বনলতা সেন জীবনানন্দ দাশ হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল; পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল; সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
স্যার গতকাল ২৬.১০.২৪ তারিখে আমরা বাংলা দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছি। স্যার প্রশ্ন খুব কঠিন হয়েছে। খুব চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু স্যার আপনার প্রত্যেকটি ক্লাস দেখেছি বলে সব গুলো দিয়ে আসতে পারছি। ধন্যবাদ স্যার আপনাকে।এই ভাবে আমাদের সাহায্য করার জন্য। আপনি খুব খুব খুব ভালো থাকবেন।এই প্রার্থনা করি।আর আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি পরিক্ষা গুলো ভালো করে দিতে পারি।❤
একটি কবিতা অর্থ যে এতো সুন্দর হতে পারে তা আমার জানা ছিলো না। ভাইয়া আপনার উপস্থাপনায় আমি মুগ্ধ হয়ে শেষ সেকেন্ড পর্যন্ত লাইট নিভিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম। 🥰
স্যার আমি সত্যি মুগ্ধ হলাম আপনার বিস্তার ব্যাখা শুনে ❤ কবিতাটা যেমন সুন্দর আপনার উপস্থাপনাও মনোমুগ্ধকর অসংখ্য ধন্যবাদ আপনাকে ☺️ আফসোস হচ্ছে যে আমি এমন ক্লাস খুঁজে পেতে দেরি করে ফেলেছি 😢আমি অবশ্যই সবগুলো ক্লাস দেখবো 👍
ধন্যবাদ। বনলতা সম্পর্কে যতই বলা হোকনা কেন তাও কম হয়ে যাবে। আরও অনেকভাবে বনলতাকে ব্যাখ্যা করা সম্ভব। এখানে শুধু ক্লাসের প্রয়োজনীয়তা অনুসারে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আরও কিছু না বলা কথা লেখা আছে।
অসংখ্য ধন্যবাদ। সবগুলো সাবজেক্ট তো পারবো না, আমি বাংলা বিষয়ে ক্লাস নিই। আর এখনও কয়েকটি গল্প ও ১ টি প্রবন্ধ আপলোড করতে বাকি আছে। আপাতত এগুলো নিয়ে কাজ করছি।
জীবনানন্দ দাশকে এবং কবিতার মূল ভাব নিয়ে একটু স্টাডি করুন।জীবনানন্দ গবেষক আব্দুল মান্নান সৈয়দ এর বনলতা সেন কবিতা নিয়ে সমালোচনামূলক আলোচনা আছে। তা পড়ে নিতে পারেন।
স্যার, আপনার লেখা নিবন্ধটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সংযুক্ত করেছি, আশাকরি দর্শক ও পাঠকগণ আমার আলোচনায় না বলা কথাগুলি আপনার লেখা সমালোচনা থেকে সহজেই অনুধাবন করতে পারবে। আপনার সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। আব্দুল মান্নান সৈয়দের "শুদ্ধতম কবি" বইটি পড়া শুরু করেছি।
স্যার, আমাদের exam ১৩ তারিখ শনিবারে।আর মাত্র দুইদিন সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব " ডাহুক " কবিতাটি আপলোড করার চেষ্টা করবেন। দিলে আমাদের বুঝতে সহজ হবে,, আমাদের সকলেরই উপকার হবে। স্যার, আপনার দীর্ঘ আয়ু কমনা করি।
মো. আবু নছর ভূঁঞা প্রাক্তন উপাধ্যক্ষ( অধ্যাপক, প্রাণিবিদ্যা) ফেনী সরকারি কলেজ(০১৮১৮৬১৭৯৯৬) একজন শিক্ষার্থী হিসেবে আমি বনলতা সেন কবিতাটির ব্যাখ্যা একাধিকবার শুনেছি। এ ব্যাখ্যা শুনে আমি ঋদ্ধ হয়েছি। তাই ব্যাখ্যাতা ধন্যবাদার্হ। কবিতাটির বিষয়ে সমৃদ্ধ হতে গিয়ে আমার কয়েকটি বিষয় নজরে এসেছে। বিভিন্ন শব্দের ভুল উচ্চারণ, ভুল বাক্য গঠন ও ভুল তথ্য পরিবেশন আমার মতো অনেক শিক্ষার্থীকে ভুল বার্তা দিয়েছে। আধুনিক ভারতের দক্ষিণ বিহার অঞ্চলের প্রাচীন নাম ছিল বিম্বিশা। এ অঞ্চলের রাজা ছিলেন অশোক। এ আলোচনায় আলোচক বিম্বিশাকে ব্যক্তির মর্যাদা দিয়েছেন যা আমার বোধগম্য নয়। আশা করি আলোচক আমি ভুল কিনা জানাবেন। বিদর্ভ নগর, বিদিশা, শ্রাবস্তী ইত্যাদি জটিল শব্দগুলো সম্পর্কে দু এক কথা থাকলে শিক্ষার্থীরা উপকৃত হতো। ভারতের মধ্যপ্রদেশের বর্তমান বিদরের প্রাচীন নাম বিদর্ভ নগর। বিদিশা ভারতবর্ষের প্রাচীন মালব দেশের একটি নগরী। ভারতের একটি প্রাচীন নগরী শ্রাবস্তী। সেখানকার স্থাপত্য সুন্দর ছিল।
স্যার, শ্রদ্ধা নিবেন। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। বিম্বিসার সম্পর্কে আমি যতটুকু জেনেছি তার সারমর্ম হলো "বিম্বিসার প্রাচীন হর্য্যঙ্ক রাজবংশের রাজা ছিলেন,যিনি ৫৪২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৯২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ শাসন করেন।তার পৃষ্ঠপোষকতায় উত্তর ভারতে বৌদ্ধ ধর্মের বিস্তার সম্ভব হয়েছিল।" এই সূত্র ধরেই বিম্বিসারকে ব্যক্তির মর্যাদা দিয়েছি। উইকিপিডিয়ার লিংক সংযুক্ত করলাম [ bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0#:~:text=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%20(%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%3A%20%E0%A4%AC%E0%A4%BF%E0%A4%AE%E0%A5%8D%E0%A4%AC%E0%A4%BF%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%B0)%20(,%E0%A6%AC%E0%A7%8C%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%20%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC%20%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A5%A4 ] আর বাকি যে কঠিন শব্দগুলোর কথা বললেন সেগুলো ইচ্ছা করেই এড়িয়ে গিয়েছি। এর দুটি কারণ - প্রথমত ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছিল, দ্বিতীয়ত আমি যে শ্রেণির পাঠ্য হিসেবে আলোচনা করেছি সেই শ্রেণির পাঠ্য অংশের শব্দার্থতে ঐ শব্দগুলোর টিকা দেওয়া আছে। এজন্য আর বাড়তি করে বলতে চাইনি। আবারও অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
স্যার ডিগ্রি ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ প্রতিটা অধ্যায় আলোচনা করুন, প্লিজ প্লিজ প্লিজ তারাতারি দিন ১৭ তারিখ পরিক্ষা, কিছু বুঝতে পারছিনা।।। প্লিজ দিন একদিনে সব দিয়ে দিন, খুব উপকার হবে আমাদের, বিশেষ করে আমার।।।।।
এখানে দেখুন ৪ টি প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি, এগুলো আপনার সিলেবাসের সাথে মিলে কিনা ১। বাঙ্গালা ভাষা: ruclips.net/video/bEMG67LEjTU/видео.html ২। তৈল: ruclips.net/video/hwsdn5oSq8s/видео.html ৩। সভ্যতার সংকট: ruclips.net/video/C1QY1gza3Fo/видео.html ৪। যৌবনে দাও রাজটিকা: ruclips.net/video/Kj8lRvnvI_k/видео.html
Bolechilm Burdwan university er sob kobita gulo aktu explain korle vlo hoii...krn akn to lockdown tai khub osubida hocche 4 th sem ER Burdwan university er kobita gulo aktu alochona korben please 🙏🏼🙏🏼.
বনলতা সেন
জীবনানন্দ দাশ
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
thanks a lot
Welcome sir....
thx
Tnx bro
thanku
স্যার গতকাল ২৬.১০.২৪ তারিখে আমরা বাংলা দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছি। স্যার প্রশ্ন খুব কঠিন হয়েছে। খুব চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু স্যার আপনার প্রত্যেকটি ক্লাস দেখেছি বলে সব গুলো দিয়ে আসতে পারছি। ধন্যবাদ স্যার আপনাকে।এই ভাবে আমাদের সাহায্য করার জন্য। আপনি খুব খুব খুব ভালো থাকবেন।এই প্রার্থনা করি।আর আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি পরিক্ষা গুলো ভালো করে দিতে পারি।❤
একটি কবিতা অর্থ যে এতো সুন্দর হতে পারে তা আমার জানা ছিলো না। ভাইয়া আপনার উপস্থাপনায় আমি মুগ্ধ হয়ে শেষ সেকেন্ড পর্যন্ত লাইট নিভিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম। 🥰
অসংখ্য ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।আমার কাছে এই কবিতাটির ব্যখ্যা বুঝতে সমস্যা নেই। ভিডিয়ো টা অনেক ভালো লেগেছে এত সহজ সরল উপায়ে ব্যখ্যা করার জন্য।
ধন্যবাদ ও শুভকামনা
স্যার আমি সত্যি মুগ্ধ হলাম আপনার বিস্তার ব্যাখা শুনে ❤ কবিতাটা যেমন সুন্দর আপনার উপস্থাপনাও মনোমুগ্ধকর অসংখ্য ধন্যবাদ আপনাকে ☺️ আফসোস হচ্ছে যে আমি এমন ক্লাস খুঁজে পেতে দেরি করে ফেলেছি 😢আমি অবশ্যই সবগুলো ক্লাস দেখবো 👍
ধন্যবাদ
অসাধারণ ব্যাখ্যা। ব্যক্তি মানুষ থেকে মনুষ্য সত্তায় নিয়ে গিয়ে ফেলে আসা মানব সভ্যতার ইতিহাসে ফিরে গেছেন পুরাতনে। অপূর্ব স্যার!
অসংখ্য ধন্যবাদ
দারুন sir
ধন্যবাদ
Kobir lekha te ja bojhate cheyechenta sarbikvabe bujhte parlam sir.Thank you very much
ধন্যবাদ এবং শুভকামনা
অসাধারণ ব্যাখ্যা ছিলো 🙂
❤❤❤
২য় পঙ্গক্তি খুব ভালো লেগেছে। খুব ভালো করে বুঝিয়ে দিলেন। জাযাকাল্লাহ খায়রান
শুভকামনা
এত সুন্দর ব্যাখ্যা এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম স্যার আমার জীবনে.
ধন্যবাদ
Khub khub valo legeche
..anek dhonyobad 🙏
welcome
দারুণ বুঝিয়েছেন
সুন্দর সুন্দর
ধন্যবাদ
সুন্দর পোস্ট 🙏🙏🙏 খুব ভালো লাগলো ❤️
ধন্যবাদ
Khub sundor❤❤
ধন্যবাদ
আমার খুব ভালো লেগেছে এবং সুন্দর করে বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
শুভকামনা
হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য তিনি তার লেখার মাঝে ফুটিয়ে তুলেছেন, তাই কবি যেনো হাজার বছরের পথে কবি হেঁটে চলেছে।
ধন্যবাদ
Thank you sir ❤️❤️
Ami 7college degree last batch.
Video gula onk help korche amk.❤️
শুভকামনা
Sir extraordinary , tar poreo monehoy aro kichu royegeche , tobe sir asadharon vabe explain korechen
ধন্যবাদ। বনলতা সম্পর্কে যতই বলা হোকনা কেন তাও কম হয়ে যাবে। আরও অনেকভাবে বনলতাকে ব্যাখ্যা করা সম্ভব। এখানে শুধু ক্লাসের প্রয়োজনীয়তা অনুসারে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আরও কিছু না বলা কথা লেখা আছে।
ধন্যবাদ স্যার, বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার উপস্থাপনায়।
শুভকামনা
বনলতা সেন কবিতার মর্মার্থ ভালভাবে বুঝতে পারলাম। ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
অনেক ধন্যবাদ তথ্য দিয়ে ধন্য করার জন্য।
দোয়া কামনা করছি🙏
খুব সুন্দর উচ্চারণ আর উপস্থাপন।
অসংখ্য ধন্যবাদ
sir আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ও সহজ ভাবে বুঝানোর জন্য
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ স্যার।
অসাধারণ ব্যাখা।ভাই সাবসক্রাইব করে দিলাম।
thanks a lot
Sir, ami Dhaka Theke apnar sobgulo class Dekhechi osadharon,
Apnar video gulo dekjey exam er preparation nilam...
I hope i will succuss in exam.....
শুভকামনা রইলো
Thanks sir... Ami khub tension celam but Akhon clear......
শুভকামনা
খুব ভাল লাগল।
অসংখ্য ধন্যবাদ
অনেক সুন্দর ব্যাখ্যা। ধন্যবাদ স্যার কে।
আপনাকেও ধন্যবাদ
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালো বুঝান আপনি
শুভকামনা
Thank you ..love from india ❤️
শুভকামনা
Khub khub bhalo kore bhujhichen Sir 🙏❣️😇
অসংখ্য ধন্যবাদ
Thanks sir kob valo laglo aponer class
শুভকামনা
❤❤sir❤️❤️
ধন্যবাদ
Tnx sir Ami boi pora bad diya ata dekhei sob pere gechi
আলহামদুলিল্লাহ
সুন্দর💜
ধন্যবাদ
স্যার অামি অনেক শিক্ষক এর ক্লাস করেছি কিন্তু অাপনার ক্লাস এর মত বুঝিনি ৷মঙ্গল কামনা করছি অাপনার ৷
অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা
@@nivritbangla ধন্যবাদ
খুব সুন্দর দাদা
ধন্যবাদ
২৬/১০/২০২৪ পরীক্ষা আগে।
Mashallah এত সুন্দর ব্যাখা কোথাও নেই
ধন্যবাদ
Khub vlo laglo
ধন্যবাদ
খুব ভালো হয়েছে ক্লাস
অসংখ্য ধন্যবাদ
স্যার চমৎকার হয়েছে। আরো কিছু কবিতার ব্যাখ্যা দিলে ভালো hy।
অসংখ্য ধন্যবাদ। জী, চেষ্টা করবো আরও কিছু ব্যাখ্যা দেয়ার।
অসাধারণ সুন্দর ব্যাখ্যা।
ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে
শুভকামনা
আপনার উপস্থাপনা খুব ভালো , ধন্যবাদ স্যার
শুভকামনা
ভাই খুবই ভালো হইছে অনেক ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সত্যি স্যার খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ
দারুন 👍
ধন্যবাদ
অসাধারণ
ধন্যবাদ
অসাধারণ ব্যাখ্যা ❤❤❤❤
ধন্যবাদ
অনেক ভালো হয়ছে স্যার বুঝতে পারলাম
অসংখ্য ধন্যবাদ
অসাধারন ভাবে বললেন🥰🥰🥰
thanks a lot
বেশ ভালো বলেছেন।
ধন্যবাদ
অসাধারণ স্যার ❤️।। খুব খুব ভালো লাগলো।।
অসংখ্য ধন্যবাদ
অনেক কিছু শিখলাম এবং বুঝলাম
শুভকামনা
ভাল লাগলো।
thanks
আরও চাই, আরও, আরও
ধন্যবাদ স্যার। চেষ্টা করছি দেওয়ার জন্য
অসাধারণ ব্যাখ্যা
ধন্যবাদ
sir,
osadaron bekkha...
thanks a lot
অসাধারণ ব্যাখ্যা
অসংখ্য ধন্যবাদ
একদম পরিষ্কার
শুভকামনা রইলো
স্যার এবছর স্কুল শিক্ষক নিবন্ধনে যেগুলো যোগ হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দিলে খুশি হতাম।
তার প্রক্রিয়া শুরু করেছি। এটা প্রথম প্রয়াস ruclips.net/video/g2uiMJGZRhw/видео.html
থেংকিও স্যার
শুভকামনা
Very very nice
Thanks a lot
Khubi upokar holo
শুভকামনা
❤️❤️❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ
❤❤❤
ধন্যবাদ
অসম্ভব সুন্দর ভাবে বুঝিয়েছেন ধন্যবাদ আপনাকে
শুভকামনা
Osadhaon sir
thanks
🖤
thanks
অনেক ধন্যবাদ স্যার
welcome
স্যার আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগে স্যার বিএ বি এসএস এর সবগুলো সাবজেক্ট এর সাজেশন চাই
অসংখ্য ধন্যবাদ। সবগুলো সাবজেক্ট তো পারবো না, আমি বাংলা বিষয়ে ক্লাস নিই। আর এখনও কয়েকটি গল্প ও ১ টি প্রবন্ধ আপলোড করতে বাকি আছে। আপাতত এগুলো নিয়ে কাজ করছি।
Thank You
welcome
Great explain air
thanks a lot
জীবনানন্দ দাশকে এবং কবিতার মূল ভাব নিয়ে একটু স্টাডি করুন।জীবনানন্দ গবেষক আব্দুল মান্নান সৈয়দ এর বনলতা সেন কবিতা নিয়ে সমালোচনামূলক আলোচনা আছে। তা পড়ে নিতে পারেন।
স্যার, আপনার লেখা নিবন্ধটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সংযুক্ত করেছি, আশাকরি দর্শক ও পাঠকগণ আমার আলোচনায় না বলা কথাগুলি আপনার লেখা সমালোচনা থেকে সহজেই অনুধাবন করতে পারবে। আপনার সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। আব্দুল মান্নান সৈয়দের "শুদ্ধতম কবি" বইটি পড়া শুরু করেছি।
সুন্দর ভাবে গ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Amader ebar ase eita🥰
হুম ভালো করে শিখতে হবে তাহলে
@@nivritbangla humm
thanks a lot sir,i am totally clear now about this poem
welcome
শুভেচ্ছা
শুভকামনা
ধন্যবাদ sir
welcome
স্যার, আমাদের exam ১৩ তারিখ শনিবারে।আর মাত্র দুইদিন সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব " ডাহুক " কবিতাটি আপলোড করার চেষ্টা করবেন। দিলে আমাদের বুঝতে সহজ হবে,, আমাদের সকলেরই উপকার হবে। স্যার, আপনার দীর্ঘ আয়ু কমনা করি।
আগামী কাল ডাহুক কবিতা আপলোড করবো ইনশাআল্লাহ
মো. আবু নছর ভূঁঞা
প্রাক্তন উপাধ্যক্ষ( অধ্যাপক, প্রাণিবিদ্যা)
ফেনী সরকারি কলেজ(০১৮১৮৬১৭৯৯৬)
একজন শিক্ষার্থী হিসেবে আমি বনলতা সেন কবিতাটির ব্যাখ্যা একাধিকবার শুনেছি। এ ব্যাখ্যা শুনে আমি ঋদ্ধ হয়েছি। তাই ব্যাখ্যাতা ধন্যবাদার্হ। কবিতাটির বিষয়ে সমৃদ্ধ হতে গিয়ে আমার কয়েকটি বিষয় নজরে এসেছে। বিভিন্ন শব্দের ভুল উচ্চারণ, ভুল বাক্য গঠন ও ভুল তথ্য পরিবেশন আমার মতো অনেক শিক্ষার্থীকে ভুল বার্তা দিয়েছে। আধুনিক ভারতের দক্ষিণ বিহার অঞ্চলের প্রাচীন নাম ছিল বিম্বিশা। এ অঞ্চলের রাজা ছিলেন অশোক। এ আলোচনায়
আলোচক বিম্বিশাকে ব্যক্তির মর্যাদা দিয়েছেন যা আমার বোধগম্য নয়। আশা করি আলোচক আমি ভুল কিনা জানাবেন।
বিদর্ভ নগর, বিদিশা, শ্রাবস্তী ইত্যাদি জটিল শব্দগুলো সম্পর্কে দু এক কথা থাকলে শিক্ষার্থীরা উপকৃত হতো।
ভারতের মধ্যপ্রদেশের বর্তমান বিদরের প্রাচীন নাম বিদর্ভ নগর।
বিদিশা ভারতবর্ষের প্রাচীন মালব দেশের একটি নগরী।
ভারতের একটি প্রাচীন নগরী শ্রাবস্তী। সেখানকার স্থাপত্য সুন্দর ছিল।
স্যার, শ্রদ্ধা নিবেন। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিম্বিসার সম্পর্কে আমি যতটুকু জেনেছি তার সারমর্ম হলো "বিম্বিসার প্রাচীন হর্য্যঙ্ক রাজবংশের রাজা ছিলেন,যিনি ৫৪২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৯২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ শাসন করেন।তার পৃষ্ঠপোষকতায় উত্তর ভারতে বৌদ্ধ ধর্মের বিস্তার সম্ভব হয়েছিল।" এই সূত্র ধরেই বিম্বিসারকে ব্যক্তির মর্যাদা দিয়েছি।
উইকিপিডিয়ার লিংক সংযুক্ত করলাম [ bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0#:~:text=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%20(%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%3A%20%E0%A4%AC%E0%A4%BF%E0%A4%AE%E0%A5%8D%E0%A4%AC%E0%A4%BF%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%B0)%20(,%E0%A6%AC%E0%A7%8C%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%20%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC%20%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A5%A4 ]
আর বাকি যে কঠিন শব্দগুলোর কথা বললেন সেগুলো ইচ্ছা করেই এড়িয়ে গিয়েছি। এর দুটি কারণ - প্রথমত ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছিল, দ্বিতীয়ত আমি যে শ্রেণির পাঠ্য হিসেবে আলোচনা করেছি সেই শ্রেণির পাঠ্য অংশের শব্দার্থতে ঐ শব্দগুলোর টিকা দেওয়া আছে। এজন্য আর বাড়তি করে বলতে চাইনি।
আবারও অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
Nice
thank you
Think you sir
welcome
সবগুলো কবিতার ভিডিও চাই।।
❤
ধন্যবাদ
Great explain sir, 🥺
thank you
Awesome
@@bristyborsha9169 absolutely
thanks
thanks
স্যার ডিগ্রি ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ প্রতিটা অধ্যায় আলোচনা করুন, প্লিজ প্লিজ প্লিজ তারাতারি দিন ১৭ তারিখ পরিক্ষা, কিছু বুঝতে পারছিনা।।। প্লিজ দিন একদিনে সব দিয়ে দিন, খুব উপকার হবে আমাদের, বিশেষ করে আমার।।।।।
এখানে দেখুন ৪ টি প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি, এগুলো আপনার সিলেবাসের সাথে মিলে কিনা
১। বাঙ্গালা ভাষা: ruclips.net/video/bEMG67LEjTU/видео.html
২। তৈল: ruclips.net/video/hwsdn5oSq8s/видео.html
৩। সভ্যতার সংকট: ruclips.net/video/C1QY1gza3Fo/видео.html
৪। যৌবনে দাও রাজটিকা: ruclips.net/video/Kj8lRvnvI_k/видео.html
@@nivritbangla ২ ও ৩ মিলেছে
@@husnaakther3386 ঠিক আছে
Sir nibondhoner proshono niye alochona koren please
👍
👍
thanks
thanks
চৈতী হাওয়া, নিয়ে একটা ক্লাস চাই
চৈতী হাওয়া কবিতার ক্লাস
ruclips.net/video/cjA24GQNRrs/видео.html
vlo laglo
ধন্যবাদ
Sir amader exam er suggestion den
Sir, josim uddin ar kobor kobita niye alochona korle Khushi hotam..
চেষ্টা করবো ইনশাআল্লাহ
আপনার লেকচার আয়ত্ত্ব করে আমার ওয়াইফ আজ পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ তার পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে
আলহামদুলিল্লাহ
tnx a lot,,
welcome
Sir ar class onak vlo lage vlo bave vujte pari college ar class ar class ato vlo hoi na
ধন্যবাদ
👌👌
thanks a lot
সাত সাগরের মাঝি কবিতার ব্যাখ্যা দিলে ভালো হয়।
Bolechilm Burdwan university er sob kobita gulo aktu explain korle vlo hoii...krn akn to lockdown tai khub osubida hocche 4 th sem ER Burdwan university er kobita gulo aktu alochona korben please 🙏🏼🙏🏼.
আমি তো ওখানকার সিলেবাস জানি না।