পিতা ও জাকির নায়েককে │আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক │ Abdullah new waz

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিউ ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নতুন ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রিজিক,শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রশ্ন উত্তর,তাওহীদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নতুন বক্তব্য,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
    .
    .Abdur Razzak Bin Yousuf new waz ,Shaikh Abdur Razzak Bin Yousuf,Sheikh Abdur Razzak Bin Yousuf new waz,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ,শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,
    Voice of True Tv কোন ধরনের দেশ বিরুধী কর্মকান্ড, সন্ত্রাসবাদ, জঙ্গি বাদ সমর্থন করে না।
    Voice of True Tv এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
    Lecturer: Shaikh Abdur Razzak Bin Yousuf
    Waz Recorded by @Voice of True Tv
    #Shaikh_Abdur_Razzak_Bin_Yousuf
    #শায়খ_আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ
    #VoiceofTrueTv
    Abdur Razzak Bin Yousuf
    Pls Like Facebook Page
    / voiceoftruetvlive
    Subscribe Now:
    / @voiceoftruetv
    পাব্লিশের ডেট থাম্বলিনে দেয়া হইলো
    দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন। আপনাদের ওয়াজ মাহফিল রেকর্ড করে অনলাইন এ প্রচার করতে যোগাযোগ করুন।
    দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন। আর ভিডিও টি শেয়ার করে ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন।
    Sheikh Abdur Razzak Bin Yousuf
    ----------------------------------
    জন্মঃ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন।
    পড়াশোনাঃ এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীর নিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন।
    কর্ম জীবনঃ জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় অবস্থিত আল মারাকাজুল ইসলামীতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্ম জীবনের শুরু করেন। তারপর ১৯৯৮ সাল থেকে অদ্যবধি আল মারকাজুল ইসলামী আস সালাফী নওদাপাড়া রাজশাহীতে একজন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্র মাদরাসায় প্রায় ৫ বছর প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালান করেছেন। এই পাঁচ বছরে মাদরাসার উত্তরত্তর উন্নতি সাধনে বিরাট অবদান রেখে যান। এছাড়া তিনি মাসিক আত তাহরিক পত্রিকার ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আল জামিয়াতুস সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করছেন।
    দ্বীনের খিদমাতঃ ছাত্র জীবনে থেকেই বক্তব্য দেয়ার অভ্যাস থাকায় দারস দানের পাশাপাশি তিনি বক্তব্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে থাকেন । এবং এখন তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন বিদিত বক্তা হিসেবে স্বীকৃত। তিনি ডাঃ জাকির নায়েকের পীস টিভিতেও নিয়মিত লেকচার দিয়ে থাকনে। তিনি এ পর্যন্ত সউদী আরব, দুবাই, ভারত ও মালদ্বীপ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করেছেন। তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদীসের আরবী ইবারাত মুখস্থ পড়েন এবং তারপর অনুবাদ করেন । তার প্রায় দুই আড়াই হাজার হাদীস মুখস্থ রয়েছে। একেক বিষয়ের উপর তিনি দীর্ঘ দুই তিন ঘণ্টা বক্তব্য দেন কিন্তু তার মাঝে হাদীস ও হাদীসের অনুবাদ ছাড়া অন্য কিছু স্থান পায়না। ফলত তার প্রতিটি বক্তব্য এক একটি দারসে হাদিস।

Комментарии • 22

  • @Muslim12147
    @Muslim12147 3 месяца назад +6

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা আল্লাহ! আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক

  • @SaifulIslam-c1t
    @SaifulIslam-c1t 3 месяца назад

    জাযাকাল্লাহ খাইরান

  • @RajshahiTruthfulMedia
    @RajshahiTruthfulMedia 3 месяца назад

    মাশাআল্লাহ

  • @funnyvideo01-hr9us
    @funnyvideo01-hr9us 3 месяца назад

    আলহামদুলিল্লাহ

  • @khairulnamotola7025
    @khairulnamotola7025 3 месяца назад +1

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

  • @MdAbdulMalek-vk3gj
    @MdAbdulMalek-vk3gj 3 месяца назад +3

    Marsallah

  • @mdaminulislamsardar6386
    @mdaminulislamsardar6386 3 месяца назад

    Correct huzur

  • @MdAtikurRahman-f7d
    @MdAtikurRahman-f7d 3 месяца назад

    Masa-allah❤❤❤❤

  • @imamulhossain7173
    @imamulhossain7173 3 месяца назад

    I love you I love you sofi ke team I love you

  • @KobirAkash-z8j
    @KobirAkash-z8j 2 месяца назад

    ৪৩:৪৪ وَ اِنَّهٗ لَذِکۡرٌ لَّکَ وَ لِقَوۡمِکَ ۚ وَ سَوۡفَ تُسۡـَٔلُوۡنَ ﴿۴۴﴾ و انهٗ لذکر لک و لقومک ۚ و سوف تسـٔلون ﴿۴۴﴾ নিশ্চয় এ কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ। আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ৪৩:৪৩ فَاسۡتَمۡسِکۡ بِالَّذِیۡۤ اُوۡحِیَ اِلَیۡکَ ۚ اِنَّکَ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۴۳﴾ فاستمسک بالذی اوحی الیک ۚ انک علی صراط مستقیم ﴿۴۳﴾ অতএব তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ কর। নিশ্চয় তুমি সরল পথের উপর রয়েছ। ৫০:৪৫ نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَقُوۡلُوۡنَ وَ مَاۤ اَنۡتَ عَلَیۡهِمۡ بِجَبَّارٍ ۟ فَذَکِّرۡ بِالۡقُرۡاٰنِ مَنۡ یَّخَافُ وَعِیۡدِ ﴿۴۵﴾ نحن اعلم بما یقولون و ما انت علیهم بجبار ۟ فذکر بالقران من یخاف وعید ﴿۴۵﴾ এরা যা বলে আমি তা সবচেয়ে ভাল জানি। আর তুমি তাদের উপর কোন জোর- জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। ৫৬:৮১ اَفَبِهٰذَا الۡحَدِیۡثِ اَنۡتُمۡ مُّدۡهِنُوۡنَ ﴿ۙ۸۱﴾ افبهذا الحدیث انتم مدهنون ﴿ۙ۸۱﴾ তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ? আল-বায়ান তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ? ২৫:৩০ وَ قَالَ الرَّسُوۡلُ یٰرَبِّ اِنَّ قَوۡمِی اتَّخَذُوۡا هٰذَا الۡقُرۡاٰنَ مَهۡجُوۡرًا ﴿۳۰﴾ و قال الرسول یرب ان قومی اتخذوا هذا القران مهجورا ﴿۳۰﴾ আর রাসূল বলবে, ‘হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। ২৫:৩৩ وَ لَا یَاۡتُوۡنَکَ بِمَثَلٍ اِلَّا جِئۡنٰکَ بِالۡحَقِّ وَ اَحۡسَنَ تَفۡسِیۡرًا ﴿ؕ۳۳﴾ و لا یاتونک بمثل الا جئنک بالحق و احسن تفسیرا ﴿۳۳﴾ আর তারা তোমার কাছে যে কোন বিষয়ই নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। ২৫:৫২ فَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَ جَاهِدۡهُمۡ بِهٖ جِهَادًا کَبِیۡرًا ﴿۵۲﴾ فلا تطع الکفرین و جاهدهم بهٖ جهادا کبیرا ﴿۵۲﴾ সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম কর। ৬:১০৬ اِتَّبِعۡ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ وَ اَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۶﴾ اتبع ما اوحی الیک من ربک ۚ لا اله الا هو ۚ و اعرض عن المشرکین ﴿۱۰۶﴾ তুমি অনুসরণ কর তার, তোমার প্রতি যা ওহী প্রেরণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আর মুশরিকদের থেকে তুমি বিমুখ থাক। ৬:১১৪ اَفَغَیۡرَ اللّٰهِ اَبۡتَغِیۡ حَکَمًا وَّ هُوَ ﴿۱۱۴﴾ আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাযিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানত যে, তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাযিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। ২:১২৪ وَ اِذِ ابۡتَلٰۤی اِبۡرٰهٖمَ رَبُّهٗ আর স্মরণ কর, যখন ইবরাহীমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, ‘আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব’। সে বলল, ‘আমার বংশধরদের থেকেও’? তিনি বললেন, ‘যালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না’। ২:১২৫ وَ اِذۡ جَعَلۡنَا الۡبَیۡتَ مَثَابَۃً আর স্মরণ কর, যখন আমি কাবাকে মানুষের জন্য মিলনকেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং (আদেশ দিলাম যে,) ‘তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর’। আর আমি ইবরাহীম ও ইসমাঈলকে দায়িত্ব দিয়েছিলাম যে, ‘তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ‘ইতিকাফকারী ও রুকূকারী-সিজদাকারীদের জন্য পবিত্র কর’। ৩:৯৬ اِنَّ اَوَّلَ بَیۡتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیۡ بِبَکَّۃَ مُبٰرَکًا وَّ هُدًی لِّلۡعٰلَمِیۡنَ ﴿ۚ۹۶﴾ ان اول بیت وضع للناس للذی ببکۃ مبرکا و هدی للعلمین ﴿ۚ۹۶﴾ নিশ্চয় প্রথম ঘর, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তা মক্কায়। যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। ৬:১২৬ وَ هٰذَا صِرَاطُ رَبِّکَ مُسۡتَقِیۡمًا ؕ قَدۡ فَصَّلۡنَا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّذَّکَّرُوۡنَ ﴿۱۲۶﴾ و هذا صراط ربک مستقیما قد فصلنا الایت لقوم یذکرون ﴿۱۲۶﴾ আর এ হচ্ছে তোমার রবের সরল পথ। আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি এমন কওমের জন্য, যারা উপদেশ গ্রহণ করে। ৬:১৪৯ قُلۡ فَلِلّٰهِ الۡحُجَّۃُ الۡبَالِغَۃُ ۚ فَلَوۡ شَآءَ لَهَدٰىکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۱۴۹﴾ قل فلله الحجۃ البالغۃ ۚ فلو شاء لهدىکم اجمعین ﴿۱۴۹﴾ চূড়ান্ত সত্য-নির্ভর প্রমাণ তো আল্লাহর কাছে আছে, আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি অবশ্যই তোমাদের সকলকে সত্যপথে পরিচালিত করতেন। তাইসিরুল ৬:১৫৫ وَ هٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰهُ مُبٰرَکٌ فَاتَّبِعُوۡهُ وَ اتَّقُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۱۵۵﴾ۙ و هذا کتب انزلنه مبرک فاتبعوه و اتقوا لعلکم ترحمون ﴿۱۵۵﴾ۙ আর এটি কিতাব- যা আমি নাযিল করেছি- বরকতময়। সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আ ৬:১৬১ قُلۡ اِنَّنِیۡ هَدٰىنِیۡ رَبِّیۡۤ اِلٰی বল, ‘নিশ্চয় আমার রব আমাকে সোজা পথের হিদায়াত দিয়েছেন। তা সুপ্রতিষ্ঠিত দীন, ইবরাহীমের আদর্শ, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না’।

  • @abdullah.al.noman.z
    @abdullah.al.noman.z 3 месяца назад

    7252D 18:29

  • @imamulhossain7173
    @imamulhossain7173 3 месяца назад

    I love you paligram Amar Naam Sania Parveen❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulkareem-qo5rh
    @abdulkareem-qo5rh 3 месяца назад

    জাকির নায়েক / আব্দূর রাজ্জাক সাহেব সহ সকল ইসলামের ধারক/বাহকগণ কী হেদায়েতপ্রাপ্ত?

  • @MdEbrahim-z1i
    @MdEbrahim-z1i 3 месяца назад +1

    ইউটিওবার পাল্তু,তুলনা কই করল, দুইজনের নাম বলেচেন

  • @shahnewaznabin1968
    @shahnewaznabin1968 3 месяца назад

    az k moris er dam 100/- (250gm) , r 120/- kg korolla mas to badi dilam house rent 15000/- nice nai dhakay....ufff pagol hoye gelam

  • @mohammadekramulislam2161
    @mohammadekramulislam2161 3 месяца назад

    Mashallah ❤❤❤❤❤

  • @imamulhossain7173
    @imamulhossain7173 3 месяца назад

    I love you paligram Amar Naam Sania Parveen❤❤❤❤❤❤❤❤❤