দেহতত্ত্ব ও লিঙ্গ সাধনা - ৮ - বাউল সাধনার ভীত - SADHANA ON SUBTLE BODY - EIGHTH PART SSPF

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • ভাব শরীরের সাধনা - বাউল সাধনার ভীত - SADHANA ON SUBTLE BODY - SEVEN PART মূলসূত্র : বাংলার বাউল - অধ্যাপক উপেন্দ্র নাথ ভট্টাচার্য্য।
    বাউল সাধকদের দুটো সাধন, এক দমের সাধন, আর বানের সাধন।
    শ্বাসের ক্রিয়াকে এঁরা বলেন, দমের ক্রিয়া। এই শ্বাসের ক্রিয়া অর্থ, পূরক, রেচক, কুম্ভক এবং মূত্রদ্বারের সংকোচন প্রসারণ শিক্ষা করতে হয়। একেই বাউলরা বলেন দমের সাধন। বলা হয়, এই দমের সাধনায় সিদ্ধিলাভ না হলে, বাণক্রিয়া বা গুনক্রিয়ায় সাফল্য আসে না। এখন কথা হচ্ছে এই বাণক্রিয়া বা গুনক্রিয়া ব্যাপারটা কি ? আসলে এই বাণক্রিয়া ও গুনক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। বান কথাটার অর্থ হচ্ছে পুরুষের শক্তি, আর গুন্ হচ্ছে প্রকৃতির শক্তি। মূলত এটি লিঙ্গ ও যোনী। বাউলরা বলে থাকেন, এই গুনে বান যোজনা করে, উর্দ্ধদিকে ছেড়ে লক্ষ্যভেদ করতে হবে। বাউল কবি পঞ্চানন দাস বলছেন, "গুনে বাণে হয় রসিকের করণ / পঞ্চবাণেতে তাঁহারা করেন সাধন।" বাউলেরা বলে থাকেন এই মিলন ক্রিয়ায় মদন, মাদন আর শোষণ স্তম্ভন, সন্মোহন ইত্যাদির গুরুত্ব অনেক বেশি। আসলে এই মিলন ক্রিয়ায় বাউলরা প্রকৃতি-পুরুষের শরীর তত্ত্ব আর মনস্তত্ত্ব দুইই গুরুত্বপূর্ণ দেন। তো দেহ ও মনের সর্বাঙ্গীন মিলনেই রজঃ-বীর্যের মধ্যে সাম্যরসের উদ্ভব হবে। এই মিলন না হলে সাধনার যে প্রকৃত উদ্দেশ্য তা সিদ্ধ হবে না। এইখানে আরো একটা কথা খুবই গুরুত্ত্ব পূর্ন, আর সেটি হচ্ছে, এইসময় প্রথমে কিছুক্ষন বাম নাসিকায় শ্বাস গ্রহণ করে, ধীরে ধীরে এই শ্বাস দক্ষিণ নাসিকা দিয়ে প্রবাহিত করতে হয়। আমাদের এই যে দক্ষিণ নাসিকা আসলে পিঙ্গলা বা সূর্যনাড়ীর স্থান, যা আমাদের চঞ্চল অবস্থা। তাই দক্ষিণ হচ্ছে কামের অবস্থা। এবার বাউল সাধককে, দক্ষিণ নাসিকা থেকে বাম নাসিকায় স্বাস প্রবাহিত করতে হবে। এই বাম নাসিকা হচ্ছে ইড়া বা চন্দ্র নাড়ীর স্থান। তো সামান্য কিছু ক্ষনের জন্য ডান নাসিকায় শ্বাস প্রবাহিত করে, ক্ষিপ্রতার সঙ্গে এই শ্বাসবায়ুকে বাম নাসিকায় নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রথমে কামের বৃদ্ধি করতে হবে। এই কামের বৃদ্ধিতে বিলাস পূর্নতা লাভ করবে। এর পরে বাম নাসিকায় শ্বাস প্রবাহিত করে, স্থির হয়ে অবস্থান করতে হবে। অর্থাৎ কাম-বিলাস যোগে পরমপুরুষ ভেসে উঠবেন। এইজন্য প্রথমে কামের প্রয়োজন হয়।
    ETERNAL PEACE SEEKER - SASANKA SEKHAR PEACE FOUNDATION

Комментарии • 5

  • @BinapaniChatterj
    @BinapaniChatterj 2 месяца назад

    জয় গুরু প্রণাম ।

  • @clashofclanss9661
    @clashofclanss9661 Год назад

    দারুন তথ্যবহ আলোচনা। আশা করি এসব বিষয়ে আরো আলোচনা করবেন।

  • @somasinha4750
    @somasinha4750 Год назад

    Pronam onek তথ্য জানলাম 🙏 গুরু দেব

  • @shankardas7680
    @shankardas7680 Год назад

    Om shanti Shanti Shanti hi।

  • @mukulbiswas3326
    @mukulbiswas3326 Год назад

    Pronam pronam pronam gurudeb