Shital Ashram নর্থ কলকাতার হেরিটেজ ক্যাফে | Kolkata Street Food এ বাংলাদেশী স্বাদ Prince Restaurant

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Follow me if you wish
    ---
    Facebook: / gypsybong
    Instagram: / gypsybong
    ---
    Places I visited in this video
    ---
    Shital Ashram
    Address : 220, Acharya Prafulla Chandra Rd, Shyambazar, Fariapukur, Kolkata, West Bengal 700004
    Location : maps.app.goo.g...
    Prince Restaurant
    Address : 17D & E, Mirza Ghalib St, Esplanade, Janbazar, Taltala, Kolkata, West Bengal 700016
    Location : maps.app.goo.g...
    ---
    #gypsybong #kolkatastreetfood #northkolkata #newmarketkolkata #bangladeshicuisine
    Join Membership: / @gypsybong

Комментарии • 255

  • @GypsyBong
    @GypsyBong  8 месяцев назад +47

    আজকের এই ভিডিওতে আমি প্রিন্স রেস্টুরেন্টে যে খাবারগুলো খেয়েছিলাম তার দাম বলতে ভুলে গেছিলাম তাই এখানে লিখে দিলাম ---
    1. সাদা ভাত : 32 টাকা।
    2. আড় মাছের ঝোল : 150 টাকা।
    3. কাচকি মাছের চচ্চড়ি : 140 টাকা।
    4. কচুপাতা চিংড়ি : 110 টাকা।
    5. টাকি মাছের ভর্তা : 70 টাকা।
    6. মুসুর ডাল : 24 টাকা।
    7. আলু পোস্ত : 70 টাকা।
    ভিডিওতে বলেছি তাও এই কমেন্টে আবার বলছি প্রিন্স রেস্টুরেন্টের খাবারের বিল সেদিন আমাকে পেমেন্ট করতে হয়নি, খাবার কমপ্লিমেন্টারি ছিল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।

  • @rahuljana0707
    @rahuljana0707 7 месяцев назад +19

    খুব কম Food blogger আছেন যারা " খাওয়ার এর পয়সা নেননি " এটা On camera বলতে পারেন । আর আপনি সেই নগণ্যদের মধ্যে একজন। ভালো থাকুন আর আপনার এই প্রশংসনীয় সততা বজায় রাখুন

  • @kushaldas9625
    @kushaldas9625 7 месяцев назад +15

    এইসব চূড়ান্ত যাচ্ছেতাই ফুড ব্লগার দের মাঝে আপনার ভিডিও গুলো একদম অন্যরকম। খুবই ভালো লাগে👍🏻

    • @GypsyBong
      @GypsyBong  7 месяцев назад +2

      😊😊

    • @confirmdestiny5366
      @confirmdestiny5366 3 месяца назад

      বিনে পয়সার খাওয়া কিনা তাই ভালো তো হবেই

  • @dev.d650
    @dev.d650 8 месяцев назад +12

    টাকি মাছ মনে ভারতে যাকে আমরা ল্যাঠা মাছ বলি সেইটা। অনেক ভালো দারুন লেভেল এর ভিডিও। ❤

    • @manwaralam9002
      @manwaralam9002 7 месяцев назад +2

      শিকারপুর , নদিয়া অঙচলে চ্যাঙ মাছ বলে। নিংউইয়ক।

    • @joshuacarlton9217
      @joshuacarlton9217 6 месяцев назад

      YES, We call it Taki in Bangladesh

  • @debjitghosh8226
    @debjitghosh8226 8 месяцев назад +7

    Very authentic, great presentation. This is the kind of food vlogging that I can trust to be genuine, and not paid promotion like a lot of other ones. Keep up the great work, Subhro!

  • @RishiChaterji-pp2kn
    @RishiChaterji-pp2kn 8 месяцев назад +4

    মন ভরে গেলো। অশেষ ধন্যবাদ।
    Keep up & God bless!

  • @ankitasarnakar4534
    @ankitasarnakar4534 8 месяцев назад +1

    Khub taratari apnar 1M subscriber hoye jak ....khub valo..best wishes

  • @avikkundu1908
    @avikkundu1908 8 месяцев назад +3

    aaro duto bhaalo jayegaar sondhhaan paowaa gaelo... dhannyobaad!
    aetoh sundor articulation, dekkhi aar shekkhaar chestaa kori... 👍❤

  • @dipankarsarkar4003
    @dipankarsarkar4003 8 месяцев назад +6

    শ্যামবাজার মোড়ে ওইরকম পুরোন একটা, প্রায় Cabin styleএর রেস্টুরেন্ট-এ যে হাল আমলের Cheese Chicken Omlette, Sandwich আর Latte পাওয়া যায়, জেনেই তো চমৎকৃত হয়ে গেলাম।
    একশ টাকার নিচে ভেটকি ফ্রাই (কাছেই আপনারই ভ্লগে feature করা Neelachalএ Fish Fry @ 100/- ), এটাও বেশ ভাল।
    এত খোঁজ রাখেন কি করে মশাই ?
    Princeএ Breakfast এর ওপর ভ্লগটা ভাল লেগেছিল। আজকের lunch episodeটাও বেশ উপভোগ করলাম। যদিও আড়, লটে (বা লইট্যা), কচুপাতা চিংড়ি বা কাচকি আমাদের বাড়িতে রান্না হয়, তবুও অনেকদিন থেকেই এই Prince, Kasturi, Radhuni ইত্যাদি outletগুলোতে খাবার ইচ্ছে - কিছুটা এই কৌতুহল থেকে যে বাড়ির স্বাদের সঙ্গে কিসে এবং কতটা পার্থক্য, এবং রেস্টুরেন্টে itemগুলো কিভাবে রাঁধা হয়।
    কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত breakfast বা lunch try out করতে ওই জায়গাগুলোতে গিয়ে উঠতে পারিনি।
    হয়ত কলকাতার বাসিন্দা বলেই।
    আমার বিশ্বাস ভ্লগের প্রয়োজনে না হলে আপনিও কি বারাসত থেকে lunchএ নিছক শখে পড়ে পোস্ত-ডাল-মাছ-ভাত খেতে কলকাতায় আসতেন ? 😊
    ভাল কথা - Princeএ (বা অন্যান্য ভাতের হোটেলগুলোতেও) শেষ পাতে চাটনী ছিল না ?
    নাকি আপনি চাটনী পছন্দ করেন না, তাই নেন না ?
    আশাকরি আগের দিন Tai Sen-এ অফিস টাইমের ব্যস্ততার মধ্যে ভ্লগ শুট করতে গিয়ে কোন এক বিরক্ত customer এর বিরূপ মন্তব্যে খারাপ লাগার মতন ঘটনা আজ ঘটেনি।
    আপনার ভ্লগে ওই ব্যাপারটি জেনে (যদিও আপনি এতটা বিশদে বলেননি) খুবই খারাপ লেগেছিল।
    অনেকেই দেখলাম commentsএর মধ্যে দিয়ে আপনার পাশে দাঁড়িয়েছিলেন সেই episodeএ।
    সুন্দর, ছিমছাম, উপভোগ্য ভিডিও। অভিনন্দন।

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +4

      ভিডিও করার প্রয়োজন যদি না থাকত সত্যি কথা বলি আমি বাইরে খেতামই না, এটা একদম আমার মনের সত্যি কথা, বাইরে খাওয়ার যে আকাঙ্খা সেটা আমার মন থেকে ঘুচে গেছিল মোটামুটি 2015/16 নাগাদ। একটা সময় পর্যন্ত খাবারের প্রতি ভালোবাসার টানেই আমি বহু জায়গায় খাওয়া-দাওয়া করেছি তখন অনেক জায়গার খোঁজ আমি রাখতাম, যাদের মধ্যে এই শীতলআশ্রম, নীলাচল, প্রিন্স, গণেশদা, ক্যাফে, বাদশা আরো বেশ কিছু কলকাতার খাবারের জায়গা যেগুলোকে আমি পরে ভিডিওতে ফিচার করেছি বা অনেক জায়গা এমন আছে যাদের এখনো ভিডিওতে ফিচার করিনি। কিন্তু এই সমস্ত বাইরে খাওয়া দাওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম ২০১৬ সাল নাগাদ, তারপরে আবার যখন এই ভিডিও করা শুরু করলাম ২০১৯ থেকে তখন আবার এই বাইরে খাওয়া শুরু হল। তবে ভিডিওর জন্য যে খাওয়া সেটার সাথে মনের আনন্দে খাওয়ার কোনো মিল নেই, মন খুলে খাওয়া ব্যাপারটা কখনোই ভিডিও শুটের সাথে সাথে করা যায় না। আর আগের দিন তাই সেন এ আমার প্রতি কেউ বিরূপ মন্তব্য করেনি, আমি যেটা বলেছি সেটা বেশিরভাগ বাংলায় খাবারের ভিডিও করে এমন মানুষজনের সম্পর্কে একটা জেনারেল পারসেপশন। এই পার্সেপশনের বেশিরভাগটাই আমি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মানুষের কমেন্ট থেকে এবং যারা রেস্তোরায় ফ্যামিলি বা বন্ধু-বান্ধব নিয়ে খেতে যান তাদের ফিসফাঁস আলোচনা হাবভাব বডি ল্যাঙ্গুয়েজ এই সব থেকে বুঝতে পারি। আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ

    • @dipankarsarkar4003
      @dipankarsarkar4003 8 месяцев назад +2

      @GypsyBong আসলে আগের দিন - Tai Sen এর আগে পর্যন্ত আপনার mood এবং ভাষ্য যতটা happy এবং upbeat ছিল - Tai Sen এর পর গাড়িতে ফেরার সময় ততোধিক demoralised লাগছিল। তাই মনে হয়েছিল হয়ত Tai Senএ বা তার ঠিক আগে বা পরে হয়ত 'ওই'রকম কিছু একটা ঘটেছে। যাইহোক, জেনে ভাল লাগল যে আপনাকে কোন অস্বস্তিকর বা অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়নি।
      একটা কথা না বলে পারছি না - প্রায় সমস্ত ভ্লগারের করা ওই done-to-death অফিস পাড়ার ফুড ভ্লগের পরেও আপনি ওইরকম তিনটে নতুন, অথচ বহু বছর ধরেই চলতে থাকা রেস্তোরাঁ যেগুলো কিনা আগে, অন্য কারো ভ্লগে প্রদর্শিত হয়নি, অন্তত এই দর্শকের চোখে পড়েনি সেই হিসেবে, বার করলেন কি করে ?
      এই জন্যই আপনাকে অফিস পাড়ার ফুড ভ্লগারদের মধ্যে বেতাজ বাদশা বলা হয়।
      যদিও Tai Sen এ Golden Fried Prawns এর Comboতে Noodles আ Chilly Prawn কেন order করেছিলেন - বুঝলাম না।
      ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই। নিজের প্রয়োজনেই দেখি - time pass, বা বিনোদন বা তথ্য আহরণ - যাই হোক না কেন। 😊

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +2

      ডালহৌসি চত্বরে প্রায় বছর 6 কর্মসূত্রে যাতায়াত ছিল, ওখানে অফিস ছিল তাই ওই পাড়ার বেশকিছু এমন জায়গা আমার চেনা। আগের দিনের ওই ভিডিওটাতে বলেছিলাম ওই তিনটে জায়গার মধ্যে ম্যাড্রাস টিফিন আর ম্যাড্রাস রেস্টুরেন্ট ওই দুটো জায়গাতেই আমি আগে খেয়েছি কিন্তু তাই সেন আমাকে রেকমেন্ড করেছিলেন ফেসবুকে অনেকেই, আর তারপরে আমি Google সার্চ করে ওদের অনেক অনেক ভালো ভালো রিভিউ দেখে তারপরে গেলাম।

  • @ishitapal8304
    @ishitapal8304 3 месяца назад

    Darun.... Beche thak saheb para new market

  • @dip31876
    @dip31876 8 месяцев назад +3

    Kolkata'r 2to heritage eatery. Khub bhalo laglo, thanks for covering them ❤❤❤❤

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ

  • @aakashmondal2493
    @aakashmondal2493 8 месяцев назад +1

    Darun laglo dada. Aro expectation bere jachyya. ❤

  • @arindammitra3975
    @arindammitra3975 8 месяцев назад +4

    শুভ্রদা, আপনার প্রতিটি পর্ব খুবই আগ্রহের সঙ্গে দেখি, কিন্তু কমেন্ট তেমন করিনা। কিন্তু ভেবে দেখলাম এতগুলো সুন্দর খাবারের জায়গা ধারাবাহিকভাবে আমাদের সামনে তুলে ধরার পরও ধন্যবাদ না জানানোটা অন্যায় কাজ হয়ে যাবে। তাই দেরিতে হলেও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর পর্বগুলির জন্য। প্রসঙ্গত বলি আজকেই মোহনবাগান মাঠে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার উদ্দেশে কাজুদার ক্যান্টিন এ, আপনারই একটি পর্বের সূত্র ধরে। দূর্দান্ত enjoy করলাম। সেটির জন্যও আরেকবার ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +5

      অনেক ধন্যবাদ আপনাকে ভিডিও এনজয় করার জন্য আর মোহনবাগানের ক্যান্টিনের খাবার পছন্দ হয়েছে জেনে ভালো লাগল

  • @souvikbanerjee3049
    @souvikbanerjee3049 8 месяцев назад +1

    Khubi bhalo laglo dekhe.....darun presentation as usual 🙂

  • @adilmaangemore5582
    @adilmaangemore5582 7 месяцев назад +2

    @GypsyBong love you man...u r the best food blogger in WB...

  • @thisisimtiaz
    @thisisimtiaz 7 месяцев назад +1

    Bhalo thakben uncle bhalo laglo video dekhe

  • @nilanjandas5257
    @nilanjandas5257 7 месяцев назад +1

    Suvro babu apnar video dekhe atmar poritripti pawa jai 😊😊

    • @GypsyBong
      @GypsyBong  7 месяцев назад +1

      😊🙏🙏

  • @xyzname9888
    @xyzname9888 8 месяцев назад +1

    Amader everyday adda marar jaiga ta khb vlo vabe reveal holo. Great feeling. Amader emotion Shital Ashram. Anek jaigai comment korechi ai jaiga ta explore korar jnno, atleast hoeche. Thanks to Gypsy Bong. Oder food review noi, ambience tai ashol. Owners Kedar dadu, Guddu da everyone. Staffs are Gopal, Ashish everyone.

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      হ্যাঁ sotyiibkhub ভালো জায়গা, আমার খুব ভালো লেগেছে

  • @dr.amitkumardey4828
    @dr.amitkumardey4828 8 месяцев назад +3

    Bangali aar bangla bhasha je kosto misti...seta apnar gesture aar posture dekhle feel hoy❤. Love the way you deliver your presentation.

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      ধন্যবাদ

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 8 месяцев назад +2

    খুব ভাল লেগেছে আজকের ভ্লগও। খাবারগুলো সত্যিই খুব লোভনীয় ছিল।

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +2

      😊😊😊

  • @ibusinessoutlook
    @ibusinessoutlook 8 месяцев назад +1

    এই সব রান্না ওপার বাংলার বিশেষ রান্না মনে হয় কোলকাতার এই হোটেলেই পাওয়া যায়। খুব ভাল লাগল

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      😊😊👍

  • @soumyajitghosh6953
    @soumyajitghosh6953 8 месяцев назад +2

    Aar maach ta dekhe lobh dilam dada..piece ta darun chilo

  • @achalpaisa9
    @achalpaisa9 7 месяцев назад

    ❤u ve a very good interesting simple presentation skill, bhalo thako

  • @aritraghosh6121
    @aritraghosh6121 8 месяцев назад +2

    অপূর্ব শুভ্র দা। ট্রু ফুড ব্লগার।

  • @kumargupta3641
    @kumargupta3641 7 месяцев назад +1

    Loved the video and thank you for wanting kolaier dal tired of hearing biulir dal

  • @subhankarmaitysm17
    @subhankarmaitysm17 8 месяцев назад +2

    আপনার vlog এর অপেক্ষায় থাকি

  • @abhi_9785
    @abhi_9785 8 месяцев назад +1

    Besh lobhoniyo content.....egulo khaowar satisfaction e alada..... Simple yet marvelous

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      একদম ঠিক

  • @moumitaroy3609
    @moumitaroy3609 7 месяцев назад

    Apnake 1lac subscriber complete korar agreem subechcha. Will congratulate you once again on completing it.

  • @PROYASH831
    @PROYASH831 7 месяцев назад +1

    Darun enjoy korlam video ta😊

  • @dazuotv
    @dazuotv 8 месяцев назад +1

    Thank you for such a wonderful video to enjoy the taste of Bangladesh 👍

  • @soumiksamanta1376
    @soumiksamanta1376 8 месяцев назад +1

    Notun intro ta bhalo laglo. Poster ta. ❤

  • @maharshimukherjee9529
    @maharshimukherjee9529 8 месяцев назад +1

    Very very good video, cholo egiye gypsy bong.

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      😊😊😊🙏

  • @shreyabag8775
    @shreyabag8775 8 месяцев назад +1

    Prince good. Darun.. Joy bangla

  • @souvickadhikari8447
    @souvickadhikari8447 7 месяцев назад +1

    Channel er cover pic ta change dekhe valo laglo😊😊😊❤❤

  • @subhraguha8401
    @subhraguha8401 7 месяцев назад +1

    Aj ami pratham dekhchi Dada

  • @MfjZsirn
    @MfjZsirn 8 месяцев назад

    Dada apnar besh koi ekti vdo dekhlam. Abong prai e dekhi. Onek Foodblogin dekhi tar moddhe apnar ta spl ai jonne j apnar kotha bolar style ta khub e sundor. R khub sundor ekta bangaliana fute othe apnar kothai.. Siliguri theke dekhchi.. Apnar sathe dekha kora ebong khabar khaoar khub icche ache.. Siliguri ele ektu janaben.. R khub valo thakben.

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      অনেক ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য

  • @tamilmoviehindidubbed5949
    @tamilmoviehindidubbed5949 7 месяцев назад +1

    টাকি মাছের ভর্তা বাংলাদেশ মানুষের সবার প্রিয়❤❤

  • @soumyamajumder3444
    @soumyamajumder3444 8 месяцев назад

    Darun lagae apnar vlog r apnar presentation....!!

  • @joymukherjee187
    @joymukherjee187 6 месяцев назад

    Bhai tomar video ami dekhechi onek ami tomake ekta suggestion di ekbar tomar Parkinson er jonno ektu Dr dekhao please bhahi
    🙏🙏

  • @smoviezcreation2158
    @smoviezcreation2158 8 месяцев назад +5

    দাদা ফুড ব্লগিং এর জগতে আপনি একটি আলাদা নক্ষত্র ,আপনার প্রত্যেক ভিডিওই আমি দেখি আপনার একজন বড় ফ্যান বা ছোট ভাইও বলতে পারেন আমি কোচবিহার থেকে বলছি আমাদের শহরে আসার জন্য আপনাকে আহবান করলাম, আমার বাড়ি কোচবিহার শহরে আপনি যদি কোনদিন আসেন অবশ্যই আমাকে একবার জানাবেন দাদা ৷

  • @sayaksc3590
    @sayaksc3590 8 месяцев назад

    Areey Waah Daroon laglo Vlog ta 👌👌❤️ Fantastic Episode 🔥🔥 Sotti bhalo ekta jaygar khoj pelam 👌Ambience Ta fatafati 👌menu gulo lobhonio 😋😋 Chaliye jao..keep it up ❤️❤️❤️

  • @HumaKhanIslamicKnowledge
    @HumaKhanIslamicKnowledge 8 месяцев назад

    Very nice video 👍....Please mantion all lunch dish an in English, because i can't read bengali

  • @debasishr.g.choudhury6569
    @debasishr.g.choudhury6569 7 месяцев назад +1

    Test nie just kono kotha hobena😋

  • @swapnanilkar4786
    @swapnanilkar4786 8 месяцев назад

    Khuuub sundor laglo. Breakfast er menu ta jemn sundor, temni 'Prince' hotel e bangali lunch ta o tukhor lobhoniyo laglo. Byapok!! 🙂😊😋😋.

  • @rishipramanick6823
    @rishipramanick6823 7 месяцев назад +1

    Apnar video te notun kichu content dekhi bhalo lage nahole Ajkal sobai food vlogging kore Kentu food vlogging mane holo take bhalo orator hote hbe jate se history ta present condition ta bhalo bhabe bojhate pare apni sotti sobar theke alada keep it up

  • @sumantamitra2885
    @sumantamitra2885 8 месяцев назад +1

    খাদ্য রসিক দের কাছে আপ্নার video দিন দিন একটা দারুণ thrilling হয়ে যাচ্ছে। shyambazar এ ওই দোকান টার সামনে দিয়ে regular যাতায়াত কিন্তু ঢুকিনি কখনো এবার একবার ঢুঁ মারতে হবে 😊❤

  • @jayantamukherjee443
    @jayantamukherjee443 8 месяцев назад +1

    Abaro boole apurbo uposthapona ❤

  • @sudipsaha2883
    @sudipsaha2883 8 месяцев назад +1

    দাদা আপনার ব্লগ দেখতে খুব ভালো লাগে।।

  • @champaghosal5754
    @champaghosal5754 8 месяцев назад

    Alu posto ta tumi bhul jaygay kheyechho. Ota ghoti special. Khub bhalo laglo video ta.. 😊

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      এইটা একদম খাঁটি কথা বলেছেন। একমাত্র পোস্তর আইটেম যেটা খেয়ে এখানে আমি দুঃখ পেয়েছি বাকি সব কটা খাবারই ভালো।

  • @chandikundu6728
    @chandikundu6728 8 месяцев назад

    Apni ekmatro food vlogger jar food analysis r presentation khub sundor. Lot's of ❤ from Durgapur.

  • @tanmaydas8549
    @tanmaydas8549 8 месяцев назад +1

    শুভ্রদা আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লাগে। সুদূর রায়গঞ্জ থেকে বলছি , ভালোবাসা নেবেন ❤

  • @sadamatavlogger9012
    @sadamatavlogger9012 7 месяцев назад +1

    আপনার উপস্থাপনা আমার খুব পছন্দের।

  • @SachiBanerjee-tc8jy
    @SachiBanerjee-tc8jy 4 месяца назад

    Thank you for your video love it

  • @aaaa-nl1cl
    @aaaa-nl1cl 8 месяцев назад +1

    অমুসলিম রেস্টুরেন্ট উপস্থাপনের জন্য ধন্যবাদ

  • @DebabrataGangulyEducation
    @DebabrataGangulyEducation Месяц назад

    Prince e ilish er lej vorta kore na?

  • @your_friend321
    @your_friend321 8 месяцев назад +1

    amader hidden gem specialist 😊
    thanks dada

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      😁😁😁👍

  • @pulakdas6931
    @pulakdas6931 8 месяцев назад

    Lovely video dada lot's of love dada from Assam, kokhono assam a aasun vhalo lagbe aasa kori.

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      চেষ্টা করব

  • @biplabdebnath4331
    @biplabdebnath4331 4 месяца назад

    Dada ami bangal.tai apnar sutki khawa dekhe khub valo laglo.

  • @arijitghosh5207
    @arijitghosh5207 7 месяцев назад +1

    Good Salesman
    .

  • @priyanka290986
    @priyanka290986 8 месяцев назад

    First comment hoyto aaj....anekdin try korchilam....jaani valo video hbei

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      অনেক ধন্যবাদ ম্যাডাম

  • @arijit1940
    @arijit1940 8 месяцев назад +1

    এক লাখ সাবস্ক্রাইবারের অগ্রিম অভিনন্দন দাদা। ❤🎉

  • @sayakpal4153
    @sayakpal4153 8 месяцев назад +4

    খুবই সুন্দর উপভোগ্য ভিডিও... বাঙালি খাবার এর সত্যি তুলনা হয়না , এর এত বাহার .. কলকাতায় যে টাকি মাছের ভর্তা পাওয়া যাবে এটা জানা ছিল না , ভালো লাগলো জেনে , খাওয়ার ইচ্ছে আছে , আর শুটকি মাছ যদি ভালো করে ধুয়ে , পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়, তার সত্যি কোনো গন্ধ হয় না , বরং দারুন স্বাদের হয়, এক থালা গরম ভাত আর শুটকি , জম্পেশ খাওয়া

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      হ্যাঁ কাচকি আর টাকি দুটো মাছই লেবু কচলে মাখিয়ে খেতে বেশ লাগছিল। আর শুঁটকি সেদিন প্রথম খেলাম, না কোন গন্ধ ছিল না, কিন্তু আমার মনে হয়েছে যে হয়ত এটার টেস্ট ডেভলপ করতে হলে আমাকে আরো বেশ কয়েকবার খেতে হবে।

    • @sayakpal4153
      @sayakpal4153 8 месяцев назад

      @@GypsyBong হ্যা কাচকি মাছ লেবু কচলে খেতে দারুন লাগে .. auto correct এর জন্য কাচকি টা কাকীমা হয়ে গেছে , দেখে আমি ঘাবড়ে গেছি 😆😆

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      কি বলব! আমি তো খেয়ালই করিনি! যে কাচকি মাছের জায়গায় আমি কাকিমা লিখে দিয়েছি! ওই google টেক্সট টু স্পিচে আমি এত তাড়াতাড়ি বলি তাই মাঝেমাঝেই গন্ডগোলের টাইপ হয়।

    • @sayakpal4153
      @sayakpal4153 8 месяцев назад

      @@GypsyBong না না তাতে কোনো অসুবিধে নেই.. auto correct এর ঠেলায় মাঝে মধ্যে ভুল হয়

  • @mousumichatterjee7251
    @mousumichatterjee7251 8 месяцев назад +1

    Sham bajar gelei ai toast er dokan er khawa amar badha dhora 😊

  • @sushovanroy1779
    @sushovanroy1779 8 месяцев назад +1

    অসাধারণ 👍

  • @sumanakhaddarA5
    @sumanakhaddarA5 8 месяцев назад

    Sarat Sadan Esplanade thake kibhabe jabo?
    Ba howrah railway station tahke kibhabe jbo?
    Kau blben

  • @pchako
    @pchako 7 месяцев назад +1

    Absolutely irresistible

  • @MrAbmb
    @MrAbmb 7 месяцев назад +1

    Shiitty city...on earth rhats Calcutta

  • @mainakchatterjee8442
    @mainakchatterjee8442 8 месяцев назад +1

    দাদা লোটে শুঁটকির ভুনার দাম বলতে ভুলে গেছেন 😊 খুব সুন্দর ভিডিও, আমার মামা বাড়ি চট্টগ্রাম এর দিকে, বহুদিন এসব খাওয়া হয়না, বাড়ি গেলে যাওয়ার চেষ্টা করবো

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      শুঁটকি ভর্তার দাম ছিল ৮০ টাকা। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য

  • @arindambiswas6190
    @arindambiswas6190 7 месяцев назад

    Bah, darun... Prince moter opor bhalo. Pore parle ektu egiye kosturi ache, taar pash diye dhuke gele ektu porei paben ichamoti.
    Majhe kichu din youtube dekhai hoi ni... Tai egulo miss hoye geche... Ei bar ekta ekta kore dekhbo. Bhalo thakben...
    Taki mach holo basically শোল mach.

    • @GypsyBong
      @GypsyBong  7 месяцев назад

      অনেকদিন পরে কমেন্ট পেলাম আপনার ভাল লাগল। হ্যাঁ ইছামতির নাম আমি অনেক শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। আবার ওদিকে গেলে ইছামতিকে অ্যাপ্রচ করব ভিডিও করার জন্য, দেখি যদি অ্যালাও করে নিশ্চয়ই ফিচার করব।

  • @gopalbera1037
    @gopalbera1037 8 месяцев назад +1

    Kub valo dada

  • @debokibose5592
    @debokibose5592 8 месяцев назад

    শীতল আশ্রম আমার অন্যতম পছন্দের জায়গা এবং এখানকার স্যান্ডউইচ এবং ফিশ ফ্রাই আমার খুব ভালো লাগে। প্রিন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। খুবই পছন্দের একটা জায়গা😊😊

  • @JitLearnsToRock
    @JitLearnsToRock 8 месяцев назад +1

    kudos শুভ্র বাবু🙏🏼

  • @diptungsubanerjee6365
    @diptungsubanerjee6365 8 месяцев назад +1

    Anobodyo vlog 👏👏👏👏👏

  • @kaushicklahiri9971
    @kaushicklahiri9971 8 месяцев назад +1

    Thanks for a nice and honest review..

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      Thanks for watching

  • @abhishekchatterjee520
    @abhishekchatterjee520 8 месяцев назад +1

    What would be your recommended item specifically for breakfast at Shital Ashram? Also can you please mention if fish fry is available during morning hours?

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      সকালে ফিশফ্রাই পাওয়া যায়না, ফিশফ্রাই পাবেন মোটামুটি দুপুরে বারোটার পর। সকালে নানা রকমের স্যান্ডউইচ টোস্ট ওমলেট পোচ চা কফি যেটা ইচ্ছে খেতে পারেন।

    • @abhishekchatterjee520
      @abhishekchatterjee520 8 месяцев назад

      @@GypsyBong Many many thanks for the update. Really your food vlogs are on another level. It is informative as well as entertaining.

  • @shubhrasaha835
    @shubhrasaha835 8 месяцев назад +1

    Durdanto ❤❤❤❤❤❤

  • @biswajitbanerjee2075
    @biswajitbanerjee2075 8 месяцев назад

    ভাই বাংলা Food Blogger দের মধ্যে আমার মনে হয় আপনার উপস্থাপনা সত্যি অতুলনীয় , খুব ভালো লাগলো - একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল আছে আর সেটি হোলও আপনিও ঘটি আমিও ঘটি , তবে একটা কথা ঠিক মানা গেল না ওই যে ঘটি হয়েও ওই শুঁটকি মাছ Taste করার ব্যাপারটা , আমাকে হাজার টাকা দিলেও আমি কখনোই করতাম না আর আমাদের বাড়ীতেও এখনও অবধি আড় মাছ ঢোকে না - সব শেষে এটাই বলি East or West North is always best - ধন্যবাদ

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      শুঁটকি সেদিন প্রথম খেলাম, ভিডিওতে যেরকম বললাম স্বাদ আমার মনে হয়েছে যে আমাকে আরো কয়েকবার খেতে হবে যদি শুটকির আসল স্বাদের ব্যাপারটা আমাকে বুঝতে হয়। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।

  • @AbhijitDas-m9n
    @AbhijitDas-m9n 8 месяцев назад +1

    Crystal Chimney Restaurant, Chadni Chowk e ekbar jete paren.

  • @jayantighosh7463
    @jayantighosh7463 8 месяцев назад

    You love food and your appreciation is visible... Keep it up 👍

  • @jagricinterior974
    @jagricinterior974 8 месяцев назад

    Taki macher bharta ami peerless hospitaler okhane ekta hotel kheyechilam.amar mone hoi etar thekeo okhane taste ta better jodio ami prince e khai ni.taki macher bharta ami barite baniyechilam dokaner thekeo bhalo hoyechilo.r kachki macher lau patai bora khub taste lage amader barite kore.khub valo laglo ajker video ta

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      বাঃ খুব ভালো লাগল জেনে

  • @rahulkuma7874
    @rahulkuma7874 8 месяцев назад

    Dada tumi ekbar Salt Lake GD Market ( Near Tank No 12) esho. Please Hotel "NIRALA" inside GD Market ekta video koro. Onek loker kaje ashbe. Please.

  • @MrBhuskute
    @MrBhuskute 7 месяцев назад

    Dada ki khobor. Once again. Wonderful food vlog. ❤ The way you speak...... We feel the taste. God bless you. One request as a Marathi , in kolkata one legend Food place for Maharashtrian Veg Food. The place called Maharashtra Mandal. Please do one food vlog.

    • @GypsyBong
      @GypsyBong  7 месяцев назад

      I am so glad that you enjoy this video. I will definitely try to visit Maharashtra Mandal and if they allow I'll post the video. Thank you so much

  • @akashadhikary2412
    @akashadhikary2412 8 месяцев назад

    Ei dokan ki saradin khola??

  • @kaushikdatta827
    @kaushikdatta827 8 месяцев назад

    Many thanks to u for lunch episode of this restaurant....just awesome and mouthwatering recipe....so many items of fish and all are really nice and attractive....the first destination items is also good....👍🙏

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      So nice of you, thanks for watching

  • @sandipanchanda1137
    @sandipanchanda1137 7 месяцев назад

    Gypsy bong explorer shivaji o manzilat er video Kobe asbe...odhir opekkhai achi

    • @GypsyBong
      @GypsyBong  7 месяцев назад

      ওই ভিডিওটা শিবাজীদার চ্যানেলে আসবে আমার চ্যানেলে আসবে না। ওই ভিডিওতে কলকাতার তিনটে বেস্ট বিরিয়ানি আউটলেটকে ফিচার করা হয়েছে। তার মধ্যে মানজিলাত একটা।

  • @indranibanerjee8066
    @indranibanerjee8066 8 месяцев назад

    Prince er mach er quality sotti khub valo.
    Aami ònekdin agee kheyechi Ilish vapa khub sundar chilo.
    Khub bhalo theko.

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      কেমন আছেন আপনি? অনেকদিন পরে আপনি কমেন্ট করলেন। হ্যাঁ প্রিন্সের মাছ খুব ভাল স্বাদের। ভাল থাকবেন আপনিও খুব।

    • @indranibanerjee8066
      @indranibanerjee8066 8 месяцев назад

      Aami valo achi Baba.
      Kichudin ektu mentally disturbed chilam
      Deķheçhi sob posted video.
      Uttar dieni kintu like dieyechi.
      Valo theko.

  • @JitLearnsToRock
    @JitLearnsToRock 8 месяцев назад

    কাঁচকি আর টাকি এই দুটো মাছের পদ Prince এর signature! আপনার prince এর videography দেখে আবার যাওয়ার ইচ্ছে বাড়িয়ে দিল❤

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ

  • @ChandranathChakraborty-d6r
    @ChandranathChakraborty-d6r 8 месяцев назад +1

    Darun dada❤

  • @Computech19
    @Computech19 8 месяцев назад +1

    Darun 👏 👏

  • @parimalbose1394
    @parimalbose1394 7 месяцев назад

    Location ? How to reach from airport?

  • @SachiBanerjee-tc8jy
    @SachiBanerjee-tc8jy 4 месяца назад

    So cheap and so good food amazing

  • @pranabghosh4697
    @pranabghosh4697 7 месяцев назад

    Dada koto comission pan ?

  • @debosmitadaschakraborty8517
    @debosmitadaschakraborty8517 8 месяцев назад

    কেমন আছেন দাদা 🙏। ভিডিও টা দেখে বেশ তৃপ্তি পেয়েছি 😊

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      আমি খুব ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন! আর আমাদের জুনিয়র ম্যাডামের কি খবর! ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ

    • @debosmitadaschakraborty8517
      @debosmitadaschakraborty8517 8 месяцев назад

      @@GypsyBong আমাদের মা বেটির জ্বর হয়েছে খুব 🫤। বাকি ভালো আছি 😊।

  • @bishalhaldar597
    @bishalhaldar597 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @kakalishow3361
    @kakalishow3361 8 месяцев назад +1

    Darun❤

  • @pratyush476
    @pratyush476 8 месяцев назад

    As usual quality content. Thank you Subhro da.

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад

      So nice of you

  • @greytalks2871
    @greytalks2871 Месяц назад

    khechi ekhane..........chorom unhealty khabar banay

  • @bireswarbanerjee15
    @bireswarbanerjee15 7 месяцев назад

    Excellent presentation.

    • @GypsyBong
      @GypsyBong  7 месяцев назад

      Thanks for watching

  • @musicalvibeswithbarnali
    @musicalvibeswithbarnali 8 месяцев назад +1

    Darun Lobhoniyo

    • @GypsyBong
      @GypsyBong  8 месяцев назад +1

      😊😊😊

  • @BishHemlock
    @BishHemlock 8 месяцев назад +1

    I love you sir ..I only follow you