ASHIM SARKAR KOBI GAAN || সকল ধর্মের সুক্ষ তত্ত্বটা কি ? || অসীম সরকার কবিগান || MALIK BHAROSA
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- কবিগান চিরকাল সমাজ সংস্কারের ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে । এককথায় তাই কবিয়ালদের সমাজ সংস্কারকও বলা চলে । আমাদের সমাজের অন্যতম ব্যাধির নাম " ধর্মের নামে বজ্জাতি " । কবিগানের এই পালায় শ্রদ্ধেয় চারণকবি অসীম সরকার মহাশয় তাই সুনিঁপুনভাবে ব্যাখ্যা করেছেন যে আসলে ধর্ম বলতে কি বোঝায় এবং সকল ধর্মের সুক্ষ তত্ত্ব টা আসলে কি । আচার বিধি ব্যাবহারের নামই কি ধর্ম ? নাকি মানুষের অভ্যন্তরিন চেতনার নাম ধর্ম ?ধর্মের নিগুঢ় তত্ত্ব আসলে কি ? ভারতবর্ষের সকল ধর্ম কেন এক এবং অভিন্ন ? এমন সব প্রশ্নের এক এক করে উত্তর দিয়েছেন অসীম সরকার মহাশয় । আশাকরিদ এই পালার এই বিশেষ অংশ টি মনোমুগ্ধ করে তুলবে আপনাদের ।
এই পালাটির নাম ভূমিকায় " তুষার চট্টোপাধ্যায় ও ভাবুক কবি বিজয় সরকার " , পরিবেশন করেছিলেন শ্রী নিশিকান্ত সরকার ও কবিয়াল অসীম সরকার । এই ভিটিও টি সম্পূর্ন পালার প্রথম পর্ব ।
KOBIGAAN
ASHIM SARKAR
Kobigaan 2019
Organized by Geetanjali Charitable Trust , Betai Nadia
Audio Curtsy - Puja Sound ( Chottu ) Betai , Palashi Mor
Video & Edit - Suman Kumar Saha
MALIK BHAROSA [ Contact - 9933495051 ]
-------------------------------------------------------------------------------------------
#Kobigaan , #কবিগান , #Ashim_Sarkar , #Malik_Bharosa, #অসীম_সরকার_কবিগান , #Ashim_Sarkar_Kobigaan , #Asimsarkar , #Kobigaan_Ashim_Sarkar , #Malik_Bharosa_Kobigaan
Bangladesh ❤❤
জয় হরিবোল।
Nice
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
Joy horiboll
Hindu dharma jakhane Anno dharmer samalochana
প্রিয় সুমন দাদা(উত্তম কুমার),
আসলেই ভাগ্যবান করে দিলেন এটা আপলোড করে। দাদুর এতো গান কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, কিন্তু এটা খুবই আলাদা আর অন্যরকম ভাবের আদান-প্রদান ছিল।
Under aq
খুবই ভালো লাগলো ধন্যবাদ সবাইকে সবাই ভাল থাকবেন
খুব ভালো
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে । Malik Bharosa চ্যানেলের সাথে থাকুন , প্রতিনিয়ত মাটির বাউল ও কবিগান শোনার জন্য ।
@@MALIKBHAROSA JAI HIND BHAI,,,,,,,,,GURU JI KE AMAAR PRANAM,,,,BHAI TOMAR KI MONE HOI NAA,, BENGALI REGIMENT,, DARKAR ,,AAR MATUA SAMPRADAY LEAD KARUK OI REGIMENT E,,,,, TERRORISTS DER THANDA KI KORE KORTEY HOI TAA MATUA SAMPRADAY BHALO KORE JAANE,,,KHUB DARKAR AAPNAR MATO MANUSH KE,,,EKTA NATUN BHABNA TOMAKE BOLLAM BHAI,,,,BHEBE DAKHO GURU JI KE JANIYO.......JAI HIND.
জয় হরিবল
জয় গুরুচাঁদ
জয় বাবা পদ্মনাভ ঠাকুর
বললে হবেনা, কায়দা আছে...👌
ধন্যবাদ ""মালিক ভরসা""-কে
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে । Malik Bharosa চ্যানেলের সাথে থাকুন , প্রতিনিয়ত মাটির বাউল ও কবিগান শোনার জন্য ।
উনার মোদি পেলো দেশের গোদি এই গান কেউ দিতে পারবেন?
দাদা আমার একটু কষ্টই লাগলো। আপনি অন্য কিছু দিয়ে উদাহরণ দিতে পারতেন,
কিন্তু একজন দৃষ্টিহীন: কথা, যে দেখতে পায়না
তাকে নিয়ে উদাহরণকে না দিলেই হত।।
আপনার অন্তত একবার বোঝা উচিত ছিল.. এটা হয়তো কোন দৃষ্টিহীন শুনতেও পারে। অথবা,ওই সভাতেই কেউ উপস্থিত ছিল যে দেখতে পায় না!
আমার বিবেচনায় আপনি এটা ঠিক করেননি।
একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আমি এটা আপনাকে বলছি।
আমি নিয়মিতই আপনার কবি গান শুনে থাকি, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।।।
আর দূর থেকে আমার প্রণাম নেবেন।
জয় হরিবোল।।।
ধন্যবাদান্তে সিদ্ধার্থ মিস্ত্রি ।
জেলা..বাগেরহাট, উপজেলা..মনগ্লা,গ্রাম.. খাসেরদাঙ্গা,বাংলাদেশ।।।
গৌর হরিবল,,,
"জয় ভবা"
Baut sundar
Hori bol
পরের পার্ট দাও
Washim sarkar great kobi
onek valo...
Valo laglo
ami apnar sisya hote chai. tobe apnar bipokhe onek kotha prosno ache amar mone. ami bibahito tobuo sob chharte chai apnar karone .ami apnar bipokhe onek kotha boleche. ki hole apnar kache gan sikte pare etai sunte chai. apnar onek nami sisya ache etao amar jana ache kore nibedon. tobu apne guru amar pronam kore asim sarkar. kripa kore korben uttor dan.......
Porar part gulo plz din
Jay Ho Thakur
জয়গুরু । ধন্যবাদ । সাথে থাকুন ।
Amal
দাদা বাকি অংশ কই?
গারে কে নামা
খুব ভালো