গোলাপ গ্রামের গল্প- কিভাবে যাবেন ? কি দেখবেন ? খরচ কত ?।। Golap Gram ।| Biruliya Savar।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • এই ভিডিওতে আমরা দেখিয়েছি সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে কিভাবে যাবেন। এই গোলাপের গ্রামে একদিনে কি কি দেখবেন। গোলাপ গ্রামে গোলাপের দাম কেমন পড়বে ? এর সবকিছুই দেখতে পাবেন আমাদের আজকের ভিডিওতে।
    যেভাবে যাবেন-
    ঢাকার যেকোন জায়গা থেকে মিরপুর-১ বাসষ্ট্যান্ড। এরপর রিকশায় দিয়াবাড়ি বটতলা(উত্তরা দিয়াবাড়ি নয়)। ভাড়া নিবে ২০/২৫ টাকা। চাইলে বাসে আসা যায়। আলিফ, শ্রাবনী, হোমনা বাস দিয়াবাড়ির সামনে দিয়ে যায়। ভাড়া ৫ টাকা।
    দিয়াবাড়ী ঘাট থেকে আধা ঘন্টা পর পর লোকাল ট্রলার সাদুল্লাপুরের উদ্দ্যেশে ছেড়ে যায়। সকাল ৮.৩০ থেকে ট্রলার চলাচল শুরু হয়। বর্ষায় যেতে সময় লাগে ২০-২৫ মিনিট। নদীতে পানি কম থাকলে ৪০-৫০ মিনিট লাগে। মনে রাখবেন সন্ধ্যায় ৬টার পর লোকাল ট্রলার চলাচল করে না।
    আমরা এ ঘাট থেকেই নৌকায় উঠেছিলোম।
    যাওয়ার পথটা আনন্দদায়ক।দুপাশে সবুজ ধানখেত। পাখি উড়ে যাচ্ছে।,জেলে মাছ ধরছে,।মাঝে মাঝেই কিছু ট্রলার দেখা যাচ্ছে।
    আমরা ছাড়া ও নৌকায় আরো অনেকেই উঠেছে। নৌকায় একদল তরুণ তরুণী গান গাইছে। এভাবেই প্রায় ৩০ মিনিট পর আমরা সাদল্লাপুর ঘাটে পৌছালাম।
    ঘাটের কাছে চলে আসলাম।এবার আমরা যাবো সময় কাটানোর অসাধারন একটি জায়গা ‘গোলাপ গ্রামে’ এটি খ্যাত সাদুল্লাপুর গ্রাম। সাদুল্লাপুর সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি গ্রাম ।
    অটোতে উঠার পর থেকেই দেখছি পথের দু ধারে শুধু গোলাপের গাছ,মন মাতানো সেই গোলাপের রুপ।
    প্রায় ১০ মিনিটেই পৌছে গেলাম,কাংখিত সেই গোলাপ গ্রামে।ফুল বেচাকেনা করছে দোকানদার রা।শুধু যে লাল গোলাপ আছে এমন কিন্তু নয়,হরেক রকমের ফুল রয়েছে। কেউবা আবার এ গোলাপের মেলাকে কেন্দ্র করে শাক সবজি বিক্রি করছে।দোকানদাররা ক্রেতাদেরকে আ ৃষ্ট করার জন্য ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে।
    ছুটির দিন বাদে অন্য দিন গুলোতে ফুলের দাম সাধারণত কম হয়ে থাকে।
    গোলাপের সুগন্ধ আর চোখ জুড়ানো দৃশ্য নিয়ে পুরো গ্রাম সেজে রয়েছে। শুধু সাদুল্লাপুরই নয়, আশেপাশের শ্যামপুর, কমলাপুর, বাগ্মীবাড়ি গ্রামের লাল টকটকে গোলাপ মাথা উঁচিয়ে থাকে। দুপুরের পর থেকেই চাষিরা বাগানে নেমে যান গোলাপ তুলতে।
    শুধু সৌরভ নয় সৌন্দর্য দিয়েই গোলাপ একটা গ্রামের নাম পাল্টে দিয়েছে। সাদুল্লাহপুরকে এখন পর্যটকরা 'গোলাপ গ্রাম' হিসেবেই বেশি চেনে। গোলাপের নয়নাভিরাম দৃশ্য ও মনমুগ্ধকর সুবাস গ্রাস
    করবে আপনাকে।
    #গোলাপগ্রাম​ #সাদুল্লাপুর​ #golap_gram​ #rose_village​ #sadullapur
    #Bproperty​ #OliGoli​ #GolapGram​ #Savar​ #rosegarden​ #Sadullahpur​
    #গোলাপগ্রাম​ #সাদুল্লাপুর​ #golap_gram​ #rose_village ​ #sadullapur

Комментарии • 65