হাসির গল্প 🤣🤣 বেচারাম কেনারাম | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | Funny | Bengali Audio Story |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • কথক : সময়টা দুপুরবেলা। চারপাশ খাঁখাঁ রোদ্দুরে ঝকমক করছে। এমন সময় একখানা জামা রিপু করতে করতে কেনারাম চাকরকে তার মনিবের ঘর ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেল। মুখটা তার হয়ে আছে, একেবারে পেট-মোটা গোল হাঁড়ির মতোন। আপনমনে গজগজ করতে করতে সে বলল -
    কেনারাম : যাহ্, আবার একটু ছিঁড়ে গেল! ছুঁতেই ছিঁড়ে যায়, তা রিপু করব কি? কপাল করে একখানা মনিব জুটেছে বটে আমার! এই জামাটা দিয়েই যে ক’বছর কাটালেন! তিন বছর তো আমিই এইরকম দেখছি, আরো বা ক’বছর দেখতে হবে কে জানে বাপু। তবু যদি চারটে পেট ভরে খেতে দিত; তাও আর কই! সকালে মনিব চারটি ভাত খান, আমি ফ্যানটুকু খাই, রাত্তিরে তিনি হাঁড়ি চাটেন, আমি শুঁকি। তার উপর তাঁর নাকের শক্তি যা বেজায় ভয়ানক! ঐ তো সেদিন বাড়িওয়ালা এলেন, ভাড়ার টাকা চাইতে।
    আড্ডাবাজের আজকের নিবেদন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এর কলমে "বেচারাম কেনারাম"
    আজকের প্রশ্ন : “ আজকের গল্পে কেনারাম কোন বাদ্যযন্ত্র বাজিয়েছিলো”
    বিভিন্ন চরিত্রে:
    কথক - মলয়
    বেচারাম - প্রদীপ্ত
    কেনারাম - মলয়
    বাড়িওয়ালা - প্রদীপ্ত
    স্বর্গীয় দূত - মলয়
    বিচারক - প্রদীপ্ত
    চাপরাশী - প্রদীপ্ত
    script: Nargis Laila
    mixing: DEBDUTTA
    হাসির গল্প 🤣🤣 বেচারাম কেনারাম | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | Funny | Bengali Audio Story | #addabuzz chotoder galpo | ছোটদের গল্প
    keyword: goppo mir er thek , Bengali Audio Story, Addabuzz, Radio Milan, Horrorscope, Mir, biva cafe, detective, suspense, sherlock, byomkesh

Комментарии • 46