কি বলবো দিদি তুমি আমাদের বাংলাদেশের সনাতনী সমাজের গায়কদের মধ্যে সংস্কৃত ভাষায় প্রথম এত বড় কাজ করা। অনেক ভালো লাগছে আজ দিদি। অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছি দিপাবলীর। মিথুন চক্র দাদা সাগর চক্রবর্তী তো অনেক আগে থেকেই আমাদের দেশের সনাতনী সমাজের গর্বিত নাম। তবে সংস্কৃত ভাষায় বড় কাজটা দাদার তোমার সাথে করা ঠিক করা ছিলো
রমনা কালী মন্দিরে প্রবেশ করার পর , অন্যরকম একটা environment পেলাম। অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছিলাম ,একটু বেশিই ভালো লাগতেছিল , কেন?? পরক্ষণে বুঝতে পারলাম অসাধারণ একটা গান background মিউজিক হিসেবে বাজতেছে।। যেটা আগে কখনো শুনিনি।।বারবার একটা গানই বাজতেছিল, কিন্তু তারপরও ভালই লাগছে।। পরে বাসায় এসে খুঁজে পেলাম , অবন্তী র এই অসাধারণ আদ্যা স্তোত্র ।। আহা সত্যি অসাধারণ ।
শুধু শিব তান্ডব নয়,এইবার হবে মহাময়া তান্ডব ।অসাধারন হয়েছে।আমি কতবার শুনছি বলে শেষ করা যাবে না।অসাধারন অসাধারন।সনাতনী হিসেবে আপনাকে নিয়ে আমরা অনেক গর্বিত .এতোদিন শুধু হুসেল কুইন ছিলেন এখন হচ্ছেন মহামায়া🙏🏻🙏🏻🙏🏻
এই গানটা ভাইরাল হয় না! 😕 আমি আমার সকল সনাতনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি,,, এমন কাজকে সব জায়গায় ছড়িয়ে দিন,,,, এটা আমাদের ধর্মীয় একটা মহাশক্তিশালী স্তোত্র, এই স্তোত্র শ্রবনেও পুণ্য । আমি ইতি মধ্যে বেশ কিছু গ্রুপে সেয়ার করে দিয়েছি, আপনারাও করুন,,,, এই কাজ বাংলাদেশে rare,, এমন কাজকে ছড়িয়ে দেওয়া উচিত যাতে next আরো এমন গান আমরা পাই 🙏🙏
যত শুনছি তত শুনেই যাচ্ছি।।কি বলবো দিদি তুমি আমাদের বাংলাদেশের সনাতনী সমাজের গায়কদের মধ্যে সংস্কৃত ভাষায় প্রথম এত বড় কাজ করলে। অনেক ভালো লাগছে আজ দিদি। অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছি দিপাবলীর। মিথুন চক্র দাদা সাগর চক্রবর্তী তো অনেক আগে থেকেই আমাদের দেশের সনাতনী সমাজের গর্বিত নাম। তবে এখানে শেষ করলে হবে না সংস্কৃত ভাষায় এইরকম আরো ভালো ভালো কাজ তোমাদের কাছে আশা করছি।। সত্যি বলতে বাংলাদেশে এইরকম আমাদের ধর্ম নিয়ে এত সুন্দর কাজ কখনো চিন্তাই করিনি।। আবারো অন্তরের অন্তর্স্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইলো তোমাদের জন্য❤️❤️❤️
অনেক অনেক সুন্দর একটি পরিবেশনা এবং আমাদের বাংলাদেশে এই প্রথম। অনেক ধন্যবাদ জানাই, শিল্পী অবন্তী সিঁথি, মিঠুন চক্র সহ পরিবেশনার সাথে সংশ্লিষ্ট সকলকে। মা দুর্গা সকলের মঙ্গল করুক। সকল সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ হোক। জয় মা দুর্গা।
এই গানটা মন্দিরে শোনার পরে ভাবলাম তামিল গান নাকি।অনেক খুজতে খুজতে একটা গ্রুপের মাধ্যমে পেলাম এই অসাধারণ সৃষ্টিকে। গান তো এমনই হওয়া উচিত যেটা একবার শোনার পর বারবার মন চাইবে শুনতে। অনেক অনেক শুভ কামনা।
Eni mone Bangladesh er gaika kintu ato sundor stotra bola jeta asadharon khub sundor hoyeche ami sudhu mone kori amra saby Vedic dharma r anusarankari Love from home of Vedic culture
ভালো লাগলো,যদিও এই ভাবে যা শুনলাম,সেই ভাবে আগে উপস্থাপনা শুনিনি,আর এই ভাবে আদ্যা স্ত্রোত পাঠ করার তো দূরের কথা চিন্তাই করিনি,তবে আদ্যামায়ের আশ্রিত সামান্য মানুষ হিসেবে বলতে পারি আমার ভক্তিতে কোন অভাব বোধ হয়নি, মনে হয়েছে এই ভাবে তাকে ডাকাতে কোথাও ভক্তি রসের অভাব ছিলো না,যারা এই অসম্ভব কাজ ঘটালেন তাদের ধন্যবাদ। ত র ত য য থ
Addya mayer stotram er ato valo akta version o hote pare vabini kokhno......Aaj dudin holo sunchi ei version ta r jst loop e pore gache....ei vabe paath korteo interest jagbe protyek manusher r mukhosto korteo easy hoye jbe.....kono tulona nei ei music r sur er....vishon valo....onek shuveccha r valobasa roilo tmr jnno....Tumi aro onek onek popular how.. 😘😘🤗😘
সত্যি গানটি শুনে মন্ত্রোমুগ্ধ হলাম।।।। অনেক অনেক ভালো হয়েছে।।।গানটি শুনেই এক ধরনের অনুভব কাজ করছে।।।। অনেক স্পিরিট নিয়ে করেছো মিথুন দা আর অবন্তী দি।।♥️♥️♥️
আপনাদের কন্ঠে গানটি সরাসরি শুনে খুব মুগ্ধ হয়েছি। বিশেষ করে দাদার কথা গুলো ভালো লাগলো।আর উনার কন্ঠ, বাজনা সবাইকে মুগ্ধ করেছে অনেক । দাদার বাজনার তুলনা হয় নাহ।আপনাদের দুই জনকে সামনে থেকে দেখেছি চট্রগ্রামে লোকনাথ বাবার মন্দিরে অনুষ্ঠান করেছিলেন। দুজন কে বেশি ভালো লেগেছে। 💗💗💗💗💗
গতবছরের কালী পূজোয় এক মন্দিরে এই গান টা শুনি একটু খানি রেকর্ড ও করে রেখেছিলাম মোবাইলে, তারপর সেজাম, সাউন্ড হাউন্ড, গুগল কত জায়গায় খুজেছি... কিন্ত কোথাও পাচ্ছিলাম না। তারপর whatzthatsong নামে একটা ওয়েবসাইটে অডিও টা আপলোড দেই আজকে রিপ্লাই য়ে গান টা শেয়ার করল একজন। গান টা যে শুনতে পাবো ভাবতেই পারিনি
কি বলবো দিদি তুমি আমাদের বাংলাদেশের সনাতনী সমাজের গায়কদের মধ্যে সংস্কৃত ভাষায় প্রথম এত বড় কাজ করা। অনেক ভালো লাগছে আজ দিদি। অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছি দিপাবলীর। মিথুন চক্র দাদা সাগর চক্রবর্তী তো অনেক আগে থেকেই আমাদের দেশের সনাতনী সমাজের গর্বিত নাম। তবে সংস্কৃত ভাষায় বড় কাজটা দাদার তোমার সাথে করা ঠিক করা ছিলো
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
Right
1
1¹1
Keep it on.
ফেসবুকে পুরা গান টা শোনা শেষের দিকে এসে খেয়াল করছি গানটা ভারতীয় নয়। আমাদের দেশে এভাবে আগে সংস্কৃতি আর স্ত্রোতম নিয়ে কোন গান হয়নি। খুব সুন্দর হয়েছে।
রমনা কালী মন্দিরে প্রবেশ করার পর , অন্যরকম একটা environment পেলাম। অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছিলাম ,একটু বেশিই ভালো লাগতেছিল , কেন??
পরক্ষণে বুঝতে পারলাম অসাধারণ একটা গান background মিউজিক হিসেবে বাজতেছে।। যেটা আগে কখনো শুনিনি।।বারবার একটা গানই বাজতেছিল, কিন্তু তারপরও ভালই লাগছে।। পরে বাসায় এসে খুঁজে পেলাম , অবন্তী র এই অসাধারণ আদ্যা স্তোত্র ।। আহা সত্যি অসাধারণ ।
Ramna Kali mondir.... kalipuja
ruclips.net/video/dCwVU6fLccw/видео.html
দীপাবলির রাতে রমনা কালী মন্দিরে বড় পর্দায় এই গানটাই রিপিট হচ্ছিলো বারবার, চারদিকে ধুপ আগরবাতির মৃদুল সুবাসে চমৎকার একটা পরিবেশ তৈরী হয়েছিল। সেই অনুভূতি বলে বোঝানো যাবেনা। সেদিন পর্দায় দেখে অবন্তি দি আপনাকে ইন্ডিয়ার মেয়ে মনে করেছিলাম আজ দেখলাম আমাদের বাংলাদেশের। ভালবাসা রইলো 🙏🙏🙏❤️❤️❤️🇧🇩
বঙ্গের দেবী কালিকাকে বাংলার মাটিতে সুরের মাধ্যমে স্তুতি করার জন্য বাঙ্গালী এই দুই শিল্পীকে ধন্যবাদ, শুভ দীপাবলি। 🙏🙏🌻
শুধু শিব তান্ডব নয়,এইবার হবে মহাময়া তান্ডব ।অসাধারন হয়েছে।আমি কতবার শুনছি বলে শেষ করা যাবে না।অসাধারন অসাধারন।সনাতনী হিসেবে আপনাকে নিয়ে আমরা অনেক গর্বিত .এতোদিন শুধু হুসেল কুইন ছিলেন এখন হচ্ছেন মহামায়া🙏🏻🙏🏻🙏🏻
আদ্যা স্তোত্র
ঔং নম আদ্যায়ৈ |
শৃণু বত্স প্রবক্ষ্যামি আদ্যা স্তোত্রং মহাফলমঃ |
যঃ পঠেতঃ সততং ভক্ত্যা স এব বিষ্ণুবল্লভঃ || ১||
মৃত্যুর্ব্যাধিভয়ং তস্য নাস্তি কিঞ্চিতঃ কলৌ যুগে |
অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি || ২||
দ্বৌ মাসৌ বন্ধনান্মুক্তি বিপ্রর্বক্ত্রাতঃ শ্রুতং যদি |
মৃতবত্সা জীববত্সা ষণ্মাসং শ্রবণং যদি || ৩||
নৌকায়াং সঙ্কটে যুদ্ধে পঠনাজ্জয়মাপ্নুয়াতঃ |
লিখিত্বা স্থাপয়েদঃগেহে নাগ্নিচৌরভয়ং ক্বচিতঃ || ৪||
রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্নাঃ সর্ব্বদেবতা |
ঔং হ্রীং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্ব্বমঙ্গলা || ৫||
ইন্দ্রাণী অমরাবত্যামবিকা বরুণালয়ে|
যমালয়ে কালরূপা কুবেরভবনে শুভা || ৬||
মহানন্দাগ্নিকোনে চ বায়ব্যাং মৃগবাহিনী |
নৈঋত্যাং রক্তদন্তা চ ঐশাণ্যাং শূলধারিণী || ৭||
পাতালে বৈষ্ণবীরূপা সিংহলে দেবমোহিনী |
সুরসা চ মণীদ্বিপে লঙ্কায়াং ভদ্রকালিকা || ৮||
রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে |
বিরজা ঔড্রদেশে চ কামাক্ষ্যা নীলপর্বতে || ৯||
কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী |
বারাণস্যামন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী || ১০||
কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা |
দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মাহেশ্বরী || ১১||
ক্ষুধা ত্বং সর্ব্বভূতানাং বেলা ত্বং সাগরস্য চ |
নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণসৈকাদশী পরা || ১২||
দক্ষসা দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী |
রামস্য জানকী ত্বং হি রাবণধ্বংসকারিণী || ১৩||
চণ্ডমুণ্ডবধে দেবী রক্তবীজবিনাশিনী |
নিশুম্ভশুম্ভমথিনী মধুকৈটভঘাতিনী || ১৪||
বিষ্ণুভক্তিপ্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা |
আদ্যাস্তবমিমং পুণ্যং যঃ পঠেতঃ সততং নরঃ || ১৫||
সর্ব্বজ্বরভয়ং ন স্যাতঃ সর্ব্বব্যাধিবিনাশনমঃ |
কোটিতীর্থফলং তস্য লভতে নাত্র সংশয়ঃ || ১৬||
জয়া মে চাগ্রতঃ পাতু বিজয়া পাতু পৃষ্ঠতঃ |
নারায়ণী শীর্ষদেশে সর্ব্বঙ্গে সিংহবাহিনী || ১৭||
শিবদূতী উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী |
বিশালাক্ষী মহামায়া কৌমারী সঙ্খিনী শিবা || ১৮||
চক্রিণী জয়ধাত্রী চ রণমত্তা রণপ্রিয়া |
দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী || ১৯||
নারসিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা |
ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভযবিনাশিনী || ১০||
ইতি ব্রহ্ময়ামলে ব্রহ্মনারদসংবাদে আদ্যা স্তোত্রং সমাপ্তমঃ ||
|| ঔং নম আদ্যায়ৈ ঔং নম আদ্যায়ৈ ঔং নম আদ্যায়ৈ ||
এই রকম গান বাংলাদেশে এই প্রথম। সত্যি অসাধারণ। প্রথমে ভেবেছিলাম ইন্ডিয়ান কোনো সিঙ্গার কিন্তু পরে দেখি এতো অবন্তী দি। ❤️
কাল রমনা মন্দিরে এত বার শুনে আমি মুগ্ধ হয়ে গেছি।আসলেই অসাধারণ দিদি❤️❤️
আমিও
এই গানটা ভাইরাল হয় না! 😕 আমি আমার সকল সনাতনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি,,, এমন কাজকে সব জায়গায় ছড়িয়ে দিন,,,, এটা আমাদের ধর্মীয় একটা মহাশক্তিশালী স্তোত্র, এই স্তোত্র শ্রবনেও পুণ্য । আমি ইতি মধ্যে বেশ কিছু গ্রুপে সেয়ার করে দিয়েছি, আপনারাও করুন,,,, এই কাজ বাংলাদেশে rare,, এমন কাজকে ছড়িয়ে দেওয়া উচিত যাতে next আরো এমন গান আমরা পাই 🙏🙏
ঠিক বলেছেন। আমিও বেশ কয়েকটি গ্রুপে শেয়ার করেছি 😃
আদ্যাস্তোত্র আমার খুবই প্রিয় 🥰
জয় আদ্যাশক্তি মহামায়ার জয়!!! 🙏🌺❤️🔱
যত শুনছি তত শুনেই যাচ্ছি।।কি বলবো দিদি তুমি আমাদের বাংলাদেশের সনাতনী সমাজের গায়কদের মধ্যে সংস্কৃত ভাষায় প্রথম এত বড় কাজ করলে। অনেক ভালো লাগছে আজ দিদি। অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছি দিপাবলীর। মিথুন চক্র দাদা সাগর চক্রবর্তী তো অনেক আগে থেকেই আমাদের দেশের সনাতনী সমাজের গর্বিত নাম। তবে এখানে শেষ করলে হবে না সংস্কৃত ভাষায় এইরকম আরো ভালো ভালো কাজ তোমাদের কাছে আশা করছি।। সত্যি বলতে বাংলাদেশে এইরকম আমাদের ধর্ম নিয়ে এত সুন্দর কাজ কখনো চিন্তাই করিনি।। আবারো অন্তরের অন্তর্স্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইলো তোমাদের জন্য❤️❤️❤️
বাংলাদেশে কেউ এত কঠিন আদ্যাস্তোত্র কে সংগীতের মাধ্যমে এত সুন্দরভাবে উপস্থাপন করবে, তা সত্যিই অভাবনীয় 🥰
Just অসাধারণ.....!!! 😘😘😘
উচ্চারণ নিয়ে অনেকেই মন্তব্য করছেন।প্রথমবার এমন কাজ।তাও আবার বাংলাদেশে।তাই আগে কাজটির প্রশংসা পাওয়ার দাবীদার তারা।❤❤❤
Adya stotram পাঠ করাই ভুলে যাবে এই রকম শুনলে.
সহমত
গতকাল রমনা কালী মন্দিরে গানটা বাজতে দেখে এমে সার্চ করলাম। সত্যিই অসাধার মিঠুনদা ফাটিয়ে দিছে আর তুমিতো অলওয়েজ বিউটি❤️❤️❤️❤️
দেবী সরস্বতীর আশির্বাদে আপনার কন্ঠের জাদুতে যেন আমরা এভাবেই মুগ্ধ হতে পারি💝🙏
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
অনেক অনেক সুন্দর একটি পরিবেশনা এবং আমাদের বাংলাদেশে এই প্রথম। অনেক ধন্যবাদ জানাই, শিল্পী অবন্তী সিঁথি, মিঠুন চক্র সহ পরিবেশনার সাথে সংশ্লিষ্ট সকলকে। মা দুর্গা সকলের মঙ্গল করুক। সকল সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ হোক। জয় মা দুর্গা।
এই গানটা মন্দিরে শোনার পরে ভাবলাম তামিল গান নাকি।অনেক খুজতে খুজতে একটা গ্রুপের মাধ্যমে পেলাম এই অসাধারণ সৃষ্টিকে।
গান তো এমনই হওয়া উচিত যেটা একবার শোনার পর বারবার মন চাইবে শুনতে।
অনেক অনেক শুভ কামনা।
রমনা কালি মন্দিরে আমি ও প্রথম শুনেছি 😊
Eta sanskrit stotra tamil noi
I know now…
এমন কাজ আরো অনেক বেশি দেখতে চাই।অনেক পাওয়ারফুল কাজ।এমন কাজ আগে দেখা যায়নি।মিউজিক,গায়কী,কম্পোজিশন সব মিলিয়ে অসাধারণ।টীমের সকলের জন্য শুভকামনা।
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
ওঁ নমঃ আদ্যায়ৈ
শৃণু বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রম্ মহাফলম।
যঃ পঠেৎ সততং ভক্ত্যা স এব বিষ্ণুবল্লভঃ।।
মৃত্যুর্ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌযুগে।
অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি।।
দ্বৌ মাসৌ বন্ধনামুক্তিঃ বিপ্র বক্ত্রাৎ শ্রুতং যদি।
মৃতবৎসা জীববৎসা ষন্মাসং শ্রবণং যদি।।
নৌকায়াং সঙ্কটে যুদ্ধে পঠনাজ্জয় মাপ্নুয়াৎ।
লিখিত্বা স্থাপয়েৎ গেহে নাগ্নি চৌরভয়ং ক্কচিৎ।।
রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্নাঃ সর্ব্বদেবতাঃ।
ওঁ হ্রীং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকন্ঠে সর্ব্বমঙ্গলা।।
ইন্দ্রাণী অমরাবত্যাম্বিকা বরুণালয়ে।
যমালয়ে কালরূপা কুবেরভবনে শুভা।।
মহানন্দাগ্নি কোণে চ বায়ব্যাং মৃগবাহিনী।
নৈঋত্যাং রক্তদন্তা চ ঐশানাং শূলধারিণী।।
পাতালে বৈষ্ণবীরূপা সিংহলে দেবমোহিনী।
সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা।।
রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে।
বিরজা ওড্রোদেশে চ কামাখ্যা নীল পর্ব্বতে।।
কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী।
বারাণস্যামন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী।।
কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা।
দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞবিনাশিনী।
রামস্য জানকী ত্বং হি রাবণধ্বসং কারিণী।।
চন্ডমুন্ডবধে দেবী রক্তবীজবিনাশিনী।
নিশুম্ভশুম্ভমণনী মধুকৈটভঘাতিনী।।
বিষ্ণুভক্তিপ্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা।
আদ্যাস্তবমিমং পুণ্যং যঃ পঠেৎ সততং নরঃ।।
সর্ব্বজ্বরভয়ং ন স্যাৎ সর্ব্বব্যাধিবিনাশনম্।
কোটীতীর্থফলং তস্য লভতে নাত্র সংশয়ঃ।।
জয়া মে চাগ্রতঃ পাতু বিজয়া পাতু পৃষ্ঠতঃ।
নারায়ণী শীর্ষদেশে সর্ব্বাঙ্গে সিংহবাহিনী।।
শিবদূতী উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী।
বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা।।
চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া।
দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী।।
নারসিংহা চ বারাহী সিদ্ধিধাত্রী সুখপ্রদা।
ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী।।
ব্রহ্মযামলে ব্রহ্মনারদসংবাদে আদ্যাস্তোত্রম্ সম্পূর্ণম্।
Jotobar ay gaan ta suni...sorir e jeno akta aladae energy ase....❤❤❤❤onek valobasha roylo ...India❤❤
মিঠুন চক্র দাদার পার্ট টা শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সত্যি খুব সুন্দর হয়েছে।
অসাধারণ হয়েছে।সংস্কৃত শব্দ গুলো অনেক কঠিন।অনেক শিল্পি আছে যারা ঠিক ভাবে উচ্চারণ করতেই পারবে না।
Eni mone Bangladesh er gaika kintu ato sundor stotra bola jeta asadharon khub sundor hoyeche ami sudhu mone kori amra saby Vedic dharma r anusarankari
Love from home of Vedic culture
বাংলাদেশেও হতে পারে ভাবতে পারি নাই। পরেরটার জন্য অপেক্ষায় থাকলাম।
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
আদ্দ্যা স্তোত্র একটু অন্যরকম সুরে তালে বেশ ভালো লাগল💟❣️🙏🙏🇮🇳🇮🇳
জয় মা আদ্য
বাংলাদেশী সনাতনীদের বিশ্বে পরিচয় করাতে আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এরকম আরো পরিবেশনা আশা করছি আপনাদের কাছ থেকে❤️❤️❤️❤️
বাংলাদেশে এর আগে কখনো এত সুন্দর স্তুতি হয় নাই
এর আগে এমন আদ্যাস্তোত্র দেখি নাই। সব কিছু মিলে দারুন। সামনে এমন কাজ আরো আশা করি।
দারুণ হয়েছে জয় মা আদ্যাশক্তি মহামায়া 🙏
পুরো প্রোডাকশনটাই অসাধারণ, কেউ কারো চেয়ে কম নয়। ভালোবাসা রইলো।
Jakhon ma'am amar mon kharap lage takhon montro ta suni. & sakti pai. God bless you & your enter Tim.
রমনা কালীবাড়িতে কাল রাত থেকে শোনার পর থেকে এটাই খুঁজছিলাম
আমিও😍😍
অসাধারণ উপস্থাপনা। বারংবার শুনেই চলেছি। মন যেন ইতিবাচক শক্তিতে ভরে উঠছে । অনেক ধন্যবাদ ভারতবর্ষ থেকে।
বাংলাদেশে এমন গান হচ্ছে এটা সত্যিই অসাধারণ ব্যাপার।খুবই সুন্দর হয়েছে।শুভ দীপাবলি 💓💓
স্বয়ং সরস্বতী আপনার গলায় অধিষ্ঠিত দিদি❤️
এ গানের সুর আমার রক্তের শিরা উপশিরায় যেনো বয়ে গেলো,,,,,,🙏
Much desired from Bangladesh after Durga Puja aftermath...Thanks to Abanti Sinthi and her team for this production....Abanti...you look like godess
অসাধারণ
বাংলাদেশে এক দৃষ্টান্ত স্থাপন হলো
ভালো লাগলো,যদিও এই ভাবে যা শুনলাম,সেই ভাবে আগে উপস্থাপনা শুনিনি,আর এই ভাবে আদ্যা স্ত্রোত পাঠ করার তো দূরের কথা চিন্তাই করিনি,তবে আদ্যামায়ের আশ্রিত সামান্য মানুষ হিসেবে বলতে পারি আমার ভক্তিতে কোন অভাব বোধ হয়নি, মনে হয়েছে এই ভাবে তাকে ডাকাতে কোথাও ভক্তি রসের অভাব ছিলো না,যারা এই অসম্ভব কাজ ঘটালেন তাদের ধন্যবাদ।
ত
র
ত
য
য
থ
অসাধারণ সুন্দর হয়েছে।
এরকম আরো দেখতে চাই।
জয় শ্রীরাম
অপূর্ব সুন্দর... আমি স্তম্ভিত... মোহিত..
এক কথায় অসাধারণ বললেও কম বলা হবে। এত সুন্দর হয়েছে।
অসাধারণ, অনবদ্য, অনন্য
সকল প্রশংসনীয় বিশেষণ আপনাদের জন্য দিদি।❤️❤️❤️🙏🙏🙏
এককথায়, অতুলনীয়❤️❤️❤️প্রনাম সকল টিম মেম্বারদের❤️❤️❤️
Addya mayer stotram er ato valo akta version o hote pare vabini kokhno......Aaj dudin holo sunchi ei version ta r jst loop e pore gache....ei vabe paath korteo interest jagbe protyek manusher r mukhosto korteo easy hoye jbe.....kono tulona nei ei music r sur er....vishon valo....onek shuveccha r valobasa roilo tmr jnno....Tumi aro onek onek popular how.. 😘😘🤗😘
অসাধারন, অপূর্ব, অভুতপুর্ব, ভাষা নেই। আরো হোক, আরো হোক, অপেক্ষায় রইলাম। জয় মা।
❤ love from rajasthan
Jai Maa kali 🙏
Wow!! Hats of to The Team. Mithun da you are awesome as always.
অনেক সুন্দর হয়েছে
যেখানে মিঠুন দাদা থাকবে
সেখানে তো ধামাকা হবেই
💓💓জয় মা 🌺🌺🌺🌺
অসাধারণ ভিডিও, ভালো লাগলো, ধন্যবাদll👍🙏🇮🇳
জয় আদ্যা মায়ের জয়🌺🌺🌺🙏🙏🙏
সত্যি গানটি শুনে মন্ত্রোমুগ্ধ হলাম।।।।
অনেক অনেক ভালো হয়েছে।।।গানটি শুনেই এক ধরনের অনুভব কাজ করছে।।।। অনেক স্পিরিট নিয়ে করেছো মিথুন দা আর অবন্তী দি।।♥️♥️♥️
এই অসাধারণ প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।। মা আপনাদের মংগল করুন। ❤️
আপনাদের কন্ঠে গানটি সরাসরি শুনে খুব মুগ্ধ হয়েছি। বিশেষ করে দাদার কথা গুলো ভালো লাগলো।আর উনার কন্ঠ, বাজনা সবাইকে মুগ্ধ করেছে অনেক । দাদার বাজনার তুলনা হয় নাহ।আপনাদের দুই জনকে সামনে থেকে দেখেছি চট্রগ্রামে লোকনাথ বাবার মন্দিরে অনুষ্ঠান করেছিলেন। দুজন কে বেশি ভালো লেগেছে। 💗💗💗💗💗
এটা গান নয়।এটা স্তত্র।
গুরু ও দিদি,সকাল সকাল গা টা ঠান্ডা করে দেয়ার জন্য কৃতজ্ঞতা
দীপাবলির শ্রেষ্ঠ উপহার
ওঁম আদ্যায়ৈ নমঃ
অসাধারণ এই সৃষ্টিকে উপহার দেওয়ার জন্য ভালোবাসা,শুভেচ্ছা এই কাজের পেছনে জড়িত সবাইকে 🙏🙏🙏🙏
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
সেরা দিদি.!🤩 বাংলাদেশী গায়িকা তুমি🤩 গর্ববোধ করছি🙂
দুই মহারথী 🙏❤️
অসাধারণ হয়েছে।
শুভ কামনা রইল❤️❤️
আদ্যাস্তোত্রের শেষে শ্রীশ্রীচণ্ডীর নারায়ণি স্তুতি যুক্ত করায় আরও বেশি ভালো লাগলো........🥰🥰🥰
Great!
আদ্যা স্তোত্রম্ মহাফলম!
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
জয় মা আদ্যাশক্তি মহামায়া
জয় আদ্যাশক্তি মহামায়ার জয় 🙏🌺💖🔱
এরকম সংষ্কৃত ধর্মীয় গান আরো চাই।
আহাহাহাহাহাহ
দিদি
কি সুন্দর, কী সুন্দর
সংস্কৃতিকে এভাবেই ফুটিয়ে তোলো🌺
একজন বাংলা বলা মানুষের কাছে, সংস্কৃত উচ্চারণ কস্টকর হলেও এক্ষেত্রে যথেষ্ট সফল। দারুন কাজ।
Great ma tumi & your Tim. God bless you & your Tim.
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
আহা গত বছরের গান এই বছর শুনলাম। 😢 সেরা সেরা সেরা। জয় মা।
অসাধারণ
আরো কাজ আশা করছি এমন, অসাধারণ অন্য লেভেলের ❣️❣️❣️❣️❤️
অনবদ্য র যতোই শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছে। ভারতবর্ষ থেকে
দিদি অসাধারণ কাজ।
ভালোবাসা রইল।
দিদি অনেক ভালো লাগলো খুব খুশি হলাম তোমরা এইভাবে এসব কাজ করতে থাকলে সবাই অনুসরণ করবে লাভ ইউ পশ্চিম বাংলা থেকে
এত সুন্দর হয়েছে গানটা, অনেকবার শুনলাম। শিল্পী, বাদক আর কম্পোজারদের জন্য শুভকামনা।
বাংলাদেশে এই প্রথম এতো ভালকাজ🥰🥰🙏🙏🙏
ধন্যবাদ অসাধারণ একটি গান উপহার দেয়ার জন্য।
খুব ভালো লাগছে, আরও চাই আমাদের ধর্মী গান/স্তোব।💓💓
বেস্ট রেন্ডিশন এভার!
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
এক কথায় অসাধারণ প্রায় প্রতিদিন শুনি ❤️❣️
ruclips.net/video/RGCFfhd9VUM/видео.html
দিদি অনেক সুন্দর❣️❣️ মা তোমার আর মিঠুন দার মঙ্গল করুক❣️
গানটা খুব ভালো লাগলো।এ পর্যন্ত বেশ কয়েকবার গানটা শুনছি..
এরকমভাবেও ভাবা যায় আদি স্তব এতসুন্দর ভাবে মন ছুয়ে গেলো দিদি❣️
বাহ🙏🙏জয় মা আদ্যা শক্তি
Best wishes from West Bengal (India) ❤️❤️
গতবছরের কালী পূজোয় এক মন্দিরে এই গান টা শুনি একটু খানি রেকর্ড ও করে রেখেছিলাম মোবাইলে, তারপর সেজাম, সাউন্ড হাউন্ড, গুগল কত জায়গায় খুজেছি... কিন্ত কোথাও পাচ্ছিলাম না। তারপর whatzthatsong নামে একটা ওয়েবসাইটে অডিও টা আপলোড দেই আজকে রিপ্লাই য়ে গান টা শেয়ার করল একজন। গান টা যে শুনতে পাবো ভাবতেই পারিনি
দারুণ
Gaye kata diye uthlo...wow....❤️❤️❤️
Amazing, want more of this type.....
Very good variation... Go ahead abanti...
দিদি শুভকামনা আপনার জন্য।
অনেক ভালো লাগলো
অনবদ্য দিভাই🙏
জয় মা আদিশক্তির জয়❤❤❤❤❤❤🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।
জয় মা ❤️❤️❤️
অসাধারণ হয়েছে ❤️🙏
As an Indian and sanatani i salute to this bangladeshi singer abonti sithi❤❤
Jaii-Maa-Devi-Adi-Shakti....Gaan, Taa suney.....sotti moan Taa Valo hoye galo....really, had soft to U ....Didi...Devi-Maa blesses U a lot..
It seems like she (Adya Maa) , herself singing through you. 🙏❤️
মন শান্ত করার মহা ওষুধ ❤️🙏