Это видео недоступно.
Сожалеем об этом.

বিশ্বকাপ জেতার পর বিতর্ক যেনো পিছু ছাড়ছে না ভারতীয় টিমের। সূর্যকুমার যাদবের ক্যাচটা কী আসলেই ছিলো?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • বিশ্ব সেরা হলো ভারত। কাটলো দীর্ঘ ১৩ বছরের খরা। দ্রাবিড় সভ্যতা অবসানের যুগে এল বিশ্বকাপ, ফের প্রমাণিত রাহুলের 'মিস্টার ডিপেন্ডেবল' তকমা। স্বপ্ন পূরণের রাতেই অবসর ঘোষণা বিরাট কোহলি, রোহিত শর্মার
    ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির দলের এক দিনের বিশ্বকাপ জয়ের পর একাধিকবার ফাইনালে বা সেমিফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে ব্যর্থ হয় ভারত। সাত মাস আগে ২০২৩ সালের নভেম্বরে একদিনের বিশ্বকাপে দেশের মাটিতেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারতে হয় ভারতকে। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু এদিন বিশ্বকাপ জিতেও সেই উচ্ছ্বাস কোথায়? তখন সকলের চোখে জল। বিরাট, রোহিত, হার্দিক, মহম্মদ সিরাজ সকলে কাঁদছেন। কাঁদছেন মাঠে উপস্থিত ক্রিকেটারদের স্ত্রী, সন্তান সহ সকল ভারতবাসী। আসলে একটা সময় প্রায় সকলেই যেন ধরে নিয়েছিলেন, আর বোধ হয় হলো না। এবারও বোধ হয় ট্রফি ছাড়াই দেশে ফিরতে হবে ভারতীয় দলকে। অক্ষর প্যাটেল এক ওভারে ২৪ রান কিংবা কুলদীপ যাদব ৪ ওভারে ৪৫ রান দেওয়ার পর এমনটাই মনে হচ্ছিল। বার্বাডোজের পিচে স্পিনারের ঘূর্ণি জাদুতে বাজিমাত করা কঠিন জেনেও এদিন একাদশে তিন স্পিনারই রাখে ভারত। বদলায়নি সেমিফাইনালের একাদশ। কিন্তু সেই স্পিনাররা গায়ানায় সফল হলেও ব্যর্থ বার্বাডোজে। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ৮ ওভারে ৯৪ রান, উইকেট কেবল একটি। এই দুজন অকাতরে রান দেওয়ায় রবীন্দ্র জাদেজাকে দিয়ে ১ ওভারের বেশি করাননি রেহিত শর্মা।
    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু এদিন ভারতীয় দল ঠিকভাবে নিজেদের শুরুটা করতে পারেননি। মাত্র ৩৪ রানে তিনটি উইকেট পড়ে যায় ভারতের। এদিন ব্যাট হাতে ভালো রান করতে পারেন হিটম্যান। গোটা টুর্নামেন্টে ভালো খেললেও ফাইনালে ব্যর্থ হন তিনি। তবে কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পড়ে রোহিত শর্মা নিজেই জানিয়েছিলেন, বিরাট কোহলি ফাইনালের জন্য নিজেকে সঞ্চয় করে রাখছেন। আর ঠিক সেটাই হলো, চাপের মুখে ফাইনালে অর্ধশতরান করলেন বিরাট।

Комментарии •