দেশের গান শুনলেই আলাদা একটি ভালো লাগা কাজ করে।আর আপনার কণ্ঠে ত দেখতে পাচ্ছি প্রায় সব ধরনের গানই দারুন লাগে ।আর সেই ভালো লাগা থেকে দুটি গান শুনতে চাই।একটি হলো "বিদ্রোহ চারিদিকে" মুভির গান "মোরা নিরন্ন,বড় ক্ষুধার্ত মোদের দুঃখের নেই কোন শেষ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার এই দেশ...।ঐ মুভি ছাড়া আর কোথাও কারো মুখে এখন পর্যন্ত এই গানটি আমি শুনিনি। ছোট বেলায় দেখা ঐ মুভির গানটি এখনো আমার কানে বাজে।আজ শুধু এই গানটির কথা বললাম।সম্ভব হলে গেয়ে শুনাবেন। আমি চাই আপনাদের মত smart citizen দের মাধ্যমে এদেশের হারিয়ে যাওয়া হৃদয়স্পর্শী গানগুলো মানুষের মধ্যে আবারো ছড়িয়ে পড়ুক।
দেশের গান শুনলেই আলাদা একটি ভালো লাগা কাজ করে।আর আপনার কণ্ঠে ত দেখতে পাচ্ছি প্রায় সব ধরনের গানই দারুন লাগে ।আর সেই ভালো লাগা থেকে দুটি গান শুনতে চাই।একটি হলো "বিদ্রোহ চারিদিকে" মুভির গান "মোরা নিরন্ন,বড় ক্ষুধার্ত মোদের দুঃখের নেই কোন শেষ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার এই দেশ...।ঐ মুভি ছাড়া আর কোথাও কারো মুখে এখন পর্যন্ত এই গানটি আমি শুনিনি। ছোট বেলায় দেখা ঐ মুভির গানটি এখনো আমার কানে বাজে।আজ শুধু এই গানটির কথা বললাম।সম্ভব হলে গেয়ে শুনাবেন। আমি চাই আপনাদের মত smart citizen দের মাধ্যমে এদেশের হারিয়ে যাওয়া হৃদয়স্পর্শী গানগুলো মানুষের মধ্যে আবারো ছড়িয়ে পড়ুক।