অসাধারণ সুন্দর ভাবনা ।আপনাদের মত মননশীল মানুষেরই দরকার এখন এই ভাঙাচোরা পৃথিবীতে ।খুব খুব ভালো থাকুন আর অসুস্থ পৃথিবী কে সুস্থ করে তুলুন।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
Apani jodi medicine golo description lekha dan to khub valo hoi.........apnar vedio kub valo ho6a..........amader kaj lagba......apni ai vaba vedio korta thakun .........
এই গরমের সময় সবজি গাছের উপর গ্রীন শেড নেট টাঙিয়ে রাখবেন। গাছের গোড়ায় শুকনো ঘাস পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। পোকার জন্য ও রোগের জন্য পাতা হলুদ হয়ে পারে । আপাতত কম দামের ওষুধ Compenion কমপেনিয়ন প্রতি লিটার জলে আড়াই গ্রাম সেই সঙ্গে দুই মিলি পি জি আর মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া দু বার
অসাধারণ, বিজ্ঞান ও বাস্তবের অসামান্য মেলবন্ধন আপনি।। স্যার, আমার বরবটি গাছের পাতা জালি হয়ে যাচ্ছে, কি করণীয়?? আর কুমড়ো গাছের পাতা ফিকে সবুজ হয়ে যাচ্ছে, কীকরে পাতা গাঢ় সবুজ করবো??🙏🙏🙏
হাওড়ায় কি আপনার নিজস্ব বাড়ি ? মাটিতে কি সবজি চাষ করেন ? নাকি শুধুই ছাদে চাষ করেন ? আর ছাদে এত রকম সবজি কি করে চাষ করেন? আপনাকে যদি ধন্যবাদ জানাই তো অনেক কম বলা হবে । ছাদের উপরে এত রকম চাষ করেছেন এতো অবাক লাগার কথা। বরবটি গাছে প্রহরী প্লাস প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে স্প্রে করতে হবে।আর কুমড়া গাছের গোড়ায় সরিষার খৈল পচানো জল দিয়ে যেতে হবে পাঁচ দিন ছাড়া ছাড়া। সেই সঙ্গে যে কোন পি জি আর স্প্রে করতে হবে প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে।আর পোকার জন্য যেকোন ওষুধ স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 স্যার, হাওড়া য় আমার নিজের বাড়ি , প্লট এ বাড়ি ছাড়াও আরো খালি জমি আছে তাই মাটি জোগাড় অসুবিধা হয় না। আগে একটু আধটু করতাম ,তবে এখন পরিধি বাড়িয়েছি। শিউলি, করবি, চম্পা, ৫ রকম জবা ,মাধবীলতা, নানা রঙের নয়নতারা, অ্যাডেনিয়াম, অপরাজিতা, বেল ফল ও ফুল, বেগুন, আলমন্ড, কাগজ ফুল, বেগুন, লঙ্কা,ঝিঙ্গা, লাউ, কুমড়ো আছে। বাড়ির সবজি খোলা দিয়ে কম্পোস্ট তৈরি করি, ঘুঁটে থেকে গোবর সার, বাকিটা কিনতে হয়।।বরবটি গাছে ফল যথেষ্ট ধরেছে, কিন্তু লাল পিপড়ের কারণে আমি গামাক্সিন দিয়ে হওতো ভুল করেছি, কারন পাতা হলুদ হয়েছে, আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত ও পরিচালিত হয়ে বাগান পূর্ণ করে তুলছি।।🙏🙏
Khub sundar.eairokom distribhangi age ku dekhai ni.apni khub bhalo moner manush.ami allwin gold use korechi marvelous result.sathe allwin wonder plus anechi but ki bhabe use korte hoi jani na.plz ektu guide koreben.prai char bhochor dhore chad bagan kori kintu eai rokom bhabe ku guide kore ni organic subject ea.apna k ashonkho dhonnobad.plz pase thakben
@@farmingadviseranathhalder7579 of course, I followed the full video Sir. Your presentation is so unique that I can't but follow the whole video. Thanks... regards...🙏🙏
স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমি ছাদে টবে এবছর ই প্রথম বরবটি চাষ করছি। গাছ হয়েছে। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। গাছের পাতা হলুদ। সার হিসেবে খোলপচা জল এবং ভার্মিকম্পোট সার ১০ দিন অন্তর দিই। গাছের পাতা হলুদাভ। প্রতিকার চাইছি।
Sir Sosa diyachilam nona lagacha .gobor diya hoini.kintu 1biga bagun diyachilam valo hoyacha.lotano gach ki nona ta basi problam hoi.jodi jati botboti dila ki hoba
একটু দাম বেশী নেবে ভোলিয়াম ফ্লেক্সি দশ লিটার জলে আট মিলি সেই সঙ্গে NPK 20 20 20 তিন গ্রাম ও পি জি আর দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল চারটার পরে দু দিন ছাড়া ছাড়া দু বার। এরপর দেখা যাবে পাঁচ দিন পর থেকে নুতন ভালো পাতা আসছে । আসলে ওষুধ ব্যবহার করতে একটু দেরি হয়ে গেছে। অথবা আর কম দামের ওষুধ ল্যানসার গোল্ড দশ লিটার জলে 25 গ্রাম সেই সঙ্গে অন্যা্ন্য ওষুধ মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় দু দিন ছাড়া ছাড়া তিন বার।
জৈব পি জি আর অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে Aries কোম্পানির Macro Fert NPK 20 20 20 চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে পাঁচ দিন ছাড়া দুবার।
Namoskar dada. Apni amar kaachhe dhonnontorir moto. Ami tabe loty kichur chaas korte chai. Lotyr gaate gaate je mukhi gulo hoy seta theke ki ei chaas sambhob? Maty ta ki kore toiry korbo? Kon maase lagaabo aar ki dekhe bujhbo ebaar fasol tulte hobe. Eta niye akta video korun please
পরে ভাববো, তবে এখন তুমি ডালগুলো ডাল গুলো ছেঁটে দাও আর গাছ প্রতি আড়াইশো গ্রাম সরিষার খোল ও 100 গ্রাম হাড়ের গুঁড়ো দিয়ে মাটি ঢাকা দাও। ভিডিও গুলো পুরো দেখো ভালো থেকো ধন্যবাদ জানাই।
প্রথমে Juniper (Swal কোম্পানির তৈরি ওষুধ) প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে NPK 0 0 50 এই সার দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার। তারপর কম দামের ওষুধ মিরাকুলান প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে মোবোমিন এক গ্রাম ও সাগরিকা এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।
আমি উঠোনে নেট দিয়ে ঘিরে অল্প কিছু গাছ দিয়েছি তার মধ্যে ঝিঙ্গের গাছটা ভালো হয়েছে কিন্তু ঝিঙের ছোট শনি শুকিয়ে যাচ্ছ আর একটু বড় হলে পোকায় ছিদ্র করে দিচ্ছে। আমি ওষুধের দোকানে গিয়ে আপনার কথামত আমিষ্টার টপ এর খোঁজ করেছিলাম কিন্তু দোকানদারের ষ্টকে ওটা না থাকায় ওই গ্রুপের অন্য একটা ওষুধ দিয়েছে সেটা গতকাল বিকালে স্প্রে করে দিয়েছি এখন ফলাফল কিছু নজরে আসছে না। ফেরোমন ট্র্যাপ দিয়ে সাথে সাথে ফল পেয়েছি। ঝিঙ্গা নিয়ে আপনার কাছে আরও একটু ভালো গাইড চাই।
জৈব সার দিয়ে মাটি তৈরি করতে হবে। VbL কোম্পানির আশুতোষ জাতের বীজ আর 25 / 30 দিন পরে বুনবেন। কালো দানা । খুব ভালো ফলন হয়। লাফার মতো মডেল। শীতের সবচেয়ে ভালো জাত।
খুব খুব সকালে পুকুরের জল স্প্রে করুন। আর বিকাল পাঁচটার দিকে কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার। তারপর আমাকে জানাবেন।
আপনার উপস্থাপনা খুব সুন্দর অসংখ ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
অনেক অনেক ধন্যবাদ জেটু , আমার 25 বছর বয়স আপনার সাজেশন উপেক্ষা করে আমি শশা চাষ করে অনেক লাভ পেয়েছি ।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Joy গুরু
অসাধারন কথা বলেন ।
সত্যি যেটা সেটাই বলেন তাই এতো ভালো লাগে।।
ধন্যবাদ জানাই, সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
কৃষিতে স্বনির্ভর হওয়ার ভাবনা আপনার কাছ থেকেই মনে আশা জাগছে
অসাধারণ সুন্দর ভাবনা ।আপনাদের মত মননশীল মানুষেরই দরকার এখন এই ভাঙাচোরা পৃথিবীতে ।খুব খুব ভালো থাকুন আর অসুস্থ পৃথিবী কে সুস্থ করে তুলুন।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আমার কাজগুলো আপনাদের দেখাবো আমি যে কাজগুলো করে চলেছি, সবাই মিলে এগিয়ে চলুন।আমি একা কি করব, আপনাদের সহযোগিতা দরকার ধন্যবাদ নমস্কার নেবেন।
আপনাকে দেখে অনুপ্রাণিত হয়
আল্লাহ তোমার মঙ্গল করুন আর চলো সকলে এগিয়ে চলি।
বরবটি চাষের খুঁটিনাটি খুব সুন্দর ভাবে
বুঝতে পারলাম, ধন্যবাদ। 👌💝👍
ধন্যবাদ।
চ্যানেল টি subscribe ,share করবেন
Khub sundor video,Sotti ami anek sikhlam puro video ta dekhe
ভালো লাগলো। সত্যিই তাই, বেকার যুবকরা চাকরির জন্য হন্যে না হয়ে চাষাবাদে মন দিলে ভালো। ভালো থাকবেন। প্রনাম নেবেন।
আপনারাও সপরিবারে ভালো থাকুন সেইসঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই
খুবই ভালো ভিডিও❤❤
Dada congratulations for achieving 1st Prize 🙏
দাদা আপনার ভিডিওগুলো অসাধারন,আমি বরবটি চারা বপন করছি আজ সাতদিন হইছে
এবার বরবটি চাষের ভিডিও ফলো করতে থাকো ধন্যবাদ
অসাধারণ প্রতিবেদন
ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
এমন ভাবে ই আমরা শিখতে থাকি।ভালো থাকুন🙏🙏
অসংখ্য ধন্যবাদ ভালো থেকো তুমিও এগিয়ে চলো
শ্যার ত্রখোন কোন বটবটি দানা লাগাবো শ্যাব মাসে ????
Thank you very much sir, for your information.
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
খুব সুন্দর ভাবে বলার কৌশল,
ধন্যবাদ দাদা।
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
Apnar onak Jayga achea achea tai na jethu.kintu ami khub alpo jaygay shokhe gach lagai. Apnar video khub helpful. Apnar kotha gulo khub valo lage
ধন্যবাদ। ভালো থেকো
Sei video r apekhyay roilam.Bekar der jonya.
অতীব সুন্দর একটি ভিডিও ধন্য বাদ দাদা
আপনার কথা শুনতে খুব ভালো লাগে।
আপনার সব ভিডিও দেখি ভাল লাগে। আমি বাংলাদেশ থাকি অনেক কীটনাশক ঔষধ পাওয়া যায় না
আমি এখন ওষুধের কম্পোজিশান বা টেকনিক্যাল নামগুলো বলে দিচ্ছি ।দেখবেন ওই নামগুলো দোকানে গিয়ে বললে পেয়ে যাবেন।
আপনার ভিডিও আমাকে অনুপ্রাণিত করে।চাষ করার আগ্রহ বাড়ায়।
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন। আর চলুন সকলে নতুন নতুন ফসল চাষ করে এগিয়ে চলি।
দাদার কাজ খুবই ভালো লাগে
আপনাকে প্রণাম জানাই জ্যাঠামশাই
Sir apner comment gulo amar khub bhalo legeche.siter ful kopi o badha kopi sambandhe kichu para marsha deben
হ্যাঁ এব্যাপারে আমি ভিডিও আনছি
আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Kaka tamar kotha valo lag6
Sir apni khub valo thakun
আপনারা ও সপরিবারে ভালো থাকুন এই কামনা করব। ধন্যবাদ।
Apani jodi medicine golo description lekha dan to khub valo hoi.........apnar vedio kub valo ho6a..........amader kaj lagba......apni ai vaba vedio korta thakun .........
এবার ভিডিও গুলো দেখবেন আমি সব লিখে দিচ্ছি। ধন্যবাদ জানাই ভাল থাকুন।
দাদা ঘরোয়া ভাবে ছাদে একটু সবজি করার জন্য কোন টা ভালো all win top plusনা buster2?
অল উইন টপ ভালো।
Super. Mind blowing.
Sir apni oshadharon. Amar borboti chara yellow hoye jache roof e Bangladesh er osud er nam bolben plz ami oikhan e thaki amar desh
এই গরমের সময় সবজি গাছের উপর গ্রীন শেড নেট টাঙিয়ে রাখবেন। গাছের গোড়ায় শুকনো ঘাস পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন।
পোকার জন্য ও রোগের জন্য পাতা হলুদ হয়ে পারে । আপাতত কম দামের ওষুধ
Compenion কমপেনিয়ন প্রতি লিটার জলে আড়াই গ্রাম সেই সঙ্গে দুই মিলি পি জি আর মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া দু বার
sir, basbsa vittik borboti chas niye video anun. 1st time borboti chas korte chai . pase thakben.
Thanks for your good advice. I love it.
খুব ভালো লাগলো ধন্যবাদ
ভালো থাকবেন ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ।
অসাধারণ, বিজ্ঞান ও বাস্তবের অসামান্য মেলবন্ধন আপনি।। স্যার, আমার বরবটি গাছের পাতা জালি হয়ে যাচ্ছে, কি করণীয়?? আর কুমড়ো গাছের পাতা ফিকে সবুজ হয়ে যাচ্ছে, কীকরে পাতা গাঢ় সবুজ করবো??🙏🙏🙏
হাওড়ায় কি আপনার নিজস্ব বাড়ি ? মাটিতে কি সবজি চাষ করেন ? নাকি শুধুই ছাদে চাষ করেন ? আর ছাদে এত রকম সবজি কি করে চাষ করেন? আপনাকে যদি ধন্যবাদ জানাই তো অনেক কম বলা হবে । ছাদের উপরে এত রকম চাষ করেছেন এতো অবাক লাগার কথা। বরবটি গাছে প্রহরী প্লাস প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে স্প্রে করতে হবে।আর কুমড়া গাছের গোড়ায় সরিষার খৈল পচানো জল দিয়ে যেতে হবে পাঁচ দিন ছাড়া ছাড়া। সেই সঙ্গে যে কোন পি জি আর স্প্রে করতে হবে প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে।আর পোকার জন্য যেকোন ওষুধ স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 স্যার, হাওড়া য় আমার নিজের বাড়ি , প্লট এ বাড়ি ছাড়াও আরো খালি জমি আছে তাই মাটি জোগাড় অসুবিধা হয় না। আগে একটু আধটু করতাম ,তবে এখন পরিধি বাড়িয়েছি। শিউলি, করবি, চম্পা, ৫ রকম জবা ,মাধবীলতা, নানা রঙের নয়নতারা, অ্যাডেনিয়াম, অপরাজিতা, বেল ফল ও ফুল, বেগুন, আলমন্ড, কাগজ ফুল, বেগুন, লঙ্কা,ঝিঙ্গা, লাউ, কুমড়ো আছে। বাড়ির সবজি খোলা দিয়ে কম্পোস্ট তৈরি করি, ঘুঁটে থেকে গোবর সার, বাকিটা কিনতে হয়।।বরবটি গাছে ফল যথেষ্ট ধরেছে, কিন্তু লাল পিপড়ের কারণে আমি গামাক্সিন দিয়ে হওতো ভুল করেছি, কারন পাতা হলুদ হয়েছে, আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত ও পরিচালিত হয়ে বাগান পূর্ণ করে তুলছি।।🙏🙏
ruclips.net/video/I-H1ZD2ieI4/видео.html
পিঁপড়ে মারার জন্য এই ভিডিওটা দেখে নেবেন ওখানে অনেক ওষুধের কথা বলা আছে
@@farmingadviseranathhalder7579 ওকে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে।।
Sir blchilam j borboti chaser somoy SAAF diye seed treatment kora hoini, tahle onyo kichu ki upay ache?
গাছ বেরোলে এখন পাঁচ দিন ছাড়া সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে খুব সকালে অথবা বিকেল পাঁচটার পরে কথা হবে।
Khub sundar.eairokom distribhangi age ku dekhai ni.apni khub bhalo moner manush.ami allwin gold use korechi marvelous result.sathe allwin wonder plus anechi but ki bhabe use korte hoi jani na.plz ektu guide koreben.prai char bhochor dhore chad bagan kori kintu eai rokom bhabe ku guide kore ni organic subject ea.apna k ashonkho dhonnobad.plz pase thakben
ধন্যবাদ। একসঙ্গে দুটো ব্যবহার প্রয়োজন নেই। ভিডিও গুলো পুরো দেখবে একদম ভালো ডাক্তার হয়ে যাবে। বরবটি টা আজ পোস্টিং করেছি সম্পূর্ণ দেখবে।
অনেক অ--নে --ক ধন্যবাদ।
সপরিবারে ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Allwin gold super +Agromin gold kokhon ga6e dite hoy.... Somoy ta ektu bolben sir
Sir lifmainar ami kirtap . achetamipit . diychi kintu konokach pai ni . king doksa dila pabo?
I like you sir, I like your opinion
You are great 🙏🙏🙏
পরিবারের সকলে ভালো থাকুক এই কামনা করব। আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি , তাই ভিডিও করতে পারছিনা কিছু মনে করো না। ধন্যবাদ জানাই।
Dada bolchi je lafa gache fuler vitora poka ache ki kitnasok dile somadhan hobe please bolun dada
First view,sir.. thank you. It's a much awaited video. Regards...
Follow full video and go ahead, thank you
@@farmingadviseranathhalder7579 of course, I followed the full video Sir. Your presentation is so unique that I can't but follow the whole video.
Thanks... regards...🙏🙏
স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমি ছাদে টবে এবছর ই প্রথম বরবটি চাষ করছি। গাছ হয়েছে। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। গাছের পাতা হলুদ। সার হিসেবে খোলপচা জল এবং ভার্মিকম্পোট সার ১০ দিন অন্তর দিই। গাছের পাতা হলুদাভ। প্রতিকার চাইছি।
অল ইন গোল্ড সুপার 3ml করে প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে পাতা সবুজ হয়ে যাবে ধন্যবাদ
উপকৃত হচ্ছি স্যার।
ধন্যবাদ জানাই ভাল থাকবেন।
Sir Sosa diyachilam nona lagacha .gobor diya hoini.kintu 1biga bagun diyachilam valo hoyacha.lotano gach ki nona ta basi problam hoi.jodi jati botboti dila ki hoba
পটল গাছে কি ভাবে booster 4 দোবো বলবেন। অামাদের এখানে চন্দন গাছ চাষ করতে পারবো।
Sir VNR ER JAPANI LALDANA borboti seeds ta ki valo jater hobe
ওটা ভালো জাত।
@@farmingadviseranathhalder7579 sir আরো একটা প্রশ্ন ছিল প্যাকেট এর গায়ে কিন্ত f1 লেখা নেই
Bhalo laglo 👍 ... Chad a tob a sobji Chas niye aro video chai .... Total organic 💚🌱
Sir valo a6en .sir amder bebsa jonno borboti chas kre6i but ekhono brboti briki krte par6ina. Sab ful jhore j66e fal beke j66e ga6 kukre holud hoye ja66e ki krbo sir upay bolun
একটু দাম বেশী নেবে
ভোলিয়াম ফ্লেক্সি দশ লিটার জলে আট মিলি সেই সঙ্গে NPK 20 20 20 তিন গ্রাম ও পি জি আর দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল চারটার পরে দু দিন ছাড়া ছাড়া দু বার।
এরপর দেখা যাবে পাঁচ দিন পর থেকে নুতন ভালো পাতা আসছে ।
আসলে ওষুধ ব্যবহার করতে একটু দেরি হয়ে গেছে। অথবা
আর কম দামের ওষুধ ল্যানসার গোল্ড দশ লিটার জলে 25 গ্রাম সেই সঙ্গে অন্যা্ন্য ওষুধ মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় দু দিন ছাড়া ছাড়া তিন বার।
Dhanobad sir apni amader vorsa, apni satabatsar benchethakun ai vabe krishi k agiye niye cholun
dada wb থেকে বলছি আলু তে লেদা বা ভুমরি জনণ fatra use করতে পারি plise রিপলে করবে ওয়েট করবো
Allwin top plus আর Agro min gold এক সাথে স্প্রে করা যাবে?
অবশ্যই দুটো একসঙ্গে মিশিয়ে বিকালে স্প্রে করবেন।
স্যার বীজ শোধন করার একটি ভিডিও বানান।।উপকৃত হবো।।।।। plz
আচ্ছা ঠিক আছে জৈব এবং অজৈব দুটোর মাধ্যমে বি জশোধন এর ব্যাপারটা আমি দেখাবো । পুরো ভিডিওগুলো ততক্ষণ দেখতে থাকো। ধন্যবাদ।
স্যার তাড়াতাড়ি ভিডিও টি বানাবেন।।।plz plz
Darun darun,, ro video din.....
Kon mase lagate hoy borboti.bens..squse..kumro ful hochhe fol hochhe na help
ব্যবসা ভিত্তিক চাষ করতে হলে অগ্রহায়ন মাসের শেষের দিকে বীজ বুনবেন।
আপনার উওর অপেক্ষা য় রইলাম স্যার? আপনার কথা মতে আমি চাষ করেছি। কখন অল উইন গোলড সুপার + এগ্রোমিন গোলড ব্যবহার করব?
গাছের বয়স 25/26 দিন হবার স্প্রে করবেন।
নমস্কার স্যার। বরবটি" র" ফুল প্রচণ্ডভাবে ঝরে পড়েছে,কি করনে বুঝতে পারছিনা। পকার জন্য না ছএাক জন্য। একটু বলে দেনতো উপকৃত হতাম?
Want to know organic fungicides & pesticides. Enjoyed ur video. Lot of thanks.
I'll do it soon
@@farmingadviseranathhalder7579 Thanks
dada amar kumro gacher ful gulo sob poche jachhe ba 1/2 ful poche jachhe
Sir amar borboti gacher sob ful jare jacche r fal beke jacche ki korle valo hobe aktu bole din. ..
জৈব পি জি আর অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে
Aries কোম্পানির Macro Fert NPK 20 20 20 চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে পাঁচ দিন ছাড়া দুবার।
Namoskar dada. Apni amar kaachhe dhonnontorir moto. Ami tabe loty kichur chaas korte chai. Lotyr gaate gaate je mukhi gulo hoy seta theke ki ei chaas sambhob? Maty ta ki kore toiry korbo? Kon maase lagaabo aar ki dekhe bujhbo ebaar fasol tulte hobe. Eta niye akta video korun please
হ্যাঁ আমি কচু নিয়ে ভিডিও করব একটু পরে ওটা দলের পরে ওল কচু লাগাতে হয় ।
Nice video 🥰🇮🇳💔
Dada
Rose plant niye jodi ekta video te kichu bolen tahole amar moton bagan premider khub help hoy.
Tahnks in advance
পরে ভাববো, তবে এখন তুমি ডালগুলো ডাল গুলো ছেঁটে দাও আর গাছ প্রতি আড়াইশো গ্রাম সরিষার খোল ও 100 গ্রাম হাড়ের গুঁড়ো দিয়ে মাটি ঢাকা দাও। ভিডিও গুলো পুরো দেখো ভালো থেকো ধন্যবাদ জানাই।
Kaka cupcicum Chas niye bolun
R kohon bij tala korbo
আর 20/25 দিন পরে বীজ বুনবেন।
Sir !
Lafa borboti bij kakhan bunte hoy ?
Ei mase lafa borboti bij bunle ki hobe ?
অবশ্যই হবে। এখনি বীজ বুনবেন তবে তো ভালো দাম পাবেন।
Apnar sathe ekdom ekmot bari te korle kitnasok khawar maane hoy na . Apnar vdo gulo dudin holo dekhchi besh bhalo. 🙏
ভালো থাকবেন ধন্যবাদ।
Saaf powdar এর পরিবর্তে কেরোসিন ব্যাবহার করা যাবে?
সাফ পাউডার ব্যবহার করবেন।
Piprer jonyo kichu medicine bole dile valo hoy Sir
sir all win top plus kodi chara spray korbo
বছরের কোন মাসে কোন কোন সব্জী চাষ করবো তার একটা মাসভিত্তিক তালিকার ভিডিও করলে উপকৃত হই।
আমি ভিডিও করেছি এই ব্যাপারে।
ruclips.net/video/vr_XpISm8zM/видео.html
দেখে নিন ধন্যবাদ
Amar 1ta lebu gach ache kintu sabuj ranger poka pata kheye nichhe amon osud balun sabgache deowa jabe
আমি লেবু গাছের ভিডিও আনছি
Sr kon butbuti jat valo hobe
dada, borboti gache prochondo lal pipre legeche, gacher khoti korche... amar tober gach,, tobe korechi.. gacher growth bhaloi hoyeche.. fol o hocche.. ami pipre tarabar jonno apnar dekhano moto finail use korechi, majhe majhe omite use korechi (makor legechilo) seta geche, kintu piprer oporeo dicchi ba kokhono rogor use korechi.. kichu morche, abar asche, tarate parchi na.. ki korle jabe era?
Sr allwin gold sopar prati litare 2ml dibo 2mili kore dibo ami bujte parchi na
তিন লিটার জলে মাঝারি সাইজের চা চামচের এক চামচ দিলে হবে।
Sr allwin gold sopar atato likoyet chamoch diye ki kare mapbo sr
স্যার বরবটি গাছে ফুল ফল নেই কি দিলে ফুল ফল বেশি আসবে ???
একবার মিরাকুলান প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে NPK 20 20 20
দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Kaku amar aktu jhati barboti ache sobe ful futte choleche gach holud hoye pata pachon hochhe r ful 40 - 50 '/. Ful jhore jachhe ki korbo
প্রথমে Juniper (Swal কোম্পানির তৈরি ওষুধ) প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে NPK 0 0 50 এই সার দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
তারপর কম দামের ওষুধ মিরাকুলান প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে মোবোমিন এক গ্রাম ও সাগরিকা এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।
স্যার ফুল আনারজন্য বুমফ্লাওয়ার দিলে হবে কি
খুব ভাল হয়েছে
একটু পালং শাকের টা আগে আনলে ভাল হয়
করছি ভিডিও ধন্যবাদ
ফাংশন ভিডিও দেখিস আমি ওইভাবে করে এগিয়ে চলো।
Thanks
All win top plus কি ছাদে গোবর সার দিয়ে সবজি করি তাতেও দেব?
হ্যাঁ অবশ্যই দেবেন। ভিডিও গুলোতে যেমন ভাবে বলা আছে ওগুলো ফলো করুন করে দেবেন কোন সমস্যা হবে না। ধন্যবাদ।
Sir, চাষের আগ্রহ বা আথিক উন্নত হওয়ার জন্য কোন ভিডিও টা দেখব
অসময়ে ধনে চাষ করে প্রচুর টাকা আয় করুন।
Sir, amr barbati gache fol ase poreche, akhon sarisar khoyl dibo naki DAP dibo naki NPK dibo🤔
ডিএপি দাও
স্যার কীভাবে খড় ছাতুর চাষ করা যায় তার একটা ভিডিও তৈরি করে জানান
Kata din plant ar boyase hola p g r aply kara jaba . Please tell me . Ghati barbati 4 kata bunbo akhan , valo seed ar name bolban. Valo thakun
গাছের বয়স কুড়ি দিনের পর থেকে স্প্রে করবেন।
Valo thakun ,
দাদা আমি মালশিয়া থেকে
আমি নতুন বডবডি লাগাইছি আমি কোন বিষটা ব্যবহার করব একটু বল বেন
Sir ALLWIN TOP PLUS আর agromin gold কী এক হাতে দিতে হবে একটু বলুন
হ্যাঁ একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়। ভালো কাজ পাবেন।
Thank you
দাদু ভাই শিতের ফলন হিসাবে বীম এবং বরবটি দানা কি এই সময় লাগানো যাবে
Sr Verona bij pos mase 25tarikhe lagano jabe
অঘ্রাণ মাসে লাগাতে হবে না হলে দেরি হয়ে যাবে ।পৌষ মাসে লাগালে অনেক দেরি হয়ে যাবে।
আমি উঠোনে নেট দিয়ে ঘিরে অল্প কিছু গাছ দিয়েছি তার মধ্যে ঝিঙ্গের গাছটা ভালো হয়েছে কিন্তু ঝিঙের ছোট শনি শুকিয়ে যাচ্ছ আর একটু বড় হলে পোকায় ছিদ্র করে দিচ্ছে। আমি ওষুধের দোকানে গিয়ে আপনার কথামত আমিষ্টার টপ এর খোঁজ করেছিলাম কিন্তু দোকানদারের ষ্টকে ওটা না থাকায় ওই গ্রুপের অন্য একটা ওষুধ দিয়েছে সেটা গতকাল বিকালে স্প্রে করে দিয়েছি এখন ফলাফল কিছু নজরে আসছে না। ফেরোমন ট্র্যাপ দিয়ে সাথে সাথে ফল পেয়েছি। ঝিঙ্গা নিয়ে আপনার কাছে আরও একটু ভালো গাইড চাই।
Darun bolchen sir,ami Chakri chai na,but atmanirvor hote chai,amar Sathe thakben....
আমার ভিডিও গুলো দেখতে থাকো অবশ্যই তুমি শক্তি পাবে চাষ করার। ধন্যবাদ ভালো থাকো
পান চাষের জন্য কিছু বলুন
পেয়ারা ও আম গাছের ভিডিও করুন.. আপনার ভিডিও দেখে আমি মুখধো
চেষ্টা করব
sir borboti gacha a pipre vorti hoa gacha... ful- fol er gorai bosa acha ki korbo?
দাদা বরবটি গাছের নিচের দিকের পাতাগুলি কুকড়ে যাচ্ছে কি ঔষধ দিয়া যাবে জানাবেন
Dada amr ramshish pata gulu yellow hoye jaccha keno
I like you sir
Dada ami 1st barbati chas karbo, jamii tayri kibhbe karbo
জৈব সার দিয়ে মাটি তৈরি করতে হবে।
VbL কোম্পানির আশুতোষ জাতের বীজ আর 25 / 30 দিন পরে বুনবেন।
কালো দানা । খুব ভালো ফলন হয়।
লাফার মতো মডেল। শীতের সবচেয়ে ভালো জাত।
Sir amar bagun gac pata oporer dika mura jaccha ar Gora phocha jaccha. Ki tchu help korun .
আমার চ্যানেল বেগুন চাষের ভিডিও দেখে নিন সব বলা আছে
Ki bish babohar kora sob cheya valo result pawa jabe bolben please
দুপন্ট কোম্পানির বেনেভিয়া সবচাইতে ভালো দশ লিটার জলে বেগুনের ক্ষেত্রে 15ml অন্যান্য সবজিতে 12ml সমস্ত পোকা চলে যাবে
Tnx dada
Dada lafa gacher full pore jachhe khub ki korbo please bolun ? 🙏
খুব খুব সকালে পুকুরের জল স্প্রে করুন।
আর বিকাল পাঁচটার দিকে কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
তারপর আমাকে জানাবেন।
@@farmingadviseranathhalder7579 Thanks you dada
PGR ta khakn spray korbo sir?bikala naki sokala.r kitnasak spray korar ktodin por pgr spray korbo?aktu bolban