Katwa Panuhat Kartik Lorai 2024||Katwa Kartik Lorai Procession 2024||

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • Katwa Panuhat Kartik Lorai 2024||Katwa Kartik Lorai Procession 2024||#katwakartiklorai #2024 #katwa
    What is Kartik Lorai ? -
    আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষক ড. স্বপনকুমার ঠাকুর বলেন, 'কার্তিক লড়াই কেন বলা হত? থাকার পুজো যখন আস্তে আস্তে শুরু হল তখন জমিদারদের মধ্যে বিসর্জনের সময় প্রতিদ্বন্দ্বিতা হত তাঁদের লাঠিয়ালদের মধ্যে। সেটা থেকেই লড়াই। এক জায়গায় গিয়ে ঠাকুরগুলোকে দাঁড় করাত। প্রতিমাগুলোকে কাঁধে করে নিয়ে যেত। যার ফলে বিশ্রামের প্রয়োজন হত। নির্দিষ্ট পয়েন্ট করে দর্শকদের দেখানো হত। চলমানের মধ্যে স্থায়িত্বের বৃত্ত তৈরি হত, সেখানে বিনোদনের জন্য জমিদারদের লাঠিয়ালদের মধ্যে একটা লাঠি খেলার প্রতিদ্বন্দ্বিতা হত। এটাই লড়াই। জমিদাররা বিজয়ীদের মেডেল দিত। বহু পুরনো মানুষদের সঙ্গে কথা বলে এই তথ্য জানতে পেরেছি। স্বাধীনতার আগে পর্যন্ত এই লড়াই হয়েছে। যত দিন জমিদারিটা পূর্ণ গৌরবে ছিল।'

Комментарии • 1