আপনি যখন মঙ্গলসম্রাজ্য নিয়ে ভিডিও বানিয়ে ছিলেন। তখন আমি আপনাকে উসমানিয় সম্রাজ্য নিয়ে ভিডিও বানানোর অনুরোধ করে ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি ভিডিও আমাদের উপহার দেয়ার জন্য
ভাই আমি নিজেকে ঐ সময়ের স্বনির্ভর, সুগঠিত মুসলিম জাতির ঐতিহাসিক ঘটনার সাথে নিজেকে নিয়ে নিয়ে গেলাম ঐ অটোম্যান রাজ্যে। আবেগে আপ্লুত হয়ে গেলাম। ইসলামের এমন গর্বিত ইতিহাস এতোটা সাবলিল সুন্দর করে গুছিয়ে বলেছেন যে, মনের গভীর থাকে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রহিলো।
আমার দেখা বাংলা ভাষায় এই চ্যানেলটি সেরা।তথ্য উপাত্ত এবং সাবলীল বাচনভঙ্গি হৃদয় কে আন্দোলিত করে!! আমি প্রতিটি এপিসোডই দেখে থাকি! এক কথাই বলতে গেলে অনবদ্য!
আগে অটোমান সাম্রাজ্য সম্পর্কে কিছু আগ্রহ বা জ্ঞান ছিল না কিন্তু দিরিলিস আরতুগ্রুল আর কুরুলুস উসমান সিজন গুলো দেখার পর অনেক আগ্রহের বিষয় এই অটোমান সাম্রাজ্য।🇮🇳🇮🇳🇮🇳
আদ্যোপান্ত এতো সুন্দর একটা জ্ঞানমূলক ভিডিও চ্যানেল , যেখানে নানা রকম উৎসব ও পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে বিস্তারিত ভাবে সুন্দর বিশ্লেষণ করে বোঝানো হয় 💜😍 অসংখ্য ধন্যবাদ আদ্যোপান্ত দাদা অটোমান সাম্রাজ্য নিয়ে এতো সুন্দর করে বিস্তারিত ভাবে ভিডিও উপহার দেওয়ার জন্য ❤️❤️💜💜 আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে 😍🥰
624 বছর ধরে সারা দুনিয়া শাসন করেছে অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের বিস্তার সবচেয়ে বেশি হয় অটোমান দশম সুলতান সুলেমানের হাত ধরে। সুলতান সেলিমের মৃত্যুর পর 26 বছর বয়সে 1520 সালে সিংহাসনে বসেন সুলতান সুলেমান। 1526 সালে মাত্র 2 ঘন্টার যুদ্ধে হাঙ্গেরী জয় করে ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেন সুলতান সুলেমান। সুলেমানের শাসন কালে তিন মহাদেশের শাসক ছিলেন তিনি। 1566 সালে মৃত্যুবরণ করেন সুলতান সুলেমান। নিজে যোগ্য শাসক হলেও রেখে যেতে পারেনি কোনো যোগ্য উত্তরসূরি। সুলতানের ছিল দুইজন স্ত্রী। প্রথম স্ত্রী ছিলেন মাহিদেবরান এবং 2য় জন হচ্ছেন হুররাম সুলতান। যিনি ক্রীতদাস হিসেবে সুলতানের প্রাসাদে এলেও পরিবর্তিতে সুলতানের প্রথম স্ত্রী হিসেবে সম্মানীত হন। হুররাম সুলতান যিনি ছিলেন সারা দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী। হুররাম সুলতানের ছিল 4 শাহজাদা এবং এক শাহজাদী। অন্যদিকের মাহিদেবরানের এক সন্তান ছিল শাহজাদা মোস্তাফা। ইতিহাস বলে শাহজাদা মোস্তাফা এবং হুররাম সুলতানের 3য় শাহজাদা , শাহাজাদা বায়েজিদ ছিল সিংহাসনের যোগ্য উত্তরসূরি। কিন্তু দূর্ভাগ্য সুলতান তার এই দুই শাহজাদার মৃত্যু দন্ড আদেশ দেন। সুলেমানের মৃত্যুর পর সিংহাসনে বসেন শাহজাদা সেলিম। অযোগ্য শাহজাদা হিসেবে আখ্যায়িত সেলিমের শাসনকালে ধীরেধীরে কমে যেতে থাকে অটোমান সাম্রাজ্যের আধিপত্য। বেশিদিন নয় মাত্র 99 বছর আগে পতন হয় অটোমান সাম্রাজ্যের। প্রথম বিশ্বযুদ্ধের পর 1922 সালে আনুষ্ঠানিকভাবে অটোমান শাসনের পতন হয়। আর এইভাবেই নিভে যায় ইসলামি শাসনের আলো। তাইতো এই সময়কে বলা হয় Magnificent Century. আমার এই তথ্যটি ভালো লাগলে চ্যানেলার Owner কে বলবো কমেন্টটি পিন 📌 করে রাখার জন্য।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাবলীল, ও ওত্যনত,জৌকতিক,ভাবে উপস্তাপ্নার জন্য, আপনাকে ধন্নবাদ। আমি অপেক্ষায় রইলাম এরকম আরও সুন্দর সাবলিল বক্তব্য উপসথাপনার জন্য।
যেখানে অন্যান্য বাটপার ইউটিউবার ভুল মিথ্যা তথ্য দিয়ে ভিডিও আপলোড করে।গাজাখুরি টাইটেল আর বাটপারি কন্টেন্ট ঢুকিয়ে আপলোড করে। সেখানে আপনি মার্জিত কন্টেন্ট নির্ভুল তথ্য,সুমধুর বিশ্লেষণ করেন।অসাধারণ ভাই।আশা করি এইরকম কন্টেন্ট আরও বেশি পাবো।
অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে ভিডিও তাড়াতাড়ি শেষ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্কিপ করে যায় । কিন্তু আপনি কখনোই সেট করেন না । সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য যতোটা দরকার আপনি ভিডিওগুলো ঠিক ততোটাই বড় করেন । আপনার ভিডিওগুলো যতোই বড় হোক না কেন, দেখতে বসলে একটুও বিরক্ত হই না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর তথ্যবহুল ভিডিও বানানোর জন্য । সবসময় আপনার সাথেই আছি । ভালোবাসা নেবেন । 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
*ভাই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI নিয়ে একটা ভিডিও আপলোড করুন প্লিজ আর পৃথিবীর কিছু রহস্যময় স্থান , যেমন - মারিয়ানা ট্রেঞ্চ এবং এরিয়া ৫১ নিয়ে ভিডিও বানান প্লিজ* 🙏🙏🙏🙏।
I am waiting for this one. Honestly your contents are top notch & well researched. You deserved more & more subscribe & view. There are lots of good documentary on Ottoman Empire. Please also watch those. You will definitely enjoy. Lots of ❤️❤️
Automen samraajjer upor aro tothyo tule dhorle anandito hotam.asha kore aro kichu video dekhte pabo. Or eai ashadharon video ti bananor jonno Dhonno Bad.
@@Humnty666bp তোদের মতো কিছু ইবলিস আছে যাদের ইবলিস বললে ইবলিস নিজেই লজ্জা পাই। এয় ব্যক্তি খেলাফত নিয়ে কথা বলেছেন তাতে তর কি। খেলাফত কে তরা মালাউনরা এত ভয় পাশ তা জানতাম না। ভয়ে কাপড় হলুদ করে ফেলেছিস বোধ হয়। আর তালেবান কি তরে গুতায়ছে নাকি। মালাউন কোথাকার।
কাজ যথেষ্ঠ ভাল হয়েছে। তবে ওসমানী খেলাফতের আরো কয়েকজন সফল সুলতান যেমন - বাগদাদ বিজয়ী সুলতান মুরাদ (৪র্থ) , সুলতান আব্দুল হামীদ (২য়) ওনাদের বেপারেও কিছু ঐতিহাসিক তথ্য দিলে আরো সমৃদ্ধ হতো । ধন্যবাদ।
Quite an informative discussion in 20 minutes. Lot more to learn about Automaans. The killing of own 2 sons of Suleman is the most vital information which is rarely discussed. But this is a very significant information for the Automaan empire to continue the glorious days. I thank Adyopanto for presenting such historical events in short and simple words.
Good kip it up my friend..I am from Bangladesh… Thank you so much for this nice video…আস সালামু আলাইকুম প্রিয় বন্ধু আশাকরি আল্লাহর অসেস রহমতে ভাল আছেন । আপনার বিভডিওটি অসাধারন হয়েছে। চালিয়ে জান হবে ইনসা আল্লাহ...দোয়া এবং শুবকামনা রইল...যদি লক্ষ থাক অটুট বিশ্বাষ হৃদয়ে হবে হবেই দেখা দেখা হবে বিজয়ে ইনসাআল্লাহ্....i am from Bangladesh …dhobaura….Mymensingh…😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
আমরা মুসলিম-আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আমাদের অতীত নিয়ে জানতে হবে। আমরাই পারি শত্রুকে কাবু করতে মিত্রকে শত্রু থেকে রক্ষা করতে। আমি মুসলিম এটাই আমার গর্ব।
✍️ জাযাকাল্লাহ খাইরান ভাই আপনার চ্যানেলের নিয়মিত দর্শক আমি প্রতিটি ব্লক আপনার দেখার চেষ্টা করি ইতিহাস জানতে গেলে অনেক সময় এবং ঘাটাঘাটির প্রয়োজন ছিল কিন্তু শর্টকাটে আপনার মাধ্যমে অনেক সুন্দর মার্জিতভাবে আপনি যেভাবে তুলে ধরেন তা অসাধারণ এক কথায় জাযাকাল্লাহ খাইরান শুভ কামনা রইল নিয়মিত অপেক্ষায় রইলাম নতুন নতুন ব্লক এর জন্য 🌿
আপনার বাচন ভঙ্গি খুবই ভালো, অনেক তথ্যবহুল উপস্থাপনা আপনি পরিবেশন করেন।অনেক ধন্যবাদ ❤️ মৌর্য, গুপ্ত বা কুষাণ সাম্রাজ্যের বিষয়ে কোনো ভিডিও আছে কি...... একটু দিলে সুবিধা হয়।
আপনি যখন মঙ্গলসম্রাজ্য নিয়ে ভিডিও বানিয়ে ছিলেন। তখন আমি আপনাকে উসমানিয় সম্রাজ্য নিয়ে ভিডিও বানানোর অনুরোধ করে ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি ভিডিও আমাদের উপহার দেয়ার জন্য
R 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥rr
Eeee 🌄🌄e
বগুড়া থেকে ভালোবাসা নিবেন YIY FAMILY.
Tnq vai
@@Rudro_Garden welcome bro.
ভাই আমি নিজেকে ঐ সময়ের স্বনির্ভর, সুগঠিত মুসলিম জাতির ঐতিহাসিক ঘটনার সাথে নিজেকে নিয়ে নিয়ে গেলাম ঐ অটোম্যান রাজ্যে। আবেগে আপ্লুত হয়ে গেলাম। ইসলামের এমন গর্বিত ইতিহাস এতোটা সাবলিল সুন্দর করে গুছিয়ে বলেছেন যে, মনের গভীর থাকে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রহিলো।
ফিআমানিল্লাহ
4🎉00000😢😢😢😢😢😢😢😮😮😅😅😅😊😊
আমার দেখা বাংলা ভাষায় এই চ্যানেলটি সেরা।তথ্য উপাত্ত এবং সাবলীল বাচনভঙ্গি হৃদয় কে আন্দোলিত করে!! আমি প্রতিটি এপিসোডই দেখে থাকি! এক কথাই বলতে গেলে অনবদ্য!
বিশ মিনিটে অটোম্যানদের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরলেন।
ধন্যবাদ।
Bazı bilgiler yanlış
আগে অটোমান সাম্রাজ্য সম্পর্কে কিছু আগ্রহ বা জ্ঞান ছিল না কিন্তু দিরিলিস আরতুগ্রুল আর কুরুলুস উসমান সিজন গুলো দেখার পর অনেক আগ্রহের বিষয় এই অটোমান সাম্রাজ্য।🇮🇳🇮🇳🇮🇳
tik bolacan vai
আমি ও তোমার মতোই আগ্রহী ইসলামের খিলাফতের সম্পর্কে জানতে ওই ertrgrul ghazi দেখার পর।আল্লাহ আমাদের হেদায়েত করুন।
@@sakib3109 🤐
❤️❤️❤️❤️💖💖
@@sakib3109 ģlniboñgllþytyuoyyt
আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
চাওয়াটা যখন আল্লাহর কাছে, পাওয়াটা তখন সুনিশ্চিত - ইন শা আল্লাহ!
আলহামদুলিল্লাহ- অনেক অনেক ধন্যবাদ আদ্যোপান্ত ভাইদেরকে। যারা এতো নিখুত ভাবে ইসলামের ইতিহাস তুলে ধরেছে জাতির সামনে।
তবে বিষ ও মিশিয়েছেন
ইসলামী সোনালী যুগের সাক্ষী! ওসমানীয় সাম্রাজ্য! যা এখন শুধুই অতীত ও ইতিহাস। 🇧🇩❤🇹🇷
🇧🇩❤️🇹🇷
@@JahangirKhan-nk4ll ধন্যবাদ ও শুভ কামনা।
@@JahangirKhan-nk4ll 0⁹⁹0
সোনালি যুগ ছিল সেলজুকদের সময় যা ওসমানীয় সম্রাজের পূর্বের সম্রাজ্য ছিল যা শাসন করতেন মহান বীর সুলতান মালেক শাহ
@@shamimayeusmin6938 হ্যা আমি জানি। কিন্ত উসমানী সাম্রাজ্য এর মত না।
আপনার মূল্যবান মতামতের জন্য। ধন্যবাদ ও শুভ কামনা।
আদ্যোপান্ত এতো সুন্দর একটা জ্ঞানমূলক
ভিডিও চ্যানেল , যেখানে নানা রকম উৎসব
ও পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে বিস্তারিত ভাবে সুন্দর বিশ্লেষণ করে বোঝানো হয় 💜😍
অসংখ্য ধন্যবাদ আদ্যোপান্ত দাদা অটোমান সাম্রাজ্য নিয়ে এতো সুন্দর করে বিস্তারিত ভাবে
ভিডিও উপহার দেওয়ার জন্য ❤️❤️💜💜
আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে 😍🥰
ক্ষমতা চিরকাল থাকে না।
অনেক অজানাকে জানা হলো।
আদ্যোপান্ত কে ধন্যবাদ।
হেব্বি লাগে।
624 বছর ধরে সারা দুনিয়া শাসন করেছে অটোমান সাম্রাজ্য।
অটোমান সাম্রাজ্যের বিস্তার সবচেয়ে বেশি হয় অটোমান দশম সুলতান সুলেমানের হাত ধরে।
সুলতান সেলিমের মৃত্যুর পর 26 বছর বয়সে 1520 সালে সিংহাসনে বসেন সুলতান সুলেমান। 1526 সালে মাত্র 2 ঘন্টার যুদ্ধে হাঙ্গেরী জয় করে ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেন সুলতান সুলেমান।
সুলেমানের শাসন কালে তিন মহাদেশের শাসক ছিলেন তিনি।
1566 সালে মৃত্যুবরণ করেন সুলতান সুলেমান। নিজে যোগ্য শাসক হলেও রেখে যেতে পারেনি কোনো যোগ্য উত্তরসূরি। সুলতানের ছিল দুইজন স্ত্রী।
প্রথম স্ত্রী ছিলেন মাহিদেবরান এবং 2য় জন হচ্ছেন হুররাম সুলতান। যিনি ক্রীতদাস হিসেবে সুলতানের প্রাসাদে এলেও পরিবর্তিতে সুলতানের প্রথম স্ত্রী হিসেবে সম্মানীত হন। হুররাম সুলতান যিনি ছিলেন সারা দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী।
হুররাম সুলতানের ছিল 4 শাহজাদা এবং এক শাহজাদী। অন্যদিকের মাহিদেবরানের এক সন্তান ছিল শাহজাদা মোস্তাফা।
ইতিহাস বলে শাহজাদা মোস্তাফা এবং হুররাম সুলতানের 3য় শাহজাদা , শাহাজাদা বায়েজিদ ছিল সিংহাসনের যোগ্য উত্তরসূরি। কিন্তু দূর্ভাগ্য সুলতান তার এই দুই শাহজাদার মৃত্যু দন্ড আদেশ দেন।
সুলেমানের মৃত্যুর পর সিংহাসনে বসেন শাহজাদা সেলিম। অযোগ্য শাহজাদা হিসেবে আখ্যায়িত সেলিমের শাসনকালে ধীরেধীরে কমে যেতে থাকে অটোমান সাম্রাজ্যের আধিপত্য।
বেশিদিন নয় মাত্র 99 বছর আগে পতন হয় অটোমান সাম্রাজ্যের। প্রথম বিশ্বযুদ্ধের পর 1922 সালে আনুষ্ঠানিকভাবে অটোমান শাসনের পতন হয়।
আর এইভাবেই নিভে যায় ইসলামি শাসনের আলো। তাইতো এই সময়কে বলা হয় Magnificent Century.
আমার এই তথ্যটি ভালো লাগলে চ্যানেলার Owner কে বলবো কমেন্টটি পিন 📌 করে রাখার জন্য।
উপপত্নি রাখা। এক পত্নীর গর্ভে একটির বেশি সন্তান না নেওয়া --!! এ কেমন ইসলাম পালন -??
২য় বিশ্ব যুদ্ধ ১৯২২ সালে হয়েছিলো?কি লিখলেন এটা।
@@Sora_4545 fixed
@LLB-SADIK 1922, in line with wiki encyclopaedia
@@Sora_4545 vai se 1922 sale bissojuddho hoyese ta bolen nai....bolese juddher por smrajjer poton ghote
আপনার এই ভিডিও জ্ঞান বৃদ্ধি করে না , সঙ্গে সঙ্গে মুসলমানদের উজ্জিবিত করে ।
চাই এই রকম আরো অনেক ভিডিও আপনি তৈরি করুন ।
আল্লাহ আপনার তৌফিক দান করুন ।
অত আহ্লাদিত হয়ে লাফানোর কিছু নেই, অটোমেন দের সময় তোমাদের পূর্বপুরুষ রা কি ছিলো সেটা তুমি জানো না
@@santumondal43201:57 ❤
. By
Zuuytui
@@santumondal4320 সেই
আপনি যুগ যুগ বেচেঁ থাকুন আর এতো সুন্দর সুন্দর ইতিহাস
আমাদের উপহার দিতে থাকুন, ধন্যবাদ 🙏
আমি যতগুলো ইউটিউব এর কনটেন্ট দেখি তার ভিতরে আপনার বাচনভঙ্গি আর উপস্থাপনা সবচেয়ে সুন্দর আপনার বলা কথাগুলো দারুণ উপভোগ্য সত্যিই অসাধারণ
ইসলামের স্বর্ণ যুগ অটোমান সাম্রাজ্য।
🥰 আমি সবার আগে সুলতান সুলেমান দেখে অটোম্যানদের সম্পর্কে জানতে শুরু করি। কি সুন্দর শাসন ব্যাবস্থা ছিল।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাবলীল, ও ওত্যনত,জৌকতিক,ভাবে উপস্তাপ্নার জন্য, আপনাকে ধন্নবাদ। আমি অপেক্ষায় রইলাম এরকম আরও সুন্দর সাবলিল বক্তব্য উপসথাপনার জন্য।
আপনি খুব ভালো video বানিয়ে দিয়ে যাচ্ছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই 🥰🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰
প্রতিটি ভিডিও তথ্যবহুল, এবং চমৎকার উপস্থাপনা।
যেখানে অন্যান্য বাটপার ইউটিউবার ভুল মিথ্যা তথ্য দিয়ে ভিডিও আপলোড করে।গাজাখুরি টাইটেল আর বাটপারি কন্টেন্ট ঢুকিয়ে আপলোড করে। সেখানে আপনি মার্জিত কন্টেন্ট নির্ভুল তথ্য,সুমধুর বিশ্লেষণ করেন।অসাধারণ ভাই।আশা করি এইরকম কন্টেন্ট আরও বেশি পাবো।
অনেক অনেক ধন্যবাদ অটোমান সাম্রাজ্য নিয়ে এমন বিস্তর ভিডিও বানানোর জন্য।
অটোমান সাম্রাজ্য নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।।।
❤️❤️💜💜,.......... অপেক্ষায় ছিলাম
আদ্যোপান্ত অসাধারণ ও দারুন উপস্থাপনা
মূলক ভিডিও জন্য 💜💜😍😍🤩🤩
খুব ই গুরুত্বপূর্ন,, এবং সেরা একটা ভিডিউ,, অটোম্যান দের সম্পর্কে। ♥️
😅
ইনশাআল্লাহ মুসলিমরা আবার ফিরিয়ে পাবে তাদের হারানো ঐতিহ্য 💪🥰
Insaallah ami o apnar sathe akmot
অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে ভিডিও তাড়াতাড়ি শেষ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্কিপ করে যায় । কিন্তু আপনি কখনোই সেট করেন না । সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য যতোটা দরকার আপনি ভিডিওগুলো ঠিক ততোটাই বড় করেন । আপনার ভিডিওগুলো যতোই বড় হোক না কেন, দেখতে বসলে একটুও বিরক্ত হই না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর তথ্যবহুল ভিডিও বানানোর জন্য । সবসময় আপনার সাথেই আছি । ভালোবাসা নেবেন ।
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
তালেবান ও আল-কায়েদার উত্থান নিয়ে এরকম তথ্যসমৃদ্ধ ভিডিও চাই। অপেক্ষায় থাকবো ভিডিওটির জন্য
*ভাই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI নিয়ে একটা ভিডিও আপলোড করুন প্লিজ আর পৃথিবীর কিছু রহস্যময় স্থান , যেমন - মারিয়ানা ট্রেঞ্চ এবং এরিয়া ৫১ নিয়ে ভিডিও বানান প্লিজ* 🙏🙏🙏🙏।
Enayet Chowdhury'র চ্যানেল দেখেন পেয়ে যাবেন।
এই চ্যানেলে মারিয়ানা ট্রেঞ্চ ও এরিয়া ৫১ নিয়ে ভিডিও আছে। খুজে দেখেন..
আপনি কি পাকিস্তানের দালাল ৷
@@mdrasal-se3mp কারো সম্পর্কে জানতে চাইলে কী দালাল হতে হয় , দালাল হলে তো আমি অবশ্যই আইএসআই সম্পর্কে জানতাম!!!! 🤣🤣🤣🤣
@@mdrasal-se3mp যে কোনো মন্তব্য করার আগে বুঝে শুনে মন্তব্য করবেন , অকারণে ফাউল মন্তব্য করবেন না প্লিজ!!!
আপনাদের প্রতিটি ভ্লগ এত তথ্যবহুল
যে শেখার অনেক কিছু থাকে, অনেক শুভ কামনা।
আপনার উপস্থাপনা খুবই চমৎকার। কীভাবে যে এই উপস্থাপনা নিজের মধ্যে আয়ত্ব করতে হয় জানি না। ধন্যবাদ আপনাকে।
First like 👍
ভিডিও দেখার আগে লাইক দিয়ে দিলাম 😅
আদ্যোপান্ত ভিডিও গুলো সত্যি অসাধারণ
ও খুব সুন্দর 💜💜❤️❤️
খুব ভালোভাবেই উপস্থাপিত হয়েছে অটোমানদের ইতিহাত । ভালো লাগলো...
একসময় বাংলাদেশের সেরা ইউটিউব চ্যানেল হবে
সত্যি বলতে সুন্দর উপস্থাপনা এবং মানসম্মত তথ্যনির্ভর ভিডিও!
কন্ঠ ও মাধুর্যপূর্ণ 💙
1:55 কথাটা অসম্ভব সত্য 💓
ভালো লাগলো ❤️
ভালো লাগল ভাই,সুন্দর উপস্থাপন ও নতুন কিছু তথ্য পেলাম।গুছিয়ে এভাবে বলার জন্য ধন্যবাদ।
আপনার ভিডিওগুলো অসাধারণ খুব সুন্দর
ভাবে বানান আপনি , উপস্থাপনা ও পরিচালনা
চমৎকার ❤️❤️💜💜🤩🤩😍😍
অসাধারণ উপস্থাপনা । আপনাকে অনেক অনেক ধন্যবাদ । অদ্যোপান্ত ইউটিউবে চ্যানেলকে স্বাগতম ।
খুবই সুন্দর একটি উপস্থাপনা❤️🌼
Onek valo laglo vai, erokom aro video banale valo hoto. Itihasher shashokder nie.
I am waiting for this one. Honestly your contents are top notch & well researched. You deserved more & more subscribe & view. There are lots of good documentary on Ottoman Empire. Please also watch those. You will definitely enjoy. Lots of ❤️❤️
Automen samraajjer upor aro tothyo tule dhorle anandito hotam.asha kore aro kichu video dekhte pabo.
Or eai ashadharon video ti bananor jonno Dhonno Bad.
❤️❤️❤️ভাই আপনার কথাগুলো অনেক সুন্দর❤️❤️❤️কিন্তু ভারত বিভাগের উপরে যদি ভিডিও বানিয়ে দেন তাহলে উপকৃত হতাম❤️❤️❤️
খুব সুন্দর . ফেরাউন এর কাহিনী টা দিলে খুব ভালো হতো
আবার সেই সুনালী খেলাফত ফিরে আসবে ইনশাআল্লাহ্।
Sale nobbo Taliban jongi BD version
@@Humnty666bp মালুর বাচ্চা
@@Humnty666bp তোদের মতো কিছু ইবলিস আছে যাদের ইবলিস বললে ইবলিস নিজেই লজ্জা পাই। এয় ব্যক্তি খেলাফত নিয়ে কথা বলেছেন তাতে তর কি। খেলাফত কে তরা মালাউনরা এত ভয় পাশ তা জানতাম না। ভয়ে কাপড় হলুদ করে ফেলেছিস বোধ হয়। আর তালেবান কি তরে গুতায়ছে নাকি। মালাউন কোথাকার।
বাল
@@shaikatchowdhury1415 শঐম।।।।।।।
কাজ যথেষ্ঠ ভাল হয়েছে। তবে ওসমানী খেলাফতের আরো কয়েকজন সফল সুলতান যেমন - বাগদাদ বিজয়ী সুলতান মুরাদ (৪র্থ) , সুলতান আব্দুল হামীদ (২য়) ওনাদের বেপারেও কিছু ঐতিহাসিক তথ্য দিলে আরো সমৃদ্ধ হতো । ধন্যবাদ।
রিকুয়েষ্ট করছিলাম অটোমান শাসকদের নিয়ে ভিডিও বানাতে। বানালেন। ধন্যবাদ ভাইয়া❤️❤️
দারুন একটা ডকুমেন্টারি দেখলাম। আন্তরিক ধন্যবাদ রইলো আদ্যপান্ত টিমের প্রতিটি সদস্যের জন্য।
মহান অটোমান সাম্রাজ্যের প্রতি শ্রদ্ধা 🇹🇷
Video gulo deklam onak valo valo information paoya jay 😊
Islam er Bijoy abar ashbe inshallah ❤️❤️❤️
😛👎👎
আদ্যপান্ত তাদের ভিডিওগুলো অসাধারন করে তোলে তাদের তথ্যের মাধ্যমে,ধন্যবাদ আদ্যপান্ত পরিবার♥
Thank you for explaining so perfectly about Ottoman empire.
Quite an informative discussion in 20 minutes. Lot more to learn about Automaans. The killing of own 2 sons of Suleman is the most vital information which is rarely discussed. But this is a very significant information for the Automaan empire to continue the glorious days. I thank Adyopanto for presenting such historical events in short and simple words.
You are wrong about king soleman
*ottoman
এতো সুন্দর করে উপস্থাপন করেন আপনি! ❤️❤️
Turky berate jabo InshaAllah nij chokhe sob dekhar jonno.
দোয়া করি আল্লাহর কাছে আপনি যেন অনেক দূর এগিয়ে যেতে পারেন
অসাধারণ উপস্থাপনা!!
ভাইয়া আবখাজিয়ার পরিত্যাক্ত শহর আকামারার ইতিহাস নিয়ে একটি বিডিও বানান!!
I am really found your channel as my favourite one . I am a geography and history lover . May Allah bless you .
ইনশাআল্লাহ ইমাম মাহাদী এবং ঈশা (আ:) আসবেন খুব তাড়াতাড়ি তারপর আবার ইসলামের খিলাফাত প্রতিষ্ঠা হবে ❤️❤️❤️
অসাধারণ Presentation এর আগেও উসমানীয় সাম্রাজ্য এর কাহিনী শুনেছি, কিন্তু আপনার মত এতো সুন্দর করে কেউ Presentation করেনি।
Good kip it up my friend..I am from Bangladesh… Thank you so much for this nice video…আস সালামু আলাইকুম প্রিয় বন্ধু আশাকরি আল্লাহর অসেস রহমতে ভাল আছেন । আপনার বিভডিওটি অসাধারন হয়েছে। চালিয়ে জান হবে ইনসা আল্লাহ...দোয়া এবং শুবকামনা রইল...যদি লক্ষ থাক অটুট বিশ্বাষ হৃদয়ে হবে হবেই দেখা দেখা হবে বিজয়ে ইনসাআল্লাহ্....i am from Bangladesh …dhobaura….Mymensingh…😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
ভাইয়া "আফগানিস্তান ও তালেবান" সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও চাই।
আশা করি আপনি কথা রাখবেন।
আপনি খুব ভালো video বানিয়ে দিয়ে যাচ্ছেন ।তাই আপনাকে ধন্যবাদ জানাই 🥰🥰🥰 । ভালো থাকবেন ।
সৌদি আরব এর ইতিহাস নিয়ে একটা ডকুমেন্টারি আশা করি, আজকের এই সৌদ বংশ কিভাবে অটোমেন সম্রাজ্য বিলুপ্ত হওয়ার পরে ব্রিটেনের কাছ থেকে পেল।
খুব সুন্দর একটি উপস্থাপনা। ইসলামী খেলাফত নিয়ে এরকম আরো ভিডিও চাই.. ধন্যবাদ
ধন্যবাদ ভাই মুলিমদের ইতিহাস তুদরার জন্য😍
Best RUclips Channel in Bangladesh
চমৎকার উপস্থাপনা। সেলজুক সাম্রাজ্য এর ইতিহাস জানতে চাই।
Onek vlo laglo Vai vlo vlo video Dewar Jonno ❤️❤️
আমরা মুসলিম-আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আমাদের অতীত নিয়ে জানতে হবে। আমরাই পারি শত্রুকে কাবু করতে মিত্রকে শত্রু থেকে রক্ষা করতে। আমি মুসলিম এটাই আমার গর্ব।
😂😂😂
@@subhashisdas2179 hasar ki ekhane
☠️☠️☠️☠️☠️☠️
😂😂😂😁😁
কিভাবে হলি,,,সেটা ইতিহাস আগে জেনে নেই😁
Prithibir sabcheye durbal.
সুন্দর বাচন এবং বলিস্ট ব্যখ্যাGood job👍
সবচেয়ে মধুর আদ্যোপান্ত 💜 রঙে ভরা 💜
বণণা্ ভরা 🔥🔥🔥🔥
আপনার কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর। বর্ণনাও অত্যন্ত সুন্দর।
হায় ইসলামী স্বর্নযুগ! হায় অটোম্যান সমরাজ্য ইনশাল্লাহ ভবিষ্যতে আবার ইসলামী স্বর্নযুগ আসবে 🖤
Islam dhongso habe.
মাশাআল্লাহ, উপস্থাপনা সুন্দর।
তবে শেষ দিকে সুলতান আব্দুল হামীদ ২য় এর কথা উল্লেখ করা প্রয়োজন ছিলো।
মাশাআল্লাহ অনেক বাল লাগল
আল্লাহ আপনাকে নেক হাইয়াত
দান করুন এবং আমি সহ সব মুসলিম
ভাই কে হেদায়াত দান করুন আমিন
✍️ জাযাকাল্লাহ খাইরান ভাই আপনার চ্যানেলের নিয়মিত দর্শক আমি প্রতিটি ব্লক আপনার দেখার চেষ্টা করি ইতিহাস জানতে গেলে অনেক সময় এবং ঘাটাঘাটির প্রয়োজন ছিল কিন্তু শর্টকাটে আপনার মাধ্যমে অনেক সুন্দর মার্জিতভাবে আপনি যেভাবে তুলে ধরেন তা অসাধারণ এক কথায় জাযাকাল্লাহ খাইরান শুভ কামনা রইল নিয়মিত অপেক্ষায় রইলাম নতুন নতুন ব্লক এর জন্য 🌿
Shortly discussion of automa kingdom is very fine.Thank you.
ভিডিও টা বানানো জন্য অনেক ধন্যবাদ। আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি সব সময়।
Inshaallah onk valo hbe 2023 theke... Ottoman❤️❤️❤️
Masa-allah, khubi sabolil bolar dhoron. Valo laglo💝
আপনার বাচন ভঙ্গি খুবই ভালো, অনেক তথ্যবহুল উপস্থাপনা আপনি পরিবেশন করেন।অনেক ধন্যবাদ ❤️
মৌর্য, গুপ্ত বা কুষাণ সাম্রাজ্যের বিষয়ে কোনো ভিডিও আছে কি......
একটু দিলে সুবিধা হয়।
অনেক তথ্য বহুল একটি video
❤❤❤❤
মোয়াবিয়া ও এজিদের সঠিক ও সত্য তথ্যর আলোকে তাদের সময়কার ইতিহাস তুলে ধরবেন আশা করি 👍👍👍👍👍👍👍👍👌👍
ইসলামী ইতিহাস জানার অসাধারণ একটি প্লাটফর্ম ''epic of glory'
শোয়ারের বাচ্চা।
তোর বাপ্ অটোমেনদের থেকে মুয়াবিয়া ( রা ) এর উমায়াদ সম্রাজ্যে
কয়েকগুন ক্ষমতাবান ছিল।
Wow excellent subject 🙏👍
Video er title dekhei comment korchhi 👍
🙏💕💕💕💕💕
আপনার সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ হান এর কথা বলার প্রয়োজন ছিলো।
আপনার কন্ঠ এবং বলার ভঙ্গি অনেক সুন্দর এবং তথ্যবহুল ভিডিও।শুভকামনা রইল
সোনালী যুগের আব্বাসীয় খলিফা হরুণ অর রশীদ, খলীফা মামুনের বায়তুল হিকমা
এবং সহস্র রজনীর শহর বাগদাদ সম্পর্কে জানতে চাই।
Vai video ta valo lagca kintu music ta distab kortacilo maje maje
2:02✌️❣️Best উক্তি!
এই ভিডিও এর অপেক্ষায় ছিলাম। 🥰 ধন্যবাদ 🤗
অসাধারণ ও জ্ঞানবহুল আপনার উপস্থাপননা কৌশল, ধন্যবাদ ❤️
Daron content. Agia jan vai. Apnar sata asi.❤️❤️❤️❤️🥰🥰🥰🥰.
Fall of Constantinople was the catalist moment for European Renaissance 🙏💕💕
Khub sundor korey uposthapon korlen thank u
i am hindu but i love otoman
Nice
absolutely brilliant. I am a regular fan of this great channel. It will be great to talk to u. Can I have ur digits?
ইসলামি সোনালী যুগগুলোর মধ্যে অটোমান সাম্রাজ্য অন্যতম।
বাহ্ খুবই সুন্দর একটা ভিডিও
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে ভালো ভিডিও দেখার এবং শেখার তৌফিক দান করুক আমিন