ধরলা নদীর ফলিমারী চরে ভাঙনের দীর্ঘশ্বা'স || কোথায় যাবে মানুষ ? || Folimari Char, Part 02

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • ধরলা নদীর বুকে অবস্থিত এই সবুজ-শ্যামল ফলিমারী চরের মানুষের হদয়ের লাল টকটকে কষ্টদহন দূর দেখা যায় না, অনুধাবনও করা যায় না। গতপর্বে এই চরের মানুষের কষ্টের জীবনের একচিলতে দেখিয়েছি মাত্র। গিতালদহ ব্রিজ দেখে মনসুর ভাইকে অনুসরণ করে এখন প্রবেশ করছি চরের জনবসতির ভেতরে, জানি না আরো কতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলেছি আমি।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #folimari_char #lalmonirhat

Комментарии • 417

  • @msaddamhossain
    @msaddamhossain 2 года назад +189

    আপনার প্রতিটি ভিডিওতে ইংরেজি সাবটাইটেল এখন সময়ের দাবী, একটু টাকা খরচ করে করে বানিয়ে নিন। আপনি বিশ্বসেরা ভ্লগার হবার পথে এগিয়ে যাচ্ছেন! অগ্রীম অভিনন্দন!

  • @nidhubanhalder8119
    @nidhubanhalder8119 2 года назад +31

    একদিকে চরের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেমন মুগ্ধ হলাম অন্যদিকে অসহায় দরিদ্র মানুষের দুশ্চিন্তা আর চোখের জল দেখে বড়োই মর্মাহত হলাম ।( নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারত )

  • @rajkumarsarkar9008
    @rajkumarsarkar9008 2 года назад +4

    আমার চর তোমার চর আমাদের ফলিমারির চর, কোচবিহারের ফলিমারি গ্রাম থেকে বাংলাদেশের ফলিমারি গ্রাম দেখলাম । এই নদীটি আমাদের এখান থেকেই গিয়েছে ।

  • @paglahawa
    @paglahawa 2 года назад +33

    এই ডিজিটাল বাংলাদেশে একদল মানুষের বর্ণনাতীত কষ্ট দেখে আমার চোখে জল এসে গেল। দাবি জানাই সরকারি পদক্ষেপের আর ধন্যবাদ প্রিয় সুমন ভাইকে।

  • @ashoksutradhar5870
    @ashoksutradhar5870 2 года назад +31

    নদীর ওপারে গিতালদহ তারপর দিনহাটা শহরে আমার বাড়ি, এই নদী থেকে প্রায় 20কিমি দুরে,কিন্তু এই নদীকে আমি খুব কাছ থেকে দেখেছি কয়েকবার মাছ ধরতে গেছিলাম তখন,এই নদীতে প্রচুর শুশুক ডলফিন দেখায় যায় ,বড় বড় রুই কালবোস মাছ পাওয়া যায়,আর একটা ব্যাপার খুব খারাপ লাগলো সেটা হলো আমাদের ভারত গিতালদহ সীমান্তে চরে বসবাসকারী মানুষের জীবন যাপন অনেক উন্নত ,রাস্তাঘাট পাকা,ঢালাই একদম শহরের সঙ্গে সংযুক্ত করা,নদী ভাঙন রোধে বালির বস্তা ফেলা হয় কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে, বাশ দিয়েও রোধ করা হয়, ঢালাই ও করা রয়েছে কিছু এলাকায়,সরকারি নানারকম সুবিধায় পাকা ঘরবাড়ি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষীর ভান্ডার আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে ,কিন্তু বাংলাদেশের চরের মানুষের এতো দুর্দশা দেখে সত্যিই খুব দুঃখিত হলাম । নদী চরে বসবাসকারী তারাও মানুষ তারাও দেশের নাগরিক তাদের সমস্ত সরকারি সুবিধা দেয়া উচিত । এই সমস্ত নদী চরের মানুষের জীবন যাপন উন্নত করার জন্য বাংলাদেশ সরকারের এগিয়ে আসা উচিত যেভাবে আমাদের এদিকে ভারত সরকার এগিয়ে এসেছে।

  • @Everything-zy7tc
    @Everything-zy7tc 2 года назад +36

    Love from India ❤️
    এদের থেকে যারা সুখে আছি/আছেন সবাই আলহামদুলিল্লাহ বলেন।
    আল্লাহ সবাইকে সাহায্য করেন ।

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 2 года назад +3

    সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন যার যার অবস্থান থেকে আসুন আমরা এদের পাশে দাঁড়াই।

  • @Sujon_Shah766
    @Sujon_Shah766 2 года назад +14

    চরখান পুরের ভিডিও গুলোর মতো এই চরের ভিডিও গুলোও মানুষের মন জয় করবে আশা করছি

    • @sagorahmed6527
      @sagorahmed6527 2 года назад +1

      একদম ঠিক বলেছেন

  • @narayanchandraghosh4470
    @narayanchandraghosh4470 2 года назад +7

    অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কথা পরিবেশন করার জন্য, আমি কলকাতার, আমার পূর্ব পুরুষদের বাসস্থান, আপনার এই কাজের জন্য ধন্যবাদ নমস্কার জানাই, আমাদের রক্ত ঐদেশের সাথে মিশে আছে ।।

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 2 года назад +5

    Struggle for existence যে এত ভয়াবহ তা অকল্পনীয়। আমরা জানতাম "Survival of the fittest". কিন্তু মানুষের যা দুরবস্থা দেখছি এর হাত থেকে পরিত্রাণের উপায় খুঁজে পেতে সর্বত ভাবে প্রচেষ্টা প্রয়োজন।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।

  • @shyamaprosadbarman2164
    @shyamaprosadbarman2164 Год назад +1

    সুমন ভাইকে ধন্যবাদ জানাই এমন তথ্যসমৃদ্ধ চিত্র তুলে ধরার জন্য,আমি গিতালদহ(ভারত) থেকেই লিখছি।

  • @tajalkhan6494
    @tajalkhan6494 2 года назад +4

    আলহামদুলিল্লাহ সত্যি ভাই গ্রামের মানুষ গুলো মন মানষিক অনেক ভাল, মুনসুর ভাই এবং আজিজুল ভাই, তাদের দেখে বুজতে পারলাম, তবে তাদের পাশে আমাদের দেশে অনেক কোটি পতি আছে তারা যুদি একটু সাহায্য করে তাহালে নদী বিলিন হওয়া মানুষ একটু খাবার খেতে পারবে,

  • @VlogTheWanderer
    @VlogTheWanderer 2 года назад +7

    আপনার ভিডিও যত দেখি ততই মুগ্ধ হই।
    তবে এত দারুণ ভিডিওগুলোতে ইংরেজি সাবটাইটেল লাগানো থাকলে বিশ্বের অন্য ভাষাভাষী সম্প্রদায়ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারতো। আশা রাখি এই বিষয়টি ভেবে দেখবেন ভাই। ভালোবাসা নিরন্তর ❤️❤️

  • @onetwoninee129
    @onetwoninee129 2 года назад +33

    আমার লালমনিরহাট জেলার চরের মানুষের কষ্ট দেখলে দু চোখ বেয়ে জল নেমে আসে।😭
    সুমন ভাইকে ধন্যবাদ

    • @HannanNowab
      @HannanNowab Год назад +2

      আপনার কমেন্ট অনেক ভাল লাগলো ভাই। দোয়া ও শুভকামনা রইলো।

  • @md_golam_sarwar
    @md_golam_sarwar Год назад +1

    অসাধারণ...অসাধারণ ...অসাধারণ ...... তাদের অবস্থা দেখে খুব কষ্ট যেমন হচ্ছে তেমনি আবার ভালও লাগছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে, সাথে আপনার অসাধারণ বাচনভঙ্গি......

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 года назад +4

    ওফফফফফফফফ্ কী যে দারুণ উপস্থাপনা, কথাগুলোর প্রতিটা শব্দই মনের ভিতরে দাগ কেটে গেছে। আহা।।।।। কত কষ্ট মানুষের😭😭😭

  • @mdrafi4246
    @mdrafi4246 2 года назад +8

    ভালো মানুষের সাথে সাক্ষাৎ ভালো মানুষেরই হয়।
    আপনাদের দুজনেরই মনোকামনা যেন পূর্ণ হয় এই আশা করি। ❤❤❤❤❤❤❤

  • @ashrafulislam2404
    @ashrafulislam2404 2 года назад +3

    সুমন ভাই আপনার অক্লান্ত পরিশ্রমে তুলনাহীন কিছু ফুটেজ যা কখনু কেউ এভাবে তুলে ধরেতে পারিনি আগে।আপনার ভিডিও দেশ মাটি ও মানুষের হৃদয়ের কথা বলে।দোয়া করি সুমন ভাই আপনি অনেক বড় ব্লগার হোন।আর অসুহায় মানুষের পাশে দাঁড়ান।

  • @julkernayeen9471
    @julkernayeen9471 2 года назад +32

    আজিজুল ভাইয়ের মতো মনসুর ভাইকেও সাহায্য করার আহবান জানাচ্ছি আপনার সামর্থ অনুযায়ী

  • @sohel.bd88
    @sohel.bd88 2 года назад +12

    সত্যিকার অর্থে গ্রামের মানুষ খুবই সহজ সরল ও ভালো মনে হয়।। আল্লাহ যেনো সবাই কে ভালো রাখেন।। আমিন

  • @mdmajedul2873
    @mdmajedul2873 2 года назад +3

    ভাই এই প্রবাসে সারাদিন যখন কাজ করে রুমে এসে আপনার ভিডিও দেখি তখন মনে অফুরন্ত আনন্দ পাই। ভালোবাসা অবিরাম ভাই

  • @sopnohin158
    @sopnohin158 2 года назад +4

    সহস্র সালাম সুমন ভাই সুন্দর এই অনুষ্ঠানের জন্য । প্রতিটি অনুষ্ঠান চমকপ্রদ । কর্ম সংসহানের জন‍্য এ সমস্ত জায়গায় যাওয়া হয় না।

  • @mozammelhaque6934
    @mozammelhaque6934 2 года назад +5

    অপূর্ব দৃশ্য, চোঁখ ফেরানো বড় দায়,এটাই আমাদের সোনার বাংলাদেশ🇧🇩

  • @bishnupadabhowmick8177
    @bishnupadabhowmick8177 2 года назад +3

    সত্যিই প্রকৃতির কি পরিহাস এইসব মানুষদের কতই না কষ্ট কিন্ত মনটা এত পরিষ্কার সচছ আয়নার মত কিন্ত ঈশ্বর তবুও এদের উপর এত জালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে ।কি বলব ভাষায় পাচ্ছিনা শুধু এইটাই বলব ঈশ্বর তুমিই পার এদের রক্ষা করতে।

  • @mahabubislam2753
    @mahabubislam2753 2 года назад +3

    সত্যি আপনার ভিডিও থেকে অনেক কিছু গ্রাম বাংলার প্রকৃতি দুঃখ-কষ্ট আমরা দেখতে পারি অন্য কোন ইউটিউব চ্যানেল এরকম দেখা যায় না,,, ❤️😍❤️😃

  • @sagorahmed6527
    @sagorahmed6527 2 года назад +2

    চর খানপুরের আজিজুল ভাই,,আর এখনকার মনসুর ভাই একদম same মানুষ কতটা কষ্ট থাকার পরেও এত বড় উদার মনের মানুষ তারা দুজন,, আপনের কাছে রিকোয়েস্ট সুমন ভাই,,আপনে এই গ্রামে আবার আসবেন,,, আশা করছি আজিজুল ভাইয়ের মতো,মনসুর ভাইকেও আপন করে নিবেন তাদের সুখ দুঃখ গুলো আমাদের মাঝে তুলে ধরবেন,,,পুরোটা মিল আছে চর খাঁনপুরের মানুষগুলোর সাথে, গ্রামের সাথে,,,আর বিশেষ করে আজিজুল ভাইয়ের সাথে,,মনসুর ভাইয়ের 🥰😘🥰

  • @sohelarman5521
    @sohelarman5521 2 года назад +8

    অনেক অনেক দোয়া এবং শুভকামনা সুমন ভাইয়ের জন্য আপনার মাধ্যমে অনেক অজানাকে জানতে পারি

    • @MdJamal-ln8bd
      @MdJamal-ln8bd 2 года назад

      আললা তাদের বাচিয়ে রাখেন

  • @rakibbiology6777
    @rakibbiology6777 2 года назад +5

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নদী পারের মানুষের জীবনযাত্রাকে ফুটে তোলার জন্য!! আপনি চাইলে, তিস্তাপারের মানুষকে নিয়ে আর একটা কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরতে পারেন!!! হাজার হাজার হেক্টর জমি তিস্তায় বিলীন হয়ে যাচ্ছে,,,,,,,,,,

  • @arindommallick5330
    @arindommallick5330 2 года назад +1

    এই চরের জীবন প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে মনে দাগ দিয়ে যায় জানি ভাই তুমি ঘুমিয়ে পড়েছো আমি এই ভিডিও দেখা শেষ করলাম ভাই টাটা গুড নাইট ।

  • @factssadf
    @factssadf 2 года назад +6

    ধন্যবাদ ভাই।
    মানুষের সাধারণ জীবন জাপনের তথ্য তুলে ধরার জন্য।

  • @mamunmiah1896
    @mamunmiah1896 2 года назад +8

    আমাদের বাড়ি ফরিদপুর জেলা, পদ্মা নদীর ভাঙ্গন কি ভয়ংকর দেখেছি খুব কাছে থেকে, এখন নদী পার বাঁধ দেওয়া জন্য টিকে আছি

  • @sagorahmed6527
    @sagorahmed6527 2 года назад +3

    সুমন ভাই এই ভিডিওটা চর খাঁনপুরের ভিডিওর মত লাগলো,,মন ছুঁয়েছে আমার এত মায়ামাখা রূপ গ্রামগুলোর🥰 কিন্তু এই মানুষগুলো এত কষ্টে বসবাস করছে দেখে মনটা খারাপ হয়ে যায় 😪😥

  • @alamgirhossain7832
    @alamgirhossain7832 2 года назад +6

    এতো কষ্টের পরেও তাদের মুখে মধুর হাসি।। আললাহ তায়ালার প্রতি অগাধ বিশ্বাস।। আললাহ চরবাসীর সবাইকে তার রহমত দিয়ে বাঁচিয়ে রাখুক।। আমিন।

  • @shahalomtelecom5482
    @shahalomtelecom5482 Год назад +1

    ধন্যবাদ সুমন ভাই আপনাকে আমরা জানিই নাজে আমাদের দেশে এত কিছু আছে, আসলে জীবনে যতই ব্যস্থই থাকি না কেন আপনার ভিডিও দেখতে বসলেই মনে অফুরন্ত সুখেই ভরে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাযত করুন। আমিন

  • @thoughtsofalim8746
    @thoughtsofalim8746 2 года назад +5

    গ্রাম বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

  • @jaman413
    @jaman413 Год назад +2

    সেই গীতালদহ বাজারে আমার বাড়ি... সত্যি ধরলা নদী খুব ভয়ংকর... ধরলা নদীর পাড়ে আমার বাড়ি❤️❤️

  • @mduzzalhossain4000
    @mduzzalhossain4000 2 года назад +4

    সত্যি কথা বলতে কিছু কিছু মানুষের অসহায়ত্ব দেখলে বুকের ভিতর টা হাহাকার উঠে, আল্লাহ তুমি এসব মানুষকে রহমত দান করুন। আপনি ছাড়া যে এসব মানুষের আর কেউ নাই।

  • @মান-হূশ
    @মান-হূশ 2 года назад +2

    সুমন ভাই আমি আর আগের মতো কমেন্ট করতে সুযোগ পাইনা , তাই বলে আপনার কাছথেকে এতটুকুও দুরে সরে যাইনি। নিয়মিত দেখা হয় আপনার সবগুলো ভিডিও ধন্যবাদ।

  • @itihaseraanusandhane7G
    @itihaseraanusandhane7G 2 года назад +13

    সত্যি ই খুব কষ্ট তাদের 😥😢 গতকাল ঠিক এই সময়েই ভিডিও টা দেখার পর মনটা কেঁদে উঠেছিলো 😥😭 আল্লাহ তাদের রক্ষা করুক এই কামনা করি।

  • @brojenbasak484
    @brojenbasak484 2 года назад +2

    সুমন ভাই অনেক দিন পর আবার তোমার ভিডিও পেলাম। চরবাসীর দুর্দশা দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এভাবেই তুমি তুলে আনো সমাজের বিভিন্ন চিত্র।

  • @nurulislamlinemanhowly.8704
    @nurulislamlinemanhowly.8704 2 года назад +6

    চরের মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ঢাকার মানুষের মধ্যে পার্থক্য রয়েছে।হে আল্লাহ ওনাদের সহায়তা করো।আপনি ভারতে এসে সিলেন কিন্তু দেখা করতে পারলাম না।

  • @tanjinaislam9878
    @tanjinaislam9878 2 года назад +1

    আমার পছন্দের মানুষগুলোর মধ্যে একজন সালাউদ্দিন সুমন ভাইয়া😊😊।প্রিয় চ্যানেল গুলোর একটি 😊।ধন্যবাদ বড় ভাইয়া আপনার বদৌলতে নিজের দেশের বিভিন্ন জায়গা আর ভৌগলিক অবস্থা আর সেখানকার মানুষ সম্পর্কে একটা ধারনা হয়। ❤️❤️❤️

  • @sakibulislam4605
    @sakibulislam4605 2 года назад +3

    ভাই আমাদের বাড়িও কপতক্ষ নদীতে চলে গেছে । প্রতি নিয়তো আমাদের গ্রাম (চাকলা, প্রাতনগর, আশারশুনি, সাতক্ষীরা ) নদী চলে যাচ্ছে এবং প্রতি বছর কয়েক বছর বন্যা ও জলচ্ছাস হয়।

  • @nafizaakter845
    @nafizaakter845 2 года назад +1

    ভিডিওগুলো দেখলে আর আপনার কথা শুনলে চোখ দিয়ে পানি অটোমেটিক চলে আসে আপনার জন্য অনেক শুভকামনা সবসময় ভালো থাকবেন❤❤

  • @manabsarkar9241
    @manabsarkar9241 Год назад

    সুমন দা আমি ভারতের মুশিদাবাদ থেকে বলছি। আমি আপনার সব ভিডিও দেখে থাকি। অরুণাচল থেকে আসম কেরল বাংলাদেশ এবং চরনামখানপুড়ের ভিডিও দেখে আমার মন যেন উতলা হয়ে ওঠে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি কপালে থাকে তাহলে দেখা হবে।

  • @wthdgafuce1726
    @wthdgafuce1726 2 года назад +1

    আলহামদুলিল্লাহ
    হে আল্লাহ আপনি আমাদের
    অনেক ভাল রেখে চেন

  • @abdussohid3716
    @abdussohid3716 2 года назад +1

    সুমন ভাই ভিডিও টা দেখে খুব মর্মাহত হইলাম দোয়া করি আল্লাহ তায়ালা সবাই কে হেফাজত করুন আমীন

  • @mdrajumiha7680
    @mdrajumiha7680 2 года назад +5

    নদীর পাড়ে মানুষের জন্য দোয়া রইল ধন্যবাদ ভাই

  • @ajayjana8630
    @ajayjana8630 2 года назад +4

    সতোই দাদা, খুবই মায়া, লাগে, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🙏🏻দীপাবলির প্রীতি শুভেচ্ছা রইলো দাদা, বাংলা, ভারত, কে

  • @জহিরুলজহিরুল-দ৭গ

    ঠিক এ ধরনের আমাদের অবহেলিত রংপুরের তিস্তা নদীর তীরে এর চেয়েও অনেক বেশি ভয়াবহ অবস্থা ধরলা নদী আমাদের তিস্তা নদীর পাশের বন্ধু

  • @aftabjulficar1840
    @aftabjulficar1840 2 года назад +3

    এই মানুষ গুলো খুব কষ্ট করে বেঁচে আছেন, আল্লাহ আপনাদের ভাল দান করুক আমিন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, আপনাকে ধন্যবাদ,

  • @itihaseraanusandhane7G
    @itihaseraanusandhane7G 2 года назад +19

    একদিন হলেও চরের মানুষের কষ্ট টা চরে গিয়ে তাদের সাথে ভাগ করে নিতে চাই 🥲😢

  • @abdulmonaf376
    @abdulmonaf376 2 года назад +5

    আল্লাহ তুমি তাদের হেফাজতের মালিক দেখে মনে বড় কস্ট লাগলো

  • @sahmed1533
    @sahmed1533 2 года назад +2

    ভালোবাসা অবিরাম,, নিয়মিত দর্শক ❤️❤️❤️

  • @mdrafi4246
    @mdrafi4246 2 года назад +5

    খুবই বেদনাদায়ক পরিস্থিতি,
    চরের মানুষরা যেন জীবন ধারণের পথ খুঁজে পায়,
    ইনারাই হলেন জীবন সংগ্রাম এর বীর সৈনিক।

  • @srk1358
    @srk1358 2 года назад +11

    আপনার ভাগ্য ভাল ভাই; আজিজুল ভাই, মনসুর ভাই এর মতো মানুষ পেয়ে যান🙂

  • @MdRabbi-tu7bn
    @MdRabbi-tu7bn Год назад +2

    আলহামদুলিল্লাহ চড়ার মানুষ মানসিকভাবে অনেক শক্তিশালী আল্লাহ তৌফিক দান করুক

  • @shabuddinshaheen5814
    @shabuddinshaheen5814 2 года назад +5

    আহা কি অসহায় নদীর তীরের মানুষেরা,,, বিত্তশালী মানুষ আপনাদের দান সদকা এদের কে সাহায্য করে উপকার করুন

  • @lonely_boys-
    @lonely_boys- 2 года назад +5

    আপনার গচ্ছিত কথাটা এত সুন্দর অসাধারণ লাগে

  • @ggjjfhuggchgcghfghj8486
    @ggjjfhuggchgcghfghj8486 2 года назад +3

    আল্লাহ সর্ব শক্তি মান।

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 года назад +2

    সালাউদ্দিন সুমন ভাইয়ের একটা ভিডিওর জন্যে অধীর আগ্রহে বসে থাকি সবসময়। আমার এতটাই ভাল লাগে সালাউদ্দিন সুমন ভাইয়ের প্রত্যেকটা ভিডিও, বলে বোঝাতেই পারব না।

  • @alam2001
    @alam2001 2 года назад +3

    Endless thanks sumon Bhai. Hardly few people have a third eye to look through.. you have that eye.
    Salute you bro.
    Sumon from Mymensingh

  • @tareqislam4960
    @tareqislam4960 2 года назад +6

    আমাদের সকলের তাদের পাশে দাড়ানো উচিৎ বলে আমি মনে করি

  • @koushikdas7808
    @koushikdas7808 2 года назад +24

    দাদা পাহাড়পুর বৌদ্ধবিহার কে নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল।🙏

    • @mtasmedia6747
      @mtasmedia6747 2 года назад +1

      ইসলাম প্রচারে সাথে থাকুন

    • @sundipanbhowmick6358
      @sundipanbhowmick6358 Год назад

      ​@@mtasmedia6747অশিক্ষিত

  • @kiranmoymandal9678
    @kiranmoymandal9678 2 года назад

    Sukh dukha mile mise akaker ai chorer jivan jatra dekhe mon ta bhari hoya galo, Suman Bhai thanks. Pune Maharashtra India

  • @mcn5232
    @mcn5232 2 года назад

    সুমন ভাই আমি আপনার অনেক বিডিও দেখেছি। আপনার চরখান পুরের দু'টি বিডিও দেখেছি। আজ ফুলিমারীর টাও দেখলাম। বিডিওটা মাঝ পথে থামিয়ে গুগল আরথ এ চরটি দেখলাম। মানুষের দুঃখ কষ্ট এবং সঙরাম দেখে খুবই খারাপ লাগে। ওদের দুঃখের জীবন দেখানোর জন্য ধন্যবাদ।।

  • @tusharrabby9684
    @tusharrabby9684 Год назад +1

    আপনার গ্রামিন এই ভিডিও গুলো না ভাই সত্যি অনেক ভালো লাগে।
    মানুষের কষ্টের চিত্র সবার সাথে তুলে ধরেন আপনি সুমন ভাই।
    অনেক ইউটিউবার দেখি ভাই কিন্তু আপনার মত এমন দেখি না,আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো ভাই।
    ❤️

  • @mehedihasanniloy4654
    @mehedihasanniloy4654 2 года назад

    লালমনিরহাট এ বাসা আমার সুমন ভাই, কিন্তুু এইরকম অবস্থা একটুও জানতাম না, আপনার ভিডিও দেখেই বুঝতে পারলাম । ধন্যবাদ ভাই এই সব জায়গায় তুলেধরার জন্য ।

  • @mdshamimhasan239
    @mdshamimhasan239 2 года назад +2

    আয় আল্লাহপাক তাদের কে আপনি কুদরতি ভাবে হেফাজত করুন,আমিন

  • @sbssheikh92
    @sbssheikh92 2 года назад +6

    সুমন ভাই আপনার পর্ব গুলো অনেক অনেক ভালো লাগে 🖤🥀❤️

  • @MarjanMusicianbd
    @MarjanMusicianbd 2 года назад +1

    অসাধারণ ভিডিও কিন্তূ চরের লোকের জন্য কষ্ট লাগে

  • @NirapodVlog
    @NirapodVlog 2 года назад +3

    আপনার তথ্য চিত্র গুলো যেনো মানুষের মনের কথা বলে,
    ভালোবাসা নিবেন ভাইয়া ❤️❤️❤️

  • @mdharun9226
    @mdharun9226 2 года назад +3

    সত্যিই খুব কষ্টের জীবন যাপন রে ভাই।।

  • @volashiluser-sx1iw3qc1g
    @volashiluser-sx1iw3qc1g Год назад

    এই মানুষগুলো জীবনযাপন দেখলে সত্যিই সুমন ভাই হৃদয়টা কেঁপে ওঠে কত কষ্ট কত অসহায় জীবন যাপন করে তারা

  • @milonhasan6320
    @milonhasan6320 2 года назад

    সত্যি মনটা জড়িয়ে গেল

  • @mamunmiah1896
    @mamunmiah1896 2 года назад +1

    অপেক্ষাই করছিলাম এই ভিডিও টির জন্য

  • @subradav7511
    @subradav7511 2 года назад

    খুব ভাললাগলো।এরকম মানুষের পাশে যদি একটু দাড়ানো যায়।

  • @imsojib5553
    @imsojib5553 2 года назад +5

    ভাই আপনার ভিডিও দেখে মনে হয় বাংলাদেশ অনেক সুন্দর

  • @islamkamrul6256
    @islamkamrul6256 Год назад +3

    চরের মানুষের কষ্ট দুঃখ দুর্দশা দেখলে মনে হয় আমরা কতইনা সুখে আছি আলহামদুলিল্লাহ

  • @Hamidul57
    @Hamidul57 2 года назад +1

    সুমন ভাই কেমন আছেন? বিমানবন্দরে দেখা ও কথা বলে অনেক ভাল লাগলো

  • @Bangladesh-c7k
    @Bangladesh-c7k 2 года назад +2

    অফিস থেকে এসে খাওয়া দাওয়া সেরে দেখছি ভালো লাগছে তবে ভাঙ্গোনে মনও ভাঙ্গছে

  • @mdmasudrana7000
    @mdmasudrana7000 2 года назад +11

    মানুষের কষ্ট গুলো আনেক কঠিন

  • @abdussohid3716
    @abdussohid3716 2 года назад +1

    আল্লাহ তায়ালা চর বাসি মানুদের হেফাজত করুন আমীন সুম্মা আমীন

  • @alifahammed9598
    @alifahammed9598 2 года назад +1

    ভাইয়া আপনে ভিডিও গুলো খুব আনন্দ লাগে আমার খুব ভালো লাগে আমি সবসময় আপনার ভিডিও দেখতে ইচ্ছে করে প্রতি দিন সুমাইয়া কুষ্টিয়া

  • @madhumondal7939
    @madhumondal7939 Год назад

    এত আন্তরকিতা সতি ্য ভাল লাগলো ❤

  • @mehadihassanshuvo1899
    @mehadihassanshuvo1899 2 года назад

    আহ ভাই চরের মানুসের কষ্ট যেমন আমাকে কষ্ট দেয়। তেমন চরের ভ্লগগুলো আমার খুব ভালো লাগে

  • @sajidulchowdhury
    @sajidulchowdhury 2 года назад +4

    *আশা করি পরবর্তী তে ও এই জায়গা নিয়ে আরো ভিডিও দিবেন*

  • @shakibkh7847
    @shakibkh7847 2 года назад +1

    চরের মানুষের জন্য অসম্ভব কিছু ভালো বাসা রলো

  • @shahinazbegum4403
    @shahinazbegum4403 Год назад +1

    Salam. Real picture of river eroded people, their pain, hardship of life, struggle is painful despite of that they are smiling their hospitality is amazing. Thank you for portraying.

  • @justchallengetv2938
    @justchallengetv2938 2 года назад

    আল্লাহর কাছে আমরা কত অভিযোগ করি । একবার ভাবুন তো এদের কথা।হে আল্লাহ তুমি সকলের সমস্যা দূর করে দাও ।

  • @ruhinisarkar1248
    @ruhinisarkar1248 2 года назад +1

    দাদা আপনার ভিডিও গুলো খুব খুব খুব সুন্দর আমি সব ভিডিও গুলো দেখি এবং আপনার কথা বলার ভাষাগুলো খুব সুন্দর ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি ❤️❤️❤️

  • @muradhussain1708
    @muradhussain1708 2 года назад +1

    আল্লাহ আপনি এই গরিব অসহায় চোরের মানুষ গুলোর উপর রহমত করেন আমিন

  • @moyazzemhossain5529
    @moyazzemhossain5529 2 года назад

    আপনার করা প্রায় প্রত্যেকটা ভিডিও আমি দেখি, বেশ ভালো লাগে।

  • @asf3878
    @asf3878 2 года назад

    সত্যি ভাষা হারিয়ে পেলেছি,,, কি বলবো,, আল্লাহ আপনি সহায়ক হোন

  • @md.mokchedalimokched5367
    @md.mokchedalimokched5367 Год назад +1

    আমার বাড়ি লালমনিরহাট জেলায়,,, সত্যি এখানকার কিছু কিছু জায়গার মানুষের জীবন অনেক কষ্টে আছে,, এখানে যদি নজর দেওয়া হয় তাহলে হয়তো মানুষের জীবন টা সহজ হয়ে যেতো।।।

  • @mdbillal2912
    @mdbillal2912 Год назад +1

    চরের মানুষের দেখলে মনে হয় আল্লাহপাক আমাদের না কত সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ

  • @jotansarker3190
    @jotansarker3190 Год назад +2

    আহ!
    মানুষ কত কষ্টে আছে, আর আমাদের কত কিছু চাই।
    কিছু মানুষের মাথা গোজার জন্যই চিন্তায় মরে 😭

  • @koushikchakraborty4867
    @koushikchakraborty4867 2 года назад

    Ami west bengal , dinhata theke apnar video dekhechi... Valo laglo Bangladesh theke keu border er situation dekhte eseche. Gitalda rail bridge British railways modhye pore na, ota amder coochbehar Heritage railways chilo. Asha rakhi Bangladesher sathe su somporko rekhe abar ei railways abar suru hok.

  • @mdshakilkhan3420
    @mdshakilkhan3420 2 года назад +1

    ভাই চোখে পানি চলে এলো

  • @mdsheralishekh2557
    @mdsheralishekh2557 2 года назад

    ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো সত্য ও বাস্তব ঘটনা। কুড়িগ্রাম আমার জেলা আমার বাড়ি চিলমারী উপজেলা চিলমারীর চরাঞ্চলের নদী ভাঙ্গন নিয়ে একটা ভিডিও করার আবেদন জানাই। সেই সাথে চিলমারীর ঐতিহ্য তুলে ধরার অনুরোধ করছি