কারমাইকেল কলেজ,রংপুর 🇧🇩 Carmichael College, Rangpur | CCR Campus | Bangla View | বাংলা ভিউ |4K video

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • কারমাইকেল কলেজ,রংপুর 🇧🇩 Carmichael College, Rangpur | CCR Campus | কারমাইকেল কলেজ লালবাগ রংপুর | Carmichael College Lalbagh Rangpur | কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার ইতিহাস | History of the founding of Carmichael College | ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ | Bangla View | রংপুর,বাংলাদেশ | বাংলা ভিউ | banglaviewbv | BD Travel vlog
    ১৮৩২ সালে রংপুর জিলা স্কুল প্রতিষ্ঠিত হবার পর এখানে এক সময় উচ্চ মাধ্যমিক শ্রেণী চালুর উদ্যোগ নেয়া হয়। কিন্তু চারবছর চলার পর ছাত্রাভাবে তা বন্ধ হয়ে যায়। ফলে উচ্চ শিক্ষার জন্য রংপুরে আর কোন প্রতিষ্ঠান থাকল না। বৃহত্তর রংপুর অঞ্চলে কোন কলেজ না থাকায় উত্তরাঞ্চলের মানুষদের উচ্চ শিক্ষার কোলকাতা, রাজশাহী বা ঢাকায় যেতে হতো। যা ঘরকুনো উত্তর জনপদের মানুষের জন্য ছিল অত্যন্ত কষ্টকর। ফলে এতদ্বঞ্চলের মানুষের কাছে একটি কলেজ প্রতিষ্ঠা করা প্রাণের দাবীতে পরিণত হয়।
    ১৯১৩ সালে উত্তরবঙ্গ জমিদারস এসোসিয়েশন ও রঙ্গপুর সাহিত্য পরিষৎ তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেলকে রংপুরে আসার আমন্ত্রণ জানান। তিনি সস্ত্রীক রংপুরে এলে তাঁকে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে নাগরিক সম্বর্ধনা দেয়ার ব্যবস্থা করা হয়। ঐ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানেই এই অঞ্চলে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করা হয় গভর্নরকে। গভর্নর কারমাইকেল বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং জানান যে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠা করতে প্রাথমিক পর্যায়ে প্রায় তিন লক্ষ টাকার প্রয়োজন হবে। অক্সফোর্ড থেকে পাস করা জে.এন. গুপ্তা রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর পদে থাকাকালীন ১৯১৩-১৪ সালে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য রংপুর অঞ্চলের রাজা, জমিদার, বিত্তবান ব্যাক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে সভা আহ্বান করেন। তাঁর এই উদ্যোগে সাড়া দিয়ে শীর্ষস্থানীয় জমিদারবৃন্দ এগিয়ে আসেন।
    কারমাইকেল কলেজ ওয়েবসাইটে একটি মজার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। অর্থ সংগ্রহের জন্য আহুত সেদিনের সেই সভায় তৎকালীন দানশীল জমিদার ও বিত্তবান ব্যক্তিবর্গ কে কত টাকা দিবেন তা মুখে বলে অঙ্গীকার করেন এবং কাগজে লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে টেপার জমিদার তার মুখে উচ্চারিত ১০,০০০ টাকা লিখতে গিয়ে টাকার অংকের জায়গায় ভুল করে ডান পাশে একটি শূন্য বেশী বসিয়ে দিয়েছিলেন। ফলে তার টাকার পরিমাণ দাড়ায় ১০০০০০; সভা শেষে সকলের লিখিত টাকার অংক যখন পড়ে শোনানো হচ্ছিল তখন অন্নদা মোহন রায় চৌধুরী (টেপার জমিদার) তার অঙ্গীকারকৃত টাকার অংক শুনে বিচলিত হয়ে পড়েছিলেন। কারও কারও মতে তিনি নাকি মূর্ছা গিয়েছিলেন। তবে তিনি কলেজ প্রতিষ্ঠায় অঙ্গীকারকৃত টাকার অংকই দান করেছিলেন। তাঁর এই দানকে স্মরণীয় করে রাখার জন্যই কারমাইকেল কলেজে মূল ভবনের ঠিক মাঝের হল ঘরটির নামকরণ করা হয় তার নামানুসারে। অর্থাৎ “অন্নদা মোহন হল”। সেখানেই কলেজ প্রতিষ্ঠার জন্য যারা অর্থ এবং জমি দান করেছিলেন তাদের সকলের নাম পাথরে খোদাই করে লেখা আছে।
    ১৯১৬ সালের মধ্যেই সংগৃহীত হয়ে যায় চার লক্ষাধিক টাকা। এর পর ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তাঁর নামানুসারেই কলেজটির নামকরণ করা হয় ‘কারমাইকেল কলেজ’। উল্লেখ্য যে, প্রতিষ্ঠাকালীন সময় থেকে মূল ভবন নির্মাণের পূর্ব পর্যন্ত কলেজের কার্যক্রম পরিচালিত হয় বর্তমান রংপুর জেলা পরিষদ ভবনে।
    রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে লালবাগে ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারী তারিখে কলেজের মূল ভবনের উদ্বোধন করেন বাংলার তৎকালীন গভর্নর আর্ল অব রোনাল্ডস। সবুজের সমারোহের মধ্যে যেন গর্বিত ভঙ্গিতে বাতিঘরের মতো দাঁড়িয়ে আছে অনিন্দ্যসুন্দর স্থাপত্য কীর্তি কারমাইকেলে কলেজের শ্বেত শুভ্র মূল ভবন। ৬১০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত কলেজ ভবনটি বাংলার জমিদারি স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন। অনিন্দ্যসুন্দর স্থাপত্য কীর্তি মুল ভবন পর্যটকদের প্রথম দর্শনেই সচকিত করে তুলতে যথেষ্ট। গম্বুজের ব্যবহার মুসলিম স্থাপত্য শিল্পের পরিচায়ক। এছাড়াও শীর্ষ দেশে ক্ষুদ্র ক্ষুদ্র গম্বুজ এবং মারলুন সদৃশ কার্নিশ ভবনের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ইন্দো-ইরানীয় স্থাপত্য সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন কারমাইকেল কলেজের মূল ভবন। কলেজে ছাত্রদের থাকার জন্য নির্মাণ করা হয় তিনটি আবাসিক হল। জিএল হল (গোবিন্দ লাল হল), সিএম হল (কারমাইকেল মুসলিম হল), কেবি হল (কাশিম বাজার হল)। বর্তমানে সিএম হল পরিত্যক্ত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।
    #বাংলা_ভিউ
    #CCR_Campus
    #কারমাইকেল_কলেজ
    #bangla_bv_view
    #bangla_view
    #banglaviewbv
    #বাংলাভিউবাভি
    #campus
    #ক্যাম্পাস_ভিউ
    #campus_view
    #Carmichael_College
    #বেরোবি
    #CCR_campus_view
    #NU_TOP_College
    #college
    #rangpur
    𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩
    shofiahmadjisan@gmail.com
    Related tag :-
    কারমাইকেল কলেজ,রংপুর, Carmichael College, Rangpur, CCR Campus, কারমাইকেল কলেজ লালবাগ রংপুর, Carmichael College Lalbagh Rangpur, কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার ইতিহাস, History of the founding of Carmichael College, ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, Bangla View, রংপুর,বাংলাদেশ, বাংলা ভিউ, banglaviewbv, BD Travel vlog,উত্তরবঙ্গের বাতিঘর, Lighthouse of North Bengal, রংপুর বিভাগের সেরা কলেজ, Best college in Rangpur division, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেরা কলেজ, Best College Affiliated to National University, বাংলাদেশের সেরা কলেজ, The best college in Bangladesh, top college, শীর্ষ কলেজ, শতবর্ষী কলেজ, Centenary College

Комментарии • 25