রবীন্দ্রপ্রোজেক্ট | চন্দ্রিল ভট্টাচার্য | Rabindraproject | Chandril Bhattacharya | Audiobook

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • চন্দ্রিল ভট্টাচার্য এক সময় 'প্রতিদিন' এর 'রোববার' ক্রোড়পত্রে 'দু' ছক্কা পাঁচ' নামে একটি কলাম লিখতেন। কলামটির নাম শুনেই বোঝা যাচ্ছে, লুডোর সবচেয়ে বড় দানটির মত, চিন্তার পক্ষে যতদূর যাওয়া সম্ভব, তত দূরই কলামটির লক্ষ্য। সেখানেই এই প্রবন্ধটি, বা, বলা ভালো নিবন্ধটি (প্রবন্ধ শব্দটা খুব অ্যাকাডেমিক) প্রকাশিত হয়। পরে দে'জ থেকে বেরনো তাঁর 'হাহা হিহি হোহো ও অন্যান্য' বইতে সংকলিত হয় প্রবন্ধটি, রবীন্দ্রপ্রোজেক্ট নামে।
    একটা আপাত লঘুতার আড়ালে অসম্ভব গভীর এই নিবন্ধটি আমাদের রবীন্দ্রনাথকে নতুন করে চেনায়। চন্দ্রিল ঠিক যে যে কারণে ইউটিউবের পরিসরে জনপ্রিয় (বিতর্কসভা ও অন্যান্য) তার চেয়ে অনেকটাই দূরে এর অবস্থান। হয়তো সে কারণেই, তাঁর এই প্রবন্ধটি পাঠ করার অনুমতি চেয়ে নেওয়া...
    ২৫শে বৈশাখ সমাগত। রবীন্দ্রনাথ তাঁর ১৬০ তম জন্মবর্ষ ছুঁয়ে ফেললেন, তবু, এত দিনেও তাঁকে চিনে নেওয়ার কত দিক বাকি থেকে যায়। এই নতুন করে চিনে নেওয়াটুকুই রইল 'বই-Talk-খানা'র ২৫শে বৈশাখ উদ্‌যাপন হয়ে।
    ভাল লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, নিরাশ করব না -
    bit.ly/2YWwxNH

Комментарии • 35