বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর । Bangladesh national zoo । Sajib Vlogs Official ।
HTML-код
- Опубликовано: 24 ноя 2024
- বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর । Bangladesh national zoo । Sajib Vlogs Official ।
বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা এটি ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে ১৯৭৪ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। বছরে প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়।ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়।
স্থাপিত২৩শে জুন, ১৯৭৪।অবস্থান মিরপুর, ঢাকা, বাংলাদেশস্থানাঙ্ক২৩°৪৮′৪৫.৬২″ উত্তর ৯০°২০′৪০.৬″ পূর্বআয়তন১৮৬ একরপ্রাণীর সংখ্যা৪৯৭২ প্রজাতির সংখ্যা১৯১বার্ষিক পরিদর্শক৩,০০০,০০০ প্রধান প্রদর্শন সমূহ রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, লোনা পানির কুমির, বানর হাতি, ঘোড়া ইত্যাদি।
I hope everyone will be by our side. Thank you.
We will try to upload new videos among you every day, thank you for being by our side
In addition, we will always try to entertain you by watching the video, even if it is very little.
Thank you!!!