কিভাবে FTTH ইন্টারনেট কানেকশন দেওয়া হয় | How to take new FTTH connection | TSP

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • This video will show you how to take new fibre optic broadband internet connection, you will also come to know how to take FTTH broadband internet connection, how to take FTTH Connection.
    আপনি আরো জানবেন:
    ইন্টারনেট কানেকশন কিভাবে নিতে হয়? ইন্টারনেট কানেকশন কোন কোন ভাবে নেওয়া যায়? ইন্টারনেট কানেকশন নেওয়ার সবচাইতে ভালো পদ্ধতির কোনটা?
    #FTTHBroadbandConnection #NewInternetConnection #TSP
    .........................................................................
    🌐 For Product Purchase visit our E-commerce Website: totalsolutionp...
    🌐 For Business Inquiry: tspofficial.bd@gmail.com
    🌐 Visit Our FACEBOOK PAGE: tspbd
    🌐 Join Our FACEBOOK GROUP for any help: / 128956614172078
    ..........................................................................

Комментарии • 360

  • @riazpublicschool3188
    @riazpublicschool3188 Год назад +83

    আমি সাইবার হাটের একজন গ্রাহক। ২০১০ সাল থেকে এই কোম্পানির নেট চালাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। আপনার ভিডিও শিক্ষামূলক ধন্যবাদ।

    • @tawhidmahmud69
      @tawhidmahmud69 Год назад +1

      তাদের FTP Server কোনটা?

    • @raymonddarhk20
      @raymonddarhk20 14 дней назад

      @shuvokumarc Amar dekhai SAM Online FTP best.

  • @hussienaktar
    @hussienaktar Год назад +54

    *Welcome to the world of FTTH!!! আপনার কন্টেন্ট আগেও ভালো ছিলো, এখন আরো ভালো। আর রিয়েল লাইফ প্রব্লেমগুলো যখন কন্টেন্টে চলে আসে তখন আসলেই তা তুলনামূলক বেশী Helpful হয়। আপনার জন্য সবসময় শুভকামনা!!!....🎉🎉🎉*

  • @md.riajulislamreyon5965
    @md.riajulislamreyon5965 Год назад +4

    আমরা অনেক আগে থেকেই আমার গ্রামে FTTH কানেকশন চালাচ্ছি। অসাধারণ স্পিড সবকিছুতে।

  • @filmy.tm11
    @filmy.tm11 Год назад +4

    ধন্যবাদ আপনাকে এত্তো ঘেটে ঘুটে বিস্তারিত জানানোর জন্য...

  • @sahmedroni
    @sahmedroni Год назад +4

    Din seshe nice promotional video

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад +2

      No bhai, kritoggota shikar.. no financial transaction happened... They are really good. So social responsibility palon korlam.❤️🙂

  • @Recklessrabby
    @Recklessrabby Год назад +2

    আপনার এই লাইন আরো দুই বছর আগে থেকেই চালাচ্ছি,, DNS BD ISP থেকে ✅️

  • @shajidmahamud6740
    @shajidmahamud6740 Год назад +2

    tp link c6 v3 update ar por ar video dela valo hoy
    love u vai

  • @totalsolutionplus
    @totalsolutionplus  Год назад +42

    ✅✅ Plz Note: অনেকেই ভিডিওটা দেখে দেখতেসি মিস ইন্টারপ্রেট করতেছেন, যে ভাইয়া হয়তো FTTH লাইন নতুন চালাচ্ছে। plz don't get it wrong. অলমোস্ট 2017 সাল থেকে পার্সোনালি FTTH লাইন ব্যবহার করছি বাসায়। কিন্তু অফিসের লাইনটা চেঞ্জ করা হয় নাই, যেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। কেন চেঞ্জ করি নাই সেই ব্যাপারেও আশা করি ইনফরমেশন ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। বোঝেন ই তো অফিসিয়াল কোনো কিছু চেঞ্জ করতে গেলে অনেক সিস্টেম, অনেক লিমিটেশন এসে সামনে দাঁড়ায়। আর আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন ভাবে ftth কানেকশন নিবেন তাদের জন্য। এই বিষয়ে একদম এক্সপার্ট ব্যক্তিদের জন্য নয়। সাধারন ইউজার যাদের আসলে জানতে ইচ্ছা করে এই ধরনের লাইন কিভাবে নেওয়া হয়, তাদের জন্য। তবে খুব শীগ্রই আমি আমার এই নতুন লাইন নিয়ে আরেকটি রিভিউ দিব যে আমি পুরনো FTTH লাইন যেটা 2017 সাল থেকে চালাচ্ছি সেটা ভালো, নাকি নতুন যেটা লাইন নিছি সেটা ভালো। কেন কোনটা ভালো সে ব্যাপারে ইনশাল্লাহ ব্যাখ্যাও দিয়ে দেবো। ❤❤

    • @mixrifatabdullah4963
      @mixrifatabdullah4963 Год назад +2

      Oh

    • @opsydul0175
      @opsydul0175 Год назад +1

      ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর বিডিও দেখানোর জন্য ভাইয়া আপনের অফিসে Tp Link কোন মডেলের রাওটারটা ব্যবহার করছেন জানাবেন প্লিজ 🥰
      নতুন লাইনে কেমন পারফরম্যান্স পাচ্ছেন সেই বিষয়ে একটা ভিডিও বানানোর ও বলার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ

    • @opsydul0175
      @opsydul0175 Год назад +2

      ভাইয়া আপনের কাছে আমার একটা অনুরোধ পিলিজ বলবেন আমি হস্পর্ট জুন করতে চাই সেজন্য Tp link cap220 outdoor router কেমন হবে

    • @Recklessrabby
      @Recklessrabby Год назад +1

      এখানে অনেকেই কমেন্ট করেছে, যে তারা অনেক আগে থেকেই এই লাইন ব্যবহার করছে, কেউতো আপনাকে খারাপ কিছু বলেনাই - তো আপনার অতি বোদ্ধা ভীষণ ভাবে জ্ঞানী পন্ডিতমন্য বলার কি ছিলো?

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад

      @Abu TALHA ❤️❤️❤️

  • @touhidulislam4574
    @touhidulislam4574 Год назад +6

    I like you brother 🎉❤
    And congratulations 🎉🎉

  • @asifalam25.
    @asifalam25. Год назад +1

    Vai apnar video gulo Khub valo hoy

  • @mastergaming.x.y6828
    @mastergaming.x.y6828 Год назад +3

    Good 👍 good videos bhaiya

  • @zahangiralam7928
    @zahangiralam7928 Год назад +5

    এটা দারুন ছিণ❤❤

  • @AJGAMING-nb5ne
    @AJGAMING-nb5ne Год назад +1

    এই ভিডিওর কোয়ালিটি তো হেব্বি হয়েছে

  • @zahidhasanjuel5450
    @zahidhasanjuel5450 Год назад +2

    Bhaiya apnar praye shob video e dekha hoy and onek kichu shikte pari network,internet related topic niye ! Apnar Network and internet related onek deep knowledge lokkho kora jaye! Er rohossho ki ? Jante chai ! Apnar upcoming video te oboshoi bolben! Thank you!

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад

      ইনশাল্লাহ আমি আপকামিং কোন একটা ভিডিওতে এ নিয়ে কথা বলার চেষ্টা করব। ❤️❤️

  • @mrinmoy8190
    @mrinmoy8190 Год назад +6

    Too much expensive !
    বাংলাদেশে ইন্টারনেট এত দাম ভাবতে পারিনি।ভারতের ত্রিপুরা রাজ্যে আমার বাড়ি, আমার FTTH connection প্রতি মাসে ₹. ৩৭০/- মাত্র (৫০ Mbps unlimited)।

    • @mdrokebtamim648
      @mdrokebtamim648 Год назад +1

      গেমিং এর সময় পিং কতো থাকে?

    • @sakibmullick
      @sakibmullick 9 месяцев назад

      30MS@@mdrokebtamim648

    • @mdmamunmia385
      @mdmamunmia385 3 месяца назад

      😲😲😲😲

  • @ILoveALLAH_MTA
    @ILoveALLAH_MTA Год назад

    Ami 10month aage basha shift krsi, New Internet Connection nilam Dot Internet er kach theke ora amk ei line ta disilo akhno use krtesi. Onek Awesome. Vhaia Apnio DOT Internet theke line nen. oder Mirpur e ache

  • @opsydul0175
    @opsydul0175 Год назад +3

    ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর বিডিও দেখানোর জন্য ভাইয়া আপনের অফিসে Tp Link কোন মডেলের রাওটারটা ব্যবহার করছেন জানাবেন প্লিজ 🥰

  • @MdJohorislam
    @MdJohorislam 2 месяца назад

    খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ

  • @filmbyakash1854
    @filmbyakash1854 Год назад +1

    Support engineering hisabe kono company te ki ki question hote pare tar ekta video dian vaiya ♥️

  • @AB10Gaming
    @AB10Gaming Год назад +1

    নতুন কিছু জানলাম। এগুলা করতে দেখেছি কিন্তু জানতাম না কোনটাকে কি বলে কিভাবে করে। আজ জানলাম

  • @AbuNimeOvi
    @AbuNimeOvi Год назад +3

    Ami 2017 thaka FTTH type Net use kortaci🥰🥰

  • @mustakimrakib
    @mustakimrakib Год назад +2

    ভাই আমিও আপনার দেখাদেখি আজকে আমার লাইনটা আপডেট করে নিলাম।আমি Carnival ইন্টারনেট ইউজ করি। আজকে অনু দিয়ে কানেকশন নিয়ে লেটেন্সি অনেক কম পাচ্ছি 😊

  • @helpline4435
    @helpline4435 Год назад +6

    ভাই ONU কত -ছিগনাল আসতেছে সেটা কি ভাবে বুছবো রাউডার থেকে বা অনু থেকে?

  • @user-hi6ph8li4z
    @user-hi6ph8li4z Год назад

    আসসালামু আলাইকুম ভাই । আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং প্রত্যেক ভিডিও এর মাধ্যমে নতুন নতুন কিছু জানতে পারছি।
    বিভিন্ন রাউটারের Firm-ware কিভাবে আপডেট দিতে হয়( আমার রাউটার এর মডেল Totolink A3002 RU App দিয়ে log in করার সময় wifi router এর Firmware update চায় ) সেই বিষয়ে একটা ভিডিও চাই।

  • @mdtahsinsiam4074
    @mdtahsinsiam4074 Год назад +1

    Awesome! 🥰 Best of Luck 👍 IPv6 nie kotha bolen plz.

  • @faisalahmed9434
    @faisalahmed9434 Год назад +1

    Thanks!
    Really helpful

  • @gadgetinsidertv7557
    @gadgetinsidertv7557 Год назад

    আপনার ভিডিও অনেক ভালো লাগে

  • @khirulislamshuvo7078
    @khirulislamshuvo7078 Год назад +1

    last 1 month যাবত বাসায় আমিও use করছি উরাধুরা speed average 30+ / 48 mbps থাকে রাতে দেখা যায় 50/55+ হয়ে যায়।

  • @ariyan6430
    @ariyan6430 Год назад +2

    Ata 4years age thekei use korchi gram theke✅

    • @asmaulislamafif
      @asmaulislamafif 6 месяцев назад

      Bhaia gram e ami ekta isp theke internet use kortesi, but cyber hut er theke kivabe nibo ba apni kivabe i ter nisen ektu boilen jehetu apnio gram e

  • @wellthankusorry1904
    @wellthankusorry1904 Год назад +1

    First comment 50 Sec.
    💕💕

  • @Noyon0102
    @Noyon0102 Год назад +2

    পুরো RUclips এ একমাত্র channel যেখানে কোন spam comment নেই।

  • @azofficial.0.3
    @azofficial.0.3 Год назад +1

    আসসালামু আলাইকুম
    আমি আপনার নিয়মিত ভিডিও দেখি
    তো আমার একটা বিষয়ে জানার প্রয়োজন ছিলো
    ফোনের সাথে কি ডায়রেক্ট ক্যবল দিয়ে wifi ইউজ করা যায়?
    wifi ইউজ করা গেলে সেটা কিভাবে?
    এভাবে wifi ইউজ করলে কি কি সুবিধা এবং অসুবিধা পাওয়া যাবে?
    এ বিষয়ে ভিডিও বানালে উপকার হতো।

  • @supriyopaul9900
    @supriyopaul9900 2 месяца назад

    hello bhaia apnar video dekhe onek kichu jante parlam sei jonno thanks.. ami dirgho din Dot internet er FttH conection use korchi.. age valo thakleo ami rampura shift korar pore onek packet loss dicce ar service khub baje pacci.. customar care amake kono bihit dite partese na ami nije kivabe problem identify korte parbo bolte paren?

  • @hussienaktar
    @hussienaktar Год назад +12

    *Cleave এর অর্থ আছে ভাইয়া। এর মানে হলো "কোন কিছুকে কেটে প্রস্তুত করা"। Cleave থেকে Cleavering. FTTH ব্যবহার করছি প্রায় তিন বছর। এর সংযোগ পদ্ধতির ব্যাপারে বেশ আগ্রহ ছিলো। ISP বাসায় এসে যখন লাইন দিলো এতো দ্রুত কাজ করলো কিছুই বুঝতে পারি নাই। এই ভিডিওতে পুরো ব্যাপারটা খুব ধীরে দেখানো হয়েছে প্লাস আপনার ধারাভাষ্যতো ছিলোই। তবুও একটা উত্তর এখনো পেলাম না, অলরেডি অনু লাগানো আছে এমন লাইনের ক্ষেত্রে আই এস পি এর দেয়া অনু খুলে ফেলে যদি আমি নতুন অনু কিনে লাগাই, সেক্ষেত্রে কি আবার তাদের ডেকে এনে লিংক আপ করাতে হবে? এই উত্তরটা জানা আমার জন্য খুবই প্রয়োজন ছিলো। ধন্যবাদ ভাই এমন তথ্যবহুল একটা ভিডিও'র জন্য.....🙂🙂🙂*

    • @TechSupportIT26
      @TechSupportIT26 Год назад +2

      Ji na vaiya... apni noton onu ene lagaite parben...expon hole valo hoi

    • @hussienaktar
      @hussienaktar Год назад +1

      @@TechSupportIT26 ধন্যবাদ ভাই....🙂

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад +2

      বিষয়টা হচ্ছে যদি আপনার আইএসপির VLan করা থাকে তাহলে কনফিগার করতে হবে। আর না হলে এমনিতেই পেয়ে যাবে।

    • @hussienaktar
      @hussienaktar Год назад +1

      @@totalsolutionplus ধন্যবাদ ভাই। তবে আমার প্রশ্নের উত্তর দিতে গেলে বিরাট সমস্যা ভাই...😂😂😂....কারন আপনি উত্তর দিবেন, আর আমি উত্তরের লেজ ধরে প্রশ্ন বের করবো। এই যেমন, এখন আবার জিজ্ঞেস করছি, " VLAN কি জিনিস ভাই?"

    • @hussienaktar
      @hussienaktar Год назад +3

      @@totalsolutionplus এখন মনে হচ্ছে অনু কিনে লাগিয়ে তারপর প্র‍্যাক্টিক্যাল এক্সপেরিয়েন্স নিতে হবে। সমস্যা বের হলে তারপর সমাধান। VLAN আছে কিনা সেটাই বা কিভাবে বুঝবো?? মহা সমস্যা....🤔🤔🤔😵‍💫😵‍💫😵‍💫

  • @aoshanhabib9265
    @aoshanhabib9265 2 месяца назад

    ফাইবারের তার দিয়ে সরাসরি বসায় অনু নিয়ে Wifi নামানো।সাথে mini UPS সেটাপ দেওয়া আছে।সেই ক্ষেএে বজ্রপাত হলে রউটারের চালু থাকলে সমস্যা হবে।

  • @gururandhawa2338
    @gururandhawa2338 Год назад +1

    ঠিক কথা বলেছেন

  • @ahmedjakariya.9765
    @ahmedjakariya.9765 Год назад +1

    Thank you

  • @mrkseyam4944
    @mrkseyam4944 Год назад +1

    Love you vai

  • @hackerboy_bd
    @hackerboy_bd Год назад +1

    db khub valo joint holo

  • @shahriarmahmudshahed
    @shahriarmahmudshahed Год назад +4

    এই সিস্টেমে লাইন আরো ৩ বছর আগে পাইছি।
    কিন্তু -17.30 রেসাল্টটা কীভাবে পাব? আমার কানেকশনের এই রেসাল্ট বের করব কীভাবে ভাই?

  • @techandtravellwithtarik
    @techandtravellwithtarik Год назад +1

    মাজহারুল ভাই আই লাভ ইউ ❤️

  • @akashdas1913
    @akashdas1913 6 дней назад

    2016 te 1st FTTH use korsi.. Infobase isp er

  • @csmwb
    @csmwb Год назад +4

    India তে এই ভাবেই connection দেয় আর jio Airtel onu ছাড়াই connection দেয়

  • @Divinebuddy0102
    @Divinebuddy0102 Год назад

    ভাই,,টিপিলিংক Archer সিরিস এর রাউটার,আমার C54, এইসব রাউটার গুলোতে কিভাবে, ওয়েবসাইট বা এ্যাপ ব্লক করতে পারবো,,এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানো খুব প্রয়োজন,,আশা করি অনুরোধ রাখবেন,😊

  • @md.sabbirhossen4282
    @md.sabbirhossen4282 Год назад +1

    এই ভাবে কানেকশন আমি শুরু থেকেই ইউজ করছি। আমি কার্নিভাল এর লাইন ইউজ করি। আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট 🥀🥰

  • @masumeditz1976
    @masumeditz1976 Год назад +2

    bhai ping, speed test koren dakhaiten, valo hoto

  • @mahamudurrahmanofficial
    @mahamudurrahmanofficial Год назад +1

    Thank you so much .

  • @prashantasharma433
    @prashantasharma433 Год назад

    Asslamualaikum VaiYa.❤
    Take Love.. 😊

  • @shazanmahmud2973
    @shazanmahmud2973 Месяц назад

    2018 te upazila te xpon olt er line nicilm . 13k porcilo total . 3 mbps er line nito 1k mase . no bdix . 2022 e arek isp aslo amr frnd er tarau x pon nia w with 100 mnps bdix then otai shift krlm. amr line nus tala theke upor talai . ekta port dia ami eka calai ore line er . basar nis talai office to . issa mto 200 300 majhe majhe speed kore ni

  • @tarekrahman6721
    @tarekrahman6721 Год назад +1

    Amder age thekei ase vai 2021 thekei 😊

  • @mrshakib244
    @mrshakib244 Год назад +1

    অনেক দিন পর আপনার ভিডিও দেখছি,!অই ভাইয়ের লাইন কি আমিন বাজারে আছে?

  • @rahulach-pz6xy
    @rahulach-pz6xy Год назад

    Assalamualaikum bhaiya ei topic ta niye ekhta video taratari baniye deyar jonno onurodh kori please.
    Connected wifi er wps pin admin page e dhuka chara,wifi er pichoner sticker, box er sticker chara kivabe mobile ues kore ber kora jai ekhtu bolle upokroto hoitam.😅😅

  • @nasiruddin-pq1jo
    @nasiruddin-pq1jo Год назад +1

    onk age theke e ftth use kortesi.3year+.r eto dine vdo dilen

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад

      ভাইয়া আমি পার্সোনালি চালাচ্ছি 2017 সাল থেকে। কিন্তু স্টিল মানুষ রিকোয়েস্ট করতেছে দেখানোর জন্য কিভাবে ftth কানেকশন নিতে হয়। তাই আসলে চিন্তা করলাম অফিসের লাইনটা কনভার্ট করে ফেলি প্লাস ভিডিও একটা দেখায় দেই।

  • @taskinabir4949
    @taskinabir4949 10 месяцев назад

    Lovely beautiful brother ❤❤

  • @himelahmed777
    @himelahmed777 Год назад

    চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানায় গ্রামে থেকে ১ বছর আগে থেকেই FTTH connection ব্যবহার করতেছি।
    Nur Network থেকে লাইন নেওয়া।

  • @shuabahmed6624
    @shuabahmed6624 Год назад +1

    Apnara notun paisen dekhe atto excitement but Ami goto 2 bochor jabot ei connection use kortesi asholei smooth connection but majhe majhe keno Jani network chere dey eita ki isp ER problem naki router seta bujhtasi na majhar vai asha kori ektu explain korben keno eirokom problem hoye thake take love😊

    • @mdirfanchowdhuryzihad9787
      @mdirfanchowdhuryzihad9787 Год назад

      Eita vaiya db 26 otoba 26+ hole problem kor e r maje maje onu beshi hit hoye gele line ta chere dey.❤

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад +3

      ভাইয়া আমি মোটেও এক্সাইটেড না। ভিডিওর মধ্যে তো আসলে মন খারাপ করে থাকার কিছু নাই, তাই না? আমি ব্যক্তিগতভাবে বাসায় ftth লাইন চালাচ্ছে আরো পাঁচ বছর আগের থেকে। এটা হয়তো আমার জানার রেগুলার ভিউয়ার তারা অবশ্যই জানেন। অফিসে নতুন নিলাম, তাই দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আসলে নিয়েছি। ❤️❤️

    • @shuabahmed6624
      @shuabahmed6624 Год назад

      @@totalsolutionplus amio apnar regular viewer apnar router review sobgula Dekha ase but onu ER review gula Amar dekhar proyojon hoy na Karon ISP theke onu diye dise amake btw Amar problem ta ki seta niye ekta video banale Khushi hotam

  • @shafinarav
    @shafinarav Год назад +1

    আমার লাইন টাও FTTH,অনেকদিন আগেই নিয়েছি,এইভাবেই ওরা setup করেছিল

  • @rayhanrony7728
    @rayhanrony7728 Год назад +1

    ভাই,,,, আমি রায়হান,,,,,গাজীপুর থেকে বলতেছি,,,,,আমার বাসায় অপটিক্যাল ফাইবার দিয়ে ,,মিডিয়া কনভার্টার এর মাধ্যেমে PPPoE লাইন করা,,,,এখন আমি চাইলে কি ডুয়াল ব্যান্ড এর router ব্যাবহার করতে পারবো কি না ? বা স্পীড কেমন পাবো প্লীজ যদি জানাতেন।

  • @Sopnil.
    @Sopnil. Год назад +1

    আামার অনুতে লেজার -১২। এতে আমার অনুর কোনো সমস্যা হবে কি? ISP দের OLT থেকে প্রথম কানেকশনটা আামর এখানে।

  • @touhidulislamkhokon72
    @touhidulislamkhokon72 Год назад +1

    Tj box ae moddhe optical fiber oachano thake.... Otar jonno ki lejer kom basi hoi??

  • @saroarbinmustafa7137
    @saroarbinmustafa7137 Год назад +4

    আমাদের গ্রামে আইএসপি cate5 দিয়ে লাইন দেয় আবার যারা নিতে চায় টাকা খরচ করে, তাদেরকে ফাইবার কানেকশনও দেয় তবে তারা টিজে বক্স এর পরিবর্তে প্লাষ্টিকের বোতল ব্যবহার করে থাকে অনুর কাছের প্যাচকোড কানেকশনের ক্ষেত্রে যদিও তারা অন্য সকল জায়গায় টিজে বক্স ব্যবহার করে... এ ব্যপারে আপনার মতামত কি? এভাবে কানেকশন নিলে কোন ক্ষেত্রে কোন ধরণের প্রভাব পরবে কি? বিঃ দ্রঃ আমিও এভাবেই কানেকশন দেওয়া ফাইবার লাইন ব্যবহার করছি আমাদের গ্রামে, তবে আমার ফাইবার কানেকশন নেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে বিদ্যুত চলে গেলেও কানেকশনটা বাকি থাকে।

    • @lifehack5959
      @lifehack5959 Год назад +1

      আমার ও বোতল ব্যবহার করা হইছে

  • @noyonbosh2498
    @noyonbosh2498 Год назад +1

    ভাইয়া ফাইবার জোড়া মেশিন নিয়ে একটি ভীডিও তৈরি করেন!

    • @noyonbosh2498
      @noyonbosh2498 Год назад

      কোন জোড়া মেশিন টা মোটামুটি ভালো হবে দাম কতো, এ গুলো নিয়ে একটা ভীডিও তৈরি করেন, আমরা যারা নুতন নেটলাইনের ব্যাবসা করছি তাদের জন্য অনেক উপকার হবে !

  • @user-uc2do6zl1r
    @user-uc2do6zl1r Год назад +2

    ভাই আপনি v sol onu use করছেন,আসলে C-Data FD511G-X-F361.. থেকে কি v-sol onu ভালো হবে,, আমি C-Data FD511G-X-F361 নিতে চাচ্ছি এখন আপনার পরামর্শ টা জানতে চাচ্ছি একটু জানাবেন প্লিজ

  • @jubayerahmedtayef9983
    @jubayerahmedtayef9983 9 месяцев назад

    Assalamualaikum. Vai, apner bebohrito onu & router er link dile upokrito hotam.

  • @debabratasaha4837
    @debabratasaha4837 Месяц назад

    Apc patch cord ta ekta toh ont er geeen port e lagano hoi r ekta port kothai lagano hoi please reply

  • @ludobajiofficial2318
    @ludobajiofficial2318 Год назад +1

    আমি তো গ্রামে বসেই FTTH Connection ব্যাবহার করি। কিন্তু ISP TJ Box এর পরিবর্তে 7up এর বোতল ব্যবহার করে 😀😀😀

    • @khanibrahim7502
      @khanibrahim7502 10 месяцев назад

      অত্যন্ত দু:খজনক

  • @RajibAlamjr
    @RajibAlamjr 2 месяца назад

    ভাইয়া আমি টেন্ডা রাউটার চালাই এখানে আমার আট টা ফোন কানেক্ট আছে কিছুদিন চলে বাইরে কোথাও থেকে ঘুরে আসার পরে নেট চালু করলে আর নেট কাজ করে না আবার নতুন করে পাসওয়ার্ড চাই কিন্তু পাসওয়ার্ড দিলে কোন কাজ হয় না এটা কি আমার রাউটারের প্রবলেম না অন্য কোন সমস্যা যদি ভাইয়া এটা অন্য সমস্যা হয়ে থাকে তাহলে একটা ভিডিও তৈরি করেন আর যদি রাউটারের সমস্যা হয়ে থাকে তাহলে এটার সলিউশন কি আছে দয়া দয়া করে জানাবেন প্লিজ আপনার সব ভিডিও আমি দেখি আপনি অনেক সুন্দর করে ভিডিও তৈরি করেন

  • @smsafikulislam246
    @smsafikulislam246 Год назад +1

    Very good

  • @sumelahmed4640
    @sumelahmed4640 Год назад +1

    Marcusys mr 30g review cai

  • @sr.marvelfan2613
    @sr.marvelfan2613 Год назад +2

    Onu optical list,, kivabe dekhbo,, linkta ki apni kivabe phone theke dekhlen

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад +1

      ওইটা ভাইয়া isp তার মোবাইল ফোনের মাধ্যমে দেখেছেন এবং সেটার একটা স্ক্রিনশট উনি আমার সঙ্গে শেয়ার করেছেন।

  • @Mahmud_Hasan_Rifat
    @Mahmud_Hasan_Rifat Год назад +1

    Vhaiya router er antena te jei poly deya thake oita ki khola joruri? Na khole chalale kono somossa ache?

  • @shakibnow876
    @shakibnow876 Год назад +1

    মাজহারুল ইসলাম ভাই আমার বাড়ী তো একটা জেলা শহরে। আমি আরো আড়াই বছর আগে থেকে FTTH মানে ফাইবার টু দ্যা হোম লাইন ব্যাবহার করি। এবং ONU এবং Router এ আইপিএস এর লাইন দেওয়া আছে। এই আড়াই বছরে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ উপভোগ করছি। বিদ্যুৎ থাকুক আর না থাকুক।
    কিন্তু আপনার আইএসপি এতো দিন কেন MC বা মিডিয়া কনভার্টার ও ক্যাট ৫/৬ থেকে OLT আপডেট করলো। এটাতো আরো আগেই তাদের করার দরকার ছিল।।

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад

      বাসায় ভাইয়া অনেক আগে থেকেই ftth চালাই। অফিসেরটা নতুন কনভার্ট হয়েছে। ❤️

  • @marufahmedkhanovi
    @marufahmedkhanovi Год назад +1

    Bhaia, apni apnar home ftth connection kon ISP Provider er use koren?

  • @lifehack5959
    @lifehack5959 Год назад

    আমাদের গ্রামে ১ বছর আগে এই ভাবে ই লাইন নিয়েছি।

  • @fazlerabby8745
    @fazlerabby8745 Год назад +1

    ভাই আপনি আউটডোর রাউটার রিভিউ দেন ❤❤❤

  • @sumon406-w1h
    @sumon406-w1h Год назад +1

    আমিতো গত ২ বছর যাবত ফাইবার ব্যাবহার করতেছি।

  • @prasenjit_guin
    @prasenjit_guin Год назад +1

    good

  • @aslamhasan2695
    @aslamhasan2695 3 месяца назад

    Tanda AC5 এবং Tplink AC24 এই দুটো একি দামে পাওয়া যায় কোনটা নিলে বেশি ভালো হবে???

  • @TarokGhosh0070
    @TarokGhosh0070 Год назад +1

    ভাই FTTF এর কী Brandwith আছে কী না
    আর থাকলেও সবোর্চ্চ কত পর্যন্ত আছে?
    এবং কোনটা কত মূল্য?

  • @rashedalam4513
    @rashedalam4513 Год назад +1

    ভাই ভালবাসা নিবেন,একটা বিষয় জানার ছিল tp link deco router এর সাথে অন্য যে কোন ব্যান্ডের deco রাউটার লিংক করা যাবে

  • @gamingwithprince2718
    @gamingwithprince2718 15 дней назад

    ভাই আমি নতুন কানেকশন নিচ্ছি , একটা গিগাবাইট কানেকশন নিতে চাইলে আইএসপি থেকে গ্রাহক পর্যন্ত কি কি ইউস করা লাগবে??

  • @mixrifatabdullah4963
    @mixrifatabdullah4963 Год назад +2

    আমি আগেই নিছি TG box না দিয়া 7UP এর বটল দবছে

  • @AbdurRahim-offecialwp8ri
    @AbdurRahim-offecialwp8ri 8 месяцев назад

    ভাই সঠিক bandwith measurement করার কোন উপায় আছে কি, এই বিষয় এ যদি কোন ভিডিও করা না থাকে তাহলে একটা ভিডিও দিয়েন ভাই, আর থাকলে লিংক দিয়েন ভাই।
    tnx tsp

  • @MehediHasan-ik1ed
    @MehediHasan-ik1ed Год назад

    Cudy wr1200 ac1200 noua thik hoba naki ay price range a onno kono better option Acha?
    Pls reply me.

  • @hbhasan999
    @hbhasan999 Год назад +1

    Ki babe deklen panar....Rx optical level -17.30 plz akto bolben ❤

  • @MDSohelRana-hy8jp
    @MDSohelRana-hy8jp Год назад +1

    আমাদের এখানে অনেক আগে থেকেই তো FTTH লাইন দেই ক্যাট-6 এ কানেকশন দিলেও ৬0 মিটার দুরে রাউটার ফুল স্পিড ই চলছে

  • @sakib4545
    @sakib4545 Год назад +1

    tenda tx2 Pro review chai

  • @imrulkayes2994
    @imrulkayes2994 Год назад +1

    আমি তো প্রথম থেকেই Ftth use করি
    2020 thaka

  • @emonislam9259
    @emonislam9259 Год назад +1

    woooooooooooooooooooooooo😛😛😛😛😛😛😛😛😛😛😛

  • @gamingsquad1130
    @gamingsquad1130 Год назад +1

    আমাদের বাড়িতে যখন প্রথম নেট আসে তখন isp ফাইবার লাইন টেনে বাড়ির ১জনের ঘরে দেওয়ালে onu বসিয়ে onu থেকে সুইচ সিস্টাম করে আমাকে সহ বাড়ির ৪ জনকে লাইন দিছে cat 5e এর মাধ্যমে।
    পরে যখন আমার বাসায় ips বসাই তখন isp ওই TG Box থেকে আরেক টা ফাইবার লাইন টেনে onu দিয়ে আমাদের ঘরে লাইন দেয়,
    এখন কি এটা FTTH হবে😕?
    জানাবেন। 😌

  • @sndevice
    @sndevice Год назад +1

    2 আউটপুট অনু সম্পর্কে জানতে চাই ।1টা pc ও Router চালাইতে চায়, বিস্তারিত জানাইতে পারবেন??

    • @MDSohelRana-hy8jp
      @MDSohelRana-hy8jp Год назад

      ভাই দুইটা আউটপুট থাকা অনুতে আপনার দুইটা ইউজার পাসওয়ার্ড লাগবে তাহলে আপনি দুইটা পোর্টের কাজ পাবেন আর PC তে কানেক্ট করার জন্য তো আপনার রাউটার থেকে ল্যান পোর্ট আছেই

  • @Saddique_ahamed
    @Saddique_ahamed Год назад +1

    আমার বাসায় tj box আর mc ছিল।বার বার নেট যেত তারপর onu কিনে আনছি এরপর আর প্রবলেম হয় না।
    এখন আমি LAN cat5/6 সেপারেট লাইন। পিসি তে ইউজ করতে চাচ্ছি ভালো পিং এর জন্যে।
    এইক্ষেত্রে কি আমার,
    1 রাউটার থেকে নতুন ip নিবো?
    2 onu থেকে switch লাগবে?
    3 Tj box থেকে আরেকটা অনু লাগবে?

    • @totalsolutionplus
      @totalsolutionplus  Год назад

      ONU র পরে রাউটার লাগালেই তো আপনি আরো বেশ কয়েকটা ইথারনেট লাইন পেয়ে যাচ্ছেন।🙂❤️

  • @fazlerabby8745
    @fazlerabby8745 Год назад +1

    ভাইয়া আউটডোর রাউটার এর ফুল ভিডিও দেন

  • @sofiularefinanas
    @sofiularefinanas Год назад +1

    Ami o ftth use kori 5mbps calai somossa hoi motamuti valo ache

  • @hazrat.egybayak83
    @hazrat.egybayak83 Год назад

    এটা আমি ১.৫ বছর হল ব্যবহার করছি

  • @ABCD-hf2ju
    @ABCD-hf2ju Год назад

    Apnar isp r amader isp raat r din

  • @imrulkayes2801
    @imrulkayes2801 Год назад +2

    Ei rokom backdated ISP theke line na chalalo better .. uni onek kichui thik moto buje nah... ar package gulo dekhlam... onek kichu wrong information deya.. unara MBps and Mbps different tai jane nah... aro hajaro vul ache... So i think apnader aro valo ISP theke line neya uchit... ar sobcheye boro kotha eder nijder kono ASN nei bgp te..

  • @GamingwithSuhag
    @GamingwithSuhag Год назад +3

    ভাই, wifi spilter লাগানোর সময় যে ডিবি লস করে, ঐটার হিসাব করে কিভাবে? যেমন: ৫/৯৫, ১০/৯০;২০/৮০ spilter যদি -৫ বা -৮ db তে এই spilter লাগানো হয় তাহলে db লস হবে। এই লস করার হিসাবটা কিভাবে করতে হয় জানালে উপকৃত হব।

  • @JubayetKhanJabir
    @JubayetKhanJabir Год назад +1

    wow

  • @nilakash7902
    @nilakash7902 8 месяцев назад

    Vaiya internet ggc fna bdix baki sob onar free rakte hobe tahole stable takbe taii na onara may be amoni kore rake