@@souravdutta1096 অনেকেই পোর্টার এজেন্সি থেকে নেয়, তবে এতে খরচ বেশী পড়ে। আমি কিছু পোর্টারের নাম দিয়েছি ডেসক্রিপশন বক্সে, ওদের হেল্প নিতে পারেন। এরা ভালো ছেলে।
@@Begabond-Badal ভাই, জিনিসটার নাম ভুলে গেছি, গতবছর কিনেছিলাম। সে সময় দেখেছি, Ankle Protector সার্চ দিলেই আসত দারাজে, আজকে খুঁজে পেলাম না। একটু সার্চ দিয়ে দেখুন প্লিজ। দাম কম কিন্তু খুব কাজের, বিশেষ করে পায়ের গোড়ালির ব্যাথা নিরাময়ে।
অনেক ধন্যবাদ আপনাকে। বর্ণনার শুরুতেই বলেছি, হয়ত খেয়াল করেননি; আমি গিয়েছিলাম গত অক্টোবরে। খুব ভালো ওয়েদার থাকে এ সময়, প্রকৃতি সবুজে ভরে থাকে। তবে, বৃষ্টির প্রিপারেশন নিয়ে যাওয়া ভালো।
নমষ্কার। অত্যন্ত গুরুত্বপূর্ন এবং উপকার ভিডিও ভিডিও । একটি অনুরোধ.. যে ওষুধের নাম আপনি বলেছেন সেগুলি প্রতিটির composition গুলি আমাকে লিখে পাঠালে উপকার হতো। কারন ভারতে ঐ ওষুধ গুলির brand name হয়তো আলাদা। ধন্যবাদ। ভালো থাকবেন।
কিছু প্রশ্ন জানার ছিলো,আমি সলো ট্রাভেলার। ১/আমার ফ্রেশ পাসপোর্ট। আগে কোনো দেশেই যাইনি।এটা নিয়ে সমস্যা হবে কি? ২/এয়ারপোর্টে গিয়ে ভিসা নিবো কিভাবে? ৩/কি কি ডকুমেন্ট সাথে রাখতে হবে? ৪/যেহেতু সলো ট্রাভেলার,সেহেতু গাইড কি ফিক্সড নিতে হবে? ৫/পারমিশন কই থেকে নিবো। আপনার মতামত দিয়ে উপকার করবেন
@@parvezsthepoortraveler4606 ১. নেপালে ফ্রেশ পাসপোর্ট হলেও ভিসা পেতে সমস্যা হবে বলে মনে হয় না। তবু, TOB Helpline বলে একটা গ্রুপ আছে, সেখানে প্রশ্ন করে জানতে পারেন বা কোন ট্রাভেল এজেন্টকে জিগ্যেস করে জানতে পারেন। ২. ভিসা দুইভাবে পেতে পারেন; এক, অনলাইনে সার্চ করে ফর্ম ফিলাপ করে জমা দিলে ওরা আপনাকে একটা ফিরতি কাগজ দিবে। সেটা পিন্ট করে বা মোবাইলে করে নিয়ে গিয়ে ইমিগ্রেশনে দেখালেই ভিসা দিয়ে দেয়। আর যদি তা না করেন, তবে এয়ারপোর্টে ঢুকে ফর্ম ফিলাপ করতে পারবেন। তবে সেটা কাগজে নাকি মেশিনে, আমি তা নিশ্চিত নই। আরেকটা কথা, অনলাইনে ফর্ম ফিলাপ করলে ভিসা ৩০ দিনের দিবেন এবং চার্জ এর জন্য ০ টাকা দিবেন। কারন, বাংলাদেশীদের জন্য বছরে একবার নেপালের ভিসা ফ্রি। দ্বিতীয়বার গেলে ২৫ ডলার করে দিতে হয়। ৩. পাসপোর্ট, পাসপোর্টের ৫ টি কপি, চাকরি করলে NOC, যাওয়া আসার টিকেট অবশ্যই থাকতে হবে, ৪/৫ কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন ফর্ম ফিলাপের কপি, ডলার এন্ডোর্সমেন্ট। ৪. এই রুটে গাইড লাগে না। ৫. পারমিশনের জন্য একটা অফিস আছে; এটা ঝিনুর দিকে রওনা দিয়ে কিছুদূর গেলেই পাওয়া যায়। জায়গার নাম মনে নাই। ১০০০ নেপালি রুপি লাগে। ধন্যবাদ।
এ নিয়ে ৩য় বার আপনার ভিডিওটি দেখলাম। অনেক দিনের ইচ্ছে ABC / EBC ট্রেকিং এর, কিন্তু একজন পার্টনার জোটে না এবং একা যেতে একটু ভয় লাগে আর ঔ শুভংকর ফাকির জন্য গ্রুপে যেতে চাইনা। তবে আল্লাহতালা চাইলে যাব ইনশাআল্লাহ। আপনি যদি পরবর্তীতে ABC/ EBC যান তবে আমাকে একটু জানাবেন প্লিজ যেতে চাই আপনার সাথে।
@@mdshuvo6208 ধন্যবাদ আপনাকে। আমি ইন শা আল্লাহ আগামী ১১ ই অক্টোবর EBCতে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যে আপনি প্রস্তত হতে পারবেন কিনা আমি নিশ্চিত না। আর TOB Helpline নামক ফেসবুক পেইজে অনেকেই পার্টনার খোঁজে, ওখানে চোখ রাখুন। আর EBC করার আগে ABC করাটা ভালো বলে মনে করি। ধন্যবাদ।
@@shaheenstravelstory না সম্ভব নয় এত দ্রুত এত বড় ট্রেকিং এর প্রস্তুতি নেওয়া। যাই হোক আপনার জন্য শুভ কামনা রইল। EBC এর সুন্দর ভিডিও পাব এবং অনুরোধ থাকলো অন্নপূর্ণার মত ইনফর্মেটিভ একটি পোস্ট করবেন। আপনাকে ধন্যবাদ গ্রুপটির খোঁজ দেবার জন্য।
@@gsxkatsuk1371 নেপালে অনলাইন রেট-এ-ই রুপি পাওয়া যায়। আর ওখানে এটিএম-এ একবার চার্জ করলে ৬০০-৮০০ রুপি কাটে ব্যাংক ভেদে; এয়ারপোর্টে ৩৫,০০০ পেয়েছি এক চার্জে, কেটেছে ৬০০ রুপি আর থামেলে ২৫,০০০ পেয়েছি সর্বোচ্চ এক চার্জে, কেটেছে ৮০০ রুপি। অতএব, আমি বলব, ব্যাংক রেটে ডলার যদি পান, তবে সেটা ভাংগালেই লাভ বেশী; এটিএম চার্জটা লাগে না।
@@gsxkatsuk1371 তবে, বাস্তবতা হচ্ছে, খুব শীঘ্রই EBC তে যাচ্ছি ইন শা আল্লাহ এবং এবারো মাত্র ১০০ ডলার নিয়ে যাচ্ছি! ওখান থেকে এটিএম এ তোলার নিয়ত আছে। কারণ, আপনাকে বলবার আগে এত সূক্ষ্ম হিসেব আমি করিনি।
জ্বী। এখন পরিস্থিতি আরো খারাপ; নানান কারণে প্লেন ফেয়ার আরো বেড়েছে। নেপালে ফ্লাইট কম থাকায় এবং তীব্র চাহিদা থাকায় এটি দিন দিন বাড়ছে। অথচ, এটা একটা দেড় ঘন্টার জার্নি।
বাংলা ৪৫,০০০ টাকা হলেই চলবে যদি প্লেন ফেয়ার ৩২ হাজার ক্রস না করে। আর ৫,০০০ টাকা প্রস্ততিমূলক কেনাকাটা লাগবে। মোট ৫০,০০০ টাকায় সম্ভব। আর যত গুড় তত মিষ্টি, এটা তো আছেই।
আমার ডেসক্রিপশন বক্সে পোর্টারের নাম্বার আছে; প্রবীণ খুব ভালো ছেলে। আর আলাদা কোন গাইড লাগে না। এমনকি নিজের ব্যাগ নিজে ক্যারি করতে পারলে পোর্টারও লাগে না। অনেক লোক একা একাই ভ্রমণ করে। আমার ভিডিওতে বিস্তারিত তথ্য আছে। মনযোগ দিয়ে একবার দেখলে আর কোন প্রশ্ন আশা করি থাকবে না।
@@shaheenstravelstory কিন্তু আমি শুনেছিলাম সোলো ট্রেক নেপাল ব্যান করেছে এবং গাইড mandatory করেছে ।।আমার এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া প্রয়োজন।।আর cost কেমন পোর্টার এর সেটাও একটু লিখে জানাবেন দোয়া করে।
এজন্যই বলেছি, ধৈর্য ধরে ভিডিও দেখুন। ওখানে ১০ টি পয়েন্টে সব বলেছি। টাকার হিসেব ভেংগে বলেছি। প্রবীনের সাথে কথা বলে নেন হোয়াটসঅ্যাপে; সে-ই বলবে, নিয়মে কোন পরিবর্তন হয়েছে কিনা। আমার জানামতে কোন পরিবর্তন হয়নি। হলে, ফেবুতে পাওয়া যেত।
khub valo laglo apner information gulo.... dada ekta prosno..... porter kotha theke pabo.... pokhra theke nite hobe naki jhinu danda te pabo .....
ami kono admin nebo naa.... nijera jabo
@@souravdutta1096 অনেকেই পোর্টার এজেন্সি থেকে নেয়, তবে এতে খরচ বেশী পড়ে। আমি কিছু পোর্টারের নাম দিয়েছি ডেসক্রিপশন বক্সে, ওদের হেল্প নিতে পারেন। এরা ভালো ছেলে।
খুব ভাল লাগল। আপনার advised গুলো খুবই জরুরী। God bless you।🙏
@@parthsarkar2868 Thank you so much. Keep in touch.
চমৎকার! ট্রেকারদের জন্য প্রয়োজনীয় সব তথ্যই এখানে এসেছে। কারিগরী সম্পাদনা একদম প্রফেশনাল ও শৈল্পিক। শুভকামনা ❤
অনেক ধন্যবাদ আপনাকে। সংগেই থাকুন।
Very Informative !!
@@salimvidio Thank you so much.
অনেক হেল্পফুল ভিডিও। 9:00 মিনিট অংশে গোড়ালির ব্যবহারে জন্য এ জিনিসটার নাম কি ভাই?
@@Begabond-Badal ভাই, জিনিসটার নাম ভুলে গেছি, গতবছর কিনেছিলাম। সে সময় দেখেছি, Ankle Protector সার্চ দিলেই আসত দারাজে, আজকে খুঁজে পেলাম না। একটু সার্চ দিয়ে দেখুন প্লিজ। দাম কম কিন্তু খুব কাজের, বিশেষ করে পায়ের গোড়ালির ব্যাথা নিরাময়ে।
আসসালামু আলাইকুম। তানভীর হায়দার ভাইয়ের রেফারেন্স এ আসলাম এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম।
ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Insallahh i have to goo
@@tanvirsazol5375 Best of luck.
ভাই,, আপনার ইনফরমেশন অনেক ভালো লেগেছে। আপনি কোন মাসে গিয়েছিলেন, জানালে ভালো লাগবে
অনেক ধন্যবাদ আপনাকে। বর্ণনার শুরুতেই বলেছি, হয়ত খেয়াল করেননি; আমি গিয়েছিলাম গত অক্টোবরে। খুব ভালো ওয়েদার থাকে এ সময়, প্রকৃতি সবুজে ভরে থাকে। তবে, বৃষ্টির প্রিপারেশন নিয়ে যাওয়া ভালো।
নমষ্কার। অত্যন্ত গুরুত্বপূর্ন এবং উপকার ভিডিও ভিডিও । একটি অনুরোধ.. যে ওষুধের নাম আপনি বলেছেন সেগুলি প্রতিটির composition গুলি আমাকে লিখে পাঠালে উপকার হতো। কারন ভারতে ঐ ওষুধ গুলির brand name হয়তো আলাদা। ধন্যবাদ। ভালো থাকবেন।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ বড় কলেবরের এই ভিডিওটি দেখবার জন্য। আমি চেষ্টা করছি; ওষুধগুলোর জেনেরিক নাম লিখে দেবার জন্য।
Odaz-500 (Azithromycin)
Provair-10 (Montelukast)
Rolac-10 (Ketorolac)
Napa 1 gm (Paracetamol)
Amodis-500 (Metronidazole)
Nebanol powder- Neomycin +Bacitracin Powder
অসংখ ধন্যবাদ.. এই বছর নভেম্বর মাসে যাবো.. সিদ্ধান্ত নিয়েছি।।আরো কিছু প্রয়োজন হলে আপনাকে বিরক্ত করবো।। অপরাধ নেবেন না।।
আপনি যে কোন কিছু আমাকে জিগ্যেস করতে পারেন, কোন অসুবিধা নেই।
ধন্যবাদ।।
চমৎকার ভাই। অনেক অনেক শুভ কামনা ও দোয়া।
অনেক ধন্যবাদ আপনাকে। সংগেই থাকুন, প্লিজ।
Best video. কাপল হিসেবে অক্টোবর সিজনে গেলে কি আগে থেকে লজ বুকিং করা জরুরি?
@@sanjidameem2737 একেবারেই না। আগে পিছে মিলিয়ে অনেক রিসোর্ট ও হোমস্টে পাবেন। একটায় না একটায় জায়গা হয়ে যাবে। ধন্যবাদ।
কিছু প্রশ্ন জানার ছিলো,আমি সলো ট্রাভেলার।
১/আমার ফ্রেশ পাসপোর্ট। আগে কোনো দেশেই যাইনি।এটা নিয়ে সমস্যা হবে কি?
২/এয়ারপোর্টে গিয়ে ভিসা নিবো কিভাবে?
৩/কি কি ডকুমেন্ট সাথে রাখতে হবে?
৪/যেহেতু সলো ট্রাভেলার,সেহেতু গাইড কি ফিক্সড নিতে হবে?
৫/পারমিশন কই থেকে নিবো।
আপনার মতামত দিয়ে উপকার করবেন
@@parvezsthepoortraveler4606
১. নেপালে ফ্রেশ পাসপোর্ট হলেও ভিসা পেতে সমস্যা হবে বলে মনে হয় না। তবু, TOB Helpline বলে একটা গ্রুপ আছে, সেখানে প্রশ্ন করে জানতে পারেন বা কোন ট্রাভেল এজেন্টকে জিগ্যেস করে জানতে পারেন।
২. ভিসা দুইভাবে পেতে পারেন; এক, অনলাইনে সার্চ করে ফর্ম ফিলাপ করে জমা দিলে ওরা আপনাকে একটা ফিরতি কাগজ দিবে। সেটা পিন্ট করে বা মোবাইলে করে নিয়ে গিয়ে ইমিগ্রেশনে দেখালেই ভিসা দিয়ে দেয়। আর যদি তা না করেন, তবে এয়ারপোর্টে ঢুকে ফর্ম ফিলাপ করতে পারবেন। তবে সেটা কাগজে নাকি মেশিনে, আমি তা নিশ্চিত নই। আরেকটা কথা, অনলাইনে ফর্ম ফিলাপ করলে ভিসা ৩০ দিনের দিবেন এবং চার্জ এর জন্য ০ টাকা দিবেন। কারন, বাংলাদেশীদের জন্য বছরে একবার নেপালের ভিসা ফ্রি। দ্বিতীয়বার গেলে ২৫ ডলার করে দিতে হয়।
৩. পাসপোর্ট, পাসপোর্টের ৫ টি কপি, চাকরি করলে NOC, যাওয়া আসার টিকেট অবশ্যই থাকতে হবে, ৪/৫ কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন ফর্ম ফিলাপের কপি, ডলার এন্ডোর্সমেন্ট।
৪. এই রুটে গাইড লাগে না।
৫. পারমিশনের জন্য একটা অফিস আছে; এটা ঝিনুর দিকে রওনা দিয়ে কিছুদূর গেলেই পাওয়া যায়। জায়গার নাম মনে নাই। ১০০০ নেপালি রুপি লাগে। ধন্যবাদ।
এককথায় খুব ভাল বলেন আপনি, জাজাকাল্লাহ
আমি নতুন এই লাইনে, এমন প্রশংসা আমার জোটে কম; অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
It is a good document. thank you.
You are most welcome. Be with me, please.
Very Informative video ... 😍😍😍
Thank you so much. Be with me, please.
ভালো ইনফো ভিডিও। এরপর কোথায়? এভারেস্ট !
অনেক ধন্যবাদ। এরপর ইন শা আল্লাহ এভারেস্ট বেজক্যাম্প ট্রেক।
very informative video, thanks for posting.
Thank you so much. Get connected for more videos.
টাকা জোগাড় হলে যাবো, সে পর্যন্ত বেঁচে থাকি!
@@hemachakma5389 জ্বী, ঘুরে এসেন একবার। নতুন অভিজ্ঞতা হবে।
মোট বাংলাদেশের টাকায় কত খরচ পরছে একটু জানাবেন, এডের জন্য লিস্ট টা ভালো ভাবে দেখতে পারলাম না
@@md.rubelhossain3031 ভিডিওতে বিস্তারিত আছে, কষ্ট করে দেখে নিন প্লিজ। আমার খরচ বেশী পড়েছে। অন্যদের যেন বেশী না পড়ে সেজন্যই এই ভিডিও বানিয়েছি।
??
বাই রোডে যাওয়া যাবে কি নেপাল
@@DrshamnoonBadrulTraveltricks এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে না।
এ নিয়ে ৩য় বার আপনার ভিডিওটি দেখলাম। অনেক দিনের ইচ্ছে ABC / EBC ট্রেকিং এর, কিন্তু একজন পার্টনার জোটে না এবং একা যেতে একটু ভয় লাগে আর ঔ শুভংকর ফাকির জন্য গ্রুপে যেতে চাইনা। তবে আল্লাহতালা চাইলে যাব ইনশাআল্লাহ। আপনি যদি পরবর্তীতে ABC/ EBC যান তবে আমাকে একটু জানাবেন প্লিজ যেতে চাই আপনার সাথে।
@@mdshuvo6208 ধন্যবাদ আপনাকে। আমি ইন শা আল্লাহ আগামী ১১ ই অক্টোবর EBCতে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যে আপনি প্রস্তত হতে পারবেন কিনা আমি নিশ্চিত না। আর TOB Helpline নামক ফেসবুক পেইজে অনেকেই পার্টনার খোঁজে, ওখানে চোখ রাখুন। আর EBC করার আগে ABC করাটা ভালো বলে মনে করি। ধন্যবাদ।
@@shaheenstravelstory না সম্ভব নয় এত দ্রুত এত বড় ট্রেকিং এর প্রস্তুতি নেওয়া। যাই হোক আপনার জন্য শুভ কামনা রইল। EBC এর সুন্দর ভিডিও পাব এবং অনুরোধ থাকলো অন্নপূর্ণার মত ইনফর্মেটিভ একটি পোস্ট করবেন। আপনাকে ধন্যবাদ গ্রুপটির খোঁজ দেবার জন্য।
@@mdshuvo6208 ইন শা আল্লাহ। অন্নপূর্ণার ভিডিও করেছি পরিকল্পনা ছাড়াই; এবার হয় কিছুটা গোছানো হবে। দেখা যাক ইন শা আল্লাহ।
@@shaheenstravelstory ইনশাআল্লাহ। আর একটা অনুরোধ বাই রোডে Salleri, Thamdanda, Shurke হয়ে EBC এর ইনফরমেশন যদি সম্ভব হয়।
@@mdshuvo6208 দু:খিত, এটা তো আমি দিতে পারব না! এটা আপনি পাবেন, কলকাতার একটা গ্রুপে; নাম Bengal in Trekking.
৯৬ হাজার নেপালি 😳
কলকাতা থেকে সর্বোচ্চ ১৫ হাজারে হয়ে যায়। ১৫ হাজার মানে ২৪ হাজার নেপালি।
আপনাদের ভ্লগ আমি দেখেছি; অনেক কমে পারেন আপনারা। আমাদের প্লেন ফেয়ারই চলে যায় অনেক টাকা। বাই রোড চালু হলে হয়ত এটা কমে আসবে, এ ছাড়া উপায় নেই।
ডলার রেইট ভালো পেয়েছিলেন নাকি এটিএম রেইট ভালো পেয়েছেন?
@@gsxkatsuk1371 নেপালে অনলাইন রেট-এ-ই রুপি পাওয়া যায়। আর ওখানে এটিএম-এ একবার চার্জ করলে ৬০০-৮০০ রুপি কাটে ব্যাংক ভেদে; এয়ারপোর্টে ৩৫,০০০ পেয়েছি এক চার্জে, কেটেছে ৬০০ রুপি আর থামেলে ২৫,০০০ পেয়েছি সর্বোচ্চ এক চার্জে, কেটেছে ৮০০ রুপি। অতএব, আমি বলব, ব্যাংক রেটে ডলার যদি পান, তবে সেটা ভাংগালেই লাভ বেশী; এটিএম চার্জটা লাগে না।
@@gsxkatsuk1371 তবে, বাস্তবতা হচ্ছে, খুব শীঘ্রই EBC তে যাচ্ছি ইন শা আল্লাহ এবং এবারো মাত্র ১০০ ডলার নিয়ে যাচ্ছি! ওখান থেকে এটিএম এ তোলার নিয়ত আছে। কারণ, আপনাকে বলবার আগে এত সূক্ষ্ম হিসেব আমি করিনি।
@@shaheenstravelstory ধন্যবাদ ❤️ ইনশাআল্লাহ ১৩ তারিখ রওনা হবো ABC এর উদ্দেশ্যে। আপনার তথ্য উপাথ্য অনেক বেশি সাহায্য করবে আমাদের ❤️
@@shaheenstravelstory আপনার EBC ট্রেক এর জন্য শুভকামনা রইলো ❤️
@@gsxkatsuk1371 অনেক ধন্যবাদ।
GOOS EXPLAIN BRO
Thank you so much. Get engaged and inspire me.
631th subscriber🥰
Thank you so much for being with me.
annapurna trek ar vlog nei???
না, ট্রেক এর ভ্লগ করিনাই, তার প্রিপারেশনও ছিল না। তবে আমার কাছে ভালো লেগেছে Backpackers shahadat এর ভ্লগ। সার্চ দিয়ে দেখে নিতে পারেন।
পঞ্চ কি? বিস্তারিত বলবেন কি?
এক ধরনের রেইনকোট যেটা ট্রেকাররা ব্যবহার করে। এটা চওড়ায় অনেক বেশী থাকে যাতে করে পিঠের ব্যাগও সেফ রাখা যায়। আমি একটা ছবি দেয়ার চেষ্টা করছি।
facebook.com/share/p/UchbwU7cCcNcDn1V/?mibextid=oFDknk
লিংকের নীল রেইনকোটটাই পঞ্চো।
@@shaheenstravelstory Thanks
প্লেন ভাড়াতেই বেশি খরচ হয় দেখছি!
জ্বী। এখন পরিস্থিতি আরো খারাপ; নানান কারণে প্লেন ফেয়ার আরো বেড়েছে। নেপালে ফ্লাইট কম থাকায় এবং তীব্র চাহিদা থাকায় এটি দিন দিন বাড়ছে। অথচ, এটা একটা দেড় ঘন্টার জার্নি।
বাংলা টাকায় কত খরচ লাগতেছে তাহলে?
বাংলা ৪৫,০০০ টাকা হলেই চলবে যদি প্লেন ফেয়ার ৩২ হাজার ক্রস না করে। আর ৫,০০০ টাকা প্রস্ততিমূলক কেনাকাটা লাগবে। মোট ৫০,০০০ টাকায় সম্ভব। আর যত গুড় তত মিষ্টি, এটা তো আছেই।
প্রথমে কি গজল গাইলেন নাকি? হাহাহাহাহা!!! কয়দিন পরে তো ওয়াজ মাহফিল শুরু করবেন।
দুই লাইন গাইয়া দেখলাম, পারি নাকি! নিজেই ট্রাই দিছিলাম। এইসব পাহাড় পর্বত দেখলে গান আইসা যায়!
Apnr number ta deya jabe vai?? Urgent silo ektu
Ami Eid er por ABC te jabo..already flight book koresi..but amr porter r guide nie kisu info jana drkr silo
আমার ডেসক্রিপশন বক্সে পোর্টারের নাম্বার আছে; প্রবীণ খুব ভালো ছেলে। আর আলাদা কোন গাইড লাগে না। এমনকি নিজের ব্যাগ নিজে ক্যারি করতে পারলে পোর্টারও লাগে না। অনেক লোক একা একাই ভ্রমণ করে। আমার ভিডিওতে বিস্তারিত তথ্য আছে। মনযোগ দিয়ে একবার দেখলে আর কোন প্রশ্ন আশা করি থাকবে না।
@@shaheenstravelstory কিন্তু আমি শুনেছিলাম সোলো ট্রেক নেপাল ব্যান করেছে এবং গাইড mandatory করেছে ।।আমার এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া প্রয়োজন।।আর cost কেমন পোর্টার এর সেটাও একটু লিখে জানাবেন দোয়া করে।
এজন্যই বলেছি, ধৈর্য ধরে ভিডিও দেখুন। ওখানে ১০ টি পয়েন্টে সব বলেছি। টাকার হিসেব ভেংগে বলেছি। প্রবীনের সাথে কথা বলে নেন হোয়াটসঅ্যাপে; সে-ই বলবে, নিয়মে কোন পরিবর্তন হয়েছে কিনা। আমার জানামতে কোন পরিবর্তন হয়নি। হলে, ফেবুতে পাওয়া যেত।
@@shaheenstravelstory thank you for your support vai
আঙ্কেল কোন মাসে গিয়েছিলেন?
@@monayemsk9851 আমি গিয়েছিলাম ২০২২ এর নভেম্বরে।