লালনের খাতা নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ! ফেরত চান ভক্তরা! | Lalon Fakir | Jamuna TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1 тыс.

  • @dozengroup7605
    @dozengroup7605 Год назад +428

    আগে জানতাম নজরুলের সাথে বাটপারি করছে,,,এখন দেখি লালনের সাথেও,,,বাহ গুরু বাহ,,,
    আদর্শ কবি,লেখক একজনই,,,
    আমাদের দুখু মিয়া❣️❣️

    • @Anisvlog2570
      @Anisvlog2570 Год назад +53

      বাটপাররা সব খানেই বাটপারি করে। প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ❤️✌️

    • @helloরাহুলfromusa1676
      @helloরাহুলfromusa1676 Год назад

      ছাগলের ৩ নাম্বার বাচ্চা

    • @helloরাহুলfromusa1676
      @helloরাহুলfromusa1676 Год назад

      রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরষ্কার পান তখন নজরুল ইসলাম ৯/১০ দশম শ্রেণির ছাত্র!
      আর লালন কে বিশ্বদরবারে চিনিয়েছে বিশ্বকবি ও বরি ঠাকুর, তা না হলে লালনকে তেমন কেউ চিনতো না!!! বাঙ্গালিরা সবসময় বেইমান হয়!!!
      লালনের গান, সৃষ্টি বিশ্বে তুলে ধরেছে বরি ঠাকুর!!!

    • @shopons.p479
      @shopons.p479 Год назад +19

      নজরুলের দাঁড়ি খানা ও টেনে ছিড়ে নিয়ে গিয়ে নিজের গালে লাগিয়ে ছে রবি,, এজন্যই নজরুলের গালে দাঁড়ি নেই,,, 🤣🤣🤭

    • @taslimulhassan317
      @taslimulhassan317 Год назад +1

      @@sa.santumallick7439 You are not enough educated to understand or talk about this things. Would you mind if I ask about your educational qualification? cause you are talking as if you are scholar or something like that.

  • @ABLX23
    @ABLX23 Год назад +211

    শান্তিনিকেতনের কর্তৃপক্ষের উচিত বাংলাদেশকে খাতাটি ফিরিয়ে দেওয়া।

    • @shahjahanhowladar6076
      @shahjahanhowladar6076 Год назад +10

      খাতা ফিরত চাই গাজা কেমনে টানতে হয় সেই গবেষণা লেখা আছে। ফিরত চাই দিতে হবে।🤣🤣🤣

    • @k.m.sabbirahmedshanto74
      @k.m.sabbirahmedshanto74 Год назад +1

      😂😂😂

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 Год назад

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

    • @arpanchakraborty635
      @arpanchakraborty635 Год назад

      Ei khata bharoter sompotti, konobhabei bangladesh er hote pare na

    • @HumanityKindness-l2w
      @HumanityKindness-l2w 3 месяца назад

      Dobo na.

  • @fatehalam6289
    @fatehalam6289 Год назад +35

    শান্তি নিকেতনের উচিত লালন পান্ডুলিপি ফেরত দিয়ে নিজেদের গর্বিত করা বিশ্বে এমন অনেক নজির রয়েছে।

  • @jayasengupta5632
    @jayasengupta5632 Год назад +29

    খাতাটি খুব ভাগ্য জোরে কবি রবীন্দ্রনাথের হাতে ছিল বলে এতদিন সযত্নে সেটা রাখা আছে।
    এই খাতা অন্যের হাতে পড়লে তা নিশ্চিহ্ন হয়ে যেত।
    তাই কবি কবি কেই চেনে।
    এত বছরের খাতা সংরক্ষিত করে রাখার জন্য কবি রবীন্দ্রনাথকে সশ্রদ্ধ প্রণাম জানাই।🙏

    • @sisirlaha3647
      @sisirlaha3647 Год назад

      Thank you for valuable Comment .

    • @dr.alaminmollah
      @dr.alaminmollah Год назад

      খাতা চুরি করে নিয়ে ফেরত দেয় নাই আবার বড় বড় কথা চোরকে সাধু সাজানো হচ্ছে!!!

    • @bipuloffsetprinting8898
      @bipuloffsetprinting8898 3 месяца назад

      রবীন্দ্রনাথ নকল করেছেন লালনের কথা

    • @MahimKhandaker-l8v
      @MahimKhandaker-l8v 3 месяца назад

      রবীন্দ্রনাথ নকল টুকলি করেছে

  • @jewelkhan6819
    @jewelkhan6819 Год назад +20

    রবীন্দ্রনাথ তাহলে উনিশ-বিশ করে বড় কবি হয়েছে।

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 Год назад +45

    লালনের গান দিয়ে রবীন্দ্র সংগীত পরিচালনা এতো দিন পর হলেও জানতে পারলাম

  • @nishighor-6335
    @nishighor-6335 Год назад +25

    লালন সাঁইয়ের বানী
    তার লেখা গান এগুলা বাংলাদেশের সম্পদ আমরা ফেরত চাই

    • @Prodip294
      @Prodip294 Год назад

      লালন কিন্তু ধর্ম মানতেন না

  • @jewelrana3836
    @jewelrana3836 Год назад +144

    সরকারের দৃষ্টি আকর্ষণ করছি,, অবিলম্বে ভারত সরকারের সাথে আলোচনা করে মূল বই টি বাংলাদেশে আনা হোক এবং যারা লালন ভক্ত ,, তথা লালন সাঁই এর আস্তানায় যারা দায়িত্বে আছেন তাদের কাছে দেওয়া হোক যাতে এই জ্ঞান ধারার সংগীত দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়ে।

    • @monjurelahi7414
      @monjurelahi7414 Год назад

      সমস্যা কি।দেশ তো সেই কবেই বিকিয়ে দিয়েছে জারজ আওয়ামী সরকার।অলিখিত ভারতের অঙ্গরাজ্য হয়েই তো আছে।

    • @Eternal_truths
      @Eternal_truths Год назад

      দরকার নেই
      গানবাজনা শুনা শয়তানের কাজ

    • @sakhawat7193
      @sakhawat7193 Год назад +10

      ইউটিউব এ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছো তুমি?😂😂😂

    • @sayedhasan.925
      @sayedhasan.925 Год назад

      লালন থেকে আমরা কি জ্ঞান অর্জন করেছি?😂 আর দেশর মাটিতে ঐ বই ফিরে আসলে কোন দিক থেকে লাভেবান হবো???
      গালি দেওয়া মতো লোক অনেক আছে কিন্তু বোঝাবার মতো খুব কম লোক আছে//

    • @mohammadsohag7001
      @mohammadsohag7001 Год назад

      😂😅

  • @samironmondol928
    @samironmondol928 Год назад +22

    আমি কমেন্টে আসা সবার প্রতিই শ্রদ্ধা রেখে বলছি আমরা এমন দুজন মানুষকে নিয়ে মন্তব্য করছি কেন???আমরা মানছি ওটা রবী ঠাকুরের কাছেই ছিল, তা বলে সেটা চুরি কেন হবে?সাইজীর উপহার ও তো হতে পারে।তাছাড়া ওনাদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল।আমার কোনো এক দুঃসম্পর্কের বোন আমাকে একটা বই দিয়েছিল এখান থেকে আরো ১৬ বছর আগে।আজ সে আর নাই কিন্তু ঐ বইটা এখনে আমার কাছে আছে।তবে কী তার বর্তমান প্রজন্ম আমাকে ও চোর বলবে???ওনাদের মত মানুষদের নিয়ে এমন মন্তব্য করে আমরা একই সাথে দুজন মানুষকে ছোট না করি।যেহেতু আজ সাইজী নেই, তাই একমাত্র ঊনিই ভালো জানবেন সেটা চুরি নাকি এক মহান ব্যক্তির প্রতি আরেক সুহৃদ ব্যক্তির ভালোবাসার বঃহি প্রকাশ ছিল সেটা।যে কারণে এমন সৃষ্টি কাউকে দান করা যায়।আর একথাও হয়ত সাইজী জানতেন না যে তাঁর অবর্তমানে এই সৃষ্টিগুলো এত মহামূল্যবান সম্পদ হবে।তরপর ও আমরা চাইব এতদিন পরে এসেও যখন তার সন্ধান মিলল তো তাকে সাইজীর আশ্রমেই ফিরিয়ে দেওয়া হোক।
    কিছু ভুল হলে ক্ষমা করবেন।
    ধন্যবাদ।

    • @MasudRana-zm7xz
      @MasudRana-zm7xz 3 месяца назад +1

      যদিও উপহার হিসেবে নিয়ে থাকে তা তো ছিল উদ্দেশ্য হাসিলের জন্য। কোন কবিতা রচনায় কি লিখছেন সৌজন্যে কবি/ সাধক: ক,খ গ --- ইত্যাদি? বা সংগ্ৰীহিত ----- হইতে?

  • @shihabbm9717
    @shihabbm9717 Год назад +105

    সারা জীবন ই দেখলাম বাংলাদেশের সেরা জিনিসগুলো ভারতের কাছে রেখে দিয়েছে......ভারত বাংলাদেশেকে শাসন ও শোষণ করছে আজীবন...মাছ খায় ভারত আর কাটা খায় বাংলাদেশ

    • @Buramanus126
      @Buramanus126 Год назад +8

      তোমরাও তো আমাদের তিস্তার জল খাও

    • @shihabbm9717
      @shihabbm9717 Год назад

      @@Buramanus126 তিস্তার জল আমাদের অধিকার... তাও তো দাও আমাদের ক্ষতি করার জন্য....আন্তর্জাতিক আইন অনুযায়ী শুস্ক সময়ে জল দিতে হবে ২২৬০০ কিউসিক...আর দাও কত ৬০০ কিউসিক...আর বর্ষা মৌসুমে আমাদের জল দিয়ে ডুবিয়ে দাও...তাইলে কেমন হলো...তোমরা শুস্ক সময়ে আমাদের ২২০০০ কিউসিক পানি খাও...আবার এতো কথা কিভাবে আসে দাদা

    • @7Sujoy
      @7Sujoy Год назад +14

      কারণ ও গুলো সব ভারতের, ১৯৭১ এর আগে বাংলাদেশ নামে দেশ এই বিশ্বে ছিল না। যাছিল সব ভারত ছিল, আর সব শেষে আবার ভারতই থাকবে।

    • @Ankitaplayzyt
      @Ankitaplayzyt Год назад +3

      @@Rio-T50-G2 সত্যি সর্বদা তিক্ত হয় এটি সোনার মতো ধৈর্য থাকা উচিত

    • @7Sujoy
      @7Sujoy Год назад +3

      @@Rio-T50-G2 সবচেয়ে বড় পন্ডিত মনে করি না, কিন্তু আপনার থেকে একটু বেশিই বড় পন্ডিত বটে। 🤣🤣🤣 যা সত্য তাই বলেছি, সত্যি একটু তেৎকুঁটে হয়। 😝😝😆😆। জয় হিন্দ। আর ভারতের ইচ্ছেতে তোমাদের জয় বাংলা।

  • @Abir761
    @Abir761 Год назад +5

    বাহ কী দারুন ! রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনে ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল থেকে এই খবরটা দেখছি

  • @bappykhan1214
    @bappykhan1214 Год назад +22

    কাজী নজরুল ইসলাম প্রকৃত লেখক

    • @amnanshafol
      @amnanshafol 3 месяца назад

      লেখক/ কবি/শিল্পীদের মধ্যে প্রকৃত বলতে কোন বিভাজন নেই। তাঁরা প্রত্যেকেই এঁকে অন্যের দ্বারা বিভিন্নভাবে অনুপ্রাণিত এটাই আর্টের বৈশিষ্ট। কারণ আর্টে অরিজিনালিটি বলে কিছু নেই। কাজী নজরুল ইসলাম লেখক নন, কবি। ধন্যবাদ।

  • @MdRony-lk2el
    @MdRony-lk2el Год назад +38

    মূল খাতা চাই। ভারত থেকে ফেরত চাই। এই খাতা থেকে গানের সুর কপি করে রবি নিজের নামে চালিয়েছে।

    • @debabratabain
      @debabratabain Год назад

      তাই নাকি আপনি দেখি গাঁজা খেলে টাল হয়ে আছেন।অবশ্য আপনাদের মত অশিক্ষিতদের মুখে এটা মানায়।

    • @borhanuddinborhan1465
      @borhanuddinborhan1465 Год назад

      আমি আগে থেকেই রবি ঠাকুরের বিরোদ্ধে চুরির অভিযোগ করছি,,,

    • @naturestudio2262
      @naturestudio2262 Год назад

      Keno?

    • @daisyroy5062
      @daisyroy5062 Год назад

      Rabindranth made lalon Known to the world Do not make such insulting remark to the poet

    • @sohagsarker103
      @sohagsarker103 Год назад

      ​@@daisyroy5062 Rabindranath make Lalon🤣

  • @ArifRahman-jy7ys
    @ArifRahman-jy7ys Год назад +26

    সারা ভারতবর্ষের মানুষ লালনের পান্ডুলিপি লালনের তীর্থস্থানে ফেরত চাই ✊ বাংলাদেশ ও ভারতের গভর্নমেন্টের উচিত এ ব্যাপারে সহযোগিতা করা

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 Год назад

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

    • @surajitdas5778
      @surajitdas5778 Год назад +1

      একজন ভারতীয় হিসাবে আমি আপনার সাথে একমত

  • @towfikshuvo1662
    @towfikshuvo1662 3 месяца назад +2

    দুজনই সম্মানিত ব্যাক্তি।আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লালন ভক্তদের কাছে খাতাটি হস্তান্তর করে নিজেদের সম্মান অটুট রাখবে।

  • @bimalkumarsutradhar2225
    @bimalkumarsutradhar2225 Год назад +28

    লালন তার এক একটি গানের জন্যই হাজারটা নোবেলের চেয়েও বড়।

  • @raihanafridi9082
    @raihanafridi9082 Год назад +20

    রবিঠাকুরকে আমার আগে থেকেই সন্দেহ হতো☹️☹️

    • @m_sharif
      @m_sharif Год назад

      Ora to jomidari-o kena silo.. krishok der upor ottachar korto..

    • @rakinmahdin8799
      @rakinmahdin8799 Год назад

      🤣🤣

    • @souravarya6114
      @souravarya6114 20 дней назад

      রবীন্দ্রনাথের কত সাহিত্য পড়েছেন?

  • @sudh7236
    @sudh7236 Год назад +98

    এটা আমাদের দেশের সম্পদ। ভারত সরকারের উচিত মুল কপি বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করা

    • @shahjahanhowladar6076
      @shahjahanhowladar6076 Год назад +4

      খাতা ফিরত চাই গাজা কেমনে টানতে হয় সেই গবেষণা লেখা আছে। ফিরত চাই দিতে হবে।🤣🤣🤣

    • @sudh7236
      @sudh7236 Год назад

      @@shahjahanhowladar6076 যার মানসিকতাই ছোট সে রান্না করা ডালকেও ছোট বাচ্চার গু ভাবে

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад +3

      নজরুল সংগীত কবিতা উপন্যাস, রবীন্দ্র সংগীত কবিতা উপন্যাস নাটক, নৃত্যনাট্য...এসব ভারতের সম্পদ~ তোরা ফিরিয়ে দে সব~ সাথে তোদের জাতীয় সংগীত ও

    • @piaraahmed9683
      @piaraahmed9683 Год назад +2

      Suboren kumar
      দাদা ঠিক বলেছেন

    • @piaraahmed9683
      @piaraahmed9683 Год назад +1

      @@sciencelogic2958 গাধা
      আমাদের কাছে তাদের নিজেদের কোনো লিখিত কপি নেই । আমাদের কেউ তাদের লেখা কোনো কপি নিয়ে এসে ফেরত দেয়নি, এমনটা হয়নি। রবীন্দ্রনাথ বরাবরই চোর স্বভাবের। আমাদের যেটা জাতীয় সংগীত এটাও রবীন্দ্রনাথ অন্য একজনের সুর নকল করে গানটি লিখেছেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়েছে

  • @asadahmmed1164
    @asadahmmed1164 Год назад +57

    সবাই কি পাগল হয়ে গেলেন নাকি?রবি ঠাকুর একজন গুণী মানুষ ছিলেন, আর লালন শাহ ও গুণী মানুষ ছিলেন, লালন শাহ হিন্দু না মুসলিম ছিলেন?অথচ হিন্দু মুসলিম নিয়ে কাদা ছোড়াছুড়ি, মনে রাখা দরকার তারা দু'জনই গুণী মানুষ ছিলেন আর তখন ভারত বাংলাদেশ একটা দেশ ছিল, অতএব গুণী মানুষদের বিষয়ে কমেন্ট করার সময় ভেবে চিন্তে কমেন্ট করুন,

    • @pial990
      @pial990 Год назад +4

      আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো। আপনি সঠিক কথা বলেছেন।

    • @ॐशान्तिः
      @ॐशान्तिः Год назад +2

      Right

    • @chompokroy4198
      @chompokroy4198 Год назад +2

      আপনার চিন্তা ধারাকে সালাম

    • @raisterlite3257
      @raisterlite3257 Год назад +1

      খোঁজ নিয়ে দেখেন লালন শাহ হিন্দু ছিলেন প্রথমে

    • @pial990
      @pial990 Год назад +3

      @@raisterlite3257 আপনার এই জ্ঞানের উৎস কি সেটা জানতে চাচ্ছি ভাইয়া?

  • @maksudrussell3252
    @maksudrussell3252 Год назад +24

    এই খাতায় কী নতুন কোন গান রয়েছে? রবীন্দ্রনাথের প্রতি অশেষ কৃতজ্ঞতা এতো পুরোনো গানের খাতা সঠিকভাবে সংরক্ষণের জন্য।

    • @julkernyne8925
      @julkernyne8925 Год назад

      Rabindronath churi kore niye jai Lalon er khata. O 1 ta chor!

    • @Shuvo_debnath132
      @Shuvo_debnath132 Год назад

      Bc

    • @artravels8929
      @artravels8929 Год назад

      রবীন্দ্রনাথ ঠাকুর এটা সংরক্ষণ করেনি চুরি করেছে

    • @multipresents9046
      @multipresents9046 Год назад

      রবিন্দ্রনাথ খাতা কি এমনে এমনেই নিছিলো গবেষনা করলে দেখা যাবে রবিন্দ্রনাথের অনেক গল্প গানের মধ্যে লালনের অনেক কথা ঢুকানো আছে। যেমনটা যেমনটা গগন হররের গান এবং সুর নকল করে হয়েছে আমার সোনার বাংলা

  • @protivarmela
    @protivarmela Год назад +2

    আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। জাতীয় সংগীতের সুর লালনের গান থেকে নেয়া হয়েছে, দাবি ছিল সকলের।

    • @prithibisheel9664
      @prithibisheel9664 3 месяца назад +1

      না এটা গগন হরকরার গান

  • @azhaarali5400
    @azhaarali5400 Год назад +13

    এই খাতা ফিরত চাই।। এটা রবী ঠাকুরের খাতা না।। এটা,বাংলাদেশের খাতা সম্পদ।। আমরা ফিরত চাই।।

    • @chaidi328
      @chaidi328 Год назад +2

      খাতা কি করবা মুমিন।

  • @obydulislam193
    @obydulislam193 2 месяца назад

    ভাই আপনাদের যমুনা টিভি এবং সকল স্টাফগনের শুভেচ্ছা জানাই আমাদের ফকির লালন সাঁইজির এই মূল্যবান কথাগুলো জাতির সামনে তুলে ধরেছেন আপনারা আপনাদের টেলিভিশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করে আমাদের ফকির লালন সাঁইজির মূল যে গ্রন্থ আছে যেগুলো নিয়ে গিয়েছে বাইরের দেশের মানুষেরা সেগুলোর মূল কপি আমরা যেন কুষ্টিয়া লালন একাডেমিতে রাখতে পারি সংরক্ষিত ভাবে🙏

  • @rahulramim3450
    @rahulramim3450 Год назад +30

    রবি আসলেই টাউট ছিলো

    • @sunnydasani6629
      @sunnydasani6629 Год назад +13

      যেমন লাদেন আল্লাহর টাউট ছিল

    • @jobayerrakib2519
      @jobayerrakib2519 Год назад +4

      @@sunnydasani6629 durga make pondabo bangladesh eee

    • @atiqurdeder6581
      @atiqurdeder6581 Год назад

      ​@@sunnydasani6629
      ওটা, ৩নং গলাচিপাদের কাজ ছিল, লাদেন কে দোষী না বানালে হোগায় বাস খেত

    • @riponraja6274
      @riponraja6274 Год назад

      Humm

    • @jobayerrakib2519
      @jobayerrakib2519 Год назад

      @JAMES BOND 007 আয় কুমিল্লার মতো চুদে ছেড়ে দিব

  • @Monirulislam-tc3sv
    @Monirulislam-tc3sv Год назад +68

    পরের মেধায় লিখিত কবিতা গান নিয়ে নিজের বলে চালিয়ে আজ তিনি বিশ্ব কবি,

    • @p.a.a.63
      @p.a.a.63 Год назад +5

      ভুল কমেন্ট। লালনের গান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান লিখেছেন।

    • @ahmednn5547
      @ahmednn5547 Год назад +1

      Sahitter ki bal janen apni.hudai ulta palta kotha bolen.

    • @zayedulalam2023
      @zayedulalam2023 Год назад +6

      😂 মানে মন চাইল আর একটা মন্তব্য করে দিল। 😂😂😂

    • @noyon4611
      @noyon4611 Год назад +5

      কারো সম্পর্কে না জানলে এরূপ মন্তব্য করা স্বাভাবিক।

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 Год назад

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

  • @Public-Extraction
    @Public-Extraction Год назад +37

    সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা আর বেশিদিন টিকে না,,,,,

  • @kabirmoni2726
    @kabirmoni2726 Год назад +24

    রাষ্ট্র রাষ্ট্র মাধ্যমে আলোচনা করা হোক এবং এবং আসল পান্ডুলিপি বাংলাদেশে ফেরত আনা হোক আর রবীন্দ্রনাথকে ধিক্কার জানানো হোক

    • @alonealone2925
      @alonealone2925 Год назад +2

      রঠা বলে কথা

    • @sunnydasani6629
      @sunnydasani6629 Год назад

      তোরা কনভার্টেড মুসলিমরা ধিক্কারের যোগ্য, যাদের ডিএনএ হিন্দুদের আর ধর্ম পালন করে আরবদের

    • @astikmandal2972
      @astikmandal2972 Год назад +1

      কুলাঙ্গার

    • @alonealone2925
      @alonealone2925 Год назад

      @@astikmandal2972 কি রে মালু চলে এলি ঘেউ ঘেউ করতে, ইংরেজদের দালাল রঠা ঠাকুর কে নিয়ে এতো দরদ কিসের

  • @barisaltv2.0
    @barisaltv2.0 Год назад +8

    লালনের গান আমার খুব ভালো লাগে
    আমিও দাবি জানাচ্ছি আসল খাতাটি যেন কুষ্টিয়াতে ফিরত আসে

    • @shahjahanhowladar6076
      @shahjahanhowladar6076 Год назад

      খাতা ফিরত চাই গাজা কেমনে টানতে হয় সেই গবেষণা লেখা আছে। ফিরত চাই দিতে হবে।🤣🤣🤣

  • @BDSWA9315
    @BDSWA9315 Год назад +5

    সারা জীবন ই তো দেখে আসছি,, বাংলাদেশের সেরা জিনিস গুলা ভারত এসে নিয়ে যায়।

  • @zoweltalukder6015
    @zoweltalukder6015 Год назад +13

    এভাবেই বাংলাদেশের সম্পদ সব ভারত চলে যাচ্ছে।

    • @joyvk1360
      @joyvk1360 Год назад +2

      যখন নিয়ে গিয়েছিলেন তখন বাংলাদেশ ভারতের অংশ ছিল।

  • @banglaycricket
    @banglaycricket Год назад +39

    A history that has left an irremovable mark on the fabric of time.. 🏆🇧🇩 ❤️

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад

      সমস্যা নেই, দুনিয়াতে কিছুই পারমানেন্ট নয়। দেশে ১০০% শরিয়ত লাগু করুন, জাতীয় সংগীত ও রিমুভ হয়ে যাবে। 😂 আফসোস করার দরকার কি??
      ৯৩% মমিন অধ্যুষিত দেশে খেলাফত প্রতিষ্ঠা তো খুবি সহজ, নয় কি??

  • @mdmoinuddin9229
    @mdmoinuddin9229 Год назад +10

    সত্য প্রকাশ হবে, এটাই সত্য, লালন সত্য।

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 Год назад

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

  • @voiceofmomin9003
    @voiceofmomin9003 Год назад +22

    সত্য টা জানানোর জন্য ধন্যবাদ

  • @TanvirAhmed.pickme
    @TanvirAhmed.pickme Год назад +4

    আমাদের কুষ্টিয়া 😻 মিস করি অনেক😐

  • @আমিনআঁকনএরগান

    বাংলা সাহিত্যে সবচাইতে বড় ভাবুক লালন শাহ্ চীরকাল অমর রইবেন।।

  • @khanhasanmahadi3735
    @khanhasanmahadi3735 Год назад +13

    অতো কথা না, খাতা ফেরত চাই। দিতে হবে দিতে হবে.........?

    • @solecrusader3087
      @solecrusader3087 Год назад +2

      শুধু খাতা নয় যা যা নিয়েছে সব ভারত কে ফেরত দিতে হবে বদলে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ বা পূর্ব বঙ্গ ভারত কে ফেরত দিতে হবে । হিসেব বরাবর

  • @imranhrashed3057
    @imranhrashed3057 Год назад +10

    এখন গবেষনা করে বের করা হোক এই খাতা থেকে কি কি চুরি করা হয়েছে

  • @milondas7303
    @milondas7303 Год назад +11

    ফিরিয়ে আনা হোক 🙏🙏🙏

  • @MdSagor-by4mc
    @MdSagor-by4mc Месяц назад

    লালন সাঁইজির জন্মস্থান আমাদের ঝিনাইদহ জেলা ❤❤❤

  • @sahidhussain3583
    @sahidhussain3583 Год назад +88

    যাক মৃত্যুর ৩০ বছর পর জীবিত হয়ে এসে একটি দেশের জন্য জাতীয় সংগীত রচনা করা যায়।ঠাকুর দা মারা গেলেন ১৯৪১ সালে আর বাংলাদেশ জন্মই নিলো ১৯৭১ সালে!! বিষয় অদ্ভুত নয়তো কি 😄?!

    • @komolRoy480
      @komolRoy480 Год назад

      ​@ইমন ঝোই- Emon Jhoi হুম 😬🤣🤣🤣

    • @LocalBoyOfficial46
      @LocalBoyOfficial46 Год назад +4

      আমার ও ইচ্ছা একদিন অনেক বড়ো ইউটিউবার হবো, যা টাকা পাবো গরিব মানুষদের হেল্প করবো আল্লাহ্ তুমি আসা পুরুন করে দিও আমিন
      সবাই সাপোর্ট কইরেন প্লিজ'

    • @helsinki125
      @helsinki125 Год назад

      গান-টান সব বন্ধ, এখন থেকে মিউজিকসহ কোরান তেলওয়াত শুরু হোক

    • @nasimahmed3959
      @nasimahmed3959 Год назад +44

      মানুষ বেঁচে যায় তার কর্মের মাধ্যমে আর আপনাক মত ছাগল মরে যায় তার মৃত্যুর মাধ্যমে।

    • @mdromel722
      @mdromel722 Год назад +2

      আমি কোথায় পাবো তারে,আমার মনের মানুষ যেরে।

  • @Sanatan887
    @Sanatan887 Год назад

    আহা! সাম্প্রদায়িক কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগছে। সব সাম্প্রদায়িক কমেন্টগুলো একদিন সোনার বাংলা গড়তে সাহায্য করবে। 🙏

  • @niazahammedkhan5939
    @niazahammedkhan5939 Год назад +12

    নিয়ে গিয়েছিলেন না বলে চুরি করেছিলেন বলা উচিৎ...

    • @solecrusader3087
      @solecrusader3087 Год назад

      যেই ভাবে হিন্দুর ভূমি বাংলাদেশ দখল করে রেখেছে

    • @biswajitsarkar7822
      @biswajitsarkar7822 Год назад

      আপনি তো দেখছি বড়ই অশিক্ষিত।

  • @imransheikh5465
    @imransheikh5465 Год назад +2

    রবীন্দ্রনাথ সুবিধাজনক লোক না আগেই প্রমাণিত।

  • @anindyahriju2426
    @anindyahriju2426 Год назад +3

    রবীন্দ্রনাথ সেই পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলেন বলেই আজ লালনকে আমরা এইভাবে জানতে পারছি; লালনের লালন হিসেবে প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ কার্পণ্য করেনি- শেষ বয়সে এসে নিজেকে রবিবাবু রবীন্দ্র বাউল হিসেবে নিজেকে জাহিরও করেছে। এইসব কিছু হয়েছে লালনকে তিনি অকৃত্রিমভাবে ভালোবেসেছিলেন ব’লে! বাঙালির ইতিহাসের দিকে তাকালে দেখবেন যে বাঙালিররা তাদের কোনো গুরুত্বপূর্ণ ইতিহাস কিংবা গ্রন্থ কিংবা দলিলাদি সংরক্ষণ করতে পারেনি- আমাদের শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার করা হয়েছে গোয়াল ঘরে; রবীন্দ্রনাথ লালনের পাণ্ডুলিপি ভাগ্যিস নিয়ে গিয়েছিলেন নাহলে এর দশা খুব একটা উন্নত হতো ব’লে মনে হয় না। এবং লালনের আজ এই প্রতিষ্ঠা এত তীব্র হতো কিনা তাও ভাববার বিষয়। বাঙালি মুসলমান রবীন্দ্রনাথকে আক্রমণের একটা বিষয় পেলেই হ’লো একবারও ভেবে দেখার প্রয়োজন মনে করে না যে তিনি একজন কবি আর কবির পক্ষে অপরাধ অসম্ভবই নয় শুধু অকবিসুলভও!

  • @akinbinmstofakamal2725
    @akinbinmstofakamal2725 Год назад +13

    অবিলম্বে ফেরত চাই!

    • @Prodip294
      @Prodip294 Год назад

      লালন কিন্তু ধর্ম মানতেন না!

  • @mmtareq573
    @mmtareq573 Год назад

    Khubi valo khobor,jogi fakir ke news dekhe khubi valo laglo❤️❤️❤️

  • @mdzafor2916
    @mdzafor2916 Год назад +9

    ঢাকা ভার্সিটি ঢাকায় 😢 হওয়ার বিরোধী ছিলো রবি 🎉ঠাকুরের 😢😢

  • @ngdkamrulgmaing7091
    @ngdkamrulgmaing7091 Год назад +8

    লেখক যিনি তাকেই তার প্রাপ্য কৃতিত্বটা দেওয়া উচিৎ লালন শাহ্ একজন লেখক যার লেখা বই রবিন্দনাথ ঠাকুর নিয়েছে তাই যার লেখা গান তাকেই ফিরিয়ে দেওয়া উচিৎ 😥

  • @tanvirhossain8130
    @tanvirhossain8130 Год назад +6

    মানে রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান থেকে উৎসাহিত হয়েছিলেন।

  • @BangladeshNice-lx9bt
    @BangladeshNice-lx9bt Год назад

    রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদার ছিলেন যা ইচ্ছে তাই করতেন। উনি গান ছন্দ কবিতা ভালোবাসত। উনি পড়তে ও লিখতে পারতেন। আসলে উনার বেশি ভাগ লেখা গান ও কবিতা বাংলাদেশের তখনকার সাধারণ মানুষের কাছ থেকে কপি করা...!

  • @alamin-24
    @alamin-24 Год назад +10

    এই ভাবেই সে বিশ্ব কবি😅

  • @mmrahman6486
    @mmrahman6486 Год назад +2

    ভোলাই শাহ্ এর চেয়ে লালনের অনেক বেশি গান খাতায় লিখে রাখতেন যশোরের মনির উদ্দিন শাহ্।সেই খাতা কোথায়? সেটাও কি এই জমিদার বাড়িতে চলে যেতে পারে?
    রবীন্দ্রনাথের উপর লাননের গান ও লালনের কথোপকথন বিরাট প্রভাব ফেলেছিল। ফলসৃতিতে রবীন্দ্রনাথ নিজেও লালন ধাঁচের গাণ রচনা করেন।
    এক্ষেত্রে কি লালনের দু চারটা নিজের বলে চালিয়ে দেওয়ার সম্ভাবনা আছে?

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Год назад +1

      অনুপ্রানিত হওয়া আর চুরি করা ভিন্ন জিনিস, প্রমান ছাড়া চুর বলেন কিভাবে?

  • @imamrazastudent4997
    @imamrazastudent4997 Год назад +9

    এই খাতা আনলে তো রবিঠাকুরের সব যাবে। সে তো আর বিশ্ব কবি হিসাবে থাকে না

  • @ফকিরনির্জন
    @ফকিরনির্জন Год назад +3

    জয় হোক বিশ্ব মানবতার মানব ধর্মের

  • @GolamRabbani-mv8xr
    @GolamRabbani-mv8xr Год назад +22

    মূল কপি অবশ্যই ফেরত দিতে বাদ্য থাকবে। অনুলিপি ঠিক না থাকতে পারে।

  • @hgggg8577
    @hgggg8577 2 месяца назад +1

    🙏🙏🙏
    জয় গুরু

  • @kamruzzaman8826
    @kamruzzaman8826 Год назад +5

    ধন্যবাদ

  • @saifurrahmanbd3314
    @saifurrahmanbd3314 3 месяца назад +2

    কোরআন, হাদিস, সাহাবিদের বাণীর পর লালন সাইজীঁর অমৃত গান গুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো গবেষণা করা প্রয়োজন।

  • @raihanmahmud193
    @raihanmahmud193 Год назад +19

    জয় গুরু🖤💤

  • @Nabil-kb2pw
    @Nabil-kb2pw Год назад +3

    দেশে ফিরত আনতে হবে।দেশীয় মূল্যবান বই।লুটেরাদের কাছ থেকে বই আনতে হবে

  • @mohammadmethun2.0
    @mohammadmethun2.0 3 месяца назад

    আমরা কুষ্টিয়া বাসি চাই সাঁইজির গানের মূল খাতা লালন একাডেমীতে ফিরিয়া আনা হোক এটা আমাদের কুষ্টিয়ার বাসীদের সম্পদ

  • @sunnojibon5353
    @sunnojibon5353 Год назад +3

    ফিরে আসুক এই অমূল্য সম্পদ

  • @shahidulislam-le9yh
    @shahidulislam-le9yh Год назад

    রবীন্দ্রনাথ একজন ক্রেমিনাল প্রকৃতির কবি ছিল

  • @shamimhasanxmshamim7948
    @shamimhasanxmshamim7948 Год назад +7

    জয় হোক সাইজি👏

  • @lutforrahman7498
    @lutforrahman7498 Год назад +1

    বাংলাদেশের সম্পদ বাংলাদেশে ফেরত চাই

  • @Respect-Matters
    @Respect-Matters Год назад +10

    আপনাদের দোয়া ও ভালোবাসায় দেশের জন্য ভালো কিছু করতেছি। ❤🏏🇧🇩

  • @legendboy6915
    @legendboy6915 Год назад

    রবি ঠাকুর ও হয়তোবা নকল করেছিলেন ___
    .
    Respect ❤️❤️🇳🇿❤️❤️

  • @helsinki125
    @helsinki125 Год назад +20

    জয়গুরু ❤️🙏

    • @nishankhanbd
      @nishankhanbd Год назад +2

      😂😂

    • @helsinki125
      @helsinki125 Год назад

      @@nishankhanbd তোর কাটা বাড়াটা ভেটকায় দিলি 🤣🤣

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад

      ​@ইমন ঝোই- Emon Jhoi দেখলি~ তুই কতো পরিমান লেড়িকুকুরের স্বভাব এডপ্ট করে বসে আছিস?? 😋
      "তোর সব মানুষের প্রতি সম্মান" তোর পুটকি চিরে খুজতে হবে কি?? 😂

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад

      ​@@nishankhanbd রবীন্দ্রনাথ বাংলাদেশের ও গুরুদেব

    • @sciencelogic2958
      @sciencelogic2958 Год назад

      @Arisa Dukter দুনিয়া বলছে

  • @taposmojumder1456
    @taposmojumder1456 Год назад

    তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের দিকে যা কিছু লিখেছেন সেখানে লালন কে ভর করে লিখেছেন ? ভাবতেই কষ্ট হচ্ছে 😭 মুল কপি ফেরত দেওয়া হোক 🇧🇩🇧🇩

  • @lisantahmed1076
    @lisantahmed1076 Год назад +4

    আমি আগেই জানতাম আমাদের সাইজির/ নজরুলের তাছাড়া ও বিভিন্ন কবিদের কবিতা সে পত্রিকা প্রকাশ করবে বলে নিয়া যায়তো, পড়ে ওদের নামে প্রকাশ না করে সে নিজের নামে প্রকাশ করত।

    • @sabiridkhan4251
      @sabiridkhan4251 Год назад

      মাদ্রাসা ছাপ সাহিত্য বিশারদগণ,
      আপনাদের অনেকেই হয়তো এমন আছেন যাদের বয়স তার বাবার বয়সের চেয়ে ১/২দিন বেশি।তো যারা তাদের বাপের চেয়ে বয়সে বড়, তারা এড়িয়ে যেতে পারেন।বাকিরা ভেবে অনুগ্রহ করে দেখবেন::-
      অনেকের দাবী এই যে রবি ঠাকুর নজরুলের লেখা চুরি করে নোবেল জিতেছেন।
      নজরুল ১৮৯৯ সালে জন্মেছিলেন আর রবীন্দ্রনাথ ১৯০৬-১৯১০ পর্যন্ত যে কবিতা গুলো লিখেছেন তাদের মধ্য থেকে নির্বাচিত কবিতা নিয়ে ১৯১০ সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়।পরে এই গীতাঞ্জলি ও আরো কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে song offerings নামে বই আকারে প্রকাশিত হয় (সম্ভবত ১৯১২ সালে)।
      এই বই এর জন্য রবি ঠাকুর ১৯১৩ তে নোবেল পান। কবিতাগুলোর রচনা কালে নজরুলের বয়স ছিল ৭-১০, বই বের হওয়ার সময় ১১। তখন নজরুল ইসলাম লিখতে শুরু করেছেন কিনা, সেটা নিয়েই সংশয় আছে।
      বি.দ্র. - নজরুল ইসলামের ১ম লেখা ছাপা হয় ১৯২১ এ।
      এখন রবি ঠাকুর কিভাবে নজরুল ইসলামের লেখা চুরি করে নোবেলজয়ী হলেন, সেটা আপনারাই ভেবে দেখুন😂

    • @krishnakuntaldas930
      @krishnakuntaldas930 Год назад

      যে কাজী নজরুলের কথা বলছেন তাঁর জন্ম ও কিন্তু ভারতবর্ষে। যখন বাংলাদেশে তাঁকে আনা হয় তখন তিনি অসুস্থ ছিলেন। তিনি সুস্থ থাকলে এখানে আসতেন কিনা সেটা নিয়েই সন্দেহ আছে।আর আপনি যে কথা গুলো বললেন তার কোনো সোর্স দেখাতে পারবেন?

  • @rohmankholil2382
    @rohmankholil2382 Год назад +1

    জয় গুরু,, জয় গুরু,,,জয় হুক লালন সাইজির,,

    • @ashrafulalam6223
      @ashrafulalam6223 Год назад

      জয় গরু লালন গরু।

    • @rohmankholil2382
      @rohmankholil2382 Год назад

      @@ashrafulalam6223 মুর্খ,,,অমানুষ

  • @srijonbhattacharjee4713
    @srijonbhattacharjee4713 Год назад +2

    লালন শাই কে পরিচিত করেছিলেন রবীন্দ্রনাথ ভুলে গেলে হবে না। উনি যদি লালনকে তুলে না ধরণে লালনের ল টাও কেউ জানতো না।

    • @obydullahridoy1380
      @obydullahridoy1380 Год назад

      লালনের জন্ম কবে আর চোর ঠাকুরের জন্ম কবে?

    • @malihanargis603
      @malihanargis603 Год назад

      তাই নাকি তাহলে শুনুন কারো প্রতিভা কেউ কোনো দিন আটকে রাখতে পারে না চেষ্টা থাকলে একদিন তা প্রকাশ পাবেই এই যেমন ধরুন আপনার কমেন্ট করার প্রতিভা কেউ আটকে রাখতে পারেনি 🙂🙂

  • @milonyasin
    @milonyasin Год назад +1

    হুম সেই ওরিজিন কপি নিয়ে গবেষণা করে,বর্তমান দেশের অভাব দুর্নীতি দূর করে যেতে পারে।খুবই দরকারি সেটা সেটা দিয়ে,সমাজের মানুষের খুব উপকার হবে।অথচ আলারি বা ঘরের উঁচু স্থানে রাখা কুরআন টা গবেষণা করে কিছু করা যায় কি না সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই তাই না?

  • @zinnatulofficial8951
    @zinnatulofficial8951 Год назад +4

    জমিদার যখন.... কবি গুরু! কথা/কবিতা সবকিছু তার! জয় গুরু।

  • @rmshoumik7742
    @rmshoumik7742 Год назад

    নতুন লালনগীতি রিলিজ হওয়ার অপেক্ষায় আছি।

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 Год назад +4

    লালন তোমার প্রতি আমার ভিশন ভালোবাসা সবসময় থাকবে

  • @anunoyon3729
    @anunoyon3729 Год назад +1

    লালন, রবি, নজরুল কোন লেখার মধ্যে মিল আছে কেউ যদি বলতেন? বাংলাদেশের সবাই গুজব বিশ্বাসী।

  • @omerfaruk8003
    @omerfaruk8003 Год назад +8

    মানুষের কুকর্ম কখনো চাপা থাকে না।

    • @Jobinfodotcom
      @Jobinfodotcom Год назад

      আবাল চোদা কয় কি

    • @omerfaruk8003
      @omerfaruk8003 Год назад

      @@Jobinfodotcomকথার মধ্যে খারাপ কি পেলে।
      মানুষের জ্ঞানের পরিচয় কথাই,

    • @Jobinfodotcom
      @Jobinfodotcom Год назад

      @@omerfaruk8003 লালনের খাতা নিয়ে গেয়েছিলেন রবীন্দ্রনাথ। কুকর্ম কই থেকে আইলো?

    • @omerfaruk8003
      @omerfaruk8003 Год назад

      @@Jobinfodotcom রবীন্দ্রনাথের অনেক গান ও সুর অন্য থেকে থেকে চুরি করা এটা কি জানো।

  • @mehedirobin944
    @mehedirobin944 Год назад +1

    প্রথমে যে গানটা - "আমারে চিনিনে আমি" ওটা পুরো রেকডিং করতে পারতেন❤

  • @sainulislam5820
    @sainulislam5820 Год назад +21

    মামলা দায়ের করা হোক,!

    • @achieverscircle5941
      @achieverscircle5941 Год назад

      খ্যাপা...লালন এর কথা তুমি বোঝ না...তাই এমন কথা বলছো

  • @mdmahadehasanrooky1591
    @mdmahadehasanrooky1591 Год назад +1

    কবি গরু রবীন্দ্রনাথ ঠাকুর ☕😄

  • @sohelhossainemran2691
    @sohelhossainemran2691 Год назад +7

    রবীন্দ্রনাথ ঠাকুরপোর আবার চুরি টুরি করার স্বভাবও আছিলো তাইলে😅😅🤣

    • @badhonsaha593
      @badhonsaha593 Год назад

      গাধা,,,লালন লিখতে পারতো না,,,তাই রবী ঠাকুর তার গান লিখে দিত।
      দিন ভরে যদি কানের ভিতর আজাংলা সব কিছু ঢুকাস,,তাইলে তো এসব বুদ্ধিমান জিনিস মাথায় ঢুকবে না।😅

    • @greenkingdom285
      @greenkingdom285 Год назад

      চুরি না, এমনেই এক জেলা থেকে অন্য জেলায় হস্তান্তরিত করেছিলো।

    • @baskishorts3718
      @baskishorts3718 Год назад

      Bangladesh tokhon thodi chilo boka chele😅😅😅

  • @Maxi-n9i
    @Maxi-n9i 3 месяца назад

    অশান্তি নিকেতনের গানের চেয়ে লালন শাহের গান অনেক সুন্দর লাগে

  • @jewelkhan4433
    @jewelkhan4433 Год назад +7

    স্যার ও অন্যদের কাছে শোনতাম যে রবীন্দ্রনাথ নাকি অনেকের লেখা নিজের বলে চালিয়েছেন। ভয়ে নাকি আসল লেখকরা মোখ খুলেননি।

    • @joyvk1360
      @joyvk1360 Год назад

      যারা এসব বলে তারা বাংলা সাহিত্যের বিরুদ্ধে,, রবীন্দ্রনাথ বিশ্ব কবি । তিনি বাংলা সাহিত্যে নতুনত্ব সৃষ্টি করেন ।

    • @lisantahmed1076
      @lisantahmed1076 Год назад +2

      সত্য, ১০০% তখন সে জমিদার পরিবারে জন্ম নিয়েছিলেন তাই ভয়ে কেউ কিছু বলত না। সত্য একদিন প্রকাশ হবে এটাই বাস্তব।

  • @szsumon
    @szsumon Год назад +2

    আমার বাবা অনেক আগে আমাকে বলেছিলেন এ কথা।এখন তার প্রমাণ পাইলাম

  • @djringtone970
    @djringtone970 Год назад +13

    গাঁজা খেয়ে খেয়ে ভক্তদের অবস্থা কি🤪🤪🤪

    • @shakibshibly00
      @shakibshibly00 Год назад +2

      Are era kara, kon groho theke elo era

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Год назад

      নবী আর সাহাবী যেভাবে মদ খেতো আর কি।

    • @sazninrose
      @sazninrose Год назад +3

      Apni kheyechen gaja ei ato important kotha niya o fajlami

  • @sahebmahmudsvlog7895
    @sahebmahmudsvlog7895 Год назад +1

    মূল কপি ফেরত দেয়া হোক,এটা ১০০% অধিকার

  • @hamimsarder7105
    @hamimsarder7105 Год назад +9

    ঠাকুরের বিচার করা হক

    • @whoami9164
      @whoami9164 Год назад +1

      কি জন্য বিচার করা হবে?
      ওনি খাতাটাকে সংরক্ষণ করার জন্য? নাকি খাতাটাকে কালের অতল গহ্বরে তলিয়ে যাওয়া হতে রক্ষার জন্য?

  • @udoyghosh6298
    @udoyghosh6298 Год назад +1

    রবীন্দ্রনাথ যদি ঠাকুর বংশে না জন্মাইয়া খান বংশে জন্মাইতো তাহলে দেখা যাইতো বাংলাদেশে রবীন্দ্রনাথের কত ভক্ত!

  • @hazratbakkar218
    @hazratbakkar218 Год назад +11

    আল্লাহ হেদায়েত দান করুক আমিন

  • @shahjahanhowladar6076
    @shahjahanhowladar6076 Год назад +1

    খাতা ফিরত চাই গাজা কেমনে টানতে হয় সেই গবেষণা লেখা আছে। ফিরত চাই দিতে হবে।🤣🤣🤣

  • @prkk6279
    @prkk6279 Год назад +5

    জয় গুরু

  • @MRSoUL-bg4nw
    @MRSoUL-bg4nw Год назад +1

    লালনের খাতা নিয়ে গিয়েছিলো যমুনা টিভির সাংবাদিক 😂

  • @indurkani9617
    @indurkani9617 Год назад +4

    তাকে কি ভাবে বিশ্ব কবি বলব....????

  • @Abdullah56439
    @Abdullah56439 Год назад +1

    জয় গুরু! খাতা ফেরত দেওয়া হোক।

  • @metrolife1292
    @metrolife1292 Год назад +10

    জয় গাজা ঠাকুর

  • @nktech90
    @nktech90 Год назад

    ফিরিয়ে আনা হোক বইটি,, জয় গুরু

  • @bhschannel1386
    @bhschannel1386 Год назад +3

    চুরি বিদ্যা বড় বিদ্যা..

  • @mdjakirkhan54khan14
    @mdjakirkhan54khan14 Год назад +1

    এই ঠাকুর নাকি আবার বিশ্ব কবি। এর থেকে তো আমাদের কাজি নজরুল আর মুহিব খানই সেরা। দুঃখ একটাই বাঙালীরে যা গিলাই বাঙালী তাই গিলে

  • @BashirOfficial-71
    @BashirOfficial-71 Год назад +4

    কবিগুরু না চোর গুরু 😅