চীন ও রাশিয়ার সংকেত পেলেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে উ. কোরিয়া! | North Korea | Drisshopot
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- #drisshopot #দৃশ্যপট #northkorea #kimjongun #missileattack #missile #china #usa #russia #northkorea_china_relation #russia_north_korea_relation #somoytv #somoy #somoynews #somoynewsupdate #সময়টিভি #সময়সংবাদ #সময়নিউজ #সময়
Content Declaration:
=================
This content is for news purpose. There may be some disturbing issue which we use for the story demand.
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার একের পর এক শক্তিশালী ও কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে অনেকের শঙ্কা ২০১৭ সালের পর আবারো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। ২০১৮ সালে উত্তর কোরিয়া তাদের পুঙ্গেরি পরমাণু পরীক্ষা কেন্দ্রটি বন্ধ করে দিলেও দক্ষিণ কোরিয়ার দাবি, ঐ কেন্দ্রটি থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কিম জং উন প্রশাসন।
With North Korea's recent series of powerful and strategic missile launches, many fear that Pyongyang may conduct nuclear weapons tests again after 2017. In 2018, North Korea shut down its Pungeri nuclear test site, but South Korea claims that Kim Jong Un's administration has completed all preparations to conduct nuclear weapons tests from that center.
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: www.somoynews.tv
Fair Use Disclaimer:
=================
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
About SOMOY TV:
===============
SOMOY TV is the Bangladesh Government Approved 24/7 News Based TV Channel, Where we makes all the news contents and program materials with the own team or employees.
Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except SOMOY TV (SOMOY Media Limited).
According to TRP (Television Rating Point), it is the most popular news channel in Bangladesh from 2013.
"SOMOY TV" is the Most Reliable News Source and Leading 24/7 News Based TV Channel in Bangladesh
====================
Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except SOMOY TV (SOMOY Media Limited).
This Channel is Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on RUclips.
Stay Connected with us:
====================
"SOMOY TV (Somoy Media Limited)" is the Leading 24/7 News Based TV Channel in Bangladesh.
Website: www.somoynews.tv
RUclips: / somoytvnetupdate
Facebook: / somoynews.tv
Twitter: / somoytv
“রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন ।”
- আল হাদিস
ওমর ইনান ভাইয়ের উপস্থাপনা গুলো খুবই ভালো লাগে,,,
শান্তির জন্য যুদ্ধ প্রয়োজন। তবে সেই যুদ্ধ হোক ন্যায়ের জন্য।
Osthir
Right vai ♥️♥️
Judder por na kheye korbi rey
Right
আর যুদ্ধ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ সব দেশের কাছে আছে পারমাণবিক অস্ত্র। অতএব যুদ্ধ নয়।।।
মহান আল্লাহ রব্বুল আলামীন সব মুসলমানকে হেফাজত করুন আমিন।
Amin
দৃশ্যপটে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য সময় নিউজ কে অসংখ্য ধন্যবাদ।
হুম
যা কিছু করেন না কেন শেষে সবাই কে ফিরে যেতে হবে রবের কাছে
সুন্দর বিশ্লেষণ, সুন্দর ভয়েস
Really
তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যাওয়ার সম্ভাবনা দেখতেছি বেশি 🇧🇩
In Sha Allah
হুম
Dkr opkkhay aci
X
হুম
ওমর ইনান ভাই এখন রাত 12.30 আপনার নাম সার্চ করে পুরাতন দৃশ্যপট শুনতে আমলাম, আজ আপনার দৃশ্যপট পাইনি। আপনার উপস্থাপনা দারুণ ।
তৃতীয় বিশ্ব যুদ্ধের আভাস পাওয়া যায়।
আবু তোহা আদনান পাকনামি শুরু করে দিবে!
@@arifkhan-fv7pq একদম সত্য
@@arifkhan-fv7pq আপনারা কেন আলিম বিদ্বেষী ভাই। উনি তো এসব কথা অনেক আগে থেকেই বলে আসতাসে
@@arifkhan-fv7pq
তুমরা যতই ৩ য় বিশ্বযুদ্ধ থেকে দূরে থাকোনা কেন এই যুদ্ধ তুমি ঠেকাতে পারবানা।
বিশ্ব কখনোই এমন ছিলোনা যুদ্ধ লেগেই ছিলো,সোভিয়েত ইউনিয়ন এর পতন এর আমেরিকার কাছে পুরা ক্ষমতা চলে যায় তাই তারা যা মনে চাইসে তাই করছে।
এখন আবার রাশিয়া আর চীন চ্যালেঞ্জ নিয়া হাজির তার মানে খুব শ্রিগই এটা হবে নতুন পরাশক্তি এটার মাধ্যমেই নির্ধারণ হবে।
@@arifkhan-fv7pq তোমার বাল পাকে গেছে নাকি?
উত্তর কোরিয়া এমন একটি দেশ যে কাউকে ভয় পায় না
কারন ওদের দেশে কেউ পরমাণু বোমা ফেলেও কিমের তাতে কিছু যায় আসে না।
Pagal k intillegent man voy Pay ....Pagol er Power 😂😂😂😂
💐💐🌺🌺💐💐
পাগলের আর ভয় কিসের ?
Pagol hole o america ai pagol k prochondo voy pai .
ওমর ভাইয়ের উপস্থাপনা অসাধারণ।।।।
কিমজনওন একজন সাহসী রাষ্ট্র নেতা।
ইরানের উচিত দ্রুত পারমাণবিক বোমার কার্যক্রম এগিয়ে নেয়া।
Hmm
right time khub kom asa
বাংলাদেশ ঘুমাও....ঘুমিয়ে থাকো
কিম জং-উন মানেই আগুন
এই রিপোর্ট আমি নিয়মিত দেখি,কারণ দারুণ উপস্থাপন
উত্তর কোরিয়াকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমেরিকাকে শিক্ষা দেয়ার প্রয়োজন আছে
জয় হোক রাশিয়ার এটাই দরকার ভোট দেওয়া দরকার রাশিয়াকে
এগিয়ে যাও নিজ গতিতে পুতিন বাহিনী রাশিয়া
শুভ কামনা পুতিন বাহিনী রাশিয়া
সিজিং পিং চীন
ভালো মানুষ এর পিছনে মাহমুদ আব্বাস ফিলিস্তিন দুষ্ট থাকবেই
আল্লাহ্ ভরসা আল্লাহ নেয় বিচারক
পৃথিবীর সময় শেষ দিকে প্রায়
দৃশ্যপটের অপেক্ষাই থাকি সঠিক তথ্য জানার জন্য 😍
যুদ্ধ কখনো শান্তির হয় না কিন্তু যুদ্ধের বিনিময়ে শান্তি আসে
💔💔💔💔💔"তার গোলামেরা যদি এত সুন্দর করে কথা বলতে পারে ,না-জানি তাদের মালিক কত অসাধারণ.... অসাধারণ তার সবকিছু"💔💔💔💔💔
চীন রাশিয়া পাকিস্তান উত্তর কোরিয়া ইরানও তুরস্ক এরাই বিশ্ব নিয়ন্ত্রণে যথেষ্ট
পাকিস্তান 😝😝😝😝
Bangladesh ke bad dea jabe na 🙃
বিশ্ব শ্বাসনে ভারতেই একমাত্র উপযোগী দেশ🇮🇳🇮🇳🇮🇳
Tor abba
আমরা সব সময় রাশিয়া🇷🇺ফিলিস্তিন🇵🇸আফগানী🇦🇫ও ইরানের🇮🇷 পাসে থাকবো
ইনশাআল্লাহ্ ⚖️🇧🇩⚖️
আল্লাহ বলেনঃ-
__আমি তো কাছেই আছি ---
কেউ যখন আমায় ডাকে,তখন আমি তার ডাকে সারা দিই------
→ (সূরা বাকারাহ >১৮৬) ←
আমি একজন মুসলিম ছেলে বাংলাদেশ থেকে বলতেছি উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানাই আল্লাহ উনাকে আরো অনেক শক্তিশালী বানাক আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
৩য় বিশ্বযুদ্ধ হলে কে কি ধরণের অস্ত্র ব্যবহার করবে তা বলা কঠিন। তবে ৪র্থ বিশ্বযুদ্ধ লাঠিসোঁটা আর বর্শা শাবলে হবে এটা নিশ্চিত।
Ha haa vai 😄😄
!
বানীতে আইন স্টাইন
ওমর ইনান ভাই সবচেয়ে সুন্দর ভাবে, সাবলীল ভাষায় উপস্থাপন করে থাকেন । ভালোবাসা রইলো ভাই ❤️
যুক্তরাষ্ট্রে কে মাটির সাথে মিশিয়ে দাও
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বাংলাদেশের বিপক্ষে ছিলো। রাশিয়া ছিলো বাংলাদেশের পক্ষে।তাই আমাদেরও উচিত রাশিয়ার পক্ষে বলা।।
Ji... USA nipat jak
হুম আর রাশিয়া যুদ্দ করে দেই
Kintu Russia too usa er bippokhe silo boilei help korsee,jokhon kar usa r akhonker usa ak nakere
Ami usa ke nuke diye urai dibo
Sir apnar news shunte amar onek valo lage.
Love from India
আল্লাহ্ ছাড়া কাউকে ভয় নাই
Pagol
@@sunentuchangma166 ei jonokormir chele changma buje shune Kotha volbi tanahole shoho bas koira dibo
Ar Rakib তাতে আমার বাল ছেড়া গেলো
কিম মানেই আগুন 😎🔥
ওমর এনাম বর্তমান সময়ে দৃশ্যপট সংবাদ এর আলোচিত এক নাম, বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে একটি সংবাদ প্রচার করবেন,
বাংলাদেশের ভাল বাঁশ ও নেই।
সব কেটে এখন ইট ভাটায়।।
ভাই মানে ওমর ইনান ভাই 💜
উওর কোরিয়ার সামরিক শক্তির বিষয়ে আমাদের অনেক কিছু শেখার আছে।
উত্তর কোরিয়া জিন্দাবাদ💪😍
আমরাও বন্ধুতো উত্তর কোরিয়ার সাথে
কিম মামা এগিয়ে যাও
@@STAR-mv3wu মামা ত হবেই আমার বয়স ২১ আর তার ও এরকম ভাইয়ের। আর কিমের ৪০
পুতিন, কিম, শিরিং, ইব্রাহিম মামা। মোহাম্মদ বিন সালমান মামা অথবা চাচা যারা ১৭ থেকে ২২, ২৫ বছর এখন
@@STAR-mv3wu কেন মাতাল
কাউকে ঢিল মারলে নিজেও ঢিল খাওয়ার জন্য প্রসতুত থেকোো
রাইট
রাইট
চীন রাশিয়া জিন্দাবাদ
অসাধারণ উপস্হাপনা,ক্লিয়ার ভয়েজ,
তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই সন্নিকটে।
যুদ্ধ চাইনা শান্তি চাই
Kivabe???
দৃশ্যপট আমার সবচেয়ে প্রিয় একটা অনুষ্ঠান যেখান থেকে অনেক কিছু শেখার মত জিনিস আছে এবং নিরপেক্ষ খবর পাওয়া যায়। সময় টিভির এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে অন্যান্য জিনিসগুলো এতটা ভালো লাগেনা।
আপনার উপস্থাপনা খুবই ভালো লাগে দাদা
অওসাম হয়েছে প্রিয়,,,
আপনার করা রিপোর্ট ❣️❣️❣️
ভালোবাসা রইলো প্রিয় আপনার জন্য ❤️🔥❤️🔥
উপস্থাপন সুন্দর
মার্কিন হুমকি মোকাবেলাই ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার কোন বিকল্প নেই উত্তর কোরিয়ার সামনে ।
Omor inan bhai khub shundor korei news ti futiye tullen
Undoughtedly good analysis. I am always with you.
omar vai apnar bisleson onek valo sob kiso sondur vabe boja jai
GoD is Almighty♥️🖤
- পৃথিবীর শেষ যুদ্ধ হবে এবার
রাসূল (সাঃ) বলেছেনঃ,
প্রচার করো যদি একটিমাত্র আয়াতও হয়,,,,
সহীহ বুখারী শরীফ (৩৪৬১)
রাসূল (সাঃ) বলেছেনঃ,,
যে কেউ ইচ্ছা করে আমার উপর
মিথ্যারোপ করল,
সে যেন জাহান্নামকেই
তার ঠিকানা নির্দিষ্ট করে নিল।
সহীহ বুখারী শরীফ (৩৪৬১)
নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন।
সূরা আল মায়েদাহ (42)
যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন,
তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের।
সূরা আল মায়েদাহ আয়াত (44)
যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন,
তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম,,
সূরা আল মায়েদাহ আয়াত (45)
বিচারকার্যে অসততাঃ- অন্যায়, দুর্নীতি ও
অসততা সর্বদা হারাম ও মারাত্মক অপরাধ।
বিচারক সেজে বিচারকার্যে
দুর্নীতি করা আরো জঘন্য অপরাধ।
বিচারকের জন্য ইনসাফ ও
সততা অবলম্বন করা অপরিহার্য।
মহানবী (সা.) বলেছেন, ‘
যে শাসক আল্লাহর নাজিলকৃত
বিধান অনুসারে বিচার করে না,
আল্লাহ তার নামাজ কবুল করেন না।’
(হাকিম)
তিনি আরো বলেন, ‘এক শ্রেণির বিচারক
জান্নাতে যাবে, আর দুই শ্রেণির বিচারক
জাহান্নামে যাবে। যে বিচারক জান্নাতে যাবে,
সে হলো এমন বিচারক,
যে সত্য ও ন্যায়কে যথার্থ উপলব্ধি করে এবং
তদনুযায়ী বিচার করে।
পক্ষান্তরে যে বিচারক সত্য যথার্থ উপলব্ধি করেও ইচ্ছাকৃতভাবে অন্যায় রায় দেয়,
সে জাহান্নামি। তদ্রূপ যে বিচারক
সত্যকে যথার্থ উপলব্ধি না করে
স্বীয় ইচ্ছানুযায়ী রায় দেয়, সে-ও জাহান্নামি।’
(আবু দাউদ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
বলেছেনঃ যে পর্যন্ত বিচারক
কোন প্রকার যুলুম না করে
সে পর্যন্ত আল্লাহ্ তা'আলা তার সহায়তা করেন।
সে যে মুহুর্তে কোন প্রকার
যুলুম করে ফেলে তখন তিনি তাকে
পরিত্যাগ করেন এবং শাইতান তাকে জড়িয়ে ধরে।
তিরমিজি (১৩৩০)
হাসান, ইবনু মা-জাহ- (২৩১২)
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, বিচারের ক্ষেত্রে
ঘুষখোর ও ঘুষ প্রদানকারীকে
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অভিসম্পাত করেছেন।
সহীহ্, ইবনু মা-জাহ- (২৩১৩)
জামে' আত-তিরমিজি(১৩৩৬)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামাতের দিন লোকদের মাঝে
ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহ তা‘আলার
সবচাইতে প্রিয় ও নিকটে উপবেশনকারী হবে।
তাদের মাঝে যালিম শাসকই
আল্লাহ তা‘আলার সবচাইতে ঘৃণিত এবং
তার নিকট হতে সবচেয়ে দূরে অবস্থানকারী হবে।
জামে' আত-তিরমিজি (১৩২৯)
আল্লাহ তা"আলা, বলেন
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন
তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে
গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়,
তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত (76)
আল্লাহ সব শুনেন ও জানেন।
সূরা মুনাফিকুন আয়াত ( 9)
আল্লাহ জানেন
যা তোমরা গোপন কর এবং
যা তোমরা প্রকাশ কর।
সূরা নাহল, আয়াত (১৯)
প্রতিদিন রাতে
ঘুমানোর আগে
ভেবে দেখো
মৃত্যুর পর কবরে তোমার কি অবস্থা হবে,,,
সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো,,
মৃত্যুর জন্য প্রস্তুত থাকার অর্থ হচ্ছে
পাপ কাজ থেকে দূরে থাকা,
বেশি বেশি নেকীর কাজ অর্জন করা এবং
👉মালাকুল মাউত যুবক-যুবতী দেখবে না,,
ঈমানদার নারী-পুরুষরা
আখেরাত নিয়ে
চিন্তাভাবনায় থাকেন, আর
পাপিষ্ট নারী-পুরুষরা
আখেরাতকে ভুলে
দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন,,
যারা আখেরাতের খবর রাখেন না
দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন
ওরাই জাহান্নামী,,,,
পরকালের জগৎটাই আসল জগত,,
এজন্যই আখেরাতকে প্রাধান্য দিতে হবে,,
দুনিয়াটা শুধু পরীক্ষা,,,,,
দুনিয়ার ৫০--৬০ বছরের হায়াত এবং
অবৈধ আনন্দ ফুর্তির জন্য ও অবৈধ সম্পদের লোভে
চিরস্থায়ী জান্নাত হারিয়ে
চিরস্থায়ী জাহান্নামী যেন না হয়,,,,,
উসমান (রাঃ)-এর মুক্তদাস হানী থেকে বর্ণিতঃ
উসমান (রাঃ) কোন কবরের পাশে দাঁড়িয়ে
এত কাঁদতেন যে, তার দাড়ি ভিজে যেত।
তাকে প্রশ্ন করা হলো, জান্নাত-জাহান্নামের
আলোচনা করা হলে তো আপনি কাঁদেন না,
অথচ এই কবর দর্শনে এত বেশি কাঁদেন কেন?
তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আখিরাতের মানযিলসমূহের (প্রাসাদ) মধ্যে
কবর হলো প্রথম মানযিল।
এখান হতে কেউ মুক্তি পেয়ে গেলে
তবে তার জন্য পরবর্তী মানযিলগুলোতে
মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে।
আর সে এখান হতে মুক্তি না পেলে
তবে তার জন্য পরবর্তী মানযিলগুলো
আরো বেশি কঠিন হবে। তিনি (উসমান) বলেন,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আরো বলেছেনঃ আমি কবরের দৃশ্যের চাইতে
অধিক ভয়ংকর দৃশ্য আর কখনো দেখিনি।
জামে' আত-তিরমিজি (২৩০৪)
হাসান , ইবনু মা-জাহ (৪২৬৭)।
নিশ্চয় আল্লাহ মানুষের গোপন ও প্রকাশ্য
সব বিষয়ের খবর রাখেন,,,
Bad day is coming
may allah save us
Voice er sathe j sound plze ai sound off rkle vlo hoy...amni news porlei best hba...kub noise create hoy ata teh
somoy sound n omor inan bai good prestasion
Agia ❤Jau ❤North ❤North ❤Korea ❤
চীন রাশিয়া পাকিস্তান ইরান তুরস্ক জিন্দাবাদ
I like you brother most for your excellent performance. I always try to listen
your presentations.
@Omor inan ar Kotha style ta sundor
সারা বছর বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে রিপোর্ট তৈরি করেন কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে রিপোর্ট তৈরি করেন না কেন ?
উত্তর কোরিয়া বাংলাদেশ থেকে দরিদ্র দেশ তারপরও সামরিক শক্তিতে তারা বিশ্বের পরাশক্তি আমেরিকার কাছাকাছি চলে আসছে । বাংলাদেশে দুই জন ক্ষমতালোভী শাসকের কারণেই আজ বিশ্ব থেকে কমপক্ষে ১০০ বছর পিছিয়ে আছে ।
Your presentation is nice
You are genius bro. Your presentation is awesome. ❤️
অনেক ভালো লাগে দূসপৎ
আহা শুধু ভিউ বাড়ানোর জন্য এই ধরনের কনটেন্ট!! আমাদেরকে শিক্ষামূলক কনটেন্ট দিন। উচ্চশিক্ষা, প্রযুক্তি, বিদেশে কর্ম, উদ্দ্যোক্তা ইত্যাদি নিয়ে কনটেন্ট দিলে আমাদের উপকারে আসবে।
ওমর ইনান ভাই সেরা
ওমর ইনান ভাই এর সেরা উপস্থাপনা
এই যুদ্ধ দেখে কেন জানি আমার মনে হয় কেয়ামত আর বেশি দূরে নয় 😥😥
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।।।।
ভাই মির্জা ফখরুলের করা মন্তব্য বাংলাদেশ কে মার্কিন নিশেদাগ্গা দেওয়ার যে আহ্বান জানিয়েছেন সে সম্পর্কে একটা দৃশ্য পট চাই
কিম যদি অতিরিক্ত পাগলাটে না হয় এবং উনি যদি বুঝতে পারেন যে এর ফলে ওনার দেশও নিচ্চিহ্ন হয়ে যাবে তাহলে এই কাজ উনি কখনোই করবে না।
ai gulo korbo nah r news conference lok ai gulo hilight kore view jonno
vai apnar optapna onek valo i love u...
গুড
ভালো হয়ে যাও মাসুদ!
😁
পিলখানার দৃশ্যপট টা এখনো পেলাম না ইনান ভাই😜😜
Right 😅😊😊
যাক, ৩য় বিশ্ব যুদ্ধ দেখার সুভাগ্য হবে
Tumr ty mone hoi?
আল্লাহ মাফ করুক।
আমরা ৩য় বিশ্ব যুদ্ধের অপেক্ষায় আছি 🙂
ধন্যবাদ কিম কাকা
এগিয়ে চলো
উঃ করিয়াকে ধন্যবাদ
He is best
Truely it's giving me a sense of goosebumps, it may cause World War 3
অবশেষে বোঝা গেলো ট্রাম্পই লিজেন্ড ছিল।
December sob khela dekha jabe🙂
আলহামদুলিল্লাহ খুব একটা ভালো
Thanks
এই বুঝি শুরু হয়ে গেল, শুধু এক এ্যামেরিকার জন্য।
সকল যুদ্ধবাজ নেতাদের আল্লাহ যেন ধংশ করে দেন
ওইখানে মীরজাফরের গুষ্টি নাই আমাদের বাংলাদেশে তো মীরজাফরের গুষ্টি আছে
ভাই বাংলাদেশের দৃশ্যপট একটু দেখান, সরকার আর কতদিন টিকে থাকতে পারবে?
কমপক্ষে অন্তত ১০ বছর।
শুরু হয়ে যাক।
মুসলিম দেশগুলোর উচিত শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা খাতে বিনিয়োগ করা, যাতে আগামীতে তারা তাদের মেধা কাজে লাগাতে পারে।
@ARGHA 🇮🇳 চুলকানি শুরু হয়েছে??
@ARGHA 🇮🇳 tor guyai dim therapi dite hoibo bucci malu purohit sala
Best of best
এই লোক টার সংবাদ পরিবেশন খুব ই উঁচু মানের
What a plan !
বাংলাদেশর কলা গাছ মিসাইল খুবই ভাল 😁😁। পুরো পৃথিবী হতে যেই দেশ বিচ্ছিন্ন তাকে আবার কিসের শাস্তি