মুখোমুখি ড. সলিমুল্লাহ খান

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @tirthasankardasgupta3234
    @tirthasankardasgupta3234 Месяц назад +501

    পশ্চিমবঙ্গ থেকে,,,, এই মানুষটার মেধা এবং স্মৃতি শক্তি আমাকে বিস্মিত কোরে দেয়। 🙏🏻

    • @sen_brothers
      @sen_brothers Месяц назад

      বুদ্ধিজীবীর ছদ্মবেশে জামাতী দালাল ..

    • @muhammadislam7024
      @muhammadislam7024 Месяц назад

      সলিমুল্লাহ সাহেব আওয়ামী দালাল খালেদের থোতা মুখ ভোতা করে দিয়েছেন। স্কোর - সলিমুল্লাহ ১০০ -খালেদ ০।

    • @MdMahiUddin-d4j
      @MdMahiUddin-d4j Месяц назад +4

      রাইট

    • @shamimalhasan7734
      @shamimalhasan7734 Месяц назад +1

    • @agunbapary3323
      @agunbapary3323 Месяц назад +2

      এই লোকের কথা শুনলে শুনতেই মন চায়

  • @mehedihasanjony9346
    @mehedihasanjony9346 Месяц назад +50

    এত লম্বা সময়টা এক নিমিষেই শেষ হয়ে গেল।
    ড. সলিমুল্লাহ স্যারের দীর্ঘ হায়াত কামনা করি।গুরুত্বপূর্ণ কথা গুলো যাতে আরো বেশী বেশী শুনতে পারি।

    • @mustafizurrahman4439
      @mustafizurrahman4439 Месяц назад

      উনি অনেক ভুল করেছেন।
      সেকুলারিজম মানে দ্বীনহিনতা/দুনিয়ামুখিতা আরবিতে বলা হয় লা-দ্বীন মানে দ্বীন নাই যার।
      আবার, তিনি বল্লেন কুরআনের আয়াত বললেন রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ” এই আয়াতের ও অপব্যাখা করেছেন এর মানে দুনিয়াতে কল্যাণের কথা বলা হয়েছে দুনিয়ামুখিতার কথা বলা হয় নাই। আখিরাত অনুযায়ী দুনিয়া করলেই দুনিয়াতে কল্যাণ হবে। সেকুলারিজম এর জায়গা ইসলামে নেই।

  • @AnisPervez
    @AnisPervez Месяц назад +258

    সলিমুল্লাহ ভাইকে চিনি ভার্সিটি থেকে, তার সংগঠিত প্রাক্সিস পাঠচক্রে অবাক হয়ে তাঁর ক্ষুরধার বক্তব্য শুনতাম ১৯৮০-৮১ তে। অনেক বছর পর একসাথে শিক্ষকতা করেছি অল্প সময়, একই রূমে বসতাম। একসময় তাঁকে খুব একটা শুনতাম না, কিছুটা পুনরাবৃত্তি মনে হতো। আজ শুনে মনে হল এতো তাড়াতাড়ি ফুরিয়ে গেল, শোনার তৃষ্ণা কেবলই বাড়ছে, ১ ঘন্টা ১৪ মিনিট, তাঁকে থামতে হল। আজ মনে হল বয়স হচ্ছে, কেমন যেন ক্লান্ত মনে হল তাঁকে। আমি তাঁর আবেগ ফিল করছিলাম। ভেতরে একটা বারুদ জ্বলছে, অনাচার আর বদমাইশির বিরুদ্ধে, যা শেখ হাসিনা করেছে, করেছে শূকর শ্রেণির শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিকরা। এদের জিভ ছিঁড়ে দিতে না পারলে সামনে কাঁটা।
    সুস্থ থাকুন সলিমুল্লাহ ভাই।

    • @Opshori64547
      @Opshori64547 Месяц назад +1

      আপনিও অসাধারণ লিখছেন, মাশা-আল্লাহ

    • @Rabiul-g2m
      @Rabiul-g2m Месяц назад

      স্যার আপনি ও অসাধারণ লিখেছেন, আসলে সলিমুল্লাহ স্যার কে আমাদের দরকার

  • @Salehin99
    @Salehin99 Месяц назад +14

    চমৎকার একজন লোক, ডক্টর সলিমুল্লাহ খান। তার জ্ঞানের গভীরতা সমসাময়িক বুদ্ধিজীবীদের মধ্যে অতুলনীয়। তিনি অসাধারণ বলেন, তার তথ্যগত বিশ্লেষণ অবিশ্বাস্য, তার জ্ঞানের ভান্ডারে বহুমুখী জ্ঞানের সমাহার। ধন্যবাদ জাতির শ্রেষ্ঠ সন্তানকে।

  • @shahjahanshaju824
    @shahjahanshaju824 Месяц назад +183

    তিনি এ-যুগের বাংলাদেশের সক্রেটিস। প্রশ্নের উত্তর দেন, যথাযথকেও ছাড়িয়ে যান,নতুন প্রশ্ন মনে আসার আগে উত্তর পেয়ে যাই।প্রশ্নও করে দেন সকলের জানার জন্যে। নিজের জানার উপর অটুট তার আস্থা।অগাধ জ্ঞান আর স্মৃতি শক্তির তেজ তার অপ্রতিদ্বন্দ্বী সাহসী দার্শনিকের মর্যাদা দিয়েছে বলে আমার প্রতীতি আছে।
    শ্রদ্ধা জানাই।

    • @presentplan
      @presentplan Месяц назад

      কেন উনিতো প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধের পক্ষে না।

    • @muhammadislam7024
      @muhammadislam7024 Месяц назад

      সলিমুল্লাহ সাহেব আওয়ামী দালাল খালেদের থোতা মুখ ভোতা করে দিয়েছেন। স্কোর - সলিমুল্লাহ ১০০ -খালেদ ০।

    • @BillahaMdMasum
      @BillahaMdMasum Месяц назад

      @@presentplan প্রথম আলো, দি ডেইলি স্টার বন্ধের দাবী একটা business trick কারন মানুষ ফ্যাক্ট চেকিং মিডিয়া হিসেবে এই দুটিতে বেশী আস্থা রাখতে চায়।

    • @kamrulhridoy7188
      @kamrulhridoy7188 Месяц назад

      To ki hoice? ​@@presentplan

    • @presentplan
      @presentplan Месяц назад

      @@kamrulhridoy7188 উনি ভারতীয় দালাল, বাণীতে জামায়াত এর আমীর পিনাকী ভট্টাচার্য।🥴

  • @akterhussain5513
    @akterhussain5513 Месяц назад +21

    শেষের উদাহরনটা সেই রকম হইচে, ধন্যবাদ স্যার , বেচে থাকেন আপন আলোয়, আলোকিত করেন এই সমাজ এই দেশকে, শ্রদ্ধা ও ভালবাসা❤

  • @tasfiyahChaudhary
    @tasfiyahChaudhary Месяц назад +274

    সলিমুল্লাহ স্যার একজন লাইব্রেরী।
    তার জ্ঞানের পরিধি এত ব্যাপক কল্পনাই করা যায় না। তিনি যখন কথা বলে মনে হচ্ছে যে একটা লাইব্রেরীর সামনে নিয়ে কথা বলতেছে ❤❤❤

    • @souravsaha1758
      @souravsaha1758 Месяц назад +1

      নিজস্ব কোন চিন্তা ভাবনা নেই।খালি বইয়ের ইতিহাস কপচায়।

    • @mdfahimmiazi454
      @mdfahimmiazi454 Месяц назад

      ​@@souravsaha1758 এ লোক উপদেষ্টা হওয়ার জন্য ব্যাপকভাবে তেলবাজি করছে। কিন্তু কপাল খুলেনি।

    • @presentplan
      @presentplan Месяц назад +1

      কেন উনিতো প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধের পক্ষে না।

    • @muhammadislam7024
      @muhammadislam7024 Месяц назад

      সলিমুল্লাহ সাহেব আওয়ামী দালাল খালেদের থোতা মুখ ভোতা করে দিয়েছেন। স্কোর - সলিমুল্লাহ ১০০ -খালেদ ০।

    • @AlAmin-i5l
      @AlAmin-i5l Месяц назад

      ​@@souravsaha1758je vabe kopchay setai tar nijossota. Eivabe duniyar r kawke kopchate dekhso?

  • @mehedimasud5822
    @mehedimasud5822 Месяц назад +29

    শিক্ষক নামটির যথার্থ ব্যাক্তি। বাংলাদেশের গর্বের এক জ্ঞানী ব্যাক্তির কথা মুগ্ধ হয়ে শুনে নিজের জ্ঞানকে অনেকটাই পুর্ন করলাম। ধন্যবাদ ঠিকানা টিমকে উনাকে এভাবে কথা বলার এবং আমাদের কথা শোনার সুযোগ দিয়ে।

  • @MdRonyTalukdar-c6o
    @MdRonyTalukdar-c6o Месяц назад +62

    একজন জীবন্ত লাইব্রেরি!!
    কি রকম মেধাবী মানুষ হলে এতো সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
    একজন প্রিয় ব্যক্তিত্ব ❤️❤️❤️

  • @emranshohid1952
    @emranshohid1952 Месяц назад +8

    শিক্ষক ই হলেন জাতির পথ প্রদর্শক, জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর, এই ব্যক্তিই হলেন সেই শিক্ষক। জ্ঞানের সমুদ্র। স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার মংগল করুন, আপনার সুস্বাস্থ্য এবং দির্ঘা আয়ু কামন করি, আমিন। ❤

  • @abdussalamraju8692
    @abdussalamraju8692 Месяц назад +71

    একটা গুরুত্বপূর্ণ এবং অর্থবহ টকশো অনেক দিন পরে দেখলাম। অতি উৎসাহ নিয়ে পুরো সময়টা দেখেছি প্রতিটা কথা ছিল প্রানবন্ত। গরীব দেশের অধ্যাপক কথাটা সেই ভালো লেগেছে।।

  • @a.h.m.shamsuddinpolash5991
    @a.h.m.shamsuddinpolash5991 Месяц назад +7

    আমাদের গর্ব সলিমুল্লাহ স্যার.। একজন জ্ঞান ভান্ডার.। শুনলাম আর মুগ্ধ হইলাম.।
    খালেদ ভাই, আপনাকে এবং ঠিকানাকে ধন্যবাদ স্যারেএ এমন সুন্দর কথাগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য.।

  • @shimantosarker5662
    @shimantosarker5662 Месяц назад +111

    স্যারকে শোনার অপেক্ষায় ছিলাম, অভিনন্দন।

  • @athunkhan2918
    @athunkhan2918 Месяц назад +2

    আন্তরিক ধন্যবাদ খালেদ ভাইকে।
    তিনি অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন আলোচককে যথেষ্ট সময় এবং সম্মান দিয়ে।
    সলিমুল্লাহ খান অসাধারণ আপনি।

  • @abdurrahmankhan6988
    @abdurrahmankhan6988 Месяц назад +91

    সলিমুল্লাহ স্যারের কথা গুলো এত মনোযোগ নিয়ে শুনছি যেনো একটা শব্দ মিস না হয়।।
    প্রতিটি কথা সুস্পষ্ট এবং সুন্দর ❤❤

  • @NewtonDas-z9t
    @NewtonDas-z9t Месяц назад +3

    ডক্টর সলিমুল্লাহ খান স্যার একজন জীবন্ত লাইব্রেরি সর্বক্ষেত্রে জ্ঞানের ভান্ডার উনার কথাগুলো যতই শুনি মন বুক ভরে যায়

  • @mahmudhasan7179
    @mahmudhasan7179 Месяц назад +71

    শুধু শুনে গেলাম। সময় কিভাবে শেষ হলো বুঝতে পারলাম না। সলিমুল্লাহ খানকে আল্লাহ দীর্ঘদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখুন।

  • @cpAkbarDu
    @cpAkbarDu Месяц назад +20

    পুরো সাক্ষাৎকার টা খুব মনোযোগ দিয়ে শুনলাম৷ মনে হচ্ছিল আরও ২ ঘন্টা হলেও শুনতাম।
    উনার সাক্ষাৎকার থেকে অনেক কিছু শেখার আছে৷

  • @rubelkhan6474
    @rubelkhan6474 Месяц назад +28

    আসলে মানুষ তো কত কিছুর প্রেমে পড়ে আমি অনেক আগে থেকেই তার কথার প্রেমে পড়েছিলাম যখন সুযোগ পাই ড সলিমুল্লাহ খান স্যারের প্রতিটা কথা শোনার চেষ্টা করি এবং নিজেকে খুব উজ্জীবিত করি এই ভেবে যে কেউ একজন তো আছে যে সঠিক ব্যাখ্যা দিয়ে সঠিক কথাগুলো তুলে ধরার।
    তাই দোয়া করি
    সর্বময় আল্লাহ স্যারকে সুস্থ এবং ভাল রাখুক,

  • @funnyv12658
    @funnyv12658 Месяц назад +14

    পরম সৌভাগ্য যে ভার্সিটিতে তার ক্লাস পেয়েছিলাম। ক্লাসে তার একটা কথা সারাজীবন মনে গেথে থাকবে
    " ব্যাক্তি কখনো ধর্মনিরপেক্ষ হতে পারেনা, ধর্মনিরপেক্ষ হতে পারে শুধু রাষ্ট্র "

  • @rannabanna346
    @rannabanna346 Месяц назад +8

    স্যার স্যার,,,একজন সত্যিকারের স্যার,,,এতো কিছু পরেও সলিমুল্লাহ স্যার দের জন্য দেশ নিয়ে সপ্ন দেখা হারিয়ে যায়না!🇧🇩❤️

  • @mustakbiajed6603
    @mustakbiajed6603 Месяц назад +71

    লেখক হিসেবে সমাজ থেকে প্রথম আলো আমাকে মুছে দিতে চেয়েছিলো। যদি আপনাদের এই টিভি টকশো আর ইউটিউব না হতো আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম, মানসিকভাবে চলেই গিয়েছিলাম। 😢
    --সলিমুল্লাহ খান
    এই কথার মধ্যে স্যারের অনেক অব্যক্ত কষ্ট লুকোনো আছে। যোগ্যদের সঠিক মর্যাদা আমাদের এই সমাজ দিতে শিখে নাই।

    • @salimsaalem8390
      @salimsaalem8390 Месяц назад +2

      অন্য কেহ হলে এই কথাটা কিভাবে বলতো একটু ভেবে দেখেন।

  • @alauddinkabir8693
    @alauddinkabir8693 Месяц назад +3

    ড. সলিমুল্লাহ খান স্যার। একজন কিংবদন্তি ! অকল্পনীয় স্মৃতিশক্তিধর ! আল্লাহ আপনাকে সুস্থতার সহিত দীর্ঘজীবী করুন। আমিন!

  • @Anbir-gq7hk
    @Anbir-gq7hk Месяц назад +47

    সলিসুল্লাহ খান স্যারের কথা মন মুগ্ধতার সাথে শ্রবন করলাম।হলফ করে বলতেই পারি সমকালীন বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী মানুষ সলিমুল্লাহ খান স্যার।স্যারে দেখানো পথ যদি জাতি হিসাবে রপ্ত করতে পারি নিঃসন্দেহে এই দেশ সমৃদ্ধি পাবে।
    অসংখ্য ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে সলিমুল্লাহ খান স্যারকে আমন্ত্রণ জানানোর জন্য।

  • @engr.maroofkorhi4941
    @engr.maroofkorhi4941 Месяц назад +17

    এই প্রথম মহিউদ্দিন ভাইকে দেখলাম খুবই শান্ত ভাবে প্রশ্ন করতে আর উত্তর দেওয়ার সময় শান্ত থাকতে। এটাই স্যারের নলেজের গভীরতা

  • @adnanrafid
    @adnanrafid Месяц назад +192

    এই প্রথম দেখলাম খালেদ ভাই এতক্ষণ চুপ করে শুনেছেন 😅
    খুবই তথ্যবহুল আলোচনা হয়েছে। ড. সলিমুল্লাহ খান স্যার এর কথাগুলো সবার শোনা উঠিত। এবং কোন দ্বিমত থাকলে যুক্তিসহ তুলে ধরা উচিত।

    • @wajedjoy4056
      @wajedjoy4056 Месяц назад +1

      ঠিক😃

    • @mdrakibulhassanjuelk4873
      @mdrakibulhassanjuelk4873 Месяц назад +5

      আগেও সলিমুল্লাহ খান স্যারের সাথে এমনটা হয়েছে।।
      এবং খালেদ মহিউদ্দিন ভাই এটাই স্পষ্ট করে বলেছেন যে স্যার সলিমুল্লাহ খান এর কথা তার শুনতেই ভালো লাগে।
      মনে হয় যেন জীবন্ত এক লাইব্রেরী

    • @mahmudhasan5876
      @mahmudhasan5876 Месяц назад +1

      কথা বলার স্পেস ই নাই।উনি ও মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে

  • @muktaahmed6394
    @muktaahmed6394 Месяц назад +2

    চমৎকার একটি অনুষ্ঠান দেখলাম।সলিমুল্লাহ স্যার আমাদের সময়ের সক্রেটিস।

  • @mosharrafkhan8845
    @mosharrafkhan8845 Месяц назад +26

    দু'জন জ্ঞানী মানুষের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। একজন মনযোগী শিক্ষক কথা বলছেন। আরেকজন মনযোগী ছাত্র সব শুনছেন পুরো সময়টা জুড়ে।

  • @SmaAbid-se8iz
    @SmaAbid-se8iz Месяц назад +6

    খুবই প্রিয় স্যার।কী সুন্দর, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। জাতীয় সমাজের একজন পরিচ্ছন্ন ভান্ডার ❣️

  • @riponhasan9587
    @riponhasan9587 Месяц назад +31

    স্যার কথা তো নয় যেন রূপকথা।
    বাচ্চা কালে দাদা দাদী কাছে যেমন মনোযোগ দিয়ে গল্প শুনতাম, সেরকমই শুনলাম।

  • @FirozAhmed-b2v
    @FirozAhmed-b2v Месяц назад +11

    প্রধান উপদেষ্টার "উপদেষ্টা" হওয়ার মত যোগ্য একজন মানুষ সলিমুল্লাহ খান স্যার ❤❤❤ মানুষটার কাছ থেকে আমরা সাক্ষাৎকার ছাড়া আর কিছুই নিতে পারলাম না। 😢😢😢😢

    • @User-Kaathal
      @User-Kaathal Месяц назад

      এর বেশি যোগ্য সে না।

  • @alamgirhossain5420
    @alamgirhossain5420 Месяц назад +2

    ড. সলিমুল্লাহ খান স্যারের কথা শুনলে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, স্যার এত গুছিয়ে এবং বুঝিয়ে বুঝিয়ে কথা বলেন অসাধারন৤ মহান আল্লাহ তায়ালা স্যারকে নেক হায়াত দান করুন - আমিন৤ খালেদ মুহিউদ্দীন ভাইও অসাধারন একজন উপস্থাপক আমার খুবই প্রিয় একজন সাংবাদিক৤ বিবিসি অডিও সংবাদ বন্ধ হওয়ার পর এই একটা সংবাদ বিত্তিক অনুষ্ঠান আগ্রহের সাথে দেখি৤ ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়র জন্য৤

  • @SakalAhmed-k2g
    @SakalAhmed-k2g Месяц назад +13

    প্রত্যেক বারই মুগ্ধ হয়ে সলিমুল্লাহ স্যারের কথা শুনি।
    মানুষটার জ্ঞান মানুষটাকে সম্মান করতে বাধ্য করে -

  • @nishattasnim4439
    @nishattasnim4439 Месяц назад +4

    স্যারের স্পিচ বাইরে থেকে দাঁড়িয়ে শুনেছিলাম রাজশাহী বিশ্বিবদ্যালয়ের একটা সেমিনারে। কষ্ট নিয়ে ফিরে এসেছিলাম সীট পর্যাপ্ত না থাকার কারণে।বেঁচে থাকুক স্যার,আপনাকে শুনতে চাই❤️

  • @masudmona6020
    @masudmona6020 Месяц назад +41

    সলিমুল্লাহ্ খান সাহেব প্রকৃতই এদেশের শ্রেষ্ঠ দার্শনিক এবং আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সঠিক নির্দেশনার পথিকৃৎ!!

    • @AbdullahShafiul
      @AbdullahShafiul Месяц назад

      A major issue considered by secular philosophy is the nature of morality in a material universe
      As a philosophy, secularism is closely associated with naturalism and materialism, rejecting consideration of immaterial or supernatural substances, such as a soul, in favour of a material universe.
      Ref: Yaniv Roznai citing Domenic Marbaniang in "Negotiating the Eternal: The Paradox of Entrenching Secularism in Constitutions", Michigan State Law Review 253, 2017, p. 324
      Yes, it's about materialistic things, but of course after denying the existence or creator and by default every law, and definition come from the ceator.
      Be a men and acknowledge it, don't just cherry pick to make your followers satisfied fools.

  • @zahidrashid-qu4ow
    @zahidrashid-qu4ow Месяц назад +2

    দারুন লাগলো খালেদ ভাই আপনার আজকের টকশো ...। ধন্যবাদ আপনাকে এবং সলিমুল্লা স্যার কে...।

  • @salmatalukdar1965
    @salmatalukdar1965 Месяц назад +6

    সলিমুল্লাহ স্যার এর কথা মন্ত্র মুগ্ধ হয়ে শুনলাম। স্যারকে শ্রদ্ধা জানাই। উনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

  • @ashfaqsamir909
    @ashfaqsamir909 Месяц назад +2

    অসাধারণ! স্যালুট জানাই স্যারকে। এত সুন্দর একটা জ্ঞ্যানগর্ভ আলোচনার জন্য মহিউদ্দিন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি।

  • @AamiOmio
    @AamiOmio Месяц назад +9

    একজনের জন্য চুপ থাকা কষ্টকর। প্রথমে ভেবেছিলাম স্যার ওখানে গেছেন কেন! এখন দেখি হীরার টুকরা স্যার প্রস্তুতি নিয়ে গেছেন😊

  • @mdshamsuddin6683
    @mdshamsuddin6683 Месяц назад +2

    জাযাকাল্লাহু খাইর।এতো গুরুত্বপূর্ণ কথা আমি আর কখনও শুনিনি, আল্লাহ তা'আলা আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন।

  • @mdsaiful-uk6yo
    @mdsaiful-uk6yo Месяц назад +4

    স্যারের সাক্ষাৎকার শুনে মনে হোলো ভার্সিটিতে ক্লাস করতেছি। লেকচারটা অসাধারণ ছিল। আল্লাহ উনার ভালো করুন।

  • @asas-em5ge
    @asas-em5ge Месяц назад +2

    যথার্থ খুবই গুরুত্বপূর্ণ চমৎকার বিশ্লেষণ করেছেন স্যার।

  • @hosnearabegum8500
    @hosnearabegum8500 Месяц назад +14

    I work with a main stream American company. I am only one muslim in my work station. After joining district manager willingly arranged my daily prayer facility before my asking. This is the beauty of human behavior. Actually in Bangladesh needs so many social behavior changes

  • @mahfuzalam4145
    @mahfuzalam4145 Месяц назад +834

    সলিমুল্লাহ স্যারের এক ঘন্টা কথা শুনা, বিশ্ববিদ্যালয়ে এক বছর ক্লাস করার সমান।

    • @Nur-E-Tayef
      @Nur-E-Tayef Месяц назад +13

      Yes

    • @Jinx___p9
      @Jinx___p9 Месяц назад +26

      বিশ্ববিদ্যালয়ে গেছেন কখনো?

    • @rockysheikh-x6n
      @rockysheikh-x6n Месяц назад

      ​@@Jinx___p9তুই গিয়েছিস দালাল

    • @abdullahalmasud8159
      @abdullahalmasud8159 Месяц назад +12

      ​@@Jinx___p9গিয়ে কি শিখেছেন?

    • @rsrkgb2311
      @rsrkgb2311 Месяц назад +15

      বিশ্ববিদ্যালয়ে না পড়া মানুষ এভাবে কমেন্ট করে।

  • @AnwarulIslam-l3u
    @AnwarulIslam-l3u Месяц назад +9

    শ্রদ্ধেয় জনাব সলিমুল্লাহ স্যার এদেশের অধিকাংশ মানুষ চেয়েছিলো আপনার মত দৃঢ়চেতা, সচেতন, দায়িত্বশীল লোক উপদেষ্টা হোন।

  • @AmirHamja-o9p
    @AmirHamja-o9p Месяц назад +1

    খুব সুন্দর আলোচনা। ব্যস্ততার জন্য এতদিন দেখা হয় নাই আজ দেখলাম।

  • @zahirsohel7629
    @zahirsohel7629 Месяц назад +38

    এক ঘন্টা ১২ মিনিট আলোচনা শুনলাম। কিন্তু দুঃখের বিষয় মনে হলো যেন ১২ মিনিটেই শেষ হয়ে গেল।

  • @sksobuz-tu8lc
    @sksobuz-tu8lc Месяц назад +2

    কি বলবো --?
    অসাধারণ একটা আলোচনা। এমন মানুষ গুলোর রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন-আগামীর দেশ বিনির্মানে তার পরামর্শ নিলে রাষ্ট্রের উন্নয়ন হবে। ব্যাক্তির চেয়ে দল আর দলের চেয়ে দেশ বড়ো-সেই শ্লোগান কার্যকর করতে এমন মানুষ গুলোর মুল্যায়ন অত্যাবশ্যক।
    স্যার আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।

  • @rakibulrazz7945
    @rakibulrazz7945 Месяц назад +34

    স্যার সলিমুল্লাহ খানকে যে কোন টপিক দিয়ে আটকানো মুশকিল, আমাদের জীবন্ত কিংবদন্তী বুদ্ধিজীবী। ❤️❤️❤️ স্যার আপনার প্রচুর পরিমাণে বই লেখা উচিত যাতে পরবর্তী প্রজন্মে আপনার চিন্তাধারা পড়তে পারে ।

  • @JH-BD
    @JH-BD Месяц назад +2

    আমি এই প্রথম এই চ্যানেলের এমন অনুষ্ঠানের ১০০% সব শব্দ শুনেছি। সলিমুল্লাহ স্যার কথা শুনতে শুনতে সময় কখন যে চলে যায়!

  • @md.ashrafulalam6958
    @md.ashrafulalam6958 Месяц назад +8

    ডক্টর সলিমুল্লাহ স্যার এক কথায় অসাধারণ ইনার মত লোক আমরা বাংলাদেশে আর কত প্রজন্ম পরে ও পাবো কিনা সন্দেহ আছে

  • @sanwarhossain6899
    @sanwarhossain6899 Месяц назад +2

    অসাধারণ বিশ্লেষণ ধর্মী আলোচনা।
    জ্ঞানের খোলা জানালা,উপলব্ধজাত
    অবগাহন।

  • @niajsharif2044
    @niajsharif2044 Месяц назад +9

    সলিমুল্লাহ খানের কথা শুনার জন্য সব সময় উদগ্রীব থাকি। একটা মানুষ এত জ্ঞানী কিভাবে হয় অবাক লাগে।

  • @rafiqulislamkhan2325
    @rafiqulislamkhan2325 Месяц назад +1

    অনেক অনেক সালাম ও শ্রদ্ধা ডঃ সলিমুল্লাহ খান স্যার কে !! আপনার মত মহান জ্ঞানী ব্যক্তিকে জাতি পেয়েছে ও আপনাকে কাজে লাগানোর জোড় দাবি জান্নাচ্ছি !!

  • @razu5388
    @razu5388 Месяц назад +9

    আলোচনা খুব সুন্দর চিলো, শুনার পর এটু আমারে নিশাস নিলাম,
    আমি নিরপেক্ষ মানুষ ভালোবাসি ❤️❤️🇧🇩🇧🇩

  • @rakibhasnathsumon5991
    @rakibhasnathsumon5991 Месяц назад +1

    বাংলাদেশের সবচেয়ে বিজ্ঞ মানুষের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় ছিলাম। অসাধারণ আলোচনা।

  • @rmkawsarrhaman-598
    @rmkawsarrhaman-598 Месяц назад +13

    প্রকৃত বুদ্ধিজীবীর যথার্থ উদাহরণ: তাকে শ্রদ্ধা জানানো জাগতিক কোন ভাষায় সম্ভব বলে অন্তত আমি মনে করি না! বেঁচে থাকুন ডক্টর সলিমুল্লাহ খান ❤ মহান আল্লাহ আপনার সহায় হন স্যার।

  • @mysteriousworld8559
    @mysteriousworld8559 Месяц назад +2

    সলিমুল্লাহ খানের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

  • @DestinyToParadise
    @DestinyToParadise Месяц назад +44

    পাচারকৃত টাকা অবশ্যই ফেরত আনতে হবে! 💸✨ দেশের অর্থনীতির মঙ্গলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 🌍🤲অন্যায়ভাবে নেওয়া সম্পদ ফেরত না এলে জাতি কখনোই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না। 🌟

  • @sardarwasiuddinalahmed2126
    @sardarwasiuddinalahmed2126 Месяц назад +2

    আমার জীবনে দেখা সেরা টকশো। নিজের চিন্তার নতুন দ্বার উন্মোচিত হলো! ধন্যবাদ স্যারকে এবং অবশ্যই খালেদ ভাই আপনাকেও

  • @humayunkhan5143
    @humayunkhan5143 Месяц назад +8

    উনি আমার প্রিয় মানুষ।
    Humayun from London

  • @LolitaKar
    @LolitaKar Месяц назад +2

    বাংলাদেশের মধ্যে সপ্তাশ্চর্য এর ভিতর একটা জীবন্ত লাইব্রেরি আছে। যিনি হলেন ড. স্যার সলিমুল্লাহ ❤

  • @azharuzzamanrupon5327
    @azharuzzamanrupon5327 Месяц назад +14

    অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা রইলো স্যার

  • @mdmohin1868
    @mdmohin1868 Месяц назад +1

    অসাধারণ আলোচনা শুধু শুনতেই মন চাইতেছিল ধন্যবাদ সলিমুল্লাহ স্যার কে। ❤

  • @MonirIslam-iz5ny
    @MonirIslam-iz5ny Месяц назад +9

    আমাদের কক্সবাজারের অহংকার। যদি স্যারের যে কোন বক্তব্য শুনা শুরু করি তাহলে শেষ না করে মন অন্য দিকে ফেরানো যায় না।

  • @mdabdulhoque4392
    @mdabdulhoque4392 Месяц назад +1

    অনেক প্রানবন্ত চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ, ড. সলিমুল্লাহ স্যারকে

  • @Masum4u
    @Masum4u Месяц назад +10

    সালিমুল্লাহ স্যারকে বাংলাদেশের সুপ্রিম লিডার করে জাতীয় নির্বাচন দেওয়া হোক। যাতে কেউ পুনরায় ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে।

  • @Ummekulsumakterunnahar
    @Ummekulsumakterunnahar Месяц назад +1

    খালেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সলিমুল্লাহ স্যার কে আনার জন্য ভবিষ্যতে আমরা ওনাকে আরো অনেকবার দেখতে চাই আপনার অনুষ্ঠানে। সলিমুল্লাহ স্যারকে অশেষ ধন্যবাদ আমাদের মনের কথাগুলো বলার জন্য।

  • @MushfikaIkfat-v7u
    @MushfikaIkfat-v7u Месяц назад +57

    আল্লাহ স্যারকে নেক হায়াত দিক সকল বিপদ থেকে উদ্ধার করুক দোয়া করি

  • @mdmonjurulkibriachowdhury8488
    @mdmonjurulkibriachowdhury8488 Месяц назад +1

    This is one of the best episodes on the society and system of Bangladesh, brilliantly potrayed by Sir D. Salimullah Khan.

  • @amarbaharin8477
    @amarbaharin8477 Месяц назад +20

    খালেদ মহীউদ্দীন ভাই আজকের লাইভ ভিডিও টা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এখানে শেখার অনেক কিছু আছে। আমর জন্ম পর থেকে ৪০ বছর পাড় হয়ে আসছি। খালেদ মহীউদ্দীন ভাই আপনি মহা জ্ঞানী এবং জ্ঞানের ভান্ডার ড: সলিমুল্লাহ খান স্যার একজন দক্ষ মহা জ্ঞানী গুণিজন। বিনম্র শ্রদ্ধা আপনাদের দুইজনের জন্য। আপনারা এভাবে পাশে থাকলে বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে আশারাখী দোয়া ভালোবাসা অশেষ কৃতজ্ঞতা জানবেন খালেদ মহীউদ্দীন ভাই ❤️❤️❤️🤲🤲🤲🥰🥰🥰😘😘😘

    • @mdtazul6153
      @mdtazul6153 Месяц назад

      উনি অনেক জ্ঞানী তবে, পৃথিবীতে মহাজ্ঞানী একমাত্র আল্লাহ।

    • @BillahaMdMasum
      @BillahaMdMasum Месяц назад

      @@mdtazul6153 আল্লাহ্ র সঙ্গে তার মাখলক এর তুলনা হয়না আর আল্লাহ্ নিরাকার সত্ত্বা পৃথিবী তার সৃষ্টি আল্লাহ্ র আরশ পৃথীবি হতে অনেক অনেক উচুতে।

  • @mohammadsaeed6587
    @mohammadsaeed6587 Месяц назад +1

    অসাধারণ !ডক্টর সলিমুল্লাহ খান স্যার...
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ।

  • @sultanahmedali9979
    @sultanahmedali9979 Месяц назад +8

    কোন ধরনের বিরতি ছাড়া অত্যন্ত আগ্রহ নিয়ে একটা টকশো শুনলাম, টকশো বলা ঠিক হবে কি-না জানিনা, মনে হলো একজন জ্ঞানগর্ভ শিক্ষকের ক্লাস নিচ্ছিলাম, সলিমুল্লাহ স্যারের তুলনা উনি নিজেই, খালেদ ভাইয়ের প্রশ্নের মুখে প্রায় সাবাইকে হিমশিম খেতে দেখেছি একমাত্র আজই খালেক ভাই নীরবে আমাদের মত শুনে গেলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ খালেদ ভাইকেও, এই রকম জ্ঞানী মানুষের উপস্থিতি ঠিকানায় আরও বেশি আশা করি।

  • @accountsdepartment8453
    @accountsdepartment8453 Месяц назад +1

    অশেষ ধন্যবাদ,
    এরকম একটি তথ্যবহুল প্রোগ্রাম উপহারের জন্য।

  • @canadatube2007
    @canadatube2007 Месяц назад +2

    আসসালামু ওলাইকুম স‍্যার,
    আল্লাহ আপনাকে উত্তম সুস্থতা দান করুন। জাতিকে আপনার মুল্যবান ইনটেকচুয়াল অবদানের জন্য ধন্যবাদ । আপনাকে পেয়ে জাতি হিসেবে আমরা গর্বিত ।

  • @mafizulislam7372
    @mafizulislam7372 Месяц назад +12

    এরকম জ্ঞানী মানুষ আর আসবেন কিনা জানিনা বাট আপনার জন্য ভালোবাসা রইলো❤❤❤❤❤

  • @niazMahmud-fe5pd
    @niazMahmud-fe5pd 14 дней назад +1

    Sir Salimulllah.The greatest men form Bangladesh ❤❤

  • @iffatjahan2429
    @iffatjahan2429 Месяц назад +15

    এত সুন্দর আলোচনা
    এত টুকু বোরিং লাগে নাই।
    খুব ভালো লাগলো

    • @arifmahmud2170
      @arifmahmud2170 Месяц назад

      আসুন আমরা নাস্তিক্যবাদ হই নাস্তিকময় বিশ্বগড়ি🖤

  • @iqbaljewel5808
    @iqbaljewel5808 Месяц назад +1

    এত দ্রুত সময়টা চলে গেলো, বুঝতে পারলাম না। অসাধারণ আলোচনা। ❤❤❤

  • @krishakBGA
    @krishakBGA Месяц назад +12

    সলিমুল্লাহ স্যার হচ্ছেন শিক্ষকদের শিক্ষক। নেতাদের উচিৎ উনার কাছে ক্লাস করা।

  • @UmmateMuhammad_sm
    @UmmateMuhammad_sm Месяц назад +1

    মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি..... Dr Salimullah Sir z🥰🥰

  • @nizamhossaien2893
    @nizamhossaien2893 Месяц назад +11

    বাংলাদেশের জীবন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিমুল্লাহ স্যার!আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুক ।

  • @KamalUddin-t8b
    @KamalUddin-t8b Месяц назад

    আপনার মতো একটি ভালো মানুষের এ সমাজের রাজনৈতিক দলের সঙ্গে দরকার ছিল সার আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @agrotv2486
    @agrotv2486 Месяц назад +16

    সলিমুল্লা স্যার আসলেই জ্ঞানের একটা সাগর, যা রাষ্ট্র ও সরকার বুঝতে অক্ষম।

  • @hasanvai3968
    @hasanvai3968 Месяц назад +12

    জামাতের আমির ডা.শফিকুর রহমান।এবং স্যার সরিমুল্লাহর আলোচনা অনেক মনোমুগ্ধকর।

    • @arifmahmud2170
      @arifmahmud2170 Месяц назад

      কোথায় কে? এখানে ইসলামের পক্ষে কথা হয় নাই জামায়েতের আমির কেনো আসবে? উনি যদিও রাজনীতি করছে কিন্তু উনার দলের পিছনে ইসলাম ট্যাগ দেওয়া

    • @rajkhan7472
      @rajkhan7472 Месяц назад

      ​​@@arifmahmud2170 তো কি হইছে?

    • @abulBnl
      @abulBnl Месяц назад

      ​@@arifmahmud2170ইসলাম থাকলে কি হয়েছে?

  • @florabloom3906
    @florabloom3906 Месяц назад +1

    মেধাবী শিক্ষিত একটা মানুষ। স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম।

  • @shamim19821
    @shamim19821 Месяц назад +17

    সলিমুল্লাহ স্যার কে শিক্ষা উপদেষ্টা হিসেবে দেখতে চাই।

  • @মো.মেহেদী.হাসান

    স্যালুট স্যার।।। আপনার একটা ক্লাস মনোযোগ দিয়ে শুনলাম। অনেক কিছু শিখলাম।

  • @afrinachowdhury6291
    @afrinachowdhury6291 Месяц назад +7

    অসাধারন স্যার। অনেক কিছু জানলাম। ধন্যবাদ স্যার।

  • @livetvsportschannel4196
    @livetvsportschannel4196 Месяц назад +53

    গরিব দেশের অধ্যাপক 😀 সেই ছিল স্যার

  • @smamin8209
    @smamin8209 Месяц назад +1

    সলিমুল্লাহ খান সাহেব বাংলাদেশের একমাত্র প্রকৃত প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী। তিনি নিরপেক্ষ এই অর্থে যে তিনি শুধু নৈতিকতা ও জ্ঞানের পক্ষে। তাঁর কথা সব সময় শুনতে ভালো লাগে।
    সলিমুল্লাহ খান সাহেবকে আমন্ত্রণ জানানোর জন্য খালেদ মহিউদ্দিন সাহেবকে ধন্যবাদ।

  • @Md.Tahavi
    @Md.Tahavi Месяц назад +15

    স্যারের কথা যতই শুনি ততই মুগ্ধ হই ।শুনতে শুনতে সময় যেনো তুচ্ছ

  • @islamicschool001
    @islamicschool001 Месяц назад +1

    সলিমুল্লাহ খানের কথা যতই শুনি শোনা শেষ হয় না। তিনি শিক্ষক হিসেবে একজন অসাধারণ ব্যক্তিত্ব, তার যুক্তি তার মেধা তার প্রজ্ঞা অসাধারণ। কিন্তু কোন বিষয়ে প্রশ্ন করলে সর্বব্যপী উত্তর দেওয়ার চেষ্টা করেন। এটা তার জ্ঞান জাহির করার প্রবণতা নাকি শিক্ষক সুলভ স্বভাব বুঝতে অনেক সময় কষ্ট হয়।
    তবে সবার উপরে তার দেশ প্রেম জাতি প্রেম এবং সত্য বলার সাহস আমার দৃষ্টি কাড়ে সবসময়।❤❤

  • @armanhossain8437
    @armanhossain8437 4 дня назад

    এরকম একজন জ্ঞানী ব্যক্তিত্ব পাওয়া সামনে বাংলাদেশ জাতীর জন্য দুষ্কর কঠিন ব্যাপার। আমরা জাতি উনাকে উপযুক্ত সন্মান করে নাই। ওনার সুস্থ ও দীর্ঘ হায়াত কামনা করছি। ✌️💓🇧🇩👌💚💚🧡🧡💓💓💓

  • @tingtong470
    @tingtong470 Месяц назад +8

    খালেদ মুহিউদ্দীন আমার অন্যতম পছন্দের একজন ব্যক্তি। উনি জানেন কাকে কিভাবে সম্মান করতে হয়। স্যারের বক্তব্য টানা শুনে তারপর প্রশ্ন করছেন। এটা তার জ্ঞানের পরিধি সম্পর্কে ধারণা দেয়। Huge respect to Khaled Mohiuddin 🫡

    • @gmprime5673
      @gmprime5673 Месяц назад

    • @monirulislamjamal7149
      @monirulislamjamal7149 Месяц назад

      A spontaneous discussion

    • @rajibhaider551
      @rajibhaider551 Месяц назад

      মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথেও অনেক বিনয়ী হয়ে প্রশ্ন করেছেন। তিনি সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মাম দিতে জানেন।

    • @tingtong470
      @tingtong470 Месяц назад

      @@rajibhaider551 আমি ওটা সম্পূর্ণ দেখি নাই। তাই ওটা নিয়ে মন্তব্য করি নাই। এটা আসলেই সত্য উনি প্রাপ্য লোকদের সম্মান দিতে কার্পণ্য করেন না।

    • @rajibhaider551
      @rajibhaider551 Месяц назад

      @@tingtong470 ওটাও দেখেন। খুবই চমৎকার আর ইন্টারেস্টিং ছিল।

  • @MahabuburRahman-h6y
    @MahabuburRahman-h6y Месяц назад

    প্রকৃতপক্ষে ড.সলিমুল্লাহ স্যারকে আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম।

  • @sabrinariya9459
    @sabrinariya9459 Месяц назад +9

    প্রকৃত দেশ প্রেমিক,
    অসাধারণ ব্যক্তিত্ব।

  • @sheikhshepon2061
    @sheikhshepon2061 Месяц назад +44

    আজকে মহিউদ্দিন ভাই সেই স্কুল এর ছাত্র হয়ে গেছেন পুরাই। কথা বলার স্কপ ই পাচ্ছেন না। প্রশ্ন করার আগে ই উত্তর দিয়ে দেয় আমাদের সবার পছন্দের সার❤❤

    • @EngineerWadud
      @EngineerWadud Месяц назад +1

      😂😂😂 ভাই ধরছেন😅

    • @ALIAZOM-l7f
      @ALIAZOM-l7f Месяц назад

      মামুন সাহেব কে পেলে খুব নাচাত 😅😅😅
      উনিও সুন্দর ভাবে ডিফেন্স করেছিলেন❤

    • @mdmahfuz4206
      @mdmahfuz4206 Месяц назад

      ফালতু অবজার‌ভেশন

    • @mohdrafel8286
      @mohdrafel8286 Месяц назад

      This interview is an example of how people should respect a teacher. Well done Mohiuddin vai

  • @jakariashottalk3580
    @jakariashottalk3580 Месяц назад +1

    সত্যিকারের মেধাবী আলোচক। যতই শুনি ততই মুগ্ধ হই।

  • @sagorhossain1997
    @sagorhossain1997 Месяц назад +27

    এইটা টকশো নাহ
    এইটা ইসিহাস❤।
    সবাইকে দেখার অনুরোধ রইলো।