলেদেওয়ারমতোগল্প

    সকল চাকরি জীবির জন্য একই পেনশন নীতিমালা তৈরী হউক।

  • @milonmim
    @milonmim 10 месяцев назад +28

    আমার বাবা ক্যাডেট কলেজ থেকে অবসর নিয়েছেন। কিন্তু কোনো পেনশন নাই। সারা জীবন পেনশনের আসায় চাকুরী করে এখন হতাশায় দিন কাটে। কতটা নির্মম এই সরকারের বিচার।

    • @bikrombetal
      @bikrombetal 10 месяцев назад

      কেন দিচ্ছে না ? এটা কি তাদের প্রাপ্য নয় ?

    • @niazmurshid
      @niazmurshid 9 месяцев назад +1

      এখন সংসার চলে কিভাবে?

    • @ZahidIslam-cz8cz
      @ZahidIslam-cz8cz 9 месяцев назад

      কষ্ট লাগলো

    • @jituahmed7592
      @jituahmed7592 9 месяцев назад +1

      ক্যাডেট কলেজ সসায়িত তাই এটায় পেনশন নেই

    • @sazidhasanmamun5255
      @sazidhasanmamun5255 9 месяцев назад

      শুধু মুক্তিযোদ্বাদের দিয়ে বাসিয়ে দিচ্ছে এই সরকার।

  • @khairulalam5561
    @khairulalam5561 10 месяцев назад +47

    ঠিক আছে। এর সাথে সকল চাকরির ক্ষেত্রে ই বয়সসীমা তুলে দিয়ে যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে নিয়োগ হওয়া উচিত। এ জন্য আইন পরিবর্তন করা জরুরী।

  • @Forid26
    @Forid26 10 месяцев назад +6

    ধন্যবাদ স্যার এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য, নিজের মধ্যে খুব কনফিউশান এর এ ছিলাম,, এই ভিডিও টা দেখে সব ভালো বুঝেছি,,, বাহিনীর চাকরি জন্য চেষ্টা করছি,,, এটা নিয়েও দিধায় ছিলাম, এখন সব বুঝতে পারলাম, ধন্যবাদ স্যার ❤😊

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад +1

      thanks dear brother, share this video with friends

    • @mr.hridoy3757
      @mr.hridoy3757 10 месяцев назад

      Thanks sir ❤

    • @mr.hridoy3757
      @mr.hridoy3757 10 месяцев назад

      ​@RiyazEasyMath thanks sir

  • @s.m.nayeem516
    @s.m.nayeem516 10 месяцев назад +4

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই? আপনি অনেক সুন্দর করে কথা বলে উক্ত বিষয়ে বুঝিয়েছেন। আপনি বই আকারে প্রকাশ করলে। দেশের জনগণ আরো ভালো করে বুঝতে পারবে।

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад

      Thank u dear brother 😍😍

  • @M.SyNdicatE
    @M.SyNdicatE 10 месяцев назад +143

    এটা ভালো উদ্যোগ,, সরকারি চাকরির পিছনে মানুষ কম ছুটবে,,

    • @samiulalomsium-t7i
      @samiulalomsium-t7i 10 месяцев назад +1

      @@light_years_ahead09 na, apnar moto boka choda rai enough ... jai hok, WEF 2025 er job report poren, dekhben, govt job/banking job er kono future nai. pretty soon, beshir vag govt sector privatized kore dibe, ar tar pore gono hare layoff start hobe. eto lafalafi korteso koro, maximum 2 year, bortomane joto govt employee ase, tar max 5-10% govt employee tike thakbe ar baki sob gula ke satai kore felbe. WEF er report gula poro ... hudai lafalafi koiro na..

    • @rakibul11607
      @rakibul11607 10 месяцев назад +13

      😁😁😁😁 অই পেনশনের টাকা লাগে কার😁😁😁😁?? একদিনের কামাইইই তো এর থেকে বেশি😬😬

    • @যখনযাতখনতা
      @যখনযাতখনতা 10 месяцев назад +2

      ঠিক

    • @sazedulislam7564
      @sazedulislam7564 10 месяцев назад

      ​@@light_years_ahead09 যারা ঐটার পিছনে ঘুরে তারাই যধু মধু

    • @ajgorali1014
      @ajgorali1014 10 месяцев назад

      দূর্নীতি আরো বাড়বে

  • @firozsikder971
    @firozsikder971 10 месяцев назад +12

    পেনসন বন্ধের পাশাপাশি, চাকরি শেষ হলে যে হাফ বেতন পায় সেটাও বন্ধ করা উচিৎ। তাহলে সরকারি চাকরির প্রতি মানুষের ঝোক কমবে। সমাজ সুস্থ থাকবে। এখন সরকারি চাকরি ব্যতিত যত মানুষ আছে সমাজে তাদের কোনো মূল্য নাই

  • @HDSayed-hs6py
    @HDSayed-hs6py 10 месяцев назад +24

    আলহামদুলিল্লাহ এবার মেয়ের বাবা-মা খুজুক সরকারি চাকরি ওয়ালা ছেলে

    • @AfsanaMimi-uv9wx
      @AfsanaMimi-uv9wx 8 месяцев назад

      ভিডিওটা আরেকবার দেখেন কি বলছে😂 রাজস্ব খাত পেনশন পাবে

  • @asadtech1783
    @asadtech1783 10 месяцев назад +34

    নতুন চাকরিজীবী সবাইকে সমান সুবিধা দেওয়া উচিত ,কেউ পাবে কেউ পাবে না এটা হবে কেন?

    • @mdabdulmannaffahim4622
      @mdabdulmannaffahim4622 10 месяцев назад +8

      প্রয়োজনে পুরনোদের ও বাতিল করা হোক দেশের সব টাকা কি তাদের তিন প্রজন্মকে খাওয়াতে খাওয়াতে শেষ করা লাগবে? তারা সরকারি চাকরি করে তো কি হয়েছে?

    • @sajidrayhan7000
      @sajidrayhan7000 10 месяцев назад

      @@mdabdulmannaffahim4622 পুরনোদের বলতে কি বোঝাচ্ছেন? যে চুক্তিতে তাদের চাকরিতে নেওয়া হয়েছে সেটা ভঙ্গ করতে বলতেসেন? পুরনো যারা আছে তারা তো সর্বজনীন পেনশন এ যুক্ত হওয়ার সময়ও পায়নি।

    • @firozsikder971
      @firozsikder971 10 месяцев назад

      রাইট​@@mdabdulmannaffahim4622

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 10 месяцев назад

      ​@@mdabdulmannaffahim4622 thik

  • @AbulKalam-rw2jk
    @AbulKalam-rw2jk 10 месяцев назад +24

    ভাল উদ্যোগ।এখন পাবলিক ও সরকারী চাকুরী একই হবে।

  • @mdmobarokhosenmilon8174
    @mdmobarokhosenmilon8174 10 месяцев назад +120

    পেনশন সুবিধা বাতিলের পক্ষে আছেন কে কে।

    • @zubayerhossain4249
      @zubayerhossain4249 10 месяцев назад +18

      যারা জব পায়নি তারা আছে 😂

    • @razentertainmentbd526
      @razentertainmentbd526 9 месяцев назад +1

      Amra sobai asi

    • @Mehendis_Dream
      @Mehendis_Dream 9 месяцев назад

      Ami

    • @CircuitClash
      @CircuitClash 9 месяцев назад +6

      Jara shorkari chakri pabena.. Paoar kono somvabonao nai...tar er bipokkhe. 😂😂😂😂

    • @bububuububu2025
      @bububuububu2025 9 месяцев назад +1

      পেলে তো ভালো।

  • @mdabduljalil4292
    @mdabduljalil4292 9 месяцев назад +1

    অনেক চমৎকার একটি ভিডিও। শিক্ষিত ব্যক্তিদের বিষয়গুলো জানা দরকার।

  • @tanhahossain4808
    @tanhahossain4808 10 месяцев назад +5

    আপনার ভিডিাউটি খুবই তথ্যনিরভর। খুব ভালো হোয়েছে।

  • @RezaulKarim-y2z
    @RezaulKarim-y2z 10 месяцев назад +92

    কাস্টম,, ভূমি,, আয়কর,, পুলিশ,,আরও অনেক প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি করতে অনেকেই রাজি হবেন।

    • @KURO-eb1jq
      @KURO-eb1jq 10 месяцев назад +2

      Abegi comment

    • @MdRiazUddin-ts2vo
      @MdRiazUddin-ts2vo 10 месяцев назад

      je beton govt dei, tar koek gun guser taka inkam hoy...

    • @rayhankhan765
      @rayhankhan765 10 месяцев назад +2

      অতিরিক্ত আয়ের সুযোগ থাকায়

    • @thelittleboywith1836
      @thelittleboywith1836 10 месяцев назад

      ঠিক

    • @rzim302
      @rzim302 10 месяцев назад +4

      বিনা বেতনে আপনি চাকরি করবেন?😅

  • @mr.hridoy3757
    @mr.hridoy3757 10 месяцев назад +3

    ধন্যবাদ স্যার আপনাকে আমি ব্যাটেলিয়ান আনসার জয়েন করব খুব টেনশন এ ছিলাম আপনার ইনফরমেশন পেয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে ❤

    • @nhnaimhossin
      @nhnaimhossin 9 месяцев назад

      ভায়া সেনাবাহিনী,,নৌবাহিনীর, এই গুলায় কিজ পেনসিয়ান বন্ধ নাকি

    • @mj_7463
      @mj_7463 9 месяцев назад

      ব্যাটেলিয়ান আনসার নারে পাগলে শব্দটা হবে, " আনসার ব্যাটালিয়ন "

  • @SaifulIslam-ff9mm
    @SaifulIslam-ff9mm 10 месяцев назад +3

    মাশাআল্লাহ আমি খুশি কারণ,,, অনেক বলার সময় নাই।

    • @AfsanaMimi-uv9wx
      @AfsanaMimi-uv9wx 8 месяцев назад

      রাজস্ব খাত তাইনা😂

  • @munjurulhasan8141
    @munjurulhasan8141 10 месяцев назад +51

    সকল স্কিম ই জয়বাংলা হয়ে যাবে।

    • @NahidHasan-7300
      @NahidHasan-7300 10 месяцев назад +6

      Pনাকী দার কথা মনে পড়ল

    • @fighterboyshamim2560
      @fighterboyshamim2560 10 месяцев назад

      Right

    • @shohojincome
      @shohojincome 10 месяцев назад

      😂😂😂​@@NahidHasan-7300

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 10 месяцев назад

      Hmm.iblish dara rastro cholle emon e hoy ba hobe.

    • @arifurrahman1057
      @arifurrahman1057 9 месяцев назад +1

      এমপিওভুক্ত স্কুল কলেজ কোন খাত?

  • @harunrashid1179
    @harunrashid1179 10 месяцев назад +38

    সকলকেই সার্বজনীন জাতীয় পেনশন স্কীমের আওতায় আনা উচিৎ।

    • @janmahmud6792
      @janmahmud6792 10 месяцев назад +2

      Bekar der bises priority dewa hobe

    • @TTC579
      @TTC579 10 месяцев назад

      কেন রে ভাই সবাই রে জাতীয় পেনশনের আনার কি দরকার যাদের ..... গা মারতেছে কম মারা হইতেছে নাকি 😡😡😡😡

    • @tanvirthetraveller
      @tanvirthetraveller 10 месяцев назад

      Trpr taka gulor putki mara shara

    • @SaifulIslam-vj5ex
      @SaifulIslam-vj5ex 10 месяцев назад

      হিম,,,আগে চাকরির পিছনে ছুটতো,,,আর এখন আত্তহত্তার পিছনে ছুটবে।

    • @Islamic-Dawah-Tube
      @Islamic-Dawah-Tube 10 месяцев назад +3

      আপনার প্রয়োজন আপনি পেনসন স্কীমে জয়েন করেন, সবার জন্য বাধ্য করার কথা বলছেন কেন!

  • @ujjalpaik1444
    @ujjalpaik1444 10 месяцев назад +2

    আপনার ভিডিও থেকে অনেক তথ্য পেলাম। ভালো লাগল অনেক। ধন্যবাদ আপনাকে ❤

  • @MayaTradingCompanyLtd.-jx1wf
    @MayaTradingCompanyLtd.-jx1wf 10 месяцев назад +12

    সরকারি আর বেসরকারি জবে পারথক্য থাকা উচিত নয়। এগুলো দেশের জন্য। পেনশন সবার জন্য ওপেন থাকতে হবে।

  • @Bismillahmedia114
    @Bismillahmedia114 7 месяцев назад

    সরকারি চাকরি যারা করে তাদের অহংকার বেশি পেনশনের টাকার দিকে তাকিয়ে সমাজে খুব ভাব নিয়ে চলে আল্লাহ তাদের অহংকার পতন করুন আমিন

  • @mdfahim2072
    @mdfahim2072 10 месяцев назад +11

    ভাল
    উদ্যোগ,সরকারি চাকরির উপর চাপ কমবে।

  • @muhammadatiquzzaman1147
    @muhammadatiquzzaman1147 10 месяцев назад +1

    কি দারুন সংবাদ , খুবই ভাল উদ্যোগ, বর্তমান যারা পাচ্ছে তাদের বর্তমান অবস্হা যাচাই করে শুধু মাত্র প্রয়োজন যাদের তাদের দিয়া বাকিদের বাদ দেওয়া হোক এবং বিভিন্ন ভাতাও প্রয়োজনিয়দের ছাড়া অন্যদের দেওয়া বন্ধ করা হোক।

  • @mdjamiluddin9989
    @mdjamiluddin9989 10 месяцев назад +15

    এটা ভালো হয়েছে। এতে মানুষ আর সরকারি চাকরির পিছনে দৌড়াবেনা।

  • @ShahAlam-zy1ce
    @ShahAlam-zy1ce 10 месяцев назад

    অনেক সুন্দর ভাবে বুঝতে পারলাম স্যার। তবে খুব একটা পাথক্য থাকবে না আশা করি।

  • @sahinrahoman
    @sahinrahoman 10 месяцев назад +4

    একজন সরকারি চাকরিজীবী সারা জীবন পরিবারের সদস্যদের জন্য অনেক পরিশ্রম করে। কিন্তু শেষে পেনশন বুড়া বয়সে পাওয়ার দরকার আছে।

  • @parvejhossain2322
    @parvejhossain2322 9 месяцев назад +1

    ইচ্ছা করে এই কাজটি করা হয়েছে, যাতে করে সবাই সার্বজনীন পেনশন স্কিমে সংযুক্ত হয়। 😢 জুলুম 😢

  • @md.alauddinbadsha7503
    @md.alauddinbadsha7503 10 месяцев назад +5

    সরকারী চাকুরীদের শুধু মাত্র বেতন দেয়া হোক। সরকারী চাকুরীতে নিদিষ্ট বয়স থাকা উচিত নয়।

    • @inforeal8235
      @inforeal8235 8 месяцев назад +1

      যে পায় না, তার খালি চুলকায়

  • @SMSaymunIslam-bm9vv
    @SMSaymunIslam-bm9vv 6 месяцев назад

    সরকারি কর্ম করতা দের পেনশন ভাতা বন্ধ করা হোক জয় বাংলা জয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার না হলে বিএনপি দরকার

  • @bpamirhossain2790
    @bpamirhossain2790 10 месяцев назад +3

    ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো ভিডিওটি।

  • @samialzaber1541
    @samialzaber1541 10 месяцев назад

    খুব ভালো সিদ্ধান্ত। এবার বেসরকারি চাকরি যারা করে তাদের কষ্ট বুঝতে পারবেন।

  • @sahalislam6305
    @sahalislam6305 10 месяцев назад +15

    আগে যেভাবে পেনশন পেত এখনো ঠিক অনুরুপ ভাবেই পাবে। এতে কোন সন্দেহ নেই।
    এরকম বহু কথা আসবে যাবে কিন্তু আগের সব নিয়ম ই রয়ে যাবে।

  • @RiyazEasyMath
    @RiyazEasyMath  8 месяцев назад

    নতুন খবর: এমপিওভুক্ত শিক্ষকদেরও সর্বজনীন স্কিলে ঢুকানোর জন্য চিঠি দিয়েছে
    shikshabarta.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE/

  • @shamimsarker3036
    @shamimsarker3036 10 месяцев назад +10

    প্রত্যয় স্কিম নিয়ে একটা ভিডিও চাই।

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад +3

      ইনশাআল্লাহ পাবেন

  • @স্মৃতিটুকুথাক-ছ৮ত

    জে নেছি অজানাকে, ধন্যবাদ।

  • @enamulhaque6892
    @enamulhaque6892 10 месяцев назад +8

    সার্বজনীন পেনশন দেশের উপার্জনক্ষম সকল ব্যক্তির জন্য উন্মুক্ত করা প্রয়োজন।
    নিম্ন আয়ের মানুষের পেনশন ফান্ডে কন্ট্রিবিউশন এর সম পরিমান অর্থ সরকারের তরফ থেকে প্রদানের ব্যবস্থা থাকতে হবে । তা না হলে সার্বজনীন পেনশন ব্যাবস্থার উপর সাধারণ মানুষের আস্থা তৈরি করা কঠিন হবে।

    • @imtiazali8769
      @imtiazali8769 10 месяцев назад

      সরকার তো লুটপাট করে খাওয়ার ব্যাবস্হা করছে।

  • @khairulislam-u5z
    @khairulislam-u5z 10 месяцев назад

    excellent,,,, khub valo vabe bujlte parlam

  • @AngelHiya-m3l
    @AngelHiya-m3l 10 месяцев назад

    ভালো উদ্যোগ। সকলকেই একই সুযোগ সুবিধা দেয়া উচিৎ

  • @saharakhatun2010
    @saharakhatun2010 10 месяцев назад +6

    পেনশন দেওয়া উচিত ৮০ বছর বয়স পর্যন্ত। তবে পেনশন কম করে দেওয়া উচিত।।

  • @foyezurr
    @foyezurr 10 месяцев назад +2

    স্বশাসিত লেখাটা দারুণ লাগছে!

  • @KuwaiySdar
    @KuwaiySdar 10 месяцев назад +72

    পুলিশের চাকরিজীবী দের পেনশন না দিলে ভালো হত, তাদের পেনশন বন্ধ করা উচিত

    • @naimurrahaman8735
      @naimurrahaman8735 10 месяцев назад +2

      খুব জ্বলে, আহারে

    • @IslamicHistory1.0
      @IslamicHistory1.0 10 месяцев назад +3

      সহমত

    • @shahedSomrat-y2c
      @shahedSomrat-y2c 10 месяцев назад +2

      😂 ahare vai er iccha puron hoilo na 😂

    • @imtiazahmed6059
      @imtiazahmed6059 10 месяцев назад +5

      আঙ্গুর ফল না খাইতে পারলে টক

    • @TabiaMuntaha
      @TabiaMuntaha 10 месяцев назад +2

      Thik vai, je kala TK mare, sud khay Tara pension diya ki Korbo

  • @mdnazrulislam7246
    @mdnazrulislam7246 9 месяцев назад +1

    বাংলাদেশে শুধু প্রশাসনিক দপ্তর বাদে সব প্রতিষ্ঠান মালিকানা করা হোক। কারণ এতে এসমস্ত প্রতিষ্ঠানে দুর্নিতী কম হবে। এবং কাজের মান ভালো হবে। সরকারি সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারী সবাই দূর্নিতী বাজ।তাই সমস্ত প্রতিষ্ঠান মালিকানা করা হোক।

  • @SkAsaduzzaman0007
    @SkAsaduzzaman0007 10 месяцев назад +12

    আমি খুশি হয়ছি কারন আমাদের মত গরীব মানুষ আমরা ঘুষ দিতে পারিনা এই জন্য চাকরি পাইনা❤❤❤

    • @lasiaftech
      @lasiaftech 10 месяцев назад +1

      এখন থেকে ঘুষ খাওয়া তো যায়েয হয়ে গেল যে

  • @gamingwithjahidul5576
    @gamingwithjahidul5576 10 месяцев назад +3

    সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এগুলো কি পেনশন পাবে নাকি প্লিজ আলোচনা করবেন❤❤।

    • @AshadNra
      @AshadNra 10 месяцев назад

      আবার জিগায়😂

    • @shathidebnath1746
      @shathidebnath1746 9 месяцев назад

      সৈনিকদের সাথে কারো তুলনা হয় না ভাই । বরং আমাদের দেশে এরা অনেক কম বেতন পায় বাহিরের দেশের থেকে

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 10 месяцев назад +3

    সরকারি চাকরি বা যেকোনো চাকরির পিছনে না ঘুরে সেই টাকা মেধা পরিশ্রম দিয়ে নিজে কোন উদ্যোক্তা প্রতিষ্ঠান খোলা অনেক ভালো কিংবা বিদেশে গিয়ে যান তাও ভালো সবচেয়ে ভালো এ কি কি কাজ করলে নিজের মেধা শক্তি থাকলে উপরের গোলামী করার চিন্তা করা ভালো নয়

  • @mustakahmmedmohaymin819
    @mustakahmmedmohaymin819 7 месяцев назад

    Thank you… Clear kore deyar jonno

  • @tazulislam2698
    @tazulislam2698 10 месяцев назад +4

    বুহৎ স্বার্থে ছোট স্বর্থ বর্জন কর‌তে হ‌বে। দে‌শের অর্থনী‌তি সচল রাখার উত্তম সিদ্ধান্ত। অপচয় ব‌ন্ধে সরকা‌রের সম‌য়োপ‌যোগী সিদ্ধান্ত।

  • @amirhossain478
    @amirhossain478 10 месяцев назад +4

    thanks vaiya bujhanor jonno

  • @mojammelhaque1938
    @mojammelhaque1938 8 месяцев назад

    ধন্যবাদ বিষয়টা অজানা ছিলো

  • @mdromzan3293
    @mdromzan3293 10 месяцев назад +19

    জাতীয় পেনশন স্কীম ও প্রত্যয় পেনশন স্কীমের মধ্যে প্রার্থক্য গুলো আগে আলোচনা করেন। সরকার কাউকে পেনশনের স্কীমের বাইরে নিচ্ছে না বরং সবধরনের সাধারণ জনগণকে পর্যন্ত পেনশনের আওতায় আনার চেষ্টা করছে।

  • @Bismillahmedia114
    @Bismillahmedia114 7 месяцев назад

    পেনশন বন্ধ হওয়ার পক্ষে আমি আছি

  • @mdsheamahamed3652
    @mdsheamahamed3652 10 месяцев назад +10

    ডিফেন্সের সকল বাহিনী কি আগের মত পেনশন পাবে

  • @USAexclusive
    @USAexclusive 10 месяцев назад

    গত ১৫ বছরে শেখ হাসিনার এই কাজ টা আমার খুবই ভালো লাগলো।।

  • @rsmrohit
    @rsmrohit 10 месяцев назад +4

    স্যার mpo ভুক্ত প্রতিষ্ঠান কোন ক্যাটাগরির মধ্যে পরবে?

    • @mohammadistiaque5609
      @mohammadistiaque5609 7 месяцев назад

      Mpo ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্টান পেনশন স্কিম

  • @mdjamiluddin9989
    @mdjamiluddin9989 10 месяцев назад +3

    কাস্টমস, বন্দর, সিটি করপোরেশন, এসব খাত ঠিক আছে।

  • @oliaroliar9252
    @oliaroliar9252 10 месяцев назад

    এটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। ১০ লাখ টাকা দিয়ে সরকারি চাকরি কর এই বার

  • @Rijum_Chakma
    @Rijum_Chakma 10 месяцев назад +3

    আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো করে বুঝার জন্য।

  • @afrojaakter3920
    @afrojaakter3920 10 месяцев назад

    Onk kicu jante parlam videor maddhome

  • @soikatdas1526
    @soikatdas1526 10 месяцев назад +5

    ৬০ বছর পর যে টাকাটা পেনশন ভতা আকারে পাবে। কিন্তু, মোট টাকাটা এতো বছর জমা দিয়েছি ঐ টাকাটা এককালিন পাওয়া যাবে না?

  • @sanjoylifestyle
    @sanjoylifestyle 10 месяцев назад +3

    সবার পেনশন বন্ধ করা দরকার

  • @shakilehsan8853
    @shakilehsan8853 10 месяцев назад +1

    এক রাষ্ট্র দুই নীতি মানবনা। সবাই সমান অধিকার পাবে।

  • @md.rifathasan2532
    @md.rifathasan2532 10 месяцев назад +3

    ডিফেন্স এর চাকরিজীবীরা ও কি পেনশন পাবে না
    প্লিজ জানাবেন

    • @srahmanb5631
      @srahmanb5631 10 месяцев назад

      Pabe

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад

      পেনশন পাবে

    • @NiLa-yt1ce
      @NiLa-yt1ce 9 месяцев назад

      ​@@RiyazEasyMath sotti ki pabe??

  • @alvinsetab5994
    @alvinsetab5994 7 месяцев назад

    আপনার ভিডিও এর মাধ্যমে বিষয়টি প্রায় শতভাগ পরিস্কার হয়ে গেল।
    এখন সরকার প্রণিত সার্বজনীন পেনশন স্কিমের বিষয়বস্তু কি সেটাই জানার আগ্রহ রইল।
    আপনাকে ধন্যবাদ।

  • @md.naiemhossain5253
    @md.naiemhossain5253 10 месяцев назад +5

    সিভিল সার্জন এর কার্যালয় এর আওতাভুক্ত স্বাস্থ্য সহকারী পদ কি রাজস্ব খাতের চাকরি,,,
    এরা কি পেনশন পাবে

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад +2

      হা পাবে

    • @abudaudmolla1435
      @abudaudmolla1435 10 месяцев назад +1

      এটা স্বাস্থ্য অধিদপ্তরের আওতায়

    • @mdrashidulhasan7603
      @mdrashidulhasan7603 10 месяцев назад

      Change your title.

    • @Taijulislam-py5zo
      @Taijulislam-py5zo 10 месяцев назад

      high school ar teacher employee ra ki pension paba 1 kalin jata dai oita

    • @arnabkumardas1438
      @arnabkumardas1438 9 месяцев назад

      সিভিল সার্জন এর স্বাস্থ্য সহকারী পদের কি এককালীন টাকা দেই?

  • @obaidulrahman234
    @obaidulrahman234 9 месяцев назад

    সাবাস শেখ হাসিনাকে, প্রবাসিরা ৯০% বঞ্চিত, এদের সব খেত্রে বঞ্চিত করা উচিৎ।

  • @paglarakib3942
    @paglarakib3942 10 месяцев назад +15

    একটা লোক ৬০ বছর চাকরির পর। ৩০ বছর প্রত্যয় স্কিমে টাকা জমানোর পর অবসরে চলে গেল। ৫/৭ বছর পর লোক মারা গেলে ৭৫ বছর পর্যন্ত যে টাকাটা বেতন আকারে আসবে সেটা কি তার নমিনি পাবে?

    • @engrsmripon1009
      @engrsmripon1009 10 месяцев назад +1

      এটার উত্তর তো কেউ দিচ্ছে না

    • @MdRubelSd
      @MdRubelSd 10 месяцев назад

      হ্যা

    • @MdAbdulHakim-q5f
      @MdAbdulHakim-q5f 10 месяцев назад

      হা পাবে

    • @julfikarali5256
      @julfikarali5256 10 месяцев назад

      Political party ai taka gulo vhag kore nebo

    • @Skrubel404
      @Skrubel404 10 месяцев назад

      কি ভাবে পাবে? যে নমিনি সে ওতো সর্বজনিন পেনসনের আওতায় তা হলে সে কেমনে পাবে?

  • @Mdlilon-lz7eh
    @Mdlilon-lz7eh 10 месяцев назад

    সঠিক সিদ্ধান্ত।

  • @nayanbarua9946
    @nayanbarua9946 10 месяцев назад +4

    শুধু বিয়ে করতে পারবা,আর কিছু না

  • @masudulhoque5534
    @masudulhoque5534 10 месяцев назад +2

    স্ব শাসিত প্রতিষ্ঠান গুলো এতো দিন যাবৎ পেনশন তো পেতো না। এটাই জানতাম। তাহলে তারা নতুন পেনশন প্রকল্প গুলোতে যুক্ত হলে সেটা কি ভালো নয়?

  • @variousNserious
    @variousNserious 10 месяцев назад +3

    দুর্নীতি ডবল হয়ে যাবে😂😂😂

  • @MdRanju-l9o
    @MdRanju-l9o 8 месяцев назад +1

    খুব ভাল খবর

  • @ridoykhan9879
    @ridoykhan9879 10 месяцев назад +3

    পুলিশ, সেনা,নৌ বিমানবাহিনীর ওদের কি পেনশন থাকবে???

    • @mdshihabali6281
      @mdshihabali6281 10 месяцев назад

      হুম আগের নিয়মে

    • @Bimanmim
      @Bimanmim 10 месяцев назад +1

      যখন শুরু করছে পাঁচ বছরে পরে পেনশন বলতে কিছুই থাকবে না আর

  • @minulahsan9191
    @minulahsan9191 9 месяцев назад

    সরকারি চাকরিতে অবশ্য পেনশন সুবিধা থাকা উচিত।

  • @shakilislam9495
    @shakilislam9495 10 месяцев назад +5

    এমপিও হাইস্কুলের শিক্ষকেরা কি পেনশন পাবে?

    • @robiulhasan2519
      @robiulhasan2519 10 месяцев назад

      না, যারা ২০২৪ সালের জুলাই থেকে জয়েন করবে তারা সার্ব্জনিন পেনশনের আওতায়

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад +3

      আগে মতো এককালীন টাকা পাবে

    • @SweetHossain810
      @SweetHossain810 10 месяцев назад

      ​@@RiyazEasyMath ভাই হাই স্কুল এ ৩য় পর্যায় ল্যাব আসলে পরে এককালীন থাকবে নাকি কোনো টাকায় পাওয়া যাবে না

  • @educationalvoice71
    @educationalvoice71 8 месяцев назад

    সর্বজনীন পেনশন স্কিম নিয়ে একটা ভিডিও বানাবেন, প্লিজ

  • @dabteamnowshad247
    @dabteamnowshad247 9 месяцев назад

    ধন্যবাদ স্যার, অনেক সুন্দর আলোচনা করেছেন

  • @asitkarmakarasit5735
    @asitkarmakarasit5735 10 месяцев назад

    খুব ভাল উদ্বেগ

  • @subrotokumar1807
    @subrotokumar1807 10 месяцев назад

    সুন্দর আলোচনা স্যার ।

  • @sreebasbiswas6511
    @sreebasbiswas6511 10 месяцев назад

    সব ধরনের সরকারি চাকরিতে পেনশন বাতিল করা উচিৎ তাহলে দেশের আরও উন্নতি হইত

  • @riazhossain6628
    @riazhossain6628 6 дней назад

    কেন্দ্রীয় পুলিশ হসপিটালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সরাসরি শুন্য পদে অস্থায়ী নিয়োগ এইটা কি রাজস্ব খাতের ভিতরে?? এইটা কি সরকারি? আর এইটাতে কি রেশন,, পেনশন সহ অন্যান্য সুবিধা কি পাবো প্লিজ উত্তর দেন প্লিজ

  • @Shezan6173
    @Shezan6173 7 месяцев назад

    ধন্যবাদ স্যার, বিসিএসের ক্ষেত্রে তাহলে কোন কোন ক্যাডারে পেনশন থাকছে আর কোন কোন ক্যাডারে থাকছে না একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার!

  • @kkgps8991
    @kkgps8991 10 месяцев назад +1

    চমৎকার আলোচনা।

  • @gamingrohul4179
    @gamingrohul4179 10 месяцев назад

    Alhamdulillah, vaggo vlo age a age penson chole asci 30lack nia basay,

  • @rumelrasel5573
    @rumelrasel5573 9 месяцев назад

    ভালো উদ্যোগ

  • @mdishakkutubi5129
    @mdishakkutubi5129 10 месяцев назад

    সরকার যদি এই উদ্যোগ নেয় দেশ উন্নত হবে এবং রাজস্ব মজবুত হবে। কেউ ঘোষ দিয়ে চাকরির করবেনা। আমাদের দেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে।

  • @JRNirobPoliteBoy
    @JRNirobPoliteBoy 8 месяцев назад

    আসসালামুআলাইকুম
    আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল ভাই জেলাভিত্তিক যে মন্ত্রণালয়ের সার্কুলার দেয়। ওইটাতে কি পেনশন পাওয়া যাবে ।সার্কুলারে লেখা আছে রাজস্ব খাতে স্থায়ী অস্থায়ী ব্ক্তিতে, আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিবেন ভাই

  • @imranhoque8442
    @imranhoque8442 10 месяцев назад

    একটা প্রশ্ন ছিল স্বায়ত্তশাসিত, সংবিধিবিদ্ধ দের বেতন এর কিছু অংশ যেটি সরকার দেয় এটার জন্য কি আলাদা বাজেট হয়???

  • @abdulnaiem9057
    @abdulnaiem9057 10 месяцев назад

    সুন্দর উপস্থাপন। ধন্যবাদ।
    প্রত্যয়ে কি কি আছে?

  • @MohammadRidowan-fl1iu
    @MohammadRidowan-fl1iu 8 месяцев назад +1

    জেলা ভিত্তিক যে সিভিল সার্জন কার্যালয়,স্বাস্থ্য সহকারী পদের চাকরি কি রাজস্ব খাতের আওতাভুক্ত?
    প্লিজ জানাবেন স্যার।

  • @LinaMorshed
    @LinaMorshed 10 месяцев назад

    অসাধারণ উপস্থাপনা

  • @MahabubRahaman-f8e
    @MahabubRahaman-f8e 10 месяцев назад

    সব সরকারি চাকরি জীবি যে পেনশন সুবিদা পাবে এমন কোন কথা নেই।

  • @SATALUKDAR-us4tn
    @SATALUKDAR-us4tn 10 месяцев назад

    এটি একটি ভালো উদ্যোগ সরকারি চাকরির পিছনে মানুষ কম ছুটবে

  • @AnsarMondol-x4k
    @AnsarMondol-x4k 7 месяцев назад +1

    পেনশন বন্ধ করা হোক।

  • @RahisAhamed-gg1ew
    @RahisAhamed-gg1ew 18 дней назад

    নদী গবেষণা ইনস্টিটিউট বর্তমান চাকরি হলে কি পেনশন সুবিধা পাওয়া যাবে?

  • @aswinimitra5968
    @aswinimitra5968 10 месяцев назад

    যারা রাজস্বখাত ভুক্ত তাদের কোনো সমস্যা নাই।
    শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মকর্তা কর্মচারীদের সমস্যা হচ্ছে।

  • @mz19747
    @mz19747 10 месяцев назад

    ❤❤It's a very good decision and i strongly pay thanks to the government for right decision❤❤

  • @mdalamin1278
    @mdalamin1278 10 месяцев назад +1

    অনেক সময় সার্কুলারে লেখা থাকে রাজস্ব খাতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, তাহলে এটা কি সরকারি।

    • @RiyazEasyMath
      @RiyazEasyMath  10 месяцев назад

      হা সকল সরকারি চাকরিই প্রথমে অস্থায়ী নিয়োগ দেয়া হয়,,,

  • @MDShahajanSorif-us8vz
    @MDShahajanSorif-us8vz 10 месяцев назад

    Akmot,balo hoyeche