কতদিনে হবে সে প্রেম সঞ্চার (আদি গান) - নীলকণ্ঠ মুখোপাধ্যায় - Kotodine hobe se prem sonchar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2020
  • প্রিয় গান- ভিন্ন রূপ (আদি গান)
    ___________________________
    অত্যন্ত সুপ্রসিদ্ধ এই গানটি শ্রীরামকৃষ্ণের খুব প্রিয়। নরেনের (স্বামী বিবেকানন্দ) কণ্ঠেও এই গান গীত হচ্ছে তা কথামৃতে দেখতে পাই। গানের গীতিকার নীলকণ্ঠ মুখোপাধ্যায় তদানীন্তন কালের খ্যাতানাম যাত্রার অধিকারী। তিনি যাত্রা লিখতেন, যাত্রার গান লিখতেন। দলবলে শ্রীরামকৃষ্ণের দর্শনাভিলাষী হয়ে দক্ষিণেশ্বরও গেছেন। বর্ধমান নিবাসী এই কবির রচনায় পাঁচালীকার দাশরথি রায়ের সুস্পষ্ঠ ছাপ রয়েছে। নীলকন্ঠ মুখোপাধ্যায়ের গান ‘কণ্ঠের পদ’ নামে সুখ্যাত ছিল।
    দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ‘বাঙ্গালার গান’ এবং ‘কৃষ্ণযাত্রা নীলকণ্ঠ মুখোপাধ্যায়’ নামক গ্রন্থে এই গানের প্রায় একই বাণী। পার্থক্য কেবল একটি শব্দে এবং তিনটি আখড়ে। গানটি কীর্তনাঙ্গের।
    কথামৃতে যে গানটি আছে তা এই গানেরই অপভ্রংশ। সেই অপভ্রংশটি কবিত্বে আদি গানটির চাইতেও নান্দনিক বটে। তবে কিভাবে মূল গানটি বিবর্তিত হয়েছে সে ইতিহাস আমার জানা নেই। পদকর্তাও নিজে করে থাকবেন হয়ত।
    কথামৃতের সেই গানটি অনেকেই শুনেছেন। আমি আদি গানটি গাইলাম। শ্রীখোলের অভাবে যদিও একদমই মাধুর্য্যরহিত শোনাবে। তার জন্য দুঃখিত। আকারে বড় হচ্ছে দেখে লয়ও একটু বাড়িয়ে গাইলাম ফলে গানটি মিষ্টত্বও হারিয়েছে। লয় কমিয়ে, আখড় দিয়ে, আরকেটু ভাবালুতা এনে গাওয়া বাঞ্ছনীয়।
    কতদিনে হবে সে প্রেম সঞ্চার।
    কবে বলতে হরিনাম, শুনতে গুণগ্রাম
    অবিরাম নেত্রে রবে অশ্রুধার।
    কবে সুরসে রসিক হইবে রসনা
    জাগিতে ঘুমাতে ঘোষিবে ঘোষণা
    কবে হবে যুগল মন্ত্রে উপাসনা
    (এই) বিষয় বাসনা ঘুচিবে আমার।।
    কতদিনে হবে সর্বজীবে দয়া
    কতদিনে যাবে গর্ব-মোহ-মায়া
    কতদিনে হবে খর্ব মম কায়া
    নত হবে লতা যে প্রকার।।
    কতদিনে হবে জ্ঞানোদয় মম
    কতদিনে যাবে ক্রোধ, কাম, তমঃ
    কতদিনে হব তৃণাদির সম
    (ব্রজের) রজেতে লুণ্ঠিত হবে অনিবার।।
    আমার কবে যাবে জাতি কুলের ভরম
    কবে যাবে আমার ভরম সরম
    কতদিনে যাবে ধরম করম
    কতদিনে যাবে লোকাচার।।
    কবে পরশমণি করব পরশন
    লৌহ দেহ মম হইবে কাঞ্চন
    কতদিনে হবে কষ্ট বিমোচন
    জ্ঞানাঞ্জনে যাবে লোচন আঁধার।।
    কতদিনে শুদ্ধ হবে মম মন
    কতদিনে যাবে এ ভব ভ্রমণ
    কতদিনে যাব মধুর বৃন্দাবন
    যথা ইষ্টনিষ্ট পরিবার।।
    কতদিনে ব্রজের প্রতি কুলি কুলি
    কাঁদিয়ে বেড়াব কাঁধে লয়ে ঝুলি
    নীলকণ্ঠ কহে পিব কর তুলি
    অঞ্জলি অঞ্জলি জল যমুনার।।
    ____________________________________
    এই গানে পদকর্তার ভণিতা আছে যা কথামৃতের গানটিতে নেই।
    • ভিডিওতে ‘ঘোষিবে ঘোষণা’র স্থানে ‘করিবে ঘোষনা’ ভুলবশতঃ হয়েছে। ব্যবহৃত শ্রীকৃষ্ণের ছবিটি যতীন্দ্র যশমাথিয়ার আঁকা। তিনি কমেন্ট করে জানিয়েছেন।

Комментарии • 47

  • @Chrisgriil
    @Chrisgriil Месяц назад +1

    গানটি আপনার কণ্ঠে এত ভাল লাগে যে, আমি বার বার শুনি

  • @shankhagoswami305
    @shankhagoswami305 Год назад +6

    এই আদি গান টি এখন শোনাই যায় না, এই গানটি পুনরুজ্জীবনের জন্য আপনাকে শত শত প্রণাম ও অসংখ্য ধন্যবাদ। 🙏🙏🙏

  • @somadas1007
    @somadas1007 2 года назад +6

    অসারণ লাগে তোমার গান,,,,,,মনে হয় স্বয়ং ঈশ্বর সেই স্হানে উপস্হিত থেকে সেই স্হানটিকে পবিত্রময় ও লীলাক্ষেত্র তৈরি করেছেন,,,,আনন্দে থাকো,,,,

  • @user-xk8uk4nn4v
    @user-xk8uk4nn4v 3 месяца назад +2

    এ গান না শুনলে আমি অনেক কিছু থেকে বঞ্চিত থাকতাম ❤❤❤

  • @sunilkumarghosal7635
    @sunilkumarghosal7635 2 месяца назад +1

    চমৎকার চমৎকার। মন ভরে গেল।

  • @pritambiswas4809
    @pritambiswas4809 2 года назад +5

    খুবই সুন্দর হয়েছে, অসাধারণ ধন্যবাদ আপনাকে, সত্যি কথা গুলি কি সুন্দর করে গানের মাধ্যমে তুলে ধরেছেন, খুবই সুন্দর । সবসময়ই ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

  • @kalidas1965
    @kalidas1965 3 года назад +4

    খুব ভালো লাগল। এই গানটির কথা জানতাম না। অনেক অনেক ধন্যবাদ। কয়েকটি শব্দ নিয়ে একটু ধন্দ রইল, সে তো পুরাতন গানে থাকেই। অজস্র সাধুবাদ। আশ্চর্য যে প্রায় এই গানটিই শ্রীরামকৃষ্ণসাহিত্যে অজস্র শব্দান্তরে প্রচলিত, নীলকণ্ঠের গান বলে উল্লেখ দেখিনি, যদিও নীলকণ্ঠ শ্রীরামকৃষ্ণের পরিচিত ছিলেন, তাঁর 'শ্যামাপদে আশ নদীর ধারে চাষ' রচনা শ্রীরামকৃষ্ণের প্রিয় ছিল।

  • @sunilkumarghosal7635
    @sunilkumarghosal7635 2 месяца назад +1

    আহঃ কি সুন্দর গান, মন ভরে গেল।

  • @user-xk8uk4nn4v
    @user-xk8uk4nn4v 4 месяца назад

    আপনার গাওয়া গান মন ভালো করে দেয়।

  • @triptibiswas4628
    @triptibiswas4628 3 месяца назад

    অসাধারণ।

  • @user-xk8uk4nn4v
    @user-xk8uk4nn4v 4 месяца назад +1

    এমন গান শুনলে মন ভালো হয়ে যায়।

  • @reponkumarrupok2744
    @reponkumarrupok2744 Год назад +2

    এমন কোন কিছু নাই যা বলে মনের ভাব প্রকাশ করবো। এক কথায় রজনীকান্ত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর , নজরুল ইসলাম আমাদের আধাত্মিক জগতের গুরুদেব।

  • @saptadip1
    @saptadip1 2 года назад +1

    Aponi emon ekti gan upload korlen jar janno aponake sata sahastra koti pranam ar dhannobad janai!!!
    Joto bar ganti suni ek bindu holeo chokhe jal eshe jay!!!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ratnadiproy6067
    @ratnadiproy6067 4 месяца назад

    অসাধারণ

  • @sheulilahiry7232
    @sheulilahiry7232 8 месяцев назад

    অসাধারণ গায়কী। চোখে জল চলে এলো। হরিবল,হরেকৃষ্ণ।🙏🙏❤❤

  • @jayantimukharjee6015
    @jayantimukharjee6015 8 месяцев назад

    Beàutiful🙏🙏🙏🌹🌹🌹Dhañybad

  • @debsankarghosh9537
    @debsankarghosh9537 6 месяцев назад

    খুব সুন্দর,বাবার কাজ বাবা করেছে,এখন পালন করা আমাদের কাজ।

  • @kanchanadas1524
    @kanchanadas1524 3 месяца назад

    কত গান শুনিনি তাই ভাবছি।

  • @sagoralisadhu1767
    @sagoralisadhu1767 Год назад

    জয় গুরু 🙏 সত্যসঙ্গ দরবার শরীফের পক্ষ থেকে ধন্যবাদ 🌹

  • @tapanray1921
    @tapanray1921 8 месяцев назад

    Opurbo.Joy kali joy krishno bohu rupe vogoban

  • @amitaray9137
    @amitaray9137 Год назад

    কী অপূর্ব মাধুর্যে ভরা গায়কী!❤
    🙏🙏

  • @ritammukherjee3283
    @ritammukherjee3283 3 года назад +1

    Apurbo 💖🙏

  • @SanataniTheSpiritualWay
    @SanataniTheSpiritualWay 11 месяцев назад

    আহা!.... কী সুন্দর লাগলো!.... সঙ্গে গানের পুরো ইতিহাস... তোমাকে হৃদয়ের অন্তস্থল থেকে শুভকামনা ও ভালোবাসা জানাই ভাই.. খুব আনন্দে গান গেয়ে যাও... খুব ভালো থেকো ভাই আমার👌👌💐💐💕💕

  • @sambaransarkar5551
    @sambaransarkar5551 3 года назад +1

    অবিস্মরণীয়...

  • @subhochakraborty2869
    @subhochakraborty2869 3 года назад +1

    Ma amar je Krishno holo, Kali krishne ved ghuchilo... ei gan ti apnar konthe sunte chai. Anurodh roilo dada

  • @siddharth1920
    @siddharth1920 3 года назад +1

    সুন্দর সুন্দর 🙂🙂

  • @krishnadasgoswami7423
    @krishnadasgoswami7423 2 года назад

    RADHE RADHE

  • @sharmisthabanerjee2552
    @sharmisthabanerjee2552 3 года назад

    Apurbo Bhai

  • @ranamon9117
    @ranamon9117 Год назад

    আহা, হরি তুমি বিনে কে আছে আর!
    মঙ্গল হোক আপনার।

  • @apurbakumarghosh7955
    @apurbakumarghosh7955 Год назад

    Your interpretation of the song puts you way above the rest. Your style of singing brings out the intense spiritual appeal of the song, and is probably the only way to do justice to the composition of the noted lyricist .

  • @supratikbanerjee3447
    @supratikbanerjee3447 2 года назад

    অসাধারণ ♥️♥️

  • @MrYatindrakumar
    @MrYatindrakumar 3 года назад +1

    The illustration of Krishna which you used is made by me........thanks for using my illustration ....I am feeling blessed

    • @PKDutta
      @PKDutta  3 года назад +2

      Feeling happy to see you commenting here. I am mentioning your name in the description.

    • @MrYatindrakumar
      @MrYatindrakumar 3 года назад

      @@PKDutta thanks

  • @sourajitghosh7067
    @sourajitghosh7067 3 года назад

    Aha🤩😇

  • @shuvaday
    @shuvaday 3 года назад

    কত দিনে হবে এমন সুর সঞ্চার?🥺🥺🥺

    • @PKDutta
      @PKDutta  3 года назад

      হবে তো। না হয়ে যাবে কোথায়!

    • @shuvaday
      @shuvaday 3 года назад +1

      @@PKDuttaগুরু কৃপাহি কেবালাম

  • @dineshdasdinesh
    @dineshdasdinesh 2 года назад

    🙏

  • @MysticalMadness327
    @MysticalMadness327 2 года назад

    baah opurbo...ei version age shunini

  • @moumitabanerjee7038
    @moumitabanerjee7038 2 года назад

    পূজনীয় ,একটা অনুরোধ অনুরোধ করতে চাই,আপনি যদি খাম্বাজ রাগে সুরফাক্তা তালে "আজু শম্ভুহর নাচত ডমরু করে" যদুনাথ ভট্টাচার্যের লেখা এই গানটি শোনান ....

    • @PKDutta
      @PKDutta  2 года назад

      এই গানটি যে আমার জানা নেই।

  • @sujitghosh4519
    @sujitghosh4519 3 года назад

    তোমার কাছে অনেক গান শুনতে চাই।
    হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি.....
    শুনাবে?

    • @PKDutta
      @PKDutta  3 года назад +2

      গাওয়া আছে এই চ্যানেলেই। লিংক দিচ্ছি।

    • @PKDutta
      @PKDutta  3 года назад +2

      ruclips.net/video/WtL6r8j-j28/видео.html

  • @sandipbiswas7327
    @sandipbiswas7327 5 месяцев назад

    Speechless... Hate Krishna

  • @nilmonimukherjee5867
    @nilmonimukherjee5867 9 месяцев назад

    অসাধারণ