আপনার কবিতা সেই ছোট্টবেলা থেকে শুনছি ওটাই আমার প্রথম কবিতা প্রেম, পুরোনো দিনের সেই ক্যাসেটে আজ আর বাজেনা "আমিই সেই মেয়ে " কিন্তু মনের মধ্যে আজও একটার পর একটা সাজানো আছে রুমির ইচ্ছা থেকে শুরুকরে "আমিই সেই মেয়েটি "সব। প্রতিটা কবিতা হুবহু নিজের কণ্ঠে বসিয়ে নিয়েছিলাম, হয়তো লোকে বলবে কাউকে নকল করতে নেই কিন্তু আমি এতো ভালোবেসে বারবার শুনেছি কবিতা গুলো যে কোনটার পর কোনটা বাজবে কোথায় থামবে তা আজও মনে রয়ে গেছে। আপনার কাছে সামনাসামনি কবিতা না শিখলেও আপনি আমার প্রিয় শিক্ষিকা। আরও অনেক কবিতা আপনার কণ্ঠে শোনার ইচ্ছে রইলো 🙏🏻
অপেক্ষা করে থাকি আপনার আবৃত্তি শোনার জন্য l অনেক দিন আগে, এক সন্ধ্যায় আপনার সঙ্গে আলাপ হয়ে মুগ্ধ হয়েছিলাম, আজ নিশ্চয়ই সেটা আর আপনার মনে নেই l খুব ভালো থাকবেন, আর আমাদের এইরকম ভাবে আনন্দ দিয়ে যাবেন, এই প্রার্থনা l
যখন থেকে কবিতা বলতে এবং বুঝতে শিখেছি তখন থেকেই আপনার কবিতা আবৃত্তি শুনে আবৃত্তির চেষ্টা করেছি। আজও অপেক্ষা করি আপনার কবিতা শোনার। কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আপনার আবৃত্তি সামনে থেকে শুনেছিলাম। অসম্ভব সুন্দর অনুভূতি ছিল। ❤
আমি অনেক ছোট বেলার থেকেই তোমার কবিতা শুনতাম ভীষণ ভালো লাগতো এখনও যখন শুনি তখনই ছোট বেলার কথা মনে পড়ে ,,,,, তোমার গলায় বেশ ভালো লাগে কবিতা শুনতে❤❤❤এভাবেই শুনে যেতে চাই 😊😊😊তোমার কবিতা পাঠ❤❤
অসাধারণ কবিতা পাঠ, তাও আবার রবীন্দ্র নাথ ঠাকুরের। আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে কিছু ছোট্ট প্রচেষ্টা করছি। এরকম আরো কবিতা শোনার ও শেখার অপেক্ষায় থাকলাম 🙏
অপূর্ব, অপূর্ব!!ভালো লাগায় আপ্লুত হলাম। স্কুল জীবনে এই সব কাব্যগ্রন্থ কি এক আকর্ষনে পড়ে যেতাম।এখন বোধের কিছু টা উন্মেষে এর ভাব মনকে আকুলিত করে তোলে। কি ব্যঞ্জনাবহ কবিতাগুলো!!অনন্তের দ্যোতনা আনে। দিদি আপনাকে আর বলার কিছু নেই। ঈশরের কৃপা আছে আপনার উপর।🙏
ম্যাম,আপনার পাঠ করা সমস্ত কবিতাই আমাদের খুবই ভালো লাগে কারণ আপনার পাঠ করা র স্টাইল ভীষণ সুন্দর যার ব্যাখ্যা করা যায় না। কবিতাগুলো যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ হয়ে আমাদের কাছে আসে। আপনার পাঠ শুনতে শুনতে আমরা অনেক গভীরে চলে যাই। কবিতাগুলো যেন পুরো ছবির মত ফুটে ওঠে।
দিদিভাই আপনার সব কবিতাই শুনি ।শুধু কবিতা নয় তার সঙ্গে তার বিশ্লেষণ আমার কাছে এক অনন্য প্রাপ্তি ।বার বার শোনার একটা সুযোগ করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ🙏
অপূর্ব, কবিতা পাঠ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ভালো লাগে কবিতার পরিচিতি নিয়ে।কখন,কোন সময়ের লেখা,কি ভাবের আবেশে লেখা,এইগুলি সম্বন্ধে অনেক কথা জানতে পারি।
সব দিনের মতই খুব সুন্দর।এই প্রথম আপনাকে বই নিয়ে কবিতা বলতে দেখলাম আমি অন্তত আগে দেখিনি। আমার একটা কথা জানতে ইচ্ছে করে আপনার কত গুলো কবিতা মুখস্ত আছে? এটা নিছক কৌতূহল। ভালো থাকবেন। পরের শনিবারের প্রতিক্ষায় রইলাম।
আপনাকে আমাদের মধ্যে পাই এটাও আমাদের কাছে বড়ো প্রাপ্তি। আপনার কবিতা আবৃত্তি মন জুড়িয়ে যায়। এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা কৃতজ্ঞ🙏🙏। ❤❤❤😊😊আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
আপনার কবিতা সেই ছোট্টবেলা থেকে শুনছি ওটাই আমার প্রথম কবিতা প্রেম, পুরোনো দিনের সেই ক্যাসেটে আজ আর বাজেনা "আমিই সেই মেয়ে " কিন্তু মনের মধ্যে আজও একটার পর একটা সাজানো আছে রুমির ইচ্ছা থেকে শুরুকরে "আমিই সেই মেয়েটি "সব।
প্রতিটা কবিতা হুবহু নিজের কণ্ঠে বসিয়ে নিয়েছিলাম, হয়তো লোকে বলবে কাউকে নকল করতে নেই কিন্তু আমি এতো ভালোবেসে বারবার শুনেছি কবিতা গুলো যে কোনটার পর কোনটা বাজবে কোথায় থামবে তা আজও মনে রয়ে গেছে। আপনার কাছে সামনাসামনি কবিতা না শিখলেও আপনি আমার প্রিয় শিক্ষিকা। আরও অনেক কবিতা আপনার কণ্ঠে শোনার ইচ্ছে রইলো 🙏🏻
অপেক্ষা করে থাকি আপনার আবৃত্তি শোনার জন্য l
অনেক দিন আগে, এক সন্ধ্যায় আপনার সঙ্গে আলাপ হয়ে মুগ্ধ হয়েছিলাম,
আজ নিশ্চয়ই সেটা আর আপনার মনে নেই l
খুব ভালো থাকবেন, আর আমাদের এইরকম ভাবে আনন্দ দিয়ে যাবেন,
এই প্রার্থনা l
যখন থেকে কবিতা বলতে এবং বুঝতে শিখেছি তখন থেকেই আপনার কবিতা আবৃত্তি শুনে আবৃত্তির চেষ্টা করেছি। আজও অপেক্ষা করি আপনার কবিতা শোনার। কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আপনার আবৃত্তি সামনে থেকে শুনেছিলাম। অসম্ভব সুন্দর অনুভূতি ছিল। ❤
আমি অনেক ছোট বেলার থেকেই তোমার কবিতা শুনতাম ভীষণ ভালো লাগতো এখনও যখন শুনি তখনই ছোট বেলার কথা মনে পড়ে ,,,,, তোমার গলায় বেশ ভালো লাগে কবিতা শুনতে❤❤❤এভাবেই শুনে যেতে চাই 😊😊😊তোমার কবিতা পাঠ❤❤
অসাধারণ কবিতা পাঠ, তাও আবার রবীন্দ্র নাথ ঠাকুরের। আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে কিছু ছোট্ট প্রচেষ্টা করছি। এরকম আরো কবিতা শোনার ও শেখার অপেক্ষায় থাকলাম 🙏
খুব সুন্দর। যেন সামনে কবির সমস্ত আকুলতা অভিবক্তি দেখতে পেলাম
দিদি আপনি আমাদের মতো আবৃত্তি প্রেমীদের স্তম্ভ।
খুব ভাল লাগল। এই কবিতা আমি এর আগে কারো কন্ঠে শুনিনি। আপনার কাছে ' দুই পাখি' শোনার ইচ্ছে রইল।
কতদিন যে এমন অনুষ্ঠানের অপেক্ষাতে ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।
খুব সুন্দর।মনে হয় হারিয়ে যাই। একটু দীর্ঘ হলে ভালো হয়। শুরু হতে না হতে শেষ হয়ে যায়।
❤❤❤❤❤❤❤
নয়ন মুদিয়া শুনে যাই আপনার কবিতা। একরাশ মুগ্ধতা
খুব ভালো লাগলো দিদি। সাথে এই রকম বিশ্লেষণ আরো সুন্দর প্রাপ্তি। অনেক শুভেচ্ছা ও প্রণাম জানাই 🙏🙏
অপূর্ব লাগলো আপনি যেটাই করেন সেটাই ভালো লাগে আপনাকে দেখার ইচ্ছা আমার জানিনা কবে সেই সৌভাগ্য হবে
অপূর্ব, এই ভাললাগা কখনো পুরোন হয়না, চির নতুন।
আহা, মন ভরে গেল। তার সাথে ইতিহাস টাও জানলাম। অনেক ধন্যবাদ। ❤
খুব সমৃদ্ধ হলাম। প্রণাম দিদিভাই 🙏🙏🙏🙏
দিদিভাই খুব ভালো লাগছে। আরো শুনতে চাই।❤
অপূর্ব, অপূর্ব!!ভালো লাগায় আপ্লুত হলাম।
স্কুল জীবনে এই সব কাব্যগ্রন্থ কি এক আকর্ষনে পড়ে যেতাম।এখন বোধের কিছু টা উন্মেষে এর ভাব মনকে আকুলিত করে তোলে। কি ব্যঞ্জনাবহ কবিতাগুলো!!অনন্তের দ্যোতনা আনে।
দিদি আপনাকে আর বলার কিছু নেই। ঈশরের কৃপা আছে আপনার উপর।🙏
অসাধারণ লাগলো দি।তোমার কন্ঠে পুরোনো পাঠ আবার নতুন করে শুনে মুগ্ধতা রেখে গেলাম অনেকটা। ❤
আমার কাল শোনা হয়নি দিদি আজ শুনলাম, খুব সুন্দর ❤❤❤
দিদি আপনাকে অজস্র ধন্যবাদ এই তিনটি মাস ধরে কবি পক্ষে কবি কে আরো পরিচিত করে তোলবার জন্য
"আমরা কেবল বানিয়ে তুলি
আপন ব্যথার রঙে রসে
ধূলির থেকে পালিয়ে যাবার সৃষ্টিছাড়া ঠাঁই
বেড়া দিয়ে আগলে রাখি
ভালোবাসার জন্য দূরের বাসা
সেই আমাদের গান।"❤🙏সবিন
য় অনুরোধ রইল-'পুনশ্চ' কাব্যগ্রন্থ থেকে-'শেষ চিঠি','কোমল গান্ধার' বা 'বিশ্বশোক' এর জন্য❤🙏।।
দিদিভাই অনুরোধ রইল,চলুক এই আবৃত্তি।প্লীজ বন্ধ করবেন না। প্রণাম নেবেন।
ম্যাম,আপনার পাঠ করা সমস্ত কবিতাই আমাদের খুবই ভালো লাগে কারণ আপনার পাঠ করা র স্টাইল ভীষণ সুন্দর যার ব্যাখ্যা করা যায় না। কবিতাগুলো যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ হয়ে আমাদের কাছে আসে। আপনার পাঠ শুনতে শুনতে আমরা অনেক গভীরে চলে যাই। কবিতাগুলো যেন পুরো ছবির মত ফুটে ওঠে।
ম্যাম আপনার কবিতা পাঠ আমি মুগ্ধ হয়ে শুনি। অপুর্ব পাঠ। আপনার কাছে কবিতা শেখার ইচ্ছা অপূর্ণ থেকে গেলো। এই জীবনে আমার ইচ্ছা পূরণ হলো না।
Asadharon mon. Aploto hoe galo. Apnar kontho.madhurje.
এই কবিতাটি আগে শুনিনি। মনে গেথে গেল।
দিদিভাই আপনার সব কবিতাই শুনি ।শুধু কবিতা নয় তার সঙ্গে তার বিশ্লেষণ আমার কাছে এক অনন্য প্রাপ্তি ।বার বার শোনার একটা সুযোগ করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ🙏
অপূর্ব শনিবারের অপেক্ষা সার্থক ।
Apni apnar kotha amader Contreras moto lage
অসাধারণ উপস্থাপনা,আজো সমানভাবে মুগ্ধ করে আমাদের। বিশ্লেষণ ও খুব সুন্দর। আরো অনেক দিন যেন আপনাকে পাই আমরা, ধন্যবাদ -
খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি🙏❤️🙏
আসতেই হবে ।
খুব ভালো লাগলো দিদি 🙏🙏
Age shunini ei kobita, apurbo laglo 🙏🏻
মুগ্ধ হয়ে শুনি।শুধুকবিতা নয় তার সঙ্গে তার বিশ্লেষণ আমার কাছে এক পরম প্রাপ্তি।অপূর্ব,খুব ভালো থাকবেন দিদি ।
এক রাশ মুগ্ধতা 🙏🙏
Khub sundar lage
Khubi sundor উদ্যোগ
যত শুনি তত মুগ্ধ হই দিদিভাই❤❤❤
অপূর্ব দিদিভাই
অপূর্ব, কবিতা পাঠ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ভালো লাগে কবিতার পরিচিতি নিয়ে।কখন,কোন সময়ের লেখা,কি ভাবের আবেশে লেখা,এইগুলি সম্বন্ধে অনেক কথা জানতে পারি।
মুগ্ধ হলাম 😌...অপূর্ব দিদি❤ । আপনার কন্ঠে একবার রবীন্দ্রনাথের 'জন্মান্তর ' টা শোনার অপেক্ষায় রইলাম ।🙏🏻
হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে 🙏🙏🙏 অসাধারণ ভীষণ ভালো লাগলো দিদি অপূর্ব 🙏🙏🙏
অপূর্ব 👌🙏🙏🙏
কি অপূর্ব দিদিভাই!
Asadharan🙏
Khub sundar
এক রাশ মুগ্ধতা।
Darun ❤
কথা ও কবিতার অসামান্য মেলবন্ধন একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলো মনে । ❤🎉
কি যে ভালো লাগছে❤❤
খুব ভালো, শ্রদ্ধা ও ভালোবাসা রইলো, বিচারের ক্ষমতা নেই, শনিবার এর অপেক্ষায় থাকি,🙏🙏❤
অপূর্ব
আবৃত্তি শুনতে শুনতে কোথায় হারিয়ে গিয়েছি।কী অপূর্ব আপনার পরিবেশনা আর লেখনীর একটা অক্ষয় সম্বন্ধেও বলার ধৃষ্টতা নেই ।ভালো থাকবেন।
কি অপূর্ব! কি মুগ্ধতা!
আমার বিনম্র শ্রদ্ধা । ভালো থাকবেন দিদিভাই 🙏
অপূর্ব ❤
সব দিনের মতই খুব সুন্দর।এই প্রথম আপনাকে বই নিয়ে কবিতা বলতে দেখলাম আমি অন্তত আগে দেখিনি। আমার একটা কথা জানতে ইচ্ছে করে আপনার কত গুলো কবিতা মুখস্ত আছে? এটা নিছক কৌতূহল। ভালো থাকবেন। পরের শনিবারের প্রতিক্ষায় রইলাম।
Apni kobita pathe mohan
শতকোটি pranam
অসাধারণ ❤
অপূর্ব। মন ভরে গেল
আপনাকে আমাদের মধ্যে পাই এটাও আমাদের কাছে বড়ো প্রাপ্তি। আপনার কবিতা আবৃত্তি মন জুড়িয়ে যায়। এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা কৃতজ্ঞ🙏🙏। ❤❤❤😊😊আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
এখন প্রতি শনিবারের অপেক্ষায় থাকি দিদি ❤❤
ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য 🙏🙏
🙏🙏
❤❤❤
আহা! প্রতি শনিবার আপনার বিশেষ এই উপহারের অপেক্ষায় থাকি। তথ্যনিষ্ঠ বক্তব্য শুনে সমৃদ্ধ হই। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম দিদিভাই।
Apurbo apurbo didi .Aponar sannidhya pele dhanyawad hotam.
অসাধারণ দিদিভাই...পরবর্তী শনিবারের প্রতীক্ষায় রইলাম❤
Didi khub bhalo bhalo thakben
অনবদ্য। প্রতি শনিবার অপেক্ষায় থাকি❤❤
আমরা সমৃদ্ধ হলাম
Bratatidi, oshombhob bhalo laglo. Thank you!
কবিতার রানী তোমাকে সেলাম
Manusher jibon japone kobitar vumika, ei bishoye ekta workshop korle kemon hoi ? Vebe dekhben please
Sunte sunte harie jai
অপূর্ব দিদি ❤❤❤
❤❤❤❤❤❤
প্রতি শনিবার আমি অপেক্ষা করে থাকি কবিতা শোয়েব জন্য।🙏🙏
খুব সুন্দর! শুধু একটাই অনুরোধ আরেকটু বড়ো কবিতা হলে ভালো হয়। ভালোলাগা শুরু হতে না হতেই কবিতা শেষ হয়ে যায়, মন ভরে না ঠিক।
Kobitar andormahal theke somridho hochhi so kahu nie mon bhalo kra program
অসাধারণ, কিছু বলার থাকে না দিদি 🌹🙏🌹🙏
দিদি অসাধারণ।এই কবিতা টা আগে শুনি নি তাই আরো বিশেষ করে ভালো লাগলো।
অপূর্ব