মিলন হবে কতো দিনে আমার মনের মানুষের সনে / লালন গীতি / শিল্পী - স্নিগ্ধ মণ্ডল।
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- @Pallysur
লালনের ভাবাত্মক পরিচয়
লালন ছিলেন একজন মরমি গীতিকার। তার কথা, ভাব এবং সুরের দ্যুতিতে মানুষের মন সহজেই উদ্বেলিত হয়ে ওঠে। কেউ কেউ তার গান লোকায়ত গানের শ্রেণীতে ফেলেন না। লালনের বেশিরভাগ গান বাউল অঙ্গের। গানের মূল কথা হলো দুনিয়াকে চিনবার আগে নিজেকে চিনতে শেখো। লালন পরমাত্মায় বিশ্বাসী হলেও তিনি সেই পরমাত্মাকে বিশেষ কোনো রূপের মধ্যে আবদ্ধ রাখতে চাননি। জাতিভেদ বা সাম্প্রদায়িক গণ্ডি পেরিয়ে একমাত্র মানব ধর্মকে প্রাধান্য দিয়ে মানুষের সেবার মাধ্যমে পূজা করার মন্ত্রই হলো তার গান। সাধনার সুগভীর তত্ত্ব এবং তার উপলব্ধি তার গানকে বিশেষ রহস্যময় করে তুলেছে। রবীন্দ্রনাথ বাউলদের সম্মান করতেন তার একটা বিশেষ কারণ হলো লালন শাহ। লালন বলেন জীবাত্মা ও পরমাত্মা একই বাড়ির দুই বাসিন্দা এবং এই দুয়ের মিলনেই মানুষের সকল বন্ধন দূর হয়ে যায় ও পরম তত্ত্ব লাভ হয়।
লালনের গান শুধুই গান নয় - সাধনালব্ধ জ্ঞান।
খুব সুন্দর।চালিয়ে যাও ।ভাটিয়ালী শুনতে চাই।
অবশ্যই শোনাবো দাদা।