বাছুর গরু মোটাতাজাকরণ ঔষধ || বাছুর গরু মোটাতাজাকরণ খাবার || calf eating | কৃষি প্লাস | Krishi plus

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে মূলত বাছুর গরু মোটাতাজাকরণ ভিটামিন দেওয়া হচ্ছে। আপনারা মূলত বাছুর গরু জন্য তিন মাস আগে কোন ইনজেকশন দিবেন না। 3 মাস 6 মাস এর উপর গেলে আপনারা যে কোন মোটাতাজাকরণ ইনজেকশন ও কৃমিনাশক ইনজেকশন দিবেন। সঠিক সময় গরুর যত্ন ও পরিচর্যা করবেন। বাসুর গরুর যত্ন ভালো ভাবে নিবেন।
    গমের ভুসি 30%, খেসারি 10%, চলাভাঙ্গা 10%, বালি ২০%, তিলের খৈল ১০% ভুট্টা ভাঙ্গা 5 %, খনিজ লবণ ১%, ভিটামিন পাউডার 5%, ইত্যাদি।
    #বাছুর_গরুর_মোটাতাজাকরন_ওষুধ
    #বাছুরের_খাবার
    #calf_eat
    গরু মোটাতাজা করার জন্য গরু নির্বাচন, গরুর বাসস্থান নির্মাণ, কৃমি মুক্তকরণ, গরুর স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য খাওয়াতে হয়।
    সুষম খাদ্য খাওয়ানো: সঠিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ালে ষাঁড় বাছুরের ওজন প্রতিদিন প্রায় এক কেজি পর্যন্ত বাড়ে। ১০০-১৫০ কেজি ওজনের একটি ষাঁড় বাছুরকে প্রতিদিন ইউরিয়া প্রক্রিয়াজাত খড় ৩-৪ কেজি, সবুজ কাঁচা ঘাস ১০-১২ কেজি, চালের কুঁড়া ১ কেজি, গমের ভুসি ১.২৫ কেজি, তিলের খৈল ৪০০ গ্রাম, হাড়ের গুঁড়া ৫০ গ্রাম, লবণ ৫০ গ্রাম ও ঝোলাগুড় ২৫০ গ্রাম খাওয়াতে হয়। পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। ইউরিয়া ও খড় প্রক্রিয়াজাত করার ৭ দিন পর খাওয়াতে হবে। অন্যথায় বিষাক্ততা দেখা দিবে। এক বছরের কম বয়সের বাছুর কে ইউরিয়া খাওয়ানো যাবে না। অন্য কোনভাবে ইউরিয়া খাওয়ানো যাবে না।.......
    ...............................................
    গরু মোটাতাজাকরণ ঔষধ তালিকা..................
    ...........…....
    গ্রোথ হরমোন বা স্টেরয়েড বা এন্টিবায়োটিক ছাড়াও জৈব পদ্ধতিতে শুধু সুষম খাদ্য ও হজম শক্তি বৃদ্ধি কারক ঔষধ খাওয়ায়ে গরু নিরাপদ ভাবে মোটাতাজাকরণ খুব সহজেই করা যায়। এ সকল ঔষধ গবাদিপশু ও মানুষের জন্য নিরাপদ। আপনারা চাইলে উন্নত দানাদার খাদ্য ও এর পাশাপাশি নিম্নক্ত গরু মোটাতাজাকরণ ঔষধ গুলি নিয়োম মেনে খাওয়ালে ভালো গ্রোথ পাবেন। আর এজন্য কনো হরমোন বা এন্টিবায়টিক ব্যবহার করতে হবে না।
    প্রোবায়োটিকস, প্রিবায়োটিকস ও মিনারেল সাপ্লিমেন্টস
    লিভার টনিক---------------
    গরু মোটাতাজাকরণ ঔষধ এর মধ্যে লিভার টনিক অন্যতম। মোটাতাজাকরণের গরু কৃমি মুক্ত করণের পর পর বা যেকোন সময় গরুকে এই লিভার টনিক খাওয়ানো যায়। লিভার টনিক গরু মোটাতাজা করণে ও গরু সুস্থ্য রাখতে দারুন কাজ করে। গরুর খাদ্য হজম থেকে শুরু করে মাংষ উৎপাদন পর্যন্ত অনেক অতি সুক্ষ কাজ করতে সরাসরি গরুর লিভার অংশ গ্রহণ করে। গরুর এই লিভার লালো থাকলে গরুর শরীরের সকল জৈবিক কার্যকলাপ তরান্বিত হয়। ফলে গরু থেকে অধীক উৎপাদন সম্ভব হয়। নিম্নে কিছু লিভার টনিকের নাম দিচ্ছি আপনি চাইলে যেকোন একটি এক বা একাধিক বার খাওয়াতে পারেন।
    1. হেপাএমাইন ১০০ মিলি (এসিআই এনিমেল (হল্থ)
    2. লিভা ভেট ১০০ মিলি (স্কয়ার)
    3. লিভাটন ১০০ মিলি (গ্লোব ফার্মাসিটিক্যালস)
    4. সুপারলিভ ১ লিটার (এবিআই)
    5. রেনালিভ ১ লিটার (রেনাটা)
    গরুর হজম শক্তি বৃদ্ধি কারক ঔষধ...…......................
    গরু মোটাতাজাকরণ করতে অবশ্যই গরুর হজম শক্তি ভালো করতে হবে। পারিবারিক খামারগুলোতে দেখা যায় ছোট গরুকেও অধীক পরিমান স্টার্চ জাতীয় খাদ্য যেমন ভাত প্রদান করে এতে গরুর পাকস্থলির কার্যকারিতা কমে যায় বা হজম ক্ষমতা কমে যায়। নানা কারনে গরুর হজম ক্ষমতা কমে যেতে পারে তাই সবসময় হাতের কাছেই এসকল হজম শক্তি বুদ্ধিকারক ঔষধ রাখতে হয়।
    এপিটাইজার- জাইমোভেট, ডিজিমিক্স, হারবাটপ ইত্যাদি
    ইনজেকশন- ক্যাটাফস, এ-সল ইত্যাদি
    প্রোবায়টিক- বায়োলাক, এসিলাক প্লাস, বায়োগাট ইত্যাদি
    সুষম খাদ্য সরবরাহ
    মোটাতাজাকরণ গরুকে সুষম দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। গরুর মোট খাদ্য চাহিদার ৪০ শতাংশ দানাদার খাদ্য সরবরাহ করলে ভালো ফলাফল পাওয়। বাকী ৬০ শতাংশ রাফেজ বা আঁশ জাতীয় খাদ্য সরবরাহ
    এগুলো জৈব পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ ঔষধ। প্রোবায়োটিকস, প্রিবায়োটিকস ও মিনারেল সাপ্লিমেন্টস গরুর পাকস্থলির মাইক্রোফ্লোরা ও উপকারি ব্যাকটেরিয়ার উন্নতি ঘটায় বা সংখ্যা বৃদ্ধি করে।
    #বাছুর_গরু_মোটাতাজাকরন

Комментарии • 129