শেকড়ের সুর খোঁজার গল্প নিয়ে সিনেমা ‘আজব কারখানা’ । Bijoy TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #আজব_কারখানা
    আজব কারখানা মূলত একটি সংগীত নির্ভর সিনেমা। এর গল্পই আবর্তিত হয়েছে সংগীতকে কেন্দ্র করে। যেখানে রক গান থেকে শুরু করে উঠে এসেছে বাংলাদেশের মাটির গানের উৎস ও প্রভাব।
    সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায় একজন রকস্টার। তিনি যুক্ত হন সংগীত বিষয়ক একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে। কাজটি করতে গিয়ে তিনি খুঁজে পান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। তার সামনে ধীরে ধীরে খুলতে থাকে দেশের সংগীতের ঐশর্যপূর্ণ ভান্ডার।
    একসময় রকস্টার খ্যাত পরমব্রত প্রভাবিত হন মাটির গানে, মাটির সুরে। এভাবে সিনেমার গল্প আগাবে বলে ধারণা করা হচ্ছে ট্রেলার দেখে। ট্রেলারটি ইউটিউবে প্রকাশ পেয়েছে ৬ জুলাই। সংগীতের পাশাপাশি জীবনের আরও কিছু সংকট ও প্রবণতার কথা আছে সাব প্লট হিসেবে।
    সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। দেশের দোয়েল, ইমি রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১২ জুলাই। বেশ কয়েকজন আসল লোকসংগীতের শিল্পী অভিনয় করেছেন সিনেমায়। যার মধ্যে হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী অন্যতম।
    লাবিক কামাল গৌরব করেছেন সিনেমার আবহ সঙ্গীত। কবি হেলাল হাফিজের কবিতা থেকে একট গান করা হয়েছে সিনেমাটির জন্য, যার সঙ্গীতায়োজন করেছে ব্যান্ড ভাইকিংস ও গৌরব। সরকারি অনুদানের সিনেমাটির সহ প্রযোজক সামিয়া জামান। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছে শবনম ফেরদৌসী।
    copyright © A BIJOY TV Production-2024
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    RUclips: / bijoytvofficial

Комментарии •