খাইতে খাইতে শেষ পর্যন্ত দোকানটাও খেয়ে ফেলছে | Doyel Agro

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 3,4 тыс.

  • @NewBangladesh123
    @NewBangladesh123 2 года назад +1338

    ভাই দেখে খুব খারাপ লাগলো, 😥 ছেলেটাকে প্রথম দুইটা ভিডিওতে দেখে আমিও ভাবছিলাম হয়তো সে কিছু করতে পারবে কিন্তু শেষ মেশ যে এমন কিছু ঘটবে এটা খুবই দুঃখের বিষয়। শুধু ছেলেটার দোষ দিয়ে লাভ নাই হয়তো তার বাবা মার কথা মতোই এসব হইছে। আরেকটা কথা আমি কিছুদিন আগেও বলেছি এই এলাকার মানুষ গুলো খুব বেশি সুবিধার না।আপনি তাদের একের পর এক উপকার করতেই থাকবেন আর ওরা সুযোগ বুঝে পেছনে পেছনে আপনার ভালো না চেয়ে ক্ষতিই চাইবে।

    • @jonakiislam7051
      @jonakiislam7051 2 года назад +46

      সত্যি দেখে খুব খারাপ লাগছে

    • @walid3603
      @walid3603 2 года назад +17

      Manus ato kharap hote pare

    • @BdNews34s
      @BdNews34s 2 года назад +13

      ১০০% Right bro

    • @sohelsopnavlog
      @sohelsopnavlog 2 года назад +10

      Right...onek karap laglo dekya.

    • @shirin3249
      @shirin3249 2 года назад +6

      একদম

  • @musficanasrin7607
    @musficanasrin7607 2 года назад +316

    নিজের অনেক কষ্টের টাকা দিয়ে যখন কাউকে হেল্প করি তারপর থেকে সে পাগল ভাবতে শুরু করে। তারপর নানা অছিলায় টাকা নিতে চাই। তখন এত কষ্ট লাগে।

  • @wasmiah3778
    @wasmiah3778 2 года назад +581

    ভাই আপনি সাবধানে থাকবেন বাড়ি বাড়ি গিয়ে কাউকে সহযোগিতা করবেন না মানুষ কে উপকার করলে মানুষ বুঝতে চায় না,,,আপনি আমাদের টাংগাইলের গর্ব দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে আমিন।

    • @mdmozibur3053
      @mdmozibur3053 2 года назад +2

      ঠিকই

    • @MI-yo8bg
      @MI-yo8bg 2 года назад

      Tnq🥰

    • @Md-rh1ie
      @Md-rh1ie 2 года назад +3

      সহযোগীতা করবেন না

    • @bipulmaker244
      @bipulmaker244 2 года назад +2

      ওদের এতো ভাল করলেন ও রাজি তো ভালো চায় নাই ওদেরকে আর কোন কিছু দেওয়ার কোন প্রয়োজন নাই মানুষ যেটা চাই ওরা সেটা নিতে যে আসলে এতটা আগ্রহ না ওরা যেটা ভাব ছিল যে আপনি দিবেন আরও রাখিতে থাকবে ঠিক আছে তবে মানুষ বুঝে আসলে মানুষকে দেওয়ার নিয়ম ওদেরকে দেশের আসলে একটু জাস্টিফাই করার দরকার ছিল ঠিক আছে ও বলল যে কামলাদের টাকা পয়সা দিয়েছে তারমানে তোদের অনেকই আছে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ

    • @kidskiddingtime4126
      @kidskiddingtime4126 2 года назад +1

      জীবন এ প্রথম আমি কোন কমেন্ট করলাম,,,,, দিয়েন না,,

  • @arifulkhalifa
    @arifulkhalifa 2 года назад +21

    সিরিয়ালে একের পর এক ভিডিও দেখতেছিলাম, শেষে এই পরিস্থিতি হবে আশা করিনাই। সত্যি মনটা খারাপ হয়ে গেলো😔

  • @mohamodismail7461
    @mohamodismail7461 2 года назад +179

    অনেকটা দুক্ষ তো পাইছি সাথে হতাশ ও হইছি এই ভিডিও টা দেখে
    যা আগে কখনো হইনি।
    দুনিয়ায় একমাত্র বাংগালী জাতি আছে
    উপকারের কোনো ফল দেয়না।
    সেই কারণে এই জাতির কোন উন্নতি নাই।
    ভাই আপনার জন্য দোয়া রইলো আল্লাহ আপনাকে ভালো এবং সুস্থ রাখুক। আমিন

    • @dolly9773
      @dolly9773 2 года назад +1

      Bai right kotha bolchan

    • @mohamodismail7461
      @mohamodismail7461 2 года назад +1

      @@dolly9773 ধন্যবাদ আপনাকে
      এই বাংগালী জাতির প্রতি আমার খুব রাগ
      যদিও আমি নিজেও বাংগালী

    • @sabrinaazmal3280
      @sabrinaazmal3280 2 года назад +1

      এই জন্য আমরা কোন দিন,কখন ও এগোতে পারি না আর পারবো ও না। আসলে আমরা খুব খারাপ ।আজ খুব কষ্ট লাগলো ভিডিও টা দেখে ।USA

    • @mohamodismail7461
      @mohamodismail7461 2 года назад +1

      @@sabrinaazmal3280 জি আপনাকে ও ধন্যবাদ
      আল্লাহর কাছে চাওয়া এই জাতির নামের মানুষগুলা কে হেদায়েত করুক আর এই দুনিয়ায় মায়ায় না পরে পরকালের মায়ায় পরুক
      এই এটুকুই চাওয়া। Malaysia

    • @imranmolla0345
      @imranmolla0345 2 года назад +1

      আবার দেওয়া ঠিক হবে না।

  • @Ssplinkon
    @Ssplinkon 2 года назад +190

    দোকানে মাল উঠাই দেওয়া তো দূরের কথা, দোকান যে সারাইছে, সেটা যদি উদ্ধার করে নিয়ে অাসেন, সবচেয়ে খুশি হবো 👉☝️

    • @AbdurRahman-ly9ys
      @AbdurRahman-ly9ys 2 года назад +14

      মানুষ চিনে সাহায্য করার চেষ্টা করবেন!
      এরা আপনার কাছ থেকে টাকা খাওয়ার ধান্ধায় আছে!
      কিছু কিছু মানুষ আপনাকে বোকা ভাবে,,
      ওরা মনে করে তারাতারি দোকান খালি করলেই আবার আপনি দোকান মালামাল দিয়ে ভরে দিবেন।
      অসহায় মানুষকে সাহায্য করেন ভাই।
      লোভী আর সুযোগ সন্ধানী মানুষকে সাহায্য কইরেন না।

    • @mahafuzmollah143official2
      @mahafuzmollah143official2 2 года назад +1

      হুম

    • @jannatulferdaus-uk8tt
      @jannatulferdaus-uk8tt 2 года назад +1

      ১০০% সত্য কথা।।।।

    • @s.m.limonsardar
      @s.m.limonsardar Год назад

      Right!

    • @SojibMolla-rl8ki
      @SojibMolla-rl8ki Год назад

      এরোকম মানুষকে ওপোকার না করাই ভালো।কারন জারা ওপোকাড়ের মুউল্লো বুজে না ।আমার ভিডিওটা দেখে খারাপ লাগলো তাই বল্লাম

  • @hihi-cv6rs
    @hihi-cv6rs 2 года назад +1

    ধন্যবাদ ভাই আপনার মহৎ উদ্দেশ্যোর জন্য আমি আপনার ভিডিও তে নিয়মিত লাইক করি

  • @parveztanbin
    @parveztanbin 2 года назад +88

    এলাকার একটা মানুষ ও ভালো না,,,কৃতজ্ঞতা তো শিকার করেই না,,,দোকান ওদের আর দিবেন না,,,মানুষকে আসলেই ১বারের বেশি সুযোগ দেওয়া অনুচিত

    • @SaifulIslam-pz2ft
      @SaifulIslam-pz2ft 2 года назад +2

      ভাই ওরা আপনাকে ব্যবহার করছে....
      দোকান টা অন্য কাউকে দিয়ে দেন।

    • @amirpabel2558
      @amirpabel2558 2 года назад +1

      Right

    • @unpredictable5251
      @unpredictable5251 2 года назад +1

      Right 👍

  • @piapia118
    @piapia118 2 года назад +65

    আজকে অনেকদিন যাবৎ আপনার ভিডিও দেখছি তবে এই ভিডিওটি দেখার পর একটা কথা বলি গ্রামের এমন অনেক মানুষ আছে যারা আপনার খেয়ে আপনার পড়ে পিছনে আপনারই বদনাম করবে আবার এমন অনেক মানুষ আছে যারা সত্যি আপনাকে ভালোবাসবে এখন একটা জিনিস বুঝতে পারি নিম্ন শ্রেণীর মানুষ আমরা যতই কাছে টানি না কেন তাদের বৈশিষ্ট্য কখনোই যাবে না কথাটা শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি পরিস্থিতি দেখে দেখে বুঝতে পেরেছি এসব মানুষদের আপনি যতদিন দিবেন ততদিন ভালো থাকবেন একদিন যদি বলেন দিতে পারব না তাহলে আপনি যে এতদিন দিয়েছেন তার শুকরিয়া অনেক মানুষই করবেনা কথাগুলো খারাপ শোনালেও এটাই সত্যি

  • @mubarakhossen
    @mubarakhossen 2 года назад +91

    খুবই দুঃখজনক। এত টাকা খরচ করে দোকান করে দিল। আর সেই কিনা দোকান উদাও।

  • @AbdullahAlmamun-xi9dt
    @AbdullahAlmamun-xi9dt 2 года назад +121

    ভাই সাহায্য করার আগে ভালভাবে খোঁজ নেবেন। সুযোগ সন্ধানীদের সাহায্য না করাই উত্তম। ভিডিও টা দেখে খুব রাগ হচ্ছে ওদের উপর 😡

    • @mirnayeem7368
      @mirnayeem7368 2 года назад +1

      ঠিক কথা

    • @কাঠঁগোলাপ-ভ৯ত
      @কাঠঁগোলাপ-ভ৯ত 2 года назад +2

      এরা এমন ই সব খাওয়া শেষ আর কোন কথা নাই, এখন দেখবেন উনি তাদের কাছেই খারাপ হবে এখন, কারণ টাকা দিলে ভালো এদের,

  • @mohammadsujansarder2470
    @mohammadsujansarder2470 2 года назад +5

    দুই একজন মানুষের কারনে অনেক মানুষ সাহায্য থেকে পাবে না,,সালাম ভাই আপনার কথা কি বলবো,,আমি নিজেই কষ্ট পেয়েছি

  • @jakerulislam6682
    @jakerulislam6682 2 года назад +80

    চেষ্টাই সফলতার চাবি কাঠি,,,
    শুধু অন্যের কাছথেকে সাহায্য নিলেই হবে না,,
    নিজের চেষ্টা থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়,

  • @sunsmile5896
    @sunsmile5896 2 года назад +77

    ভাইজান এলাকার মানুষ গুলো কে যতই দেখছি ততই দিন কি দিন অবাক হয়ে যাচ্ছি।। ভাইজান আপনি অনেক অনেক করতেছেন ওদের জন্য আমরা তা দেখতেছি অনেকদিন ধরে। মনে হয় এলাকার মানুষ গুলো কখনো শোধরাবে না

  • @Foysal-jj5zr
    @Foysal-jj5zr 2 года назад +9

    যাদের সহযোগিতা করলেন সবাই কমবেশি এমন ই করলো দেখলাম যাইহোক অনেক ভাল কাজ করেন আপনি🤗

  • @alaminhossain-ll3mk
    @alaminhossain-ll3mk 2 года назад +132

    আসলে আমরা বাঙ্গালী আমাদের স্বভাব টাই হচ্ছে এরকম, বাঙালি কোনদিন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে না। ওই ছেলেটাকে আর সাহায্য করবেন না, যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে।

    • @juniedtazrian593
      @juniedtazrian593 2 года назад +1

      Sob bangali r dosh die lav nai oi jaigai apni thakle apni joto okritoggo lovi hoten same kaj korten.

    • @educationalsubject7693
      @educationalsubject7693 2 года назад

      Right

    • @NOT_MOUNT_7
      @NOT_MOUNT_7 2 года назад

      দয়া করে ছোট বাচ্চাকে দোষ দেবেন না। এমনকি কেউ যে খুব বেশি সাহায্য করছে সে সম্পর্কেও তার বোধগম্যতা নেই। গাইডেন্স ছাড়া একটি শিশুর কাছ থেকে আপনি কী আশা করেন?
      আপনি কি মনে করেন সে একটি ব্যবসা চালাতে পারবে?
      আমি অবশ্যই এই চ্যানেলের মালিককে দোষ দিচ্ছি না. এই চ্যানেলে তিনি যা কিছু করেন তার জন্য তাকে স্যালুট জানাই। এ কারণেই আমরা তার ভিডিও দেখি এবং তার ভক্ত।
      তবে এই ছোট্ট বাচ্চাটিকে তার পরিবারের দ্বারা সমর্থন করা উচিত ছিল।
      একটি ছোট রাস্তার দোকান, পাশে একটি চায়ের দোকান, সাফল্যের জন্য নির্ধারিত বলে মনে হয়েছিল। এটা একটা রূপকথার গল্পের মতো মনে হয়েছিল। কিন্তু শেষ ফলাফল দুর্ভাগ্যজনক।

  • @sultanaferdous1480
    @sultanaferdous1480 2 года назад +73

    এরা অলস এদের মতো মানুষকে সাহায্য করা উচিত হবে না তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল সামনে এগিয়ে যাও ভালো থেকো আমিন।

  • @sadmanaljain1999
    @sadmanaljain1999 2 года назад +7

    ভাই অনেক ইচ্ছা আছে আপনার পরিবার এর সাথে দেখা করার😊

  • @mdshahinislam2887
    @mdshahinislam2887 2 года назад +41

    কারোর ভাগ্য অন্য কেউ পরিবর্তন করতে পারে না, যতক্ষণ না সে নিজে পরিবর্তন হওয়ার ইচ্ছা ও চেষ্টা না করে।

    • @lipavlogs6614
      @lipavlogs6614 2 года назад

      Na vai tader agroho nai kotha sune bujha jay, just apnar tk khabar dhanda

  • @mizanmostafa902
    @mizanmostafa902 2 года назад +22

    ইন্জিনিয়ার সাহেব আপনি দয়ালু কিন্তু মানষ তা বুজতে চায়না তাই আপনাকে বলি ভাই আপনি পতি সপ্তাহে একবার গরিবের খাবার আয়োজন করেন তাতে খুব খুশি হব সবাই

  • @mdnazrul9130
    @mdnazrul9130 2 года назад +4

    দোকানের আপডেট ভিডিওর জন্য অধীর অপেক্ষা ছিলাম সেস পযন্ত দেখে আমি নিজেও বোদাই হয়ে গেলাম ।

  • @mdmuslimuddin6991
    @mdmuslimuddin6991 2 года назад +69

    খুবই দুঃখজনক। সালাম ভাইয়ের উপকারের এটাই কি প্রতিদান? কিছু কিছু মানুষ আছে যারা ফ্রীতে পেলে সেটার মূল্যায়ন করে না। আবার কিছু মানুষ আছে যারা একটু সহযোগিতা পেলে আনেক কিছু করে দেখায়। ছেলেটির পরিবারের উচিত ছিল তাকে দোকান চালানোর উৎসাহ দেওয়া। তারাই যদি এরকম করে তাহলে চলবে কি করে।

  • @soburkhan2961
    @soburkhan2961 2 года назад +46

    অন্ধ শহরে আয়না বিক্রি করে কোন লাভ নেই ভাই আপনি যে জায়গায় থাকেন এই জায়গার মানুষ মনে হয় বেশি সুবিধাজনক না দান করেন মানুষ চেনে দান করবেন ভাই আপনার ভিডিও 2 বসর জাবত দেখি আমি আপনার জন্য দোয়া রইল ধন্যবাদ❤❤❤

  • @SohelysCreation
    @SohelysCreation 2 года назад +3

    মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে উওম বিনিময় দান করুক আমিন সুম্মা আমিন

  • @login3457
    @login3457 2 года назад +36

    আপনার আসেপাশের বেশিরভাগ লোকজন ছোটলোক। ব্যাতিক্রম একমাত্র আপনি। আপনার জন্য শুভকামনা 💐🎉❤

  • @pakhicookingchannel6124
    @pakhicookingchannel6124 2 года назад +40

    ঠিক বলছেন ভাইয়া মানুষ চেনা অনেক কঠিন।

  • @bdlifeandhobby257
    @bdlifeandhobby257 Год назад +1

    আমাগো এতো সুন্দর দেশ, শুধু মানুষ গুলাই খেছ। ভালো মন্দ নিয়েই আমার সোনার বাংলাদেশ।

  • @taniasultana153
    @taniasultana153 2 года назад +47

    ভাই সব সময় আপনার ভিডিওগুলি দেখি আজ কমেন্ট না করে পারলাম না, আসলে গরিবের বুদ্ধিও গরিব।

    • @TRSMultimedia1
      @TRSMultimedia1 2 года назад +4

      ঠিক কথা

    • @mdbipul5800
      @mdbipul5800 2 года назад +2

      ফকিন্নি যখন বড়লোক হয়ে যায় তখন তার চিন্তা ভাবনা ওই ফকিন্নির মতোই রয়ে যায়😡

    • @mdbipul5800
      @mdbipul5800 2 года назад +1

      @@TRSMultimedia1 হ্যালো ভাই এই কমেন্ট টা তে ঠিক কথা কি বলছে একটু কষ্ট করে কমেন্টের উত্তর দিয়ে যাবেন
      আর যদি না দেন তাহলে বোঝাবো দালালি করতে আসছেন

  • @sonothroy3404
    @sonothroy3404 2 года назад +47

    বলার মত কিছু ভাষা নেই ভাই।
    যার জন্য এত কিছু করলেন সে তো এখন আপনাকে মূল্য দিচ্ছে না।
    মনে হয় আর তাদেরকে সাহায্য করা ঠিক হবে।। না।
    আগের ভিডিও ২টা দেখছিলাম খুব ভালো লাগছিল.
    কিন্তু এই ভিডিওটা দেখে খুব কষ্ট পেলাম

  • @mr.faisal2005
    @mr.faisal2005 2 года назад +7

    দুঃখজনক!
    বিবেকহীন মানুষের কান্ড এরকমই হয়।

  • @mamatabiswas7160
    @mamatabiswas7160 2 года назад +23

    ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি তোমার প্রত্যেক টা ভিডিও দেখি তুমি সবাই কে নিজের ভাবো কন্তু ঐ মানুষ গুলি বদমায়েস ওদের থেকে দুরে থাকো,, দান যদি করবে মড়জিদে কিংবা ফুট পাতে কত ভিকারি ওদের চিহিদা কম কিন্তুু দোয়া পাবে হাজার হাজার 🌹🌹🌹🌹👍👍

  • @SaraAli33136
    @SaraAli33136 2 года назад +28

    এই এলাকার মানুষগুলো কেমন জানি
    যাদের উপকার করেন দেখি কারো ভিতরেই কোনও সম্মান নাই কেমন জানি মনে করে নিজেদের

  • @NirobHasan-n2z
    @NirobHasan-n2z Год назад

    আমি সৌদি আরব থেকে অনেকদিন যাবৎ আপনার ভিডিও দেখি আপনাকে ফলো করি আপনার ভালো কাজের জন্য কিন্তু কখনো কমেন্ট করেনি এই ভিডিওটা দেখে কমেন্ট করলাম।

  • @ShafiqulIslam-qx4km
    @ShafiqulIslam-qx4km 2 года назад +35

    সামর্থের চেয়ে বেশি পেয়ে গেছিল।। আর ভাই একটা রিকোয়েস্ট নিজে থেকে এভাবে কাউকে কিছু দিয়েন নাহ। লোভে পড়ে যায় এরা।কিছু মানুষ আছে আপনি তাদেরকে যতই দিবেন শুধু চাই আর চাই

  • @jannatfarazi8293
    @jannatfarazi8293 2 года назад +106

    এদের দেখে মানবতার দিক থেকে দুই পা পিছিয়ে যেতে হয়............কিছু দিন যাবত ধরে এসব মানুষের ব্যবহার দেখে খুব খারাপ লাগলো...... এরা কেন এমন বুঝে ই আসে না............ তবুও ভাইয়া আপনি চালিয়ে যান আপনারা কাজ... দোয়া করি আল্লাহ তায়ালা এর রহমতে আপনার ভালো হোক ❤️❤️❤️❤️❤️❤️

  • @ridoymia2824
    @ridoymia2824 2 года назад +1

    ভাই আপনার বিডিও আমি সব দেখি ওকে আর একটা সুযোগ দেন ভাই

  • @tayuborrahman3025
    @tayuborrahman3025 2 года назад +63

    ভাইজান আমার মনে কথা তুলে ধরলাম ,,, তাদেরকে আর সুযোগ দেওয়া ভালো হবে না ধন্যবাদ।

    • @inspirationfc5431
      @inspirationfc5431 2 года назад

      হু

    • @kawsarahmed7786
      @kawsarahmed7786 2 года назад +2

      আমিও এক মত সুযোগ দেওয়া উচিত হবে না। বেইমান মানুষ

    • @md.safiulazam4927
      @md.safiulazam4927 2 года назад

      আপনি মা বাবার কাছে যান

  • @jfjosna412
    @jfjosna412 2 года назад +30

    কতো কিছু করলেন ওদের জন্য,, কিন্তু এর বিনিময়ে এই প্রতিদান দিলো😢😢

  • @MDNasir-sc5uq
    @MDNasir-sc5uq 2 года назад +1

    ভাই আমাদেরও মন অনেক খারাপ হওয়া গেলো ভিডিওটি দেখে।ভালো থাকবেন ভাই

  • @mamabangladeshi3392
    @mamabangladeshi3392 2 года назад +33

    আপনার ওখানকার মানুষ যারা আছে সবাই আপনার উপকারী দিকটাকে তাদের সম্বল করে যে যেভাবে পারছে আপনাকে ভাংগিয়ে নিচ্ছে
    কথাটা খারাপ লাগবে তবুও এটাই সত্য

  • @kamrulhassan2946
    @kamrulhassan2946 2 года назад +21

    ভাই ভিডিওটা দেখার পর অনেক হাসলাম কারণ খাইয়া সব শেষ

  • @sumiakter3797
    @sumiakter3797 2 года назад

    গরিব মরে গরিবের দোষে হায়রে আল্লাহ মাফ করেন

  • @MDFoysal-ey4rr
    @MDFoysal-ey4rr 2 года назад +83

    স্যার, আমি আপনার সাথে সহমত। মানুষকে খাওয়ায়ে পেট ভড়ানো যায়। কিন্তু দিয়ে মন ভরানো যায় না! যেহেতু আপনি আগে এক এর অধিক বার জিনিসপত্র কিনে দিয়েছেন, কিন্তু রাখেনি। সেই ভিত্তিতে আগামীতে না দেওয়াই ভালো।
    উপকার তাদেরকেই করেন যারা সেটার মূল্যায়ন করবে।

  • @husainb7472
    @husainb7472 2 года назад +9

    ভাই এই গ্রামের মানুষগুলো আসলেই স্বার্থপর।আপনার উপকার আপনি গরিবদের করেন যাদের কর্ম করার ইচ্ছা আছে।

  • @arityadakua1169
    @arityadakua1169 2 года назад +6

    আসলে আপনি দরকারের থেকে বেশি করেছেন, কাউকে বেশি সাহায্য করলে ব্যাক্তি নিভরশীল হয়ে পরে। 🙏

  • @himanijoydev2763
    @himanijoydev2763 2 года назад +15

    দাদা আপনি দোকান টা ওন্য কাওকে দিয়ে দাও 🙏🙏
    Love from west Bengal 🙏❤

  • @mdsaifulislam7381
    @mdsaifulislam7381 2 года назад +17

    ভাই আপনিও কত সুন্দর করে দোকানটা দিয়ে দিয়েছিলেন আজ দোকানটা 0 দেখে অনেক কষ্ট লাগলো

  • @belalhossain8941
    @belalhossain8941 2 года назад +1

    ভাই জান আপনার কথা প্রতিটি সত্যি মানুষকে পেট বরানো যায় মন বরানো যায় না

  • @samiul2027
    @samiul2027 2 года назад +43

    উপকার করলে কেউ মনে রাখেনা এটাই স্বাভাবিক 😔😔

  • @wahidwahid7557
    @wahidwahid7557 2 года назад +35

    আর একটা কথা বলতে চাই ভাইয়া।।।। যারা লোক হিসাবে ভালো নয় তাদের কে মোটেও হেল্প করবেন না।।।।ভাল মানুষ আর শিক্ষিত মনোভাবের মানুষ কে হেল্প করবেন তাতে আপনি নিজে সমালোচনা থেকে ও সকল বিষয় থেকে বাচবেন।।।আমরা খুবই চিন্তিত আপনার শত্রুর সংখ্যা বেডে যাচ্ছে।।। এই জাতীয় মূখ্য আর অসৎ লোকেরা সার্থের টান পরলেই শত্রু ভাবা শুরু করবে।।

  • @mduzzal9129
    @mduzzal9129 2 года назад

    আসসালামু আলাইকুম ভাই মানুষ বড়ই স্বার্থপর উপকারে কথা অতি তাড়াতাড়ি ভুলে যায়

  • @lamiabinteshamshuddin9824
    @lamiabinteshamshuddin9824 2 года назад +42

    কতো বড় অকৃতজ্ঞ মানুষ । মানুষের চেহারা দেখে বুঝা যায় না , কতো খারাপ ভাই । রাগে আমার চোখে পানি চলে আসছে ।। ভাই আপনার ভিডিও দেখে দেখে আমি মানুষ চিন্তেসি । ভাইয়া অসংখ্য ধন্যবাদ , আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক 💗

  • @ohforhad2779
    @ohforhad2779 2 года назад +16

    কষ্ট ছাড়া কোনো কিছু পেয়ে গেলে
    তার মর্ম বুঝেনা

  • @zarakhan14620
    @zarakhan14620 Год назад +1

    Prothom 2 ta vdo deikha koto vlo lagcilo...but picchi taree deikhao amr sarthopor e mone hoicilo...jak Allah apnar valo korbe

  • @marufamonia9563
    @marufamonia9563 2 года назад +11

    ঐ এলাকার মানুষ গুলো এই রকম স্বার্থপর হয় 😢 ভাই আপনি কিভাবে ওদের মাঝে টিকে আছেন

  • @mdshamimhossain616
    @mdshamimhossain616 2 года назад +62

    ছেলেটা যখন নিজের ভুল বুঝতে পারবে তখন তাকে সাহায্য করবেন, কিন্তু এখন আর না।

  • @bdlifeandhobby257
    @bdlifeandhobby257 Год назад +1

    আপনার চিন্তা ভাবনা ঠিকই আছে, আপনি একজন শিক্ষিত মানুষ আমি বিশ্বাস করি আপনি আরো ভালো কিছু করবেন। লাভ ইউ ভাই।

  • @nasirulislamnasir3864
    @nasirulislamnasir3864 2 года назад +45

    আমরা সাধারণ মানুষ অনেক কষ্ট ও সময় ব্যয় করে আপনার অনুষ্ঠান গুলো দেখি মানসিক তৃপ্তি পাই এবং আপনার জন্য দোয়া করি ।। পিচিচ ও তার দাদার কম'কান্ড দেখে আপনার মতো সেম আমরাও ব্যথিত ...এদের কে আর দান কইরেন না..প্লিজ

  • @tkmk99
    @tkmk99 2 года назад +16

    কোন মতেই এদের আর সাহায্য করা ঠিক হবেনা, তাহলে আরো অলস হয়ে যাবে.আল্লাহর রহমত সব সময় আপনার পরিবারের সাথে থাক🦋

    • @ruhelislam3762
      @ruhelislam3762 2 года назад +1

      Let them to do hard work by themselves.

  • @mdkawsar-fn9hn
    @mdkawsar-fn9hn 2 года назад

    ভাই আপনার থেকে আমার অনেক কষ্ট লাগছে এরা বড় সার্তপর এদের থেকে অনেক দূরে থাক বেন

  • @abdulkabir801
    @abdulkabir801 2 года назад +7

    It's experience that discovers the vast field of knowledge the more one learns the more he gains but you can't.Knowledge is unlimited.

  • @jiniajiniaaktar7368
    @jiniajiniaaktar7368 2 года назад +7

    ভাই এমন মানুষকে সাহায্য করবেন,, শেষে যেন প্রতিদান দেই।।।।

  • @mdsumonali364
    @mdsumonali364 2 года назад +2

    ভাই আপনি অনেক ভালো মনের একটা মানুষ

  • @ahmedmonjuralahe3057
    @ahmedmonjuralahe3057 2 года назад +25

    যে নিজের ভাগ্য পরিবর্তন করতে না চায় তাকে আপনি আর কত করবেন

  • @prosantobabu5690
    @prosantobabu5690 2 года назад +25

    না ভাই আর দিয়েন না ওরা আবারো খেয়ে ফেলবে কারন ওরা না চাইতেই পেয়েছিলো তাই গুরুত্ব দিলো না।

  • @dailylifesaudi
    @dailylifesaudi 2 года назад

    আগের ভিডিও গুলো দেখে আর এই ভিডিও দেখা হতাশ হলাম

  • @savatasmimsavatasmim2249
    @savatasmimsavatasmim2249 2 года назад +31

    টাকা পেলে মানুষ আর আগের দুঃখের কথা মনে রাখে না এখন কাউকে বোঝা অনেক টাপ বেপার,,, ভাইয়া এদের কে আর টাকা দিয়েন না,,, কারণ টাকা দিলে আবার লোভ এ পরে সব টাকা আগের মতো নষ্ট করে ফেলবে

  • @futantamahadi8321
    @futantamahadi8321 2 года назад +12

    কোন ভুক্ত ভোগীকে দান করবেন।
    আগ বাড়িয়ে কিছু করলে এমনি হয়।
    আপনার কাছে সহজেই যারা পেয়ে যাবে তারা কোনদিনও কৃতজ্ঞ থাকবেনা।
    এদের আর সাহায্য করার প্রশ্নই উঠেনা।

  • @akibhasan9043
    @akibhasan9043 2 года назад +5

    বাংলাদেশের মানুষের উন্নয়ন!! সেটাতো এক মরিচিকা. আপনার চেষ্টার কোনো কমতি ছিলোনা কিন্তু তাদের নিজেদের মাথা নিয়ে নিজেরই মাথা ব্যাথা নেই. পরবর্তিতে এদের আবার সুযোগ না দেয়াই ভালো মনে করছি. আমেরিকা থেকে আপনার এবং ভাবীর ভ্লগগুলো দেখি. আপনাদের জন্য শুভকামনা রইলো.

  • @tanzilmondol4381
    @tanzilmondol4381 2 года назад +11

    ভাই বলার মতো কোন ভাষা নাই অনেক কষ্ট পেয়েছি 😭😭😭😭 দোকান টা দেখে। আমি ভেবেছিলাম ছেলেটা খুব কর্মট হবে ভবিষ্যতে কিন্তু না ভুল বুঝে ছিলাম।

  • @mdshorifulislam50
    @mdshorifulislam50 2 года назад +23

    ভাই এদেরকে আর স্যাহায করবেন না আর দোকাটাও কোনো গরিবদের দেবেন কারন এইছেলের মধ্যখালি অহংকার

  • @saifahmed5879
    @saifahmed5879 2 года назад

    যে যাই বলুক না কেন আমি শুধু তারা কে দেখার জন্য প্রতিটা ব্লগ দেখি...কারণ তার সৌন্দর্যে আমি মুগ্ধ

  • @jalilshikder7864
    @jalilshikder7864 2 года назад +54

    এই ধরনের অকৃতজ্ঞ মানুষদের সহযোগিতা না করাই ভালো। কারণ এই ধরনের মানুষ পরে শত্রু হয়।

  • @shojulfunyt9226
    @shojulfunyt9226 2 года назад +14

    ভাইয়া এদের আর না দেওয়াই ভালো,,অন্য কারো দিয়েন,, আর তার আপডেট জানিয়েন। LOVE YOU VAIYA❣️❣️

  • @zahangirazad4684
    @zahangirazad4684 2 года назад

    ভাই, আমার অনুরোধ নিজের এলাকার জন্য কিছু করেন, টাঙাইল রেখে মানিকগঞ্জ কেন।

  • @Tulitulic3y
    @Tulitulic3y 2 года назад +14

    তার চেয়ে মানিকের পরিবার দেন সেটা ভালো হবে,,, আর ছোট ছেলেটার মা বাবা লোভী, তাই এই অবস্থা,,,, আর দেওয়ার ধরকার নাই আমি রোমান মিজি বাহরাইন প্রবাসি,,, দেশের বাড়ি নোয়াখালী লক্ষীপুর সদর ধন্যবাদ,, 🌹🌹আপনার জন্য দোয়া ও শুভ কামনা

  • @tanmoypaul7849
    @tanmoypaul7849 2 года назад +22

    ভাই সব সময় সব ইচ্ছা পুরোন হয় না।।ভালো কিছু করতে চাইছিলেন কিন্তু ওরা এ টার যোগ্য না। আপনি আপনার ভালো কাজ গুলো করে জান 💚

  • @shaylashahid6103
    @shaylashahid6103 Год назад

    আমাদের স্বভাবই এরকম আর এরকম মানুষের সংখ্যাও অনেক বেশি।নিরাশ হবেন না।অন্য আরেকজনকে সুযোগ দিন।

  • @naymaliza5890
    @naymaliza5890 2 года назад +56

    ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না আপনি নিজে গিয়ে আর কাউকে সাহায্য সহযোগিতা করতে যাবেন না।

  • @nayeem791
    @nayeem791 2 года назад +5

    😭😭😭😭😭 আবার দিবেন? মাশাল্লাহ ভাই, আপনার দৈর্যের তারিফ করতে হবে। এগুলো হলো ফাজিল।
    আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক

  • @msnisa1777
    @msnisa1777 2 года назад

    আচ্চা ভাই আপনার আর আপুর ভিডিও দেখতে খুব ভালো লাগে তাই সব সময় দেখি, কিন্তু আমাদের লাভটা কি

  • @md.mahidulislamshanto866
    @md.mahidulislamshanto866 2 года назад +102

    ভাই আপনারে কিছু কথা বলি কিছু মনে করবেন না, আপনি এই সব লোক দের থেকে সাবধান হন, দেখেন শহীদুলের মা ও কিন্তু ঠিক একই কাজটি করছে , তাই আপনার উচিত এগুলো থেকে শিক্ষা নেওয়া, আপনি ভূলেও কিন্তু এই সব ধরনের মানুষকে সাহায্য করবেন না, যারা একদম অসহায় কিছু নেই তাদের জন্য কিছু করেন, আর যদি পারেন মসজিদ মাদ্রাসা এতিম খানা এগুলো তে বেশি বেশি দান করেন, আপনি ভালো মনের মানুষ তাই দোয়া করি আপনার সাথে সব সময়ই ভালো হবে

  • @MdSohel-pc6uy
    @MdSohel-pc6uy 2 года назад +11

    আমি মনে করি ঐ দোকান আপনার নিয়া আশা উচিৎ, কারন আপনি জদি ঐ দোকান আবার নিয়া আশেন তাহলে অন্য মানুষরাও বুঝতে পারবে জে উনার থেকে আমরা জে সাহায্য সহযোগিতা পাই, বা উনি জা আমাদের দেয় সেগুলো আমাদের কাজের জন্য দেয় আমরা সেই কাজ না করে আমাদের ইচ্ছা মত কাজ করি, এখন থেকে জে কাজের জন্য উনি দেয় সেটা না করে জদি অন্য কিছু করি তা হলে উনি ওনার জিনিস আবার ফিরিয়ে নিয়ে জাবে, তাহলে হয়তো ওনাদের ভিতর একটা ভয় কাজ করবে চিটারি করার সাহস পাবে না, আপনি ঐদোকান আবার ফিরিয়ে আনবেন, আনবেন জদি কিছু ভুল বলি তাহলে খমা করবেন,

  • @sohalnorulislam5217
    @sohalnorulislam5217 2 года назад

    ভাই আপনার শিরোনাম টা অনেক সুন্দর হয়েছে

  • @sumaiaislam9132
    @sumaiaislam9132 2 года назад +36

    আসলেই খুব কস্ট লাগলো, মানুষ
    সুযোগের এমন অসত ব্যবহার করে,ভালো মানুষের মহত্ত্বতা সবাই বুঝতে পারেনা,ভাইয়া অকৃতজ্ঞ লোকদের আর কোন সাহায্য না করে যারা এক্টু সাহায্য পেলে জিবনে ভালো কিছু করার বা বড় হবার চেষ্টা করবে তাদের জন্য কিছু করেন,আল্লাহ আপনার ভালো কাজগুলার জন্য উত্তম প্রতিদান দান করুক,আমিন

    • @TRSMultimedia1
      @TRSMultimedia1 2 года назад +2

      আমার খুব মেজাজ খারাপ হইসে

  • @Dr_Niloy
    @Dr_Niloy 2 года назад +13

    ভেবেছিলাম ছেলেটার সাফল্য দেখবো, মেজাজ টাই গরম হয়ে গেলো।খালি দোকান সে এখন নিজ থেকে ভরা শুরু করুক,আপনি আর সাহায্য করবেন না

  • @bishwajitmitra5890
    @bishwajitmitra5890 2 года назад

    ভিডিওটা ভালো লাগলো, অনেক কিছু শিখলামও

  • @ashrafalam1170
    @ashrafalam1170 2 года назад +17

    আসসালামু আলাইকুম আমি সৌদি প্রবাসী আমি এরকমের একজনকে 1 লাখ 22 হাজার টাকা সহযোগিতা করছিলাম শ্যামল পুরো টাকাটা মেরে দিলো কি করে মানুষকে বিশ্বাস করবেন মানুষ এখন আর পৃথিবীতে নাই সব খারাপ হয়ে গেছে

    • @popihafsa3461
      @popihafsa3461 2 года назад +2

      আমার মা নাই কলেজে পরি,, স্কুলে থাকতে টিফিনে কিছু না খাইয়া অনেক কষ্ট করে টাকা জমাইয়েছিলাম আমার এক ক্লাসমেট ও অনেক গরীব ছিল মায়া হতো তাকে ১৫০০ টাকা দিয়ে ব্যাগ ও স্কুলের জামা কাপড় কিনে দেছিলাম ওমা কয়েক দিন পড় বিনা কারনে কথা কয় না খারাপ ব্যবহার করে,, আমার ঘরে সৎমা বাপে টাকা দেয় আবার দেয় না,, তাও মানুষ আমাদের জন্য মায়া করে না সবাই খারাপ ব্যবহার করে ।

    • @TRSMultimedia1
      @TRSMultimedia1 2 года назад +1

      কিছু মানুষের জন্যে সত্যি গরীব মানুষ গুলো বঞ্চিত হবে

  • @asrafulislamsagor3394
    @asrafulislamsagor3394 2 года назад +15

    আসলে কিছু কিছু মানুষ আছে অকৃতজ্ঞ। ছেলেটাকে প্রথম ভিডিওতে দেখে অনেক ভাল মনে হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে ছেলেটা অকৃতজ্ঞ। তাই ভাই আপনি তাদের আর সাহায্য করেন না।

  • @ranamasud8413
    @ranamasud8413 2 года назад +1

    ভাই মনে কষ্ট পেলাম, মানুষ কিভাবে অন্যের সাহায্য পাবার পরও অর্থ্ নষ্ট করে, ভাল থাকবেন।

  • @MdAkash-gp6nh
    @MdAkash-gp6nh 2 года назад +17

    খুবই হতাশ এবং মর্মাহত হইলাম, ছেলেটার পবিবারের এতোটুকু মূল্যবোধ নাই। একজন মানুষের এতো সুন্দর একটা মহৎ উদ্যোগকে নষ্ট করে দিল।

  • @জামালহাসান-ষ৩ত

    ভাই আপনি খুব ভালো মনের একজন মানুষ, আপনি যেভাবে মানুষ কে উপকার করেন,খুব বড় মনের না হলে তা সম্ভব না,যাক ভাই দোয়া রইলো সব সময় যেন গরীব দুখি মানুষের পাশে থাকতে পারেন💚কিন্তু ভাই আসে পাশের মানুষ গুলো খুব লুভি। এই ছেলেটাকে আর কোন টাকা পয়সা দিবেন না। দিলে আর আপনার ভিডিও দেখবো না।ভালো থাকবেন।

  • @mdmasudkhan7442
    @mdmasudkhan7442 2 года назад +3

    ভাই আপনাদের জন্য দোয়া রইল💖

  • @safiqulmd2656
    @safiqulmd2656 2 года назад +7

    আসসালামু আলাইকুম। ভাইয়া আমি নড়াইল থেকে আপনার ভিডিও গুলা দেখি।আপনার অধিকাংশ ভিডিওতেই শিক্ষার কিছু বিষয় থাকে। যা খুবই ভালো লাগে। আজকে খুবই দুঃখ পেলাম। আমার মনে হয় দান করার বেলায় আপনাকে আরো সচেতন থাকতে হবে।
    আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

  • @munniyara2357
    @munniyara2357 2 года назад +4

    সব গরীব,, গরীব না কিছু কিছু আছে সুযোগ সন্ধানী এরা যে কি আল্লাহ্ জানে,,,

  • @freemotionYouTubeBangla
    @freemotionYouTubeBangla Год назад

    ভাই অনেকদিন ধরে আপনাদের ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে আপনাদের সাথে কিছু কথা এবং দেখা করার জন্য আসতে চাই যদি সম্ভব হয় তাহলে যোগাযোগ করবেন

  • @jalalhossain4389
    @jalalhossain4389 2 года назад +17

    খুব দুঃখ পেলাম ভাই দোকান টা খালি দেখে দ্বিতীয় বার আর ভূল করার প্রয়োজন নেই আমি মনে করি

  • @tashintabia197
    @tashintabia197 2 года назад +7

    ভাইয়া কিছু মনে কইরেন না,একটা কথা বলি এবার থেকে বুজে শুনে যে যোগ্য তাকে দিবেন,,👍👍

  • @nahidarani6321
    @nahidarani6321 2 года назад

    Asole vai apnader o khankar manus ei rokom e ami jani amar shosur bare sibaloi thana te.

  • @Sumaiyashimu1
    @Sumaiyashimu1 2 года назад +5

    না চাইতেই পেয়ে গেছে তাই মূল্য বুঝেনি।ভাইয়া এই দোকান অন্য কাউকে দিয়ে দেন।তাকে যদি আপনি আবার জিনিস কিনে দেন,সে আবার এমনই করবে।