লেয়ার মুরগি পালন পদ্ধতি । ডিম উৎপাদনে মুরগি পালনে লাভ কত । লেয়ার মুরগি ফার্ম । Egg Price

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • লেয়ার মুরগি পালন পদ্ধতি । ডিম উৎপাদনে মুরগি পালনে লাভ কত । লেয়ার মুরগি ফার্ম । Egg Price
    লেয়ার মুরগি হলো ডিম উৎপাদনের জন্য বিশেষ ধরনের মুরগি যাদেরকে একদিন বয়স থেকে পালন করা হয়, যারা ১৮ থেকে ১৯ সপ্তাহ বয়সে ডিম দিতে শুরু করে এবং উৎপাদনকাল ৭২ থেকে ৭৮ সপ্তাহ বয়স পর্যন্ত স্হায়ী হয়। ডিম উৎপাদনকালীন সময়ে এরা গড়ে প্রায় সোয়া দু’কেজি খাবার খেয়ে এক কেজি ডিম উৎপাদন করে।
    বাচ্চা খামারে আসার পরের কাজ
    জন্মের প্রথম সপ্তাহে পরিবহনজনিত কারণে বাচ্চা পানি শূন্যতায় ক্লান্ত হয়। তাই এদের জন্য ব্রুডার ঘরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্হা করতে হবে এবং দ্রুত পানি পান করা শেখাতে হবে। পানির সাথে শতকরা ৫ ভাগ হারে গ্লুকোজ মিশিয়ে দিলে সহজে এরা সেখান থেকে শক্তি পেতে পারে। একইসাথে যে কোন উন্নমানের মাল্টিভিটামিন ও ইলেক্ট্রোলাইট প্রস্তুতকারী কোম্পানীর নির্দেশ মতো পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। দূরের হ্যাচারী বা বিক্রয়কেন্দ্র থেকে বাচ্চা পরিবহন করে খামারে আনলে মাল্টিভিটামিন ও ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হলে পরিবহনজনিত ক্লান্তি ও পানি শূণ্যতা দূর করে বাচ্চাকে দ্রুত স্বাভাবিক করে তোলে।
    মুরগির ঠুকরা-ঠুকরি বন্ধ করা;
    খাদ্য অপচয় রোধ করা;
    বাচ্চা মুরগির ৮ থেকে ১০ দিন বয়সে ঠোঁট কর্তন করা;
    বাড়ন্ত বাচ্চার ৮ থেকে ১২ সপ্তাহ বয়সে ঠোঁট কর্তন করা;
    বাচ্চার নাকের ০.২ সেমি এবং বাড়ন্ত মুরগির ০.৪৫ সেমি সম্মুখে উপরে ঠোঁট কাটা;
    উভয় ঠোঁট আলাদা কাটতে হয়;
    ঠোঁট কাটার জন্য - ক) ব্লক চিক ট্রিমিং মেশিন, খ) হাই স্পিড ট্রিমিং মেশিন (গ) ডিবিকার ব্যবহার করা হয়।
    কখন ঠোঁট কাটা উচিত নয়
    ভ্যাকসিন প্রদানের দুই দিন আগে বা পরে বা ভ্যাকসিন প্রদানের দিন বা ঐ দিন;
    সালফার জাতীয় ঔষধ সেবনের দুই দিন আগে বা পরে;
    মুরগির ধকল সৃষ্টি হলে;
    আবহাওয়ার পরিবর্তন বেশি হলে;
    মুরগি ডিম পাড়তে শুরু করলে।
    ঠোঁট কাটার সময় সতর্কতা
    ঠোঁট কাটার দুই থেকে তিন দিন পূর্ব থেকে পানিতে মিশিয়ে ভিটামিন ‘কে’ খাওয়ানো এবং কাটার পর অন্তত এক থেকে দুই দিন তা তার ধারাবাহিকতা রক্ষা করা;
    ঠোঁট কাটার যন্ত্র ভালোভাবে জীবাণুমুক্ত করা;
    ব্লেডের ধার ও তাপমাত্রা পরীক্ষা করা;
    মুরগির চোখের এবং জিহ্বার যেন কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা;
    দিনের মধ্যে ঠান্ডা সময়ে ঠোঁট কাটা;
    অভিজ্ঞ টেশনিশিয়ান দিয়ে ঠোঁট কাটা।
    ঠোঁট কাটার পরবর্তী পরিচর্যা
    গভীর পাত্রে পানি সরবরাহ করা;
    খাদ্যের সাথে সামান্য অতিরিক্ত আমিষ ব্যবহার করা।
    বাড়ন্ত মুরগির খাদ্য ব্যবস্হাপনা
    ডিম উৎপাদন শুরু হওয়ার ২ সপ্তাহ আগে থেকে খাদ্যের শতকরা ২ ভাগ ক্যালশিয়াম ব্যবহার করা উচিত;
    ওজন কাঙিখত না হলে সর্বাধিক ৮ সপ্তাহ বয়স পর্যন্ত স্টার্টার রেশন প্রদান করা যায়;
    পরবর্তীতে ১৮ সপ্তাহ পর্যন্ত ২ ধাপ বা ৩ ধাপে খাদ্য প্রদান;
    ডিম উৎপাদন শুরুর পর ৪ থেকে ৫ দিন পর্যন্ত দ্রুত খাওয়ার পরিমাণ বাড়তে থাকে
    বয়সের পরিবর্তে ওজন অনুসারে খাদ্য প্রদান;
    ডিম পাড়ার সময় ওজন বেশি হলেও খাদ্য নিয়ন্ত্রণ করা যায় না।
    পানি ব্যবস্হাপনা
    পানি খাওয়ার পরিমানের উপর মুরগির স্বাস্হ্য নির্ভর করে;
    পানি বিশুদ্ধ করার জন্য প্রতি লিটার পানিতে ০.৩ গ্রাম ব্লিচিং পাউডার মিশাতে হয়;
    পানির পাত্রের জন্য নির্ধারিত স্হান নির্বাচন করতে হয়;
    গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের সময় ঘন ঘন ঠান্ডা পানি সরবরাহ করতে হয়।
    এই ভিডিওতে পাবেন
    লেয়ার মুরগি পালন পদ্ধতি pdf
    ১০০ লেয়ার মুরগি পালন লাভ লস
    লেয়ার মুরগি পালনে খরচ
    লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়
    লেয়ার মুরগির বাচ্চা পালন পদ্ধতি
    লেয়ার মুরগি পালন প্রশিক্ষণ
    সাদা লেয়ার মুরগি পালন
    লেয়ার মুরগি, লেয়ার মুরগী পালন পদ্ধতি
    লেয়ার পালন
    অধিক ডিম পেতে লেয়ার মুরগির পালন পদ্ধতি
    লেয়ার মুরগি পালনের সমস্ত তথ্য
    ১০০ লেয়ার মুরগি পালন লাভ লস
    সাদা লেয়ার মুরগি পালন
    লেয়ার মুরগি বছরে কতটি ডিম দেয়
    ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ #banglar_krishi_kotha #লেয়ার #লেয়ারমুরগি #লেয়ার_মুরগি_পালন_পদ্ধতি #লেয়ার_মুরগির_ডিম
    ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    চ্যানেলের ঠিকানাঃ
    যেকোন সাহায্য বা পরামর্শের জন্য / প্রতিবেদন করাতে চাইলেঃ
    মোঃ শফিকুল ইসলাম (মিঠু)
    চ্যানেলের মোবাইলঃ ০১৮১২-৬০০৯৯৫ (WhatsApp) / ০১৭১৫-৪৯৪৮৭৯ ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Banglar Krishi Kotha - একটি অনুপ্রেরণা মূলক কৃষি ভিত্তিক চ্যানেল। যেখানে আপনারা কৃষি সম্পর্কিত যেমন: পাখি কবুতর অস্টেলিয়ান ঘুঘু হাঁস মুরগী গরু ছাগল গাড়ল ক্রস গাড়ল অরজিনাল গাড়ল দুম্বা ডরপার বারবারী ছাগল রাম ছাগল তোতা পুরী ছাগল হরিয়ানা ছাগল যমুনা পারী ছাগল বিটল ছাগল বয়ার এবং দেশি ভেড়া লালন পালন এবং গরুর হাট ছাগলের হাট গাড়লের হাট ঘুরে দেখাবো এবং এদের মূল্য সম্পর্কে জানতে পারবেন। ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য এমনকি মাছ শাক সবজি এবং ফলমূল চাষ সম্পর্কে তথ্য পাবেন এই চ্যানেলে। ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    If you like the video subscribe to my channel like and share it with friends ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow me and contact me ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ►facebook page:➜ / bkrishikotha
    ►Gmail:➜ msc.mithu@gmail.com
    ►আমাদের ওয়েব সাইটঃ➜ www.krishikotha24.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Thank you visit my channel ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Комментарии • 9

  • @jisusen5796
    @jisusen5796 Год назад +2

    খুব ভালো লাগে ভাই আপনার ভিডিও গুলো৷ আমি সব সময় দেখি আমিও এক জন খামারি

  • @mdjuwel7500
    @mdjuwel7500 Год назад +1

    খুব সুন্দর তথ্য দিলেন

  • @karimullah1501
    @karimullah1501 Год назад +1

    প্রথম কক্সবাজারের লেয়ার মুরগির প্রতিবেদন পেলাম।আমি ও একই জেলার বয়লার খামারি

  • @HMRashed-s6b
    @HMRashed-s6b 7 месяцев назад

    good

  • @Tayeb-y4u
    @Tayeb-y4u Год назад

    বাইজান আমি খমারকরতে চাই ঢাকায় মুরগির বাচ্চা কোথায় পাওয়াজায় আমি নতুন কিবাভে এটাকরবো

  • @MehediHasan-qn9ks
    @MehediHasan-qn9ks 11 месяцев назад

    লিটার কত দিন পর পর পরিবর্তন করতে হবে

  • @mohammadjohirulislam1441
    @mohammadjohirulislam1441 Год назад

    লেয়ার মুরগি কতদিনে ডিম দেয়,,,আশা করি বলবেন

  • @khokatalukder426
    @khokatalukder426 Год назад

    উপস্হাপনা খুবই নিম্নমানের ।

    • @BanglarKrishiKotha
      @BanglarKrishiKotha  Год назад +1

      ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এটা আমার ভাগ্য যে আপনি আমার ভিডিও দেখেছেন