পুকুরে সাদা সোনা চাষ করার সহজ উপায়৷ খুব সহজে কিভাবে মিষ্টি পানিতে গলদা চিংড়ি চাষ করতে হয়৷

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #পুকুরে_গলদা_চিংড়ি_মাছ_চাষ_করার_সহজ_পদ্ধতি
    #GoldaChingriChas
    #চিংড়িমাছচাষপদ্ধতি
    #চিংড়ি_মাছের_পোনা_কোথায়_পাওয়া_যায়
    #পুকুরে_গলদা_চিংড়ি_মাছ_চাষ
    #সল্পখরচেগলদাচিংড়িচাষ
    #চিংড়ি_মাছ_চাষ
    #goldachingri
    #চিংড়ি_চাষের_আধুনিক_পদ্ধতি
    #আধুনিক_পদ্ধতিতে_গলদা_চিংড়ি_চাষ
    #পুকুরে_গলদা_চিংড়ি_চাষ_করার_আধুনিক_উপায়
    #স্বল্পবিনিয়োগেলাভজনকউপায়েগলদাচিংড়িচাষ
    #খুব_কম_দামে_গলদা_চিংড়ি_পাওয়ার_ঠিকানা
    #চিংড়ি_মাছ
    প্রাকৃতিক পরিবেশে গলদা চিংড়ি স্বাদু পানি এবং ঈষৎ লবণাক্ত পানিতে পাওয়া যায়। তবে নদীর উঁচু অংশে যেখানে জোয়ার-ভাটার তারতম্য বেশি সেখানে এরা অবস্থান করতে বেশি পছন্দ করে। আমাদের দেশে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।
    একক চাষ পদ্ধতি:
    শুধুমাত্র গলদা চিংড়ির একক চাষ। একক চাষ পদ্ধতিতে স্বাভাবিক ভাবে প্রতি শতকে ১০০-১১০ টি গলদা পোনা মজুদ করা যায় এ রেশন সহ ক্লিন সিস্টেম এর ব্যাবস্থা করতে পারলে শতকে ২০০-৩০০ পোনা মজুদ করা যেতে পারে। একক চাষ পদ্ধতিতে প্রতি একরে উৎপাদন ৪০০-৫০০ কেজি হয়ে থাকে।
    মিশ্রিত চাষ পদ্ধতি:
    এ পদ্ধতিতে গলদা চিংড়ির সাথে রুই, কাতলা, সিলভার কাপ, বিগহেড জাতীয় মাছের চাষ করা হয়। মিশ্রিত চাষ পদ্ধতিতে প্রতি শতকে ৭০-৮০ টি গলদা চিংড়ি এবং ৩-৪ টি কার্প জাতীয় মাছের পোনা মজুদ করা হয়। যেহেতু চিংড়ি অনেক দামি মাছ এবং এদের খাদ্য অনেক দামী তাই এর সাথে এমন মাছ মিশ্র কালচার দেয়া ভালো যে গুলির বাজার মূল্য বেশি। এক্ষেত্রে ৪০০-৫০০ গ্রাম আকারে রুই ও কাতলা মাছ দেওয়া ভালো। এগুলো চিংড়ি সংগ্রহ কালীন সময় প্রায় ৩-৩.৫ কেজি আকারে হবে। মিশ্রিত চাষে এমন কোন মাছ চিংড়ির সাথে দেওয়া যাবে না যেগুলি চিংড়ি মাছকে খেয়ে ফেলবে এবং যেগুলির বাজার মূল্য কম। উৎপাদন প্রতি একরে চিংড়ি ২০০-৩০০ কেজি এবং কার্প জাতীয় মাছ ২০০০-২৫০০ কেজি হয়ে থাকে।
    বিদ্যুৎ মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি
    পরিচালক মোঃ রেজাউল ইসলাম (বিদ্যুৎ)
    ঠিকানা: বেনেয়ালী বাজার, ঝিকরগাছা, যশোর।
    01833097114(imo&whatsapp)

Комментарии • 1