যেমন অসাধারণ একটা কাহিনী ততোধিক অসামান্য তার পরিবেশন , মনে হল সিনেমা দেখলাম। এই কাহিনী উপস্থাপনার জন্যে তোমাদের গোটা team কে জাতীয় পুরস্কার দেওয়া উচিত
ভাবতে পারিনি গল্পের শেষ এমন হবে। প্রথমে ভয় হচ্ছিলো কিন্তু শেষে অনেক কষ্ট লাগলো। সত্যি এভাবে অনেক মানুষ time pase আর স্বার্থ এর জন্য কতজন কে কাছে টেনে স্বার্থ ফুরালে ছেড়ে দেই। 😅
গায়ে এখনো কাঁটা দিচ্ছে। এত্ত সুন্দর পরিবেশনা বহুদিন পর। Fake feminism এর যুগে এটা বড়োই সত্য। অসংখ্য ধন্যবাদ। গল্পের লেখিকা জন্য প্রণাম রইলো। আর রইলো MHS এর জন্য অনেক অভিনন্দন।
Kudos to the author.. being a woman, raising voice against the misuse of the law made for women's safety by them.. awsome work.. a lot of men are suffering from this.. thanks for highlighting this problem..
এটার একটা ভালো script বানানো হলে একটা দুর্দান্ত blockbuster movie হতে পারে। Decent story কিন্তু on screen-এ horror, twist and turn... Betrayal এগুলো দেখার মজাই আলাদা।
@@Perfect10Explorers পৃথিবীতে মেয়ে বলতে যদি গোটা মেয়েজাতি কে বোঝান,বা ছেলে বলতে যদি গোটা ছেলে জাতি কে বোঝান,তাহলে আপনি ভুল করছেন.... আজও মানুষ ভালোবাসে কোনো লাভ ক্ষতির হিসেব ছাড়াই,তারাও হয়তো কেও মেয়ে বা কেও ছেলে বা কেও মানুষ...🥀
Ato sundor akta tantan uttejonar golpo sunlam....vison valo laglo.Tamal&Puja...both of you mind blowing.sayak amaner sesh kothata"j buk agle rakhe,j mon valobase,take akre rakhte hoy sarajibon kono lav khotir hisab charai"...heart touching bhai..kya khena.loots of love 💕💕💕
One of the best stories I have ever heard... Kichu golpo thake jekhane sob kichu e ekdom perfect jerom voe serom mon veja ekta messege.. sotti dada ei amader moto chele ra sudhu valobashte e sikheche Tara kichu vabeni valobashar age .... Onek din por mon ta realise korlo ekhono amr modhe kichu emotion ache ei edur dour e ami harie jaini amr valobasha o haraeni... Kono prosongsa e kom noe ei Audio story ter jonno.. ei rokom golpo gulo aro jeno ase sayak da... Love from sovabazar kolkata
Sadharonoto comment kori na...protyekta golpor nijer madhurjo thake...khokono amar mon sei madhurjer chowa pay abar kokhono pay na...Tai kono golpo ke nehat nijer dristibhongir dara bichar kora jay na...Tai comment kori na...kintu ajker golpo tar prosonsha na kore thakte parlam na....thank you so much team midnight horor station...for this ineffable story...and heartiest gratitude for the writer
অসাধারন একটি গল্প। উপস্থাপনা টিও প্রশংসনীয়। সত্যিই যারা ভালোবাসার অভিনয় করে, শুধু ব্যবহার করে, সম্পর্কগুলো কে শেষ করে দেয়, তাদের এধরনের শাস্তি ই যোগ্য।লেখিকা মহাশয়া কে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটি সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।এবং সায়ক কেও অনেক ধন্যবাদ, এই বিদেশ বিভূঁইয়েও আমাদের মত প্রবাসী দের এরকম বাঙালিয়ানার ছোঁয়া দেওয়ার জন্য🙏।
hi সায়ক দা শুরুতে মাহে রমজানের শুভেচ্ছা সবাই কে।।।❤❤❤❤ এ সেই রং নাম্বার যে আমাকে মন থেকে হাসিয়ে ও কাদিয়ে ছিলো দির্ঘ ছয়টি বছর।। "অর্নবী সাহা ঘোষ" দুই বাংলার সাহিত্য প্রিয় ও গল্প পাগল মানুষের কাছে খুব জনপ্রিয় একটা নাম। তার লেখা গল্প " লাল রঙের চুড়ি " পিশাচ "অভিশাপ"গুপ্ত ধনের সন্ধানে" মহামায়া" অভিশপ্ত বেতার " সাইরেনের শুর"সহ আরো বিভিন্ন স্বাদের গল্প বিভিন্ন চ্যানেলে শুনে আমি বরাবরের মতো তার একজন একনিষ্ঠ ফ্যান হয়ে গেছি সেই কবেই। আর আজকের গল্পটি টিম " মিডনাইট হরর স্টেশন " এর সমগ্র পরিচালনায় খুব ভালো ও ভয়ের হয়েছে। আবারও সবাই কে শুভকামনা জানিয়ে সাথেই আছি আমি (গল্প পাগলা )) সেই সুদূর ওপার বাংলা থেকে।
Osadharon..!! Arnabi Saha Ghosh madam, Sayak Aman & Team ke amar onek shuvechha. Jara jara golpo path korechen tara osadharon. Abaho tao gaye kata diyeche. Plot er visual effect ta jeno chokher samne vaschilo. Ami mugdho...
Blown away by the ending 👏 কিন্তু আজকের সময়ে সবাই লাভ ক্ষতি দেখেই ভালোবাসে। হয়তো আপনি মানবেন না , কিন্তু তাকিয়ে দেখুন , এটাই আজকের অপ্রিয় সত্য। আধুনিকতা আমাদের কে অমানুষ বানাচ্ছে আরো বেশি।
ভীষণ সময়োপযোগী গল্পটা, খুবই ভালো লাগলো শুনে, আর গল্পের লেখিকাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই নিজে একজন মহিলা হয়েও এই বিষয়ের উপর লিখেছেন, এবং তার সাথে মিডনাইট হরার স্টেশনের সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশনার জন্য ।
দুর্দান্ত উপস্থাপনা...গল্পটা যেন রাতের বেলা একটা সিনেমার মতো লাগছিলো...লেখিকাকে কুর্নিশ জানাই এই রকম একটা সুন্দর গল্প শ্রোতাদের কাছে উপহার দেওয়ার জন্য...পুরো team midnight horror station কে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর গল্প এই ভাবে আমাদের কাছে উপস্থাপন করার জন্য...এই রকম আরো রোমহর্ষক গল্প প্রতি সপ্তায় পেতে চাই❤
গল্প পাঠের মাধ্যমে মানুষের আবেগ, অনুভূতি গুলো এত সুন্দর করে বার করা যায় তা সায়ক দার গল্প পাঠ না শুনলে বোঝাই যায়না। ধন্যবাদ সায়কদা & MHS team এই অনবদ্য পরিবেশনার জন্য।।❤❤
আসলে গল্পটা অনেকটা সিনেমার মতো, অনেক হিন্দি ভয়ের সিনেমাগুলোর গল্প এই ধরনের হয়, যার কোনো মাথামুন্ডু থাকে না, প্রথমে খুব সুন্দর শুরু করে শেষে জগাখুচুরি হয়ে যায়, এই গল্পটাও তাই হয়েছে, গল্পটা মৌলিক গল্প নয়
The harsh reality...of being a man, We can also be a victim... Nice story...but i can say for sure..in real world, justice is a distant dream...in these cases... Still great story telling
রুদ্ধশ্বাসে শুনছিলাম গল্পটা। গল্পের শেষের চমকটা এক টুকরাও আন্দাজ করতে পারিনি। স্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি সুন্দর গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য। Thank you midnight horror station....Thank you Sayak Aman da ❤
Oshadhadon 1ta golpo shunlam...Antorik shroddhya roilo lekhikar jonno ei feminism er jug e eto kothor sottyo ta ke tule dhorar jonno...r MHS team to sobsomoy er moton ebar o onoboddho...thank you Sayak Aman..golpo pathe tomar dhare kache khub kom lok e ache...
Onek onek onek din por eirokom akta golpo sunlam....ooosadharon laglo.....valo lagata bole bojhate parbo na....puro team e osonkho dhonyobad....darun uposthapona...
wow just wow..what a outstanding story...seriously hats off to you....I think etar upor ekta short film hoa uchit...seriously good storyline, music, and sob theke boro jinis title ta THE WRONG NUMBER....ei story ta spotlight holo Twist ta🔥🔥🔥
এই প্রথম কোনও গল্প শুনলাম যেখানে আমাদের পুরুষদের দুর্দশা তুলে ধরা হয়েছে । অশেষ কৃতজ্ঞতা সেই লেখিকা-কে যিনি নারী হয়েও এই সমাজে কিছু অসহায় এবং নিরাপরাধ পুরুষদের ওপর ঘটে চলা অবিচার-কে এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছেন।
গল্পটিতে যেনো আমি কোনো আমাকেই খুজে পাচ্ছি। প্রতিটা লাইন ঠিক যেনো আমার-ই চিন্তা ভাবনা থেকে তৈরী হয়েছে। এতোটা নিখুত ভাবে কেমনে সম্ভব। এজন্যই হয়তো বলা হয় গল্প, চরিত্র, স্থান সম্পূর্ণ কাল্পনিকভাবে তৈরী কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
Honestly bolchi trust me ae 2023 r aamar shona shera Story , lekhika aar baki team ke aamar Salute 🫡🫡🫡 👏👏👏 Bhoter golpo toh sobai lekhe , kintu somajer erokom bastob roop ke sundor golper moddhe futiye tola + Ending e sundor morality rakhar jonno , really salute & lots of respect . Fabulous job team lots of love & 🫡🫡🫡 good job the whole team 👍👍👍 ❤❤❤
Just mesmerizing 😍 I'm in love with Sayok Aman and Tomal . I'm in love with their voice. My one of the biggest dream is to met them and take an autograph and I'll hold that for rest of my life 💓 Though I don't know when my dream will come true. But I will not give up hope .❤
এর কারণ হয়তো, গল্পের এক শেষ আছে কিন্তু বাস্তব জীবন গতিশীল। সে নিজের মতোই বয়ে চলে। আমরা সেই গতিপথের কিছু খড়কুটো। যারা কোথা থেকে কোথায় বয়ে চলে। শুরু ও শেষের মধ্যে।
সত্যিই, গল্পটি প্রশংসার অটুট দাবি রাখে... বাস্তব সমাজের হার হিম করা চিত্র ফুটে উঠেছে...❤ সত্যিই, অতুলনীয় ❤
যেমন অসাধারণ একটা কাহিনী ততোধিক অসামান্য তার পরিবেশন , মনে হল সিনেমা দেখলাম। এই কাহিনী উপস্থাপনার জন্যে তোমাদের গোটা team কে জাতীয় পুরস্কার দেওয়া উচিত
I completely agree to this....Super Luck To The Team
এটাই বাস্তবতা সমাজের!
এভাবেই কত দিগন্ত হারিয়ে যায় দিগন্তের শেষ সীমানায়! 😶
সমাজের এই দিকগুলোকে সামনে আনার জন্ন্যে ধন্যবাদ, আত্ৰি- র মত বোন ও দিগন্তের গর্বের। আজকের দিনৈ এরুপ কলি-রা সংখ্যায় অনেক। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ভাবতে পারিনি গল্পের শেষ এমন হবে। প্রথমে ভয় হচ্ছিলো কিন্তু শেষে অনেক কষ্ট লাগলো। সত্যি এভাবে অনেক মানুষ time pase আর স্বার্থ এর জন্য কতজন কে কাছে টেনে স্বার্থ ফুরালে ছেড়ে দেই। 😅
গায়ে এখনো কাঁটা দিচ্ছে। এত্ত সুন্দর পরিবেশনা বহুদিন পর। Fake feminism এর যুগে এটা বড়োই সত্য। অসংখ্য ধন্যবাদ। গল্পের লেখিকা জন্য প্রণাম রইলো। আর রইলো MHS এর জন্য অনেক অভিনন্দন।
Kudos to the author.. being a woman, raising voice against the misuse of the law made for women's safety by them.. awsome work.. a lot of men are suffering from this.. thanks for highlighting this problem..
🥺 mens are abused
Kudos to your music taste too sir
এটার একটা ভালো script বানানো হলে একটা দুর্দান্ত blockbuster movie হতে পারে। Decent story কিন্তু on screen-এ horror, twist and turn... Betrayal এগুলো দেখার মজাই আলাদা।
যে বুক আগলে রাখে
যে মন ভালোবাসে তাকে আঁকড়ে ধরে রাখতে হয় সারাজীবন ,
কোনো লাভ ক্ষতির হিসেব ছাড়াই..🍂
I like u
এই কথাটা মেয়েদের মুখে মানায় না
@@Perfect10Explorers পৃথিবীতে মেয়ে বলতে যদি গোটা মেয়েজাতি কে বোঝান,বা ছেলে বলতে যদি গোটা ছেলে জাতি কে বোঝান,তাহলে আপনি ভুল করছেন....
আজও মানুষ ভালোবাসে কোনো লাভ ক্ষতির হিসেব ছাড়াই,তারাও হয়তো কেও মেয়ে বা কেও ছেলে বা কেও মানুষ...🥀
@@Perfect10Explorersছেলে বা মেয়ে না, এই কথাটা হৃদয়হীন মানুষের মুখে মানায় না। হৃদয়হীন যে কেউ হতে পারে, ছেলে বা মেয়ে নির্বিশেষে।
Uuffff... Osadharon.. 🙏🙏😭😭 paap bap keo chare na.. Sudhu kichu paper jonno kichu valo manus der o kosto vog korte hoy.. Kintu sottyir bichar hoy/hobei.
Darun lekhoni.. Chokhe jol asbei. ❤
অনেকদিন পর দারুণ একটি গল্প শুনলাম থ্যাঙ্ক ইউ
Ufff... Tomal da tomar ki audio presentation.. babahhh... Speechless ami, fatafati hoyeche simply
Kono vasha nei kicchu bolar moto.....akkothy darunn concept....lekhika ke onk onk onk valobasa...ar apndrr durdanto poribesona ak kothy puro mukhdho
লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি গল্প উপহার দেয়ার জন্য।সায়ক আর তমালের জুটি অনবদ্য 👍👍👍
Ato sundor akta tantan uttejonar golpo sunlam....vison valo laglo.Tamal&Puja...both of you mind blowing.sayak amaner sesh kothata"j buk agle rakhe,j mon valobase,take akre rakhte hoy sarajibon kono lav khotir hisab charai"...heart touching bhai..kya khena.loots of love 💕💕💕
Ufff ki tan tan bhoy......😮....darun legeche golpo ta 👍 puja ke sunlam onek din por.....it was so good to hear her voice....👌👌👍👍🥰🥰
One of the best stories I have ever heard... Kichu golpo thake jekhane sob kichu e ekdom perfect jerom voe serom mon veja ekta messege.. sotti dada ei amader moto chele ra sudhu valobashte e sikheche Tara kichu vabeni valobashar age .... Onek din por mon ta realise korlo ekhono amr modhe kichu emotion ache ei edur dour e ami harie jaini amr valobasha o haraeni... Kono prosongsa e kom noe ei Audio story ter jonno.. ei rokom golpo gulo aro jeno ase sayak da... Love from sovabazar kolkata
অনেক ধন্যবাদ । ভালো থাকবেন
গল্পটা শুনে বুকের ভেতর টা কেমন মুচড়ে উঠলো। ভীষন ভালো।👌👌👌👌
Sadharonoto comment kori na...protyekta golpor nijer madhurjo thake...khokono amar mon sei madhurjer chowa pay abar kokhono pay na...Tai kono golpo ke nehat nijer dristibhongir dara bichar kora jay na...Tai comment kori na...kintu ajker golpo tar prosonsha na kore thakte parlam na....thank you so much team midnight horor station...for this ineffable story...and heartiest gratitude for the writer
উফ্! অসাধারণ ছিল গল্পটা। অসাধারণ লাগলো গল্পপাঠ সায়ক দা'। তমাল দা'র অভিনয় ফাটাফাটি লাগলো। গল্পটা শুনে দিনটা আরো ভালো হয়ে গেল। দুর্দান্ত উপস্থাপনা, sound effects সব। গল্পটার কোনো তুলনা হয়না।
ধন্যবাদ
অসাধারন একটি গল্প। উপস্থাপনা টিও প্রশংসনীয়। সত্যিই যারা ভালোবাসার অভিনয় করে, শুধু ব্যবহার করে, সম্পর্কগুলো কে শেষ করে দেয়, তাদের এধরনের শাস্তি ই যোগ্য।লেখিকা মহাশয়া কে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটি সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।এবং সায়ক কেও অনেক ধন্যবাদ, এই বিদেশ বিভূঁইয়েও আমাদের মত প্রবাসী দের এরকম বাঙালিয়ানার ছোঁয়া দেওয়ার জন্য🙏।
ভান্ডারে কোন শব্দই খুঁজে পাচ্ছি না যা দিয়ে এই গল্পের সৌন্দর্য ব্যাখ্যা করা যায়।
অনেক অনেক ভালোবাসা।
অসম্ভব সুন্দর একটা গল্পপাঠের সাক্ষী হলাম 🙂🙂🙂 আশা করি এরকম আরো অনেক ভালো গল্প শুনতে পারবো Midnight horror station এর team থেকে ❤❤❤
hi সায়ক দা শুরুতে মাহে রমজানের শুভেচ্ছা সবাই কে।।।❤❤❤❤
এ সেই রং নাম্বার যে আমাকে মন থেকে হাসিয়ে ও কাদিয়ে ছিলো দির্ঘ ছয়টি বছর।।
"অর্নবী সাহা ঘোষ" দুই বাংলার সাহিত্য প্রিয় ও গল্প পাগল মানুষের কাছে খুব জনপ্রিয় একটা নাম।
তার লেখা গল্প " লাল রঙের চুড়ি " পিশাচ "অভিশাপ"গুপ্ত ধনের সন্ধানে" মহামায়া" অভিশপ্ত বেতার " সাইরেনের শুর"সহ আরো বিভিন্ন স্বাদের গল্প বিভিন্ন চ্যানেলে শুনে আমি বরাবরের মতো তার একজন একনিষ্ঠ ফ্যান হয়ে গেছি সেই কবেই। আর আজকের গল্পটি টিম " মিডনাইট হরর স্টেশন " এর সমগ্র পরিচালনায় খুব ভালো ও ভয়ের হয়েছে। আবারও সবাই কে শুভকামনা জানিয়ে সাথেই আছি আমি (গল্প পাগলা ))
সেই সুদূর ওপার বাংলা থেকে।
Bohudin por akta khub valo golpo sunlm..... 10 ta like dite parle khushi hotam... Kintu seta somvob Na.... ❤❤❤❤khub khub khub Valo lege6e
Osadharon..!! Arnabi Saha Ghosh madam, Sayak Aman & Team ke amar onek shuvechha.
Jara jara golpo path korechen tara osadharon. Abaho tao gaye kata diyeche. Plot er visual effect ta jeno chokher samne vaschilo.
Ami mugdho...
ধন্যবাদ
Blown away by the ending 👏 কিন্তু আজকের সময়ে সবাই লাভ ক্ষতি দেখেই ভালোবাসে। হয়তো আপনি মানবেন না , কিন্তু তাকিয়ে দেখুন , এটাই আজকের অপ্রিয় সত্য। আধুনিকতা আমাদের কে অমানুষ বানাচ্ছে আরো বেশি।
Thik 😢
khub sundor laglo golpo ta. last a khub kedechi. jaihok bye.
মাঝেমধ্যে' ভালো থাকার জন্য সবাই কে ছেড়ে একা' থাকা উচিত 🙂🖤🖤
ভীষণ সময়োপযোগী গল্পটা, খুবই ভালো লাগলো শুনে, আর গল্পের লেখিকাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই নিজে একজন মহিলা হয়েও এই বিষয়ের উপর লিখেছেন, এবং তার সাথে মিডনাইট হরার স্টেশনের সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশনার জন্য ।
দুর্দান্ত উপস্থাপনা...গল্পটা যেন রাতের বেলা একটা সিনেমার মতো লাগছিলো...লেখিকাকে কুর্নিশ জানাই এই রকম একটা সুন্দর গল্প শ্রোতাদের কাছে উপহার দেওয়ার জন্য...পুরো team midnight horror station কে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর গল্প এই ভাবে আমাদের কাছে উপস্থাপন করার জন্য...এই রকম আরো রোমহর্ষক গল্প প্রতি সপ্তায় পেতে চাই❤
ধন্যবাদ
Ami ghumai golpo sune
Khub valo
99999
99999😊
গল্প পাঠের মাধ্যমে মানুষের আবেগ, অনুভূতি গুলো এত সুন্দর করে বার করা যায় তা সায়ক দার গল্প পাঠ না শুনলে বোঝাই যায়না। ধন্যবাদ সায়কদা & MHS team এই অনবদ্য পরিবেশনার জন্য।।❤❤
আর কিছু বলার ভাষা পেলাম না আমি🥺
এক কথায় just ♥️🥰😊
খুব খুব খুব ভালো ছিল গল্প টা।। শুনতে শুনতে কতবার যে বুক কেঁপে উঠেছে তার ঠিক নেই।। এককথায় অসাধারণ।।
দারুন দারুন অনেক দিন পর মনের মতো গল্প শুনলাম ঠিক যেন স্পট এ দাঁড়িয়ে সবটা দেখলাম 👍🏼👍🏼
Khub bhalo story . Excellent presentation .
এককথায় অসাধারণ, অনবদ্য আর অনেক টা শান্তি ও বেদনাদায়ক একটা কাহিনী যা আমাদের বাস্তব সমাজকে আর সমাজের কিছু ঘটনাকে প্রস্ফুটিত করে । ❤❤❤
অসাধারণ ...... আয়েত্রী ও দিগন্ত/নিলয়ের অভিনয় প্রশংসনীয়। গল্পপাঠ অসাধারণ, কাহিনী অনবদ্য
গল্প সুনে ঘুম আসে কতো জনের 😂😂
Me too. This is why most stories go unheard.
Me too 😴
😅😅
It's lullaby for me
আমি কোনোদিন পুরো গল্প শুনতে পারিনা ঘুমিয়ে পড়ি।😂
"আর আমি কি বসে বসে ছিঁড়বো "😂 ভূতের মুখে শুনে বেশ ভালো লাগলো।
😢মাথামুন্ডু নেই গল্পের 😢😢😢
@@plslastakiholobolbenchatte9134 apni ki Boka Cho A ? na mne golpo ta bujhte parlen na tai bollam 🙂🤣🥴🥴🥴🤣😝
আসলে গল্পটা অনেকটা সিনেমার মতো, অনেক হিন্দি ভয়ের সিনেমাগুলোর গল্প এই ধরনের হয়, যার কোনো মাথামুন্ডু থাকে না, প্রথমে খুব সুন্দর শুরু করে শেষে জগাখুচুরি হয়ে যায়, এই গল্পটাও তাই হয়েছে, গল্পটা মৌলিক গল্প নয়
আর বুঝতে পারব না কেন পরিস্কার বাংলাভাষা য় গল্পটা বলেছেন ,তাহলে না বোঝার তো কিছু নেই
@@plslastakiholobolbenchatte9134 Abaar sunun Golpo tar Starting theke ending sob kichui jaayee 🙂
The harsh reality...of being a man,
We can also be a victim...
Nice story...but i can say for sure..in real world, justice is a distant dream...in these cases...
Still great story telling
তমাল দাদা তোমাকে সালাম জানাই 🙏🙏🙏❤❤
অসাধারণ লাগলো গল্পটা শুনতে ❤
অসাধারণ উপস্থাপনা গল্পটিকে এক আলাদা মাত্রায় নিয়ে গেল। পুরো টীমকে অভিনন্দন। 👏👏👏
রুদ্ধশ্বাসে শুনছিলাম গল্পটা। গল্পের শেষের চমকটা এক টুকরাও আন্দাজ করতে পারিনি। স্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি সুন্দর গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য। Thank you midnight horror station....Thank you Sayak Aman da ❤
Level er writer full fan hoye gelam ....
Fan hoye gelam ....sotti ,
ধন্যবাদ
Asadharon golpo...
Heart touch hoye gelo
তমালের কণ্ঠস্বর বরাবরই ভালো লাগে তবে এই গল্পে এক অনন্য সাধারণ অনুভূতি হল শুনে।
Odvut sundor rokomer ekta golpo, sundor boltam naki koster seta akhono nijei clear noi, kintu khub vlo legeche eta jani, kathakali er moto koto, kotttoooo jon charpase ghure beray, sudhu valo manusir mukhosh ta thake bole chokhe onk somoy dhora porena, kintu ekdin na ekdin dhora porei jay...r porinoti hoy erkmi, she deserved it... thank you ma'am erkm ekta osadharon golpo gift korar jonno 🖤
ধন্যবাদ
এতদিন পর দারুন একটা গল্প শুনলাম।। অসাধারণ।।
Excellent story by arnabi and beautiful presentation by midnight horror station!!!
Uffffffff ekhon baire weather taoo thandaaaa jomee jabee
Khub bhalo golpo ..hebi hoyeche. Thanku Arnabi.
অর্ণবি ম্যাম এর প্রতিটা গল্পই দারুন। ম্যাম আপনাকে প্রণাম।
ভালোথেকো
অপূর্ব.. অপূর্ব লিখেছেন লেখিকা ❤️
Tantan uttejona, unexpected turn , social issue addressed, justice served perfect thriller done and dusted❤
ধন্যবাদ
@@arnabighosh7897 mam apnar' lal ronger churi' golpo ta ontor theke feel kore6i darun lege6e,, ajker ta sunte suru korlam asa kori valoi laagbe ☺
@@nightspirit9832 কেমন লাগলো অবশ্যই জানাবেন
@@arnabighosh7897 just awesome mam,, thanking you for giving this type of stories 🙃
অনেক দিন পর এক অন্য রকম গল্প শুনলাম ❤️❤️
Oshadhadon 1ta golpo shunlam...Antorik shroddhya roilo lekhikar jonno ei feminism er jug e eto kothor sottyo ta ke tule dhorar jonno...r MHS team to sobsomoy er moton ebar o onoboddho...thank you Sayak Aman..golpo pathe tomar dhare kache khub kom lok e ache...
অনেক দিন পর ভালো একটা ভয়ের গল্প শুনলাম
Aj porjonto onek golpo sunechi kintu ajker golpota khub i osadharon chilo mon chuye gelo ♥️
শেষের লাইন টা সত্যিই অসাধারণ। আরো একবার বুঝতে পারলাম সত্যিই কোনো ভুল করিনি আমি।
ভালো থেকো
Onek onek onek din por eirokom akta golpo sunlam....ooosadharon laglo.....valo lagata bole bojhate parbo na....puro team e osonkho dhonyobad....darun uposthapona...
মন ছুয়ে যাওয়া গল্প ❤
Osadharon presentation Mone hochhe cinema dekhchi love you bhai
আবার নতুন করে সায়ক আমানের প্রেমে পড়লাম🥰😌♥️
Esob manus der sathe erm i howa uchit.... Daruuun golpo ta.. Oshadharun oshadharun onk baade ekta valo golpo sunlm
❤অপূর্ব গল্প সবার অভিনয় অসম,,,অনেক ধন্নবাদ 😊
Khoob bhalo laglo...
Ak somoy sotyy bhoy korchilo..
. Shesh tao oshadharon laglo,.
wow just wow..what a outstanding story...seriously hats off to you....I think etar upor ekta short film hoa uchit...seriously good storyline, music, and sob theke boro jinis title ta THE WRONG NUMBER....ei story ta spotlight holo Twist ta🔥🔥🔥
Ektai to Mon.... R kto bar jitbe bolo to ❤❤😌😌
বাস্তবে ঠিক এরকমি হয় খুব দুঃখের কিন্তু ভাল লাগলো 🙏🙏😢😢
Osadharon osadharon... Superb
The best morale story till now .. hands down 🫡❤️
wow!! wow!! special effects osadharon golpotar motoi
অর্ণবী সাহা ঘোষ ম্যাম, আপনার লেখা মন্ত্রমুগ্ধের হয়ে শুনি।💚
ধব্যবাদ
Ohhhh ho ho ❤❤❤❤🔥❤️❤️🔥oshadharon golpo ... Mone thakbe ajibon ... Durdantto 🔥🔥🔥🔥
এই প্রথম কোনও গল্প শুনলাম যেখানে আমাদের পুরুষদের দুর্দশা তুলে ধরা হয়েছে । অশেষ কৃতজ্ঞতা সেই লেখিকা-কে যিনি নারী হয়েও এই সমাজে কিছু অসহায় এবং নিরাপরাধ পুরুষদের ওপর ঘটে চলা অবিচার-কে এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছেন।
ধন্যবাদ
Akadom
অসাধারণ অতুলনীয় অপূর্ব দারুণ বললেও কম বলা হবে। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য ❤❤❤❤❤❤
Brilliant story and narration as always, Kudos
Darun, asadharon. Kichhu bolar nei.apurba
The name is a metaphor.. awesome story
ভীষন ভালো লাগলো.... thanks
After a long time MHS gave us a GEM 💎💎❤
Eirokom jhor brishtir raate erom ekta golpo just darun 🔥...
R sesher twist ta 💥
Arnabi saha ghosh name tai যথেষ্ট ❤️,best thrill ever,and sayak da is just awesome 💕
প্রত্যেকটা মুহূর্ত অসাধারণ ছিল।
Extreme level suspense
Just loved it...❤
Glpo ta darun. Meye hoy bolchi. Aisob meye er jonnoi aj koto valo valo chele ta ses hoy Jay.
সবে আধঘন্টা হলো শুনছি, অনেকদিন পর একটা গল্প শুনতে শুনতে ভয় পাচ্ছি🙂
Exactly 💯
আশা করি আমার ও ভালো লাগবে।
Atto sundor golpo... Uff.. Osadharon laglo...
খুব ভালো লাগল গল্পটা সায়ক দা ।।☺️☺️❤️❤️
one of the best story in youtube ..loved it.
Better script than any bollywood movie !
ধন্যবাদ
@@arnabighosh7897 sister, such a fantabulous story 👍
Khub sundor but very sad!!!
Whenever there is Sayak Aman ,Tomaal ,Pooja and Team everything story and delivering is aweome
গল্পটিতে যেনো আমি কোনো আমাকেই খুজে পাচ্ছি। প্রতিটা লাইন ঠিক যেনো আমার-ই চিন্তা ভাবনা থেকে তৈরী হয়েছে। এতোটা নিখুত ভাবে কেমনে সম্ভব।
এজন্যই হয়তো বলা হয়
গল্প, চরিত্র, স্থান সম্পূর্ণ কাল্পনিকভাবে তৈরী
কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
ভালোথাকবেন
কোনো কথা,,হবে,, না,,পুরো টিম কে,,আমার,, তরফ থেকে,,অনেক,শুভেচ্ছা,,পরের,,গল্পও,টা,যেনো,, এই রকম। হয় ❤️❤️🙏🙏
Golpo ta just asadharon so much good thanks ❤❤❤❤❤❤❤❤❤
Honestly bolchi trust me ae 2023 r aamar shona shera Story , lekhika aar baki team ke aamar Salute 🫡🫡🫡
👏👏👏
Bhoter golpo toh sobai lekhe , kintu somajer erokom bastob roop ke sundor golper moddhe futiye tola + Ending e sundor morality rakhar jonno , really salute & lots of respect .
Fabulous job team
lots of love & 🫡🫡🫡
good job the whole team 👍👍👍
❤❤❤
ধন্যবাদ
@@arnabighosh7897 Just fabulous
Golpo ta khub sundor...
Just mesmerizing 😍 I'm in love with Sayok Aman and Tomal . I'm in love with their voice. My one of the biggest dream is to met them and take an autograph and I'll hold that for rest of my life 💓 Though I don't know when my dream will come true. But I will not give up hope .❤
গল্পের শেষে অপরাধীরা ঠিকই শাস্তি পেয়ে যায় কিন্তু
বাস্তব জীবনে অপরাধীদের শাস্তি হয় না
তারা একের পর এক অপরাধ করেই যায় 😐
এর কারণ হয়তো, গল্পের এক শেষ আছে কিন্তু বাস্তব জীবন গতিশীল। সে নিজের মতোই বয়ে চলে। আমরা সেই গতিপথের কিছু খড়কুটো। যারা কোথা থেকে কোথায় বয়ে চলে। শুরু ও শেষের মধ্যে।