অপূর্ব হয়েছে এই ভ্রমণ কথা। আপনি আমজনতার মনের কথা বলেছেন। সর্বপরি ভারত সেবাশ্রম সংঘ আছে বলে সবাই স্বল্পমূল্যে ঘুরতে পারবে। এর চেয়ে ভাল কথা আর কি হতে পারে। আরো এমন ভিডিও চাই।❤
এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত ভালো হয়েছে। অনেকদিনের বাসনা ছিল যে সুন্দরবন বেড়াতে যাব,,কিন্তু সুযোগ ও সময় হয়ে ওঠেনি,,আপনাদের সঙ্গে যাওয়ার জন্য মনটা আনচান করে উঠছে, কিন্তু উপায় নেই সামনেই আমাদের বৃন্দাবনের টিকিট বুক হয়ে আছে। আমাদের মতো অতি সাধারণ মানুষের জন্য আপনি এত চিন্তা করেন এই জন্য খুবই ভালো লাগলো,, আপনাদের যাত্রা শুভ হোক,,
মান্যবরেষু,অচিন পথের পথিক ( রঞ্জন বাবু) আমার মতো স্বল্প আয়ের লোকেদের কাছে আপনার এই ভিডিও হাতে চাঁদ পাবার মতো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার কন্যা আমার নাতি নাতনির বয়সী ওর জন্য রোইলো আমার স্নেহাশীর্বাদ।
আপনার এই ভিডিওটি দেখে আমি খুবই খুশি। খুব সুন্দর ভাবে সুন্দরবন ভ্রমনের খুঁটিনাটি বিষয় গুলি তুলে ধরেছেন ভিডিওটিতে। তারচেয়েও বড় কথা সুন্দরবন ভ্রমণের প্রথাগত যা ব্যবস্থা আছে, তার থেকে বেরিয়ে এসে কত কম খরচে সুন্দরবন ভ্রমণ করা যায় তার একটি দারুণ সুলুক সন্ধান দিয়েছেন। এই মহৎ কাজটির জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার ইচ্ছা বা সাহস কোনটি ই আমার নেই। এবার আসি ভারত সেবাশ্রম সংঘের কথায়, ভারত সেবাশ্রম সংঘ সদা সর্বদা মানুষের সেবাই নিয়োজিত রয়েছে। তার মধ্যে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যাত্রী নিবাস এর ব্যবস্থাপনার মধ্যে অভিনবত্ব দেখা যাচ্ছে। যাই হোক সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ভালো খুব ভালো, সহজ সরল ভাবে বর্ননা, সেই সাথে জানা গেল সুন্দর বন ভ্রমনের ইতিবৃত্ত।তাও আমার প্রিয় ভারত সেবাশ্রম সংঘে র সাহায্য তে।প্রায় ভারতের সব সেবাশ্রম সংঘে আমার থাকার সৌভাগ্য হয়েছে।
স্যার ড্যানিয়াল একজন বিজনেস ম্যান কথাটা খুব কানে লাগলো। আমরা ওনাকে গোসাবার রূপকার রূপেই চিনি।ওনার প্রতিষ্ঠিত Gosaba R R I র Class v to xii এর student.
খুব সুন্দর description, আমি ১৯৮১ এ গোসাবা গিয়েছিলাম এখন বেশ ইমপ্রুভ হয়ে গেছে। আপনি আরো উৎসাহিত করলেন এই সুন্দর জায়গায় যাওয়ার জন্যে, খুব ধন্যবাদ 🙏🙏🙏❤️❤️
দাদা আমি অশোকনগরে থাকি। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি আমার সহকর্মী সহ পরিবার নিয়ে ডিসেম্বরের 20 তারিখের পর সুন্দরবন বেড়াতে যাওয়ার আশা রাখছি। আপনার ভিডিও দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম। ঐ সময় নাগাদ আপনার যদি সুন্দরবন বেড়াতে যাওয়ার কোন প্ল্যান থাকে দয়া করে জানাবেন। আপনার সংগে বেড়ানোর ইচ্ছা রইল। নমস্কার দাদা ভালো থাকবেন।
Khub sundar,, অাপনার কথা বলা খুব সুন্দর,,apnar সাথে,, কোথাও বেরনোের একটা ইচ্ছে,, ভীষনজড়িয়ে ধরলো,,, অারএতো সুন্দর বর্ননা, দিলেন,, যে,মনে হচ্ছে যেন সত্যি বেড়িয়ে এলাম
খুব সুন্দর ভিডিও। সাধারণ মানুষের (আমার মতো) অনেক উপকারে আসবে। টাকার পরিমাণ গুলো আর একটু ধরে ধরে বললে সুবিধা হয় যেমন 2N3D এর খেচতে 2 জন গেলে ওনারা পরের দিন অন্য গ্রুপের সঙ্গে ব্যবস্থা করবেন।ওটা কি 1200 প্রতিজন না দুজনের, বুঝলাম না। আর একটু ধরে ধরে টাকার ব্যাপার গুলি বুঝিয়ে বললে সুবিধা হয়। যাই হোক খুব সুন্দর দেখিয়েছেন। পরের ভিডিও এর আশায় রইলাম। ধন্যবাদ।
আমরা উত্তর প্রদেশ থেকে আপনার প্রতিবেদন দেখেছি , খুব ভালো লেগেছে । প্রদীপ বাবুও আমাইক , সুন্দর প্রতিবেদন , ইচ্ছা থাকলো যদি। কলকাতা যাই তখন একবার নিশ্চই চেষ্টা। করবো। । ধন্যবাদ।
আপনি ভালো চেষ্টা করেছেন ।। কিন্তু ৩৫০০ এর প্যাকেজ আমিষ দিয়ে খুব বেশী না ।। ক্যানিং নাবলেই আর কোন চাপ নেই ।। সঙ্গে এলাহি খাবার দাবার, আর অনেক ভালো ঘড়, সঙ্গে লোকাল নৃত্য সহ সব থাকে ।। তবে এটা ধার্মিক স্হান, সেই হিসেবে গিয়ে থাকার ইচ্ছা রইলো ।। তবে ঘোরার ক্ষেত্রে খুব একটা সাশ্রয়দায়ক নয় ।। কারণ ওখানে ৩ দিন ধরে বোট এ ঘোরায় ।।
দুর্দান্ত হয়েছে। আপনি যে ভাবে যাতায়াত করেন তাতে ভ্রমণ পুরোপুরি হয়। আপনার ভ্রমন দেখলে মনে সেই জায়গা বা তার আসে পাশে বা সেখান থেকে হুট করে কোন অসুবিধা হলে অন্য কোন উপায় অবলম্বন করা যায় তার ও হদিস থাকে। তাই আপনার ভিডিও যে কোন জায়গা ঘোরার ব্যাপারে শেষ কথা।
উপস্থাপনা খুবই ভালো লাগলো। আমরা যুগলে এই বয়সে(70+) উপযুক্ত সঙ্গীর আভাবে ইচ্ছা থাকলেও ঘোরার সখ মেটাতে পারি না। গরম ও বৃষ্টি কমলে যাওয়া ইচ্ছা রইল।আপনার সঙ্গে যোগাযোগের আশা রাখি।
এখনকার দিনে নতুন প্রজন্ম ২০-৪০ হাজারের মোবাইলে ভিডিও করে আর ওই মোবাইল ২-৩ বছর পর পর বদল করে। তাদের দেখে কি মনে হয় এখনকার ঘুরে বেড়ানোর লোকজনের হাতে কম পয়সা আছে। তবে হ্যাঁ, যারা প্রচন্ড কষ্ট করে, মাসে ১০-১৫ দিন ঘুরতে যান তাদের বাজেট কম হতেই পারে। ভিডিও টা বেশ ভালো লাগলো।👋👌
So nicely you have been presenting every thing and no place is being left to ask you anything. And must not underestimate you by giving only thanks.While most of the vlogs are busy , focussing retreats/ homestay etc with varieties of food& drinks, you have been working for the common& economically backward tourists. Very good. Waiting for the next. Stay good. 🙏🙏
খুব দরকারি একটা তথ্যপূর্ণ ভিডিও করেছেন। অনেকেরই কাজে আসবে, যারা স্বল্প খরচে সুন্দরবন ঘুরতে চান। আপনি পরবর্তীতে প্রোগ্রাম করলে জানাবেন, চেষ্টা করবো যোগ দিতে। শুভেচ্ছা রইলো। 🙏😊
খুবই সুন্দর আর ইনফরমেটিভ ভিডিও। শুধু একটা ইনফরমেশন জানার ছিলো সেটা হলো শীত কালে খুব ডিমান্ড থাকে সে ক্ষেত্রে বুক করতে গেলে প্রদীপ বাবুকে কি ফোন করে জেনে নিতে হবে যে অমুক ডেট এ ঘর খালি আছে কিনা? আর বুকিং টা কি বালিগঞ্জ মেইন অফিস থেকে করা যায়? নাকি যা কিছু টাকা পয়সা দেওয়া সব প্রদীপ বাবুকেই দিতে হয়? অনুগ্রহ করে যদি বলেন তাহলে খুব ভালো হয়।
অপূর্ব হয়েছে এই ভ্রমণ কথা। আপনি আমজনতার মনের কথা বলেছেন। সর্বপরি ভারত সেবাশ্রম সংঘ আছে বলে সবাই স্বল্পমূল্যে ঘুরতে পারবে। এর চেয়ে ভাল কথা আর কি হতে পারে। আরো এমন ভিডিও চাই।❤
❤❤👍👍
Behala thaka jabo
অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি করার জন্য। ২০০০ টাকায় ২ রাত ঘোরা, থাকা, খাওয়া!!!! সত্যিই খুব ভালো লাগলো। অবশ্যই প্ল্যান করে যাওয়া যাবে। 🙏🙏🙏🙏
❤❤👍👍
খুব ইনফরমেটিভ ভিডিও। এ রকম সস্তায় ভ্রমণ ভিডিও বানান, আমরা আপনার সঙ্গে আছি।
❤❤👍👍
খুব সুন্দর বাচন-ভঙ্গিমা, খুটিনাটি বিশদ-বর্ণনা এবং সঠিক দিকনির্দেশনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
❤❤👍👍
এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত ভালো হয়েছে। অনেকদিনের বাসনা ছিল যে সুন্দরবন বেড়াতে যাব,,কিন্তু সুযোগ ও সময় হয়ে ওঠেনি,,আপনাদের সঙ্গে যাওয়ার জন্য মনটা আনচান করে উঠছে, কিন্তু উপায় নেই সামনেই আমাদের বৃন্দাবনের টিকিট বুক হয়ে আছে। আমাদের মতো অতি সাধারণ মানুষের জন্য আপনি এত চিন্তা করেন এই জন্য খুবই ভালো লাগলো,, আপনাদের যাত্রা শুভ হোক,,
🙏🙏❤❤
মান্যবরেষু,অচিন পথের পথিক ( রঞ্জন বাবু) আমার মতো স্বল্প আয়ের লোকেদের কাছে আপনার এই ভিডিও হাতে চাঁদ পাবার মতো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার কন্যা আমার নাতি নাতনির বয়সী ওর জন্য রোইলো আমার স্নেহাশীর্বাদ।
🙏🙏🙏🙏❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
Phone number ta deben please
দারুণ সংবাদ 🎉🎉
@@wonderfullife3592very nice
আপনার এই ভিডিওটি দেখে আমি খুবই খুশি। খুব সুন্দর ভাবে সুন্দরবন ভ্রমনের খুঁটিনাটি বিষয় গুলি তুলে ধরেছেন ভিডিওটিতে। তারচেয়েও বড় কথা সুন্দরবন ভ্রমণের প্রথাগত যা ব্যবস্থা আছে, তার থেকে বেরিয়ে এসে কত কম খরচে সুন্দরবন ভ্রমণ করা যায় তার একটি দারুণ সুলুক সন্ধান দিয়েছেন। এই মহৎ কাজটির জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার ইচ্ছা বা সাহস কোনটি ই আমার নেই। এবার আসি ভারত সেবাশ্রম সংঘের কথায়, ভারত সেবাশ্রম সংঘ সদা সর্বদা মানুষের সেবাই নিয়োজিত রয়েছে। তার মধ্যে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যাত্রী নিবাস এর ব্যবস্থাপনার মধ্যে অভিনবত্ব দেখা যাচ্ছে। যাই হোক সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল।
👍👍🙏🙏❤❤
ভালো খুব ভালো, সহজ সরল ভাবে বর্ননা, সেই সাথে জানা গেল সুন্দর বন ভ্রমনের ইতিবৃত্ত।তাও আমার প্রিয় ভারত সেবাশ্রম সংঘে র সাহায্য তে।প্রায় ভারতের সব সেবাশ্রম সংঘে আমার থাকার সৌভাগ্য হয়েছে।
❤❤👍👍
রঞ্জন বাবু, আমাদের মতো যারা স্বল্প পয়সায় ঘুরতে চায় ...তাদের নিয়ে একটা গ্রুপ করুন ..আমরা আপনার সাথে যেতে রাজি ।
👍👍❤❤
খুবই সুন্দর একটা দারুন সুন্দরবন এর টুর প্লান পেলাম কম খরচে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
খুব সুন্দর একটি তথ্যসমৃদ্ধ ভিডিও বানিয়েছেন, সমাজে অনেকের উপকারে লাগবে।
খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা এবং ভারতসেবাশ্রম সংঘ থাকার অভিজ্ঞতা।
ধন্যবাদ
খুব সহজ, সরল ও সুন্দর ভাবে পরিবেশন করা একটা তথ্য সমৃদ্ধ ভ্রমণ বিষয়ক চলচ্চিত্র।
👍👍❤❤
শীতকালে আমার ফ্যামিলি নিয়ে সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করছি, ভিডিও টি দেখে খুব উপকৃত হলাম।
Thanks
খুবই ভালো লাগলো জেনে আমাদের মতন নিম্নবিত্ত পরিবারের জন্যে ভারত সেবাশ্রম সংঘ এর কাছে কৃতজ্ঞ আমরা, গঙ্গাসাগর এ খুব সুন্দর ভাবে আমরা ঘুরে এসেছি 🙏
❤❤👍👍🙏🙏
খুব ভালো লাগলো। ইচ্ছে রইলো একবার যাবার। আপনার এই ভিডিওগুলো সাধারণ মানুষের জন্য খুব উপকারী।ধন্যবাদ।🙏
🙏🙏❤❤👍👍
দারুন, দারুন, দারুন। off route না হলে খরচ বেড়ে যাবে। আর ভারত সেবাশ্রম আমার ছোট বেলা থেকে প্রিয়।
👍👍❤❤
Phone number
স্যার ড্যানিয়াল একজন বিজনেস ম্যান কথাটা খুব কানে লাগলো। আমরা ওনাকে গোসাবার রূপকার রূপেই চিনি।ওনার প্রতিষ্ঠিত Gosaba R R I র Class v to xii এর student.
জয় গুরু মহারাজ 🙏
খুব ভালো লাগলো আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম। ধন্যবাদ জানাই আপনাকে আর প্রদীপ বাবুকে। 🙏
👍👍❤❤
বহু দিন সুন্দরবন ঘোরার ইচ্ছে ছিল, একের অধিক ফ্যামিলি মেম্বার দের খরচ সামলাতে পারিনি, এবার হয়তো যেতে পারবো।
👍👍❤❤
খুব সুন্দর description,
আমি ১৯৮১ এ গোসাবা গিয়েছিলাম এখন বেশ ইমপ্রুভ হয়ে গেছে।
আপনি আরো উৎসাহিত করলেন এই সুন্দর জায়গায় যাওয়ার জন্যে, খুব ধন্যবাদ 🙏🙏🙏❤️❤️
❤❤👍👍
Apni hoito amar cheye senior. Pronam neben
আমি কিছু লোককে নিয়ে যাবো
দাদা আমি অশোকনগরে থাকি। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি আমার সহকর্মী সহ পরিবার নিয়ে ডিসেম্বরের 20 তারিখের পর সুন্দরবন বেড়াতে যাওয়ার আশা রাখছি। আপনার ভিডিও দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম। ঐ সময় নাগাদ আপনার যদি সুন্দরবন বেড়াতে যাওয়ার কোন প্ল্যান থাকে দয়া করে জানাবেন। আপনার সংগে বেড়ানোর ইচ্ছা রইল। নমস্কার দাদা ভালো থাকবেন।
সাধারণ মানুষের জন্যে এতো সুন্দর, বাহল্যবর্জিত ভ্রমণ ভিডিও আমি বহুদিন পর দেখলাম।
খুব খুব ভালো থাকবেন।
❤❤❤❤
👍👍❤❤❤
দাদা খুব খুবই ভালো লাগলো। সুন্দরবন যাওয়ার ইচ্ছা রইল।
Thanks
খুব ভালো লাগলো , আপনার তথ্য সমৃদ্ধ বর্ণনা, খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছা রইল।
খুব ভালো লেগেছে আপনার এই ভ্রমণ বৃত্তান্ত।অল্প কথায় বললে অসাধারণ। আপনার সঙ্গে ভ্রমন করার ইচ্ছা রইল।
খুবই ভালো লাগলো।
একটা 2 nights 3 days tour এই শীতে করলে খুব ভালো হবে।
দারুন ভিডিও ।সব থেকে ভালো লাগল আমাদের সাধ্যের মধ্যে এবং সমস্ত খরচ পরিষ্কার বলে খুব উপকার হবে।
খুবই ভালো লাগলো। খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছে আছে।
খুব ভালো লাগলো,অনেকদিনের একটা স্বপ্ন পূরণ হবে এবার।
ভারত মাতা কি জয়,,,,❤
খুব ভালো লাগলো আপনার এই সাধারণ মানুষের জন্য উপকারী ভিডিও। অনেক ধন্যবাদ।
Most welcome👍
Sahaj,saral,sundar blog.And very informative. Thank you.
Most welcome❤
খুব সুন্দর সময়োপযোগী একটি ভ্রমণ
👍👍❤❤
Khub sundar,, অাপনার কথা বলা খুব সুন্দর,,apnar সাথে,, কোথাও বেরনোের একটা ইচ্ছে,, ভীষনজড়িয়ে ধরলো,,, অারএতো সুন্দর বর্ননা, দিলেন,, যে,মনে হচ্ছে যেন সত্যি বেড়িয়ে এলাম
Emon akta video pabo , vabini kokhono.
Ato kombkhoroche ❤❤❤❤ really thankful to you
রঞ্জন বাবু আপনাকে ধন্যবাদ।
এত সুন্দর এক ভিডিও দেওয়ার জন্য।
Darun video hoyechhe. Khub informative. Amader jawar plan achhe december.
খুব সুন্দর করে পরিবেশন করেছেন ভিডিও টি । অনেক মানুষ কে বেড়াতে সাহায্য করবে আপনার ভিডিও । ধন্যবাদ আপনাকে 🙏
Most welcome❤
খুব ভালো লাগলো। আপনার ভাবনা এবং উপস্থাপনা প্রশংসনীয়।
🙏🙏❤❤👍👍
খুব সুন্দর ভিডিও। সাধারণ মানুষের (আমার মতো) অনেক উপকারে আসবে। টাকার পরিমাণ গুলো আর একটু ধরে ধরে বললে সুবিধা হয় যেমন 2N3D এর খেচতে 2 জন গেলে ওনারা পরের দিন অন্য গ্রুপের সঙ্গে ব্যবস্থা করবেন।ওটা কি 1200 প্রতিজন না দুজনের, বুঝলাম না। আর একটু ধরে ধরে টাকার ব্যাপার গুলি বুঝিয়ে বললে সুবিধা হয়।
যাই হোক খুব সুন্দর দেখিয়েছেন। পরের ভিডিও এর আশায় রইলাম। ধন্যবাদ।
আপনার video খুব ভালো হয়েছে।অনেক খুঁটিয়ে তথ্য দিয়েছেন।ধন্যবাদ।
❤❤
খুব সুন্দর বর্ণনা করলেন। আপনার সাহায্যে ঘোরার ইচ্ছা রইলো। ভালো থাকবেন।
👍👍❤❤
আমরা উত্তর প্রদেশ থেকে আপনার প্রতিবেদন দেখেছি , খুব ভালো লেগেছে । প্রদীপ বাবুও আমাইক , সুন্দর প্রতিবেদন , ইচ্ছা থাকলো যদি। কলকাতা যাই তখন একবার নিশ্চই চেষ্টা। করবো। । ধন্যবাদ।
🙏🙏💕❤❤
খুব ভালো লাগলো। যাবার ইচ্ছে আছে। আমি সুন্দরবন চার বার গেছি ও বেশীরভাগ ই দেখা। তাহলেও বার বার যাওয়া যায়।
❤❤👍👍
Darun legeche vdo ta. Satti vdo ta dekhe onek kichu jante parlam
👍👍❤❤
শীত কালে একটা প্ল্যান হলে আমি আমার মা বাবা কে নিয়ে যেতে ইচ্ছুক। 😊
আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর ইনফরমেশন শেয়ার করার জন্য আমিও ট্রাভেল ব্লগিং করি সুন্দরবন এ আপনি যেভাবে বললেন নিশ্চয়ই যাবো
খুব ভালো লাগলো।চেনা ছক এর বাইরে এক নতুন এর স্বাদ।
👍♥️🙏
❤❤🙏🙏
ভ্রমণ করতে কেনা ভালোবাসে তবে সল্প ইনকাম গ্রূপের কথা ভেবে আপনার এই প্রচেষ্টা খুব ভালো লাগলো ।
Thanks❤
আপনার ভিডিও ও ভ্রমণ অসাধারণ ,আপনাকে অসংখ্য ধন্যবাদ
Thanks❤
খুব ভালো লাগলো, এবার ভরসা করে যেতে পারব।
খুব সুন্দর ভিডিও। অসাধারণ উপস্থাপন, এডিটিং, লোকেশন, পরিবেশ বর্ণনা ,তথ্য জ্ঞাপন, ভয়েস ,সমস্ত মিলিয়ে এই ভিডিওটি অসাধারণ হয়ে উঠেছে ।ধন্যবাদ❤
Most welcome
দারুন উপস্থাপনা, খুব ভালো লাগলো , যাওয়ার ইচ্ছা রইলো।
Thanks❤
এককথায় দারুন উপস্থাপনা । ধন্যবাদ ও শুভেচ্ছা রইল কলকাতা থেকে ।।🙏🏻
Thanks❤
খুব ভালো লাগলো। আরো এ রকম নতুন নতুন রুট এর তথ্য দেবেন।
Nischoi
আপনি ভালো চেষ্টা করেছেন ।। কিন্তু ৩৫০০ এর প্যাকেজ আমিষ দিয়ে খুব বেশী না ।। ক্যানিং নাবলেই আর কোন চাপ নেই ।। সঙ্গে এলাহি খাবার দাবার, আর অনেক ভালো ঘড়, সঙ্গে লোকাল নৃত্য সহ সব থাকে ।। তবে এটা ধার্মিক স্হান, সেই হিসেবে গিয়ে থাকার ইচ্ছা রইলো ।। তবে ঘোরার ক্ষেত্রে খুব একটা সাশ্রয়দায়ক নয় ।। কারণ ওখানে ৩ দিন ধরে বোট এ ঘোরায় ।।
একদম ঠিক কথা,, তাছারা সুন্দরবন একদিন এ ঘোরা সম্ভব নয়,এনারা বলছেন একদিন এ সব spot ঘুরিয়ে দেখাবেন,,কিভাবে করবেন সেটাই ভাবছি।
Khub sundor information pelam....Anek dhanyabad
👍👍❤❤
খুব ভালো লাগলো, Nov./Dec.2023 এ যাবার ইচ্ছা আছে... 🙏।
Khub valo laglo December e jabar icche roilo.amra gangasagar e varat sebasram e chilam.valo legeche.
👍👍❤❤
দুর্দান্ত হয়েছে। আপনি যে ভাবে যাতায়াত করেন তাতে ভ্রমণ পুরোপুরি হয়। আপনার ভ্রমন দেখলে মনে সেই জায়গা বা তার আসে পাশে বা সেখান থেকে হুট করে কোন অসুবিধা হলে অন্য কোন উপায় অবলম্বন করা যায় তার ও হদিস থাকে। তাই আপনার ভিডিও যে কোন জায়গা ঘোরার ব্যাপারে শেষ কথা।
অশেষ ধন্যবাদ
Khub bhalo ebong informative vlog
hoyeche.
Winter e Gosabai Ashram er guest house e thaka ebong Sunderban ghorar icche roilo.
❤❤👍👍
Khub sundor o valo laglo apnar sundor bon video
অনেক অনেক ধন্যবাদ আপনার অমুল্য ভাষ্য পাট আমাকে সুন্দরবন লেখার জন্য অনুপ্রাণিত করার জন্য
Thanks❤
খুব ভালো লাগলো।যাবার ইচ্ছা রইল।
খুব খুব সুন্দর লাগল,
অনেক অনেক ধন্যবাদ
👍👍❤❤
খুব সুন্দর ভিডিও🎉🎉 30:57
Apner jemon bachan vongi , seirokmi Apner ekta lovely smile !!!! Very nice presentation !!!! Ami 2/1 ber ei sundor bon vromon korechi obbossy state r hoye , jehetu Ami nije W.B.T.C. r ekjon uccho podosto kormi chilam !!! Apner ei hasita Amake Apner sathe mil koriye dilo ...Nischoi jabo Apner sathe Amar poriber niye o apner poriberer sathe .!!!! Ami kintu Belurmother sisyo ebong varat sebaasram Amar kache khub respected Asram ...🙏🙏🙏
Thanks❤
I Like your representation and analysis 🙏 .
Thanks a lot 😊
উপস্থাপনা খুবই ভালো লাগলো। আমরা যুগলে এই বয়সে(70+) উপযুক্ত সঙ্গীর আভাবে ইচ্ছা থাকলেও ঘোরার সখ মেটাতে পারি না। গরম ও বৃষ্টি কমলে যাওয়া ইচ্ছা রইল।আপনার সঙ্গে যোগাযোগের আশা রাখি।
এখনকার দিনে নতুন প্রজন্ম ২০-৪০ হাজারের মোবাইলে ভিডিও করে আর ওই মোবাইল ২-৩ বছর পর পর বদল করে। তাদের দেখে কি মনে হয় এখনকার ঘুরে বেড়ানোর লোকজনের হাতে কম পয়সা আছে। তবে হ্যাঁ, যারা প্রচন্ড কষ্ট করে, মাসে ১০-১৫ দিন ঘুরতে যান তাদের বাজেট কম হতেই পারে। ভিডিও টা বেশ ভালো লাগলো।👋👌
খুব ভালো লাগলো, ভালো থাকবেন 🙏🙏👍
Ranjnbabu apnar uposthapona khub sundar..Mone hochche apnar vdo r modhye die duke sundarban ghure asi.Apnar kache binito onurodh apni ei kom khorocher vdo gulo pathaben. Bhalo thakben.
Sure
Khub bhalo laglo. Aairakam darkari khabar chaichilam. Dhanyabad.
Most welcome ❤
khub valo information. Joyer echhe railo.
👍👍❤❤
Khub valo laglo da da apnar ai video ta.valo thke ben dada.ami apnar chanal ta subscrib kore nilam.
❤❤👍👍
Apni eto sundar bhabe bujhiye den satti asadharan
Kbbb valoo laglo apnar vidio
Dada khb vlo laglo Ami jabo February te
দাদা আপনার ভিডিওটি খুব ভালো লাগলো , ধন্যবাদ।
Most welcome❤
খুব ভালো লাগলো দাদা আপনার উপস্থাপন, অনেকেরই উপকার হবে
Thanks❤
Dada aro video dao.khub sundor hoye che.
So nicely you have been presenting every thing and no place is being left to ask you anything. And must not underestimate you by giving only thanks.While most of the vlogs are busy , focussing retreats/ homestay etc with varieties of food& drinks, you have been working for the common& economically backward tourists. Very good. Waiting for the next. Stay good. 🙏🙏
So nice of you
How can I get the phone no?
Ok. Thanks 👍 🙏.
Sealdah theke brajoballav pur kibhabe jabo please bolben.
asadharon bidyadhori nodi, apurbo Beckon bunglow, sundar ashramer prakritik poribesh, Joy Swami Pranabanander joy
❤❤❤❤👍👍👍👍
Vdo khub bhalo hoeche,onek kichu jante parlam.
👍👍❤❤
ভালো লাগলো, খুব কঠিন জার্নি।
খুব দরকারি একটা তথ্যপূর্ণ ভিডিও করেছেন। অনেকেরই কাজে আসবে, যারা স্বল্প খরচে সুন্দরবন ঘুরতে চান। আপনি পরবর্তীতে প্রোগ্রাম করলে জানাবেন, চেষ্টা করবো যোগ দিতে। শুভেচ্ছা রইলো। 🙏😊
❤❤👍👍
@@offroutetraveller1136 😊🙏
Thanks dada khub bhalo information pelam,sathe 6 years er bachharo full charge laagbe ki dada plz janaben.
Khub bhalo information.❤
Thanks❤
Valo laglo thankyou
Khub valo information
ভাল লাগল
খুবই কার্যকরী এই ভিডিও, ধন্যবাদ।
Most welcome❤
খুবই সুন্দর আর ইনফরমেটিভ ভিডিও। শুধু একটা ইনফরমেশন জানার ছিলো সেটা হলো শীত কালে খুব ডিমান্ড থাকে সে ক্ষেত্রে বুক করতে গেলে প্রদীপ বাবুকে কি ফোন করে জেনে নিতে হবে যে অমুক ডেট এ ঘর খালি আছে কিনা? আর বুকিং টা কি বালিগঞ্জ মেইন অফিস থেকে করা যায়? নাকি যা কিছু টাকা পয়সা দেওয়া সব প্রদীপ বাবুকেই দিতে হয়?
অনুগ্রহ করে যদি বলেন তাহলে খুব ভালো হয়।
Pradip babur sangey ei bapare katha bolenile bhalo habey....
কি ধরনের boat তা দেখতে পেলে ভালো হত। এছাড়া যথেষ্ট তথ্যসমৃদ্ধ।
👍👍❤❤
ভালো লাগলো। সপরিবারে যেতে আগ্রহী।
আপনি খুব হাসি খুশি মানুষ ভাল থাকবেন আমরা অবশ্যই যাবো
👍👍❤❤
আর কোনো প্রশ্ন নেই দাদা এতো সুন্দর করে আপনি বোঝালেন।
আমরা দুজন আছি আপনি কবে যাবেন জানালে ভালো হয়
খুব সুন্দর উপস্থাপন । জয় গুরু জয় গুরু ।
❤❤👍👍
Khub bhalo Laglo Dada apnar video ta
@@subhasishdebnath7277 👍👍❤👍
Apnar hasi mukhta khub valo laglo...
😁😁😁
খুব ভালো লাগলো। আপনার ভিডিও গুলো সুন্দর ভাবে বর্ণনা করেন।
খড়গপুরে কোথায় থাকেন? আমিও খড়গপুরেই থাকি, তাই জিজ্ঞাসা করলাম।
প্রেম বাজারের কাছাকাছি।