সুরঞ্জিত সেনগুপ্ত (৫ মে ১৯৪৫-৫ ফেব্রুয়ারি ২০১৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২] এর আগে সত্তরের নির্বাচনেও তিনি প্রদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ২০১২ সালে দ্বিতীয় রেল মন্ত্রী হিসেবে পদত্যাগ করে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন।
দিনাজপুর-৫ আসন মুক্তিযোদ্ধা অ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার টানা ৮ বার নৌকা প্রতীকে জনগনের ভোটে নির্বাচিত এমপি। সাবেক ২ বার আলাদা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও একবার মন্ত্রীর দায়িত্ব পাশাপাশি ১০ বছরের অধিক সময় দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে আছেন। তার নাম স্কিপ করে নিজেদের কোন প্রতিভার পরিচয় দিলেন? একটু স্টাডি করে এসে এসব প্রোগ্রাম করবেন নইলে গনধোলাইএর জন্য অপেক্ষায় থাকেন।
এই নামের তালিকা আরও একটি নাম বাদ পড়ে গেছে তিনি হলেন দিনাজপুর - ৫ (ফুলবাড়ী -পার্বতীপুর) মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ফিজার ৮ বারের নির্বাচিত 💝
নতুন নির্বাচন করলে কমপক্ষে মাস্টার্স পাস অর্জন করতে হবে, এমন একটা আইন করা দরকার। কেউ সর্বোচ্চ চার বার নির্বাচনে অংশগ্রহণ এবং দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না, এমন আইন করা দরকার। আটবার নয়বার নির্বাচিত হয়ে বছরের পর বছর ওনি জনগণের সেবা করে যাচ্ছে(!) উনার জন্য অন্যরা সেবা করার সুযোগ পাচ্ছেন না
দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা জননেতা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, অষ্টম বারের মত নির্বাচিত হয়েছেন কিন্তু তার নাম কোথায়??
দিনাজপুর-৫ আসন মুক্তিযোদ্ধা অ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার টানা ৮ বার নৌকা প্রতীকে জনগনের ভোটে নির্বাচিত এমপি। সাবেক ২ বার আলাদা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও একবার মন্ত্রীর দায়িত্ব পাশাপাশি ১০ বছরের অধিক সময় দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে আছেন। এমন একটা অনুষ্ঠান নির্মাণের আগে আরও স্টাডি করা দরকার ছিল।।
যদি আমার দেশে মাশরাফির ব্যারিস্টার সুমনের মত ৩০ টা ভালো দেশ প্রেমিক সততা ভাবে কাজ করা নেতা হত ও পাওয়া যেতো তাহলে দেশ ও দেশের অসহায় গরীব দুঃখী মানুষ গুলো আরো ভালো থাকতো,, কিন্তু আফসোস সবাই টাকা জন্য কাজ করে তাদের আর কোথায় ইমানদার থাকে দেশ প্রেমিক থাকে দেশের সেবা করার অভিজ্ঞতা মনমানসিকতা জবাবদিহিতা বিচার থাকে ,দেশ ও দেশের মানুষের কষ্ট বুঝে সেবা করা বাদ দিয়ে তারা আরাম আয়েশ করে টাকা লুটপাট সিন্ডিকেট করে তারা আর কি বুঝবে,আমরা হলাম শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অনিয়ম-দুর্নীতি তেলবাজি করা জাতি,,মূর্খ নেতারা আর মাথা মোটা চেয়ারে বসার জন্য মুখস্থ বিদ্যায় কমকর্তারা কত আরাম করে গাঁজা খোর বুদ্ধি বিশেষজ্ঞ অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা করে বাহানা করে মিথ্যা আশ্বাস দিয়ে অনিয়ম-দুর্নীতি করে দেশ ও বিদেশে সম্পদে পাহাড় গড়ে তুলা,, জনগণের কষ্ট টাকা দিয়ে বিদেশে গিয়ে ঘুরেফিরে শপিং করে কিন্তু দেশে এসে চারদিক অলিগলি দেখে জনসাধারণের কষ্ট বুঝে সেবা উন্নয়ন করতে পারে না,ধান্দাবাজি করার জন্য ছয়নয় কাজ করে,,,সরকারের কত ক্ষতি করছে।কোন মায়া নেই দেশের প্রতি দেশ প্রেমিকের শিক্ষা নেই তাই মায়া নেই জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত কঠোর আইন নাই বলে সব সম্ভব। আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন দেশ প্রেমিকের শিক্ষা নিয়ে দেশ ও দেশের গরীব মানুষের কষ্ট বুঝে সেবা করার তৌফিক দান করুন ভালো লাগে দেশের ভালো কিছু শুনলে সকল অফিসে অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট অপচয় বন্ধ করা,,তাই এখন ১৫০/২০০ বছরে চিন্তা ভাবনা করে সঠিকভাবে বিশ্লেষণ করে সকল উন্নয়নমূলক কাজগুলো আধুনিক টেকসই মানের সেবা কৃষি শিল্প খাত ও কাজ করতে হবে কোন ছয়নয় বাজেট সময় বাড়ানো নকশা ভুল করা সহ যত রকম বাহানা চলবে না।সুন্দর ভাবে চারপাশে দেখে নকশা করতে হবে। সকল সেবা মান নিয়ম-কানুন ভাবে করতে হবে। যে যার জায়গায় সেক্টর অফিসে সততা ভাবে দেশ প্রেমিক হয়ে দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট বুঝে সেবা করতে হবে। সাময়য়িক শক্তি বাড়ানো,,জনগণ সহজে যাতায়াত করতে পারে গাড়ি ৬ লাইন করে বাস ট্রেন নৌযান যানজট মুক্তভাবে হয়,কোন টিকিট কাউন্টার ও বিমানবন্দরে ও সকল স্টেশন সুন্দর হয় যেন হয়রানি পেরেশানি না হয়।গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা,সড়ক ৬/৮ লাইনের অলিগলি গ্রামীণ রাস্তা ঘাটে মাটির নিচে দিয়ে সকল ইলেকট্রনিক তার ও ড্রেনসহ প্রশস্ত করতে হবে আন্ডারপাস রাস্তা ইর্উটান ব্যবস্থা ও ফ্লাইওভার নামার রাস্তা প্রশস্ত করতে হবে। কমকর্তা ও নেতারা জড়িত হয়ে দখল করা জমি অবৈধভাবে দখল চাঁদাবাজি ফুটপাত মুক্ত করতে হবে। নদ নদী খাল বিল বেরিবাধ টেকসই মানের ব্লগ নির্মান ও নদী খাল দিয়ে ওয়াক ওয়ে ও যাতায়াত চারপাশে গাছের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা আশ্রয় কেন্দ্র,সরকারি হাসপাতালে সকল অফিস বিশ্ববিদ্যালয়ের কলেজ হল এলাকার খেলার মাঠ পার্ক কমিটি সেন্টার ও পর্যটন এলাকা শিল্প সংস্কৃতি সুন্দর ভাবে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা করে সাজাতে হবে নির্মান করতে হবে।অলিগলি সড়ক সিসিটিভি স্থাপন করা বাতি লাগানে ট্যাফিক যানজট আধুনিক সিস্টেমের আওতায় আনতে হবে।চারপাশে পরিস্কার করা ময়লা পোস্টার মুক্ত করতে হবে।অবৈধভাবে দখল চাঁদাবাজি করা দেখানো উচ্ছেদ অভিযান দেয় পরে আবার সিস্টেম করে নতুন ভাবে গড়ে তুলে তা বন্ধ করতে হবে। একসঙ্গে সকল কাজ সঠিকভাবে বিশ্লেষণ করে করতে হবে টাকা অপচয় না হয় মানুষের কষ্ট ভোগান্তি না হয়। সকল অফিসে যেন অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট না হয়। কঠোর আইন করে সঠিকভাবে তদন্ত জবাবদিহিতা শাস্তি করতে হবে,সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রশাসনের হাসপাতালে খেলাধুলা কমিটি যেন কোন অনিয়ম-দুর্নীতি দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ব্যাংক লুটপাট অবৈধভাবে দখল চাঁদাবাজি যানজট সৃষ্টি করা দাম বাড়ানো মাদক নেশা করলে শিক্ষা নিয়ে রাজনীতি ব্যবসা,চিকিৎসা খাদ্য জনগণের সেবা নিয়ে ছয়নয় উপর থেকে নিচ পর্যন্ত সিন্ডিকেট মাধ্যমে চুরি মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে অনিয়ম-দুর্নীতির করতে না পারে। যারা নিয়ম-কানুন শৃঙ্খলা আইনকানুন ময়লা নোংরা করবে নিয়ম ভাংঙবে তাদের কঠোর শাস্তি দিতে হবে সকল উন্নয়নমূলক কাজগুলো বড় ছোট কাঠামো অবকাঠামো কাজ গুলো সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে বা তাদের দায়িত্ব দিয়ে কাজ করতে হবে। সকল এমপি ও সরকারি স্বায়িত্বশাসিত কমকর্তা বাধ্যতামূলক সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে ৫ মাস আগে দেশ প্রেমিক শিক্ষা তারপর দেশের দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা কাজ করা। সকল অপরাধ অনিয়ম-দুর্নীতি সকল অপকর্মে তদন্ত র্যাব সদস্য দিয়ে করাতে হবে।অন্য কোন সদস্য দিয়ে নয় কেননা যারা তদন্ত করে তারা-ও জড়িত অনিয়ম-দুর্নীতি,,,
দিনাজপুর -5, আমাদের উত্তরের রত্ন মোস্তাফিজুর রহমান ফিজার সাহেবও এবার সহ মোট আটবার একটানা বিরতিহীন ভাবে নির্বাচিত হয়েছেন অথচ তার নামটি পেলাম না। সঠিক সংবাদ ও তথ্য তুলে ধরুন।
আরেক জন আছেন মাদারীপুর শিবচর থানার নয়ন মোনি ও দুই দুই বারের মতো চিপ হুইপ জনাব নূর ই আলম চৌধূরী লিটন ভাই , তিনি সপ্তম বারের মতো এমপি হয়েছেন ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
দিনাজপুর 5 আসনের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার অষ্টমবারের মতো এমপি নির্বাচিত। উনি একজন প্রাক্তন প্রতিমন্ত্রী ও সফল মন্ত্রী ছিলেন। যে ইনফর্মেশন আপনার আপনার কাছে নেই। সুতরাং আপনার তথ্য অসম্পূর্ণ।
জামালপুর-০৩ মেলান্দহ-মাদারগঞ্জ থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনাব মির্জা আজম। অলরেডি ৩৩ বছর যাবত এমপি আরো পাঁচ বছর করবেন। মানুষ ৩৩ বছর সরকারি চাকুরিও করতে পারে না আর উনি এমপি হয়েছেন।
জালিয়াতি করে প্রাধানমন্তি হওয়ার চেয়ে মানুষের কাছে সম্মানিত হওয়া অনেক সম্মানের কাজ মহান আল্লাহ আমাদের হালাল পথে থাকার তওফিক দান করুন আমিন ইয়া আল্লাহ আমিন
যেহেতু এ সব এম পি রা বহু বহু বার এম পি হয়েছেন তাদের মনএি দিলে মনে হয় ভালো হয়। তবে আমাদের প্রধানমনএি যা ভালো বুঝেন তাতেই আমরা অনেক অনেক খুশি।তবে সে ভুল করার মানুষ না।
মাদারীপুর ১ (শিবচর) আসন থেকে জনাব নূর-ই-আলম চৌধুরী ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসাবে আছেন। এ ছাড়াও তিনি একবার হুইপের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির ৩ মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দুঃখের বিষয় জনাব নূর-ই-আলম চৌধুরীর নাম আপনার প্রতিবেদনে আসেনি। ধন্যবাদ
চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ৭ বারের এমপি। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ওনার নাম টা বললেন না। আপনারা কি ভালো ভাবে যাচাই করে বলেছেন না যাচাই করেন নাই।একটা অনুষ্ঠান করবেন এটা ভালো ভাবে তো করবেন না।
❤❤সুনামগঞ্জ ২ আসনের সাত বারের সংসদ সদস্য যিনি নিজে দল তৈরি করে ন্যাপ থেকে নির্বাচন করেছেন এবং বিজয়ী হন সাবেক রেলমন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের নাম বলেন নি ❤❤
চাচামমসাসামীমী ছাড়া আর কিছু না,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর ৫ আসন পার্বতীপুর ফুলবাড়ি। আট বার।ফিজার ভাইকে এড়িয়ে যাওয়ায় আমি এই প্রতিবেদন কে বয়কট করলাম
নয় বার,আট বার,সাত বার যে সমস্ত নেতা এমপি নির্বাচিত হয়েছেন তারা সকলেই অভিজ্ঞ রাজনীতি বিদ। সকলের জন্য মঙ্গল ও শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো।
Asakari apnara desher ebang awamileague daler hoye kaj korben
@@prasantamohapatra2723😅😅😅
দিনাজপুর ৫ এর মোস্তাফিজুর রহমান ফিজার টানা ৮বার। এমন একটা অনুষ্ঠান নির্মাণের আগে আরও স্টাডি করা দরকার ছিল।।।
একবার হুইপ ছিলেন
এমন ভাবে নির্বাচন হলে কেয়ামত পর্যন্ত এমপি, মন্ত্রী হতে সমস্যা নেই।
সুরঞ্জিত সেনগুপ্ত (৫ মে ১৯৪৫-৫ ফেব্রুয়ারি ২০১৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২] এর আগে সত্তরের নির্বাচনেও তিনি প্রদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ২০১২ সালে দ্বিতীয় রেল মন্ত্রী হিসেবে পদত্যাগ করে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন।
তোফায়েল আহমেদ বাংলাদেশের অহংকার।
বাল,,😂
জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এমপি হওয়ার চেয়ে তাদের পাশে থাকা শ্রেয় ❤
রাজাকাররা জনগন নয়। এবার ই প্রথম রাজাকার মুক্ত সংসদ।
দিনাজপুর-৫ আসন মুক্তিযোদ্ধা অ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার টানা ৮ বার নৌকা প্রতীকে জনগনের ভোটে নির্বাচিত এমপি। সাবেক ২ বার আলাদা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও একবার মন্ত্রীর দায়িত্ব পাশাপাশি ১০ বছরের অধিক সময় দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে আছেন। তার নাম স্কিপ করে নিজেদের কোন প্রতিভার পরিচয় দিলেন?
একটু স্টাডি করে এসে এসব প্রোগ্রাম করবেন নইলে গনধোলাইএর জন্য অপেক্ষায় থাকেন।
উনি তো কিছু নাম ভুল পড়লেন। আর কয়েকটা তথ্য কালেক্ট করেই শেষ। প্রথম আলোর কাছে এসব আশা করা যায়না।
এগুলো সাংবাদিক না সাংঘাতিক
নূরে আলম লিটন চৌধুরীর নামটা বাদ গেল। তিনিও সাতবারের নির্বাচিত সংসদ সদস্য।
বিনা ভোট, রাতের ভোট, ডামি ভোটে নির্বাচনের হিসাবগুলি বাদ দিতে হবে।
ঠিক বলছেন
১৯৮৬/২০১৪/২০১৮/২০২৪
ওনি সফল বানিজ্য মন্ত্রী তোফায়েল আহেম্মেদ
টাংগাইল-৪ কালিহাতী
জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ সিদ্দিকী, এমপি
২০২৪ সহকারে ৬ষ্ট বার & ৭০ এ পাকিস্তান আমলের ১বার, টোটাল ৭বার এর এমপি
100th present right .
এই নামের তালিকা আরও একটি নাম বাদ পড়ে গেছে তিনি হলেন দিনাজপুর - ৫ (ফুলবাড়ী -পার্বতীপুর) মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ফিজার ৮ বারের নির্বাচিত 💝
সহমত
Right
ভালোভাবে আরো তথ্য নিয়ে প্রচার করবেন, মাদারীপুর ১ শিবচর এর লিটন চৌধুরী ৭ বার এর এমপি
আমাদের এমপি শেখ সেলিম সাহেব হয়েছে
রাজিউদ্দিন আহমেদ রাজু,বস❤
দিনাজপুর ৫ আসনে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ৮ বারের এমপি
দিনাজপুর ৫ আসনের মুস্তাফিজার রহমান ফিজার ভাই আট বার।
নতুন নির্বাচন করলে কমপক্ষে মাস্টার্স পাস অর্জন করতে হবে, এমন একটা আইন করা দরকার।
কেউ সর্বোচ্চ চার বার নির্বাচনে অংশগ্রহণ এবং দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না, এমন আইন করা দরকার।
আটবার নয়বার নির্বাচিত হয়ে বছরের পর বছর ওনি জনগণের সেবা করে যাচ্ছে(!) উনার জন্য অন্যরা সেবা করার সুযোগ পাচ্ছেন না
গায়ের জোরে জনগণের ভোটের মাধ্যমে নয়।
3 বর তো ভোট ছাড়া mp
জোৱ কৱে ১০০ বাৱ হলেও লাভ নেই,জন গনেৱ ৱায়ে ১ বাৱ হলেও স্যালুট
মোস্তাফিজুর রহমান ৮ বারের
কোন প্রধানমন্ত্রী,মন্ত্রী,এমপি কেউ দুইবারের বেশি হতে না পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত থাকতো
ঠিক
দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা জননেতা
এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, অষ্টম বারের মত নির্বাচিত হয়েছেন কিন্তু তার নাম কোথায়??
দিনাজপুর ৫ আসনের মোস্তাফিজার রহমান ফিজার সাহেব টানা ৮ বার এম পি হলেন
তোফায়েল আহমেদ ভালো রাজনীতিবিদ
দিনাজপুর-৫ আসন মুক্তিযোদ্ধা অ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার টানা ৮ বার নৌকা প্রতীকে জনগনের ভোটে নির্বাচিত এমপি। সাবেক ২ বার আলাদা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও একবার মন্ত্রীর দায়িত্ব পাশাপাশি ১০ বছরের অধিক সময় দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে আছেন। এমন একটা অনুষ্ঠান নির্মাণের আগে আরও স্টাডি করা দরকার ছিল।।
গত ৩ বার তো বিনা ভোটে সংসদ সদস্য হয়েছে এরা।এই বিষয়ে আপনাদের মতামত কি??
সাথে ১৯৮৬ পাতানো নির্বাচনও আছে
তোফায়েল আহমেদ ১০ বার
আজম ভাই শুধু একটি নাম নয় ২৬ লক্ষ মানুষের অস্তিত্ব 🥰
তিনবার বিনা ভোটে একবার ডামি ভোটে...
তোফায়েল আহমেদ নয়বার ভালো ব্যক্তিত্ব সৎ ব্যক্তি
দিনাজপুর ৫ মোস্তাফিজুর রহমান ফিজার ৯ বার
বীর বাহাদুর সাহেবের নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারলেন না প্রথম আলোর নন্দিনী মহাশয়া। XD
দিনাজপুর ৫ আসনের
এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ৮ বার নির্বাচিত হয়েছেন,, এবং সেটা প্রথম আলো পত্রিকা তেও দিছিলো।।এটা বললেন না কেন???
জনগণের ভোট ছাড়া আটবার কেন আঠার বারও হওয়া যায় ।
অন লাইন জরিপ চালিয়ে দেখেন,,, মানুষ কি ভাবে তাদের ঘৃণা করে ,,,, ৮ বার ৯ বার দিয়ে কি হবে😂😂😂
জামায়াত শিবির বিএনপি এজেন্ট দের এত জ্বলে কেনো?????
Apnar ki monehoy sheikh hasina r sheikh Selim gopalganj theke kokhono harbe!!!
@@himel1966মৌলিক উন্নয়নের দিকে নজর না দিয়ে যদি সরকার আনুষঙ্গিক উন্নয়ন করে উন্নয়ন তাতে কোন লাভ আসে না
কারণ তোমাদের সব যোদ্ধা অনলাইনে কিবোর্ড নিয়া আজাইরা বসে আছ।
অবশ্যই হারবে @@himel1966
এড. মোস্তাফিজুর রহমান ফিজার ৮বার নির্বাচিত সংসদ সদস্য।
মির্জা আজম প্রিয় নেতা❤❤
চট্টগ্রাম ১ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন ৭ বারের সংসদ ২ বারের মনত্রী
যদি আমার দেশে মাশরাফির ব্যারিস্টার সুমনের মত ৩০ টা ভালো দেশ প্রেমিক সততা ভাবে কাজ করা নেতা হত ও পাওয়া যেতো তাহলে দেশ ও দেশের অসহায় গরীব দুঃখী মানুষ গুলো আরো ভালো থাকতো,, কিন্তু আফসোস সবাই টাকা জন্য কাজ করে তাদের আর কোথায় ইমানদার থাকে দেশ প্রেমিক থাকে দেশের সেবা করার অভিজ্ঞতা মনমানসিকতা জবাবদিহিতা বিচার থাকে ,দেশ ও দেশের মানুষের কষ্ট বুঝে সেবা করা বাদ দিয়ে তারা আরাম আয়েশ করে টাকা লুটপাট সিন্ডিকেট করে তারা আর কি বুঝবে,আমরা হলাম শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অনিয়ম-দুর্নীতি তেলবাজি করা জাতি,,মূর্খ নেতারা আর মাথা মোটা চেয়ারে বসার জন্য মুখস্থ বিদ্যায় কমকর্তারা কত আরাম করে গাঁজা খোর বুদ্ধি বিশেষজ্ঞ অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা করে বাহানা করে মিথ্যা আশ্বাস দিয়ে অনিয়ম-দুর্নীতি করে দেশ ও বিদেশে সম্পদে পাহাড় গড়ে তুলা,, জনগণের কষ্ট টাকা দিয়ে বিদেশে গিয়ে ঘুরেফিরে শপিং করে কিন্তু দেশে এসে চারদিক অলিগলি দেখে জনসাধারণের কষ্ট বুঝে সেবা উন্নয়ন করতে পারে না,ধান্দাবাজি করার জন্য ছয়নয় কাজ করে,,,সরকারের কত ক্ষতি করছে।কোন মায়া নেই দেশের প্রতি দেশ প্রেমিকের শিক্ষা নেই তাই মায়া নেই জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত কঠোর আইন নাই বলে সব সম্ভব। আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন দেশ প্রেমিকের শিক্ষা নিয়ে দেশ ও দেশের গরীব মানুষের কষ্ট বুঝে সেবা করার তৌফিক দান করুন ভালো লাগে দেশের ভালো কিছু শুনলে সকল অফিসে অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট অপচয় বন্ধ করা,,তাই এখন ১৫০/২০০ বছরে চিন্তা ভাবনা করে সঠিকভাবে বিশ্লেষণ করে সকল উন্নয়নমূলক কাজগুলো আধুনিক টেকসই মানের সেবা কৃষি শিল্প খাত ও কাজ করতে হবে কোন ছয়নয় বাজেট সময় বাড়ানো নকশা ভুল করা সহ যত রকম বাহানা চলবে না।সুন্দর ভাবে চারপাশে দেখে নকশা করতে হবে। সকল সেবা মান নিয়ম-কানুন ভাবে করতে হবে। যে যার জায়গায় সেক্টর অফিসে সততা ভাবে দেশ প্রেমিক হয়ে দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট বুঝে সেবা করতে হবে। সাময়য়িক শক্তি বাড়ানো,,জনগণ সহজে যাতায়াত করতে পারে গাড়ি ৬ লাইন করে বাস ট্রেন নৌযান যানজট মুক্তভাবে হয়,কোন টিকিট কাউন্টার ও বিমানবন্দরে ও সকল স্টেশন সুন্দর হয় যেন হয়রানি পেরেশানি না হয়।গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা,সড়ক ৬/৮ লাইনের অলিগলি গ্রামীণ রাস্তা ঘাটে মাটির নিচে দিয়ে সকল ইলেকট্রনিক তার ও ড্রেনসহ প্রশস্ত করতে হবে আন্ডারপাস রাস্তা ইর্উটান ব্যবস্থা ও ফ্লাইওভার নামার রাস্তা প্রশস্ত করতে হবে। কমকর্তা ও নেতারা জড়িত হয়ে দখল করা জমি অবৈধভাবে দখল চাঁদাবাজি ফুটপাত মুক্ত করতে হবে। নদ নদী খাল বিল বেরিবাধ টেকসই মানের ব্লগ নির্মান ও নদী খাল দিয়ে ওয়াক ওয়ে ও যাতায়াত চারপাশে গাছের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা আশ্রয় কেন্দ্র,সরকারি হাসপাতালে সকল অফিস বিশ্ববিদ্যালয়ের কলেজ হল এলাকার খেলার মাঠ পার্ক কমিটি সেন্টার ও পর্যটন এলাকা শিল্প সংস্কৃতি সুন্দর ভাবে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা করে সাজাতে হবে নির্মান করতে হবে।অলিগলি সড়ক সিসিটিভি স্থাপন করা বাতি লাগানে ট্যাফিক যানজট আধুনিক সিস্টেমের আওতায় আনতে হবে।চারপাশে পরিস্কার করা ময়লা পোস্টার মুক্ত করতে হবে।অবৈধভাবে দখল চাঁদাবাজি করা দেখানো উচ্ছেদ অভিযান দেয় পরে আবার সিস্টেম করে নতুন ভাবে গড়ে তুলে তা বন্ধ করতে হবে। একসঙ্গে সকল কাজ সঠিকভাবে বিশ্লেষণ করে করতে হবে টাকা অপচয় না হয় মানুষের কষ্ট ভোগান্তি না হয়। সকল অফিসে যেন অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট না হয়। কঠোর আইন করে সঠিকভাবে তদন্ত জবাবদিহিতা শাস্তি করতে হবে,সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রশাসনের হাসপাতালে খেলাধুলা কমিটি যেন কোন অনিয়ম-দুর্নীতি দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ব্যাংক লুটপাট অবৈধভাবে দখল চাঁদাবাজি যানজট সৃষ্টি করা দাম বাড়ানো মাদক নেশা করলে শিক্ষা নিয়ে রাজনীতি ব্যবসা,চিকিৎসা খাদ্য জনগণের সেবা নিয়ে ছয়নয় উপর থেকে নিচ পর্যন্ত সিন্ডিকেট মাধ্যমে চুরি মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে অনিয়ম-দুর্নীতির করতে না পারে। যারা নিয়ম-কানুন শৃঙ্খলা আইনকানুন ময়লা নোংরা করবে নিয়ম ভাংঙবে তাদের কঠোর শাস্তি দিতে হবে সকল উন্নয়নমূলক কাজগুলো বড় ছোট কাঠামো অবকাঠামো কাজ গুলো সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে বা তাদের দায়িত্ব দিয়ে কাজ করতে হবে। সকল এমপি ও সরকারি স্বায়িত্বশাসিত কমকর্তা বাধ্যতামূলক সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে ৫ মাস আগে দেশ প্রেমিক শিক্ষা তারপর দেশের দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা কাজ করা। সকল অপরাধ অনিয়ম-দুর্নীতি সকল অপকর্মে তদন্ত র্যাব সদস্য দিয়ে করাতে হবে।অন্য কোন সদস্য দিয়ে নয় কেননা যারা তদন্ত করে তারা-ও জড়িত অনিয়ম-দুর্নীতি,,,
আমাদের দেশে আইন করা উচিত যে একজন ব্যক্তি মোট ২ বারের বেশি সংসদ সদস্য হতে পারবে না!
দিনাজপুর -5, আমাদের উত্তরের রত্ন
মোস্তাফিজুর রহমান ফিজার সাহেবও এবার সহ মোট আটবার একটানা বিরতিহীন ভাবে নির্বাচিত হয়েছেন অথচ তার নামটি পেলাম না। সঠিক সংবাদ ও তথ্য তুলে ধরুন।
মোস্তাফিজার রহমান ফিজার দিনাজপুর -৪ ওনি ৮ বারের সংসদ সদস্য
We want ASM Firoj as a Minister
আমাদের লালমনিরহাট-১ থেকে টানা ৫ বার নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোতাহার হোসেন 😍
মতিয়া চৌধুরী ৮বার
Abdul Hamid jodi president na hoten taele tini record 10 bar MP hoten
দিনাজপুর -৫ আসনের মোস্তাফিজুর রহমান এর নাম দেখলাম না, উনি ৮ বার এর নির্বাচিত সংসদ সদস্য।
এই অবৈধ সরকারের পদত্যাগ চাই
আরেক জন আছেন মাদারীপুর শিবচর থানার নয়ন মোনি ও দুই দুই বারের মতো চিপ হুইপ জনাব নূর ই আলম চৌধূরী লিটন ভাই , তিনি সপ্তম বারের মতো এমপি হয়েছেন ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
দিনাজপুর ৫ আসন থেকে মোস্তাফিজুর রহমান ফিজার ৭/৮বার নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর 5 আসনের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার অষ্টমবারের মতো এমপি নির্বাচিত। উনি একজন প্রাক্তন প্রতিমন্ত্রী ও সফল মন্ত্রী ছিলেন। যে ইনফর্মেশন আপনার আপনার কাছে নেই। সুতরাং আপনার তথ্য অসম্পূর্ণ।
ধন্যবাদ
মির্জা আজম প্রিয় নেতা জামালপুর 😊
১৯৮৬/২০১৪/২০১৮/২০২৪ এই ৪ বারই পাতানো ও কারসাজির নির্বাচনে জয় হয়েছে।
Amra boro akta Bangladesh chai. ❤️🇧🇩🥰🤔
দিনাজপুর 5 আসনের এম পি ওনি আট বারের এম পি মুসথাফিজুর রহমান
জামালপুর-০৩ মেলান্দহ-মাদারগঞ্জ থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনাব মির্জা আজম। অলরেডি ৩৩ বছর যাবত এমপি আরো পাঁচ বছর করবেন। মানুষ ৩৩ বছর সরকারি চাকুরিও করতে পারে না আর উনি এমপি হয়েছেন।
অবৈধভাবে থাকলে ক্ষমতা থাকতে পারে তবে এটা বেশিদিন না।
অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান দিনাজপুর ৫ আসন টানা ৮ বার সংসদ সদস্য
মোস্তাফিজুর রহমান ফিজার ৮ বার
সুরঞ্জিত সেনগুপ্ত,৮ বার।
মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর -৫) নয় বার সাংসদ হয়েছেন। তার কথা কই বললেন??
২২৫ সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তা টানা ৭বার এমপি হয়েছিলেন
সংসদ এর চিপ হুইপ এবার নিয়ে ৭ বার নির্বাচিত হলেন
তবে এবার দরজা বন্ধ রাতের ভোট হয়নি এটা স্বীকার করতেই হবে সেটা বিরোধীদল ও বলেনি।
দিনাজপুর -৫ থেকে মোস্তাফিজুর রহমান ৮ম বারের মত নির্বাচিত হয়েছেন।
আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন শেখ হাসিনার জীবনে কোন নির্বাচনে সুষ্ঠু ভোটও পাস করছে বলেন দেখি একদম বুকে হাত দিয়ে বলেন আপনি
Mostafijur rahman 8 bar
গত ২০১৪,২০১৮ ও২০২৪ নির্বাচন সুষ্ঠু হয়নি।
দিনাজপুর ৫ আসনের এমপি এ্যডভোকেট মোস্তাফিজুর রহমান টানা ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন
দিনাজপুর-০৫ (ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা)বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার টানা ৮ বার নির্বাচিত সংসদ সদস্য
ইমরান আহমদ সিলেট -৪ থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নুর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১) ৭ বার নির্বাচিত হয়েছে
তথ্যে অনেকের নাম বাদ পরেছে,ঠিকমতো হোমওয়ার্ক করেন নাই।
সাঘাটা ফুলছড়ির গর্ব এডভোকেট ফজলে রাব্বি মিয়া এম,পি সাতবার
❤ আরও অনেকেই আছে ৭/৮ বার নির্বাচিত হয়েছেন ❤
তোফায়েল আহমেদ ৭৯ হইতে অদ্য পযন্ত হলে ১০ বার হবে
৮ বারের এমপি, মুস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৫।
দিনাজপুরের ৬ আসনের এ্যডঃ মোস্তাফিজুর রহমান ফিজার আট বার।
জালিয়াতি করে প্রাধানমন্তি
হওয়ার চেয়ে
মানুষের কাছে সম্মানিত
হওয়া অনেক সম্মানের
কাজ
মহান আল্লাহ আমাদের
হালাল পথে থাকার
তওফিক দান করুন
আমিন ইয়া আল্লাহ আমিন
Tg
চট্টগ্রাম 5 আসনের এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ওনি 7 বার নির্বাচিত হয়েছেন ❤❤
দিনাজপুর ৫ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬ থেকে ২০২৪পর্যন্ত নৌকা নিয়ে মোট আটবার অপরাজেয় ও নির্বাচিত।
সুন্দর
আপু সুরঞ্জিত সেনগুপ কথা কি আপনার মনে নাই
দিনাজপুর 5 আসনে মুসতাফিজুর রহমান আটবার এম পি হয়েছেন
দিনাজপুর 5 আসনের মোহাম্মদ মুসতাফিজুর রহমান আটবার সংসদ সদস্য হলেন
আপনি সঠিক তথ্য সঠিক নয়- দিনাজপুরের মুস্তাফিজ সাহেব ৮ বার
মোস্তাফিজুর রহমান ফিজার পার্বতীপুর, ফুলবাড়ী আসনে ৮ বার ওনার নাম ক,ই
নূই-আলম চৌধুরী লিটন ভাই ৭ বার এমপি হয়েছেন
আপনাকে ভালো বাসি
যেহেতু এ সব এম পি রা বহু বহু বার এম পি হয়েছেন তাদের মনএি দিলে মনে হয় ভালো হয়। তবে আমাদের প্রধানমনএি যা ভালো বুঝেন তাতেই আমরা অনেক অনেক খুশি।তবে সে ভুল করার মানুষ না।
আরও তো আছেন দিনাজপুর ৫ আসন মোস্তাফিজার রহমান ফিজার
মাদারীপুর ১ (শিবচর) আসন থেকে জনাব নূর-ই-আলম চৌধুরী ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসাবে আছেন। এ ছাড়াও তিনি একবার হুইপের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির ৩ মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দুঃখের বিষয় জনাব নূর-ই-আলম চৌধুরীর নাম আপনার প্রতিবেদনে আসেনি। ধন্যবাদ
সিলেট ৪ আসনের ইমরান আহমদ ও ৮ বার সাংসদ নির্বাচিত হয়েছেন
Joy Bangla
চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ৭ বারের এমপি। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ওনার নাম টা বললেন না। আপনারা কি ভালো ভাবে যাচাই করে বলেছেন না যাচাই করেন নাই।একটা অনুষ্ঠান করবেন এটা ভালো ভাবে তো করবেন না।
❤❤সুনামগঞ্জ ২ আসনের সাত বারের সংসদ সদস্য যিনি নিজে দল তৈরি করে ন্যাপ থেকে নির্বাচন করেছেন এবং বিজয়ী হন সাবেক রেলমন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের নাম বলেন নি ❤❤
চাচামমসাসামীমী ছাড়া আর কিছু না,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর ৫ আসন পার্বতীপুর ফুলবাড়ি। আট বার।ফিজার ভাইকে এড়িয়ে যাওয়ায় আমি এই প্রতিবেদন কে বয়কট করলাম