ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম ব্রহ্মা ধাম! রয়েছে এই হুগলী জেলার বনমালীপুরেই। সময় নিয়ে ঘুরে আসুন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2024
  • ব্রহ্মা ধাম, আশাকরি নাম শুনেই বুঝতেই পারছেন প্রজাপতি ব্রহ্মার উপাসনার জন্য ধাম। শিয়াখালা যাওয়ার রাস্তায় পড়ে বনমালীপুর। দিল্লি রোড থেকে শ্রীরামপুর মোড় হয়ে, বড়া, দুর্গাপুর রোডের তলা দিয়ে রেলগেট পেরিয়ে সোজা রাস্তা ধরে গেলেই এই ধাম পড়বে ডান দিকে। খুব সুন্দর গ্রামের মাঝে ফাঁকা জায়গায়। ভিতরে একদমই নির্জন এবং নিঝুম। পূজারী মধ্য প্রদেশ থেকে এসেছেন। সারা সপ্তাহে রোজ পুজো হয়। দুপুরে বন্ধ থাকে ধামের দরজা। প্রচারে আসে নি সেইভাবে তাই খাবারের দোকান সেরকমই নেই। খাবার সঙ্গে নিয়ে যাবেন। ঘুরে আসুন। কথা দিচ্ছি ভালো লাগবেই।
    #minivlog
    #vlog
    #travel
    #travelvlog
    #destination
    #tourism
    Road trip
    Music by href="pixabay.com/us..." href="pixabay.com/mu..."
    Tivari tokyo
    Music by href="pixabay.com/us..." href="pixabay.com//?..."
    Ambient piano
    Music by href="pixabay.com/us..." href="pixabay.com//?..."

Комментарии •