এই দুনিয়া মুসাফির খানা | বাউল সাধক ফকির মক্রম শাহ |
HTML-код
- Опубликовано: 1 ноя 2024
- "বাউল সাধক ফকির মক্রম শাহ"
যার হাত ধরে সৃষ্টি হয়েছে শত শত গান এবং যার নামের সাথে মিশে আছে শত শত গানের সুরলোক । তিনি একাধারে রচনা করেছেন বাউল গান, আধ্যাত্মিক গান, পল্লীগান, দেশাত্মবোধক গান ইত্যাদি । তিনি উর্দু, ফার্সি, আরবি, হিন্দি, নাগরী ভাষায় পারদর্শী। তিনি নাগরী ভাষায় অনেক গান রচনা করেছেন। তার একটি গানের বইয়ের নাম হচ্ছে " ভবে আসা যাওয়া বারন হইলো না"।
বিভিন্ন গুনে গুনান্বিত শত বৎসর বয়সী বাউল সাধক ফকির মক্রম শাহ জন্ম গ্রহণ করেন সুনামগঞ্জ জেলার বাহাদুরপুর নামক একটি অজপাড়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সঙ্গীতের প্রতি প্রবল আকৃষ্ট। তাইতো মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়েও মাদ্রাসার ধরাবাধা নিয়ম তাকে আটকাতে পারেনি। তিনি তার সারাটা জীবন গান ও আধ্যাত্মিক সাধনায় কাটিয়েছেন।
উনার সুযোগ্য উত্তরসূরী তার ছেলে বাউল সম্রাট খ্যাত "বাউল শাহজাহান"। পাশাপাশি উনার ছেলে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বাউল শিল্পী উপাধিতে ও ভূষিত হয়েছেন। বাবার মত বাউল শাহজাহান ও এই গানকেই জীবনের পেশা হিসেবে বেচে নিয়েছেন।
বাউল সাধক ফকির মক্রম শাহ এর আধ্যাত্মিক গানের দুটি লাইন তুলে ধরছি:
"দুনিয়া মুসাফির খানা চিরদিন কেউ রবেনা
ভবে আসা যাওয়া বারন হইলো না"
আমার চ্যানেলের সকল গানের ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করে চ্যানেলটির সাথেই থাকুন।
ধন্যবাদ।
Nice
তিনির বাড়ী কোন জাগাই ফোন নান্বারকত