Samanden Village - How To Visit The Silent Valley? Samanden Valley & Gorkhey | Samanden To Srikhola

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 37

  • @BedouinBangali
    @BedouinBangali  2 года назад +3

    *NEW VIDEO ALERT* 😍❤▶
    প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। দেখে নিন আমাদের সিঙ্গালীলা সিরিজের দ্বাবিংশ পর্ব। জানি অনেক দেরিতে ভিডিও এসেছে। সমস্যার কথা আগেই জানিয়েছি, তাই মার্জনা করে দেবেন দয়া করে। 🙏 অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই পর্ব। ভালো থাকবেন। 🤗
    Dear Friends, Hope you all are fine. Please don't forget to watch 22nd Episode of our travel vlog series 'Let's Trek The Singalila'.
    *EPILOGUE*
    অনেক অনেক বছর আগে সিঙ্গালীলা জঙ্গলের এক প্রত্যন্ত এলাকায়, এক লেপচা ব্যাধ শিকার করতে এলো। সেই অঞ্চলে তখন দাদাগিরি করত এক ইয়েতি। তো এলাকার দখল নিয়ে দু'জনের মধ্যে লাগল তুমুল ক্যাচাল। অনেকদিন লাথালাথি, ঘুষোঘুষির পরেও কোনো ফয়সালা যখন হল না, দু'জনে ঠিক করল খামোখা মারামারি করে এনার্জি খচ্চা করে কি লাভ, ইস্ দুশমনিকো দোস্তি মে বদল লেতে হ্যায়। তাই দু'জনে জয়-বীরুর মত 'বীড়ু' হয়ে গেল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তবে সেই জায়গাটার নাম সামানদিন কিভাবে হল আর এখন গেলে ইয়েতি দেখতে পাওয়া যাবে কিনা সেটা জানি না। তো যেটা বলছিলাম, কালক্রমে আরও কিছু লোকজন জুটে একটা গ্রাম তৈরি হল। খুবই পুঁচকে একটা গ্রাম। ম্যাপে পশ্চিমবঙ্গের মধ্যে হলেও সবকিছুর জন্য সিকিম-ই ঠিকানা। গাড়ি, বাইক, টোটো, সাইকেল কোন কিছুতে করেই এখানে পৌঁছানো যায় না, একমাত্র পা-ই ভরসা। আর রয়েছে ঘোড়া অথবা খচ্চর। তবে তারা সাধারণত মালপত্রই বয়ে নিয়ে যায়। কাছাকাছি যানবাহন চলার রাস্তা ফালুট, ভারেং, রিব্দি, শ্রীখোলা নাহলে রাম্মাম। তবে ট্যুরিস্টের অভাব নেই। সিঙ্গালিলা ট্রেক রুটের মধ্যে পড়ে বলে এখানে এবং এক কিলোমিটার দূরের গোর্খেতে গ্রামেবাসীরা চালু করেছে গুটি কয়েক হোমস্টে। ট্রেকারদের আনাগোনা লেগেই আছে। গ্রামের লোকসংখ্যা খুবই কম আর চাষবাসই প্রধান জীবিকা। জমি বেশ উর্বর। আনাজপাতি যা হয় ঘোড়া/খচ্চরের পিঠে চাপিয়ে পাশাপাশি গ্রামেই সব বিক্রি হয়ে যায়। গ্রামের কেন্দ্রে একটা মাঠ আর চারিদিকে ঘন পাইন গাছের জঙ্গল। আমরা ছিলাম গোর্খেতে, জিটিএ সরকারি লজে। সক্কাল সক্কাল ঘুম থেকে উঠে একটু ঘুরে নিলাম গোর্খে, কি জানি আর আসতে পারবো কিনা! একের পর এক স্বপ্নপুরী যেন শেষ হচ্ছে না, গোর্খে পেরিয়ে যেখানে এসে পড়লাম, সেতো আরো সুন্দর। আমি পাগল হয়ে গেছি এই ট্রিপে। আধঘন্টা ছিলাম, কিন্তু আফসোস যে, একটা গোটা দিন কেন সামানদিনে কাটালাম না! প্রত্যেকটা বাড়ি, স্কুল, মাঠ যেন কেউ এঁকেছে। পৌঁছে দেখলাম এই হ্যামলেটে ব্যাস্ততার লেশমাত্র নেই। মানে লোকজন মাঠে কাজ করছে, বাচ্চারা হইহই করে খেলচে, খচ্চরে মাল বয়ে নিয়ে যাচ্চে, তবু কেমন যেন শান্ত একটা ভাব, কেমন একটা আলসেমির মোড়ক আছে সবকিছুতে। মনে হয় যেন চুপ করে শুয়ে-বসেই কাটিয়ে দি সারাটা দিন। ওহ! সামানদিন! আজকেই শ্রীখোলা-সেপি পৌঁছাতে হবে তাই আবার পথচলা শুরু করলাম। গভীর পাইন গাছ এবং আরো নাম না জানা গাছেদের জঙ্গলের ভিতর দিয়ে পৌঁছালাম রাম্মাম। আকাশ মেঘলা হয়ে গেছে ততক্ষণে, মেঘ শরীর ছুঁয়ে যাচ্ছে। এখানে একটা ছোট হোমস্টে পেরিয়ে একটু বসলাম রাস্তার পাশে, সেখানে বসে রুকস্যাকে জমে থাকা শুকনো খাবারগুলো শেষ করলাম গল্প করতে করতে। এরপর আবার পথচলা। কারণ দীর্ঘ ৮৪ কিলোমিটারের সিঙ্গালীলা ট্রেক শেষ হতে চলেছে। বাকি আর মাত্র ৮ কিমি।
    - সুরজিতের কলমে 🖊

    • @alpinetrekker7992
      @alpinetrekker7992 Год назад

      Of course daroon. Me myself have been to Singalilla and it's heaven

  • @piterkhan6269
    @piterkhan6269 2 года назад +1

    কিন্তু ভাই খুব ভালো হয়েছে।

    • @BedouinBangali
      @BedouinBangali  2 года назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। ❤️🙏😃

  • @rumaibanerjee8019
    @rumaibanerjee8019 2 года назад +2

    নীরব উপত্যকা খুব ভালো লাগলো👌

    • @BedouinBangali
      @BedouinBangali  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বহুদিন পর আপনার কমেন্ট পেয়ে আমাদের খুব ভালো লাগলো। আশা করি ভালো আছেন। 🥰😄

  • @EpicSafar
    @EpicSafar 2 года назад +2

    Darun editing

    • @BedouinBangali
      @BedouinBangali  2 года назад +1

      THANK YOU SO MUCH ❤️❤️❤️❤️🥰

  • @poetryloverpoulomi7843
    @poetryloverpoulomi7843 Год назад +2

    Achha bhareng to gorkhey trek e kotokhhon Lage ?

    • @BedouinBangali
      @BedouinBangali  Год назад +2

      3 km রাস্তা। খুব বেশি খাঁড়া নয়। ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাওয়া যায়। ধন্যবাদ কমেন্ট করবার জন্য। 😊🙏❤️

  • @bpartha31
    @bpartha31 7 месяцев назад +1

    darun video👍👍👍 kon camera use korechen??

    • @BedouinBangali
      @BedouinBangali  7 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ। GoPro Hero 9 Black এবং Insta360 OneX2। 🙏❤️

  • @s303rmn
    @s303rmn 26 дней назад +1

    Gorkhey theke sepi kotokhon lege6ilo apnader. 9.30 tai journey suru kore kota nagad sepi te dhuke6ilen?

    • @BedouinBangali
      @BedouinBangali  25 дней назад

      Thanks for your enquiry. Please watch this video 👇❤️
      ruclips.net/video/fPV2BwF4EOQ/видео.htmlsi=_AKpP9mHwXr9eMQx

  • @EpicSafar
    @EpicSafar 2 года назад +1

    First comment

    • @BedouinBangali
      @BedouinBangali  2 года назад +1

      Thank you so much. Hope you are fine. Would like to hear from you about this Episode. ❤️🥰🙏

    • @EpicSafar
      @EpicSafar 2 года назад +1

      @@BedouinBangali let me complete. I'll share my views

    • @BedouinBangali
      @BedouinBangali  2 года назад

      @@EpicSafar Definitely bro. Take your time. 🥰🙏

  • @premdorjeelepcha3542
    @premdorjeelepcha3542 2 года назад +2

    👌🏻👌🏻❤️❤️❤️

  • @rumaibanerjee8019
    @rumaibanerjee8019 2 года назад +3

    Bidesh jete hobe na..Ekdom thik katha.. amader west bengal Hill Sea Forest sob a6e.. khub kom statei ei gulo ek sathe a6e

    • @BedouinBangali
      @BedouinBangali  2 года назад +1

      অনেক ধন্যবাদ আপনাকে। একদম সত্য কথাটা বলেছেন। পূর্ণ সহমত আপনার সঙ্গে। আমরা Blessed এবং গর্বিত যে আমরা পশ্চিমবঙ্গবাসী। ❤️

  • @aritramitra4419
    @aritramitra4419 10 месяцев назад

    Apnara kon somoy gachilen?

    • @BedouinBangali
      @BedouinBangali  10 месяцев назад

      Thanks for your comment. Mid November a gechilam. 🥰❤️

  • @rjmind4564
    @rjmind4564 2 года назад +1

    Number tai kichu vul hoyeche mone hoi please arek bar share koro

  • @keyadey6619
    @keyadey6619 7 месяцев назад

    Khoroch koto prbe approx???

    • @BedouinBangali
      @BedouinBangali  7 месяцев назад

      অনেক ধন্যবাদ কমেন্ট করবার জন্য। Depend করছে কতজন যেতে চাইছেন, কতদিন থাকবেন তার উপর। তাও মোটামুটি Per Head ₹6000 - ₹7000 খরচ হতে পারে ৩ দিন থাকতে চাইলে। বিশদে জানতে এই ভিডিওটা দেখুন। 👇 ruclips.net/video/Drz0nfqMu3Y/видео.html

  • @kripasindhuroy2274
    @kripasindhuroy2274 22 дня назад +1

    Nowadays all indians are flocking to Himalayas seeing Utube , 35 years ago the only religious minded people or people reading travelling story only used to go there for seeking peace of mind , but at present everyone goes there for publicity in utube and make money thereof . I am 65 , never go there as I like to preserve the golden memories of past Himalayas as it may shatter after seeing the disaster of the present

    • @BedouinBangali
      @BedouinBangali  22 дня назад +1

      Thank you sir for your comment. Very handful of people are trekking to reach these places nowadays. Not everyone is an youtuber. Indians who are flocking to himalayas are actually visiting the places which is accessible to cars. Like Darjeeling, Manali etc. And people polluting these places more than 65 years. I appreciate your decision for not visiting himalayas again. We the youngsters and many groups of trekkers are going for missions to clean the debris in remote places of himalayas.

    • @kayS-i7d
      @kayS-i7d 22 дня назад +1

      @kripasindhuroy2274
      Thanks for ' preserving the golden memories of past Himalayas ' from your living room Sir. Please do tell us more about your Himalayan conservation efforts...from HOME :)

  • @surojitsadhukhan7024
    @surojitsadhukhan7024 2 года назад +1

    নিরিবিলিতে অলসতা ভরা দিন যদি কাটাতে চান তাহলে আসতেই হবে সামানদিন গ্রামে। লুকোনো সম্পদ এটা। আমরা তো আবার যাবো, আপনারা আসছেন তো?

    • @BedouinBangali
      @BedouinBangali  2 года назад +1

      অবশ্যই সামানদিন বার বার বেড়াতে যাওয়ার মতোই একটা জায়গা। কি দুর্ভাগ্য মাত্র কয়েক বছর আগেও বাংলার এই হিডেন জেম সম্পর্কে জানতাম না। ❤️❤️😍😍

  • @mangalalogistics9049
    @mangalalogistics9049 Год назад +1

    Doya kore apnara Himalaya r j kono jayga dekhlei Switzerland bole den keno .... Himalaya r ekta sotontro rup ache .... Kothay kothay Switzerland ..... Dekhar energy tai mere den

    • @BedouinBangali
      @BedouinBangali  Год назад

      বিশেষ ধন্যবাদ কমেন্ট করবার জন্য। হিমালয়ের যে একটা নিজস্ব ইউনিক বিউটি আছে সে ব্যাপারে আপনার সাথে পূর্ণ সহমত। তবে আশা করি এটা আপনি বা আপনারা বুঝবেন যে, প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে প্রকৃতির রূপকে উপভোগ করবার। তেমনি আবার কিছু মানুষ আছেন যারা দুধের সাধ ঘোলে মেটাতে চান। সুইজারল্যান্ডের সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে পপুলার। তবে শ্রেষ্ঠ বলা যাবে না। কারণটা আপনার কমেন্টেই আছে। সবার সামর্থ্য হয়না গ্লোবাল ডেস্টিনেশন গুলো পৌঁছানোর। তাই দুধের সাজ ঘোলে মেটাতে চাই আমরা। আবার অন্য দৃষ্টিতে যদি দেখা যায়, কোনো জায়গার সাথে সেই পপুলার জায়গাটার অনেক সদৃশ্য রযেছে। সে ক্ষত্রে ব্যায়বহুল পপুলার জায়গাটার বদলে কম পপুলার জায়গাটা ঘুরে নেওয়াটা পকেট ফ্রেন্ডলি। সুতরাং গণ চাহিদার নিরিখে বিচার করে গোর্খে বা সামানদিনকে বাংলার সুইজারল্যান্ড হিসেবে তুলনা করা হয়। এ তকমা কে দিয়েছে সেটা যাচাই করা আমাদের কাজ বা সাধ্য নয়। কারণ আমরাও লোকমুখে এই তকমা শুনেই দর্শকদের বলেছি। প্রকৃতির সৌন্দর্যকে মানুষ উপভোগ করুক এটাই আমাদের মূল উদ্দেশ্য। হিমালয় হোক অথবা আল্পস, প্রকৃতিপ্রেমীর কাছে উভয়েই সুন্দর। আপনার দৃষ্টিভঙ্গিকেও সন্মান জানাই। ভালো থাকবেন। 🥰🙏

  • @kripasindhuroy2274
    @kripasindhuroy2274 22 дня назад

    Vetho bangalee , probably EB , never seen snow fall ever before but dares to make videos on Great Himalayas

    • @BedouinBangali
      @BedouinBangali  22 дня назад +2

      Ever heard of Shri Bibhutibhusan Bandopadhyay? He never visited Africa but wrote "Chander Pahar" Novel with pinpoint accuracy and description of African flora and fauna. Never discriminate a Bangali being a vetho bangalee as well.