এ কি দেখালেন ভাই। মন জুরিয়ে গেল। আপনার দেখানো সব ধরনের দৃশ্যপট অচেনার আনন্দ দেয়। তার সাথে আপনার মনমুগ্ধকর শ্রুতিমধুর বাচনভঙ্গি দৃশ্য পটকে আরো আকর্ষণীয় করে তোলে। এরকম আরো আরো হাড়িয়ে যেতে বসা অপূর্ব দৃষ্টিনন্দন দৃশ্য পটের অপেক্ষায় রইলাম। পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
খুব সুন্দর। আপনার তুলে ধরা গ্ৰাম বাংলার এই অপূব দৃশ্যটিকে অতি মনোরম সহকারে পযবেক্ষন করলাম এবং অনুভব করলাম ভিডিওটি যেন আমার হৃদয়কে ঐ গ্ৰামের মধ্যে নিয়ে গেছে।।খুব সুন্দর লাগলো।।
চমৎকার চিত্র ধারণ ও উপস্থাপনা আমাকে মুগধ করেছে, মনে হলো আমিও সাথে ছিলাম। বাড়িটির মেরামত ও সংরক্ষণ প্রয়োজন। ভবিষ্যতে এটা মাটির বাড়ির এক ইতিহাস বহন করবে বলে আমি মনে করি।
খুব ভালো লাগলো ভিডিও টি। মহাদেবপুর আমাদের বাসা থেকে প্রায় ২৫ কিমি দূরে। অথচ আমি জানতাম ই না ওখানে এতো সুন্দর একটা মাটির বাড়ি আছে। ইনশাআল্লাহ একদিন ঘুরে আসবো।
মাশাআল্লাহ বাড়িটি দেখে আমার খুব ইচ্ছে করছে একবার গিয়ে বেড়িয়ে আসি ইনশাআল্লাহ একদিন যাওয়ার জন্য চেষ্টা করব 😊 এত সুন্দর একটা ভিডিও অনেক উপভোগ করলাম ধন্যবাদ 👌
আপনার উপস্থাপনা এবং বর্ননা অতীব প্রানোজ্জ্বল। আমার জন্ম ও যৌবন কাল গ্রামে কেটেছে। প্রায় তিন যুগ ধরে ঢাকায় আছি । ভূলতেই বসেছি গ্রামীন জিবন। খুবই ভালো লাগল এবং শতভাগ গ্রামকে স্বরন করিয়ে হৃদয়ে নাডা দিলো। আবারও নতুন কোন এলাকার পথ প্রান্তর দেখার আশায় রহিলাম। ধন্যবাদ।
নওগাঁ জেলার পাশের জেলায় আমার বাড়ি,কিন্তু আমি জানতাম না যে ওই জেলায় এতো সুন্দর একটা বাড়ি আছে! যা আপনার এই প্রতিবেদন এর মাধ্যমে জানতে পারলাম।এখান আমি প্রবাসী,আল্লাহ পাক যদি আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ বাড়িটা দেখতে যাবো।
আমার খুব ইচ্ছে করে বাংলাদেশের প্রতি টা বিভাগ , জেলা, উপজেলা ঘুরে দেখতে,,,কি করবো সময় নেই প্রবাসে ৮/৯ বছর থেকে পড়ে আছি দেশে আসতেও পারতেছিনা,,,ইনশাআল্লাহ একদিন হলেও ঘুরতে যাবো
আমি জোর দিয়ে বলতে পারি পৃথিবীর মধ্যে এর চেয়ে বড়ো মাটির বাড়ী আর একটাও নেই । এককথায় এই বাড়িটি একটা মাটির রাজপ্রাসাদ তাতে কোনো সন্ধেও নেই । আমি বলবো এই রকম একটা নিদর্শন হেরিটেজ বিল্ডিং যেনো শেষ না হয়ে যায় সেটা সরকাররের দেখা উচিৎ কারণ এটা একবার শেষ হয়ে গেলে আর কোনো দিন ফিরে পাবোনা । ধন্যবাদ । 🙏🙏🙏🙏🙏
*ভাই আপনার সব ভিডিও আমার অনেক ভালো লাগে। এত বড় বাড়ি তাও আবার মাটির ভাবাই যায়না। এক কথায় অসাধারণ । আমি পশ্চিমবঙ্গের একটা গ্রামের মেয়ে তাই গ্রাম আমার সব সময় অনেক টানে। অনেক ভালোবাসা রইলো*
জি সালাহউদ্দীন ভাইয়া,আপনার ব্লক আমার অনেক ভালো লাগে,, আপনি অসাধারণ তথ্য চিএ তুলে ধরেন সবার মাঝে আপনার অসাধারণ ভিডিও ব্লক এর মাধ্যমে।।। মাশাআল্লাহ 🇧🇩🌏🌛✈️🏍️🚗♥️🐆
প্রতিবেদন টি খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্যে ধন্যবাদ। কিন্তু চিন্তার বিষয় মাটির বাড়ি এখন গ্রাম বাংলায় প্রায় বিলুপ্তির পথে। তাই আমি ভারতবাসী হয়েও চাইবো আপনাদের সরকার যেন এই সব দূর্লভ বাংলার ঐতিহ্য গুলো সংস্কার ও সংগ্রহ করেন। বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। তোমার এই নির্মল রূপে আমি পাগল।
আমার বাড়ি নাটোর নাটোরেও অনেক কিছু আছে কিন্তু মন ভরে যায় গ্রাম গুলো দেখলে কিছু বলার নেই কারণ কোথয় যেনো হাড়িয়ে গেছি আমি অসাধারণ ভিডিও আপনারকে অসংখ্য ধন্যবাদ 🥀🥀🥀🥀🥀🥀🥀
কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। চমৎকার একটি বিষয়ের চমৎকার উপস্থাপনা। মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম। সুমন আপনাকে ধন্যবাদ, এমন একটি বাড়ির সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য।
আমার বাড়ি এই এলাকায়... আমি দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি... আপনার প্রতিটি কনটেন্ট আমার খুব ভালো লাগে... আমি আপনার চ্যানেলের নিয়মিত একজন দর্শক... আমার এলাকা থেকে ঘুরে গেলেন আমার সাথে দেখা হল না... আপনার মোবাইল নাম্বারটা দিলে উপকৃত হতাম।
Such a monument ! Sumon, you can ask them to have few rooms decorated in a very Simple manner for tourists with some arrangements of simple village food and overnight staying. It would be such a spot for thousands to visit and enjoy a purely relaxing time. And, the tourists can honor them monetarily for their hospitality happily handsomely. Hope the inhabitants will not be bothered but share each other's time with lots of fun and interaction. Of course, the families will have their complete privacy with honor. Hope, they would not mind.
অবিশ্বাস্য সুন্দর ! এতো বিশাল বাড়ি তাও মাটির তৈরি আবার ১০৮ কক্ষ !
চমত্কার লেগেছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।
ভাল লাগল,সত্য ই খুব ভালো লাগলো। এই রকম হারিয়ে যেতে বসা একটি বিরল
এবং বাস্তব উপস্থাপনার জন্য আমার আন্তরিক ধন্যবাদ রইল।
আমার বাসা থেকে দুই কিলোমিটার দূরে মাটির বাড়িটি আমি এখনো কোনো দিন সেই বাড়িটি দেখতে যায় নি বড় একটা আজব ঘটনা কিন্তু😊😊@@bhumensantra2368
আমার দেখা সবচেয়ে সুন্দর মাটির বাড়ী এটা। এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য ধন্যবাদ ভাইয়া।👍😃😁💖
পশ্চিমবঙ্গ থেকে দেখছি। খুব ভাল লাগছে । আমি গ্রাম্য প্রকৃতি খুব ভালবাসি।
ধন্যবাদ...
thanks
@@hasanfoyejul5500 00
ruclips.net/video/8ixfHaeaWkY/видео.html
Dekhe khub bhalo laglo, lndian civil engineer pathiye aie matir bari tairi padhati jene , matir sathe kichu kitnasak powder mishiye karte habe, lndia te Tourist area dekhe sai jayga ta dekhe karte habe, 108or 111, banate habe.Electrical waring,pakka hote habe, fir extinguisher lagate habe ,paser pukur duto badhano hote habe maintain karar loke rakhte habe.
@@nabarunsaha252 বাংলায় লিখতে, বিজয় কীবোর্ড আপ প্লেস্টো থেকে নামিয়ে চালান
ভারতের ত্রিপুরা থেকে দেখছি
বাংলাদেশ আসলে এখানে আসার ইচ্ছা প্রকাশ করছি
দারুন 😍
আমার বাসায় এসো সব যায়গায় ঘুরাবো
আমিও ত্রিপুরায় বাসিন্দা
Amio
Seebmsdgcab
😊😊😊
আমরা তিনজন গিয়েছিলাম গতবছর এই বাড়িটি দেখতে। ভালোই লেগেছে। নতুন একটা অভিজ্ঞতা।
মাশাআল্লাহ খুবই সুন্দর আপনার উপস্থাপনা। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বাড়ি দেখানোর জন্য।
ভীষণ ভালো লাগলো সুমন বাবু।আপনার মাধ্যমে বাংলাদেশ দেখা হয়ে যাচ্ছে। চমৎকার ছিল ভিডিওটি, ভালো থাকবেন।
উপস্থাপনা অতীব সুন্দর। খুব উপভোগ করলাম। কলকাতা, 22.07.20.
I am 74 years old. I visited so many places in my life. But I have never seen such a wonderful mud house. Thanks for the presentation.
এ কি দেখালেন ভাই। মন জুরিয়ে গেল। আপনার দেখানো সব ধরনের দৃশ্যপট অচেনার আনন্দ দেয়। তার সাথে আপনার মনমুগ্ধকর শ্রুতিমধুর বাচনভঙ্গি দৃশ্য পটকে আরো আকর্ষণীয় করে তোলে। এরকম আরো আরো হাড়িয়ে যেতে বসা অপূর্ব দৃষ্টিনন্দন দৃশ্য পটের অপেক্ষায় রইলাম। পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
পশ্চিমবাংলার বনগাঁ থেকে।
আপনার ভিডিও গুলো খুবভালো হয়।
আরোভালো কিছুর আশায় থাকলাম।
এই ভিডিও দেখে বাড়িটা দেখতে গিয়েছিলাম। সত্যি খুব সুন্দর বাড়িটা যা নিজ চোখে দেখে আরো বেশি সুন্দর লাগলো ভিডিওর থেকেও।
পশ্চিমবঙ্গ থেকে বলছি । আপনার ভ্ৰমনের ভিডিও গোলি খুব ভালো । বাংলাদেশের অনেক জায়গা দেখার সুযোক হয়
মাশআললাহ্ সুন্দর ভিডিও ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য,তার সাথে আপনার উপস্থাপনা ও চমৎকার ।
আপনাকে অনেক ধন্যবাদ এত পুরনো বাড়ি দেখানো জন্য আর গেরাম আমার কাছে অনেক ভালো লাগে 👍🏻👍🏻
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার উছিলায় এমন সুন্দর একটা বাড়ি, নওগাঁ, মহাদেবপুর দেখা হল🌹
বা অপূর্ব---বাংলার গ্রামের দৃশ্য চোখ জুড়ে গেল --- মুম্বাই ,ভারতবরষ থেকে । 😊
হামার বাড়ি নওগাঁ
খুব সুন্দর। আপনার তুলে ধরা গ্ৰাম বাংলার এই অপূব দৃশ্যটিকে অতি মনোরম সহকারে পযবেক্ষন করলাম এবং অনুভব করলাম ভিডিওটি যেন আমার হৃদয়কে ঐ গ্ৰামের মধ্যে নিয়ে গেছে।।খুব সুন্দর লাগলো।।
চমৎকার চিত্র ধারণ ও উপস্থাপনা আমাকে মুগধ করেছে, মনে হলো আমিও সাথে ছিলাম। বাড়িটির মেরামত ও সংরক্ষণ প্রয়োজন। ভবিষ্যতে এটা মাটির বাড়ির এক ইতিহাস বহন করবে বলে আমি মনে করি।
খুব ভালো লাগলো ভিডিও টি। মহাদেবপুর আমাদের বাসা থেকে প্রায় ২৫ কিমি দূরে। অথচ আমি জানতাম ই না ওখানে এতো সুন্দর একটা মাটির বাড়ি আছে। ইনশাআল্লাহ একদিন ঘুরে আসবো।
আপনার তৈরি ভিডিওগুলো ভালো লাগে সেই সাথে সুন্দর উপস্থাপনাও।
ভারত থেকে দেখছি ।
আপনার ভিডিও গুলি অনেক ভালো লাগে ।
বাংলার রাজাদের নিয়ে আরও ভিডিও পাওয়ার অপেক্ষায় রইলাম
ধন্যবাদ দেবু দা।
বাড়িটা কী সুন্দর খুব ইচ্ছা দোতলা মাটির বাড়ি দেখার । খুব সুন্দর বাড়িটা ।
Asen
মাশাআল্লাহ বাড়িটি দেখে আমার খুব ইচ্ছে করছে একবার গিয়ে বেড়িয়ে আসি
ইনশাআল্লাহ একদিন যাওয়ার জন্য চেষ্টা করব 😊 এত সুন্দর একটা ভিডিও অনেক উপভোগ করলাম ধন্যবাদ 👌
এক রাশ মুগ্ধতা নিয়ে দেখলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ
খুব খুব সুন্দর একটা দৃশ্য দেখে সত্যি মন ভরে গেল খুব সুন্দর পরিবেশ এই গুলো দেখে পুরনো সৃতি গুলো মনে পড়ে
আমিও নওগাঁর মেয়ে ,,,,,মোহাদেবপুর নিয়ামতপুর আমাদের ওখানে বেশির ভাব মাটির বাড়ী খুব ভালো লাগে ওই এলাকার মেয়ে বলে💞💞💞💞💞
Love you
Thanks you
Hi
আপু আপনাদের এখানে দমদমা কোনো গ্রাম আছে।।
সুমন ভাই আপনার সব ভিডিও আমি দেখি।
আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে।
গ্রামের দৃশ্য ❤❤
Love from India Tripura❤❤❤Bangladesh e jawar khub eche❤❤❤😍😍
আসেন। কুমিল্লা দিয়ে সহজেই আসতে পারবেন৷ 🙂
খুবই সুন্দর..
রীতিমতো প্রাচীন জাদুঘর
বিডিও দেখতে দেখতে কোথায় যেনো হারিয়ে গিয়েছিলাম
just wow👌
হেটার বিহিন একজন ইউটিউবার আমাদের সুমন ভাই😍😘
Akash
আপনার উপস্থাপনা এবং বর্ননা অতীব প্রানোজ্জ্বল।
আমার জন্ম ও যৌবন কাল গ্রামে কেটেছে। প্রায় তিন যুগ ধরে ঢাকায় আছি । ভূলতেই বসেছি গ্রামীন জিবন।
খুবই ভালো লাগল এবং শতভাগ গ্রামকে স্বরন করিয়ে হৃদয়ে নাডা দিলো।
আবারও নতুন কোন এলাকার পথ প্রান্তর দেখার আশায় রহিলাম।
ধন্যবাদ।
আপনার ভিডিও গুলো দেখলে মনটা জুড়ে যায়। শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ, সফল ভাই। আপনি নানান সময়ে আমার অনেক উপকার করেছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাই।
রুদ্রশ্বাসে পুরো ভিডিওটি দেখলাম । এক কথায় অনবদ্য । ধন্যবাদ ।
এত ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্যে আপনাকে আন্তরিকতা ধন্যবাদ😍😍
সুমন ভাই আপনার প্রতিটি প্রোগ্রাম ও ভিডিও আমি দেখি আমার খুব ভালোলাগে বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে দরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আমার জীবন ও এই রকম সুন্দর বাড়ি দেখি নাই😍😍
অনেক অনেক ধ্যনবাদ ভাই আপনাকে ❤❤
ভাই সিলেট থেকে ভিডিও চাই😍😍
Fafffffafafafafaa
Nice
আপনার কথা বলার ধরনটাই মন মুগ্ধকর করে দিলো
নওগাঁ জেলার পাশের জেলায় আমার বাড়ি,কিন্তু আমি জানতাম না যে ওই জেলায় এতো সুন্দর একটা বাড়ি আছে! যা আপনার এই প্রতিবেদন এর মাধ্যমে জানতে পারলাম।এখান আমি প্রবাসী,আল্লাহ পাক যদি আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ বাড়িটা দেখতে যাবো।
আসসালামু আলাইকুম
খুব ভালো লাগলো ভাই বিপ্লব হোসেন আমি ভারত থেকে দেখছি পশ্চিমবাংলা
আমার খুব ইচ্ছে করে বাংলাদেশের প্রতি টা বিভাগ , জেলা, উপজেলা ঘুরে দেখতে,,,কি করবো সময় নেই প্রবাসে ৮/৯ বছর থেকে পড়ে আছি দেশে আসতেও পারতেছিনা,,,ইনশাআল্লাহ একদিন হলেও ঘুরতে যাবো
আমারো অনেক ইচ্ছা
K
....
Insha allah. Dua kori Allah apnar asha puron korun.
Apni khub sundar bhabe balen....sunle man bhare jay...video gulo khub bhalo...from west bengal..india
ভারতের নদীয়া জেলা থেকে ... রাজশাহীর আট কিমি দূরে।
বেশ লাগলো দৃশ্যগুলো
খুব বেশি খুশি হতাম যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে মিলে যেত।।।
@@mohiulislam2435 একদম , আর বঙ্গ নামে অখন্ড ভারতবর্ষের একটা রাজ্য হয়ে যেত 😊
আর টিকা খানের জারজ সন্তানগুলো ভাগতো পশ্চিম পাকিস্তানে । ✂✂✂🐷🐷
অপূর্ব তোমার বলার শৈলি। তুমি বিষয় গুলিও সুন্দর চয়ন করো, আমাদের বেশ ভালো লাগে। তোমাকে অনেক অনেক ধণ্যবাদ। তুমি চালিয়ে যাও। আল্লা তোমাকে পথ দেখাবে।
মিশরের পিরামিডও আমাকে এতটা আকর্ষন করেণি, যতটা আকর্ষিত হয়েছি মাটির এ ১০৮কক্ষ বিশিষ্ট বাড়ীটি দেখে!
রূপকার সুমন ভাইকে হয়ত এ মাটি এক-
দিন " সোনায় " পরিণত করবে !!
ভাই আপনার ভিডিও গুলো আসলেই মন কেড়ে নেয়।ভাই আপনাকে ধন্যবাদ
আমি জোর দিয়ে বলতে পারি পৃথিবীর মধ্যে এর চেয়ে বড়ো মাটির বাড়ী আর একটাও নেই । এককথায় এই বাড়িটি একটা মাটির রাজপ্রাসাদ তাতে কোনো সন্ধেও নেই । আমি বলবো এই রকম একটা নিদর্শন হেরিটেজ বিল্ডিং যেনো শেষ না হয়ে যায় সেটা সরকাররের দেখা উচিৎ কারণ এটা একবার শেষ হয়ে গেলে আর কোনো দিন ফিরে পাবোনা । ধন্যবাদ । 🙏🙏🙏🙏🙏
Hi
Tahole amader bari ta ase dekhe jao
Hello dear can I be contacte to you
100%right
অনেক ভালোলাগলো মন জুরিয়ে গেলো কত সুন্দর বাংলাদেশ
অপেক্ষায় থাকি আপনার বিডিওর জন্য🌹❤
*ভাই আপনার সব ভিডিও আমার অনেক ভালো লাগে। এত বড় বাড়ি তাও আবার মাটির ভাবাই যায়না। এক কথায় অসাধারণ । আমি পশ্চিমবঙ্গের একটা গ্রামের মেয়ে তাই গ্রাম আমার সব সময় অনেক টানে। অনেক ভালোবাসা রইলো*
বাংলা বলে কথা
সুন্দর, শস্য শ্যামোলা সবুজে ভরা,পথ ও খুব সুন্দর, দারুণ লাগলো বন্ধু তোমার ভিডিও, ব্যাখ্যাও করেছো ভালোভাবে,সুন্দর লাগলো
আমি ভারতে তোমারে ভিডিওটা দেখছি খুব ভালো লাগছে খুব সুন্দর এরকম আরো ভিডিও ছাড়ুন খুব ভালো লাগে
Amra ki parbo erakm korto kono din....
Konodin na...
U guys doing great job...
Ami apnader protibesi Agartala theke..
Khub darun🥰🥰🥰🥰🥰
জীবনের ১ম দেখলাম। 😍
খুবই সুন্দর। 💞🌿
এই বাড়ি টি সংরক্ষণ করা উচিত সরকারের পক্ষ থেকে।তাহলে পরবর্তী প্রজন্মের মানুষ এটা দেখতে পারবে,☺️
Cagol
P
@@suplopdebnath3837 chagol bolar ki holo
ঠিক বলেছেন। একদিন এই বাড়িটি হয়ে উঠতে পারে ইতিহাসের অংশ
০
অনেক সুন্দর ভিডিওটা জায়গা গুলো অনেক সুন্দর। বাড়িটা খুব ভালো লাগলো
চমৎকার লাগলো...😱...সংরক্ষন করা হোক..👏👌👍
ভাইয়ের সুমধুর কন্ঠ টা শুনলেই মনটা জুড়িয়ে যায় 💟💟💖💖💖
সুন্দর হয়েছে 👌👌
জি সালাহউদ্দীন ভাইয়া,আপনার ব্লক আমার অনেক ভালো লাগে,, আপনি অসাধারণ তথ্য চিএ তুলে ধরেন সবার মাঝে আপনার অসাধারণ ভিডিও ব্লক এর মাধ্যমে।।। মাশাআল্লাহ 🇧🇩🌏🌛✈️🏍️🚗♥️🐆
সুবহানাল্লাহ্ ধন্যবাদ সুমন ভাই
Khouv valo laglo vedio ta dakha, Asha kori samna aro sundor vedio dakhta pabo, thank you very much brother,
বাংলাদেশ সরকার এই বিশাল বাড়িটিকে সংরক্ষন করে দেওয়া উচিত
দারুণ। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। চালিয়ে যান ভাইজান দোওয়া রইলো
আমি গর্বিত যে, আমার নিজ জেলায় এ দেশের সবচেয়ে বড় মাটির বাড়ি রয়েছে....
ঠিক তুমি গর্ভবতী
শাওইল বাজার থেকে,, খুব ভালো লাগলো👌👌👌👌
Loved it... May ALLAAH Bless them... So pure... Would love to visit one Day إن شاء الله
সুমন ভাই, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।
আমাদেরকে আপনি এক অপূর্ব সৃষ্টি দেখিয়েছেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
খোদা হাফেজ।
প্রতিবেদন টি খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্যে ধন্যবাদ। কিন্তু চিন্তার বিষয় মাটির বাড়ি এখন গ্রাম বাংলায় প্রায় বিলুপ্তির পথে। তাই আমি ভারতবাসী হয়েও চাইবো আপনাদের সরকার যেন এই সব দূর্লভ বাংলার ঐতিহ্য গুলো সংস্কার ও সংগ্রহ করেন। বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। তোমার এই নির্মল রূপে আমি পাগল।
অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে বাংলাদেশকে ভালোবাসার জন্য
🙂❤️🇧🇩
Excellent aktaa aschorcho sundor lagchee 🌹 odvudd mullooban vedioo dekhlam thanks for your shearing video 🌹🧡 bhanladesh 👍
Sumon vai, darun hoschee apnar travel show!!! Good luck to you,,,
মাশাল্লাহ মাটির বাড়ির দেখলাম আপনাকে অনেক সুন্দর ধন্যবাদ
ভালো ভিডিও। তবে বাড়িটি দৃষ্টিনন্দন নয় ! বুঝা যাচ্ছে, উত্তরসূরীরা রক্ষনাবেক্ষন করতে পারছে না!
ধুরু মিয়া। হয়তো রক্ষনাবেক্ষণ করা হয়না কিন্তু দৃষ্টিনন্দন নয় কে বলসে??
777
@@wrongturn9307 pp! +1
সুমন ভাইয়ের ব্লগ মানেই মনের প্রশান্তি ❤️
Kolkata theke bolchi Bangladesh er poribesh chomotkar. Ar Bangladesh er vi bon rau khub valo.
জি আসবেন বাংলাদেশ এ
@@ms.hafsaakterrubi2930 insha'Allah
Thanks a lot Dr.Syed.A.Rahaman B.H.M.S...god bless you and yours family have a nice day .... from Malaysia.....
@@babuhossain5923 jazakallah
@@Dr.S.A.Rahaman4840 have a nice jurney bro.....
Jonmo sylhet England e thaki ei drissho dekhe mon vhore gelo bhai shate choker jol ashlo miss my beautiful Bangladesh
আগের দিনের মুরুব্বিদের কত ধৈর্য ছিল এই বাড়িটি দেখলে বোঝা যায় যে দুইজন ভাই এই বাড়িটি নির্মাণ করেছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন আমিন
Amin
অনবদ্য। অসম্ভব ভালো লাগলো। বিষয়বস্তু খুবই চমৎকার। উপস্থাপনা অতুলনীয়। একেবারে বিশুদ্ধ বাংলা। অজস্র ধন্যবাদ।
এই বাড়িতে একটি পূর্ণাঙ্গ সিনেমা হতে পারে...
ওরে নারে
আমিও উত্তরবঙ্গ থেকে তোমাদের দেখানো সুন্দর ভিডিও দেখে সত্যি মন ভরে গেল
হে ভগবান কোথায় গেলো আমাদের সংস্কৃতি ।
😑😑😑🇧🇩😑😑😑
ভাই তুমি কি বাংলাদেশী
Gomayse
অসাধারণ অনেক ভালো লাগছে বাড়িটা খুব সুন্দর লাগলো দেখতে।
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, তোহাখানা, দারাসবাড়ি মাদ্রাসা এবং স্থল বন্দর নিয়ে একটা প্রতিবেদন করবেন সুমন ভাই। আপনার ভিডিওগুলো তথ্যবহুল। ধন্যবাদ।
আমার বাড়ি নাটোর নাটোরেও অনেক কিছু আছে কিন্তু মন ভরে যায় গ্রাম গুলো দেখলে কিছু বলার নেই কারণ কোথয় যেনো হাড়িয়ে গেছি আমি অসাধারণ ভিডিও আপনারকে অসংখ্য ধন্যবাদ 🥀🥀🥀🥀🥀🥀🥀
অপেক্ষা করি কখন সালাউদ্দীন সুমন ভাই এমন সুন্দর ভিডিও আমাদের উপহার দিবেন ❤❤❤❤ভালোবাসা নরসিংদী থেকে,,, যদি পারেন নরসিংদীর কোথায় আসতে পারেন।।।
যেগুলো কোনোদিন দেখিনি সেগুলো দেখতে পাচ্ছি। Thanks dadavi aro valo valo vedio niya aso .
বাড়ীটি সরকারের পক্ষ থেকে সংরক্ষন করা একান্ত প্রয়োজন বলে মনে করি।
আমিও তাই মনে করি
আমি একমত
কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। চমৎকার একটি বিষয়ের চমৎকার উপস্থাপনা। মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম। সুমন আপনাকে ধন্যবাদ, এমন একটি বাড়ির সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য।
ভাই আমার বাড়ি আলিপুরে। আপনি আমাদের গ্রামে আসছিলেন আমিতো জানিনা। জানলে আপনার সাথে দেখা করতাম আমি আপনার অনেক বড় ফ্যান। কবে আসছিলেন ভাইয়া???
Mobile no...........Lagbe, 01719310881
ভাই আলিপুর আমার নানির বাড়ী তবে তা নরসাংদী জেলায়। আমাদেরই জেলায় দুটি গ্রামের নাম একই তাই খুব আনন্দ লাগতেছে
Just amazing, thanks Sumon bhai.
Vai...matir bari bananor amar sok...cost kmn bolthe parben plz....
@@ziniasharmin1931 building chaiteo kichutaa kom pore....
ভাই আপনার কথা গুলোও মনো মুগধোকর।ধন্যবাদ
Osadaraon vlog vai
Thx bhai
এমন বিশাল বড় বাড়িটি দেখে খুব ভালো লাগলো,অশেষ ধন্যবাদ ভাই এমন একটা ভিডিও দেওয়ার জন্য।
Seeing such a beautiful nature filled my mind. Thank you watching from UK.nice bike 😂😂😂
ভাই আপনার উপস্থাপনা অনেক ভালো। আপনি ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যাবেন।
তবে এই বাড়ি নিয়ে একটি চলচিত্র নির্মা ন করা উচিত। নির্মাতা ভাই দের।
অনবদ্য আপনার উপস্থাপনা। খুবই প্রশংসনীয়। ভারত থেকে (কলকাতা)।
আমার বাড়ি এই এলাকায়... আমি দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি... আপনার প্রতিটি কনটেন্ট আমার খুব ভালো লাগে... আমি আপনার চ্যানেলের নিয়মিত একজন দর্শক... আমার এলাকা থেকে ঘুরে গেলেন আমার সাথে দেখা হল না... আপনার মোবাইল নাম্বারটা দিলে উপকৃত হতাম।
ভাই কেমন আছেন। আপনার বাড়ী কি সেই এলাকায়
Hmmm
Osadhron khub Valo lagce.ei barir sobar Jonno suvokamona roylo...
Such a monument ! Sumon, you can ask them to have few rooms decorated in a very Simple manner for tourists with some arrangements of simple village food and overnight staying. It would be such a spot for thousands to visit and enjoy a purely relaxing time. And, the tourists can honor them monetarily for their hospitality happily handsomely. Hope the inhabitants will not be bothered but share each other's time with lots of fun and interaction. Of course, the families will have their complete privacy with honor. Hope, they would not mind.
it will be a wonderful business and providing Village tourism indeed.
Pronodiner aitihijjo abong say sathe apnar uposthapona ashadharon.Thank you so much.