আমেরিকার লোকাল পার্কে হাঁটার মজাই আলাদা॥ তবুও দিনশেষে প্রবাসে আমরা খুব একা

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • আমেরিকার লোকাল পার্কে হাঁটার মজাই আলাদা॥ তবুও দিনশেষে প্রবাসে আমরা খুব একা
    সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
    গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
    গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?
    এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,আপনি বোরখা পড়েন না কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।
    গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
    আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
    ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।
    এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।
    গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
    তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
    তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।
    আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।
    (এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)
    এটাই বাস্তবতা এবং তিক্ত হলে ও কথাগুলো একদম সত্য।
    ধন্যবাদ।
    #arifurrahman #নিউইয়র্ক

Комментарии • 14

  • @fatemanur4585
    @fatemanur4585 2 месяца назад +2

    ছোট ভাই অনেক কঠিন কথা বললেন,একাকিত্ব, আমার বাবু যখন বলে, মা কিছুই ভালো লাগে না, তখন বুকের ভেতর কেমন যেন করে,ওকে তো আমার কষ্টটা দেখাতে পারি না,আমার ছেলেটা সারাক্ষণ মা,মা করতো,এখন একেবারে একা ওর জন্য দোয়া করবেন ছোট ভাই।

  • @FMaruf
    @FMaruf 2 месяца назад

    এই জায়গাটা দেখার পর কেমন যেনো নিজের দেশের মতো একটা অনুভূতি পেলাম।।।।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MrBlue-mu1xr
    @MrBlue-mu1xr 2 месяца назад +1

    আরেকটু লম্বা ভিডিও চাই ভাই 🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.abdullah.noman.
    @dr.abdullah.noman. 2 месяца назад +1

    Nature gives a lot for free.

  • @MrBlue-mu1xr
    @MrBlue-mu1xr 2 месяца назад +1

    Vai miss u🎉🎉

  • @AlaminIslam-bl4gt
    @AlaminIslam-bl4gt 2 месяца назад +1

    ❤❤

  • @SIFATSHORDARUSA
    @SIFATSHORDARUSA 2 месяца назад

    I love brother আমিও একদিন আমেরিকা যাবো আর মাত্র চার বছর একটা প্রশ্ন ছিল ভাই আমেরিকার ঘরে এসি লাগানো যায় প্লিজ ভাই রিপ্লাই দিয়েন ভাই এটা নিয়ে একটা ভিডিও কইরেন ভাই প্লিজ এটা নিয়ে কোন ভিডিও নাই ভাই❤

  • @user-ko1wx8up8v
    @user-ko1wx8up8v 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤😊

  • @mehidyhasan8017
    @mehidyhasan8017 2 месяца назад +1

    Ami amrica aste chai plz amkw help korebn plz..🥺🥺🥺

  • @TV-ey5nu
    @TV-ey5nu 2 месяца назад

    আমার ইন্ডিয়ান পাসপোর্ট এবং পাসপোর্ট এর চারটা ভিসা আছে আমি কি কানাডায় আসতে পারব প্লিজ আপনার নাম্বারটা দেবেন আমার আমার কেউ নাই খুব ইচ্ছা আমার আমি কানাডায় যাব আমি এখন বর্তমান কুয়েতে আছি

  • @morshedalam3142
    @morshedalam3142 2 месяца назад

    আমেরিকার কোন প্রদেশ, কোন এলাকা?

  • @AliAhmed-zf8tg
    @AliAhmed-zf8tg 2 месяца назад

    এখানে কি রেটাল স্নেক সাপের ভয় আছে?