Rabindra Sangeet : 'Jakhan Tumi Bandhchile Tar' by Jayati Bhoumick
HTML-код
- Опубликовано: 14 дек 2024
- Sur Bahar
#
সুর বাহার ®
#
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা--
বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা ॥
এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে
আজকে আমার তারে তারে শুনাও সে বারতা ॥
আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে বাতি।
দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি।
বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়,
সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা ॥
###
কথা ও সুর : রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ : সাহানা
তাল : তেওড়া
#
কন্ঠ শিল্পী : জয়তী ভৌমিক
বর্ধমান # ১১ মে ২০২৪