নমস্কার, আমি কর্মা সূত্রে দীর্ঘ প্রায় ১ যুগ ধরে ব্যাঙ্গালোরে থাকলেও সর্বপ্রথম বাংলা ভাষায় ব্লগ পেয়ে খুবই আনন্দ পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং অভিনন্দন।
কেমন আছেন ? ব্যাঙ্গালোর নাকি কলকাতায় এখন ? ক্যারিয়র বিষয় ভিডিও এখন আর এই চ্যানেলে দিচ্ছি না। ওটা আমর অন্য চ্যানেল এ আনছি। কারণ ওই বিষয়ের দর্শক আলাদা সকলে বিষয়টা দেখতে চায় না। চ্যানেলটি পাবেন @technologyandcareer
West Bengal er gram gulote je সজীবতা dekhte seta pelam na, amader akhane rasta dia jabar samoy kato pukur , নদী নালা dekhte pai, মাঠঘাট sab সবুজে ভরে থাকে , র ওখানকার গ্রামগুলো aktu kam প্রাণবন্ত লাগলো
সত্যিই তাই। এখানে জল যে কম সেটা সব জায়গায় চোখে পড়ে। কিছু পুকুর থাকে মাঝে মাঝে যা এখন শুকিয়ে গিয়েছে কারণ প্রায় গত ৫/৬ মাস বৃষ্টি নেই। গাছ ধূসর , ঘাস শুকিয়ে মারা গিয়েছে। তবে এখানে আরেকটা বিষয় আছে , এখানে বেশিরভাগ পর্ণমোচী বৃক্ষ ফলে শীতের সময় পাতা পড়ে যায় আর বৃষ্টি এলেই নতুন পাতা আসে। এখন সব পাতা পড়ে গিয়েছে যারজন্য আরও বেশি খারাপ লাগছে দেখতে। বৃষ্টি এলে আরেকবার এই দিকের ভিডিও দেব আশাকরি সবুজ দেখতে পাবেন তখন।
সঠিক জানা নেই। তবে বসত বাড়ির জমি , এখানে ভিলা প্রোজেক্ট বলে (২ কাটার পর বাড়ি / ব্যাঙ্গালোরের ভিলা ভিডিও দেখুন ) জমি বিক্রি হয়। অনেক ফেসিলিটি থাকে, সেসব জায়গায় স্কোয়ার ফুট ২৫০০/৩০০০ টাকা , অর্থাৎ কাটা ১৮/২০ লাখ হবে। তবে এসব সাধারণ জমি যেগুলি দেখা যাচ্ছে এই গুলির দাম কম হবে।
এত প্রায় সব জায়গায় পাওয়া যায়। বর্ধমানের মুড়ি আমারা পাই কাছের একটা মিষ্টির দোকানে আর একটা মাছের দোকানের ভিডিও দিয়েছিলাম প্রায় ১ বছর আগে , সেখানেও পাওয়া যায়। তবে দাম যার যা ইচ্ছা নেয়। কেউ ৬০ তো কেউ ৮০ একই মুড়ির প্যাকেট। আপনি কোথায় থাকেন ?
রাগি এই এলাকার অন্যতম প্রধান খাবার। রাগি রুটি, রাগি বল, রাগি মিষ্টি এসব বানানো হয়। খেতে খারাপ নয় আর খেলে অনেকসময় লাগে হজম হতে। ডায়েট, ওজন কমানো বা ডায়বেটিক থাকলে রাগি খাওয়া যেতে পারে। ভাত বা রুটির চেয়ে ভাল কাজ হয়। ব্যাঙ্গালোরে রাগি আটা বা রাগি পাউডার দোকানে পাওয়া যায়। অনলাইন পাওয়া যায়।
আপনার অন্য চ্যানেল এর লিংকটা তো হোম ডেসক্রিপশন এ দেখছি না, যদিও আমার এখন আর ক্যারিয়ার প্রয়োজন নেই, বয়স ৫০ ছুঁতে চলেছি, তবে আপনার ভিডিও আর মনোরম প্রেজেন্টেশন ভালো লাগে, জানার শেষ নেই
চাষীদের সাথে কথা বলে খারাপ লেগেছিল। একটা ফসল সারা বছরে করণ জল নেই। ব্যাঙ্গালোরের এত নাম হলেও তারই ১৫/২০ কিলোমিটার দূরের বসবাসকারী চাষীর যে কী অবস্থা সেটা এনাদের দেখলে কিছুটা অনুমান করা যায়।
@@gangadharadak6443 সম্ভবত পুরুলিয়ার দিকে এমন জলাভাব আছে, যদিও আমি নিশ্চিত নই। বাংলার বেশিরভাগ জায়গাই অনেক উর্বর ও ভাল চাষ হয়। বাংলার এটা সুবিধা আবার অসুবিধাও। বড় কলকারখানা তৈরির জায়গার সমস্যা হয়।
রেল গেট পার করবার পর কৃষকদের সাথে কথা বলা পর্যন্ত ৭/৮ কিলোমিটার রাস্তা , ৩/৪ টি গ্রাম। অর্থাৎ ২/৩ কিলোমিটার বাদে একটা গ্রাম। প্রতি গ্রামে স্কুল এর কথা বলায় অনেকেই বলেছেন এটা কীভাবে সম্ভব। কিন্তু ভাবুন বাচ্চারা ২/৩ কিলোমিটার এর বেশি দূর হলে যাবে কীভাবে? ভিডিওতে আমি প্রাথমিক বিদ্যালয় এর কথা বলেছি।
@@covid20promax26 বাংলা ভাগ, কেন্দ্রের নীতি, এক সরকার বহু বছর (দক্ষিণের রাজ্য গুলিতে সাধারণত প্রতি ৫ বছরে সরকার বদলায়), বাম সরকারের পুঁজিবাদ বিরোধী মনোভাগ ও বিশ্বে কি চলছে সেই ব্যপারে নিজেদের জ্ঞান বৃদ্ধি না করা, রাজ্য সরকারের নীতি, জন ঘনত্ব ও মানুষের মানসিকতা - আমার মনে হয় এগুলি প্রধান কারণ। শুধুমাত্র বাম এর দোষ নয়।
মুহূর্তের খবর জানি না। তবে সূর্য উঠবার আগে আর সন্ধ্যার পর গরম কমে যায়। হাওয়া একটু ঠান্ডা হয়। সম্ভবতঃ তখন ৩০ ডিগ্রির আশেপাশে থাকে। দুপুরে ভীষন গরম , রোদের তাপ খুবই বেশি। একদিন মনে হয় ৩৭ এর বেশি হয়েছে বাকিদিন ৩৫/৩৬ মতো থাকছে। আর খুবই ড্রাই ফলে অসুবিধা বেশ হয়। নাক মুখ শুকিয়ে যায়। লু টাইপের ব্যাপার।
@@bhromonindia আমার মনে হয়েছে, ওখানকার ৯৫% মানুষ বহিরাগতদের ঠিক মেনেনিতে পারেননা / পছন্দ করেননা। খুবই দুঃখজনক,,,,, যাক, ওনাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। 🙏
তেমন কোন পার্থক্য বুঝি না। এখানের রাজনীতি সাধারণ মানুষকে খুব একটা ইমপ্যাক্ট করে না মানে আমাদের মতো। মস্তান , দাদা গিরি এসব করে না কেউ। তবে এই সরকার বেশ কিছু কাজ করছে যেটা সাধারণ মানুষ কে কিছু সরাসরি সুবিধা দেয়। যেমন মহিলাদের বাসে টিকিট ফ্রি। এর জন্য মানুষের মধ্যে বাস ব্যবহারের একটু অভ্যাস হচ্ছে বলে শুনি। আরও কিছু সরাসরি সুবিধা দেয়। যেগুলো কেউ বলে ভাল না কেউ বলে ভাল। আর হ্যাঁ আগের চেয়ে রাস্তার অবস্থা ভাল হয়েছে।
মাতৃভূমি সকলের কাছেই সুন্দর। এরা বলবে হয়ত দেখতো আমাদের এই অবস্থার পরই কী সুন্দর ফুলে ভরে যাবে। তারপর বৃষ্টি এলেই সবুজ হবে। যদিও তারপর এমন ভাবে পাতা ঝরে যাবে। ফুলের শহর ব্যাঙ্গালোর নামে একটা ভিডিও, আর আপনার শহর নাকি ব্যাঙ্গালোর কে বেশি সবুজ নামক আরেকটি ভিডিও আছে , এইগুলি দেখলে একটা সম্পূর্ণ বছরের ছবি ধারণা করতে পারবেন।
India te kono developed state bole kichu nei..... Boka Soka bangali janeo na India kato ta underdeveloped. Even bangaldesh is better than this poor nation
পশ্চিমবঙ্গ এর সাথে কোনো তুলনা হবে না। এখানে নদী , সুমুদ্র , উর্বর জমি তার সাথে চীন , বাংলদেশ , নেপাল , ভুটান এর সাথে বর্ডার শেয়ার করে। ..... তাই দিল্লীর কেন্দ্র সরকার ও আজ কাল বাংলা কে অনেক গুরুত্ব দিচ্চে
কাবেরী অববাহিকায় , উত্তর কর্নাটকে - তুংভদ্র অববাহিকায় ও কোস্টাল কর্নাটকে চাষ ভাল হয়। ব্যাঙ্গালোরের আশেপাশে কিছুটা রুক্ষ এলাকা কারণ এটা অল্প উচু পাহাড় বা কিছুটা মালভূমি এলাকা। তবুও বেশ কিছু জায়গায় অনেক অর্থকারী ফসল হয়।
ব্যাঙ্গালোরের আশেপাশের গ্রাম, কেমন দেখলেন জানতে ভুলবেন না কিন্তু। আর বাংলার গ্রাম এর সাথে একটু তুলনা আপনারই জানবেন । 😊
নমস্কার, আমি কর্মা সূত্রে দীর্ঘ প্রায় ১ যুগ ধরে ব্যাঙ্গালোরে থাকলেও সর্বপ্রথম বাংলা ভাষায় ব্লগ পেয়ে খুবই আনন্দ পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং অভিনন্দন।
ধন্যবাদ। আর বাংলা ভাষা এখন পাবেনই। কারণ এখনতো ব্যাঙ্গালোর হয়ে গিয়েছে Bengal-uru (বাংলার নিজের গ্রাম /শহর) 😃
আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রাইপুর থানার অন্তর্গত ছোটো গ্রাম থেকে আপনার ভিডিও টি দেখলাম ,খুব ভাল লাগল ,ধন্যবাদ ।
ধন্যবাদ।
Banglar gram sobchaite sundar. Joy Bangla. I love you
খুব ভালো content . ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো
❤ খুব সুন্দর ভিডিও।🙏
চমৎকার।
ধন্যবাদ আপনাকে।
Very good,for exploring outscart. Thank uou
Glad you enjoyed it
আপনার ভিডিও আমার খুব ভালো লেগেছে। আমিও খুব গ্রামে বেড়াতে ভালোবাসি ❤
দাদা খুব ভালো লাগলো
বাঃ, ইউনিক ভিডিও কন্টেন্ট। ভালো লাগলো। রোদ দেখে মনে হলো ভীষণ গরম।
khub gorom , nijer video ek jaygay delete kore diyechi etotai klanto lagchilo
খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে 🎉❤
ধন্যবাদ।
Bhalo laglo
ভালো লাগলো।দু বার ব্যাঙ্গালোর গিয়েছি আবার হয়তো যাব ,এবার গ্রাম দেখবো।
নিশ্চই
কোলকাতা থেকে ভাইকে ধন্যবাদ ভাল থাকবেন
ধন্যবাদ।
Videoti dekhanor jannya apanake dhannyabad
দারুন
Ami.onek din dhorei.ekhane.kajkori..mysure..age mandiyate.chhilam..dada apnake.onek.dhonnobad.
কোথায় কাজ করেন ?
Darun hoyeche valo topic be6echen
ধন্যবাদ।
Amar jonmo ebong bere otha gram-e.Kormo sutre ami ekhon sahar- e thaki.Khoob bhalo laglo apnar upossthapona.Bhalo thakben.
ধন্যবাদ। আমিও গ্রামে বড় হয়েছি বর্তমানে কর্মসূত্রে শহরে থাকতে হয়। আপনিও ভাল থাকবেন।
Aro Dekhan very good
সঙ্গে থাকুন আসবে।
ভালো লাগলো
ভালো subject।
ধন্যবাদ।
Valo laglo❤❤
ধন্যবাদ।
Kolkata theke Bangalore chole eshchen but mandir keno thakbe sob grame seta niye problem keno
আমি বাংলাদেশ হতে দেখছি খুব ভাল
Besh valo laglo
Khub rukhkha laglo
বৃষ্টি নেই প্রায় ৬ মাস। তারপর এই সময় গাছের পাতা পড়ে যায় ফলে কী আর করা যাবে।
Ame Bangladesh theke dekhe valo laglo
ধন্যবাদ।
Sumonda again beautiest. Tobe apnar job related videos gulo unparallel. I can still remember the meeting with you held at Bangalore (a shopping mall)
কেমন আছেন ? ব্যাঙ্গালোর নাকি কলকাতায় এখন ? ক্যারিয়র বিষয় ভিডিও এখন আর এই চ্যানেলে দিচ্ছি না। ওটা আমর অন্য চ্যানেল এ আনছি। কারণ ওই বিষয়ের দর্শক আলাদা সকলে
বিষয়টা দেখতে চায় না। চ্যানেলটি পাবেন @technologyandcareer
ভামন ইন্ডিয়া কে ধন্যবাদ
আরো গ্রাম দেখতে চাই!!!
আসবে। আপাতত এখানে দুপুরে এতটাই গরম যে রোদে বের হওয়া খুবই কঠিন। একটু রোদ কমলে বা একটু বৃষ্টি এলে আরও ভিডিও আনব।
West Bengal er gram gulote je সজীবতা dekhte seta pelam na, amader akhane rasta dia jabar samoy kato pukur , নদী নালা dekhte pai, মাঠঘাট sab সবুজে ভরে থাকে , র ওখানকার গ্রামগুলো aktu kam প্রাণবন্ত লাগলো
সত্যিই তাই। এখানে জল যে কম সেটা সব জায়গায় চোখে পড়ে। কিছু পুকুর থাকে মাঝে মাঝে যা এখন শুকিয়ে গিয়েছে কারণ প্রায় গত ৫/৬ মাস বৃষ্টি নেই। গাছ ধূসর , ঘাস শুকিয়ে মারা গিয়েছে। তবে এখানে আরেকটা বিষয় আছে , এখানে বেশিরভাগ পর্ণমোচী বৃক্ষ ফলে শীতের সময় পাতা পড়ে যায় আর বৃষ্টি এলেই নতুন পাতা আসে। এখন সব পাতা পড়ে গিয়েছে যারজন্য আরও বেশি খারাপ লাগছে দেখতে। বৃষ্টি এলে আরেকবার এই দিকের ভিডিও দেব আশাকরি সবুজ দেখতে পাবেন তখন।
আমি ব্যাংগালোরে ই থাকি।
আরো গ্রামের ভিডিও থাকলে পাঠাবেন।
আমিও টু হুইলার এই ঘুরি 😊
ভালো লাগলো। জানতে ইচ্ছে করছে যে গ্রামীণ এলাকা দেখালেন সেখানে বাড়ি করবার জমি এবং মাঠের চাষের জমি দাম কি রকমের?
সঠিক জানা নেই। তবে বসত বাড়ির জমি , এখানে ভিলা প্রোজেক্ট বলে (২ কাটার পর বাড়ি / ব্যাঙ্গালোরের ভিলা ভিডিও দেখুন ) জমি বিক্রি হয়। অনেক ফেসিলিটি থাকে, সেসব জায়গায় স্কোয়ার ফুট ২৫০০/৩০০০ টাকা , অর্থাৎ কাটা ১৮/২০ লাখ হবে। তবে এসব সাধারণ জমি যেগুলি দেখা যাচ্ছে এই গুলির দাম কম হবে।
Brookfield area te rent flat or house nia akta video korle bhalo hoi
Very good
DARUN LAGLO DADA , AMI BANGALORE CHILAM VIJAYANAGAR E , DADA EKTA MG ROAD VIDEO BANAN PLZ , AMAR FAV JAIGA
MG রোড তো অল্প একটু জায়গা, শুরু হতে হতেই শেষ।
ব্যাঙ্গালোরে কোথায় মুড়ি পাওয়া যায়
এত বাঙ্গালি, বাঙ্গালি খাবার মুড়ি
ধন্যবাদ।
এত প্রায় সব জায়গায় পাওয়া যায়। বর্ধমানের মুড়ি আমারা পাই কাছের একটা মিষ্টির দোকানে আর একটা মাছের দোকানের ভিডিও দিয়েছিলাম প্রায় ১ বছর আগে , সেখানেও পাওয়া যায়। তবে দাম যার যা ইচ্ছা নেয়। কেউ ৬০ তো কেউ ৮০ একই মুড়ির প্যাকেট। আপনি কোথায় থাকেন ?
@@bhromonindiaElectronic city
What is ragi used for?
রাগি এই এলাকার অন্যতম প্রধান খাবার। রাগি রুটি, রাগি বল, রাগি মিষ্টি এসব বানানো হয়। খেতে খারাপ নয় আর খেলে অনেকসময় লাগে হজম হতে। ডায়েট, ওজন কমানো বা ডায়বেটিক থাকলে রাগি খাওয়া যেতে পারে। ভাত বা রুটির চেয়ে ভাল কাজ হয়। ব্যাঙ্গালোরে রাগি আটা বা রাগি পাউডার দোকানে পাওয়া যায়। অনলাইন পাওয়া যায়।
Primary school, primary health centre এখনকার গ্রাম গুলোতে কি ভাবে কত আছে?
ব্যাঙ্গালোর এর দঙ্খিনে দিকে কোন মাছ সব্জির বাজার থাকলে জানাবেন
BTM layout এ মাছের বড় বাজার আছে শুনেছি।
Joler obhabe akbarei foshol hoi jene kharap laglo. Gram dekte valoi lage 🙏
Matir ghor pukur bash jhar dhane vora math kothai okhne
দাদা ওখানে রাগী কতো করে কেজি? আমাদের এখানে প্রায় চারশ টাকা কেজি ।
কি বিচ্ছিরি গ্রাম আমাদের বাংলার গ্রাম অনেক সুন্দর
@@raja0bhats গ্রাম তো সুন্দর কিন্তু গ্রামের বাড়িগুলি কাঁচা বাড়ি গরিবির লক্ষণ সর্বত্র।
Ami Whitefield station er samnei achi, 26 tarikh aschi, manipal e treatment koralam amar babar jonno, akhon howrah jaoar ticket pacchina
হোটেলে কথা বলুন ওদের জানাশোনা আছে তৎকাল টিকিট কেটে দিতে পারবে।
গ্রামের বাড়ি ঘর কেমন বিশেষ ত মধ্যবিত্তদের দেখালে বা তাদের অর্থনৈতিক অবস্থা সমন্ধে আলোচনা করলে আরও ভালো লাগত। ভালো থাকবেন, ধন্যবাদ।
সম্ভব হলে পরে করব। আসলে ভালভবে বন্ধুত্ব না হলে কেউ এসব অচেনা মানুষের সাথে আলোচনা করে না। তবে কাউকে পেলে নিশ্চয় ভিডিও করব।
দাদা গ্রামের দিকে জায়গা দাম কেমন?
Under Veledge Land er price koto. Per khatha.
No bus seen inroad
Bangalorer koyekti valo maner private CSE college r information dile aro upakrito hotam.
চেষ্টা করব।
PES কলেজ ভাল শুনেছি
আপনার অন্য চ্যানেল এর লিংকটা তো হোম ডেসক্রিপশন এ দেখছি না, যদিও আমার এখন আর ক্যারিয়ার প্রয়োজন নেই, বয়স ৫০ ছুঁতে চলেছি, তবে আপনার ভিডিও আর মনোরম প্রেজেন্টেশন ভালো লাগে, জানার শেষ নেই
About section e paben
@technologyandcareer - Technology and Career
চাষীদের সাথে কথা বলে খারাপ লেগেছিল। একটা ফসল সারা বছরে করণ জল নেই। ব্যাঙ্গালোরের এত নাম হলেও তারই ১৫/২০ কিলোমিটার দূরের বসবাসকারী চাষীর যে কী অবস্থা সেটা এনাদের দেখলে কিছুটা অনুমান করা যায়।
সব স্টেট এ আছে
ওয়েস্ট বেঙ্গল ও আছে
@@gangadharadak6443 সম্ভবত পুরুলিয়ার দিকে এমন জলাভাব আছে, যদিও আমি নিশ্চিত নই। বাংলার বেশিরভাগ জায়গাই অনেক উর্বর ও ভাল চাষ হয়। বাংলার এটা সুবিধা আবার অসুবিধাও। বড় কলকারখানা তৈরির জায়গার সমস্যা হয়।
এক কিমি অন্তর প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গেই আছে। যা বাম আমলের অবদান । যে কোন গ্রামে বা শহরে আমাদের এখানে দেখা যায়।
রেল গেট পার করবার পর কৃষকদের সাথে কথা বলা পর্যন্ত ৭/৮ কিলোমিটার রাস্তা , ৩/৪ টি গ্রাম। অর্থাৎ ২/৩ কিলোমিটার বাদে একটা গ্রাম। প্রতি গ্রামে স্কুল এর কথা বলায় অনেকেই বলেছেন এটা কীভাবে সম্ভব। কিন্তু ভাবুন বাচ্চারা ২/৩ কিলোমিটার এর বেশি দূর হলে যাবে কীভাবে? ভিডিওতে আমি প্রাথমিক বিদ্যালয় এর কথা বলেছি।
এব অবদান বাম আমলের তো আজ কর্নাটক আমাদের থেকে ৪ গুন বেশি উন্নত কেন।
@@covid20promax26 বাংলা ভাগ, কেন্দ্রের নীতি, এক সরকার বহু বছর (দক্ষিণের রাজ্য গুলিতে সাধারণত প্রতি ৫ বছরে সরকার বদলায়), বাম সরকারের পুঁজিবাদ বিরোধী মনোভাগ ও বিশ্বে কি চলছে সেই ব্যপারে নিজেদের জ্ঞান বৃদ্ধি না করা, রাজ্য সরকারের নীতি, জন ঘনত্ব ও মানুষের মানসিকতা - আমার মনে হয় এগুলি প্রধান কারণ। শুধুমাত্র বাম এর দোষ নয়।
এই মুহুর্তে ব্যাঙ্গালোরে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
মুহূর্তের খবর জানি না। তবে সূর্য উঠবার আগে আর সন্ধ্যার পর গরম কমে যায়। হাওয়া একটু ঠান্ডা হয়। সম্ভবতঃ তখন ৩০ ডিগ্রির আশেপাশে থাকে। দুপুরে ভীষন গরম , রোদের তাপ খুবই বেশি। একদিন মনে হয় ৩৭ এর বেশি হয়েছে বাকিদিন ৩৫/৩৬ মতো থাকছে। আর খুবই ড্রাই ফলে অসুবিধা বেশ হয়। নাক মুখ শুকিয়ে যায়। লু টাইপের ব্যাপার।
সকাল ৭:৪৫ এ ওয়েদার রিপোর্ট বলছে ২৪ ডিগ্রি বাইরে।
ব্যাঙ্গালোরের কোন জায়গায় গায়ক মান্না দের বাড়ী এটা জানালে বড়ই বাধিত হবো।
মান্নাদে এর মেয়ে ফ্ল্যাট ছিল সম্ভবত। খোঁজ পেলে জানাব।
Westbengal ar gram ar sojibota okhne gram a nai
ব্যাঙ্গালোরে , শহর থেকে একটু দুরে জায়গা কিনতে গেলে , কতো করে ডিসমিল???
জায়গা ও ফেসিলিটি হিসাবে। managed প্রজেক্ট হলে ২০০০/২৫০০-৫০০০ টাকা স্কোয়ার ফুট।
এখন bangalore এ অতিরিক্ত গরম আমাদের west bengal এর মত, বেলা 10 টার পর বাইরে বেরোনো যায় না ।
এত গরম আগে কখনও হয়নি আট এখনে ড্রাই হবার জন্য গরম বা গা জ্বালা বেশি করে যেন
There is no state like Paschimbangla
ওখানকার মানুষ একটু অন্য ধরনের,,,,,,
কেমন ?
@@bhromonindia আমার মনে হয়েছে, ওখানকার ৯৫% মানুষ বহিরাগতদের ঠিক মেনেনিতে পারেননা / পছন্দ করেননা।
খুবই দুঃখজনক,,,,, যাক, ওনাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। 🙏
৭বৎসর ছিলাম ব্যাঙ্গালুরুতে
Dry and rough area not much green trees
Will do video on same places after rain. Your perspective may change.
Dada govt change yer par karnatack bhalo acha na kharap hoyacha.
তেমন কোন পার্থক্য বুঝি না। এখানের রাজনীতি সাধারণ মানুষকে খুব একটা ইমপ্যাক্ট করে না মানে আমাদের মতো। মস্তান , দাদা গিরি এসব করে না কেউ। তবে এই সরকার বেশ কিছু কাজ করছে যেটা সাধারণ মানুষ কে কিছু সরাসরি সুবিধা দেয়। যেমন মহিলাদের বাসে টিকিট ফ্রি। এর জন্য মানুষের মধ্যে বাস ব্যবহারের একটু অভ্যাস হচ্ছে বলে শুনি। আরও কিছু সরাসরি সুবিধা দেয়। যেগুলো কেউ বলে ভাল না কেউ বলে ভাল। আর হ্যাঁ আগের চেয়ে রাস্তার অবস্থা ভাল হয়েছে।
Jeta Bujlam Amader Gram Banglar Moto Sujala Sufola Sosho Shamola Noi. Soti Arthe Amadar Sonar Bangla Sabar Sera.
মাতৃভূমি সকলের কাছেই সুন্দর। এরা বলবে হয়ত দেখতো আমাদের এই অবস্থার পরই কী সুন্দর ফুলে ভরে যাবে। তারপর বৃষ্টি এলেই সবুজ হবে। যদিও তারপর এমন ভাবে পাতা ঝরে যাবে।
ফুলের শহর ব্যাঙ্গালোর নামে একটা ভিডিও, আর আপনার শহর নাকি ব্যাঙ্গালোর কে বেশি সবুজ নামক আরেকটি ভিডিও আছে , এইগুলি দেখলে একটা সম্পূর্ণ বছরের ছবি ধারণা করতে পারবেন।
পিরাহা মাছ দেখা যাচ্ছে।
পিরানহা বাংলাদেশে নিষিদ্ধ।
কোনটা? রূপচাদ?
Dada apnar number ta aktu diben ami bengluru achhi to
Road condition bhalo na..Ekta developed state r village road condition dekhe bujte parlam development sudhu urban centric..😮
প্রদীপের নিচে অন্ধকার বলছেন? কৃষক দের অবস্থা কেমন মনে হল? তবে গ্রামের সব বাড়ি পাকা সেটা খেয়াল করলেন কী?
India te kono developed state bole kichu nei..... Boka Soka bangali janeo na India kato ta underdeveloped. Even bangaldesh is better than this poor nation
পশ্চিমবঙ্গ এর সাথে কোনো তুলনা হবে না। এখানে নদী , সুমুদ্র , উর্বর জমি তার সাথে চীন , বাংলদেশ , নেপাল , ভুটান এর সাথে বর্ডার শেয়ার করে। ..... তাই দিল্লীর কেন্দ্র সরকার ও আজ কাল বাংলা কে অনেক গুরুত্ব দিচ্চে
Narshapura industrial area ekbar cover korun
যাইহোক আপনার video content vlo lage
ধন্যবাদ।
একটি ও জলাশয় দেখলাম না।
শেষের দিকে একটি রয়েছে। বেশ বড় জলাশয় সেটি।
জয়গুরু, দাদা আপনার whatsapp নম্বার৷ দরকার
Proti gram e ki school kora somvab .akta gram e kotho jon chele maye thake
ইচ্ছা হতে ক্ষতি কী?
Kodo mean ragi.....
দাদা বাংলাদেশ থেকে দেখছি
ধন্যবাদ।
Daba.ami.fuchaka.bokan.h.s.r.6.sector.lawreance.school.9.main.15cross.vibeo.korben
কর্ণাটকের সরকার যদি কৃত্তিম বৃষ্টির ব্যাবস্থা করতে পারে তবে চাষের উন্নতি হবে।
কাবেরী অববাহিকায় , উত্তর কর্নাটকে - তুংভদ্র অববাহিকায় ও কোস্টাল কর্নাটকে চাষ ভাল হয়। ব্যাঙ্গালোরের আশেপাশে কিছুটা রুক্ষ এলাকা কারণ এটা অল্প উচু পাহাড় বা কিছুটা মালভূমি এলাকা। তবুও বেশ কিছু জায়গায় অনেক অর্থকারী ফসল হয়।