Kalka to Shimla Toy Train Journey | Shivalik Deluxe Express | Barog Tunnel | EP 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 864

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  3 года назад +43

    আরো তথ্য পাবেন এই ভিডিও র Description বক্স এ আর ম্যাডাম এর চ্যানেল দেখতে এ পারেন এই লিঙ্ক এ ruclips.net/channel/UC4FcJWgmxBlWkkKHlGplgMQ

    • @debrajgamerz2265
      @debrajgamerz2265 3 года назад +2

      দাদা একটু তাড়াতাড়ি ভিড়িও দিন,
      পারের episodes গুলো দেখতে আগ্রহ হয়ে পড়ছি |
      Madam তো ওনার channel এ তাজমহলের ভিডিও দিয়ে দিল, তুমি কবে দিবে (এবার বুঝলাম ladies fast )

    • @abhisheknaskar326
      @abhisheknaskar326 3 года назад +2

      ম্যাডাম টা কে?

    • @debrajgamerz2265
      @debrajgamerz2265 3 года назад +1

      @@abhisheknaskar326 Koushik দাদার wife

    • @alarvaidelaalarvaidela7185
      @alarvaidelaalarvaidela7185 3 года назад +1

      খুব দেখে খুব ভালো লাগলো 💖 বেশি ভালো লাগছিল তোমার কথা শুনতে কখন যে শেষ হয়ে গেছে বুঝতে পারিনি শুভ রাত্রি ভালো থেকো ♥️♥️♥️

    • @saptarshibhawmik5767
      @saptarshibhawmik5767 3 года назад +1

      Dada konta besi valo lglo Shimla naki darjiling???

  • @swatichowdhury4680
    @swatichowdhury4680 3 года назад +36

    10:46 পরের দিন সকালে যখন ঘুম ভাঙ্গল তখন ট্রেন দিদির রাজ্য ছেড়ে যোগীর রাজ্যে 🤣🤣🤣🤣।
    এটা দারুন ছিল 😂

  • @chandraojha1079
    @chandraojha1079 3 года назад +6

    আমদের মতো যারা পায়ের সমস্যার জন্য, কোথাও যেতে পারে না । তাদের কে তুমি প্রকৃতির ছোঁয়ায়, ভরিয়ে দাও মন । অভূতপূর্ব দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল । এমনি ভাবে এগিয়ে যাও ।সাথে আছি , থাকবো । বারাসাত থেকে । 👍

  • @subhorajDutta
    @subhorajDutta 3 года назад +55

    দাদা তোমার অপেক্ষায় ছিলাম ,আছি থাকবো ,আর কে কে অপেক্ষায় ছিলে বলো😍😍

  • @SomjitBhattacharyya
    @SomjitBhattacharyya 3 года назад +68

    Tomar Rail Vlog gulo khub enjoying 😍🥰

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  3 года назад +7

      এবার ওই দিকেই কনভার্ট হয়ে যাব মনে হচ্ছে

    • @SomjitBhattacharyya
      @SomjitBhattacharyya 3 года назад +4

      @@TravelWithKoushik Koro... Khub bhalo hobe... 😍🥰

    • @sahinmostaq7193
      @sahinmostaq7193 3 года назад +1

      পুরো ভারতে আপনাদের দুই জনের ভিডিও ব্লগ আমি একটাও মিস করি না ৷ সমোজিত, আপনার ঘোরার কৌশল দুর্দান্ত ৷ আর কৌশিকের গল্প বলাটা দারুণ দারুণ এনজয় করি ৷
      আপনাদের দুজনের কাছ থেকে ভারতের নানা স্থানে ভ্রমণের দারুণ উৎসাহ পাচ্ছি ৷

    • @swapanrath1595
      @swapanrath1595 3 года назад +2

      @@TravelWithKoushik Dada ageu bolechi, abr o bolchi apni rail vlog korun but tour vlog bondho korben na pls !!

    • @Sudam-ghosh
      @Sudam-ghosh 3 года назад

      কৌশিকদা আপনি রেল ব্লক করেন কিন্তু ট্যুর ব্লগ বন্ধ করেন না, আপনার ট্যুর ব্লক অসাধারণ হয়, আমি খুব ইনজয় করি।

  • @baisakhichatterjee3098
    @baisakhichatterjee3098 3 года назад +4

    অপূর্প ।
    হিমাচল অনেক বছর আগে গেছিলাম
    খুব ভালো লেগেছিলো;তবে toy train চড়া হয়নি।
    দারুণ লাগল।
    Photography অনেক improve করছে।
    Keep it up.👍🏼

  • @nanditardali652
    @nanditardali652 3 года назад +2

    প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য 😍💓..... যেন স্বর্গ... আমাদের ভারতবর্ষের কোণে কোণে এমন সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যা অবিশ্বাস্য... তোমার ব্লগে কত কিছুই দেখা হয়ে যাচ্ছে.... ধন্যবাদ🙏💕

  • @suraiyaislam1384
    @suraiyaislam1384 3 года назад +1

    স্বপ্নের ঘোরে কোন এক পঙ্খীরাজে চেপে অচিন পূরে ঘুরে ফিরছিলাম। হঠাৎ স্বপ্নটা ভেঙ্গে গেল Video টি শেষ হবার সাথে সাথে,সত‍্যি অসাধারণ এক স্বপ্নের ঘোরে ছিলাম, আর তার সাথে বাড়তি পাওনা ছিল, তোমার কণ্ঠে আবৃত্তি করা কিছু কবিতার লাইন।👌👌👌👌

  • @kamalikadas2504
    @kamalikadas2504 3 года назад +1

    Uff ki kobita...darun darun

  • @debojyotimukherjee3801
    @debojyotimukherjee3801 Год назад

    খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে , 1982 তে এইরকম টয়ট্রেনে চেপেই বাবার সাথে গিয়েছিলাম সিমলা , বহু দিন আগে হলেও মনে হচ্ছে এই তো সেদিন গেছিলাম । খুব খুব ভালো লাগে তোমার কথা বলার ধরণ আর ভিডিও দেখতে , এইভাবেই তুমি সকলের মনের মধ্যে আনন্দের খোরাক জোগান দিয়ে যাচ্ছো , ভালো থেকো ❤

  • @anirbanbasu3570
    @anirbanbasu3570 3 года назад +10

    being a Bengali I feel proud of you brother. You are exceeding expectations. I follow so many travel vlogs but you are the best Bengali travel vlogger

  • @rchowdhury1151
    @rchowdhury1151 3 года назад +5

    2016 তে সিমলা গেছিলাম কিন্তু টয় ট্রেনে চাপি নি। ভাল লাগল দেখতে।পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।

  • @অভিরূপসিনহা
    @অভিরূপসিনহা 3 года назад +56

    বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। ধিক্কার বাংলাদেশ।

    • @Ashraf4080
      @Ashraf4080 3 года назад +1

      Tor moto jara moulobadi tarai madir/ masjid vange

  • @santanuchowdhury6294
    @santanuchowdhury6294 3 года назад +2

    শুভ বিজয়া । আমি 2017 সালে যখন সিমলা গিয়েছিলাম তখন ট্রয়ট্রেনে যেতে পারি নি, আজ তোমার journey র মধ্যে দিয়েই আমার নিজের journey টা পুরণ করলাম (virtually). Information গুলো ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ দাদা ❤ U

  • @rumadeymohuri
    @rumadeymohuri 3 года назад +2

    সত্যি দাদা আমরাও এর সাক্ষী হয়েছি ।কোন দিনি ভুলতে পারবো না। সত্যি খুব ভালো লেগেছিল এই জার্নিটা।

  • @onmyway1577
    @onmyway1577 3 года назад +3

    এতো সুন্দর দৃশ্য দেখার পরও কারা DISLIKE দেয় বুঝি না😑 LOVE YOU DADA ❤️😍

  • @amitbhattacharyya26
    @amitbhattacharyya26 3 года назад

    চোখ জুড়ানো সৌন্দর্য্য। সঙ্গে সুন্দর ছোট্ট ছোট্ট গল্প। আর কৌশিকের কথকতা। just অনবদ্য। যেন বৃষ্টিভেজা সন্ধ্যায় মুড়ি আর তেলেভাজা।

  • @kanikamukherjee995
    @kanikamukherjee995 7 месяцев назад

    আমরাও শিবালিকে করে সিমলা গেছিলাম জুলাই মাসে। কি অপূর্ব দৃশ্য চারিদিকে। মনে পড়ে যাচ্ছে।

  • @SujitKumar-pb7kq
    @SujitKumar-pb7kq 3 года назад

    আমি আগেও বলেছি,আমি এভাবেই গিয়েছি তবু তোমার ভিডিও বার বার দেখি।খুব ভালো লাগে ভালো থেকো সুস্থ থেকো।

  • @md.abdulmotaleb3453
    @md.abdulmotaleb3453 2 года назад

    টয় ট্রেনে কালকা হতে শিমলা যেতে টানেল আর সর্পিল পাহাড়ি পথ, পথের পাশে সারি সারি পাইন,দেব-দারুর বন এবং পাহাড়ের গায়ে লেগে থাকা শুভ্র সাদা মেঘের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য মানব মনে এক অচিন্তনীয় ভাবাবেগ সৃষ্টি করে, বাংলাদেশ থেকে ধন্যবাদ কৌশিক দা এমন সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য।

  • @suvamsinha9173
    @suvamsinha9173 2 года назад +1

    ভ্লগ তো নয় , যেন এক একটা গল্প ! খুব সুন্দর !

  • @rumaballav2688
    @rumaballav2688 3 года назад

    এই ভিডিও র প্রথম ছবিটি মন কেড়েছে।ট্রেন আর প্রকৃতি মিশে আছে।তো যাত্রা শুরু সিমলা র উদ্দেশে।কৌশিককে সবাই যেমন চেনেন,তেমন আমিও।তার ভিডিও র যাত্রী হয়ে উঠে বসলাম একদিন দক্ষিণ ভারত থেকে।আমরা সবাই দীর্ঘ পথযাত্রা পছন্দ করি গাড়ি বা ট্রেনে।একের পর এক দৃশ্য বদল।আকাশ আর সমতল,মানুষজন বদলে যায়।পথ অনেক ছিল।কৌশিক তুলে নিলেন মনের গতিকে।উঠে পড়লেন একের পর এক ট্রেনে,গাড়িতে।ছুটছে মুগ্ধ মন আমাদের তার ই সঙ্গে।আর এরই মধ্যে আমাদের মন পেয়ালায় ঢেলে দিলেন তিনি আবেগ ,ইতিহাস ।অপূর্ব।ভ্লগার দের নাকি মাঝে মধ্যে সামনে আসতে হয়।তাই বুঝি।আমি ভ্লগার ন ই।আমি যাত্রী ,শিল্পী ,ভবঘুরে অবাক জলপান। তাই অফুরন্ত সৌন্দর্য খুজে পেয়েছি সীমা অসীমে।সুন্দরকে দেখেছি কখনোবা চলন্ত ট্রেনের গায়ে ছবির মত।আর কখন যেন খিলানের রহস্য জানতে, কবিতা শুনতে শুনতে এলাম সিমলায়। অনবদ্য জার্নি।👍

  • @anupamadas6430
    @anupamadas6430 3 года назад +1

    অনুপমা বারাসত। শুভ বিজয়া। খুব ভাল লাগল। দুই বার গিয়েছি। তবুও মন ভরে না।এবার দেখবো তোমার চোখেই। তুমি কবি হতে পার। ভাল থেক। শুভ হোক তোমার ঘোরা।

  • @DipayanBanerjee560
    @DipayanBanerjee560 6 месяцев назад

    2021 te tomake to chena jache na ek jeno ono rokom look ar ekon ono rokon look . Osadharon and outstanding video dada❤

  • @aditikoley4494
    @aditikoley4494 3 года назад

    দাদা তোমার কবিতার কোনো তুলনাই নেই ।।যতই প্রশংসা করি সেটা অনেক কম হয়ে যায় ।।।।দাদা তোমার ভিডিও দেখলে প্রকৃতিকে আরও অন্য ভাবে ভালোবাসতে ইচ্ছা করে ।।।।প্রকৃতিকে যে এত সুন্দর ভাবে দেখা যায় তোমার ভিডিও না দেখলে হয়তো জানতেই পারতাম না ।।। এক কথায় অসাধারণ ।।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  3 года назад

      আমি কবিতাটা গুগল থেকে পেয়েছি.. আমার লেখা নয়.. শুধু পাঠ করেছি

    • @aditikoley4494
      @aditikoley4494 3 года назад

      Kintu tomar golay sunte osadharon laage.......bole bojhate parbo naaa

  • @razibmolla1505
    @razibmolla1505 3 года назад +6

    অনেক সুন্দর হয়েছে দাদা ভিডিওটা।
    love form Bangladesh dada 💖💖💖💖💖

  • @Pablo._-Escobar496
    @Pablo._-Escobar496 3 года назад +4

    সেই কোন ছোট বেলায় গেছি।। সব স্মৃতি মনে পড়ছে❤️😍

  • @mithudasvlogs5947
    @mithudasvlogs5947 3 года назад

    Opurbo...laglo.......pujo..sese mon kharap er por ei vlog dekhe abr mon jurie gelo..
    🙏🙏🙏

  • @LETSSTARTARUP
    @LETSSTARTARUP 3 года назад +1

    Koushik dar Rail vlog mane ekta aladai byapar ❤️
    Bisesh kore kobitar linegulo ..ufff sera sera

  • @pradipmajumdar8783
    @pradipmajumdar8783 2 года назад

    Excellent . Tomar sathe kalka to simla toy train journey darun enjoy korlam. Videography tar sathe katha asadharon sundor.

  • @siktanath638
    @siktanath638 3 года назад

    Mon ta kharap chilo.. vlogs dekhe valo hoe gelo...Darun darun .. Mind khus..

  • @subhadipmodak7334
    @subhadipmodak7334 2 года назад +2

    দাদা তোমার মত যদি আমিও। এই ভাবে ঘুরতে পেতাম তাহলে জীবন টা সার্থক হতো। আসলে মধ্যবিত্ত হলে যা হয় r কি 🙂 ঘুরতে পায় না। তাই তোমার ভিডিও দেখেই শান্তি পায়❤️🙂

  • @bubundutta213
    @bubundutta213 3 года назад +1

    কৌশিক ভাই তোমার বাচনিক উপস্হাপনা অনবদ্য , অনায়াসে যে কোনো ভ্রমণ জীবন্ত হয়ে সঙ্গী করে নেয় |

  • @dibyaroychowdhury6243
    @dibyaroychowdhury6243 3 года назад

    Asadharon, Apurbo, Darun, khub valo hoyeche video ta Koushik da

  • @soumyakumar3790
    @soumyakumar3790 3 года назад +1

    কৌশিক দা মন ধন্য হয়ে গেল, অসাধারণ ❤❤❤❤❤❤😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤

  • @sanjuuran
    @sanjuuran 3 года назад

    Bahh darun laglo video ta. Toy train er journey dekhte dekhte purano memory gulo mone pore galo. Simla Manali 2 bar ghure niechi. 2002 te last giechilam.

  • @ketakibiswas2366
    @ketakibiswas2366 3 года назад +1

    Koushik আর একবার তোমার সঙ্গে sivalik Express এ journey করলাম। অসাধারণ video.

  • @mdhusain2231
    @mdhusain2231 3 года назад +2

    অসাধারণ জায়গা। বাংলাদেশ থেকে দেখছি😍

  • @shyamolghosh9022
    @shyamolghosh9022 2 года назад

    দাদা ২০১৯ এ সিমলা টু কালকা ট্রয় ট্রেনে জার্নি করেছি,,,,প্রতিটি ষ্টেশন ই দারুন মনকাড়া সৌন্দর্যময়,,,,,,

  • @pallobraj83
    @pallobraj83 3 года назад +1

    দাদা আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি,,,,,খুব ভাল লাগে তোমার ভিডিও গুলো

  • @tutunghosh3390
    @tutunghosh3390 3 года назад

    Ato alpote mon vorlo na r ai parbe apnar kobita just fata fati 👌

  • @krishnadebnath1183
    @krishnadebnath1183 3 года назад

    Khub Khub valo laglo video ta,Pol sona k anek anek ador.

  • @madhumitamukherjee1433
    @madhumitamukherjee1433 3 года назад +1

    দারুন। তুমি প্রাকৃতিক দৃশ‍্যগুলো এতো সুন্দর করে দেখাও যে মন ভরে যায়। ভালো থেকো ভাই। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @debasishsarkar2783
    @debasishsarkar2783 3 года назад +1

    Dada tumare video amare khub valo laga ..dada valo theko .. have a good journey

  • @susmitahalder4471
    @susmitahalder4471 3 года назад +1

    দুর্দান্ত লাগল।
    Best part of travel with kaushik:-Kalka to Shimla ট্রেন journey ।

  • @goutampaul995
    @goutampaul995 3 года назад

    Durdanta blog dada, khub vhalo laglo. Waiting for nxt blog....

  • @madhumitajana7948
    @madhumitajana7948 2 года назад

    আগামী পূজার ছুটিতে আমাদের শিমলা যাওয়ার কথা। তার আগে আপনার সাথে একবার ঘুরে এলাম। দারুন লাগলো।

  • @sovonmalik7664
    @sovonmalik7664 3 года назад

    Darun darun ❤❤👌. Porar video tar jonno opakkha te roilam 😌

  • @debabratamukherjee2372
    @debabratamukherjee2372 3 года назад

    Apurba picture scopes, beautiful narration,sab dik diye eta khub bhalo laglo.koushik pl keep it up.

  • @dipakkrsarkar6115
    @dipakkrsarkar6115 3 года назад

    Mast wow darun khub sundar ... bhalo laglo thanks 👍👍👍👍👍😊😀👍

  • @sudeshnaroy2343
    @sudeshnaroy2343 3 года назад

    Oshadharon laglo. Kalka theke shimla journey tao enjoy korlam ebong scenic beauty dekhe mugdhho. Waiting for your nxt blog Koushik

  • @subhadipmajumder2878
    @subhadipmajumder2878 3 года назад

    খুব সুন্দর ট্রেন জার্নি টা। এই প্রথম বার তোমার চোখে দেখতে সত্যি দারুন লাগো

  • @sonalimisrabasu357
    @sonalimisrabasu357 Год назад

    অসাধারণ জার্নি। আমি,2009তে যখন ছোটো ট্রেনে করে সিমলায় যাই, সেই সময় এই ট্রেনে ব্রেকফাস্ট দেয়া হতো, খুব ভালো মানের। দুবার চা দেয়া হতো। এবার যখন গেলাম, তখন কিছু দেয়নি। এমনকি জল দেয়নি।

  • @journeywithapurba
    @journeywithapurba 3 года назад

    Bah! Ki sundor kabita bolle tumi. Ato valo kore describe kora sotti sohoj kaj noy. Thanks bro.

  • @subhadipmodak7334
    @subhadipmodak7334 2 года назад

    এক হাতে ঝাল মুড়ি❤️ আর এক হাতে চা😘কানে হেডফোন। আলাদাই অনুভুতি❤️☕

  • @jayantaguchait546
    @jayantaguchait546 Год назад

    কৌশিক দা টেন জার্নি হোক বা বাস জার্নি হোক সব ই অসাধারণ হয় ভিডিও সম্পর্কে কিছু বলার নেই যাস্ট ফাটাফাটি

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 3 года назад

    asadharon Kalka-Shimla train jatra, asadharon noisorgik soundarjyo, Bijoyar shubhechcha o pronam janai

  • @piukhanra3778
    @piukhanra3778 3 года назад

    Video ta sotti khub bhalo laglo ❤️❤️. Tomra soby khub khub bhalo thako susto thako ar sabdhan thako ❤️❤️❤️❤️

  • @amritamondal4557
    @amritamondal4557 3 года назад +1

    Finally next part ta elo..Ei video tr jonno onk khn wait kre 6ilm..🤗

  • @rebadas506
    @rebadas506 3 года назад

    আহা কী অপরূপ দৃশ্য খুব ভালো লাগছে

  • @moynapakhi1722
    @moynapakhi1722 3 года назад

    দাদা প্রথম বারের মতো দেখছি তোমার চেনেল বাংলাদেশ থেকে,,, অসম্ভব রকম ভালো লেগেছে এই কালকা থেকে শিমলা ট্রেন জারনি টা,, অসংখ্য ধন্যবাদ তোমায়,,,, আমি অবশ্যই যাবো কালকা,,,, এগিয়ে যাও

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 3 года назад

    Asadharon laglo 👌👌 majhe majhe tomar kabita gulo darun 👍👍

  • @soumendas7176
    @soumendas7176 3 года назад +3

    দাদা অনেকদিন থেকে পাহাড় আর সমুদ্র দেখছি। এবার কোনো জঙ্গলের উপর অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে চাই। সুন্দরবন বা অন্য কোথাও। ❤️❤️ । পরের ভিডিওর অপেক্ষাই রইলাম। ভিডিওর মধ্যে তোমার কবিতাটা মন ছুয়ে গেল আর সাথে প্রকৃতি ❤️।

  • @piyalibiswas6538
    @piyalibiswas6538 2 года назад

    পাহাড় আমার ভীষণ প্রিয় , পাহাড়ের প্রতি আমার ভীষণ দূর্বলতা , তাই তোমার এই ভিডিওটা আমার অসম্ভব ভালো লেগেছে

    • @piyalibiswas6538
      @piyalibiswas6538 2 года назад

      ঈশ্বরের কাছে তোমার সুস্থতা কামনা করি এবং আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার আশায় রইলাম ভাই ।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 года назад

      ধন্যবাদ

  • @papiasamaddar6689
    @papiasamaddar6689 2 года назад

    অপুর্ব উপস্থাপনা।অধির আগ্রহে অপেক্ষা করি এর জন্য।

  • @rumusarkar4061
    @rumusarkar4061 3 года назад

    Simla train journey khub valo laglo apner sathe amrao ghure berai ghare Bose darun lage

  • @travelwithmarsh8192
    @travelwithmarsh8192 3 года назад

    darun laglo dada 👌. tomar next video er opekkhay roilam.

  • @ankantheexplorer6742
    @ankantheexplorer6742 3 года назад

    Ami tomar video jonno wait kora thaki...ar apni sai assaa purno koran.. So.. Thank you very much

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 Год назад

    কি ভালো লাগলো," 'T,O,Y,' "Train journey 😊🎉🎉😊

  • @mitaghosh5962
    @mitaghosh5962 3 года назад

    Khub sundor vlog.parer prbar jannya apekhy railam. 😀👍

  • @saikatkhan4936
    @saikatkhan4936 3 года назад

    Tmr vedio onk vlo dada..
    Pura india dekhe tmr moddho diya..
    Bangladesh

  • @pronobpodder4313
    @pronobpodder4313 2 года назад

    এক কথায় দারুণ হয়েছে কৌশিক দা 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 2 года назад

    Tomar train blog gulo awesome 👍💐 etao khub sundor video.

  • @tapashbhattacgarjee9786
    @tapashbhattacgarjee9786 2 года назад

    খুব ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো।

  • @aniruddhagayen9756
    @aniruddhagayen9756 2 года назад

    Kousik tomar train journey ba ✈️ journey 2toi khub bhalo lage chaliye jao ei bhabei excellent work 👍

  • @kabirmondal9413
    @kabirmondal9413 3 года назад

    কৌশিক দা ফাটাফাটি হয়েছে ভিডিও টি অনেক অনেক অভিনন্দন

  • @sarmisthabhattacharya3829
    @sarmisthabhattacharya3829 3 года назад

    Darun. Next bar simla gele toytrain chorboi. Onek ichha chhilo toy train chorar. Tomar theke details pelam. Thank you.

  • @bulbulsoren8717
    @bulbulsoren8717 3 года назад

    আমিও সিমলা কুলু মানালি বেড়িয়ে ফিরলাম..তারপরেই তোমার সিমলার ওপর ব্লগ..অসাধারণ লাগলো ❤️

  • @mashukade3894
    @mashukade3894 Год назад

    Dada tomar r tomar blog er jonne ki bolbo joto bolbo kom pore jbe ..ki jadu korecho go dada tomar video chara 1 ta muhurto jeno katena♥️♥️♥️♥️♥️♥️

  • @arkadip1515
    @arkadip1515 3 года назад +4

    পাহাড়প্রেমী কৌশিকদা ❤️❤️❤️ এবার সিমলা 😌😌😌

  • @swarupchowdhury7645
    @swarupchowdhury7645 3 года назад

    Paro ki kore ato valo.....Hats Off!!! Keep Rocking...

  • @manabdutta9728
    @manabdutta9728 3 года назад

    তোমার টয় ট্রেন ভ্রমণের ভিডিওর মাধ্যমে 2005 সালের হিমাচল ভ্রমণের স্মৃতি জেগে উঠল। চমৎকার 👌👌👌

  • @papaiandrumazworld
    @papaiandrumazworld 3 года назад

    Darun laglo.besi valo laglo dekhe junior abar songe achy

  • @reshmichatterjee3328
    @reshmichatterjee3328 2 года назад

    amazing hoyeche video ta dada khub adventurous laglo

  • @debasishroy3120
    @debasishroy3120 3 года назад

    Sottie khub bhalo laglo tmar arekta darun blog

  • @sounaliscreation
    @sounaliscreation 3 года назад

    সত্যি দাদা video টা সেই লেভেলের ছিল.... আমি খুব খুব মজা করেছি 💝💝💖💖

  • @reshmisaha4918
    @reshmisaha4918 3 года назад

    Asadharan video, 🥰🥰, khub valo laglo

  • @buddhadebdasbairagya
    @buddhadebdasbairagya 3 года назад +1

    দাদা তোমার ভিডিও দেখার আগেই একটা 👍 দিয়ে দি কারন এটা তোমার পাওনা,কৌশিক দাদার ব্লগ মানেই কিন্তু 100% ফাটাফাটি এটা আমি না জানলেও আমার মন কিন্তু আগেই যেনে যায়,তোমার ব্লগ আমি দেখতে পেলেই আমার মাকেও দেখাই,আমার মায়ের তোমার কথা গুলো খুব ভালো লাগে আর আমার ও ভিষন সুন্দর লাগে,তোমার পরের ভিডিওর অপেক্ষায় বসে থাকলাম দাদা এক রাশ আনন্দ নিয়ে,তোমার Wp no নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে থাকলাম দাদা,
    ভালো থেকো সুস্থ থেকো আর টাইম টাইম খাবারটা খেয়ে নিও,GooD NighT🙏🙏

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  3 года назад +1

      Instagram এ যোগাযোগ কর

    • @buddhadebdasbairagya
      @buddhadebdasbairagya 3 года назад

      @@TravelWithKoushik instagram তো আমি করি নাAccount নেই,But তোমার জন্য তো আমি এই টুকু করতেই পারি দাদা আমার😄

  • @MrAnjanslogger
    @MrAnjanslogger 3 года назад

    Apurbo Koushik. Mone hochhe chole jai.

  • @swapanchakraborty5244
    @swapanchakraborty5244 2 года назад

    তোমার শিবালিক এক্সপ্রেসের ভি , ডি , ও তে আমিও শিমলা ঘুরে নিলাম ,, অসংখ্য ধন্যবাদ তোমাকে ।

  • @Touringlife360
    @Touringlife360 3 года назад

    কোনো কথা হবেনা,সুধু ছবি,,,দারুণ লাগল আপনার চিত্র,,ধন্যবাদ

  • @memories.4.you1
    @memories.4.you1 3 года назад

    Dada abero khub priyo background music ta...atar pokhai cilam.... Love you Dada

  • @brcgaming7125
    @brcgaming7125 3 года назад

    Khub bhalo journey tomar trainer journey dekhe amar to traine chapar mon korche I am train lover

  • @rajaonwheel
    @rajaonwheel 3 года назад

    দারুণ লাগলো। তোমার প্রতিটি ব্লগের অপেক্ষায় থাকি।তোমার কথাগুলো অসাধারণ। পাহাড়ে বেড়ানোর মধ্যেই তোমার ব্লগ সবসময় ফলো করছিলাম। যদিও নেটওয়ার্ক সবসময় সাথ দিচ্ছিল না।

  • @sampa.jsnajans3230
    @sampa.jsnajans3230 3 года назад

    Apurba sundar jatra pather drishya,mann jeno hariye jay.

  • @subhrasarkar8008
    @subhrasarkar8008 3 года назад

    One of my favourite rail route.2 bar travel korechi.Apnar ajker ei coverage ta just oshadharon.

  • @GOGO-zk1mr
    @GOGO-zk1mr 3 года назад

    Tomar voice over ta khub sundar. Voice over ar script ta vlo likho tumi sob video te😍😍

  • @saibal86
    @saibal86 3 года назад

    খুবই ভালো লাগলো ভিডিও টা। Subscribe করলাম 😊

  • @fmhira5588
    @fmhira5588 3 года назад

    অসাধারণ, অনবদ্য, ভাষা হারিয়ে ফেলেছি

  • @learningcomputer683
    @learningcomputer683 3 года назад +1

    শুভঃ বিজয়া দশমী দাদা
    আমি একবার সিমলা গিয়েছিলাম but তখন বন্যা হয়েছিল ।। ভালো ভাবে ঘুরতে পারিনি কিন্তু আপনি গেছেন সব দেখে নিতে পারবো ।। 🥰🥰
    অনেক ভালোবাসা রইলো ডানকুনি থেকে ।। ও ভালো ভাবে ঘুরবেন।।