Bhagshesh | New Bengali Movie | Malabika Sen | Ambarish Bhattacharya | Priyanka Sarkar
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- Subscribe to watch latest Bengali movies - bit.ly/3QZTl79
Watch latest superhit Latest bengali movie - Bhagshesh
Starring - Soumitra Chatterjee, Malabika Sen, Priyanka Sarkar, Ambarish Bhattacharya, Subhrajit Dutta, Koushik Roy
Director - Rema Bose
Music - Acharya Pt. Jayanta Bose
A tale of unconditional love, Bhagshesh shows the bond between Madhumanti and her seven-year-old stepdaughter Pooja.
Google Play Store: play.google.co...
App Store: apps.apple.com...
Website: mzaalo.com/
Follow us on:
Instagram- / mzaalo
Facebook- / mzaalo
Twitter- / mzaalo
#bhagshesh #bengalimovie #newbengalimovie #latestbengalimovie #banglamovie
Watch the latest Bengali thriller movie - Kaya The Mystery Unfolds
ruclips.net/video/2kQO0OhZBbk/видео.html
⁰
Baraf
@@suparnachatterjee6956 NM.
❤ BH ni BH BHp ni f BH hu hu hu hu hu😮😢 bu 8 BH hu un ko koi😂 pl do 5844😊
@@belamajhi4337 FINE
আজকাল সিনেমা দেখাই ছেড়ে দিয়েছি কিন্তু এই সিনেমাটি অপূর্ব, মন কে ছুঁয়ে গেল।
পৃথিবী যেন আর একবার নতুন হয়ে জেগে উঠলো। ভালোবাসার কত রং.. সত্যিই বেস্ট সেলার হবার মতোই গল্প। আর অভিনয় ও নির্দেশনা... অপূর্ব👌👌👌
ভারী সুন্দর একটা গল্প উপহার পেলাম। এত সাবলীল ভাবে সম্পর্কের একটা দিক দেখলাম। সত্যিই Best seller।
আমি বাকরুদ্ধ , ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার !! অপূর্ব !! 🙏🙏
সত্যিই অসাধারণ লাগল ।যেমন কাহিনী তেমনি কাস্টিং এবং প্রত্যেকের অসাধারণ অভিনয় মুগ্ধ হয়ে গেছি ।সেই সঙ্গে গান গুলো অসাধারণ ।এক কথায় অনবদ্য ।
স্বর্গীয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতার লাইনগুলো মনে দাগ কেটে দিয়ে গেলো,, মাতৃত্বের স্বাদ,, সঙ্গে অম্বরীশ বাবুর কবিতা,, অপূর্ব সুন্দর,,মা হওয়া কি মুখের কথা,যদি না বোঝে সে সন্তানের ব্যাথা,,
শুধু বলবো... 😮 অসাধারণ, অনবদ্য, মন্ত্রমুগ্ধ... ষড়রিপু ও ষড়চরিত্রের এই অদ্ভূত মেলবন্ধন আগে খুঁজে পাইনি❤❤❤
অনেকদিন পর একটি সুন্দর, অদ্বিতীয় শিল্পকলা দেখলাম। বন্ধুত্ব, প্রেম, মাতৃত্ব সবকিছুর এক সুন্দর মেলবন্ধন। মাতৃত্ব যে unconditional Love সেটা বার বার প্রমাণ করেছে এই চিত্র নাট্য টি। আবার অন্যদিকে ভালো বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্যে কোনোদিন মুখ ফুটে বলা হয়নি" তোমায় ভালোবাসি" । কিন্তু জীবনে প্রতিটি মুহূর্তে , প্রতিটি লগ্নে ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছে "প্রিয় বন্ধুটি"। অন্যদিকে মাতৃত্ব এর স্বাদ অর্থাৎ একবার "মা" ডাক টি শোনার জন্যে সর্বস্ব বিসর্জন দিয়েছে একজন মা। সে জন্মদাত্রী মা নন ,তিনি পালন কর্তা কিন্তু মায়ের সন্তানের প্রতি তার বাৎসল্য প্রেম যে সমস্ত বাঁধা, বিপত্তি কে দূরে সরিয়ে মা ও সন্তানের অটুট বন্ধনকে অক্ষত রাখতে সক্ষম কারণ একটি জ্বলন্ত উদাহরন এই মুভিটি। কবিতার লাইন, সংলাপ, গানের সুর ও কথা অন্য মাত্রা যোগ করেছে এই চিত্র নাট্য টিতে। "অমিত"এর সংলাপ ও তার বর্ণন ,মাঝে মাঝে সৌমিত্র চ্যাটার্জির গুরু গম্ভীর গলায় আবৃত্তি বার বার মন কেড়েছে সবার। সত্যিই বন্ধুত্ব, প্রেম, যৌনতা, মাতৃত্ব কে এক সূত্রে আবদ্ধ করেছে "ভাগশেষ"
আমি আপনার সাথে একমত,শুধু আফসোস আমি মা কে হারাবার পর এমন একটা মা পাইনি
গতকাল রাত জেগে সিনেমাটা শেষ করলাম [ 3:18 AM ] সত্যিই অসাধারন অনবদ্য ছবি | প্রত্যেকের অভিনয় অসাধারণ 😊
বন্ধুত্ব , মাতৃত্ব , প্রেম এর সুন্দর মেলবন্ধন ঘটেছে এই ছবিতে | আবারো প্ৰমাণ করে দিয়েছে এই সিনেমা যে পৃথিবীতে রক্তের সম্পর্কের চেয়েও আরো আপন সম্পর্ক আছে | 💝
💖💖 এককথায় ভাগশেষের শেষ ভাগে এসে সিনেমাটা সকলের মন জয় করেছে ভালোবাসা শিখিয়েছে , ভালোবাসতে শিখিয়েছে 💝💝
শুধু জন্ম দিলেই বা রক্তের সম্পর্ক থাকলেই বাবা মা হওয়া যায় না। এটা আমি আমার জিবন দিয়ে বুঝেছি।শুধু ব্যার্থতা এমন একজন স্নেহময়ীর মা পাইনি জিবনে।সবার কপালে তো সব কিছু থাকে না
Ami only ma k pyyeche
আমি ও জন্মের পর মাকে পেয়েছি সে জন্য মা আমার পৃথিবীর সব
আমি সহমত পোষণ করছি, সেম টু মি।। আমার মা আজিবন ভেদাভেদ করেই পার করেছেন।।
Tai
Ami সত মা ...kintu Ami konodin amr meye k সত মেয়ে Mone korina..oke Ami khub valobasi r o amake khub bhalobase..or age 3 yrs..sobai asirbad Koro jno sarajibon Amra sukhe thakte pari
অসাধারণ অসাধারণ অসাধারণ। মাতৃত্ব কী এটা শিখিয়ে দিয়ে গেল এক অনবদ্য সৃষ্টি। অসাধারণ অভিনয় ও গান।আহা কি দেখলাম।
কি নিটোল টানটান অপূর্ব চিত্রনাট্য...প্রথম থেকে শেষ পর্যন্ত এতগুলো মানবিক অনুভূতি গল্পের মধ্য দিয়ে প্রকাশিত...দুর্দান্ত, অনেকদিন মনে গেঁথে রাখবো। সকল কলা কুশলিদের ধন্যবাদ।
খুব সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য সকল কলাকুশলীদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভালো থাকুন আরও ভালো কাজ করুন।
অপূর্ব !অপূর্ব! অপূর্ব!!! অনেকদিন বাদে এইরকম একটা সিনেমা দেখলাম ।
নতুন ধরণের একটা গল্প যেটা অভিনয়ের গুণে মন ভরিয়ে দিয়েছে। রেবা বোসকে আমার কুর্নিশ জানাই। সত্যি পুরস্কারের যোগ্য।
Reba bose noy Rema Bose akhon uni Mahiri Bose
অসাধারণ এক চিত্রনাট্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসার টানে আমাদের মোহাবিষ্ট করে রেখেছিল। ধন্যবাদ যিনি এমন একটা সৃষ্টি আমাদের উপহার দিয়েছেন। ধন্যবাদ কলাকুশলীদের।
পৃথিবীতে কত রকমের কষ্ট আছে- অনেকেই তা জানেনা। মানুষের জীবন যাত্রার উন্নতি হয়েছে কিন্তু মানুষের শান্তি উধাও হয়েছে।
Ekdom thik bolechen
সত্যি ভাবিনি!!এতো ভালো সিনেমা এখনও হতে পারে!! সৃষ্টির জন্য একটু ভাবনাচিন্তা করার জন্য___ লেখক, ডাইরেক্টর সহ সমস্ত কলাকুশলীদের অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ🙏💕🙏💕🙏💕🙏💕
নাম ও শুনিনি সিনেমাটার,জানিনা হলে এসেছি কিনা!কি অসাধারণ মনছোঁয়া গল্প,অসাধারণ অভিনয়।
একদম ঠিক অপূর্ব একটা ভালো লাগা দিয়ে শেষ হলো
খুব সুন্দর সিনেমাটা নতুন ব খুব ভালো লাগলো দেখে।
মনোরঞ্জন আর সংস্কৃতির মধ্যে সত্যিই একটা ফারাক আছে,কিন্তু দুঃখের বিষয় আজকের লেখকদের মধ্যে মনোরঞ্জন করাটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ খুব ভালো লাগলো এই ছবির লেখক ,বিশু বাবুকে সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিতে দেখে।
সত্যি... এই প্রথম বার কোন সিনেমা দেখে গায়ে কাঁটা দিল,, অসাধরন ভালোলাগা ছিল গল্প টায় ৷৷ ধন্যবাদ ,, ছবির গান গুলো অনবদ্য ছিল ৷
বাংলা সিনেমা হারিয়ে যায়নি
ভীষণ ভালো লাগল । সকল মানুষের দেখা উচিত সন্তানের মা বাবা হওয়ার আগে।
খুব সুন্দর-- অন্য রকমের একটা ভালো গল্প-- সত্যিই মাতৃত্বের কাছে সব কিছুই হার মেনে যায় -- মা না হয়েও যিনি মা তিনি তো আরও অনেক উপরে-- যেমন বাঘ হয়েও পরমমমতায় হরিণশাবককে ভালোবাসা!--
সিনেমাটা সত্যিই অসাধারণ।প্রফেসারের ভালোবাসা মধুমন্তিরায়ের প্রতি মাতৃত্বের হওয়া উচিত ছিল।কারণ প্রসেসার ছিল অনাথ। এখানে মাতৃত্বের জয়। সিনেমা না হয়ে যদি এটা বাস্তব হত আমি খুব ব্যাথিত হতাম কারণ আমি সেই রকম শ্রোতা বা দর্শক। মন ছুঁয়ে গেল।পরিচালককে অশেষ ধন্যবাদ।
অসাধারণ মুভি, মন ছুয়ে গেলো। কি আশ্চর্য মানুষের সম্পর্কগুলো হয়। শেষ part টা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না। ভীষণ সুন্দর স্টোরি টা। আহা কি সুন্দর অভিনয়, গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমিও ছোটো থেকে বাবা বলে ডাকতে পারিনি, খুব ছোটো তখন, বাবা মা কে ছেড়ে চলে যায়, মা আদর যত্নে বড় করলেও কোথাও না কোথাও যেন আমি burden হয়ে উঠি, তবু চেষ্টা করি, দিন শেষে ভালোবাসে ভালো রাখতে আমার পরিবার কে।
এই ছবিটা দেখে আমি কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে ফেলেছি একটা সেকেন্ডও কান্না থামিয়ে রাখতে পারেন।
বাংলায় কথা বলতে বলতে আরবি বলেন কেন?অশিক্ষিতের মতন লাগে শুনতে
🇧🇩🇧🇩 ঢাকা থেকে লিখছি। ছবিটা খুব ভালো লেগেছে বেশ সুন্দর অন্যরকম! শুস্থ সাভাবিক এবং বৈচিত্রপুর্ন কিছু চরিত্রের সুন্দর প্রকাশ! গানগুলোও খুবই ভালো লেগেছে। কোলকাতার ছবিতে এখনো উত্তম সুচিত্রার মুগ্ধতা খুজে ফিরি! সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ।🇧🇩🇧🇩
ু
আমার জীবনে দেখা সেরা কাহিনী।সেরা লেখা, সেরা অভিনয় সকলের। আজ ৫০ বছরে প্রথম চোখ দিয়ে জল ঝরলো।
ভাল, দত্ত ভার্সেস দত্ত থেকে অনেক ভালো! ভারতীয় এসব আর্ট ফিল্ম গুলো না দেখলে বুঝতামই আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে মা বাবা কত ভালো!
বাবা-মা হতে গেলে অনেক Responsibility থাকতে হয়, নাহলে সন্তানের একটা জায়গা সবদিন ফাঁকা থেকে যায়। এটা অনেক বাবা-মার থাকে না। সন্তান বাবা-মা কে সবসময় পাশে চায়, একসঙ্গে দেখতে চাই, তারজন্য বরাদ্দ সময় চায়। কিন্তু এটা অনেক বাবা-মা'রাই বুঝেও বুঝতে পারে না। আর মাঝে মাঝে তাদের সন্তানের শৈশবটা নষ্ট হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। বড়োবেলাতে এসেও সেই অভাবটা কেউ পূরন করতে পারে না। এমন থেকেও না থাকা বাবা-মা'দের সন্তান নেওয়ার আগে একটু ভেবে দেখা উচিত,।।
Akebarey. 100% nirvejal. Sotti
Just asadharon.....jemon script temon acting r temon valo music......sob kichu mile anobodyo ekta movie dekhlam onek din pore ....resh theke jabe onek din ........
মনোবিদ রেমাদিদি র প্রস্তুত গল্পের প্রত্যেকটি চরিত্র সম্পর্ক খুব সাবলীল গতিতে এগিয়ে চলা র অপার মুগ্ধতা ভরিয়ে তুলেছে, ভালবাসা পূর্ণতা পায় সম্পর্কে এক ভিন্ন রূপ।
Onar nam akhon Mahiri Bose
@@bonnychakraborty8857 ছেলে NIOH এ পড়ে, দিদি ওখানে পড়ান, ওখান থেকেই জানা, ধন্যবাদ নেবেন, ভালো থাকবেন।
এটাই রিয়েলিটি ছেলেরা বাবা হতে ব্যস্ত কিন্তু সন্তান কে দেখাশোনা মাকে ই করতে হয় খুব কম বাবার মধ্যে সেই দায়িত্ব বোধ থাকে
Akdom
প্রথমবার কোনো সিনেমা দেখে চোখের জল ফেললাম. অসাধারণ অনবদ্য| ভীষণ রুচিশীল একটা গল্প|❤
বন্ধুত্ব ভালোবাসা মাতৃত্ব সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ.... এক আকাশ মুগ্ধতা নিয়ে দেখলাম....কখন যে শেষ হয়ে গেলো বুঝতেই পাড়লাম না.....❤️🤗❤️
অসাধারণ, অসাধারণ যেন বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার দেখা শ্রেষ্ট সিনেমা এটা। আর সবার অভিনয় দক্ষতার প্রসংসা করলে বোধহয় কম হয়ে যাবে।❤❤❤
দারুন।দারুন।অম্বরিশ এবং মালবিকা অনবদ্য।প্রিয়াঙ্কা অন্য রকম রোলে বেশ ভালো।
খুব সুন্দর একটি সিনেমা,মন ছুঁয়ে গেলো । মাতৃত্ব,প্রেম,বন্ধুত্ব এর এক অটুট বন্ধন।এক কথায় অনবদ্য।এত ভালো গল্প এখনও হয় মুভি টা না দেখলে বুঝতে পারতাম না।আরো এই রকম গল্প আমাদের হারিয়ে যাওয়া বাংলা সিনেমাকে নতুন করে দেখার আগ্রহী করে তুলবে।অনেকদিন পর এত সুন্দর একটা বাংলা সিনেমা দেখে খুব খুব ভালো লাগলো।এই সৃষ্টি একমাত্র এই ভাষাতেই সম্ভব ।
সত্যিই অসাধারণ একটি movie... আগে একবার দেখেছি আবার দেখলাম .... এককথায় অনবদ্য...
অসাধারণ যদি বলি তাও কম বলা হবে........
এক কথায় মন ছুয়ে গেলো....❤️❤️❤️❤️❤️❤️❤️
, খুব ভাল লাগল। সকলের অভিনয় সুন্দর। চিত্রনাট্য অনবদ্য।
Ei somoye dariye jokhon silpo sonskritir graph nimno mukhi sei somoy eto bhalo ekti cinema upohar deowar jonno dhonnobad! Abhinoy toh durdanto sokoler legend soumitra chattopadhyay achen barti paona . Darun sundor ekti cinema ❤
সিনেমা দেখে কি বলব! মনের ভাব কিভাবে প্রকাশ করব তা বুঝতে পারছি না। তবে বাংলা সিনেমার জগতে অসাধারণ অন্যরকম সিনেমা।যেখানে বন্ধুত্ব -প্রেম, মাতৃত্বের বড় স্বাদ।বিচ্ছেদের মাঝে মা ঘিরে থাকা আগলে রাখা স্নেহময়ী মা। এমনকি পুরো গাথার মাঝে যে মোহময়ী ব্যাপার বড় পাওয়া।অনবদ্য অনবদ্য 🙏🙏❤️💝❤️
অসাধারণ, অনবদ্য, অপূর্ব সুন্দর একটি গল্প। প্রতিটি ভালোবাসা এক একটি দৃষ্টান্ত।অম্বরিশের চরিত্র ও অনেক কিছু শিক্ষা দিলো।
অভিভূত! কি লিখবো ভাষা খুঁজে পাচ্ছিনা
অসাধারণ একটা সিনেমা 👌
অসাধারণ একটা ছবি দেখলাম। অসম্ভব একটা ত্যাগের ছবি, মনের মধ্যে একটা ভালোলাগা রয়ে গেলো।
বেশ অনেক দিন আগে ফরাসি তাত্ত্বিক মিশেল ফুকো লিখে গেছিলেন যে,শিশুদের মধ্যেও যৌনতার ভালোবাসা সুপ্ত অবস্থায় নিহিত থাকে!সুতরাং 'ভাগ শেষ' নামক ছায়াছবিতে 'সিদ্ধার্থ' চরিত্রটি ফুকোর লিখে যাওয়া কথাটিকেই জানো বাস্তবায়ন করে তুলেছে!Otherwise Movie 🎬 Was 👍 Great....
অসাধারণ। এত ভাল সাবলীল অভিনয়, কাহিনী, সংলাপ, প্রযোজনা যে ভাগশেষ পরপর তিন-চারবার দেখে মনের মধ্যে গেঁথে ফেললাম। ❤
খুব ভাল একটা সিনেমা দেখলাম প্রায় দেড় বছর পরে। অনেক ধন্যবাদ সবাইকে তৈরি এবং অভিনেতা দের।
প্রার দেড় বছর আগে কোন সিনেমা দেখছিলেন।একটু বলবেন, যদি বলেন তাহলে সেই সিনেমাটা দেখতাম কারণ মনে হচ্ছে আপনার দেখা দেড় বছর আগের দেখা সিনেমাটা ভাল হবে।
@@monzurulislam1513 নগরকীতর্ন সিনেমা কৌশিক গাংগুলির, আমার খুব ভাল লেগেছিল। ঐ সমস্ত মানুষের ভিন্নধর্মী চরিত্র সামনে তুলে ধরেছে। ধন্যবাদ। তারিখ টাও জানিয়ে দিচ্ছি । ২৯/৪/২০২১ বিকেলে।
অনেক দিন পরে একটা দারুণ মুভি দেখলাম !! সবার অভিনয় ছিলো দেখার মতো 💕💕💕
এক কথায় অনবদ্য । অনেকদিন পর এত সুন্দর একটা বাংলা সিনেমা দেখলাম । গল্প, চিত্রনাট্য, অভিনয়, সংগীত সবে মিলিয়ে অসাধারণ ।
🙏🏼 প্রথমেই নমস্কার জানাই আচার্য্য দেবকে 🙏🏼
তাঁর ই স্নেহধন্য মেয়ের পরিচালিত ছবি- পরিশীলিত রুচি, মানবিকতার এক বিশেষ পরিচয় তুলে ধরেছে, তা আজকের দিনে ক্রমশ বিরল।
এই বিশেষ বার্তাবাহী উপহার স্বরূপ ছবির জন্য ধন্যবাদ পরিচালককে।💐🪴
Asadharon.sowmitro sir thakate chomokta sundor hoyeche.bisu choritro dekhar mato.gangulo ekdom monchuye gelo.
What a movie!!! Anek din mone thakbe.🙏🙏.. Beautiful song. Amon cinema gulo konodino husband er sathe dekha holo na.😭😭
অসাধারন !
অপুর্ব লাগলো।
মালবিকা সেনের অভিনয় আমাকে মুগ্ধ করেছে।ভাষা খুঁজে পাচ্ছিনা যে আর কিছু বলবো।
Khub khub khub valo laglo movie ta ❣️ mon chuye gelo ❤️
বন্ধুত্ব,প্রেম,মাতৃত্ব - জীবনের বিভিন্ন অনুভূতির মিশ্রনে একটি অসাধারণ বাংলা ছবি। প্রতিটি শিল্পীর সাবলীল অভিনয় , সুন্দর পরিচালন, মনোমুগ্ধকর সঙ্গীত আর সর্বোপরি শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অপরূপ অভিনয় ও কবিতা পাঠ এই ছবিটিকে নিঃসন্দেহে এক বিশেষ পর্যায়ে উন্নীত করেছে। 💖💖💖💖
অনেক দিন পর খুব ভালো একটা সিনেমা দেখলাম ।অসাধারণ অভিনয় প্রত্যেকের ।খুবখুব ভালো লাগল 👌👌👌👌
দুর্দান্ত লেখনি এবং মির্চি বাংলার প্রেজেন্টেশন।
❤❤❤❤❤ জমজমাট
সত্যি এ এক অসাধারণ অনুভুতির সঞ্চার ঘটিয়েছে মনে ও হৃদয়ে❤️❤️❤️
খুব ভালো লাগলো একেবারে অন্যরকম,, মধুমন্তি র জন্য খুব কষ্ট হচ্ছিল পুজার মা ডাকে ভালো লাগলো ❤️❤️
অসম্ভব ভালো একটা সিনেমা। মাঝে মাঝে চোখ ভিজে আসছিল, সত্যিই একটি best seller movie ❤❤❤
অসাধারণ, অসাধারণ, অসাধারণ,,Unbelievable.,....একেবারে একটা নতুন ছকের গল্পটিতে নতুন একটা আস্বাদন পাওয়া গেলো।যেমন অভিনয় তার সঙ্গে নেপথ্য সংগীত গুলো অসম্ভব ভাল।
পরিচালক'কে আমার কুর্ণিশ।🙏🏻
Sotti mon chhuye jawao r moto movie.... Salute golper lekhok k
আজ আমার পছন্দের মুভির তালিকায় আরও একটা নতুন নাম যুক্ত হল।❤️
Khobvalo laglo
Onek din por akta valo cinema deklam
darundarun
Apurbo.......
Ei niye tinbar dekhlam 🎉
অসাধারণ গল্প শুধুই মুগ্ধ হোয়ে দেখলাম.
অসাধারণ সিনেমা। মাতৃত্বের সাথে যৌনতার দ্বন্দ্বে মাতৃত্বই জিতে গেল❤️❤️
খুব সুন্দর
Konodin nam shunini, kobe release hoyechilo kichui jani na.... Kintu ki osadharon ekta golpo. ❤❤
অসাধারণ, যেমন সুন্দর গল্প তেমন সবার অভিনয়, বারংবার দেখার মত বই, ধন্যবাদ, শতকোটি প্রণাম আপনাদের সবাইকে🙏🙏🙏🙏
খুব ভাল লাগল। যদিও বাস্তবে এতটা হয়ত না হওয়াই স্বাভাবিক। তবুও খুব স্বাভাবিক ভাবেই উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ পরিচালক লেখক ও সব শিল্পী দের
অম্বরীশ আমার খুবই পছন্দের অভিনেতা, কাছের মানুষ বলে মনে হয়।
সুন্দর।
ভালবাসার অনেক ধরণ পাওয়া গেলো। 🎉
Darunn, just fatafati
...... Cinemata dekhte dekhte bibhor hoye gachilam, bises kore mayer path ta osadharon.... Ekta manush je nikee kostota mathay rekhe onee kostotao feel kore.... Sotti emon manush birol....
অসাধারণ লাগলো মনটা ভরে গেলো ❤❤
আজ,মন,খারাপের,মাঝে, অনেক ভালো লাগলো। অসাধারণ মুভির।
Osadharon... Dekhe mon vore gelo
খুব ভালো লাগলো হৃদয় স্পর্শী একটা গল্প
Apurbo. Mon chuya gelo.
আহা মনটা ভরে গেল, কি গল্পের বাঁধন.....
তিন জনের তিন রকম ভাবে স্বার্থ ত্যাগ। অপূর্ব লাগলো। ব্যাখ্যা করার ভাষা নেই। অসাধারণ।
অম্বরিশ বাবুর অভিনয় সবসময় প্রসংশনীয় ও মালবিকাদিভাই, প্রিয়াঙ্কা দি সকলেরই অভিনয় সবসময় সমাদৃত 🙏🙏❤️💝❤️
Apurbo ashadharon
Bhalo laglo, common problem of yesterday, today, probably tomorrow, acting khub lively.
অসাধারণ একটা ছবি দেখলাম ❤❤❤
মুভিটা এিভুজ কাহিনী,,,, বন্ধুত্ব, মাতৃত্ব,প্রেম,,,সব মিলিয়ে মুভিটা সেরা।।।
Turch my hert,
Opurbor opore laglo movita dekhe ...r Malabika Sen ...super super talented ...jemni gaan gan , ooni bhishon bhalo akjon classical dancer o botay , temni opurbo obhinoy , ..jemni ruposhi , shombhranto ...ato bhalo laglo puro cinema ta j ki bolbo ...opurbo music . Prottek er obhinoy oshadharon . Every song is soul touching .
খুব সুন্দৰ, ভাষা নাই কি ভাবে প্ৰকাশ কৰবো,শেষে একটা কথাই বলবো - অসাধাৰণ ও অপূৰ্ব ছায়াছবি!!
Cinema ta asadharon beautiful lovely laglo 👍👍❤️❤️ prothteker asadharon avinoy abong asadharon gaan ta chara modhu Monti di abong sirdharta amar febarit avineta avinettri 👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Darun2 lagloo khub2 sundor laglo eyi muvi taa❤
Mukhe bolar moto kono vasa nei ato sundor ❤ golpo just Oshadharon ❤❤❤❤❤🥰
অনেকদিন বাদে মনের মতো একটা মুভি দেখলাম। অনেক কৃতজ্ঞতা সবাইকে।
Apurba.laglo.thanks
অনবদ্য অভিনয়। অসাধারণ। মাতৃত্ব ভালবাসা বন্ধুত্ব সব সব কিছুর উপর। এর ভাগ হবে না। শেষ বলে কিছু নেই❤❤
দারুন লাগলো। অনবদ্য অভিনয় করেছেন প্রত্যেকেই।অনেক দিন পর একটা খুব ভালো সিনেমা দেখলাম
Khub valo laglo movie ta.. darun❤❤
Bartomane kotipoy bangla chhachhobi e prosangshar dabee rakhe ; abasheshe BHAGSHESH sei mukute ekta palak jog korechhe 👌👍
অসাধারণ আশ্চর্য গল্প।
অম্বরীশ hat's off for your natural acting
অসাধারণ সুন্দর ।সবার অনবদ্য অভিনয় ।
খুব ভালো লাগলো ।সুন্দর গল্প ,ভালো অভিনয় ,কবিতা ও সুন্দর গানের সংমিশ্রণে পরিপূর্ণ একটি ভালো সিনেমা ।
Khub sundor.. Mon vore galo
খুব খুব ভালো লাগলো ❤
খুব সুন্দর লাগলো,,,❤❤❤❤