কালিয়াকৈর হাই টেক পার্কের ভিতরে কি আছে || কিভাবে জমি ও ভবন ভাড়া নিবেন || Moving Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • কালিয়াকৈর হাই টেক পার্কের ভিতরে কি আছে || কিভাবে জমি ও ভবন ভাড়া নিবেন || Moving Bangladesh
    #moving_bangladesh
    This is Moving Bangladesh. In this channel you can get the news and beautiful place of Bangladesh and the world at home.
    I will try to show you different areas on behalf of Moving Bangladesh.
    Thank you for staying with us.
    Facebook Page: movingbangladesh
    ফেইসবুকে দেখুনঃ fb.watch/s-iOS...
    বঙ্গবন্ধু হাই-টেক সিটি ( বিএইচটিসি ) বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত একটি ব্যবসায়িক পার্ক । মূলত কালিয়াকৈর হাই-টেক পার্ক নামে পরিচিত, এটি যে পৌরসভায় অবস্থিত তার পরে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে সম্মান জানাতে জুন 2016 সালে এর নামকরণ করা হয় । [১] অনেক কোম্পানি এই খাতে বিনিয়োগ করেছে।
    মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিগত ১৯৯৯ সালের ১৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় গাজীপুর জেলার কালিয়াকৈর এ ২৩২ একর জমিতে একটি হাই-টেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় আইটি/আইটিএস সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১০ সালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে।
    “তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহারের জন্য অবকাঠামোগত সুবিধাদি যেমন-হাই-টেক পার্ক, সফট্ওয়্যার টেকনোলজি পার্ক, আইটি পার্ক, আইটি ইনকিউবেটর ইত্যাদি স্থাপনা সৃষ্টির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য-প্রযুক্তি শিল্পের বিকাশ ও বিস্তার ঘটানো।”
    কালিয়াকৈর হাই-টেক পার্কের ২৩২ একর জমি সংলগ্ন বিটিসিএল এর ৯৭.৩৩ একর জমি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ প্রদানের জন্য জেলা প্রশাসক, গাজীপুর কর্তৃক ইতোমধ্যে রিজিউম করা হয়েছে, যা গেজেটের জন্য প্রক্রিয়াধীন। হাই-টেক পার্ক তৈরির সহায়ক অবকাঠামো সৃষ্টির লক্ষ্যে Basic Infrastructure for Hi-Tech Park (1st phase) at Kaliakoir, Gazipur. শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। তার মাধ্যমে প্রশাসনিক ভবন, মূলসড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মান করা হয়। কালিয়াকৈর হাই-টেক পার্ক প্রতিষ্ঠিত হলে এখানে দেশী-বিদেশী বিনিয়োগের মাধ্যমে হাই-টেক শিল্প প্রতিষ্ঠিত হবে। হাই-টেক পার্কে যে সকল হার্ডওয়্যার এবং ‍সফটওয়্যার উৎপাদিত হবে তা দেশে ব্যবহারের মাধ্যমে আমদানি হ্রাস পাবে এবং বিদেশে বিনিয়োগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। দেশের শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে, প্রায় ৭০ হাজারেরও অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফরওয়ার্ড-ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এর মাধ্যমে বিভিন্ন শিল্প গড়ে উঠবে এবং কর্মসংস্থান হবে।
    বঙ্গবন্ধু হাইটেক সিটি: প্রযুক্তি খাতে সম্ভাবনার হাতছানি | Bangabandhu Hi Tech City
    Bangabandhu Hi-Tech City Kaliakoir/ বঙ্গবন্ধু হাই-টেক সিটি কালিয়াকৈর
    সংকটে বঙ্গবন্ধু হাইটেক পার্ক; কর সুবিধা প্রদানের সিদ্ধান্ত | High tech Park | Jamuna tv
    অন্যরকম পার্ক, কাশিমপুর, কোনাবাড়ি, গাজীপুর |Gazipur vlog| Onnorokom Park,
    তৈরি হবে ৩০ লাখ তরুণের কর্মসংস্থান || #Hi-Tech Park
    Sylhet Hi-Tech Park | সিলেট হাই-টেক পার্ক | Bangabandhu Hi-Tech Park | Uplift
    হাইটেক পার্ক - কি, কাকে বলে, বাংলাদেশে হাইটেক পার্ক সম্পর্কিত তথ্য || Hi-Tech Park

Комментарии • 23