খুব ভালো লাগলো আপনার এই লেখাটি । আমি এর সাথে দুটো কথা যোগ করতে চাই । 1, শ্যামাপ্রসাদ না থাকলে আজ পাকিস্তানে বসে আমাদের এই ভিডিওটি দেখতে হত । 2, যোগেন মন্ডলের( তখন বলা হতো যোগেন আলী মন্ডল) হঠকারী জাতপাতের রাজনীতির জন্যই জিন্নাহ ওঁকে ব্যবহার করেছিলেন । ফলস্বরূপ বলির পাঁঠা হতে হয়েছে ৩,৪ টি জেলার আপামর হিন্দু সম্প্রদায়কে । এমনকি সিলেটে গণভোটেও জিন্নাহ যোগেনবাবুকে ব্যবহার করেছিলেন । যোগেনবাবু অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অদুরদর্শী ছিলেন ।
Late Jogen mondol jamon dolit somproday tamon , gobet , tamon e gan-du type er chilen 🙏☹️ Sei sob bhul steps gulor jonnei amader ajke 2024 e eirokom din ese gache
যে কারনে হিন্দু নেতাগন ১৯০৫ এ বাংলা ভাগের বিরোধিতা করেছেন সেই একই কারণে ১৯৪৭ এ যুক্ত বাংলার বিরোধিতা করেছেন (বাংলাকে ভাগ করেছেন)। যুক্ত ভারতে হিন্দুরা majority, শাসন ক্ষমতা থাকবে হিন্দুদের হাতে। অতএব,বাংলা ভাগ চাই না। আবার বিভক্ত ভারতে শুধু বাংলায় মুসলমান majority, শাসন ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে। অতএব, বাংলা ভাগ করে ভারতের সাথে থাকব। মূল উদ্দেশ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া - বাংলা প্রেম কিংবা ভারত প্রেম থেকে নয় । হিন্দু নেতৃত্ব ১৯০৫ বাংলা ভাগের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছিল । আবার এরাই ৪৭-এ বাংলা ভাগের জিকির তুলে পুরো ভারতবর্ষে মহা শোরগোল পাকিয়েছে । কারন তখন শ্যামা প্রসাদ বাবুরা দেখলেন বাংলা ভাগের দাবী আদায় না হলে সংখ্যাগরিষ্ঠ এম.এল.এ. দের মতামতের ভিত্তিতে পুরো বাংলার নেতৃত্ব মুসলমানদের হাতে চলে যাবে । এমনকি পুরো বাংলাই মুসলিদের জন্যে আলাদা অন্য একটি রাষ্ট্র অথবা পাকিস্থানে অন্তর্ভুক্ত হয়ে যাবে । সুতরাং এবার বাংলা ভাগ করো । এই হচ্ছে চাণক্যবাদী হিন্দুদের মুনাফেকীর নমুনা ।
আজ যদি পাকিস্তান না হত আমরা বাংলাদেশ পেতাম না। আমাদের West Bengal এর মত ভারতের একটি রাজ্যে পরিনত হতে হত।কিন্তু আজ আমরা সাধীন বাংলা ভাষা এবং culture বলতে আজ বাংলাদেশকে বুজায় ভারতকে না অর্থনৈতিক দিক থেকেও আমরা উন্নতি করছি।আসল কথা আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেই West Bengal এর মত দিল্লির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় না। আর যদি হিন্দুদের কথা বলেন বাংলাদেশে দেড় কোটি হিন্দু রয়েছে যাদের অধিকাংশ নিম্ন বর্নের তারা বাংলাদেশের নাগরিকদের মতোই সমান অধিকার ভোগ করে ভারতের মত উঁচু নিচু ভেদ বাংলাদেশে নেই বাংলাদেশে হিন্দুরা সরকারি চাকরি ও অন্নান্য কাজে মুসলমানদের মতই সমান অধিকার পায়।আজকের বাংলাদেশ পূর্বের পাকিস্তান নয়। কিন্তু ভুলে যাবেন না পূর্বের West Bengal কাদের হতে উন্নত হয়েছিল পূব বাংলার মুসলিম কৃষকদের শোষন করা হিন্দু জমিদার শ্রেনিই west Bengal এ শিল্পকারখানা গড়ে তুলেছিল।তাই আজ আমরা সাধীন না হলে পূর্বের মতোই west Bengal বা দিল্লির দারা শোসীত হতে হতো।
মুসলিম লীগের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কথাটা একতরফা হয়ে গেল --- অপরপক্ষের হিন্দু সাম্প্রদায়িক দলগুলোও যে খুবই সক্রিয় ছিল , বক্তব্যে তার কিছুই বলা হয়নি। সাধারণ খেটে খাওয়া হিন্দু মুসলিমদের মধ্যে কোনো সংঘাত কোথাও কখনোই তেমন ভাবে প্রকট ছিলনা, এমনকি এখনও নেই। সমস্ত সংঘাতের মুলে উভয় সম্প্রদায়ের উচ্চবর্গীয় শিক্ষিতদের কিছু অংশই সবসময়ই দায়ী। এমন কি সাহিত্য সম্রাট বন্কিমচন্দ্রও তাঁর বিভিন্ন রচনায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন, আনন্দমঠ উপন্যাস ই প্রধান উদাহরণ। শিক্ষিত বুদ্ধিজীবীরা নিজ নিজ ধর্মীয় সম্প্রদায় নিয়েই ব্যস্ত থেকেছে, ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা অর্থাৎ বাঙালি বাঙালি বা বাঙলাভাষী জনগনের জন্য বৃহত্তর বাঙলা ভূখন্ড নিয়ে একটি সার্বভৌম দেশ গঠনের জোরালো আন্দোলন কখনোই গড়ে ওঠেনি।
আমি কোন ভাগাভাগির মধ্যে নেই ❤❤❤। আমি গোটা পৃথিবী কে একটি দেশ মনে করি ❤❤❤। ধর্ম বর্ণ বৈষম্য জাত পাত মানি না মানবো না ❤❤❤❤। এগুলো কিছু মানুষ স্বার্থে জন্য তৈরি করছে ❤, তাই এতো ঝামেলার সৃষ্টি হয়েছে,। ❤❤❤। সবাই যদি মানুষ ধর্ম নিয়ে চিন্তা করতেন তাহলে এতো বিভেদ সৃষ্টি হতো না 😢😢😢❤। তাই আমার মত পুরো দুনিয়া থেকে পৃথিবী থেকে এই কুসংস্কার দূর করে ধর্ম জাত পাত বর্ন ইত্যাদি তুলে দেওয়া দরকার আছে ❤❤❤। তবেই হবে সুন্দর এই পৃথিবী ❤❤❤। সুন্দর হবে এই জীবন ❤❤❤। কোন দাঙ্গা হবে না। ❤❤❤। যা করবে প্রশাসন তাদের বিচার করবে ❤❤❤। শাস্তি দেবেন ❤❤❤।
@Probodh Dhali আপনি ইতিহাস এর গুরুত্বপূর্ণ তথ্য/শব্দ বাদ দিয়ে এই ভিডিও ছোট করেছেন এবং ইতিহাসের মধ্যে অতিরঞ্জিত কথা বলছেন। আশা করছি আপনি ইতিহাস টা সঠিক ভাবে উপস্থাপন করবেন। কারণ মানুষ ইতিহাস জানতে চায় যাতে পরবর্তী সময়ে ভুল এর পুনরাবৃত্তি না ঘটে।
Dada Bangla vaag hoye Bangali der nam muse Dese. Bangla lutee neuyar jonno Hindu Muslim war lagano hoise. Bangla jatee Alada rasto na hotee pare sei cokrantho kora hoise. Ar Hindu Muslim war lagaise Neheru. GHANDI. Mood.ali jinna. Jatee Dhilli ar Pakistan sonar Dim Para murgi vaag kore nise. Dhilli Pakistan theke harami Amra jemon Pakistan theke shadhin hoyesi. 1971 puro Bangla sadhin hoye jetho.
হিন্দু জমিদার দের বাড়িঘর সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে বেশির ভাগ কমে বিক্রি করে চলে গেছে। তোরা হলি ঘটি অবাঙালি জাত। বাঙাল হিন্দু আর তোরা আলাদা জাতি। এখনো তোরা ইস্ট বেঙল কে গালি দিস মোহনবাগান কে সাপোর্ট করিস।।তোদের কাছে বাঙাল দের অনেক অপমানিত হতে হয়। হিন্দুত্বের দোহাই দিবি না।
প্রত্যেকে তার নিজের মতো করে ইতিহাস লেখেন, এটা ঠিক নয়। এই ভিডিও তে উগ্ৰ হিন্দুত্ববাদ প্রকাশের সুড়সুড়ি আছে। দয়া করে এই অপচেষ্টা থেকে দূরে থাকুন। সাম্প্রদায়িকতা একটা মানসিকতা, সেটা শুধু মুসলমানদের থাকে তা নয়, হিন্দুদের মধ্যেও তার কমতি নেই। অতীত ইতিহাস আমরা সকলেই কমবেশি জানি। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে সেই অন্ধকার অতীতকে আর ডেকে আনার চেষ্টা করবেন না।
নির্জলা মিথ্যাচার করলেন। ১৯৪৭ এ বাংলায় মুসলমান ছিল ৫৪ %। হিন্দু দলিত সহ হিসাব করলে ৪১%। সোহরাওয়ার্দির নেতৃত্বে অবিভক্ত স্বাধীন বাংলার দাবি উঠলেও পশ্চিম বাংলার হিন্দু নেতারা রাজি না হওয়ায় এই দাবি টিকে নাই। আর উলটো সোহরাওয়ার্দিকেই কাটগড়ায় দাড় করানো হল।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুসলিম লীগের সাথে বাংলায় সরকার গঠন করেছিল এটা কেন বললেন না?দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা যে সভাড়কার এটা কেন বললেন না?দেশভাগের মূল তো দ্বিজাতি তত্ব। তা যে কত বড় ভুল তার প্রমাণ স্বাধীন বাংলাদেশ গঠন।
ভারতবরষ তথা বাংলায় হিন্দু ধর্ম রক্ষা করেছে তথাকথিত নিম্ন জাতের দলিত হিন্দুরাই... উচ্চ বরনের হিন্দুরা তো ছদ্ম সেকুলারিজম আর মুসলিম তোষণ করেই ব্যাস্ত ছিল এবং আছে।
প্রাচীনকাল থেকেই ভারত কোন দেশ নয় উপমহাদেশে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব থেকেই ষোড়শ জনপদ বা ১৬টি স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ইত্যাদি রাষ্ট্রে বিভক্ত ছিলো। এখনও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশের, রাজ্যের, দেশের ভাষার বিভিন্নতা, খাদ্যাভাসের বিভিন্নতা তাই প্রমান করে। আপনার বর্ননার কিছু সঠিক কিছু বেঠিক। সম্প্রতি এ বিষয়ে পশ্চিম বাংলার এক ইতিহাসের শিক্ষকের বক্তব্য ইউটিউবে দেখার সৌভাগ্য হয়েছে। আপনার বক্তব্য আরও উদার হতে পারতো।
আমি চাই বাংলাদেশ ভারত এক হয়ে যাক এবং আসাম ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ড নিয়ে একটি অবিভক্ত বাংলা প্রদেশ গড়া হোক। আমি আশাবাদী যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে ভারত শাসিত হলে ভারতের ক্ষমতার কেন্দ্রে সবসময় বাংলা প্রদেশের লোকজন থাকবে এবং ঐতিহাসিক যুগের মতো আবারও বাংলা প্রদেশ সবচেয়ে ধনী অঞ্চলে পরিনত হবে।
বাংলা এক হয়ে ভাগ হলে বাংলা আলাদা দেশ হতো তাহলে আর পাকিস্তানের সাথে থাকতে হতো না। 😒আর সেটা না করে ব্রামনরা নিজেদের ভোগ লালসা করার জন্য বাংলা কে দুই ভাগ করে। সুদু সুদু চুতিয়া ভিডিও না দিলে ভাল হয়।
সেই বাংলাভাগ হয়ে ও লাভ নাই । আরেক টা মুসলিম জনবহুল প্রদেশ হতে যাচ্ছে,, পশ্চিমবঙ্গ ও আসাম। এর জন্য দায়ী হিন্দুরাই , কথায় আছে একটা গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ঔ ১টা করে সন্তান জন্ম দিলে এটাই হবে । আর মুসলিমরা ৬' ৭ টা করে ওরাই সংখ্যাগরিষ্ঠ জাতি হবে,, ইশ্বর আমাদের জন্ম দেওয়া ক্ষমতায় দিয়েছে আর এদের পেটের খাবার যোগানের জন্য ক্ষমতা অবশ্যই দিবে কিন্তু আমরা হিন্দুরা তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি না,, আর মুসলিমরা আল্লাহ্ উপর বিশ্বাস রাখে ,,, পশ্চিমবঙ্গের 2011 সালের 27% মুসলিম আজ 2021 এ 35% ,, ,, আসামে 2011 তে 34% মুসলিম ছিলো আজ সেটা 40% ,,, এটাই হবে হিন্দুরা আগুল চুসো,, কম কম করতে করতে আর এ পশ্চিমবঙ্গে থাকাও লাগবে না,,,
মুসলিম রাষ্ট্র ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে। তাহলে হিন্দু রাষ্ট্র হলে আপনারা কি একত্রে থাকতে পারবেন? না নিম্ন বর্ণের হিন্দু আর উচ্চ বর্ণের হিন্দুদের ঝগড়া জাটি লেগে থাকেবে।
হিন্দু রাষ্ট্র ভাঙার জন্যে হিন্দু রাষ্ট্রের কি সম্পর্ক? ইসলামিক রাষ্ট্রে 1400 বছর আগে থেকেই ভাঙ্গন দেখা যায়। এটা নতুন কিছু নয়। নিজের পরিবারের লোক কে হত্যা করে ক্ষমতায় আসার ঐতিহ্য আছে ইসলামিক রাষ্ট্রে। আমার মনে হয় ইরাইনের ঘটনাও ক্ষমতার লোভে ঘটেছে। আর হিন্দুদের মধ্যে জাত পাতের বৈষম্য আগের মতো নেই।
হিন্দুদের মতো হিংসা ও নিন্দিত আর কোন জাতি নাই,পৃথিবীতে একমাত্র হিন্দু মানে আমরা জাত পাত নিয়ে এখনো পরে আছি,আর একটা সত্য বলি পৃথিবী ধংশের আগ মুহূর্তেও কেউ হিন্দুদের একত্র করতে কেউ পারবে না,হিন্দুরা নিজের মায়ের পেটের ভাইয়ের সাতে পযন্ত মিলেমিশে থাকতে পারে না
যোগেন মণ্ডল তো দলিত শ্রেণীর মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একার সিদ্ধান্তে কখনোও এতবড়ো কার্য করা সম্ভব নয়। উনার সব থেকে বড় ভুল মুসলিমলীগে যোগদান করা। যোগেন মণ্ডলের এই ঐতিহাসিক ভুলের মাসুল দলিত শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষদের এখনও দিতে হচ্ছে। আমরা এইসব কথা ইতিহাস থেকে জানতে পেরেছি। আপনার এই ঐতিহাসিক তথ্যসমূহ জানানোর জন্য ধন্যবাদ।
Dr Shyamaprasad Mukherjee did partition of Bengal under guidance of my great guru Swami Satyananda Saraswati, 142nd guru of Ananda Math Order and founder of Saktibad Doctrine
সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। যে সোহরাওয়ার্দী অখণ্ড বাংলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে অাপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন আর বাংলা ভাগের জন্য দায়ী সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিরো বানালেন। সব দোষ মুসলমানদের আর হিন্দুরা ধোঁয়া তুলসী পাতা।
বর্তমানে বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে ভালো আছে। এখানে উচু নিচু কোন ভেদাভেদ নাই। নাই কোন হিন্দু মুসলিম ভেদাভেদ।কারন হিন্দু মুসলিম সবাই এদেশের জনগন। আমরা সব ধর্ম মিলেমিশে থাকি যা অন্য কোন দেশে কমই পাওয়া যায়।
22 Jan 2021 #EastPakistan #1971 #BritishIndia অনেকের অনুরোধে আজ আমি 1947 সালে বাংলা ভাগের সঠিক ইতিহাস আপনাদের বলবো। আজকের যুব সমাজ বাংলা ভাগের সঠিক ইতিহাস জানে না বললেই চলে। At the request of many, today I will tell you the exact history of the partition of Bengal in 1947. Today's youth do not know the exact history of the partition of Bengal. Other Videos 1. বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অবস্থা : • বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অব... 2. নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডলের ভুল সিদ্ধান্ত : • নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডল... 3. সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজানা কথা : • সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজ... 5. নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস : • নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস |... #BanglaVag #JogenMandal #SyamaPrasadMukherjee #CalcuttaRiots #CalcuttaKilling #1946 #BritishIndia #HistoryOfIndia #HistoryOfCalcutta #WestBengal #EastPakistan #1971 Reference 1. bn.wikipedia.org/wiki/%E0%A6%... 2. bn.wikipedia.org/wiki/%E0%A6%... 3. bn.wikipedia.org/wiki/%E0%A6%... 4. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
Before british empire muslim and Hindu peoples living in peace in united Bengal. Great bengal may be divided from India as independent country. Higher cast hindu political leaders were responsible for separation of Bengal.
আপনার প্রতি টি vedio তে আপনি যোগেন মন্ডল মহাশয়ের সমালোচনা করেন এটা ঠিক নয়। তৎকালিন পেখাপট বিবেচনা করা উচিৎ। আপনার কথার সুএ ধরেই বলি। আপনি কি বাবা সাহেবের জীবনি পড়েন নি। বর্ন হিন্দু রা ভারতে আমাদের উপর কি রকম অত্যাচার করতো এখনো সেই ধারা জারি আছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রায়শই হরিজন মহিলাদের উপর অত্যাচার কাগজে পড়েন না। সেই প্রেক্ষাপটে যদি তিনি বলে থাকেন উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের ঘৃণা থেকে মুসলমানদের সাথে থাকা ভালো। আমার জন্ম এদেশে তবুও আমাকে ছোটবেলা থেকে উদ্বাস্তু বাঙাল এদেশে কেন এসেছিস এরকম কথা শুনতে হয়েছে। আমি শৈশবে শুধু ভাবতাম আমার কি কোন দেশ নেই। পরিশেষে বলি উচ্চ বর্নের বাড়িতে নেমন্তন্ন এ বিচালি বিছিয়ে বসতে দিত উঠে গেলে গোবরজল দিয়ে ধুয়ে দিত। এটা আমার জীবনের অভিজ্ঞতা। মুসলিমরা নিশ্চয়ই এই রকম মানসিক যন্ত্রণা দিত না। এ থেকে আপনিই বিচার করুন আমাদের জন্য কারা ভালো।
তা সত্বেও বাবা সাহেব যোগেন মন্ডল কে সাবধান করেছিলেন পূর্ব পাকিস্তানের সাথে থাকার ব্যাপারে। কিন্তু যোগেন মন্ডল শোনেন নি তার কথা। দুরিদৃষ্টির অভাব থাকলে যা হয় আর কি। এর ফলে কোটি বাঙালি হিন্দুদের দুর্ভোগের শিকার হতে হলো। এখনো অনেকে জানে না যে তাদের দুর্ভোগের কারণ কি। বাংলা ভাগের আগে কলকাতা ও নোয়াখালীতে হিন্দু নিধন হয়। এ থেকে ও যোগেন মন্ডল শিক্ষা নিলেন না । যোগেন মন্ডল বললেন নমঃশূদ্র এলাকায় দাঙ্গা হবে না। যেখানে উচ্চ বর্ণের মানুষ থাকেন সেখানেই হবে। কিন্তু তার এই কতাটাও খাটল না।
@@probodhdhali জানিনা আপনার প্রকৃত উদ্দেশ্য টা কি। যদি আমাদের উত্থান বা একতিরত করা হয় তবে আমার মতে আপনার এই রকম সমালোচনা মুলক আলোচনা Dogs pleasure রূপেই থেকে যাবে। আর যদি নিজেকে একজন বড় সমালোচক হিসেবে তুলে ধরতে চান তবে জানবেন যারা সৃষ্টি করে তাদের ই মানুষ মনে রাখে সমালোচক দের নয়।
দীনেশ বাবু আমার কোনো উদ্যেশ্য নেই। যা সত্য তাই প্রকাশ করা আমার কাজ। অনেকে মানুষকে যোগেন মন্ডল কে নিয়ে ভুল বোঝাচ্ছেন দেখতে পাচ্ছি। তাই প্রকৃত সত্য ধামা চাপা পড়ছে। দরকার হলে description box reference দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনি ভুক্তভুগি নন তাই আপনার কাছে মানুষের প্রানের কোনো মূল্য নেই। আপনার স্বজাতি আপনার কাছে মহাপ্রাণ রূপে বেচে থাক। যারা ভুগছে তারা বুঝতে পারছে প্রানের কতটা মূল্য।
@@probodhdhali জাতির ইতিহাস থেকে এবার মানুষের নির্যাতন , কল্যাণ এই সব আর কি । উদ্দেশ্য বেশ পরিষ্কার । আমার শুভেচ্ছা রইল আপনি ভবিষ্যতে প্রধান মন্ত্রী মুখোমনতি কিছু একটা হোন। ভালো থাকবেন। শুভরাতরি।
খুবই ভালো লাগলো আপনার এই ভিডিও
আগামী দিনে আরো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাবার আশায় রইলাম
ধন্যবাদ
প্রবোধ বাবুকে প্রাণঢালা ধন্যবাদ 'সত্য ঘটনা তুলে ধরার জন্য। আরো সত্য জানানোর জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ
খুব ভালো লাগলো আপনার এই লেখাটি । আমি এর সাথে দুটো কথা যোগ করতে চাই ।
1, শ্যামাপ্রসাদ না থাকলে আজ পাকিস্তানে বসে আমাদের এই ভিডিওটি দেখতে হত ।
2, যোগেন মন্ডলের( তখন বলা হতো যোগেন আলী মন্ডল) হঠকারী জাতপাতের রাজনীতির জন্যই জিন্নাহ ওঁকে ব্যবহার করেছিলেন । ফলস্বরূপ বলির পাঁঠা হতে হয়েছে ৩,৪ টি জেলার আপামর হিন্দু সম্প্রদায়কে । এমনকি সিলেটে গণভোটেও জিন্নাহ যোগেনবাবুকে ব্যবহার করেছিলেন । যোগেনবাবু অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অদুরদর্শী ছিলেন ।
Late Jogen mondol jamon dolit somproday tamon , gobet , tamon e gan-du type er chilen 🙏☹️
Sei sob bhul steps gulor jonnei amader ajke 2024 e eirokom din ese gache
Or to budhi chilo na
শ্যামাপ্রসাদ পূর্ব পাকিস্তানের জনক ।
@abhikkumarmahapatra2119 একদম ঠিক বলেছেন। না হলে আপনার পরিচয় ও হতো 'পাকিস্তানি'।
পাকিস্তানের জনক গান্ধী নেহেরু। শ্যামাপ্রসাদ না থাকলে আজ আপনি বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের লোক হতেন।
খুবই সুন্দর বিশ্লেষণ এখনকার ছেলেমেয়েরা এই ইতিহাস জানেনা
যে কারনে হিন্দু নেতাগন ১৯০৫ এ বাংলা ভাগের বিরোধিতা করেছেন সেই একই কারণে ১৯৪৭ এ যুক্ত বাংলার বিরোধিতা করেছেন (বাংলাকে ভাগ করেছেন)। যুক্ত ভারতে হিন্দুরা majority, শাসন ক্ষমতা থাকবে হিন্দুদের হাতে। অতএব,বাংলা ভাগ চাই না। আবার বিভক্ত ভারতে শুধু বাংলায় মুসলমান majority, শাসন ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে। অতএব, বাংলা ভাগ করে ভারতের সাথে থাকব। মূল উদ্দেশ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া - বাংলা প্রেম কিংবা ভারত প্রেম থেকে নয় ।
হিন্দু নেতৃত্ব ১৯০৫ বাংলা ভাগের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছিল । আবার এরাই ৪৭-এ বাংলা ভাগের জিকির তুলে পুরো ভারতবর্ষে মহা শোরগোল পাকিয়েছে । কারন তখন শ্যামা প্রসাদ বাবুরা দেখলেন বাংলা ভাগের দাবী আদায় না হলে সংখ্যাগরিষ্ঠ এম.এল.এ. দের মতামতের ভিত্তিতে পুরো বাংলার নেতৃত্ব মুসলমানদের হাতে চলে যাবে । এমনকি পুরো বাংলাই মুসলিদের জন্যে আলাদা অন্য একটি রাষ্ট্র অথবা পাকিস্থানে অন্তর্ভুক্ত হয়ে যাবে । সুতরাং এবার বাংলা ভাগ করো । এই হচ্ছে চাণক্যবাদী হিন্দুদের মুনাফেকীর নমুনা ।
মুসলমান বাঙ্গালীদের ও আস্তে আস্তে আমরা শেষ করবো আর একটু অপেক্ষা করুন। শেষ মানে মেরেফেলার কথা বলিনি।
@@tornedoayela4899 চাণক্য নীতি প্রয়োগের প্রচেষ্ঠা ... ... আসেন, খেলা হবে !!!
bad den vai matribumir sathe beimani ki jinis oita ora hare hare terpace.(downfall Kolkata) leikha sarch korle bujte parben😅
bad den vai matribumir sathe beimani ki jinis oita ora hare hare terpace.(downfall Kolkata) leikha sarch korle bujte parben
মেধা তো আপনাদের আগেও ছিলো না এখনো ও নাই, শুধু আরেকজনের মাথায় কাঠাল রেখে খাওয়ার দান্দা, @@tornedoayela4899
Khub bhalo laglo video. Onek tothyo jana gelo
Probodhbabu, apnar video-ta otibo sototar sathe toiri, dhonnyobad.
অসাধারণ বিশ্লেষণ ও সঠিক তথ্য পরিবেশন করার জন্য ধন্যবাদ।
সত্য কথা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক ভালো হইছে
যখন আব্বাস সিদ্দিকীর মতো নেতারা নতুন দল ঘোষণা করেন এবং দলিতদের সমর্থন আবেদন করেন তখন দলিতদের এই ভিডিও দেখা উচিত এবং এর থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত
@ব খ তী য়া র ফ য় সা ল [BAN] ভুল ইতিহাস বলবেন না।
আজ যদি পাকিস্তান না হত আমরা বাংলাদেশ পেতাম
না। আমাদের West Bengal এর মত ভারতের একটি
রাজ্যে পরিনত হতে হত।কিন্তু আজ আমরা সাধীন
বাংলা ভাষা এবং culture বলতে আজ বাংলাদেশকে
বুজায় ভারতকে না অর্থনৈতিক দিক থেকেও আমরা
উন্নতি করছি।আসল কথা আমরা নিজেদের সিদ্ধান্ত
নিজেরা নেই West Bengal এর মত দিল্লির সিদ্ধান্তের
জন্য অপেক্ষা করতে হয় না। আর যদি হিন্দুদের কথা
বলেন বাংলাদেশে দেড় কোটি হিন্দু রয়েছে যাদের
অধিকাংশ নিম্ন বর্নের তারা বাংলাদেশের নাগরিকদের
মতোই সমান অধিকার ভোগ করে ভারতের মত উঁচু
নিচু ভেদ বাংলাদেশে নেই বাংলাদেশে হিন্দুরা সরকারি
চাকরি ও অন্নান্য কাজে মুসলমানদের মতই সমান
অধিকার পায়।আজকের বাংলাদেশ পূর্বের পাকিস্তান
নয়। কিন্তু ভুলে যাবেন না পূর্বের West Bengal কাদের
হতে উন্নত হয়েছিল পূব বাংলার মুসলিম কৃষকদের
শোষন করা হিন্দু জমিদার শ্রেনিই west Bengal
এ শিল্পকারখানা গড়ে তুলেছিল।তাই আজ আমরা সাধীন
না হলে পূর্বের মতোই west Bengal বা দিল্লির দারা
শোসীত হতে হতো।
এখোনো আমরাই শাষন করি বাংলাদেশ কে ভবিষ্যতেও করবো।
@@tornedoayela4899 তোমার ধোন
@@tornedoayela4899 ধোন করবে
সমগ্র বাংলা একটি দেশ হবে। এই হিন্দু মুসলিম বিভাজন কে সৃষ্টি করলো? তা নিশ্চয় বৃটিশ।
বাংলা ভাগ ছিল এ-ই ভূ খন্ডের জন্য
অভিশাপ। যা-ই বলেন
@@tornedoayela4899আয় বাপ দাদার নামও মনে থাকবে না তোদের জারক বলে সবাই চিনবে
ভালো লাগল ভিডিও দেখে ধন্যবাদ আপনাকে ঠিক তথ্য দেওয়ার জন্য ❤❤🇧🇧🇩🇧🇩
সোহরাওয়ার্দী পাকিস্তানের সাথে কখনোই যুক্ত হতে চান নি বরং তিনি সমগ্র বাংলাকে স্বাধীন রাখতে চেয়েছিলেন। আশা করি সঠিক ইতিহাস জেনে ভিডিও বানাবেন।
রেফারেন্স দেওয়া আছে দেখব নেবদন।
Sir আপনার ভিডিও গুলি খুবই ভালো, জ্ঞানবারধক, আগুলো নিয়ে যদি একটা বই প্রকাশ করেন খুব ভালো হবে।
এই ভিডিও দেখে মানুষের শিক্ষা নেয় দরকার, তবে ভারতের বেশির ভাগ মানুষ চালক কিন্তু ,নিজে থেকে নয়, ভুক্লিবাজ নেতাদের কোথায় চলে। দুক্ষ এখানেই।
শুধু। ভিডিও দেখ ইতিহাস পড়তে হবেনা আর মুর্খ হয়ে থাক
মুসলিম লীগের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কথাটা একতরফা হয়ে গেল --- অপরপক্ষের হিন্দু সাম্প্রদায়িক দলগুলোও যে খুবই সক্রিয় ছিল , বক্তব্যে তার কিছুই বলা হয়নি। সাধারণ খেটে খাওয়া হিন্দু মুসলিমদের মধ্যে কোনো সংঘাত কোথাও কখনোই তেমন ভাবে প্রকট ছিলনা, এমনকি এখনও নেই। সমস্ত সংঘাতের মুলে উভয় সম্প্রদায়ের উচ্চবর্গীয় শিক্ষিতদের কিছু অংশই সবসময়ই দায়ী। এমন কি সাহিত্য সম্রাট বন্কিমচন্দ্রও তাঁর বিভিন্ন রচনায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন, আনন্দমঠ উপন্যাস ই প্রধান উদাহরণ। শিক্ষিত বুদ্ধিজীবীরা নিজ নিজ ধর্মীয় সম্প্রদায় নিয়েই ব্যস্ত থেকেছে, ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা অর্থাৎ বাঙালি বাঙালি বা বাঙলাভাষী জনগনের জন্য বৃহত্তর বাঙলা ভূখন্ড নিয়ে একটি সার্বভৌম দেশ গঠনের জোরালো আন্দোলন কখনোই গড়ে ওঠেনি।
Think s
আপনার তথ্য সম্পূর্ণ সত্য🙏
অনেক ধন্যবাদ আপনাকে ভাল লাগল।
আমি কোন ভাগাভাগির মধ্যে নেই ❤❤❤। আমি গোটা পৃথিবী কে একটি দেশ মনে করি ❤❤❤। ধর্ম বর্ণ বৈষম্য জাত পাত মানি না মানবো না ❤❤❤❤। এগুলো কিছু মানুষ স্বার্থে জন্য তৈরি করছে ❤, তাই এতো ঝামেলার সৃষ্টি হয়েছে,। ❤❤❤। সবাই যদি মানুষ ধর্ম নিয়ে চিন্তা করতেন তাহলে এতো বিভেদ সৃষ্টি হতো না 😢😢😢❤। তাই আমার মত পুরো দুনিয়া থেকে পৃথিবী থেকে এই কুসংস্কার দূর করে ধর্ম জাত পাত বর্ন ইত্যাদি তুলে দেওয়া দরকার আছে ❤❤❤। তবেই হবে সুন্দর এই পৃথিবী ❤❤❤। সুন্দর হবে এই জীবন ❤❤❤। কোন দাঙ্গা হবে না। ❤❤❤। যা করবে প্রশাসন তাদের বিচার করবে ❤❤❤। শাস্তি দেবেন ❤❤❤।
তুমি সত্যিটা মানতে রাজি নন 😅
আপনার এই উচ্চ বিচার ইউটিউব কমেন্ট এ ঠিক আছে 😅
রবীন্দ্রনাথ ঠাকুর ❤
Tumi to abal
ভারত ভাগ হলে বাংলা ভাগ হতে অসুবিধা কোথায়?
অনেক কিছু জানা গেল,,,,
১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বেঙ্গল প্যাক্ট চুক্তি বাস্তবায়ন করলে এবং নেতাজি সুভাষ বসু বেচে থাকলে বাংলা কখনো ভাগ হতো না -জয়বাংলা
@Probodh Dhali আপনি ইতিহাস এর গুরুত্বপূর্ণ তথ্য/শব্দ বাদ দিয়ে এই ভিডিও ছোট করেছেন এবং ইতিহাসের মধ্যে অতিরঞ্জিত কথা বলছেন।
আশা করছি আপনি ইতিহাস টা সঠিক ভাবে উপস্থাপন করবেন।
কারণ মানুষ ইতিহাস জানতে চায় যাতে পরবর্তী সময়ে ভুল এর পুনরাবৃত্তি না ঘটে।
সমস্ত কথা বলতে গেলে কয়েক দিন লাগবে। 10 মিনিটে যতটা বলা সম্ভব বলেছি। আসল ঘটনা বাংলা ভাগ। এতে কোনো ভুল নেই। reference দেওয়া আছে description box এ
Dada Bangla vaag hoye Bangali der nam muse Dese. Bangla lutee neuyar jonno Hindu Muslim war lagano hoise. Bangla jatee Alada rasto na hotee pare sei cokrantho kora hoise. Ar Hindu Muslim war lagaise Neheru. GHANDI. Mood.ali jinna. Jatee Dhilli ar Pakistan sonar Dim Para murgi vaag kore nise. Dhilli Pakistan theke harami Amra jemon Pakistan theke shadhin hoyesi. 1971 puro Bangla sadhin hoye jetho.
Wishes for largest Bangladesh in future of the World's.Thanks a lots.
Paritosh sutar, apna k thanks, apner sange ak moth, 2024 a ami vaga, vagi r dale nai, puro world amer desh, sob manuser desh.
ভিডিওটি পক্ষপাতদুষ্ট নয়, অনেকটাই ঐতিহাসিক তথ্যনির্ভর। তবে উভয় সম্প্রদায়ের নিরীহ দুর্বল লোকদের বঞ্চনার ইতিহাস দীর্ঘ মেয়াদি এবং এখনও চলমান।
ধন্যবাদ
সহমত
ভাগ না করলে আজ আমরা দুই বাংলা মিলে কত বড় রাষ্ট্র হতো..এই পলিটিক্স করেছিলেন.বড় বড় হিন্দূ নেতারা ও মুসলমান নেতারা।
Thanks sir , as new generation do not get opportunity to know really history
বাংলাদেশ কে আবার ভাজ্ঞবো অপেক্ষা করুন। বাংলাদেশের একর একর জমি হিন্দু জমিদারদের। সেই জমি আমরা আদায় করেই ছাড়বো। জয় চানক্য জয় পরশুরাম।
হিন্দু জমিদার দের বাড়িঘর সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে বেশির ভাগ কমে বিক্রি করে চলে গেছে।
তোরা হলি ঘটি অবাঙালি জাত।
বাঙাল হিন্দু আর তোরা আলাদা জাতি।
এখনো তোরা ইস্ট বেঙল কে গালি দিস মোহনবাগান কে সাপোর্ট করিস।।তোদের কাছে বাঙাল দের অনেক অপমানিত হতে হয়।
হিন্দুত্বের দোহাই দিবি না।
তোমার মাথা
তাই না কী?
আসো সোনা নিয়ে যাউ তোমার জন্য বসে আছি।
কৃতগ্যতা শ্যামাপ্রসাদকে । WBengal e Hinduder banchanor jonye.
ধন্যবাদ দাদা
আজ যদি সার্বভৌম অবিভক্ত অখণ্ড বঙ্গ বা বাংলা থাকতো তাহলে বাংলা হতো সবচাইতে সমৃদ্ধিশালী ও শক্তিশালী।
আজ শুধু বাংলা নাম নিয়ে আমরাই আছি বাংলাদেশ হয়ে।
একদম সত্য কথা অনেক ধন্নবাদ
প্রত্যেকে তার নিজের মতো করে ইতিহাস লেখেন, এটা ঠিক নয়। এই ভিডিও তে উগ্ৰ হিন্দুত্ববাদ প্রকাশের সুড়সুড়ি আছে। দয়া করে এই অপচেষ্টা থেকে দূরে থাকুন। সাম্প্রদায়িকতা একটা মানসিকতা, সেটা শুধু মুসলমানদের থাকে তা নয়, হিন্দুদের মধ্যেও তার কমতি নেই। অতীত ইতিহাস আমরা সকলেই কমবেশি জানি। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে সেই অন্ধকার অতীতকে আর ডেকে আনার চেষ্টা করবেন না।
Ekdom real ei history ageo onek bar sunechi
আমরা সেই নমশূদ্র জাতি,,এখনো নিপড়িত হয়ে আছি
Na bhai, apni amar bhai, amar Bangladesh er manush
অনেক ভালো লাগলো
নির্জলা মিথ্যাচার করলেন। ১৯৪৭ এ বাংলায় মুসলমান ছিল ৫৪ %। হিন্দু দলিত সহ হিসাব করলে ৪১%। সোহরাওয়ার্দির নেতৃত্বে অবিভক্ত স্বাধীন বাংলার দাবি উঠলেও পশ্চিম বাংলার হিন্দু নেতারা রাজি না হওয়ায় এই দাবি টিকে নাই। আর উলটো সোহরাওয়ার্দিকেই কাটগড়ায় দাড় করানো হল।
আপনি যেটা বললেন তা পূর্ব বাংলার কথা। অবিভক্ত বাংলার নয়। reference description box এ দেওয়া আছে। দেখে নিন।
উইকিপিডিয়ার রেফারেন্স এ ইতিহাসের ভিডিও বানাচ্ছেন!! উইকিপিডিয়ায় চাইলে আপনিও লগইন করে ২০২০ সালে ভারতে মুসলমান জনসংখ্যা ১২০% করে দিতে পারবেন।
আমি এখানে 2020 সালের জনসনকার কথা বলিই নি। তা আপনি চেঞ্জ করে দিন। দেখি কত দিন সেটা থাকে ওই সাইটে।
@@saddamhosan9881Wikipedia te ei vave edit kora jay?
@@probodhdhaliব'লদ উইকিপিডিয়া কে রেফারেন্স দিচ্ছে।😅😅
ভারতীয় সভ্যতায় ইসলামিক আক্রমণ নিয়ে ভিডিও করবেন।
১৯৪৭ সালে বঙ্গদেশে 56% মুসলিম আর 44% অমুসলিম। আর আপনি বলছেন বঙ্গদেশ মুসলিম প্রধান ছিল না।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুসলিম লীগের সাথে বাংলায় সরকার গঠন করেছিল এটা কেন বললেন না?দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা যে সভাড়কার এটা কেন বললেন না?দেশভাগের মূল তো দ্বিজাতি তত্ব। তা যে কত বড় ভুল তার প্রমাণ স্বাধীন বাংলাদেশ গঠন।
এটা বাংলা ভাগ নিয়ে বানানো ভিডিও। কে কার সাথে সরকার গঠন করেছে এটা আমার বিষয় নয়।
দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা চৌধুরী রহমত আলী এবং সৈয়দ আহমদ খান।
ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবেন না
বাংলা দেশ কবে দুই ভাগে ভাগ করা হয়েছে 😊😊
আপনাকে অনেক ধন্যবাদ দাদা সত্য ইতিহাস প্রকাশ করার জন্য। যে যুগে প্রকৃত ইতিহাস প্রকাশ করার সূত্রের এত অভাব সেখানে আপনার চ্যানেল মরুদ্যানের মত।
আপনি একদম ঠীক কথা বলেছেন।
@ব খ তী য়া র ফ য় সা ল [BAN] 46 er danga ki Hindura korachilo... Abal kothakar
ইতিহাসের সঠিক কিছু লেখা হয়নি ইনি যা বলছেন সেটা সঠিক আমি মনে করি
ভারতবরষ তথা বাংলায় হিন্দু ধর্ম রক্ষা করেছে তথাকথিত নিম্ন জাতের দলিত হিন্দুরাই...
উচ্চ বরনের হিন্দুরা তো ছদ্ম সেকুলারিজম আর মুসলিম তোষণ করেই ব্যাস্ত ছিল এবং আছে।
ঠিক বলছেন
জেটা খুবই ভালো বলছেন.
প্রাচীনকাল থেকেই ভারত কোন দেশ নয় উপমহাদেশে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব থেকেই ষোড়শ জনপদ বা ১৬টি স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ইত্যাদি রাষ্ট্রে বিভক্ত ছিলো। এখনও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশের, রাজ্যের, দেশের ভাষার বিভিন্নতা, খাদ্যাভাসের বিভিন্নতা তাই প্রমান করে। আপনার বর্ননার কিছু সঠিক কিছু বেঠিক। সম্প্রতি এ বিষয়ে পশ্চিম বাংলার এক ইতিহাসের শিক্ষকের বক্তব্য ইউটিউবে দেখার সৌভাগ্য হয়েছে। আপনার বক্তব্য আরও উদার হতে পারতো।
হাজার 946 সালে বিহার কলকাতা নোয়াখালীতে দাঙ্গা হয় ভারত ভাগ করা নিয়ে আর সেখানে হাজার হাজার হিন্দুরা মারা যায় এটা কেমন কথা হলো একতরফা হলো না।
ruclips.net/video/CzMCCGfGZps/видео.html
এটাই সত্যি
এই আপনার সঠিক ইতিহাসের ব্যাখা!? আপনি তো আস্তো একজন সাম্প্রতিক ব্যাক্তি।
Partition khubi voyonkor chilo
এর মাধ্যমে আমাদের ধ্বংস করে দিয়েছে। আমাদের বাংলা ছিলো সমৃদ্ধ অনেক
ধর্ম মানুষ তার স্বার্থে সৃষ্টি করেছে। ধর্ম, বর্ণ জাতপাত তুলে দিয়ে একটি সুন্দর পৃথিবীর কামনায়।
সিয়া সুন্নি দুটো জাতি মিশে গেলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে।বল তার আগে নয়।
একদম সঠিক ইতিহাস তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি চাই বাংলাদেশ ভারত এক হয়ে যাক এবং আসাম ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ড নিয়ে একটি অবিভক্ত বাংলা প্রদেশ গড়া হোক।
আমি আশাবাদী যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে ভারত শাসিত হলে ভারতের ক্ষমতার কেন্দ্রে সবসময় বাংলা প্রদেশের লোকজন থাকবে এবং ঐতিহাসিক যুগের মতো আবারও বাংলা প্রদেশ সবচেয়ে ধনী অঞ্চলে পরিনত হবে।
apni nischoi jongi. tahole amon kotha bolte parten na. au sob onchol bangladesher hate gele spro elaka hindu dunyo kore debe tomra.
বাংলাদেশ স্বাধীন দেশ। বাংলাদেশ কেনো পরাধীন হয়ে দিল্লির গোলাপি করবে।
বাংলা এক হয়ে ভাগ হলে বাংলা আলাদা দেশ হতো তাহলে আর পাকিস্তানের সাথে থাকতে হতো না। 😒আর সেটা না করে ব্রামনরা নিজেদের ভোগ লালসা করার জন্য বাংলা কে দুই ভাগ করে। সুদু সুদু চুতিয়া ভিডিও না দিলে ভাল হয়।
পোর্ক খা মাদ্রাসাছাপ
সুন্দর লাগল
বাংলা ভাগ কেন হয়েছিল? সঠিক ইতিহাস জানুন | Why was Bengal divided? Know the real history
সঠিক বিশ্লেষণ।
ঠিক বলেছেন, বাস্তব কথা বলেছেন।
Radcliff ki Jogen Mondol er songe alap kore Bangla bhag koresilo amar jananei.
সেই বাংলাভাগ হয়ে ও লাভ নাই । আরেক টা মুসলিম জনবহুল প্রদেশ হতে যাচ্ছে,, পশ্চিমবঙ্গ ও আসাম। এর জন্য দায়ী হিন্দুরাই , কথায় আছে একটা গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ঔ ১টা করে সন্তান জন্ম দিলে এটাই হবে । আর মুসলিমরা ৬' ৭ টা করে ওরাই সংখ্যাগরিষ্ঠ জাতি হবে,, ইশ্বর আমাদের জন্ম দেওয়া ক্ষমতায় দিয়েছে আর এদের পেটের খাবার যোগানের জন্য ক্ষমতা অবশ্যই দিবে কিন্তু আমরা হিন্দুরা তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি না,, আর মুসলিমরা আল্লাহ্ উপর বিশ্বাস রাখে ,,, পশ্চিমবঙ্গের 2011 সালের 27% মুসলিম আজ 2021 এ 35% ,, ,, আসামে 2011 তে 34% মুসলিম ছিলো আজ সেটা 40% ,,, এটাই হবে হিন্দুরা আগুল চুসো,, কম কম করতে করতে আর এ পশ্চিমবঙ্গে থাকাও লাগবে না,,,
Kicu Hindu brahma Chari hoy be a kora na...be a korla salara 1 ta bacca nay
আমাদের পিতৃপুরুষ বরিশালের বাটা জোরে থাকতো, বর্তমানে আমরা কলকাতায় থাকি, আমাদের কথা কি পৃথিবী ভাববে না
ওয়ার্ল্ড স্টুডেন্ট তরুণ প্রজন্ম সাংবাদিক পুলিশ ব্যবসায়িক চেম্বার অফ কমার্স পরিবহন শ্রমিক ফেডারেশন সাংবাদিক গার্মেন্টস শ্রমিক বৃন্দ দিনমজুরি কৃষক ওয়ার্ল্ড ধর্মবর্ণ নিবিশেষে একতাই🌹 শক্তি🌹 শান্তি🌹
Good
Dada ak dom tik bolachen
মুসলিম রাষ্ট্র ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে। তাহলে হিন্দু রাষ্ট্র হলে আপনারা কি একত্রে থাকতে পারবেন? না নিম্ন বর্ণের হিন্দু আর উচ্চ বর্ণের হিন্দুদের ঝগড়া জাটি লেগে থাকেবে।
হিন্দু রাষ্ট্র ভাঙার জন্যে হিন্দু রাষ্ট্রের কি সম্পর্ক? ইসলামিক রাষ্ট্রে 1400 বছর আগে থেকেই ভাঙ্গন দেখা যায়। এটা নতুন কিছু নয়। নিজের পরিবারের লোক কে হত্যা করে ক্ষমতায় আসার ঐতিহ্য আছে ইসলামিক রাষ্ট্রে। আমার মনে হয় ইরাইনের ঘটনাও ক্ষমতার লোভে ঘটেছে। আর হিন্দুদের মধ্যে জাত পাতের বৈষম্য আগের মতো নেই।
হিন্দুদের মতো হিংসা ও নিন্দিত আর কোন জাতি নাই,পৃথিবীতে একমাত্র হিন্দু মানে আমরা জাত পাত নিয়ে এখনো পরে আছি,আর একটা সত্য বলি পৃথিবী ধংশের আগ মুহূর্তেও কেউ হিন্দুদের একত্র করতে কেউ পারবে না,হিন্দুরা নিজের মায়ের পেটের ভাইয়ের সাতে পযন্ত মিলেমিশে থাকতে পারে না
@@probodhdhaliএবার বুঝতে পারলাম কেন এই ভিডিও তে হিন্দুদের কেই এগিয়ে রেখেছেন কারণ তুমি নিজেই হিন্দু😂
মাদ্রাসার বিশেষঅজ্ঞ😂
❤❤❤❤❤❤❤❤❤
ডঃ আম্বেদকর লিখিত 'Thouth of Pakistan ' পড়ে দেখুন বাংলা ভাগের জন্য দায়ী কারা।
তার বই ছাড়া ও আরো অনেক বই পরেই এই ভিডিও বানানো হয়েছে।
যোগেন মণ্ডল তো দলিত শ্রেণীর মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একার সিদ্ধান্তে কখনোও এতবড়ো কার্য করা সম্ভব নয়। উনার সব থেকে বড় ভুল মুসলিমলীগে যোগদান করা। যোগেন মণ্ডলের এই ঐতিহাসিক ভুলের মাসুল দলিত শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষদের এখনও দিতে হচ্ছে। আমরা এইসব কথা ইতিহাস থেকে জানতে পেরেছি। আপনার এই ঐতিহাসিক তথ্যসমূহ জানানোর জন্য ধন্যবাদ।
Jogen mondal ke brahmin der pa shute hoto?..
Amar ata Valo bhabe cliyar chilo na onkta jante parlam
অপূর্ব
একতরফা ভিডিও, দাঙা কারা শুরু করেছিল আগে?
লুঙ্গি পরা আতংক বাদি রা এইটাই তো ইতিহাস বলে।
Muslim
🙏🙏🙏
আমারও মনে অনেক প্রশ্ন জাগে বাংলা ইতিহাস নিয়ে কাকা ??
সঠিক বিশ্লেষণ
😊😊😊😊😊
সত্য ইতিহাস কেনো বিলীন হয়েছে আপনি তার প্রকৃষ্ট উদাহরণ।
❤❤❤❤❤❤❤❤❤❤
Dr Shyamaprasad Mukherjee did partition of Bengal under guidance of my great guru Swami Satyananda Saraswati, 142nd guru of Ananda Math Order and founder of Saktibad Doctrine
EX- Muslim since ,1993.
অনেকটা সঠিক,,
সমৃদ্ধ হলাম
সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য।
যে সোহরাওয়ার্দী অখণ্ড বাংলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে অাপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন আর বাংলা ভাগের জন্য দায়ী সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিরো বানালেন। সব দোষ মুসলমানদের আর হিন্দুরা ধোঁয়া তুলসী পাতা।
Video te voice ta kar
প্রকৃতির নীতিমালা অনুযায়ী হয়েছে এখানে যা হয়েছে মেনে নেওয়ায় শ্রেয়
make new videos.. the new generation doesn't know the real history..
বর্তমানে বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে ভালো আছে। এখানে উচু নিচু কোন ভেদাভেদ নাই। নাই কোন হিন্দু মুসলিম ভেদাভেদ।কারন হিন্দু মুসলিম সবাই এদেশের জনগন। আমরা সব ধর্ম মিলেমিশে থাকি যা অন্য কোন দেশে কমই পাওয়া যায়।
আর জোর করে পদত্যাগ করানোর ব্যাপারে কিছু বলুন।
ত্রিপুরা কোনোদিন বাংলায় ছিলনা। ত্রিপুরা সবসময় স্বাধীন ছিল তারপরেও মানচিত্রে ত্রিপুরাকে দেখানো ভুল।
Takhan Tripura ekta district chila under bengal presidency
@@shekardas9172 এই তত্ত্বটি কোথায় পেলেন যদি বলেন খুব উপকৃত হব।
@@discover124 এখন যেটি কুমিল্লা তখন সেটা ত্রিপুরা জেলা ছিল
❤❤❤❤❤❤
১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শেষ হয়েছিল কতো শালে
2024 সালে😂😂
আপনাার এই ভিডিওর অনেকাংশ কাল্পনিক এবং একচোখা হিসাবে আমার মনে হয়।
মনে হলে অতিহাশ পাল্টে যায় না। যা ইতিহাস তাই বলা হয়েছে।
কী সুন্দর বলে গেলেন মুহাম্মদ আলী জিন্নাহ এর কারণে দাংগা হয়? এতোটা বায়াসড চোখে খারাপ দেখায় দাদা!
আপনারা মুসলিম বলে মনে হচ্ছে মুসলিমরা খুব ভালো। আসলে আমরা জানি তারা কারণ। আপনার ওর উল্টো ভিডিও বানান দেখি কজন দেখে। 😁
বাংলা ভাগ ছিল এই ভূখন্ডের অভিশাপ।
পাকিস্তান অথবা ভারত কেন?
বাংলা কি স্বাধীন দেশের মর্যাদা দেয়া যেতো না?
শ্যামাপ্রসাদ west bengal কে ভারত এর থাকে আলাদা একটি হিন্দু প্রধান রাষ্ট্র এর দাবি জানিয়ে ভাইসরয় কে চিঠী দিয়েছিলেন
শ্যামাপ্রসাদ ভারত কে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিলেন। পশ্চিম বঙ্গ কে নয়। মুসলিমরা আলাদা রাষ্ট্র করলে দোষ নেই। হিন্দুরা করতে চাইলে দোষ?
22 Jan 2021 #EastPakistan #1971 #BritishIndia
অনেকের অনুরোধে আজ আমি 1947 সালে বাংলা ভাগের সঠিক ইতিহাস আপনাদের বলবো। আজকের যুব সমাজ বাংলা ভাগের সঠিক ইতিহাস জানে না বললেই চলে।
At the request of many, today I will tell you the exact history of the partition of Bengal in 1947. Today's youth do not know the exact history of the partition of Bengal.
Other Videos
1. বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অবস্থা :
• বাংলাদেশে হিন্দুদের অতীত ও বর্তমান অব...
2. নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডলের ভুল সিদ্ধান্ত :
• নমঃশূদ্রদের অসহায়তার কারন যোগেন মণ্ডল...
3. সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজানা কথা :
• সনাতন ধর্ম অনুসারে গোত্র নিয়ে কিছু অজ...
5. নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস :
• নমঃশূদ্র সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস |...
#BanglaVag #JogenMandal #SyamaPrasadMukherjee #CalcuttaRiots #CalcuttaKilling #1946 #BritishIndia #HistoryOfIndia #HistoryOfCalcutta #WestBengal #EastPakistan #1971
Reference
1. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
2. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
3. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
4. bn.wikipedia.org/wiki/%E0%A6%...
জনাব আপনি কি; ভারত যখন স্বাধীন হয়েছিল বইটি পড়েন নি ? সেখানে আপনার মত একতরফাভাবে মুসলিমদের উপর দেশ ভাগ ও দাঙ্গার দোষ দেওয়া হয় নি ।
আমার জন্ম ব্রিটিশ আমলে। বই পড়ে কখনোই এসব জানা যায় না।
Before british empire muslim and Hindu peoples living in peace in united Bengal. Great bengal may be divided from India as independent country. Higher cast hindu political leaders were responsible for separation of Bengal.
Sathik itihaas
বাঙলা জন্মলগ্ন থেকেই স্বাধীন ভূখণ্ড ছিল বাঙলা এখন ও স্বাধীন
আপনার প্রতি টি vedio তে আপনি যোগেন মন্ডল মহাশয়ের সমালোচনা করেন এটা ঠিক নয়। তৎকালিন পেখাপট বিবেচনা করা উচিৎ। আপনার কথার সুএ ধরেই বলি। আপনি কি বাবা সাহেবের জীবনি পড়েন নি। বর্ন হিন্দু রা ভারতে আমাদের উপর কি রকম অত্যাচার করতো এখনো সেই ধারা জারি আছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রায়শই হরিজন মহিলাদের উপর অত্যাচার কাগজে পড়েন না। সেই প্রেক্ষাপটে যদি তিনি বলে থাকেন উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের ঘৃণা থেকে মুসলমানদের সাথে থাকা ভালো। আমার জন্ম এদেশে তবুও আমাকে ছোটবেলা থেকে উদ্বাস্তু বাঙাল এদেশে কেন এসেছিস এরকম কথা শুনতে হয়েছে। আমি শৈশবে শুধু ভাবতাম আমার কি কোন দেশ নেই। পরিশেষে বলি উচ্চ বর্নের বাড়িতে নেমন্তন্ন এ বিচালি বিছিয়ে বসতে দিত উঠে গেলে গোবরজল দিয়ে ধুয়ে দিত। এটা আমার জীবনের অভিজ্ঞতা। মুসলিমরা নিশ্চয়ই এই রকম মানসিক যন্ত্রণা দিত না। এ থেকে আপনিই বিচার করুন আমাদের জন্য কারা ভালো।
তা সত্বেও বাবা সাহেব যোগেন মন্ডল কে সাবধান করেছিলেন পূর্ব পাকিস্তানের সাথে থাকার ব্যাপারে। কিন্তু যোগেন মন্ডল শোনেন নি তার কথা। দুরিদৃষ্টির অভাব থাকলে যা হয় আর কি। এর ফলে কোটি বাঙালি হিন্দুদের দুর্ভোগের শিকার হতে হলো। এখনো অনেকে জানে না যে তাদের দুর্ভোগের কারণ কি। বাংলা ভাগের আগে কলকাতা ও নোয়াখালীতে হিন্দু নিধন হয়। এ থেকে ও যোগেন মন্ডল শিক্ষা নিলেন না । যোগেন মন্ডল বললেন নমঃশূদ্র এলাকায় দাঙ্গা হবে না। যেখানে উচ্চ বর্ণের মানুষ থাকেন সেখানেই হবে। কিন্তু তার এই কতাটাও খাটল না।
@@probodhdhali জানিনা আপনার প্রকৃত উদ্দেশ্য টা কি। যদি আমাদের উত্থান বা একতিরত করা হয় তবে আমার মতে আপনার এই রকম সমালোচনা মুলক আলোচনা Dogs pleasure রূপেই থেকে যাবে। আর যদি নিজেকে একজন বড় সমালোচক হিসেবে তুলে ধরতে চান তবে জানবেন যারা সৃষ্টি করে তাদের ই মানুষ মনে রাখে সমালোচক দের নয়।
Dinesh Majumdar apnara BD theke e deshe ese jibonjapon korleo BD er sukkheti koren WB er bodnam koren okritogyer moto. WB er sokol sujog subidha apnara bhog koren ebong korten kintu edesher manush,poribesh naki apnader bhalolagena tai proti uttor e apnader oye rokom kotha sunte hoto.
দীনেশ বাবু আমার কোনো উদ্যেশ্য নেই। যা সত্য তাই প্রকাশ করা আমার কাজ। অনেকে মানুষকে যোগেন মন্ডল কে নিয়ে ভুল বোঝাচ্ছেন দেখতে পাচ্ছি। তাই প্রকৃত সত্য ধামা চাপা পড়ছে। দরকার হলে description box reference দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনি ভুক্তভুগি নন তাই আপনার কাছে মানুষের প্রানের কোনো মূল্য নেই। আপনার স্বজাতি আপনার কাছে মহাপ্রাণ রূপে বেচে থাক। যারা ভুগছে তারা বুঝতে পারছে প্রানের কতটা মূল্য।
@@probodhdhali জাতির ইতিহাস থেকে এবার মানুষের নির্যাতন , কল্যাণ এই সব আর কি । উদ্দেশ্য বেশ পরিষ্কার । আমার শুভেচ্ছা রইল আপনি ভবিষ্যতে প্রধান মন্ত্রী মুখোমনতি কিছু একটা হোন। ভালো থাকবেন। শুভরাতরি।
Ami kno jat pat mani na,,,,, we r all hindus