আমার পোশাক পড়া,ভাষা জন্মগ্রহণ মা,পিতা ও সমাজ থেকে ।হযরত মোহাম্মদ সঃ ।নবুয়াত প্রাপ্ত হওয়ার পর যখন সলাত ফরজ করেন আল্লা,তখন নবী মোহাম্মদ সঃ সলাত কায়েম করছেন।তার সাথে সাহাবারা ছিল তার নবী সাথে সলাত কায়েম করছে ।আবু বকর,ওসমান,ওমর,আলী আরো অনেক সাহাবারা ছিল ।সলাত নবী মোহাম্মদ সঃ হইতে সাহাবারা আরব সমাজে প্রচলিত আছে ।মক্কা ইমাম সাহেবরা কম বুঝে সেখানেই আমাদের দেশে মত সলাত কায়েম করছে ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বলছি। আপনার আলোচনা আমি মনযোগ সহকারে শুনি। এবার একটূ পরিষ্কার করে বলবেন যে আমরা কোরআন সম্মতভাবে প্রতি ওয়াক্তে কয় রাকাত নামায আদায় করবো। আমার সালাম নেবেন।
আপনার মত করে '' সূরা কাহফ ১৮ঃ৫৫ তে '' সুন্নাতুল আউয়ালিন''-পূর্ব পুরুষের রীতি '' মানতে অভ্যস্থ হয়ে যথাযথ জ্ঞান লাভের পরিবর্তে আযাবকেও মেনে নিতে দ্বীধা করে নি। দয়া করে ৪৭ঃ২৪ আয়াতটি গভীর মনোসংযোগে পড়ুন। আল্লাহ অন্তরে কুরআনূল করীমের বানীতে পূর্ন করে দেবেন, ইনশআল্লাহ।
৩৩:৬২ سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ۚ وَ لَنۡ تَجِدَ لِسُنَّۃِ اللّٰهِ تَبۡدِیۡلًا ﴿۶۲﴾ سنۃ الله فی الذین خلوا من قبل ۚ و لن تجد لسنۃ الله تبدیلا ﴿۶۲﴾ ইতঃপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি, আর তুমি আল্লাহর রীতিতে কখনই কোন পরিবর্তন পাবে না। ১৭:৭৭ سُنَّۃَ مَنۡ قَدۡ اَرۡسَلۡنَا قَبۡلَکَ مِنۡ رُّسُلِنَا وَ لَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِیۡلًا ﴿۷۷﴾ سنۃ من قد ارسلنا قبلک من رسلنا و لا تجد لسنتنا تحویلا ﴿۷۷﴾ তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোন পরিবর্তন পাবে না। ৩৩:৩৮ مَا کَانَ عَلَی النَّبِیِّ مِنۡ حَرَجٍ فِیۡمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ؕ وَ کَانَ اَمۡرُ اللّٰهِ قَدَرًا مَّقۡدُوۡرَۨا ﴿۫ۙ۳۸﴾ ما کان علی النبی من حرج فیما فرض الله لهٗ سنۃ الله فی الذین خلوا من قبل و کان امر الله قدرا مقدورۨا ﴿۫ۙ۳۸﴾ নবীর কোন পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ* করেছেন তা করলে; পূর্বে যে সব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর নিয়ম। আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী।
আরবি ভাষা এমন একটি ভাষা যার একটি শব্দের সমার্থক অর্থ শতাধিক থেকে হাজার পর্যন্ত হতে পারে। তাই আরবি ভাষার তফসিল করতে হলে সম্পূর্ণ আরবি ভাষাভাষী সহ আরবিতে আরবি ভাষার সুযোগ্য পন্ডিত হতে হবে
সালামুন আলাইকুম, স্যার আমি লালমনিরহাট থেকে বলছিলাম, আমার নাম মোঃ নুর আলম, কুরআনের তাফসীর বিষয়ে কিছু বলেন,,বর্তমানে কোরআনের ভিতরে অনুবাদের পরে যে তাফসীর গুলো রয়েছে, এগুলো বিষয়ে কিছু বলেন
An-Nahl ১৬:৪৪ Bangla - Bayaan Foundation (তাদের প্রেরণ করেছি) স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি নাযিল করেছি কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি নাযিল হয়েছে। আর যাতে তারা চিন্তা করে। Bangla - Tafsir Ibn Kathir زُبُر দ্বারা কিতাবসমূহকে বুঝানো হয়েছে। যেমন এক জায়গায় রয়েছেঃ وَ كُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ অর্থাৎ “তারা যা কিছু করছে সবই কিতাবসমূহে রয়েছে।” (৫৪:৫২) আর এক জায়গায় রয়েছেঃ وَ لَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ অর্থাৎ “আমি উপদেশের পর কিতাবে লিখে দিয়েছি যে, আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হবে।” (২১:১০৫) এরপর আল্লাহ তাআলা বলেনঃ “আমি তোমার উপর ‘যিকির অর্থাৎ কুরআন অবতীর্ণ করেছি। এই কারণে যা, যেহেতু তুমি এর ভাবার্থ পূর্ণরূপে অবগত আছি’ সেহেতু তুমি ওটা মানুষকে বুঝিয়ে দেবে। হে নবী (সঃ)! তুমিই এর প্রতি সবচেয়ে বেশী আগ্রহী, তুমিই এর সবচেয়ে বড় আলেম। আর তুমিই এর উপর সবচেয়ে বড় আমলকারী। কেননা, তুমি মাখলুকের মধ্যে সবচেয়ে উত্তম লোক এবং আদম সন্তানদের নেতা। এই কিতাবে যা সংক্ষিপ্তভাবে রয়েছে তা বিস্তারিত ভাবে বর্ণনা করে দেয়ার দায়িত্ব তোমার উপর ন্যস্ত। লোকদের উপর যা কঠিন হবে তা তুমি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। যাতে তারা বুঝে সুঝে সুপথ প্রাপ্ত হতে পারে এবং সফলকাম হয়। আর যেন উভয় জগতের কল্যাণ লাভ করে।”
এবাদত কোরআন হাদিস নিয়ে বেশি বিতর্কিত করার চেষ্টা করবেন না নতুবা ইসলাম থেকে ছিটকে যাবেন !!! জীবন কিন্তু সহজ সরল,, চলতে পারলে জান্নাত,না হলে কঠিন আজাব !
নবীর সুন্নত বলতে আপনি যে যুক্তি ও ব্যাখ্যা দিলেন তার সাথে আমি পরিপূর্ণ একমত পোষণ করি।আল্লাহর সুন্নতই নবীর সুন্নত।আল্লাহর সুন্নতের বাইরে আলাদা করে নবীর সুন্নত চিন্তা করার কোন সুযোগ নেই কারন আল্লাহ এক এবং তাঁর কোন শরীক নেই।আল্লাহর এবাদতে নবীর কোন অংশ থাকতে পারে না।নবীর নিজের কোন সুন্নাত থাকতে পারে না;আল্লাহর সুন্নত অর্থাৎ আল্লাহর কোরানই নবীর সুন্নত -এটাই গ্রহণযোগ্য ও সঠিক।
বস, সুন্নতের নামাজ পড়তে হবে, কি, সুন্নাত রাসুলআলা নামাজ,দুই রাকায়াত চার রাকায়াত, কোরআন এর কোন সুরা ও আয়াত দ্বারা প্রমান কমেন্ট করে জানাবেন, রাসুলের নামে সুন্নত নামাজ পড়া কি জায়েয বাংলাদেশের প্রতেক মসজিদে ইমামরা বলে সুন্নত নামাজটা পড়ে নেন
আল্লাহর আনুগত্যই কোরআনের আনুগত্য ও মোহাঃ সাঃ কোরআন থেকেই আল্লাহর আনুগত্য শিখিয়েছেন। তাই যে রাসুলের অনুসরন করল সে আল্লাহকেই অনুসরন করল। অর্থাৎ তিনিই খাতামান নাবীইন, কোরআন তার উপরেই নাজিল হয়েছে। অতএব কোরআন আল্লাহর বানী মোহাঃ সাঃ উপর দায়ীত্ব্য দেওয়া হয়েছে বলেই তিনি মোহাঃ রাসুল সাঃ।
আপনারা কি ইউটিউবে এভাবে আলোচনা করে মানুষ কে প্রচলিত ধারা থেকে ফেরাতে পারবেন না।তাই, কুরআনের পথে মানুষ কে আনতে হলে, আগে যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তাদের সাথে আলোচনা করতে হবে। তানা হলে মানুষ শুধু বিভ্রান্ত হবেন।
এক স্রষ্টায় তথা এক আল্লাহতে যে এবং যারা বিশ্বাসী কিংবা অবিশ্বাসী সকলের জন্য কোরান নাযিল করা হয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য কোরান নাযিল হয়েছে -কোনটা সঠিক বলবেন?
বারি মিয়াকে আমার প্রশ্ন রাসূলকে অনুসরণ করা মানেই কি বুখারী মুসলিম এইসব হাদীস গ্রন্থ অনুসরণ করা? যদি তাই হয় তাহলে আল্লাহ কিংবা রাসূল এই বইগুলো মানতে বলেছেন এর একটা প্রমাণ দেখাবেন দয়া করে।
আপনি একই কথা বার বার বলে অনেক বড় করে ফেলেছেন,মুল সার কথা বলুন এবং কোরআনের কোন আয়াতে কি আছে যাহা আমাদের মনতে হবে তাই বলেন এবং কয়েকজন আলেমদের নিয়ে আলোচনা করবেন এতে তাহা বাস্তবায়ন করা যাবে
মানুষ কে জানতে হবে এলেম কার কাছ নিতে হবে এরকম ভণ্ড প্রচুর আছে অনেক ভালো মনে হবে কিন্তু তারা পথভ্রষ্ট যারা নবী, সাহাবা, তাবে, তাবেঈনদের কথা বলে না এরা সবাই পথভ্রষ্ট
আপনার মুখের আকা বাকা ভংগিটা এটা কি আপনার মুদ্যাদোশ নাকি মুখে কিছু চিবাচ্ছেন। আলোচনা ভালো আপনাকে আরো পরিপাটি হতে হবে। আপনি কি আলোচনা করছেন বুজেন আপনার বতিসেভিংটা আরো উন্নত করুন।
আমার ভালো লাগলো এমন সুন্দর আলোচনা শুনে ।
মুল্যবান আলোচনা করছেন ধন্যবাদ।
সালামুন আলাইকুম তিব্বতুম মুবারাকাতান তাইয়িয়বা, মারহাবা মারহাবা অনেক গুরুত্ব পূর্ণ আলোচনা ।
সালামুন আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সঠিক সুন্নাত বুঝানোর জন্য
সালামুন আলাইকুম তিবতুম মুবারকাতান তাইয়্যিবাহ,,, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,,, ইনশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা,, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়
আলহামদুলিল্লাহ। কোরানের সঠিক উপস্থাপনা। বিধানের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামীন।
আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক।
অসংখ্য ধন্যবাদ আমাকে ওস্তাদ ❤❤❤❤❤
সালামুন আলাইকুম নিবতুম মোবারাকান তাইয়েবা, আল্লাহ আপনাকে নেক হায়াত দ্বান করুন, রাব্বানা ওয়াতা কাব্বাল দোয়া।
সালমুন আলায়কুম। অসাধারণ আলোচনা। আমি মালায়এশিয়া থেকে শুনছি। সাতখিরা তালা।
আল্লাহু আপনাকেনেক হাযাত দান করুন।
আমার পোশাক পড়া,ভাষা জন্মগ্রহণ মা,পিতা ও সমাজ থেকে ।হযরত মোহাম্মদ সঃ ।নবুয়াত প্রাপ্ত হওয়ার পর যখন সলাত ফরজ করেন আল্লা,তখন নবী মোহাম্মদ সঃ সলাত কায়েম করছেন।তার সাথে সাহাবারা ছিল তার নবী সাথে সলাত কায়েম করছে ।আবু বকর,ওসমান,ওমর,আলী আরো অনেক সাহাবারা ছিল ।সলাত নবী মোহাম্মদ সঃ হইতে সাহাবারা আরব সমাজে প্রচলিত আছে ।মক্কা ইমাম সাহেবরা কম বুঝে সেখানেই আমাদের দেশে মত সলাত কায়েম করছে ।
মাসালা সাহেবকে নেক হায়াত দান করুন
সালামুন আলাইকুম।
অসাধারণ অনবদ্য আলোচনা।
আল্লাহ বক্তার হায়াতে বারাকা দান করুন। আমিন
সালামুন আলাইকুম তিবতুম মারহাবা অনেক সুন্দর আলোচনা মাগুরা থেকে।
সালামুন আলাইকুম ,
চমৎকার আলোচনা
THANKS SIR
marhaba
আসসালামুয়ালাইকুম আপনার আলোচনায় সত্য প্রকাশ পায় আলহামদুলিল্লাহ
সালামুন আলাইকুম তিবতুম।
الحمد لله رب العالمين
সালামুন আলাইকুম তিবতুম মুবারকতা্ তইয়িবা। মারহাবা মারহাবা আলোচনা খুব চমৎকার
দালালি করে কত টাকা পান??
কুরআনের আয়াত অমান্য করা ও তর্ক কারীকে আল্লাহ পাক কুরআনের আয়াতে সরাসরি কাফের বলেছেন। সূরা--আল-মুমিন-৪০ঃ৪
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বলছি। আপনার আলোচনা আমি মনযোগ সহকারে শুনি। এবার একটূ পরিষ্কার করে বলবেন যে আমরা কোরআন সম্মতভাবে প্রতি ওয়াক্তে কয় রাকাত নামায আদায় করবো। আমার সালাম নেবেন।
সালামুন আলাইকুম
Alhamdulliah
Salamun alikum tibtom mobarakatan tayeba kapasia Gazipur.
পৃথিবীর শত শত কোটি মুসলিম আছে। 😊তারা কেউ কি কোরআনের অর্থ বুঝেননা ?
আপনার মত করে '' সূরা কাহফ ১৮ঃ৫৫ তে '' সুন্নাতুল আউয়ালিন''-পূর্ব পুরুষের রীতি '' মানতে অভ্যস্থ হয়ে যথাযথ জ্ঞান লাভের পরিবর্তে আযাবকেও মেনে নিতে দ্বীধা করে নি। দয়া করে ৪৭ঃ২৪ আয়াতটি গভীর মনোসংযোগে পড়ুন। আল্লাহ অন্তরে কুরআনূল করীমের বানীতে পূর্ন করে দেবেন, ইনশআল্লাহ।
সালামুন আলাইকুম তিবতুম মোবারাকাতান তৈয়্যিবা।মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
সালামুন আলাইকুম।❤
Salamun Alaikum Tibtum Mobarakatan Tayyeba, Alhamdulillahi Rabbil Alamin. Nima Azrul Amilin. ❤❤❤❤
ভালো
Alhamdulillahi Robbil Alamin
Salamun Alaikum Tibtum Mubarakatan Toeeyba
Alhamdulillahi Robbil Alamin
Well done Sir .
আমি খুবই সন্তুষ্ট। কোরআন এর বাইরে আমি কিছুই মানতে রাজিনা
পথভ্রষ্ট হয়ে যাবেন।
কোরআন মানলে পথভ্রষ্ট , কি আজব কথা @@washeulislam4110
@@washeulislam4110আপনি কিভাবে নিশ্চিত আপনিই পথভ্রষ্ট না ?
@@HelalUddin-gf6bk কোরান ও হাদিস আলোকে আমি নিশ্চিত অনন্ত পথভ্রষ্ট না।
salamon alikum tibtom mobarakang taybah.
মহান আল্লাহ্ তায়ালার সুন্নত আছে এই প্রথম শুনলাম।
৩৩:৬২ سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ۚ وَ لَنۡ تَجِدَ لِسُنَّۃِ اللّٰهِ تَبۡدِیۡلًا ﴿۶۲﴾ سنۃ الله فی الذین خلوا من قبل ۚ و لن تجد لسنۃ الله تبدیلا ﴿۶۲﴾
ইতঃপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি, আর তুমি আল্লাহর রীতিতে কখনই কোন পরিবর্তন পাবে না।
১৭:৭৭ سُنَّۃَ مَنۡ قَدۡ اَرۡسَلۡنَا قَبۡلَکَ مِنۡ رُّسُلِنَا وَ لَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِیۡلًا ﴿۷۷﴾ سنۃ من قد ارسلنا قبلک من رسلنا و لا تجد لسنتنا تحویلا ﴿۷۷﴾
তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোন পরিবর্তন পাবে না।
৩৩:৩৮ مَا کَانَ عَلَی النَّبِیِّ مِنۡ حَرَجٍ فِیۡمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ؕ وَ کَانَ اَمۡرُ اللّٰهِ قَدَرًا مَّقۡدُوۡرَۨا ﴿۫ۙ۳۸﴾ ما کان علی النبی من حرج فیما فرض الله لهٗ سنۃ الله فی الذین خلوا من قبل و کان امر الله قدرا مقدورۨا ﴿۫ۙ۳۸﴾
নবীর কোন পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ* করেছেন তা করলে; পূর্বে যে সব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর নিয়ম। আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী।
আল্লাহর সুন্নাত বলে কিছু নেই,, তবে আল্লাহর সন্তুষ্টি অবশ্যই আছে,, তবে যেটাকে সুন্নাত বলা হয়ে থাকে,, আমি ঐ সমস্ত সুন্নাত কে শিরিক বলে মনে করি।
এরা হচ্ছে ভাই দাজ্জালের অনুসারী
ولقد وردت كلمة سنة في القرآن حوالي ستة عشر مرة 16، وقد استخدمت في أوائل التسلسل الزمني للقرآن في الآيات المدنية في فترة الوحي.
Extremely nice discussion from the holy Quran.....
আল্লাহ তায়ালা বলে ছেন নবী কে তোমাকে হিকমত দান করে ছেন।
Valo hoye ja
সালামুন আলায়কুম। যুগান্তকারী আলোচনা। এরকম আলোচনা আমি চ্যালেঞ্জ করে বলছি কেহ বলতে পারবেনা। মোল্লারা যে এর বিরোধী তা করে তারা পথ ভ্রষ্ট।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
নবীর কোন সুন্নত নাই,কোরআনই আল্লাহর সুন্নত
সালামুন আলাইকুম, অনেক অনেক মারহাবা
Masallah Marhaba jejakllah...
I think following Al Quran is the Sunnah of Nobi
সালামুন আলাইকুম তিবতুম।
🎉❤
আতিআল্লাহ ও আতিউরাসুল
ছালামুন আলাইকুম, তিবতুম মাৰহাবা মাৰহাবা।
❤❤ সালামুন আলাইকুম ❤❤
আরবি ভাষা এমন একটি ভাষা যার একটি শব্দের সমার্থক অর্থ শতাধিক থেকে হাজার পর্যন্ত হতে পারে। তাই আরবি ভাষার তফসিল করতে হলে সম্পূর্ণ আরবি ভাষাভাষী সহ আরবিতে আরবি ভাষার সুযোগ্য পন্ডিত হতে হবে
সালামুন আলাইকুম, স্যার আমি লালমনিরহাট থেকে বলছিলাম, আমার নাম মোঃ নুর আলম, কুরআনের তাফসীর বিষয়ে কিছু বলেন,,বর্তমানে কোরআনের ভিতরে অনুবাদের পরে যে তাফসীর গুলো রয়েছে, এগুলো বিষয়ে কিছু বলেন
আল্লাহর আইন মানতে বলা হয়েছে,
An-Nahl ১৬:৪৪
Bangla - Bayaan Foundation
(তাদের প্রেরণ করেছি) স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি নাযিল করেছি কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি নাযিল হয়েছে। আর যাতে তারা চিন্তা করে।
Bangla - Tafsir Ibn Kathir
زُبُر দ্বারা কিতাবসমূহকে বুঝানো হয়েছে। যেমন এক জায়গায় রয়েছেঃ وَ كُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ অর্থাৎ “তারা যা কিছু করছে সবই কিতাবসমূহে রয়েছে।” (৫৪:৫২) আর এক জায়গায় রয়েছেঃ وَ لَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ অর্থাৎ “আমি উপদেশের পর কিতাবে লিখে দিয়েছি যে, আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হবে।” (২১:১০৫) এরপর আল্লাহ তাআলা বলেনঃ “আমি তোমার উপর ‘যিকির অর্থাৎ কুরআন অবতীর্ণ করেছি। এই কারণে যা, যেহেতু তুমি এর ভাবার্থ পূর্ণরূপে অবগত আছি’ সেহেতু তুমি ওটা মানুষকে বুঝিয়ে দেবে। হে নবী (সঃ)! তুমিই এর প্রতি সবচেয়ে বেশী আগ্রহী, তুমিই এর সবচেয়ে বড় আলেম। আর তুমিই এর উপর সবচেয়ে বড় আমলকারী। কেননা, তুমি মাখলুকের মধ্যে সবচেয়ে উত্তম লোক এবং আদম সন্তানদের নেতা। এই কিতাবে যা সংক্ষিপ্তভাবে রয়েছে তা বিস্তারিত ভাবে বর্ণনা করে দেয়ার দায়িত্ব তোমার উপর ন্যস্ত। লোকদের উপর যা কঠিন হবে তা তুমি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। যাতে তারা বুঝে সুঝে সুপথ প্রাপ্ত হতে পারে এবং সফলকাম হয়। আর যেন উভয় জগতের কল্যাণ লাভ করে।”
Salamun Alaikum Tibtum Marhaba Marhaba
Salamun alaikum tibtum marhaba
السنة كمصدر ثان للتشريع
تعتبر سنة النبي كما أوضح القرآن باعتبارها المصدر الثاني للتشريع، تم التأكيد عليها مرارا وتكرارا في القرآن الكريم. قال تعالى: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ ٢٠﴾ [الأنفال:20]، وقال تعالى: ﴿وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ ٩٢﴾ [المائدة:92] ، وقال تعالى: ﴿قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ ٥٤﴾ [النور:54]
SIR PL PROVIDE SHORT VIDEO THANKS
এবাদত কোরআন হাদিস নিয়ে বেশি বিতর্কিত করার চেষ্টা করবেন না নতুবা ইসলাম থেকে ছিটকে যাবেন !!! জীবন কিন্তু সহজ সরল,, চলতে পারলে জান্নাত,না হলে কঠিন আজাব !
Salamun alikum tibtum
Salamun alaikum tibtum 💐
VAI APNI MARAGELE KIVABE JANAJA HOBE , DOYA KORE JANEBEN, AZAN KENO DEN?? SURAR NAM BOLEN NAKENO??? SURAR NUMBARING KIVABE PELEN???
কোরআনের আয়াতগুলো রেফারেন্স সহকারে আলোচনা করলে ভালো হয়
আপনাদের আল্লাহর দোহাই দিচ্ছি দয়া করে স্যারের পূর্ণ নামটা আমাকে reply এ জানাবেন।
জনাব, ফরজ সালাত ব্যতীত অতিরিক্ত কোন সালাত আদায় করা যাবে কি? এ ব্যপারে দয়া করে একটি ভিডিও করুন।
নবীর সুন্নত বলতে আপনি যে যুক্তি ও ব্যাখ্যা দিলেন তার সাথে আমি পরিপূর্ণ একমত পোষণ করি।আল্লাহর সুন্নতই নবীর সুন্নত।আল্লাহর সুন্নতের বাইরে আলাদা করে নবীর সুন্নত চিন্তা করার কোন সুযোগ নেই কারন আল্লাহ এক এবং তাঁর কোন শরীক নেই।আল্লাহর এবাদতে নবীর কোন অংশ থাকতে পারে না।নবীর নিজের কোন সুন্নাত থাকতে পারে না;আল্লাহর সুন্নত অর্থাৎ আল্লাহর কোরানই নবীর সুন্নত -এটাই গ্রহণযোগ্য ও সঠিক।
বস, সুন্নতের নামাজ পড়তে হবে, কি, সুন্নাত রাসুলআলা নামাজ,দুই রাকায়াত চার রাকায়াত, কোরআন এর কোন সুরা ও আয়াত দ্বারা প্রমান কমেন্ট করে জানাবেন, রাসুলের নামে সুন্নত নামাজ পড়া কি জায়েয বাংলাদেশের প্রতেক মসজিদে ইমামরা বলে সুন্নত নামাজটা পড়ে নেন
Please let us know the hukums of kuranhadis tips akare foroj wazib haram halaler talika book chai likhun tips akare
লেখা দেখা যায় না
স্যার আপনার মোবাইল নম্বর টা জরুরী ভাবে দরকার ছিল
আল্লাহর আনুগত্যই কোরআনের আনুগত্য
ও মোহাঃ সাঃ কোরআন থেকেই আল্লাহর
আনুগত্য শিখিয়েছেন। তাই যে রাসুলের
অনুসরন করল সে আল্লাহকেই অনুসরন
করল। অর্থাৎ তিনিই খাতামান নাবীইন,
কোরআন তার উপরেই নাজিল হয়েছে।
অতএব কোরআন আল্লাহর বানী মোহাঃ
সাঃ উপর দায়ীত্ব্য দেওয়া হয়েছে বলেই
তিনি মোহাঃ রাসুল সাঃ।
সঠিক আমি তাই বলি
Sobai sabdhan
Salamun alaikum tibtum ❤️
মোহতারাম সালামুন আলাইকুম তেবতুম মোবারাকাতুন ফিহে।আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আপনি যদি দয়া করে ফোন নম্বর বা এড্রেস দিতেন বড়ই মেহেরবানী হতো।
সুন্নত নামাজ কি সেটা বলবেন
আপনারা কি ইউটিউবে এভাবে আলোচনা করে মানুষ কে প্রচলিত ধারা থেকে ফেরাতে পারবেন না।তাই, কুরআনের পথে মানুষ কে আনতে হলে, আগে যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তাদের সাথে আলোচনা করতে হবে। তানা হলে মানুষ শুধু বিভ্রান্ত হবেন।
Allahor sunnot bolar pore to manush akash theke pore. Mosjider hujurje Allohor sunnoter kotha boyan korte bolchi, akhono korate parini
you said every salad is two rakat.but why they read it three and four rakat in Macca.
সালামুন আলাইকুম তিবতুম
ব্যাখ্যা করার যোগ্যতা সবার থাকে না
এক স্রষ্টায় তথা এক আল্লাহতে যে এবং যারা বিশ্বাসী কিংবা অবিশ্বাসী সকলের জন্য কোরান নাযিল করা হয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য কোরান নাযিল হয়েছে -কোনটা সঠিক বলবেন?
প্রথমে একটু আরবের ভাষা বললেন কিন্তু তার পর নিজের মাতৃভাষায় ফেরত আসার কারণ কী???
ভাই,, অহী গায়রুমাতলু কি?
বুঝি না,বুজাবে প্লিজ
চার আপনার ফোন নাম্বার দিবেন তবে আমাদের জোগাজোগ করতে শুবিদা হভে
Salamun alaikum
কোরআনে অনেক জায়গায় আছে নবীকে অনুসরণ করা। তবে কি অনুসরণ করা যাবেনা?
নবীকে অনুসরণ করা মানে আল্লাহর আদেশ নিষেধ নবী যেভাবে পালন করেছেন সেই ভাবে পালন করা । কেননা আল্লাহ নবীর কাছে কিতাব নাযেল করিয়াছেন।
Uner. Name. Abdur. Rashid. Bara. Pabna
Jakarea alisal. Bolchen amar matha chul subra hoya gachha, tahola ekana ki bojha jachha Jay jakarea alisal. eer daari chhilona?
বারি মিয়াকে আমার প্রশ্ন রাসূলকে অনুসরণ করা মানেই কি বুখারী মুসলিম এইসব হাদীস গ্রন্থ অনুসরণ করা? যদি তাই হয় তাহলে আল্লাহ কিংবা রাসূল এই বইগুলো মানতে বলেছেন এর একটা প্রমাণ দেখাবেন দয়া করে।
Asob kiamoter alamot
Apne ki procholito hadis o mullader anoshoron korsen ?
Nobijir choritro ki?ku
ran e hoilo nobir choritro
ছারদয়াকরেআলচনাসসুরুকরারশমায়েআপনারনামবলবেন
Addhatikk gean bisae bolben kisu
আমরা জের জবর অত বুঝিনা। সোঝা সুঝাসুজি বলেন। তাতেই আমরা বুঝতে পারি।
সালা-মুন আলাইকুম তিবতুম। মাদারীপুর।
আপনি একই কথা বার বার বলে অনেক বড় করে ফেলেছেন,মুল সার কথা বলুন এবং কোরআনের কোন আয়াতে কি আছে যাহা আমাদের মনতে হবে তাই বলেন এবং কয়েকজন আলেমদের নিয়ে আলোচনা করবেন এতে তাহা বাস্তবায়ন করা যাবে
Quran ar oppobabohar korbanna
মানুষ কে জানতে হবে এলেম কার কাছ নিতে হবে এরকম ভণ্ড প্রচুর আছে অনেক ভালো মনে হবে কিন্তু তারা পথভ্রষ্ট যারা নবী, সাহাবা, তাবে, তাবেঈনদের কথা বলে না এরা সবাই পথভ্রষ্ট
আরে ভাই এরা হচ্ছে আসলে দাজ্জালের অনুসারী
tupi koi saheb 😕
Tupi apne poren . Ki bolse shunen .
আপনার মুখের আকা বাকা ভংগিটা এটা কি আপনার মুদ্যাদোশ নাকি মুখে কিছু চিবাচ্ছেন। আলোচনা ভালো আপনাকে আরো পরিপাটি হতে হবে। আপনি কি আলোচনা করছেন বুজেন আপনার বতিসেভিংটা আরো উন্নত করুন।
Beshi kotha bolle mukh shikhay , shey jonno mukhe kisu rekhe kotha bolte hochse
তিন।দইগখএয়ছই।ঔষধ খাইনাই
আল্লাহ এবং রসুল কে অনুসরণ কর,এতে কি বুঝানো হয়েছে,