পাংগাস তেলাপিয়া চাষে ২৬-২৮% প্রোটিনযুক্ত খাদ্য দিতে হবে,,,খাদ্যের কাচামাল সংগ্রহ করে মিল/ফিড কোম্পানি থেকে বানিয়ে নিতে পারেন অথবা রেডি ফিড ব্যবহার করতে হবে
আমার ৭০ শতাংশ পুকুরে প্রায় ১০ হাজার পিছ তেলাপিয়া আছে। এর সাথে আরও সরপুঁটি, বাটা,সিলভার র্কাপ, গ্রাস কাপ আছে। আমি নিয়মিত সার প্রয়োগের মাধ্যমে প্লাংটন তৈরী করার চেষ্টা করতেছি। এখন তেলাপিয়ার জন্য যদি মুরগীর বৃষ্টা দেই তাহলে কি অন্য মাছের সমস্যা হবে..?
আমার পুকুরে গাড়ি (যে সকল গাড়ি বিভিন্ন মুরগী বহন করে থাকে) ধোয়ার ব্যবস্হা করতে চাচ্ছি। যাতে গাড়িতে থাকা মুরগির ময়লা / বৃষ্টা পুকুরে যায় এখন এটা কি আমার পুকুরের জন্য ভালো হবে..?
যারা স্যারকে মন থেকে সাপোর্ট করেন
তারাই বুঝতে পারেন
স্যার আমাদের ব্রাহ্মণপাড়া রত্ন
❤️
বস মিলি বললে ভালো হয়,কারন কারণ স্ট্যাটার 1, 2 এক এক কোম্পানির এক এক রকম সাইজ হয়।
হাপায় কি নার্সিং করতে পারবো
ধন্যবাদ এই ২০ গ্রামের পোণা চাষে দিলে কয়টায় চার মাসে কয়টা ১ কেজি হবে
ভালো মানের খাবার ও মজুদ ঘনত্ব ঠিক রাখলে ২ টায় কেজি চলে আসবে
স্যার আপনার অফিস কি পরিবর্তন করেছেন।
সত্যায়িত করার জন্য গিয়েছিলাম।
কিন্তু স্যারকে পাই নি😢
চাষীদের পরামর্শ দেবার জন্য প্রায়সই মাঠে যেতে হয়
স্যার আমার ২০ দিনের রেনুর হঠাৎ করে মারা যাচ্ছে কি করবো এখন
স্থানীয় মৎস্য অফিসে গিয়ে পানি পরীক্ষা করুন এবং বিস্তারিত জানিয়ে সমাধান নিন
দাদা আমি নতুন চাষি আমি পাংগাস+মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চাই আমি যদি সকালে ফিড বিকালে শুকনো ভুষি দেই তাহলে কি ভালো ফল হবে
নাকি খৈল ভুষি একসাথে বিজিয়ে তার পরে দিবো?
পাংগাস তেলাপিয়া চাষে ২৬-২৮% প্রোটিনযুক্ত খাদ্য দিতে হবে,,,খাদ্যের কাচামাল সংগ্রহ করে মিল/ফিড কোম্পানি থেকে বানিয়ে নিতে পারেন অথবা রেডি ফিড ব্যবহার করতে হবে
ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছ কোথায় পাবো?
ভালো মানের হ্যাচারীতে
আমার ৭০ শতাংশ পুকুরে প্রায় ১০ হাজার পিছ তেলাপিয়া আছে।
এর সাথে আরও সরপুঁটি, বাটা,সিলভার র্কাপ, গ্রাস কাপ আছে।
আমি নিয়মিত সার প্রয়োগের মাধ্যমে প্লাংটন তৈরী করার চেষ্টা করতেছি।
এখন তেলাপিয়ার জন্য যদি মুরগীর বৃষ্টা দেই তাহলে কি অন্য মাছের সমস্যা হবে..?
আমার পুকুরে গাড়ি (যে সকল গাড়ি বিভিন্ন মুরগী বহন করে থাকে) ধোয়ার ব্যবস্হা করতে চাচ্ছি।
যাতে গাড়িতে থাকা মুরগির ময়লা / বৃষ্টা পুকুরে যায়
এখন এটা কি আমার পুকুরের জন্য ভালো হবে..?
ভাই 40 হাজার তেলাপুযা 30 শতক পকুরে 3মাস নারসিং এ রাখলে কোন সমস্য হবে কিনা অক্টবর মাসে নারসিং এ দিবো জানাবেন৷
৩ মাস এতো মাছ রাখতে পারবেন না,,,বড়জোর ১-১.৫ মাস রাখতে পারবেন