১. সাহরী খেতে ভোর রাতে উঠা সুন্নাহ, অল্প হলেও খাওয়া অন্তত একটি খেজুর হলেও, ২. সাহরী খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে উঠে হলেও ৩০ দিনই ২,২ রাকা'আত করে করে ধীরে স্থিরে তাহাজ্জুদ পড়া। বাসার সবাইকে উৎসাহিত করা। ৩. আযান ও সাহরীর মাঝে ৫০ আয়াত তিলাওয়াত করা যায় এমন সময় আনুমানিক ১০ মিনিট হাতে রেখে সাহরী শেষ করে নির্জনে দোয়া করা। ৪. আযানের পর ফজরের সুন্নাত পাঠ করে বিছানায় হালকা একটু শুয়ে না ঘুমিয়ে ফরজ নামায পড়া, সূর্যোদয় পর্যন্ত বসে সেখানেই সকাল সন্ধ্যার দোয়া গুলো পড়া ৫. ফজরের সালাত পড়ে স্বস্থানে বসেই যিকির করে সূর্যোদয়ের পর সালাতুল এশরাক পড়া। ৬. ঘুমিয়ে উঠে কুরআনুল কারীম পাঠ করা। অর্থ বুঝে পাঠ করা। অন্তত এক পৃষ্ঠা হলেও তাফসীর পড়া। ৭. ইসলামিক বই পড়া ৮. যোহরের আগে সূর্য পশ্চিমে হেলে পড়ার আগে আগে ২ রাকায়াত নফল নামায পড়া। ৯. সকল ফরজ নামাযের পর সুন্নাহ অনুযায়ী দোয়া যিকির গুলো পড়া ১০. বাসা বাড়িতে মা বোন স্ত্রীদের কাজে হেল্প করা ১১. সন্তানদের, পরিবার সদস্যদের নিয়ে হাদীস পাঠ করা, ইসলামিক কাহিনী বলা। ১২. বিশ্রাম নিয়ে আসরের পর আসর থেকে মাগরীব পর্যন্ত সকাল সন্ধ্যার বই থেকে যিকির গুলো পাঠ করা। তাসবীহ পাঠ করা। ১৩. ইফতারের সময় হওয়া মাত্রই ইফতার করে ফেলা। অস্বাস্থ্যকর,ভাজা পোড়া না খাওয়া। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। ইফতারের পরের দোয়া পাঠ করা। ১৪.মাগরিব থেকে এশা পর্যন্ত না শুয়ে ইবাদাত বন্দেগী,কোরআন তিলাওয়াত করে সময় পার করা। ১৫. এশার সালাতের পর ধীরস্থির ভাবে তারাবীহ পড়া, পারলে রাতের খাওয়া এশার আগেই খেয়ে নেয়া ১৬. এশার পরেই বাড়তি কথা বার্তা না বলে শুয়ে যাওয়া তবে স্বামী স্ত্রী পারষ্পরিক কথা বলা যায়। ১৭. নিয়ম মেনে কোরআন তিলাওয়াত করা, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ করে রামাদানে খতম দেয়া যায়। ১৮. টিভি প্রোগ্রাম দেখে সময় নষ্ট না করা ১৯. অনেক অনেক তাওবা ইসেতেগফার করা,গুনাহ ক্ষমা করিয়ে নেয়া। ২০. মহিলা পুরুষেরা কাজের ফাঁকে যিকির,তাওবা করতে পারবেন। এতে অযুর প্রয়োজন পড়েনা।
রমজানের অবসর সময়টা কাজে লাগাতে পারেন। কুরআনের অর্থ শিখে। ruclips.net/p/PLvgXZO5NOIUZhNE278USBOGgA7Nop2sKG এই লিংকে ক্লিক করলে, কোরান শরীফের বাংলা অর্থ বুঝার সহজবোধ্য অনলাইন ক্লাশ পাবেন। আমি আলহামদুলিল্লাহ, ৫০ টি পর্বের ক্লাশ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। শিক্ষকের নামঃ প্রফেসর মোখতার আহমদ, Islamic University of Technology (IUT), Gazipur
সকল প্রশংসার মালিক কে? - আল্লাহ সকল ক্ষমতার উৎস কে? - আল্লাহ কেউ যেটা দেখেনা দেখে কে? - আল্লাহ কেউ যেটা পারেনা পারে কে? - আল্লাহ কেউ যেটা দেয়না দেয় কে? - আল্লাহ সেই আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়ব কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ!
১.দুই রাকাত তাহাজ্জুদ নামাজ।সেহেরীর ৩০ মিনিট আগে উঠবো।তাহাজ্জুদ নামাজ সুন্দর করে পড়তে হবে। ২.সেহেরির পর আনুমানিক ১০ মিনিট সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি। ৩.ফজরের ফরজ নামাজ পড়ার পর সকাল সন্ধ্যার দোয়া গুলো আপন জায়গায় বসে সূর্য উঠার আগ পর্যন্ত পড়তে পারি। ৪.সূর্য উঠার ২০ মিনিট পর সালাতুল ইশরাক পড়তে পারি। ৫.প্রতিদিন এক পৃষ্ঠা কোরআন মাজিদ অর্থসহ পড়তে পারি। ৬.যোহরের ফরজ নামাজের আগে দুইরাকাত নামাজ পড়তে পারি। ৭.বাসার কাজে হেল্প করতে পারি। ৮.ইসলামিক বই পড়তে পারি। ৯.সব নামাজের পর মাসনুন দোয়া গুলো পড়তে পারি। ১০.ইফতার এর আগে দোয়া করতে পারি। ১১.দ্রুত ইফতার করা উচিৎ। ১২.অতিরিক্ত ভাজাপোড়া না খাওয়া। ১৩.খেজুর দিয়ে ইফতার করতে পারি। ১৪.ইফতার এর পর কখনো শুয়া উচিৎ নয়,তাই ইহা বর্জন করা উচিৎ। ১৫.ধীরস্থিরভাবে তারাবীর নামাজ আদায় করা। ১৬.প্রতিদিন নিজের সময় ফিক্স করে কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারি। সবশেষে গীবত,পরনিন্দা,অহংকারসহ সব ধরণের পাপ থেকে বেচে থাকার চেষ্টা করতে হবে।
জাজাকাল্লাহ খাইরান। হুজুর আপনার কথা গুলো সত্যি অনেক ভালো লেগেছে। আর অনেক কিছু শিখতেও পারলাম ❤️❤️ আপানার জন্য দোয়া রইলো হুজুর। এভাবে আমারা তরুনরা আপনার কাছ থেকে নতুন কিছু শিক্ষতে পারবো ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম । অনেক ভাল লাগল ভিডিও টি । আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের পর শায়েখ আহমাদুল্লাহর কথা গুলো অনেক বেশি ভাল লাগে । আল্লাহ শায়েখ কে নেক হায়াত দারাজ করুন । আমিন ।
জাযাকাল্লাহ খইরন।। আল্লাহ আমাদের সবাইকে ও বিশেষ করে আমার প্রিয় ওস্তাদ শাইখ আহমাদুল্লাহ স্যার কে নেক হায়াত ও দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন।।আমিন।।ইয়া রব্বুল আলামিন।।
Alhamdulillah apnar sob video gulo dekhar chesta kori... Ei somoykar islamic boktader moddhe apnar moto sposto vashi eto sundr kore bujhano eto sundr kore ekta bisoy k sajiye guciye bola eta amk mugdho kore...apnr video gulo dekhe onek kisu sikhte parsi.. Alhamdulillah Allah apnke nek hayat dan korun...Amar poconder list er ekdm uporer ekjn Apni...
যৌবন কালের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লহ তায়ালা আমাদের শুধু বুড়ো বয়সে ইবাদত করতে পাঠায়নি। অতএব সকল যুবক ভাইয়েরা, আসুন আমরা যৌবনের সময়টাকে যথাযথ ভাবে কাজে লাগাই। বেশি বেশি নেক আমল করি এবং হারাম থেকে দূরে থাকি। আল্লহ তায়ালা আমাদের সবাইকে যৌবনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।🌸
আমিন। মাশাআল্লাহ, অসাধারণ একটা রুটিন। আমি ইনশাআল্লাহ মানার জন্য চেষ্টা করব। প্রিয় শাইখ, আপনার কাছে আমার আকুল আবেদন এই যে, আপনি আমাদের দেশ ও দশের জন্য করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া করবেন। এছাড়া সকল মঙ্গলের জন্য দোয়া করবেন.. ইনশাআল্লাহ। ইতি, আপনারই কোন এক মুসলিম ভাই।
রামাদানে ফাউন্ডেশন থেকে কুরআন শিক্ষার অনলাইন লাইভ ক্লাস নিলে অনেক মানুষ উপকৃত হত, প্রিয় শায়েখ এর কাছে আমার অনুরোধ... এই কোয়ারেন্টাইনে অনেক মানুষ যেন কুরআন শিখতে পারে
JazakAllah khairan sheikh!May Allah SWT include us among those who can practice these amals n may He bless you with His endless mercy n accept all your efforts in His path!Aamiin ya Rabbul Al Aamiin!
স্যারের চেহারা দেখার সাথে সাথেই লাইক দিছি। দেখতে দেখতে একটু নিচে চলে আসছি। কথা গুনতে শুনতে মনেহল লাইক দেই নাই। পরে দেখি লাইক দেয়াই আছে। মোট কথা হুজুরের কথা গুলো খুব ভাল লাগে
১. সাহরী খেতে ভোর রাতে উঠা সুন্নাহ, অল্প হলেও খাওয়া অন্তত একটি খেজুর হলেও,
২. সাহরী খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে উঠে হলেও ৩০ দিনই ২,২ রাকা'আত করে করে ধীরে স্থিরে তাহাজ্জুদ পড়া। বাসার সবাইকে উৎসাহিত করা।
৩. আযান ও সাহরীর মাঝে ৫০ আয়াত তিলাওয়াত করা যায় এমন সময় আনুমানিক ১০ মিনিট হাতে রেখে সাহরী শেষ করে নির্জনে দোয়া করা।
৪. আযানের পর ফজরের সুন্নাত পাঠ করে বিছানায় হালকা একটু শুয়ে না ঘুমিয়ে ফরজ নামায পড়া, সূর্যোদয় পর্যন্ত বসে সেখানেই সকাল সন্ধ্যার দোয়া গুলো পড়া
৫. ফজরের সালাত পড়ে স্বস্থানে বসেই যিকির করে সূর্যোদয়ের পর সালাতুল এশরাক পড়া।
৬. ঘুমিয়ে উঠে কুরআনুল কারীম পাঠ করা। অর্থ বুঝে পাঠ করা। অন্তত এক পৃষ্ঠা হলেও তাফসীর পড়া।
৭. ইসলামিক বই পড়া
৮. যোহরের আগে সূর্য পশ্চিমে হেলে পড়ার আগে আগে ২ রাকায়াত নফল নামায পড়া।
৯. সকল ফরজ নামাযের পর সুন্নাহ অনুযায়ী দোয়া যিকির গুলো পড়া
১০. বাসা বাড়িতে মা বোন স্ত্রীদের কাজে হেল্প করা
১১. সন্তানদের, পরিবার সদস্যদের নিয়ে হাদীস পাঠ করা, ইসলামিক কাহিনী বলা।
১২. বিশ্রাম নিয়ে আসরের পর আসর থেকে মাগরীব পর্যন্ত সকাল সন্ধ্যার বই থেকে যিকির গুলো পাঠ করা। তাসবীহ পাঠ করা।
১৩. ইফতারের সময় হওয়া মাত্রই ইফতার করে ফেলা। অস্বাস্থ্যকর,ভাজা পোড়া না খাওয়া। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। ইফতারের পরের দোয়া পাঠ করা।
১৪.মাগরিব থেকে এশা পর্যন্ত না শুয়ে ইবাদাত বন্দেগী,কোরআন তিলাওয়াত করে সময় পার করা।
১৫. এশার সালাতের পর ধীরস্থির ভাবে তারাবীহ পড়া, পারলে রাতের খাওয়া এশার আগেই খেয়ে নেয়া
১৬. এশার পরেই বাড়তি কথা বার্তা না বলে শুয়ে যাওয়া তবে স্বামী স্ত্রী পারষ্পরিক কথা বলা যায়।
১৭. নিয়ম মেনে কোরআন তিলাওয়াত করা, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ করে রামাদানে খতম দেয়া যায়।
১৮. টিভি প্রোগ্রাম দেখে সময় নষ্ট না করা
১৯. অনেক অনেক তাওবা ইসেতেগফার করা,গুনাহ ক্ষমা করিয়ে নেয়া।
২০. মহিলা পুরুষেরা কাজের ফাঁকে যিকির,তাওবা করতে পারবেন। এতে অযুর প্রয়োজন পড়েনা।
রমজানের অবসর সময়টা কাজে লাগাতে পারেন। কুরআনের অর্থ শিখে।
ruclips.net/p/PLvgXZO5NOIUZhNE278USBOGgA7Nop2sKG এই লিংকে ক্লিক করলে, কোরান শরীফের বাংলা অর্থ বুঝার সহজবোধ্য অনলাইন ক্লাশ পাবেন। আমি আলহামদুলিল্লাহ, ৫০ টি পর্বের ক্লাশ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। শিক্ষকের নামঃ প্রফেসর মোখতার আহমদ, Islamic University of Technology (IUT), Gazipur
@@mdmaksudurrahman ভাই, আমিও কয়েকটা ভিডিও ক্লাস দেখেছি। আমার মনে হয় কোরান বুঝে পড়ার জন্যে শ্রেষ্ঠ ভিডিও ক্লাস এগুলা।
কপি করালাম।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন।
আপনি অনেক বড় উপকার করলেন।
Alhamdulillah
ইনশাআল্লাহ শায়েখ,,আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিক,,জাজাকাল্লাহ খায়ের
জাজাকাল্লাহ শায়খ আহমাদুল্লাহ
আপনার নেক হায়াত কামনা করি
সকল প্রশংসার মালিক কে? - আল্লাহ
সকল ক্ষমতার উৎস কে? - আল্লাহ
কেউ যেটা দেখেনা দেখে কে? - আল্লাহ
কেউ যেটা পারেনা পারে কে? - আল্লাহ
কেউ যেটা দেয়না দেয় কে? - আল্লাহ
সেই আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়ব কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ!
নিজের নাম নিজের ছবি দিবেন। কারণ মানুষ সত্যকে ভালোবাসে আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন।
ইনশাআল্লাহ
মাশাআল্লাহ। শুকরান কাসিরান। জাযাকুমুল্লাহু খইরান।আল্লাহুম্মার ঝুকনা ফি আওলাদিনা। ওয়া আমওয়ালিনা। ওয়া হায়াতিনা। ওয়া আ'মালিনা। বারাকাল্লাহু ফি হায়াতি।
শায়েখ একজন ভালো মানুষ আপনার কথাগুলো অনেক সুন্দর এবং ভালো
রমজান মানে ইবাদত
জাযাকাল্লাহু খাইরান প্রিয় শাইখ আল্লাহ্ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমীন
মহান আল্লাহর কাছে ৪টি বাক্য সবচেয়ে প্রিয়।।।
১|সুবহানাল্লাহ
২|আল হামদুলিল্লাহ
৩|লা - ইলাহা ইল্লাল্লাহ
৪|আল্লাহু আকবর[ সহীহ মুসলিম ]
১.দুই রাকাত তাহাজ্জুদ নামাজ।সেহেরীর ৩০ মিনিট আগে উঠবো।তাহাজ্জুদ নামাজ সুন্দর করে পড়তে হবে।
২.সেহেরির পর আনুমানিক ১০ মিনিট সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি।
৩.ফজরের ফরজ নামাজ পড়ার পর সকাল সন্ধ্যার দোয়া গুলো আপন জায়গায় বসে সূর্য উঠার আগ পর্যন্ত পড়তে পারি।
৪.সূর্য উঠার ২০ মিনিট পর সালাতুল ইশরাক পড়তে পারি।
৫.প্রতিদিন এক পৃষ্ঠা কোরআন মাজিদ অর্থসহ পড়তে পারি।
৬.যোহরের ফরজ নামাজের আগে দুইরাকাত নামাজ পড়তে পারি।
৭.বাসার কাজে হেল্প করতে পারি।
৮.ইসলামিক বই পড়তে পারি।
৯.সব নামাজের পর মাসনুন দোয়া গুলো পড়তে পারি।
১০.ইফতার এর আগে দোয়া করতে পারি।
১১.দ্রুত ইফতার করা উচিৎ।
১২.অতিরিক্ত ভাজাপোড়া না খাওয়া।
১৩.খেজুর দিয়ে ইফতার করতে পারি।
১৪.ইফতার এর পর কখনো শুয়া উচিৎ নয়,তাই ইহা বর্জন করা উচিৎ।
১৫.ধীরস্থিরভাবে তারাবীর নামাজ আদায় করা।
১৬.প্রতিদিন নিজের সময় ফিক্স করে কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারি।
সবশেষে গীবত,পরনিন্দা,অহংকারসহ সব ধরণের পাপ থেকে বেচে থাকার চেষ্টা করতে হবে।
# আলহামদুলিল্লাহ😊
# অসংখ্য ধন্যবাদ 😊
# আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং আমল করার তৌফিক দান করুক... আমিন... 😊
*"হে আল্লাহ্ তুমি আমাদের রমজান মাসের ৩০টা রোজা রাখার তৌফিক দান করো,,,,(আমিন)।।।।*
Amen
আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আকবার
আল্লাহ তা’আলা আমাদের রমজানের রোযাগুলো পায়িয়ে দিন । আর এটাই হোক গুনাহ মাফের উত্তম সময় ...........
Amin
Ameen
আমিন আমিন
amin
Omar hisham
আমিন আমিন আমিন............. জাঝাকাল্লহ খইর ভাইজান
এখনেও প্রিয় শাইখ আপনি ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার এর বই পড়ার কথা বললেন। আসলেই আমরা একটা রত্ন পেয়েছিলাম।
হুম ভাই।।। আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং অনুপ্রাণিত হয়ছি
মাশা-আল্লাহ খুব ভাল লাগলো হুজুরের কথা গুলো
জাজাকাল্লাহ খাইরান। হুজুর আপনার কথা গুলো সত্যি অনেক ভালো লেগেছে। আর অনেক কিছু শিখতেও পারলাম ❤️❤️ আপানার জন্য দোয়া রইলো হুজুর। এভাবে আমারা তরুনরা আপনার কাছ থেকে নতুন কিছু শিক্ষতে পারবো ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম । অনেক ভাল লাগল ভিডিও টি । আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের পর শায়েখ আহমাদুল্লাহর কথা গুলো অনেক বেশি ভাল লাগে । আল্লাহ শায়েখ কে নেক হায়াত দারাজ করুন । আমিন ।
আল্লাহ তায়ালা এই রুটিন অনুযায়ী চলার তৌফিক দান করুন।আমিন
Amen
Jamil Imtiaz vai, রমজানের অবসর সময়টা কাজে লাগাতে পারেন। কুরআনের অর্থ শিখে।
ruclips.net/p/PLvgXZO5NOIUZhNE278USBOGgA7Nop2sKG এই লিংকে ক্লিক করলে, কোরান শরীফের বাংলা অর্থ বুঝার সহজবোধ্য অনলাইন ক্লাশ পাবেন। আমি আলহামদুলিল্লাহ, ৫০ টি পর্বের ক্লাশ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। শিক্ষকের নামঃ প্রফেসর মোখতার আহমদ, Islamic University of Technology (IUT), Gazipur
maksudur rahman জাযাকাল্লাহু খাইরান ভাই।অত্যন্ত খুশি হলাম।ইনশাআল্লাহ ভাই।
আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন
আলহামদুলিল্লাহ হক্কানী আলেমদের চেহারা দেখলেই অন্তর টা শান্ত হয়ে যায় সৌদি আরব থেকে দোয়া করবেন শায়েখ যেন আমল গুলো যেন সঠিক ভাবে করতে পারি আমিন
আল্লাহ শায়েখকে নেক হায়াত দান করিও আমিন
হে আল্লাহ আমাদের শায়েখের হায়াত বৃদ্ধি করে দিন।
জাজাকাল্লাহ খয়ের।
Subhanallah.. very useful & important message for RAMADAN...
জাযাকাল্লাহ খইরন।।
আল্লাহ আমাদের সবাইকে ও বিশেষ করে আমার প্রিয় ওস্তাদ শাইখ আহমাদুল্লাহ স্যার কে নেক হায়াত ও দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন।।আমিন।।ইয়া রব্বুল আলামিন।।
Ma sah Allah.apni onek valo vabe bujhan.
Alhamdulillah apnar sob video gulo dekhar chesta kori... Ei somoykar islamic boktader moddhe apnar moto sposto vashi eto sundr kore bujhano eto sundr kore ekta bisoy k sajiye guciye bola eta amk mugdho kore...apnr video gulo dekhe onek kisu sikhte parsi.. Alhamdulillah Allah apnke nek hayat dan korun...Amar poconder list er ekdm uporer ekjn Apni...
Barakallah fe hyatik ! Jajakalla Khiran fetdoneia oail akherat !
আলহামদুলিল্লাহ। অসাধারণ আলোচনা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন
জাযাকআল্লাহ্। অনেক ধন্যবাদ হুজুর আপনাকে, এত সুন্দরভাবে বুঝিয়ে দেবার জন্য।
যাযাখাল্লাহ।হুজুর অনেক উপকৃত হলাম
সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহতালা আপনার কথাগুলো বোঝার ও মানার তৌফিক দান করুন আমীন আল্লাহুম্মা আমিন
যাযাকাল্লাহ।
আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন।
যৌবন কালের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লহ তায়ালা আমাদের শুধু বুড়ো বয়সে ইবাদত করতে পাঠায়নি। অতএব সকল যুবক ভাইয়েরা, আসুন আমরা যৌবনের সময়টাকে যথাযথ ভাবে কাজে লাগাই। বেশি বেশি নেক আমল করি এবং হারাম থেকে দূরে থাকি। আল্লহ তায়ালা আমাদের সবাইকে যৌবনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।🌸
আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ।।আপনার আলোচনা শুনতে শুনতে ঈমান অনেক বেড়ে যায়।। আল্লাহ আপনাকে হায়াতে তাইয়িবা দান করুন এবং সুস্থ রাখুন সবসময় প্রিয় শায়েখ।
জাযাকাল্লাহ খায়ের শাইখ আপনাকে সঠিক দাওয়াত দেওয়া র জন্য অনেক অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন মানুষ উপকৃত হবে ইনশা আল্লাহ
ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ,
জাযাকাল্লাহ হযরত
মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের এই রমজান মাসের প্রতিটা সিয়াম পালনের তৌফিক দান করে।আমিন।।
মাশাআল্লাহ, কত সুন্দর রুটিন! আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমীন।
জাযাকাল্লাহ। হুজুরের কথাগুলো অনেক ভালো লাগে।। আল্লাহ যেনো আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দেন।। আমিন
আলহামদুলিল্লাহ। কাল থেকে রমজান🥰🥰❤️
Alhamdulillah excellent discussion. JazakAllah Khairan
ওয়ালাইকুমুস সালাম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ
আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ সম্মানিত শায়েখ
আলহামদুলিল্লাহ এতো সুন্দর রুটিন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক জাযাকাল্লহু খইর
আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রসংশা আল্লাহর। ❤
Apnar alochoner shese revise ta khub vlo
হে আল্লাহ,
রহমত,বরকত, মাগফেরাত এবং পবিত্র কোরআনের মাস রামাদানের উছিলায় এই পৃথিবী থেকে করোনা ভাইরাস উঠিয়ে নাও।
আমাদেরকে ক্ষমা করো।
🕌🤲🤲🤲🕋
Amin,Allah romjaner usilay amader khoma koro,
আলহামদুলিল্লাহ ভাল লাগলো আপনার কথা গুলা😊
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, মশাআল্লাহ
Nijekee kub shanti lgche mahe Ramadan asheche alhamdulillah
জাযাকাল্লাহ খাইরন প্রিয় শায়খ🙂🤗
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রামাদানে আমরা যেনো পাঁচ ওয়াত সালাত আদায় করতে পারি। আরো অতীতে গুনাহ গুলো মাফ করে দেয় আল্লাহ রাব্বুুল। আমিন ❤❤❤❤🌹🌹🌹🌹
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা ❤
হে আল্লাহ আপনি আমাদেরকে করনা ভাইরাস থেকে রক্ষা। আমিন।
আমিন
MashaAllah very important & helpfulness guide lines.
আমিন।
মাশাআল্লাহ, অসাধারণ একটা রুটিন। আমি ইনশাআল্লাহ মানার জন্য চেষ্টা করব।
প্রিয় শাইখ,
আপনার কাছে আমার আকুল আবেদন এই যে, আপনি আমাদের দেশ ও দশের জন্য করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া করবেন।
এছাড়া সকল মঙ্গলের জন্য দোয়া করবেন.. ইনশাআল্লাহ।
ইতি,
আপনারই কোন এক মুসলিম ভাই।
Romjan mash amdr jibon a bar bar fera asuk...
Thank you hujur routine ar jonno.
Massaallah massaallah massaallah. Very helpful video
মাশা-আল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।
He is very soft spoken and tolerant alim.
হে আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করো। আমিন ছুম্মামিন
Jajak Allah priyo shek..
রমজানের 30 টা দিন যেন আমরা খুব সুন্দর ভাবে আল্লার জিকির করে কাটাতে পারি ইনশহল্লাহ
সকাল ও সন্ধ্যায় দোয়া ও জিকির এর PDF Link. সবাই download করে নিতে পারেন।drive.google.com/file/d/1yP0CsxDo5G-YdcXwD97Z2MYT7fMUFr80/view
ধন্যবাদ PDF Link দেওয়ার জন্য ।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আল্লাহ যেন আমাকে সব রোজা রাখার তৌফিক দান করেন আমীন
মাশাল্লাহ! খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কথা গুলো খুব গুরুত পুরনো
মাশাআল্লাহ ❤❤❤
ধন্যবাদ আপনাকে।
Waalaikumus salam.inshallallh follow korer sasta korbo.🇮🇳Amin. Assalamualaikum.
জাযাকাল্লাহ খায়ের 🤩🤩🤩🤩🤩
হে আল্লাহ আমাদেরকে কবুল কর।
আল্লাহ তায়ালা আমাদেরকে রমজানের সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন।
রামাদানে ফাউন্ডেশন থেকে কুরআন শিক্ষার অনলাইন লাইভ ক্লাস নিলে অনেক মানুষ উপকৃত হত, প্রিয় শায়েখ এর কাছে আমার অনুরোধ... এই কোয়ারেন্টাইনে অনেক মানুষ যেন কুরআন শিখতে পারে
MashaAllah
Alhamdulillah.
Allah agulo mene colar Towfik dan korun.
ameen.
InshaAllah
Allah aponake nek hayat dek.
Subanallaha allaha huakber towfic dan koro balo kicu korar ameen
জাযাকাল্লাহ খাইরান ৷♥♥♥
আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক,আমিন
জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই।
One of the best scholar....
ইয়া রহমানুর-রাহিম রমজানের সব রোজা গুলো যেনো সফল ভাবে রাখতে পারি।
অনেক অনেক ধন্যবাদ,sir........
Thanks for nice speech.
May Allah swt gives us opportunity to perform these.Amin.
আল্লাহ আপনাকে উত্তম জাযা দিন।
আমিন
Vi, apnake onek donnowbad....
..আল্লাহ তুমি বিশ্ব মুসলিম ভাই বোনকে 30.রোজা রাখার তৌপিক দান করুন আমিন
আল্লাহ তায়ালা কবুল করুন আমাদের সবাইকে
JazakAllah khairan sheikh!May Allah SWT include us among those who can practice these amals n may He bless you with His endless mercy n accept all your efforts in His path!Aamiin ya Rabbul Al Aamiin!
আমার খুব পিয় একজন শায়েখ অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। অনেক কিছু জেনেছি । আললাহ আপনাকে নেক হায়াত দারাজ করুক।
দারুণ সুন্দর আলোচনা
স্যারের চেহারা দেখার সাথে সাথেই লাইক দিছি। দেখতে দেখতে একটু নিচে চলে আসছি। কথা গুনতে শুনতে মনেহল লাইক দেই নাই। পরে দেখি লাইক দেয়াই আছে। মোট কথা হুজুরের কথা গুলো খুব ভাল লাগে
Allah apnaki den r kedmot korar wowfek den koruk .
আল্লাহ আমাদেরকে এই রুটিন অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন।
Assalamualaikum
Ami apnar vedio gulu dekhi valo Lage
Doya kore nobiji (s:) kivabe namaz porten tar akta practical vedio diten tobe upokar hoto
আমিন।রাব্বে কারিম,আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ যেন আমাদেরকে এসকল আমল করতে পারি। হে আল্লাহ এসব আমল আমাদের জন্য সহজ করে দিন।
জাযাকাল্লাহ শায়েখ
ধন্যবাদ হুজুর।
ভলোবাসি আল্লাহর জন্য,,,
Jajakallahu khairan