সত্যি অপূর্ব এই হিমালয় ঘেরা অভয়ারণ্য। আর বসন্তের লাল রডোডেনড্রন যেন পসরা সাজিয়ে রেখেছে। জিরো পয়েন্টের পথে অসাধারণ তার রূপ। ইচ্ছে হলে শেয়ার করিস মুম্বইয়ের বাঙালি বন্ধুদের।
হ্যাঁ, খুব ভালো পেয়েছি ঠিকই কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টি চলছিলো। ডিসেম্বরে আকাশ clear থাকারই কথা। নিশ্চয়ই পাবেন pick এর clear view কিন্তু রডোডেনড্রন পাওয়া হয়তো যাবে না। ওটা মার্চেই হয়। বসন্তের ফুল। কেমন পেলেন আবহাওয়া ফিরে জানাবেন পারলে।
@@samiranbanerjee6769 রুম ভালোই....এগুলো সবই প্রায় গ্রাউন্ড ফ্লোরে। কোনো রুম থেকেই মাউন্টেন ভিউ পাওয়া যায়না। তাই বিরাট একটা ওপেন টেরেস করা যেখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যায়। এখানে কারেন্টের ব্যবস্থা সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত। বাকি মোমবাতির আলো।
Khub valo hoyeche
Thank you 😊
কুমায়ুন সিরিজের শুরুর ভিডিওগুলো পারলে দেখে জানাবেন কেমন লাগলো।
কী সুন্দর উপস্থাপনা! ছবির চলন আর নেপথ্যের ভাষ্য যেন এক অপূর্ব গীতিকা নির্মাণ করে যায় মানসপটে। খুব ভালো লাগলো। হিমালয় সদয় হোক!
ভালো থেকো। ভালো লাগলে শেয়ার কোরো বন্ধুদের।
Khub Sundor Informative video Didi ❤ Darun laglo.
Bah... khub sundor jayega re... khub sundor bolli tui.👏
সত্যি অপূর্ব এই হিমালয় ঘেরা অভয়ারণ্য। আর বসন্তের লাল রডোডেনড্রন যেন পসরা সাজিয়ে রেখেছে। জিরো পয়েন্টের পথে অসাধারণ তার রূপ। ইচ্ছে হলে শেয়ার করিস মুম্বইয়ের বাঙালি বন্ধুদের।
Didi apnara Khub sundor view peachen, December er sesh e gele রডোডেনড্রন dekha jabe? R peak gulo erokom clear dekha jabe?
হ্যাঁ, খুব ভালো পেয়েছি ঠিকই কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টি চলছিলো। ডিসেম্বরে আকাশ clear থাকারই কথা। নিশ্চয়ই পাবেন pick এর clear view কিন্তু রডোডেনড্রন পাওয়া হয়তো যাবে না। ওটা মার্চেই হয়। বসন্তের ফুল। কেমন পেলেন আবহাওয়া ফিরে জানাবেন পারলে।
@@amarstoryline thank you didi
Madam, BINSAR kmvn e Double bed Standard Room gulo kemon ? Room gulo ki 1st floor e na ground floor e ?
@@samiranbanerjee6769 রুম ভালোই....এগুলো সবই প্রায় গ্রাউন্ড ফ্লোরে। কোনো রুম থেকেই মাউন্টেন ভিউ পাওয়া যায়না। তাই বিরাট একটা ওপেন টেরেস করা যেখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যায়। এখানে কারেন্টের ব্যবস্থা সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত। বাকি মোমবাতির আলো।
Ekhanei to raate electricity thake na?
হ্যাঁ, এখানেই। শুধু সন্ধে ৬-৯ টা ইলেকট্রিক আলোর ব্যবস্থা আছে।