দেখুন , ট্রেড নেম বা ব্রান্ড নাম আমরা অফিসিয়াল পলিসির কারনে বলতে চাই না। আমরা ওষুধের কম্পোজিশন বা গ্রুপ বা জেনেরিক নাম বলছি। ওটাই যেকোনো সার দোকানে বললে , যেকোনো কোম্পানির ওই ওষুধ পেয়ে যাবেন। জানি , এতে কৃষক বন্ধুদের একটু অসুবিধা হবে, তবে এটাও আমরা চাষি ভাইদের সচেতন করতে চাই যে কম্পোজিশন দেখে ওষুধ কিনুন।
চাষী ভাইদের পক্ষে কম্পোজিশন দেখে অনেকের পক্ষেই কীটনাশক কেনা সম্ভব হয় না। অনেক দোকানদারও সঠিক কম্পোজিশন বোঝেন না। তাই ব্র্যান্ড নেম বললে সুবিধা হয়। যদিও তাতে অনেকে মনে করেন যে ওষুধ কোম্পানির প্রচারের জন্যই এই ভিডিও। তবুও অনেক ব্র্যান্ড নেম বললে তার মধ্য থেকে যেকোনো একটি কৃষক ভাইরা বেছে নিতে পারে। তাঁতি সুবিধা হয় কৃষকদের।
Thanks
Welcome
Du akta brand name bole dile chasi der o subidha hoy r vdo tir o grohonyogyota barbe bole amar mone hoy
দেখুন , ট্রেড নেম বা ব্রান্ড নাম আমরা অফিসিয়াল পলিসির কারনে বলতে চাই না।
আমরা ওষুধের কম্পোজিশন বা গ্রুপ বা জেনেরিক নাম বলছি। ওটাই যেকোনো সার দোকানে বললে , যেকোনো কোম্পানির ওই ওষুধ পেয়ে যাবেন।
জানি , এতে কৃষক বন্ধুদের একটু অসুবিধা হবে,
তবে এটাও আমরা চাষি ভাইদের সচেতন করতে চাই যে কম্পোজিশন দেখে ওষুধ কিনুন।
Thank you আপনার পরামর্শ দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য 🙏🙏
চাষী ভাইদের পক্ষে কম্পোজিশন দেখে অনেকের পক্ষেই কীটনাশক কেনা সম্ভব হয় না। অনেক দোকানদারও সঠিক কম্পোজিশন বোঝেন না। তাই ব্র্যান্ড নেম বললে সুবিধা হয়। যদিও তাতে অনেকে মনে করেন যে ওষুধ কোম্পানির প্রচারের জন্যই এই ভিডিও। তবুও অনেক ব্র্যান্ড নেম বললে তার মধ্য থেকে যেকোনো একটি কৃষক ভাইরা বেছে নিতে পারে। তাঁতি সুবিধা হয় কৃষকদের।
দাদা বালির পরিবর্তে ইউরিয়ার সাথে মিশেয়ে ছড়ানো যাবে?
না । দেবেন না।
রোয়ার সাথে সাথে কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না।
রিফিট দিলে হবে
হা হবে, বাজারজাত (ট্রেড ) নাম। ওর কম্পোজিশন হল Pretilachlor 50% Ec.
যে ভাবে প্রয়োগ পদ্ধতি বলা আছে, সেভাবে প্রয়োগ করবেন, খুব ভালো কাজ হবে।